এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গদ্দাফির মৃত্যু: স্বৈরাচারের পত&

    Biplab Pal
    অন্যান্য | ২১ অক্টোবর ২০১১ | ১১৭৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 14.139.128.11 | ২২ অক্টোবর ২০১১ ১০:৪৭493046
  • @aka, আরে মশাই, বিপ বাবু তো বলেই দিয়েছেন বাঙালীর লজিকবোধ নেই। এরপর আর আলোচনা করার কি আছে।
  • Bratin | 117.194.98.150 | ২২ অক্টোবর ২০১১ ১৩:৩৪493047
  • সাধে কি কবি বলেছেন '......রেখেছো বাঙালী করে মানুষ করো নি' :-((
  • Biplab Pal | 69.250.67.136 | ২২ অক্টোবর ২০১১ ২১:২২493048
  • হঠাৎ এই ব্যাপারটা মাথায় এলো। বাঙালী ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নির্বোধ কেন। কেন এই সব আগ পাতলা হাফ বেকড বাম ধারার চিন্তায় ফেঁসে আছে।

    এর একটা বড় কারন-আমাদের বাবা মাদের প্রায় সবাই সার্ভিস করতেন। আমরা রবীন্দ্রনাথ, গান, মার্ক্সবাদ ইত্যাদি পড়তে পড়তে ও শুনতে শুনতে বড় হয়েছি। মার্ক্সবাদের উৎস এবং আসল রুট হচ্ছে উৎপাদন ব্যবস্থা। যেহেতু আমাদের পরিবারগুলি ব্যাবসার সাথে যুক্ত না-সেহেতু এই উৎপাদন ব্যবস্থাটা জানার এবং বোঝার সুযোগ হয় নি। উৎপাদন ব্যবস্থার সাথে আমার প্রথম পরিচয় আমেরিকাতে এসে। সেটা স্টার্টাপ ছিল-কিছুটা বুঝলাম। এর পরে ছোট একটা ইঞ্জিনিয়ারিং ইউনিটে কাজ করে আরো অনেকট বুঝলাম-তারপরে ব্যবসায় নেমে পুরো সার্কলটা কমপ্লিট হয়। এর আগে সত্যি কথা বলতে কি কিভাবে পুরো একটা উৎপাদন ইউনিট কাজ করে- মানে এ টু জেড-মার্কেটিং থেকে প্রফিট-আমার জানা ছিল না। এবং এই ব্যপারটা আমার অনেক পুঁথিগত ধারনাকে বদলে দিয়েছে।

    বই পড়ে, জ্ঞান অর্জন করে উপলদ্ধি হয় না। উপলদ্ধি হয় অভিজ্ঞতা থেকে। উৎপাদন ব্যবস্থা নিয়ে বাম বাঙালীর উপলদ্ধির জগত একদম শুন্য। কারন তারা কেঐ সেই ভাবে এই উৎপাদন ব্যবস্থাটাকে দেখে নি। চাকরি করে , মাল খায় আর বামপন্থী শ্লোগান মারে-এই হচ্ছে বাম বাঙালী। ফলে তাদের অগভীর চিন্তা আশ্চর্যজনক নয়।

    কার্ল মার্ক্স বুঝতে উৎপাদন ব্যবস্থাকে একদম এ টু জেড বুঝতে হবে। বই পড়ে কার্ল মার্ক্স যারা বোঝে তাদের দৌড় ঐ লেনিন পর্যন্ত-বিশ্বের সব থেকে ঢপবাজ মার্ক্সিস্ট। যে মার্ক্সকে পুরো ঊলটো বুঝেও কিছু গুন্ডা অনুগামী তৈরী করে বিশ্বের সবথেকে বড় মার্ক্সবাদি হিসাবে স্বীকৃত।
  • Sibu | 108.23.41.126 | ২২ অক্টোবর ২০১১ ২১:২৫493049
  • অ ডিডিদা, ফিস্ক সায়েবের লিং কি কইল? গদ্দাঅফির সাথে সায়েব প্রভুদের লাভ-হেট সম্পক্কো ছিল। তাইত্তো? নাকি ভুল বুজলাম?
  • Sibu | 108.23.41.126 | ২২ অক্টোবর ২০১১ ২১:২৭493050
  • বিপবাবু একটা "কি করিয়া ব্যাবসা করিতে হয়" টই খুলুন। রিসেশনের যা বাজার তাতে ওটা দরকার হতি পারে।
  • Sushanta Kar | 117.198.53.200 | ২২ অক্টোবর ২০১১ ২১:৫০493051
  • "সুতরাং তেলের টাকার সদ্বাব্যবহার করলে, লিবিয়ার অবস্থা হওয়া উচিত ইউরোপের দেশগুলির সমগোত্র।" এই ভাবনাতেই গোড়ায় গলদ। ইউরোপীয় দেশগুলোর সমগোত্রীয় চিন হতে পারেনি, ভারত হতে পারেনি লিবিয়া কোন ছার? ইউরোপ হতে গেলে তিনশ বছর ধরে দক্ষিণ গোলার্ধকে লুটে খাবার অভিজ্ঞতা আর বর্তমানেও সেই ক্ষমতা থাকা উচিত! দুটো না হলেও একটা অন্তত বিশ্বযুদ্ধে নেতৃত্ব দেবার ক্ষমতা থাকা উচিত, তাও নইলে আফ্রিকা বা এশিয়ার কয়েকতা দেশকে অন্তত যুদ্ধ করে দখল করে ওদের তেল, কয়লা, শ্রম, বাজার যা কিছু আছে তাতে ভাগ বসানো উচিত। তার পরে ইউরোপ হওয়া যায়! গদ্দাফী কমিউনিষ্ট ছিলেন না, কিন্তু মার্কিনি, ইউরোপীয়দের বিরুদ্ধে লরতে গিয়ে তিনি সোভিয়েত মডেলের একদলীয় সমাজ বাদের একটা তরল রূপকে নিয়েছিলেন। এটা সাদ্দাম সহ অনেকেই ভুল করেছিলেন। এদের মনে ভয় ,যে বিরোধীদের দমন করা হচ্ছে সাম্রয্যবাদীদের দমন করবার প্রথম উপায়। বাক গদ্দাফী কেমন ছিলেন কী ছিলেন জানতে গেলে কাদের খশমতা থেকে সরিয়ে ছিলেন, আর কাদের সরিয়ে রাখতে চেয়েছিলেন সেই ইতিহাসটা একটু ঘাটা উচিত। লিবিয়াতে আফ্রিকী আর আরবদের মধ্যে এক উলম্ব সামাজিক বিভাজন রয়েছে। আরবরা মূলত অভিজাত আর পশ্চিম অনুগত। গদ্দাফী তাদের দমন করে আফ্রিকী আধিপত্যের পক্ষে কাজ করছিলেন। তাতেই 'রাজার রাজা' উপাধীও পেয়েছিলেন। যারা স্বপ্ন দেখছেনে এখন এক সোনার লিবিইয়া তৈরি হবে, তারা দেখছি ইরাক থেকে, আফগানিস্তান থেকে কোনো শিক্ষাই নেন নি! এই লড়াই চলছে চলবে, শেষ নয় শুরু হলো। গদ্দাফী অবতার তাঁর ভুল গুলো করবেন না, কিন্তু আগামী দিনগুলোতে গদ্দাফী লিবিয়ার প্রেরণা হয়ে থাকবেন। তিনি চাওসেস্কু হবেন না। এটা নিশ্চিত! আফ্রিকা, তাঁকে ভুলবে না এতো সহজে। আর আমেরিকা বিরোধী যে আরবরা এতদিন ইসলামী উগ্রপন্থাকেই বেছে নিয়েছিল, তাঁরা যখন নতুন পথের সন্ধান করছেন মার্কিনিরা সেখানে বিভ্রান্ত করবার খেলাও খেলছে। কিন্তু যে সুনামী 'ওয়াল স্ট্রীট দখল' করার আওয়াজ থেকে শুরু করে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাতে তারা সব্বাই, সব্বাই ধুয়ে মুছে যাবে, সেই দিন সমাগত। আগামীর পৃথিবী হবে কালো মানুষের জন্যে! এটি স্বপ্ন, যারা সে স্বপ্ন দেখেন না, তাঁরা পন্ডিত হতে পারেন, আগামী সভ্যতার মানুষ নন!
  • T | 14.139.128.11 | ২২ অক্টোবর ২০১১ ২২:০৪493052
  • বাপরে! বোঝা গেল ব্যবসা করতে পারলে তবে চিন্তাভাবনা গভীর খাতে বইবে। উরিশ্লা!
  • abastab | 61.95.189.252 | ২২ অক্টোবর ২০১১ ২২:১১493053
  • সুশান্তবাবুর শেষ দুটি লাইন বেশ লাগলো। তবে কালো মানুষ ব্যাপারটা নিশ্চয়ই প্রতীকি অর্থে নিলাম।
  • pi | 72.83.90.203 | ২২ অক্টোবর ২০১১ ২২:১৩493054
  • ডিডিদার ৯:২৬ এ একটা ছোটহাতের ক।
  • ppn | 112.133.206.22 | ২২ অক্টোবর ২০১১ ২২:৩১493056
  • দুদ্দুর, আগামী পৃথিবী হবে হলুদ মানুষদের। আএও কয়েছিলাম, এইবারও কইলাম।
  • ppn | 112.133.206.22 | ২২ অক্টোবর ২০১১ ২২:৩৪493057
  • * আগেও
  • Biplab Pal | 69.250.67.136 | ২২ অক্টোবর ২০১১ ২৩:৪৩493058
  • সুশান্ত
    আমি একমত না গদ্দাফি আমেরিকা বিরোধি ছিলেন। আমার লেখাটা না পড়েই পোষ্ট করে দিয়েছেন। উনি দীর্ঘদিন সিয়ার ডান হাত হিসাবে কাজ করেছেন। কমিনিউস্টদের টাকা জুগিয়ে, আসলে আমেরিকাকে খবর দিয়েছেন। পরে, যখন রাশিয়ার সাথে ঘনিষ্ট হতে গেছেন-আমেরিকা তাকে মারতে চেয়েছে। আর আফ্রিকা? উনি প্যান আরব ন্যাশানালিজমে বিশ্বাস করতেন প্রথম বয়সে-সেটা অনেকদিন টেনে যখন হল না-প্যান আফ্রিকান সাজতে গেলেন। সেখানেও চাদ আক্রমন করে পিটুনি খেয়ে ফিরেছেন।
  • Biplab Pal | 69.250.67.136 | ২২ অক্টোবর ২০১১ ২৩:৪৫493059
  • বাপরে! বোঝা গেল ব্যবসা করতে পারলে তবে চিন্তাভাবনা গভীর খাতে বইবে। উরিশ্লা!

    {{{

    এক জন চায়ের বা পানের দোকানদারের বাস্তব বুদ্ধি বা চিন্তার গভীরতা বাম বাঙালীর চেয়ে অনেক বেশী। একটু না অনেকটাই।
  • ppn | 122.252.231.10 | ২৩ অক্টোবর ২০১১ ০০:০৭493061
  • সুশান্তবাবু ঠিক, আফ্রিকার বিভিন্ন স্বৈরতান্ত্রিক শাসকদের কাছে গদ্দাফি চিরকাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। তিনি চাওসেস্কু হবেন না। এটা নিশ্চিত।
  • Sibu | 108.23.41.126 | ২৩ অক্টোবর ২০১১ ০০:৫৯493062
  • অপ্পনের পয়েনটা বুঝলাম না। ন্যাটো অন্য আফ্রিকান দেশগুলারে গদ্দাফির অত্যাচার থেকে বাঁচানোর জন্যে বম্বিং শুরু করেছিল? এইটাই কি কথা?
  • Sibu | 108.23.41.126 | ২৩ অক্টোবর ২০১১ ০১:০৫493063
  • একটা বিজনেস প্ল্যান মাথায় এল। বিপবাবু এই অগভীর চিন্তার মানুষজনের একটা লিস্টি দিন। তাপ্পর পাড়ার পানওলার কাছ থেকে গভীর চিন্তা-ভাবনা কিনে এদের কাছে লে লে বাবু ছে আনা করে বেচব।
  • ppn | 122.252.231.10 | ২৩ অক্টোবর ২০১১ ০১:৩৬493064
  • ন্যাটো নিয়ে কোন বক্তব্য পেশ করিনি।

    এইটুকুই বলার ছিল গদ্দাফির আফ্রিকার "ত্রাতা' হিসেবে প্রোজেক্ট করায় বিস্তর গলদ আছে। সবাই সুযোগ পেলে নিজের পাড়ায় আমেরিকা হতে চায়।
  • T | 14.139.128.11 | ২৩ অক্টোবর ২০১১ ০৩:৪৪493065
  • @Sibu, আহা, বিপবাবুর পয়েন বুইলেন না! চিন্তার গভীরতা বাড়াতে গেলে প্রথমে চায়ের বা পানের দোকান দিতে হবে। তারপর মুদীখানা ইত্যাদি। ধাপে ধাপে উন্নতি।:P
  • maximin | 59.93.212.250 | ২৩ অক্টোবর ২০১১ ০৪:০৪493067
  • এখানে প্রতেকেই কিছু বিষয়ে অনেক পড়েছেন, অনেক জানেন। একটা বিষয়ে যদি বিপ্লববাবু আপনাদের বেশি ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করে থাকেন, তাহলে আপনারা ঠাট্টা করছেন কেন?
  • pi | 72.83.90.203 | ২৩ অক্টোবর ২০১১ ০৪:১০493068
  • গদ্দাফিকে নিয়ে T ইত্যাদিদের মতামত জানতে আগ্রহী :)
  • maximin | 59.93.212.250 | ২৩ অক্টোবর ২০১১ ০৪:১৭493069
  • DD ঠিকই বলেছেন, 'আপাত শান্ত মানুষেরাও রাজনীতির টইতে এলে হেডাপিসের বড়োবাবুদের মতন পোস্টিং করে ফ্যালেন।' আমিও না বলে পারছিনা যে 'এটাই বোধয় বংগীয় ঐতিহ্য।'
  • aranya | 68.38.243.161 | ২৩ অক্টোবর ২০১১ ০৯:৪১493070
  • SC বিপ্লবের রচনা গুলোর লিংক দিয়ে ভাল করেছেন, কয়েকটায় চোখ বোলালাম। 'সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে' এমন কিছু কে সি পালীয় বৈজ্ঞানিক অসত্য চোখে পড়ল না। অবশ্য আমি কিছু মিস করে গেছি বা পড়াশুনোর অভাবে কোন অসত্য -কে সত্য মনে করেছি, তাও হতে পরে।
    বিপ্লব বিভিন্ন বিষয়ে পড়াশুনো করেন, অনেক কিছুতে উৎসাহ আছে, আর তার মতামত পাবলিক ফোরামে শেয়ার করতে ভালবাসেন- এইটুকুই বুঝলাম।
    বিপ্লব = কে সি পাল, এই থিয়োরীর প্রবক্তারা যদি তার রচনা থেকে প্রমাণিত অসত্য তথ্যগুলি এখানে একটু কষ্ট করে তুলে দেন, বাধিত হই।
    আমাদের চারদিকের গড়পরতা মানুষজনের থেকে কেউ একটু আলাদা হলেই তাকে আক্রমণ/বিদ্রুপ কি করতেই হবে?
    কেউ একজন লিখেছেন 'বিপ্লব দীর্ঘজীবি হোক পাল না খেয়ে' - কুরুচিকর উক্তি।
    মূল বিষয় অর্থাৎ গদ্দাফি-কে নিয়ে বিপ্লবের লেখাটা আমার মোটামুটি ঠিকঠাক-ই মনে হয়েছে। আবার সুশান্ত-র পছন্দ হয় নি, কাউন্টার করেছেন। বিভিন্ন মত তো থাকবেই, অনর্থক ব্যক্তি আক্রমণ জিনিস-টা না হলেই ভাল।
  • dd | 122.167.1.229 | ২৩ অক্টোবর ২০১১ ১১:০৬493071
  • @ শিবু,
    ফিস্ক বলেছেন গদ্দাফির দোষ গুন দুটোই ছিলো। উল্লেখ করেছেন সিয়ার সহযোগিতায় গদ্দাফির বদমাইশির কথা। আরেকটা বল্লেন মাফিয়া ডন আর ডোনাল্ড ডাক - এ দুটো এক করলে গদ্দাফি হয়।

    বিপালের বক্তব্য তার থেকে তো খুব দুরে কিছু ছিলো না।

    কিন্তু অম্নি ধরে নেওয়া হোলো তাইলে বোধয় বিপ সিয়ার এজেন্ট - আর এমন চমৎকার ফ্লগিং হর্স এখন আর মেলে কোথায় ? সুতরাং একরাশ "বড়োবাবু" পোস্টিং। ফ্রী ফর অল।
  • T | 14.139.128.11 | ২৩ অক্টোবর ২০১১ ১১:১৩493072
  • @maximin, দেখুন, গদ্দাফিকে নিয়ে বলতে গেলে ঐ আম/বাম বাঙালীর লজিকবোধ নেই,চায়ের দোকানদার ফার,ইশকুলে লজিক কেন পড়ানো হয় না, হলে কি হত ইত্যাদি জড়িয়ে দেওয়ার দরকার কিছু আছে কি? এসব নিয়ে চটকদার জেনারেলাইজড স্টেটমেন্ট বেশী পড়াশোনা করা লোক কেন লিখবেন বিশেষত: যিনি লজিকের কনসিস্টেন্সি আবসোলিউটনেস ইত্যাদি বোঝেন।
    @অরণ্য,গড়পরতা মানুষের থেকে আলাদা হলে কি গড়পরতা মানুষদের আক্রমণ/বিদ্রুপ করা যায়। খামোখা ঐ লজিকবোধ ইত্যাদি নিয়ে উনি এমন কিছু কথা হেঁকে বলে দিলেন যেগুলো খুব কষ্টকল্পিত মনে হল, যার জন্য ঐ ল্যাম্পপোস্টের কে সি পালের উদাহরণ। যাকগে বাড়াবাড়ী করে থাকলে দু:খিত।
    তবে ওঁর রচনাগুলোর মধ্যে ঐ আধ্যাত্মিকতা ও ধর্ম ইত্যাদি পড়ে দেখতে পারেন, বেশ ইন্টারেস্টিং।
    @pi, গদ্দাফি ইত্যাদি নিয়ে মতামত দিতে গেলে যে পরিমাণ পড়াশুনো করতে লাগবে তা এখনো অবধি করা হয়ে ওঠে নি অতএব আমার কোনো বক্তব্য নেই।
  • Sibu | 108.23.41.126 | ২৩ অক্টোবর ২০১১ ১৭:১৩493073
  • ডিডিদা, বিপ্‌পাল কি গদ্দাফির দোষ-গুন দুয়ের কথাই কইলেন? লেখা পড়ে তেমনটা বুঝলাম না তো!!

    বিপ্‌পাল তো বরম্‌ গদ্দাফির দোষের কথাই কইলেন, যথেষ্ট প্রোভোকেটিভ সুরে। তাইতে কেউ কেউ প্রোভোকেটেড হইল। আর আমার মত কেউ কেউ খিল্লি করার মেটিরিয়াল পেয়ে খিল্লি করল। সিরিয়াস কথা বলতে চাইলে আলোচনার টোন সিভাবে সেট করা চাই তো ডিডি দা। কই, আপনারে নিয়ে কেউ খিল্লি করে না।
  • dukhe | 117.194.235.211 | ২৩ অক্টোবর ২০১১ ১৯:০৩493074
  • গদ্দাফি আবার কোদ্দিয়ে এল ? এটা তো বিপ্লববাবুর দোষগুণের টই । পষ্ট । বড়জোর এট্টু পরে মমতা আর গৌতম দেবের টই হয়ে যাবে ।
  • maximin | 59.93.206.34 | ২৩ অক্টোবর ২০১১ ১৯:৪১493075
  • বিপ্লব পালের মূল লেখাতে এমন কোন কথা ছিল, যাতে করে মনে হতে পারে আলোচনার টোন ঠিকমত সেট করা হয়নি? আমি যা পেলাম -- 'তাই আজ যখন কিছু কিছু বাম বাঙালী তাকে আমেরিকান সম্রাজ্যবাদ বিরোধি এক চরিত্র বলে হিরো বানানোর চেষ্টা করছে-তাদের দুটো তথ্য জানা উচিত:
    এক, 'গদ্দাফির অন্যতম বড় সমর্থক ছিল আমেরিকা। দীর্ঘদিন।'
    দুই, 'অনেক কমিনিউস্ট বিপ্লবী পার্টিতে (ব্রাজিল থেকে অস্ট্রেলিয়া) লিবিয়ার টাকা খাটত' কিন্তু 'খবর পাচার হয়ে যেত (আমেরিকার গুপ্তচর সংস্থা) সিয়ার কাছে।'
  • maximin | 59.93.206.34 | ২৩ অক্টোবর ২০১১ ১৯:৫৫493076
  • আরেকটু আছে 'বামেদের সমর্থনটা আরেকটা বামপন্থী অগভীরতার ফল। গদ্দাফি লোকটা কে, সেটা জানার কোন চেষ্টাই তারা করে নি।'

    গদ্দাফিকে বিশ্বাস করা কেন ঠিক নয়, লেখক সেটা জানানোর চেষ্টা করেছেন। লেখক নিজেও যেহেতু বামপন্থী, কথাটা তিনি সিরিয়াসলি বলেছেন এমন ভাবাই স্বাভাবিক ছিল। তার বদলে লোকজন প্রোভোকড হলেন।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৩ অক্টোবর ২০১১ ২০:২৯493078
  • বামেদের প্রতি গালাগাল আমি স্বীকার করে নিচ্ছি।

    আমি নিজে বামপন্থী হইয়েও বাঙালী বামপন্থীদের প্রতি এতটাই হতাশ, এদের দেখলেই আমার নাভি পিত্তি জ্বলে ওঠে। আমেরিকান বামেদের সাথে আমার সম্পর্ক ভাল-কারন লোকগুলোর চোখকান খোলা। মাইকেল মুর আমেরিকান ধনতন্ত্রের বিকল্প হিসাবে, কোয়াপরেটিভ স্যোশালিজম বা কাউন্সিল কমিনিউজম ধাঁচের উদারনৈতিক সমাজতন্ত্রের কথা বলেন যেখানে গণতন্ত্রকে ভিত্তি করেই, সম্পদ বন্টনের কথা বলা হচ্ছে। চমস্কির সাথে অনেক ব্যপারে আমি একমত নই, কিন্ত ডিরেক্ট ডেমোক্রাসি ছারা প্রকৃত সমাজতন্ত্র সম্ভব না বা লেনিন/স্টালিনের সমাজতন্ত্রের নামে একটা খুনী ফাসিস্ট রাজঙ্কÄ কায়েম করে ছিলেন-সেইসব মূল বক্তব্যের সাথে আমি একমত।

    বাঙালী বামের প্রতি আমি এই কারনে হতাশ

    [] লোকগুলোর পড়াশোনা খুব কম-বকে বেশী-আর বিতর্কে দৌঁড় হচ্ছে প্যাঁক মারা বা ব্যক্তিগত আক্রমন করা
    [] লজিক সেন্স জিরোর কিছু নীচে
    [] উৎপাদন ব্যবস্থার সাথে কেও জড়িত না-উৎপাদন ব্যবস্থার কিছুই বোঝে না, অথচ মার্ক্সবাদের চর্চা করতে চায়। মার্ক্সবাদের চর্চা করতে হলে প্রতিটা রাজনৈতিক ঘটনা এবং সামাজিক ঘটনাকে উৎপাদন কাঠামো থেকে দেখতে হয়। এরা সেসবের ধারে কাছ দিয়ে যায় না। চটি বই মার্কা কথাবার্তা বলে যার সাথে মার্ক্সীয় বিশ্লেষণের কোন সম্পর্ক নেই। এবং সেটা প্রকাশ কারাত থেকে প্রভাত পট্টনায়েক -সবার জন্যে প্রযোজ্য। আমি এদের বামছাগলের বেশী কিছু মনে করি না।
    দর্শনে সম্পূর্ন শুন্য জ্ঞান নিয়ে এরা কি করে দেশের বামএর কাছে শীর্ষ স্থানীয় মার্ক্সিয় পন্ডিতের সন্মান পাচ্ছে খোদাই জানেন।
    [] এবং শেষ অবশ্যই যে এদের ব্যক্তিগত জীবনধারার সাথে এদের বিশ্বাস আলাদা। এদের কেও নিজে নিজের বাথরুম পরিস্কার করে না-নিজের রান্না নিজের করার ক্ষমতা নেই-নিজেদের পরিবার এবং সমাজে পজিশন নিয়ে টনটনে, আপার ক্লাস মেন্টালিটি। ডিক্লাসিফিকেশন এদের মধ্যে কিছুই হয় নি। এসব পরজীবি পরগাছার দল যখন ভারতে বাম নেতৃত্বে আছে, খুব স্বাভাবিক ভাবেই ভারতে বাম আন্দোলনের কোন ভবিষত দেখছি না।
    ভারতের জনগন জমির ওপর নিজেদের অধিকার, ট্রেড ইউনিয়ানের অধিকার নিয়ে গর্জে উঠছে-কিন্ত সেখানেও শ্রমিকরা "স্টামড" বামেদের বিশ্বাস না করে, বিশ্বাস রাখতে মমতার ওপর। এটাই যথেষ্ট বোঝার জন্যে ভারতের বামেদের কি দুরাবস্থা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন