এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৩৬৩৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mmu | 79.86.171.220 | ১১ জুলাই ২০১১ ০৪:৩৫477803
  • আরে , আকা সাহেব এত রেগে যান কেন? আপনি বলেন আমি রেগে যাই। কিন্তু আসলে তা আপনিই । আসলে বোস্টমে থাকুন বা হনলুলু , ব্যাপারটা একই। :-))
  • aka | 24.42.203.194 | ১১ জুলাই ২০১১ ০৫:২৬477804
  • বহুকাল আগে বোস্টনে থাকতাম। ম্মু বোস্টম আর হনলুলু একই বলেই বলি নি তো ;) (আসলে বোস্টম = বোস্টন এটাই বুঝি নি)। কিন্তু আপনি জানতে আগ্রহী কেন?
  • til | 165.12.252.211 | ১১ জুলাই ২০১১ ০৭:০৬477805
  • http://www.anandabazar.in/11cal4.html
    ধ্যুস, এই ভাবে রাস্তা সারাই ভাঁগা ইঁট দিয়ে? ঘন্টা হবে!
  • indraaNee | 137.157.8.253 | ১১ জুলাই ২০১১ ০৮:৩৬477806
  • তিল,
    কিছু মনে করবেন না। বিদেশের উপমান আর স্বদেশের উপমেয়কে দাঁড়িপাল্লায় বসালে আলোচনা কতখানি ফলপ্রসূ হয় যদি বুঝিয়ে বলেন... আপনার লেখায় বারে বারেই এই ব্যাপারটা দেখি। তাই জানতে চাইছি।
    আপাত:দৃষ্টিতে এই ধরণের তুলনায়, অসাড় আত্মম্ভরিতা আর অপার তাচ্ছিল্য প্রকাশ পায়। আপনি এধরনের মনোভাব পোষণ করেন না বলেই আশা করি। তাই জানতে চাইছি।
  • santanu | 91.226.168.2 | ১১ জুলাই ২০১১ ০৯:০১477807
  • ১। মুকুলবাবুকে নির্দেশ দেন হাওড়া স্টেশন যেতে (রেল প্রতিমন্ত্রী রেল দুর্ঘটনা ঘটলে, দলের নেত্রী বললে তবে নড়ে বসবেন!!)

    ২। মমতার নির্দেশে ......... ক্ষতিপূরনের ঘোষনা ও চটজলদি করেছেন মুকুল বাবু (মাইরী, কিছু)

    http://www.anandabazar.in/11desh5.html
  • kc | 194.126.37.78 | ১১ জুলাই ২০১১ ১০:০২477808
  • ধুৎ, কোনও দুর্ঘটনা ঘটলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীতো যাবেনই। কিন্তু এখন 'অবতার তৈরী' চলছে বলে, সব কিছু খবরের আগেই 'মুখ্যমন্ত্রীর নির্দেশ', এইসম কথা গুঁজে দেওয়া চলছে। এরকম খবরগুলো পাতি সংবাদপত্রের ছড়ানো বলেই মনে হয়।

    তিলবাবু রাস্তার নীচের লেয়ারটা ঝামার টুকরো দিয়েই কত্তে হয়। একটু জেনে বুঝে বিশেষজ্ঞ হউন মহায়।
  • i | 137.157.8.253 | ১১ জুলাই ২০১১ ১০:১৩477809
  • আমারও র ড় রোগে ধরেছে।
    অসার অসার অসার। অসার আত্মম্ভরিতা। উফ্‌।
  • siki | 123.242.248.130 | ১১ জুলাই ২০১১ ১০:১৫477810
  • অসার অসাড় দুটো বানানই ঠিক। মানে আলাদা। এক্ষেত্রে অসারই হবে। :)
  • abastab | 61.95.189.252 | ১১ জুলাই ২০১১ ১০:৪৯477811
  • শৈলেনবাবুর অভিধানে (সংসদ) কিন্তু অসাড় বলে কোন বানান দেখাচ্ছে না।
  • i | 137.157.8.253 | ১১ জুলাই ২০১১ ১০:৫৬477813
  • অসাড় অর্থ যার সাড় নেই।
    যেমন, এক বৎসর যাবৎ পক্ষাঘাতে বৃদ্ধের বাম অঙ্গ অসাড়।
    বা শোকে দু:খে মন অসাড়।
    হয় না?
  • abastab | 61.95.189.252 | ১১ জুলাই ২০১১ ১১:০২477814
  • আমিও তেমনি ভাবতাম কিন্তু একটু তলিয়ে ভাবলে সাড় বলেও কোন শব্দ পাচ্ছি না। ব্যুৎপত্তিগত ভাবে ভাবলে মনে হচ্ছে অসার-ই ঠিক ।
  • siki | 123.242.248.130 | ১১ জুলাই ২০১১ ১১:১৬477815
  • সাড়া থেকে সাড় কথাটা এসেছে। কোনও অঙ্গ যখন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে সাড়া দেয় না, তখন তাকে বলে অসাড় হয়ে যাওয়া। হাতে পায়ে অনেকক্ষণ চেপে বসে থাকার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে কিছুক্ষণের জন্য হাতের বা পায়ের চামড়ায় চিমটি কাটলেও সাড়া পাওয়া যায় না। তাকে বলে অসাড় হয়ে যাওয়া।

    অসার মানে, যার মধ্যে কোনও সারপদার্থ নেই। বক্তব্য অসার হয়। অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়।
  • i | 137.157.8.253 | ১১ জুলাই ২০১১ ১১:২৮477816
  • এই টইও হাইজ্যাকিত হয়ে গেল!
    সাড় শব্দের অর্থ বাহ্যজ্ঞান, চেতনা, অনুভূতি।
    যার সাড় নেই, সেই অসাড়।
    অসাড়, অসাড়ে দুটি শব্দই বাংলায় বহুল প্রচলিত। সংসদের অভিধান কন্সাল্ট করতে পারেন।
  • abastab | 61.95.189.252 | ১১ জুলাই ২০১১ ১১:৩৩477817
  • গাড়ি আবার লাইনে রাখা হোক।
  • M | 59.93.246.194 | ১১ জুলাই ২০১১ ১১:৪৩477818
  • হ্যাঁ হ্যাঁ

    গন্ডারের্লেজসংক্রান্ত:

    (ইসে, লেজের চামড়াও গন্ডারের চামড়া ধরে নিলে)
    লেজ উঁচিয়ে থাকলে কান পেতে শোনার চেষ্টা কোদ্দিয়ে আবাজ আসছে,লেজ নীচু থাকলে লম্ফ ঝম্ফ হবে।

    আমার একশো টাকা পাঠিয়ে দেওয়া হোক।
  • dd | 124.247.203.12 | ১১ জুলাই ২০১১ ১১:৫২477819
  • অষাঁড় ও বোধয় হয়। মানে ধরুন গবাদি পশু বলচ্চেন, কিন্তু তাতে গাভী,বলদ আর বাছুর মাত্র রয়েছে। সেক্ষেত্রে "এই সব অষাঁড় গরুগুলান" কি একেবারেই বলা বারন?
  • fevi | 217.162.223.223 | ১১ জুলাই ২০১১ ১২:৩৭477820
  • আষাড় ?
  • til | 165.12.252.211 | ১১ জুলাই ২০১১ ১৩:০৪477821
  • কেসিসাহেব,
    ওগুলো কি ঝামার টুক্রো? নিজের চোখে দেখেছি আমাদের বাড়ীর সামনের রাস্তা সারাতে এই পদ্ধতিতে, ঐ যে মজুর মহিলাদের ছবি দেখছেন তাদের হাতে বাঁশের হাতুড়ী মত কি এক্টা দিয়ে পিটিয়ে বাকী জায়গাগুলো ভরতে; বলার অপেক্ষা লাগে না, এক পশলা বৃষ্টি ও তার ওপর দিয়ে এক্টা ট্রাক গেলেই কি পরিণতি হবে! আপনি তো বিশ্‌ষজ্ঞ প্রত্যয় হচ্ছে, আপনিই বলুন ঠিক বলেছি কিনা। এই মেরামতের মেয়াদ কদিন?

    ইন্দ্রাণী,
    টেকনোলযির আবার স্বদেশ বিদেশ কি? এ রাস্তা ইজ এ রাস্তা ইজ অ রাস্তা।(আমি কিন্তু হাইওয়ে বা ফ্রীওয়ের সঙ্গে তুলনা করিনি)।
    এই ধরণের রাস্তায় টানা ৬/৭ কি মি দিনের পর দিন বাসে/ সাইকেলে/রিকশায় যেতে হলে বুঝতেন! আর, যা লিখবেন সোজাসুজি লিখুন, ঘুরিয়ে পেঁচিয়ে নয়।
  • til | 165.12.252.211 | ১১ জুলাই ২০১১ ১৫:০০477822
  • তো ইন্দ্রাণী দেবী,
    একটা উপমা দিই, কেমন? অসতরকতায় আপনি মাথায় চোট পেলেন, ডাক্তার (ধরুন সরকারী চিকিৎসা কেন্দ্র, হাসপাতালও নয়, জাষ্ট উপমা, আপনি কেন সেখানে যাবেন আর বালাই ষাট আপনি বহাল তবিয়তে থাকুন)
    ডাক্তারবাবু মাথার যন্ত্রণার জন্য প্যারাসিটামল (তাই তো, উদা মাত্র, বিশেষজ্ঞ নই)দিয়ে বললেন, একটা স্ক্যান করলে ভাল হতো, কিন্তু সেসব তো বিদেশে হয়, আমাদের প্যারাসিটামলই সই।
    কেমন লাগবে?
  • Mmu | 79.86.171.220 | ১১ জুলাই ২০১১ ১৬:০৬477825
  • sorry আকা সাহেব। অনিচ্ছাকৃত ভূলের জন্য ক্ষমা চাইছি। আসলে আমি বোস্টম লিখতে চাইনি, বোস্টন লিখতে চেয়েছিলাম ( টা: মিস্টেক ) । আর আমি জোকও করিনি কোন । জানতে চেয়েছিলাম এমনি । আমিও তো বিদেশে থাকি তাই ।
  • indrani | 220.235.96.200 | ১১ জুলাই ২০১১ ১৬:৪৬477826
  • তিল,
    ঘুরিয়ে পেঁচিয়ে কিছু লিখি নি। যা লিখেছি পরিষ্কার লিখেছি। ঘুরিয়ে পেঁচিয়ে লেখার অভ্যাস আমার নেই। এই ভঙ্গিতে উত্তরও আশা করি নি।
    সে যাই হোক, আপনার লেখায় যেখানে রাইটার্সের শৌচালয় প্রসঙ্গে ঐ জোয়ান মুখে বাথরুম যাওয়ার তুলনা টানলেন সেই প্রসঙ্গে যা বলার বলেছি। টেকনলজির কথা আসছে কোথা থেকে? আপনার ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ইন্দ্রাণী দেবী সম্বোধনে যে প্রশ্ন তা এই কথা চালাচালির প্রেক্ষিতে নিতান্তই অবান্তর মনে করি।
    তাই এই প্রসঙ্গে অসাড় রইলাম।
  • Bratin | 122.248.183.1 | ১১ জুলাই ২০১১ ১৭:২৫477827
  • ইন্দ্রানী দি আর তিল দা, শুধু মুধু আর ঝগড়া করো না প্লিজ।অনেক সময় আমাদের বলবার বা বোঝবার ভুলে এক কথার নানারকম মানে হয়ে যয়।
  • til | 124.169.5.110 | ১১ জুলাই ২০১১ ১৭:৩৭477828
  • তিলবাবু যদি অসম্মনজনক না হয় তো ইন্দ্রাণীদেবী কেন হবে?
    তো বলুন আপনার কোন পাকা ধানে আমি মই দিয়েছি। কথা হচ্ছিল রাস্তা সারাই নিয়ে, তো তার মধ্যে অসাড় আত্মম্ভরীতা (ফুটো মাস্তানি?)ইত্যাদি হিং টিং ছট আসে কোদ্দিয়ে?

  • Mmu | 79.86.171.220 | ১১ জুলাই ২০১১ ১৮:১৬477829
  • দয়া করে ঝগড়া করবেন না প্লিজ ।
  • de | 223.191.113.184 | ১১ জুলাই ২০১১ ১৮:২৩477830
  • "দ করে ঝগ্‌ড়া" ক্যামনে করে ?:))
  • de | 223.191.113.184 | ১১ জুলাই ২০১১ ১৮:২৪477831
  • *test
  • de | 223.191.113.184 | ১১ জুলাই ২০১১ ১৮:২৬477832
  • মামুর কলের dayaa-maayaa কিছু নাই? মানে ইউনিকোডে নাই?
  • abastab | 61.95.189.252 | ১১ জুলাই ২০১১ ১৯:০৪477833
  • এরা কয় কি দয়া করে ঝগড়া করবেন না। এখানে দেখছি লোকে দিনরাত ঝগড়া করে বেড়াচ্ছে। কদিন আগে যে ঝগড়ার নিয়ম কানুন লিখলেন এক দাদা।
  • Netai | 121.241.98.225 | ১১ জুলাই ২০১১ ১৯:১৫477834
  • নিয়মবলী সবই ছিল নির্দয় নির্মম ঝগড়ার জন্যে। দয়াপরবশ হয়ে ঝগড়া নিষেধ।
  • r2h | 198.175.62.19 | ১১ জুলাই ২০১১ ২০:০০477836
  • পাকাধানে মই
    আর বাড়া ভাতে ছাই
    কানে হাঁটে কই
    তাকে কেটেকুটে খাই
    উড়ে যাওয়া খই
    আর ঘর পোড়া গাই
    কলিকাতা কাপ্তেন
    বোম্বের ভাই।
    রাতকানা চাঁদামামা
    হরিনীরা ঘাই
    মহীনের ঘোড়াগুলি
    ঘরে ফেরে নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন