এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চশিক্ষা মানে প্রেসিডেন্সি-পশ

    Biplab Pal
    অন্যান্য | ১৩ জুন ২০১১ | ২২৩৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 59.93.201.113 | ১২ অক্টোবর ২০১১ ১৫:৫৯479986
  • PT -- প্রেসিডেন্সির হৃতগৌরব বলে যে কথাটি বাজারে চালু হয়েছে বছর ২-৩ ধরে -- মাত্র ২-৩ বছর ধরে?

    গৌরব হারানোর ইতিহাসটি দীর্ঘ। কারও কারও কাছে দু:খজনক, কারও কারও কাছে মুখরোচক। প্রথম পদক্ষেপটি নেওয়া হয়েছিল সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে। তারপর WBGCTA-র এয়জেন্ডা মেনে রেগুলার এয়ন্ড অটোমেটিক বদলির ব্যাবস্থা। প্রেসি টিচার্স কাউন্সিলে অমল রায়চৌধুরির মত শিক্ষকরা ডিসেন্টিং ভয়েস হয়ে গেলেন।
  • maximin | 59.93.201.113 | ১২ অক্টোবর ২০১১ ১৬:২৫479987
  • এয়ন্ড লিখতে চাইনি ওটা and হবে।
  • PT | 203.110.243.23 | ১২ অক্টোবর ২০১১ ১৬:৩৫479988
  • রুদ্রাংশুর লেখাটিতে রাগ যতটা আছে বিশ্লেষণ ততটা নেই বলে আমার মনে হয়েছে। লেখার মূল প্রতিপাদ্য: problem of the size of Calcutta University and the harm this does to Presidency College বলে মনে হল। তা যদি হয় তাহলে যবে থেকে হিন্দু/প্রেসিডেন্সিকে CU-র সঙ্গে যুক্ত করা হয়েছে তবে থেকেই সমস্যা শুরু হওয়ার কথা। বাকিটা সিপিএম/বুদ্ধবাবুকে-কে গাল দেওয়া (প্রথম এবং শেষ প্যারা) যেটা বহুশ্রুত। মনে হয় প্রেসিডেন্সির প্রাক্তনীরাও ""আমরা-ওরা""-তে বিভক্ত। এখন রুদ্রাংশু/সুগতরা বুদ্ধ/বিকাশের থেকে বেশী বুদ্ধিমান!!

    একটি প্রত্যাশা খুব হাস্যকর: freeing Presidency College from the government - এ PresiU হলেও হবে না কেননা সারা ভারত জুড়ে সমস্ত VC/Director-দের appointment রাজনৈতিক এবং সরকারের সঙ্গে ব্যক্তির সম্পর্কের গাঁটছড়া বাঁধা।

    এই লেখাতে একটি জরুরী বিষয় বাদ গিয়েছে। UGC-নামক একটি বাইরের শক্তির কথা। ইদানিং বাঙালী অন্তর্মূখী হয়েছে -ভারতের মূখ দেখতে চায় না আর। কিন্তু making its own syllabi-মানেটা কি? NET-এ যে প্রশ্ন আসে সেগুলো উত্তর দিতে না পারলে ছাত্র পাওয়া মুস্কিল হবে। কাজেই বুদ্ধ/মমতাকে পছন্দ না হলেও দিল্লীর বেঁধে দেওয়া লাইন ধরে চলতে হবে। NAAC হ্যায় না?

    আর একটা কথা। প্রেসি একসময় একটিমাত্র ভাল কলেজ ছিল ভাল ছাত্রদের জন্যে। ৭০এর দশকের মাঝামাঝি থেকেই আরও অনেক কলেজ ভাল (বেশী নম্বর পাওয়া) ছাত্রদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়েছে। PresiU সেই আগের মত ছেঁকে ভাল ছাত্র পাবে এমন সম্ভাবনা কম। বর্ধমান, বিদ্যাসাগর এবং অবশ্যি যাদবপুর অনায়াসে কলকাতার সঙ্গে টক্কর দিচ্ছে JAM এবং NET পরীক্ষাতে।

    আলোচনা চলুক......

  • maximin | 59.93.201.113 | ১২ অক্টোবর ২০১১ ১৭:০১479989
  • WhentheCollegewasatitsbest, itsreputationwasbasedontwothings:one, thequalityofthelecturesdeliveredbymostmembersofitsfaculty, andtwo, thetutorialsystemthroughwhichstudents , atleastintheartsdepartments, weretaughttoread, tothinkforthemselvesandtowritelucidlyandlogically.MostofthegreatteachersofPresidencyCollegeweregoodatlecturesandincamerawhentheytooktutorials.

    রুদ্রাংশু মুখার্জিকেই কোট করলাম।
  • maximin | 59.93.201.113 | ১২ অক্টোবর ২০১১ ১৭:২০479990
  • পিটি আপনার ৪ নম্বর প্রশ্ন ছিল তারক সেনরা যাঁদের পড়িয়েছিলেন তাঁরা কি করলেন?
    তারক সেন যাঁদের পড়িয়েছেন তাঁদের মধ্যে বেশি না, কয়েকজনের কথা বলি -- যশোধরা রায় চৌধুরি জে-ইউ তে পড়ালেন, সুকান্ত চৌধুরি ও সুপ্রিয়া চৌধুরি প্রথমে প্রেসিতে পড়ালেন, পরে জে-ইউ তে পড়ালেন। জে-ইউ আর্টসের বিভাগগুলির মধ্যে টিউটোরিয়াল ব্যাবস্থা সবচেয়ে শক্তিশালী ইংরেজি বিভাগেই।

    গায়ত্রী চক্রবর্তী স্পিভাক কী কী করেছেন সেটা আমার চেয়ে আপনি বেশি ভালো জানবেন।
  • maximin | 59.93.201.113 | ১২ অক্টোবর ২০১১ ১৭:২৩479991
  • oops যশোধরা সেনগুপ্ত (বাগচি)।
  • PT | 203.110.243.23 | ১২ অক্টোবর ২০১১ ১৯:১০479992
  • "When the College was at its best"-এইটা ঠিক কোন সময়টা?

    ১৮৮৯ সালে প্রফুল্ল চন্দ্র রায় প্রেসিডেন্সি তে পড়াত আসেন আর অবসর নেন ১৯১৬ সালে। ইতিহাস বলছে He was an instant success as a teacher। সেই সময়ে কি প্রেসিডেন্সি যথেষ্ট ভাল ছিলনা?
  • maximin | 59.93.201.113 | ১২ অক্টোবর ২০১১ ২০:০৩479993
  • PT ও বাবা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বুঝি ভালো পড়াতেন? ইতিহাস বুঝি তাই বলছে? জানতাম না তো?
  • maximin | 59.93.201.113 | ১২ অক্টোবর ২০১১ ২০:২৩479994
  • আপনার রাগটা বুঝতে পারি। যেই না আপনি লিখলেন (Date:11Oct2011 -- 10:27AM)অরাজনৈতিক প্রেসিডেন্সি বানাতে গিয়ে ব্যাপক রাজনীতিরই চাষ হচ্ছে!! PresidencyUniversitywillgetwithintwodaysastand-invice-chancellortoholdtheforttillasearchcommitteefindsafull-timeincumbentforthefledglinguniversitythatMamataBanerjeeaspirestoturnintoacentreofexcellence.

    অমনি দেখুন একজনকে কেমন পাওয়াও গেল। তারকনাথ সেনকে legend ইত্যাদি বলে tribute ও লিখেছেন (2010-11editionoftheAutumnAnnual, thejournalofthePresidencyCollegeAlumniAssociation)। সবই তো রাজনীতি।
  • amit | 18.60.14.16 | ১২ অক্টোবর ২০১১ ২০:৪৮479996
  • প্রফুল্ল চন্দ্র ভালো পড়াতেন না, এরকমটা কোথায় লেখা আছে, তাও তো জানিনা।
  • ranjan roy | 14.97.60.60 | ১২ অক্টোবর ২০১১ ২১:২২479997
  • প্র শ্ন প্রফুল্ল চন্দ্রের এক্সেলেন্সের দিকটা কি জন্যে? ভাল অধ্যাপক হিসেবে, না কি ভিশনারি এন্টারপ্রেনার হিসেবে? জানতে চাইছি।
    যেমন তারক সেন কিন্তু সাহিত্যিক হিসেবে নন, শুধু লিজেন্ডারি অধ্যাপক।
    প্রেসিডেন্সির সায়েন্সের দিকটা নিশ্চয়ই পিটি ভাল বলতে পারবেন, আমি জানি না।
  • rimi | 168.26.205.19 | ১২ অক্টোবর ২০১১ ২১:৩৯479998
  • এই জন্যেই ডকুমেন্টেড টিচিং ইভ্যালুয়েশন এত গুরুত্বপূর্ণ। সেসব থাকলে আর প্র:চ: ভালো শিক্ষক ছিলেন কি না এই নিয়ে তক্কো করার দরকার হত না। পুউরো স্ট্যাটিসটিক্স দিয়ে দেখিয়ে দেওয়া যেত। কেউ ভালো শিক্ষক কি না সেইটা আমাদের দেশে তো খুব সাবজেক্টিভভাবে মাপা হয়। কেউ কেউ প্রশংসা করেছে, কিম্বা "অধিকাংশ ছাত্র" প্রশংসা করেছে, কিম্বা "অধিকাংশ ছাত্র" পরবর্তীকালে গবেষণায় অসম্ভব উদ্বুদ্ধ হয়েছে - এই হল মাপকাঠি।
  • maximin | 59.93.201.113 | ১২ অক্টোবর ২০১১ ২২:১২479999
  • রঞ্জনবাবু -- আচার্য প্রফুল্ল চন্দ্র রায় অবশ্যই লিজেন্ডারি অধ্যাপক। এটা জানার জন্যে সায়েন্সের লোক হওয়ার দরকার নেই বোধ হয়। আমার ধারণা ছিল সবাই এটা জানে। তাই নাকি জানতাম না-টা নেহাতই ঠাট্টা করে বলেছিলাম।
  • maximin | 59.93.201.113 | ১২ অক্টোবর ২০১১ ২৩:০০480000
  • পিটি -- প্রেসিডেন্সির প্রাক্তনীরাও আমরা-ওরা-তে বিভক্ত -- চিরদিনই ছিল। এবং সেটা বাম ডান দিয়েও ঠিক হতনা, ইংরেজি স্কুল বাংলা স্কুল দিয়েও না, কলেজের পরীক্ষায় কে কেমন করল সেটা দিয়ে ঠিক হত।

    বুদ্ধ/বিকাশের থেকে বেশী বুদ্ধিমান!! বিকাশ মানে? কোন বিকাশের কথা বলছেন?
  • ranjan roy | 115.118.227.54 | ১২ অক্টোবর ২০১১ ২৩:২৪480001
  • এটাই কথা ম্যাক্সিমিন, এটাই কথা। নানারকমের আমরা-ওরা সবসময়েই ছিল, আছে এবং থাকবে। শুধু প্রেসিতেও নয়, সর্বত্র, এমনকি কমুনিস্ট পার্টি, ঘাসফুল সর্বত্র। অনেক সময় প্রচ্ছন্ন।, কখনো প্রকট।
    কাজেই ওসব ব্র্যান্ডিং এর পেছনে সময় নষ্ট না করে মোদ্দা কথায় আসা যাক। প্রেসির মান নেমেছে কি না, নামলে কবে থেকে(মোটামুটি) এবংসমাধান কী ?
    প্রত্যেক সময় এক-দুজন নামী লোক থাকবেন, কথা সেটা নয়। সামগ্রিক ভাবে পড়াশোনার পরিবেশ, পদ্ধতি ইত্যাদি নিয়ে কথা হোক।
    আর যদিও প্রেসি নিয়ে ঐতিহাসিক কারণে বাংলায় একটু ইয়ে আছে, কিন্তু আমাদের সময়েও য্‌দুপুর,স্কটিশ, বিদ্যাসাগরের মান খুব খারাপ ছিল না।
    আর যদি ধরে নিই হা: সে: পাশ করার পর অধিকাংশ ওপরের দিকের ছাত্ররা প্রেসি তে যায় , তাহলে বিদ্যা-স্কটিশ-সিটির পড়াশুনো নিয়ে একটু অন্যরকম ভাবা উচিৎ।
  • PT | 203.110.243.21 | ১২ অক্টোবর ২০১১ ২৩:৫০480002
  • ম্যাক্সিমিন, pcr সম্বন্ধে আপনি জানতেন না সেকথা ভাবিনি। রুদ্রাংশুর (না জানা) best সময় কালের সঙ্গে pcr-এর সময়কালের তুলনা করে জানতে চেয়েছি যে কোনটা বেশী ভাল ছিল।

    বিকাশ সিন্‌হা - যাঁকে প্রেসির কাউন্সিল থেকে ঘাড়ধাক্কা দেওয়া হল (এখন শুনছি আবার নাকি ফিরিয়ে আনা হচ্ছে)।

    আপনি প্রেসির প্রাক্তনিদের যে নামগুলো দিয়েছিলেন তাঁরা আমার মতে good but not greatGreat-দের খুঁজতে আরও পিছিয়ে যেতে হবে যখন J.C. Ghosh কিংবা সত্যেন বোস ছাত্র ছিলেন।

    আমি প্রেসির best সময় কোনটা ছিল তার উত্তরটা এখনো খুঁজছি।
  • maximin | 59.93.201.113 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৪০480003
  • আশির দশকের আগে অবধি প্রেসির একটা বড় advantage ছিল transferableservicebutnotregularandautomatictransferbyteachers' unionpressure.

    সরকারি চাকরিতে একবার চাকরিটা হয়ে গেলে তারপর বিনা প্রিপারেশনে ক্লাস নেওয়া, পুরোনো নোট সম্বল করে পড়ানো, এমনকি ক্লাস না নেওয়া সবই allow করা হয়, প্রাইভেটে পড়িয়ে টাকা করাও allow করা হয়। এই সিস্টেমে কোনও পদ্ধতিই ভেবে ওঠা যায়না যাকে foolproof বলা যাবে।
  • maximin | 59.93.201.113 | ১৩ অক্টোবর ২০১১ ০০:৫৯480004
  • পিটি, আহা পিসি রায়ের সময় সে তো স্বর্ণযুগ। সত্যেন বোসের বায়োগ্রাফিতে পড়েছি, সত্যেন বোস নাকি দুষ্টু টাইপের বাচ্চা ছিলেন, ক্লাস নেওয়ার সময় পিসি নাকি সত্যেন বোসকে নিজের কাছে একটা টুলের ওপর বসিয়ে রাখতেন। সেসব দিনের গল্প শুনতে রূপকথার মত লাগে। তখন আবার চাকরির বাজার খুব খারাপ ছিল।
  • ranjan roy | 115.118.158.109 | ১৩ অক্টোবর ২০১১ ০৫:২৫480005
  • পিটি,
    আমার বিনীত নিবেদন গ্রেট সব সময়ই সংখ্যায় কোটিকে গোটিক। গন্ডায় গন্ডায় পাওয়া যায় না। একটি সংস্থার সার্বিক উন্নয়নের জন্যে গ্রেটদের চেয়ে বেশি দরকার--- শিক্ষকদের গড় মানের গুণবত্তা, পরিকাঠামো, দূরদর্শী নীতি এবং শিক্ষার অনুকূল আবহাওয়া।
    তবুও বলবো স্বর্ণযুগকে ডিফাইন করা কঠিন । বরং
    অধোগতি এবং অধ:পতন কে তুলনামূলক ভাবে ডিফাইন করা সোজা।
    তাহলে প্রেসির মান আদৌ কমেছে কি না,কমলে কবে থেকে, এবং কেন সেটা ডিফাইন করতে পারলে নিদানও খোঁজা যেতে পারে।
  • PT | 203.110.243.23 | ১৩ অক্টোবর ২০১১ ১০:৫৭480007
  • RR
    একমত। সুকান্ত, যশোধারার সমতুল্য নাম বোধহয় অন্য কলেজ ঘাঁটলেও পাওয়া যাবে। তাহলে ধরে নিচ্ছি যে অমর্ত্য, সত্যজিৎ প্রেসির শেষ গ্রেট ছাত্র। অশোক সেনকে এখনো গ্রেট বলার সময় এসেছে কিনা জানিনা। তাহলে প্রেসির নিম্নগামীতা তো অনেক দিনের গপ্প।

    আমরা বোধহয় আরো একটা ফ্যাক্টর বাদ দিচ্ছি। গত ৩০-৪০ বছরে বাংলার শিক্ষাব্যবস্থার ওপর ভারতের শিক্ষাব্যবস্থার প্রভাব। এই সময়ে একজন আশু মুখুজ্জে বা পিসিরায় নেই। স্থানীয় ভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলার এডুকেশন ম্যানেজাররা কি দিল্লীর দিকেও তাকাচ্ছেন?
  • ranjan roy | 14.97.251.81 | ১৩ অক্টোবর ২০১১ ১১:৩৮480008
  • পিটি, অনেকটা সহমত, কিন্তু আমার বক্তব্য বোধহয় ঠিকমত বোঝাতে পারিনি।
    আমি বলতে চাইছি কোন বছরে ক'জন গ্রেট বেরিয়েছেন বা আদৌ বেরিয়েছেন কি না, সে দিয়ে বিদ্যায়তনের গুণবত্তা বিচার করারই বিরোধিতা করছি।
    কারণ, গ্রেটদের গ্রেট হওয়ার পেছনে শুধু বিদ্যায়তন নয়, পারিবারিক পৃষ্ঠভূমি ইত্যাদি অনেক ফ্যাক্টর কাজ করে।
    যেমন আপনার উদাহরণে সত্যজিৎ এবং অমর্ত্য। দুজনের গ্রেট হওয়ার পেছনে পারিবারিক এবং শান্তিনিকেতনের কϾট্রবিউশনকে বাদ দেবেন কি করে?
    তাই জোর দিতে হবে শিক্ষকদের গড় যোগ্যতা, পড়ার পরিবেশ, পরিকাঠামো ইত্যাদির ওপরে।
    উদাহরণ :
    আমি সিক্স থেকে টেন অব্দি বরানগর রামকৃষ্ণ মিশনে পড়ে ইলেভেনে নাকতলা হাই স্কুল থেকে বোর্ড পাশ করলাম।
    সে' বছর আমাদের ব্যাচ থেকে তারাশংকর নাগ হায়ার সেকন্ডারিতে সায়েন্সের মেরিট লিস্টে সেভেন্থ্‌ হল।
    বরানগর রামকৃষ্ণ মিশনের পরিকাঠামো দারুণ, উদ্বাস্তু কলোনির নাকতলা
    স্কুল সে'ব্যাপারে পেডেস্ট্রিয়ান, সায়েন্স ল্যাব বা লাইব্রেরি কোন ভাবে দাঁড়াতে পারে না। কিন্তু আমি নাকতলা স্কুলকে ওই মিশনের চেয়ে বেটার বলবো।
    এই জন্যে না যে সেবছর আমাদের স্কুল থেকে তারাশংকর মেরিটে এসেছিল।
    ও তো গতবারেই আসতো, অসুস্থ হয়ে ড্রপ নিয়ে আমাদের সঙ্গে পরীক্ষা দিয়েছিল।
    নাকতলা ভাল এই জন্যে যে ওদের বোর্ড এক্সামের স্ট্র্যাটেজি ভাল।
    তখন হায়ার সেকেন্ডারিতে প্রত্যেক পেপারে দুটো সেকশন থাকত। আদ্দেক প্রশ্ন নাইন ও টেনের কোর্স থেকে হত। আদ্দেক ইলেভেন থেকে। ফলে হেবি চাপ ছিল।
    নাকতলা স্কুল নাইন টেনের সময়েই তিন বছরের কোর্স প্রায় কমপ্লিট করে ইলেভেনে বেশির ভাগ সময় রিভিশন করাতো, এবিটিএ টেস্ট পেপারস্‌ সলভ করাতো। ফলে আমাদের ব্যাচে বেশ কয়েকজন চারটে বিষয়ে লেটার মার্কস্‌, আরো বেশি তিনটে বিষয়ে, তারপর দুটো,শেষে একগাদা অন্তত: একটা বিষয়ে। এই অধিকাংশ ছেলের ভাল রেজাল্ট, ফার্স্ট ডিভিশন ইত্যাদির মূল্য আমার কাছে বেশি,একটা দুটো গ্রেটের নয়।
  • maximin | 59.93.216.49 | ১৩ অক্টোবর ২০১১ ১২:৫১480009
  • রঞ্জন
    প্রেসিডেন্সি কলেজের ভালো সময়ে ফাইনাল পরীক্ষার কথা ভুলে গিয়ে নিজে নিজে বই পড়তে এবং ভাবতে শেখানো হত।
  • maximin | 59.93.216.49 | ১৩ অক্টোবর ২০১১ ১৩:০৮480010
  • ভালো ছাত্ররা কি জানতনা যে যা পড়ানো হচ্ছে তারমধ্যে সিলেবাস বহির্ভূত অনেক কিছু আছে? ভালো ছাত্রদের কাছে পরীক্ষার রেজাল্ট তুচ্ছ জিনিস নয় কোনওকালেই ছিল না। তা তারা প্রতিবাদ করতে পারত তো? তার বদলে শিক্ষকের গুণগ্রাহী হয়ে পড়ত কেন?
  • PT | 203.110.243.23 | ১৩ অক্টোবর ২০১১ ১৩:০৯480011
  • সব মেনে নিয়েও নিজেকে পথহারা পাখি মনে হচ্ছে। রোগটা কি আর কতদিনের পুরোনো যদি ধরতে না পারি ওষুধ বাতলাবো কি করে?
  • maximin | 59.93.216.49 | ১৩ অক্টোবর ২০১১ ১৪:১১480012
  • সত্যি বলতে কি পিটি, আমিও পথহারা পাখি।
  • maximin | 59.93.216.49 | ১৩ অক্টোবর ২০১১ ১৪:৩৫480013
  • কতদিনের পুরোনো সেটা কেউ কেউ জানেন। বর্তমান পরিস্থিতিতে তাঁরাও কি ওষুধ জানেন? মনে তো হয় না।

    তবে মালবিকা সরকার যেটা বলেছেন thisuniversityissocompact, moresothanJadavpurUniversity..gettingittoreachtheheightsofacentreofexcellenceisdoable.. পড়তে তো ভালৈ লাগল, যদি হয় খুশি হব। আর যদি কলকাতার কিছু ভালো হয় তাহলে আমার বিশ্বাস পিটি আপনিও খুশিই হবেন।
  • maximin | 59.93.216.49 | ১৩ অক্টোবর ২০১১ ১৪:৩৬480014
  • *ভালৈ।
  • maximin | 59.93.216.49 | ১৩ অক্টোবর ২০১১ ১৪:৩৭480015
  • ! ! * ভালো -ই
  • quark | 14.139.199.1 | ১৩ অক্টোবর ২০১১ ১৬:৩৮480016
  • রঞ্জনদা টিএসএন (তারাশংকর নাগ) এর ব্যাচমেট? উনি তো বছর বছর শীতকালে দার্জিলিং (গভ: কলেজ) থেকে প্রেসিতে পড়াতে আসতেন, বোধ করি এখনো আসেন
  • PT | 203.110.247.221 | ১৩ অক্টোবর ২০১১ ১৯:২২480019
  • প্রেসিডেন্সি সম্বন্ধে আমার অবস্থান সোনার দোকানের দারোয়ানের মত। আমি বোধহয় খুব সন্দেহপিশাচ মানুষ। উপরন্তু দুই দশক ধরে ভারতে গবেষণা-উচ্চশিক্ষার সঙ্গে সরাসরি জড়িত থাকার কারণে science-manager-দের মিথ্যা আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। তার সঙ্গে যখন রাজনৈতিক নেতারা এইসব ব্যাপারে জড়িয়ে পরে স্বপ্ন দেখাতে শুরু করে তখন সন্দেহপ্রবণতা আরও তীব্র হয়।

    আমার বিশ্বাস, PresiU-কে JU-র পর্যায়ে যেতেই ব্যাপক কষ্ট পেতে হবে। তার চাইতে উঠতে গেলে গবেষণা করে নাম অর্জন করতে হবে। সেটা বোধহয় বছর ২০-৩০ এর মামলা। কলকাতায় বসে যে যাই বলুন না কেন, শেষ পর্যন্ত দিল্লীর কাছে হাত পাততে হবে গ্রান্টের জন্য। প্রেসির প্রাক্তনিরা পয়্‌সা-কড়ি দিয়ে কত ফান্ড তৈরি করবে তা নিয়ে সন্দেহ আছে। নতুন IISER আর IIT-গুলো শুরু করতে কেন্দ্রের কি পরিমাণ টাকা লেগেছে সেটা থেকে সমস্যার আন্দাজ পাওয়া যেতে পারে। আর রাজ্যসরকারেরও এই ব্যাপার সীমাবদ্ধতা আছে। অন্য সব বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে তো শুধু তো আর PresiU-কে পয়সা দিতে পারবেনা।

    নতুন উপাচার্যর জন্য শুভেচ্ছা রইল। উনি যা বলেছেন সেটা ছাড়া আর কি-ই বা বলতে পারতেন। তবে উনিও তো অস্থায়ী উপাচার্য, কাজেই......
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন