এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস

    Suvajit
    অন্যান্য | ০৭ জুলাই ২০১১ | ৩৬৪১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 194.126.37.78 | ১২ জুলাই ২০১১ ১১:২৮477870
  • আমার একটা ফান্ডামেন্টাল প্রশ্চেন আছে। কত বয়স অবধি পুরুষদের ছেল বলা চলে? কত বছর বয়স হলেই বা তারা লোক হয়?

    নিশিকান্ত আফনের বিলাসখানি টোড়ি আসিতেছে।
  • kc | 194.126.37.78 | ১২ জুলাই ২০১১ ১১:৩১477871
  • *ছেলে
  • nk | 151.141.84.194 | ১২ জুলাই ২০১১ ২২:০১477872
  • আরে ধিঙ্গিপদ আসতে অসুবিধা কী? ঊনপঞ্চাশ আর ছোটো লামা থাকলেই বড় লামা বানিয়ে নিতে পারবে ধিঙ্গিপদকে।
    কিন্তু সেই মাটিমাখা পাদ্রী? ভুতগুম্ফা কিনে ফেলে ইস্কুল বানাবে যে? তাঁকে খুঁজে পাওয়া একটু টাফ। :-)
  • nk | 151.141.84.194 | ১২ জুলাই ২০১১ ২২:০৩477873
  • আরে কেসি, বিলাসখানি টোড়ি? জিতা রহো জিতা রহো জিতা রহো বাবুল। :-)
  • aka | 24.42.203.194 | ১৩ জুলাই ২০১১ ০৭:১০477874
  • প্রকৃত প্রস্তাবে শিক্ষা নিয়ে এই হল আমার প্রস্তাব

    ১। কোথাও কোন পাশ ফেল নেই। একেবারে পিএইচডি পর্যন্ত্য।

    ২। কোথাও পড়তে কোন টাকা ফাকা লাগবে না।

    ৩। ইচ্ছে হলে ক্লাসে যাব নইলে নয়।

    ৪। পাশ করি বা না করি চাকরি থাকবেই থাকবে। পাশ ফাশ না করেই ডাক্তারে হার্ট কাটবে, ইঞ্জিনিয়ার ব্রিজ বানাবে।

    হেবি পদ্ধতি, কয়েক বছর চালালেই সরকার ফরকারও দরকার নেই। মোটামুটি সবাই মরে টরে যাবে যদি না যয় তারাও পালাবেন। কিন্তু পালানোর সময়ে সিগনালে রবীন্দ্রসংগীত শোনা যাবে এটাই রক্ষে।

    এক সরকার ইংরিজি তুলে দিল এই সরকার পাশ ফেল তুলে দিল, পরের সরকার মনে হয় পড়াশুনো টাই তুলে দেবে।
  • santanu | 91.226.168.2 | ১৩ জুলাই ২০১১ ০৭:৫০477875
  • ও কেসি, রেলমন্ত্রী যেতে দুর্ঘটনা গ্রস্থদের দেখতে যেতে চাইছিলেন না, জঙ্গলমহল যাবো বলেছিলেন, মমতা নির্দেশ দিয়েছেন, "এবার আহত লোক গুলোকে দেখতে যাও, পরের বার জঙ্গলমহল নিয়ে যাবো"

    http://www.anandabazar.in/13desh1.html
  • Sibu | 72.62.177.115 | ১৩ জুলাই ২০১১ ০৮:২৩477876
  • এত্ত ঝামেলার দরকার কি? কলেজ ফলেজ তুলে দিলেই তো দিব্যি হয়।
  • santanu | 91.226.168.2 | ১৩ জুলাই ২০১১ ০৯:০৮477878
  • আনন্দবাজারের খবরটা নতুন রেলমন্ত্রী দীনেশবাবুর, উনি বায়না করেছিলেন দিদির সাথে জঙ্গলমহল যাবেন বলে, দিদি বুঝিয়ে সুজিয়ে হাসপাতালে পাঠিয়েছেন আহতদের দেখতে।
  • santanu | 91.226.168.2 | ১৩ জুলাই ২০১১ ০৯:২৩477880
  • কদিন আগে কনসটেবলের প্যাথেটিক মাইনে নিয়ে কথা হচ্ছিল, পেয়েছি এখানে।

    স্কেল শুরু ৫৮৬০, তাহলে ডিএ টিয়ে নিয়ে মাসে পাবে মোটামুটি ৯০০০-১০০০০

    http://www.anandabazar.in/13raj1.html
  • kc | 194.126.37.78 | ১৩ জুলাই ২০১১ ১০:৩০477881
  • ''কাহে করত মোসে ঝগড়া, প্রিতম প্যারে....''
    নিশিকান্ত শুনেন,
    http://www.mediafire.com/?wnadnw467yuwla5
  • PT | 203.110.243.21 | ১৩ জুলাই ২০১১ ২২:৪২477882
  • @til
    hire and fire- ছাড়াও টয়লেট পরিষ্কার রাখা যায়। বিশ্বেস করবেন না দেখে এসেছি নিজের চোখে। সবচে আগে যে টয়লেট পরিষ্কার করবে তার নিজস্ব একটা ঠিকঠাক টয়লেট ব্যবহার করার অব্যেস তৈরি হওয়া দরকার। নাহলে বিশ্বের দরবারে বেইজ্জতি হয়ে এইসব মণিমুক্ত ছড়াতে হয়: “Everyone has different standards about cleanliness. The Westerners have different standards, we have different standards,” said Lalit Bhanot, the Delhi Games’ spokesman. এইসব দেশজ বেইজ্জতি USSR-এর থাকা না থাকার সঙ্গে সম্পর্করহিত!http://blogs.telegraph.co.uk/news/deannelson/100055085/indians-have-different-standards-of-personal-hygiene-to-westerners-says-commonwealth-games-official/

  • PT | 203.110.243.21 | ১৩ জুলাই ২০১১ ২২:৪৪477883
  • @bb
    ধন্যবাদ। আজই ফিরেছি।
  • PT | 203.110.246.230 | ১৪ জুলাই ২০১১ ১৩:১৯477884
  • যারা তামিলনাড়ু আর প:বঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার আলোচনাতে ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে সীমায়িত রেখে হাসপাতাল থেকে হাসপাতালে মমতার লাফালাফিতে আহ্লাদিত হতে চায় এ খবর বোধহয় তাদের জন্যে নয়.....

    There are gigantic inequalities in access to healthcare, which are also a contributor to poor health....

    Asked if he thought that health was a political issue, he concurred, emphasising that the aim of better policy-making in healthcare could only be achieved if it came from the government, which is certainly a matter of politics.
    http://www.thehindu.com/news/national/article2215872.ece
  • ranjan roy | 122.168.220.1 | ১৫ জুলাই ২০১১ ০৫:৩৬477885
  • বিভিন্ন হাইজিন ধারণা ও কোনটা টয়লেট ব্যবহার করার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইত্যাদি নিয়ে PTর বক্তব্যের সঙ্গে একমত। এটা খানিকটা সাংস্কৃতিক ব্যাপার। কিন্তু তার সঙ্গে কোন প্রতিষ্ঠানের কর্মীরা কতটুকু নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবে এটার পরিপ্রেক্ষিত বুঝলাম না।

    আর অমর্ত্য সেনের এই বক্তব্য যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে উন্নত স্বাস্থ্যপরিষেবা একটি রাজনৈতিক ইস্যু এবং এটা সরকারের সজগ ভূমিকায় ভালোভাবে হতে পারে-- তার সঙ্গে চেন্নাই ও ব্যাঙ্গালোরের কোলকাতার তুলনায় উন্নত স্বাস্থ্য পরিষেবার কথা বলার মধ্যে বিরোধ কোথায়?
    এটা কি সত্যি নয় যে চেন্নাই ও লুরুতে কোলকাতার তুলনায় উন্নত হেল্‌থ কেয়ার পাওয়া যায়? তাহলে এটা আরো বেশি করে অমর্ত্য সেনের বক্তব্যের সূত্র ধরে বঙ্গের সরকারগুলোর রাজনৈতিক সদিচ্ছার দিকে আঙুল তোলে।
  • kallol | 115.184.53.140 | ১৫ জুলাই ২০১১ ০৫:৫৪477886
  • মহাকরনে টয়লেট ঠিকমতো সাফ হয় না। সেখানকার সফাইয়ের দায়িত্বে যাঁরা আছেন তাঁরা ঠিকমতো কাজ করেন না। এটা মানতে কোথায় বাধা, সেটা বোঝা গেলো না।

    কলকাতা থেকে ব্যাঙ্গালোরের ট্রেনে চাপলে ( সে দুরন্ত বা য়শবন্তপুর এক্সপ্রেস যাই হোক, যে কোন ক্লাসেই হোক) মনে হয় হাসপাতল গাড়ি। কেন এতো মানুষকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর দৌড়তে হয়? কলকাতায় চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল তাই। এটা মানতে বাধা কোথায়, সেটাও বোঝা গেলো না।
  • ranjan roy | 122.168.200.205 | ১৫ জুলাই ২০১১ ০৬:০৬477887
  • আর পিটি'র বক্তব্যের প্রথম লাইন আপত্তিজনক। এই তইটির শিরোনামে স্পষ্ট যে এটি বঙ্গের নতুন সর্কারের নীতিগত পরিবত্তন ইত্যাদি নিয়ে।
    কাজেই এখানে আলোচনার ধ্রুবপদ অবশ্যই বঙ্গের হালহকিকৎ। সেই পরিপ্রেক্ষিতে অন্য রাজ্যের সঙ্গে তুলনা। এটা আদৌ সর্বভারতীয় স্মস্যার আলোচনার টই নয়।
    তবু বঙ্গের বেহাল দেখালে পিটি বলবেন সর্বভারতীয় সমস্যার কথা।
    তখন জিগান-- উড়িষ্যায় বাম নেতারা কেন কৃষকের জমি নিয়ে শিল্পগড়ার বিরোধিতা করছেন বা কেরালায় পিনারাই বিজয়নের করাপশন নিয়ে বাম মুখ্যমন্ত্রীর বক্‌ত্‌ব্‌য়--- উনি বলবেন বঙ্গের কথায় আসুন।
    বেশ! বেশ!
  • ranjan roy | 122.168.200.205 | ১৫ জুলাই ২০১১ ০৬:১০477888
  • আমি এই ঝগড়ার ব্যাপারে একটা কথা গ্যারান্টির সঙ্গে বলতে পারি। তাহল-- তিলস্যারের কোন ভুঁড়ি নেই। ছিপছিপে চেহারা, অস্ট্রেলিয়াবাসী। ফলে সেন্স অফ হাইজিন ইত্যাদি--।
    ওনার পাশে আমি, কেডিদা সবাই ভুঁড়িদাস।:)))))
  • siki | 123.242.248.130 | ১৫ জুলাই ২০১১ ০৯:০৫477889
  • হ্যাঁ, কাবলিদা আর রঞ্জনদার ভুঁড়ি আমার থেকে অনেকটা বেশি, একথা আমি গ্র্যান্টি দিয়ে বলতে পারি।
  • til | 165.12.252.211 | ১৫ জুলাই ২০১১ ০৯:১১477891
  • Name: nk Mail: Country:

    IP Address : 151.141.84.194 Date:11 Jul 2011 -- 08:17 PM

    আচ্ছা এই nk কি hari, om, tan অর "হোয়াটেভার"?
    ডি: এটা হাসি, ঝগড়া না।
    =====
    রঞ্জন রায়,
    আছে আছে, তখন দম বন্ধ করে রেখেছিলাম তাই বুঝতে পারেননি!
  • til | 165.12.252.211 | ১৫ জুলাই ২০১১ ০৯:৩৩477892
  • সাংস্কৃতিক ব্যাপারটা স্বীকার করি। একই রেলের চেন্নাই সে¾ট্রালের সেকন্ড ক্লাশ ওয়েটিং রুমের শৌচালয় ও তদসংলগ্‌ণ বিশ্রামঘর ব্যবহারযোগ্য, তুলনায় হাওড়া?
    কল্লোল, ডাইরেক্ট ট্রেন হবার আগে চেন্নাই এর দোতলায় ঘন্টার পর ঘন্টা, কোন সময় আধদিনো অপেক্ষা করতে হয়েছে।
    মাদ্রাজ জেনারাল হাসপাতালের চিকিৎসা ও পরিষ্কার পরিচ্ছন্নতা? আমি নিজের অভিজ্ঞতায় বলি, চিন্তার অতীত, এত ভাল। সম্পূর্ণ বিনা পয়সায় এর চেয়ে কিছু আশা করা যায় না। সুপার্ব!
  • PT | 203.110.246.230 | ১৫ জুলাই ২০১১ ১১:৫৩477893
  • বঙ্গের বাঙালী কুঁড়ে ও ফাঁকিবাজ-এই তত্বটি মেনে নিলেই তো ঝামেলা চুকে যায়। একথা আগেও বহুবার বলেছি। কারো কারো বয়স হয়েছে বলে ভুলে মেরেছেন। সেই জন্যেই টয়লেট পরিষ্কার হয়না এখানে। যে কারণে টয়লেট পরিষ্কার হয়না সেই কারণেই ৫০০ টাকা দক্ষিণার ডাক্তারও হেসে কথা বলেনা।

    আমার আপত্তি ছিল এই ঘটনাগুলোর সঙ্গে "বাম" রাজনীতির সংযোগ স্থাপনের চেষ্টাতে। এই সমস্যা এখন তৃণমুলীরাও টের পাবে।

    কিন্তু কল্লোল, রঞ্জন, তিল তিনজনেই পরিচ্ছন্নতার ক্ষেত্রে দক্ষিণের রাজ্যগুলোর নাম করছেন। খোদ দিল্লী স্টেশনের কি অবস্থা? তাহলে কি উত্তরের ভারতীয় এবং দক্ষিণের ভারতীয়ের পরিচ্ছন্নতার সংঞ্জার ফারাক আছে? আর বাঙালীরা যেহেতু উত্তর বলয়ের মধ্যে ঢুকে পড়েছে, তাই নোংরা টয়লেট আর হাসতে-তাদের-মানা ডাক্তারদের হাত থেকে তাদের কোন পরিত্রাণ নেই।
  • PT | 203.110.246.230 | ১৫ জুলাই ২০১১ ১২:০৬477894
  • @RR
    আপনার খুশীমত শব্দ আমার মুখে বসিয়েছেন। বিজয়নের করাপশন নিয়ে একটি কথাও আমি কখনও লিখিনি এবং ঘটনা সত্যি হলে তাকে সমর্থন জানানোর কোন প্রশ্ন ওঠেনা। অন্যদিকে সমস্যা হচ্ছে যে সিবিআই অনুজ পান্ডের নামে সম্পত্তি না পেলে সেটা ঠাট্টা-এয়ার্কি আর বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়ায়।

    আবার জানাই আমি সিপিএমের ওকালতি করার জন্য এখানে টাইপাই না। কাজেই উড়িষ্যা তারা কি করছে সেটা তাদের ব্যাপার। আমি অনেকদিন আগে আপনার এই প্রশ্নের একট নিজস্ব ব্যাখ্যা দিয়েছিলাম - সেটা আপনি ভুলে মেরেছেন। আবার বলি: যেখানে ভুমিসংস্কার হয়নি সেখানে আমি শিল্প গড়ার বিরুদ্ধে। কেননা সেখানে জমি বেচে মাত্র কয়েকজন লাভবান হবে। কিন্তু ভুমিসংস্কারের জন্যে যেহেতু অনেক মানুষের হাতে জমি যাবে, শিল্পের জন্য জমি দিলে অনেক অনেক বেশী মানুষ তার সুফল পাবে। গুজরাটে ন্যানোর জন্য জমি বেচে কতজন পয়সা পেয়েছে আর সিঙ্গুরে কতজন পেয়েছে সেটা তুলনা করলেই বোঝা যাবে।
  • abastab | 61.95.189.252 | ১৫ জুলাই ২০১১ ১২:১১477895
  • যতদূর মনে পড়ে বাঙালীর ইতিহাসেই আছে যে অনার্য জাতিরা বেশি পরিষ্কার। সেটা বোধহয় এই উত্তর দক্ষিণের পরিচ্ছন্নতার ফারাকটা খানিকটা ব্যাখ্যা করে।
  • til | 165.12.252.211 | ১৫ জুলাই ২০১১ ১২:৪৮477896
  • পিটি, দক্ষিণ দেশের কথা বলেছি কারণ সেখানে থেকেছি, জানি। (কল্লোল ও দক্ষিণের)। উত্তর ভারত কেবল বেড়াতে যাবার জন্যে, দিব্যি দিয়ে বলতে পারবো না।
    অ্যাটিটিয়ুড তো বটেই, আসলে আমরা সকলে যদি নিজের কাজটা মন দিয়ে করি তাহলেই অনেক সমস্যার সমাধান। সাফাই কর্মী বা রাইটারসের কর্মী, উভয়েই।
    প্লাস টেকনোলজির প্রয়োগও মূল্যবান। আমর আবার কেবল হাই ফাই টেক ছড়া কিছুকেই পাতা দিই না!

    একটা মজার উদাহরণ দিই; সিঙ্গাপুর এয়ার্পোর্টে ছেলেদের লু তে aim ঠিক করবার জন্য একটা মাছি আঁকা আছে bowl এ, উদ্দেশ্য বুঝতেই পারছেন, ছেলে বুড়ো সকলেই aim করে- ফল? less spill। এটা কিন্তু পেটেন্টেড বলেই শুনেছি। তেমনি mop, ঝাড়ু, ক্লীনিং aids কত নতুন নতুন।
    সেই জমাদারের নারকেল ঝাড়ুর দিন গত।(যেটা নিয়ে উত্তর ভারতীয় গালি- তেরি ..... ঝাড়ু পাকে মোর বানা দুঙ্গা!!, ময়ূরের মত, কি অ্যাপ্রোপিরিয়েট!)

    এমনকি ছষের কাজে যেসব নিড়ানি ইত্যাদি ব্যবহার করি আমরা, সেও প্রস্তর যুগের। অতি সম্প্রতি, ফুট অপারেটেড থ্রেশারের ব্যবহার করতে দেখছি। আসলে, "পশ্চিম আজি খুলিয়াছে দ্বার" বলেই খালাস হবে কি? এই যে এত এত কৃষি, বাগারা ২ বিভাগ আছে তারা কি ধূনো জ্বালেন?
    someone has to bell the cat!
    (ডান কানা, বানান)
  • PT | 203.110.246.230 | ১৫ জুলাই ২০১১ ১৩:১০477897
  • @til
    এ শুধু আপনার অভিজ্ঞতা নয় - আমারও। সেই জন্যেই এই ভাবে লিখেছি। আমি একদশক পুণাতে ছিলাম। পুণা স্টেশন থেকে ট্রেনে চড়লেই বোঝা যেত যে ট্রেনটি উত্তরগামী না দক্ষিণগামী।

    আপনি সিঙ্গাপুরের লুতে মাছির কথা লিখলেন, আমি জার্মানিতে দেখেছি লু-র দেওয়ালে লেখা আছে -It's not as long as you think"

    কিন্তু তাহলে দাঁড়াল কি? বাঙালীর কি অহল্যাউদ্ধার হবেনা?
  • umesh | 80.254.147.148 | ১৫ জুলাই ২০১১ ১৩:২৬477898
  • PT দাদার সাথে অন্য যত মত বিরোধ থাক, 11:53AM পোস্ট এর সাথে আমি একমত।
    বঙ্গের বাঙালীরা কুঁড়ে, ফাঁকিবাজ শুধু নয়, পুরোপুরি unprofessional
    এই ব্যাপারে ডান, বাম সবাই ভাই ভাই।
  • til | 165.12.252.211 | ১৫ জুলাই ২০১১ ১৪:৩৬477899
  • অহল্যা উদ্ধার? বড় বড় কনসাল্ট্যান্ট আছেন উপদেশ দেবার। আম্মো মোটা মাথায় যেগুলো প্রয়োজন তা হলো:
    (১) স্বচ্ছ্বতা (Transparency in governance
    (২) কপোরেটাইজেশন অফ সরকারী ডিপ।
    (৩) ব্যাপক IT র প্রয়োগ
    ফাইল নেই, তবে কোথায়, বাছ্‌হাধন লুকোবে কোথায়?

    স্টেট ইলেক বোর্ড ও NTPC একই কাজ করে তাই না? তবে? ডিটেইলসে গেলাম না।
    শুনেছি বম্বে-পুণে রাস্তার নাকি তুলনা হয় ন, তবে আমাদের কেন এই দুর্দস্থা?

    এট যুগের শ্লথতা (? lethaargy), সময় লাগবে, তবে one thing at a time। শুনি মুখ্যমন্ত্রীর তাড়া খেয়ে কিছু (ডেল্টা) উন্নতি হয়েছে, কিন্তু এই ঋআইটারসে বা ধরুন শিয়ালদা স্টেশনে নিশ্চয়ই হোমরা চোমরা GM আছেন, তারা কি জানেন না? সবসময় পড়ি, খতিয়ে দেখছি, টাইপের উত্তর? কে জিগাবে তুমি তাহলে করছিলে কি?
    আরও একটা কথা, শ্রমের মূল্য বেড়ে গেলে মাঝারী বাবুরা (আমরা) বুঝতে পারবো কত ধানে কত চাল। এখানে মাটি কোপাই না? দেশে কটা টাকা ফেললেই জনমজুর মেলে, যেদিন মিলবে না সেদিন বুঝবো এবং মেকানাইজেশনের কথা ভাববো, বাধ্য হবো।
    কালচারও বদলাবে। এই দেখুন মারুতির আগে দেশে পেন্ট টেক। কি ছিল, তার পরে ফ্রীজের কালার দেখলেন?
    ধ্যুস, অনেক আল ফাল লিখে ফেললাম।
    ক্ষমা ঘেন্না করে পড়ে নেবেন।

  • ranjan roy | 122.168.223.150 | ১৬ জুলাই ২০১১ ০০:০৩477900
  • PT এবং TIL,
    আমি এখানেই অন্যমত পোষণ করি। আমি বাঙালী জাতিগত ভাবে বা জেনেটিক্যালি অলস এটা মানতে অপারগ। কেন? কারণ একই বাঙালীদের দেখি দক্ষিণে উত্তরে পশ্চিমে ঈর্ষণীয় ভাবে ভাল করে কাজ করতে। আলাদা পরিবেশ পেলেই।
    এই দেখুন না, আপনারা দুজন বা গুরুতে যে নবীন প্রজন্মের সাথীরা বঙ্গের বাইরে কাজ করছেন তাঁরা কিভাবে কাজ করে থাকেন।
    আমার ছোটমেয়েকে দেখি দিল্লির সিএ ফার্মে ওয়ার্কহলিকের মত খাটে, গতবছর বেস্ট পার্ফর্ম্যান্সের প্রাইজ ও বোনাস পেয়েছে, পাঞ্জাবী, দক্ষিণীদের পেছনে ফেলে।
    অর্থাৎ, বঙ্গের ওয়ার্ক কালচার বিগড়ে গিয়েছে।
    বছর কুড়ি আগে আমি কোলকাতায় কোন এক শনিবারে রয়েড স্ট্রীটে নাবার্ডে কারো সঙ্গে দেখা করতে যাবো, আমার স্কুল টিচার কাকিমা বল্লেন- এখানে শনিবার বেলা একটার পর কেউ কাজ করে না, এখন গিয়ে দেখা পাবি না।
    কথা হল যদি বঙ্গের ওয়ার্ক কালচার দক্ষিণ-পশ্চিম-উত্তরের থেকে আলাদা হয়ে গিয়ে থাকে, তাহলে ৩৪ বছর ধরে ক্ষমতায় থাকা শাসকদলের দিকে আঙুল উঠবে না কেন?
    আমরা এই ব্যবস্থায় কোন পরিবর্তন সম্ভব নয় বলে বসে থাকবো? নাকি এই ব্যবস্থার মধ্যেই দক্ষিণের বা পশ্চিমের রাজ্যগুলো পাবলিক পরিষেবার ক্ষেত্রে যে উন্নতি করেছে অন্তত: সেটুকু এখানে করতে সচেষ্ট হব?
  • PT | 203.110.243.21 | ১৬ জুলাই ২০১১ ০০:২৩477902
  • .....অ! সেই ৩৪ বছর কিছুতেই আর পিছু ছাড়ছে না.....তা দক্ষিণ আর পশ্চিম এগোল, আর উত্তর বাদ গেল কেন? পুবের আর সব রাজ্যগুলো আর উত্তর-পুর্বের অনাথেরা? কিছুদিন আগে একটা প্রশ্ন রেখেছিলাম-পাটনা কেন মুম্বাই হল না-সে প্রশ্নের উত্তর এখনো পাইনি। তবে এই বক্তব্যে বেশ চিদাম্বরমের ছায়া আছে....
    P. Chidambaram told U.S. Ambassador Timothy Roemer that India would have registered higher growth rates if the country had comprised only what are now its southern and western parts...
    http://www.thehindu.com/news/the-india-cables/article1565389.ece


  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন