এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গদ্দাফির মৃত্যু: স্বৈরাচারের পত&

    Biplab Pal
    অন্যান্য | ২১ অক্টোবর ২০১১ | ১১৭২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sushanta Kar | 117.198.51.232 | ২৩ অক্টোবর ২০১১ ২০:৪৭493079
  • অবাস্তব 'কালো' শব্দটাকে আপনি সঠিক ভাবেই নিয়েছেন। বিপ্লব বাবু, আমি আপনার পুরো লেখা পড়েই লিখেছি। আপনার সমগ্র লেখাকে তন্ন তন্ন করে যাচাই করে লিখতে গেলে রীতিমত রিসার্চ করতে হয়। গদ্দাফী আমি যখন বললাম, পুরোনো সোভিয়েত মডেলের এক তরল সংস্ক্রণ চালিয়েছিলেন তখন আমি মূল কথাটা বোধহয় স্পষ্ট করেছি যে আমি সেই অন্ধ অনুসারীদের মধ্যে নেই।অকিন্তু যখন নাটো যুদ্ধে নামে তখন পক্ষ নেবার বেলা আর বামুনের মতো জাত বিচার করলে চলে না। ইরাক আক্রমণের পরে যে অন্তত তিনি নাটোর সঙ্গে একতা আপোষে যেতে চাইছিলেন এটা বেশ স্পষ্ট। এগুলো আন্তর্জাতিক সংবভাদ হইয়েছিল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষজ্ঞ না হলে এগুলো নিয়ে মিডিয়ার ভাষাকে কাউণ্টার দেয়া মুস্কিল। কিন্তু মেনে নেয়াও মুস্কিল। যুদ্ধে এক পা পিছিয়ে গিয়ে দু পা এগিয়ে যাবার কথা একটাও আছে। গদ্দাফি শ্রেণিহীণ সমাজের স্বপ্ন দেখেন নি, ইউরোপীয়দের তাবেদারিও যে করেন নি তার অজস্র প্রমাণ ইউরোপীয়দের হুঙ্কারেই মেলে। নিজের সমাজকেও তিনি যে অনেকটাই ঢেলে সাজিয়েছিলেন এও সত্য। বিদ্রোহীরা এতো সহজে যে অস্ত্র পেয়ে গেল এও গদ্দাফীরই চালান দেয়া, এত ঘুসে দেবার কথা বললেন, সেই কথাগুলূ বলুন। পুরো সমাজকে তিনি সসস্ত্র করে ফেলেছিলেন। শ্রেণি সমাজে অস্ত্র রাখার আইনী অধিকার কেবল শাসকদেরই (শ্রেণির) থাকে, আমাদের দেশে যেমন তাদের থাকে দেহরক্ষী, পুলিশ তাদের হয়ে কাজ করে। এক বন্ধু উইকিপেডিয়ার নজির দিয়েছেন। উইকিপেডিয়াতে বিরুদ্ধ শিবিরও লিখে থাকেন। সেই একই লিঙ্ক থেকে আমি গদ্দাফীর পক্ষেও প্রচুর কথা বের করে এনে দেখাতে পারি। কিন্তু আমি সেদিকে যাইনি। বুদ্ধি বা পাণ্ডিত্য নিয়ে বিদ্রূপ করা হচ্ছে। কিন্তু এই যে এতো রক্তক্ষয় এ কেবল বুদ্ধির লড়াই নয়। বিশ্ববীক্ষারও লড়াই বটে। সোভিয়েত আর ভারতের সমর্থণে মুক্ত বাংলাদেশ এখনো তাঁর জন্মব্যথা কাটিয়ে উঠতে পারে নি, পারেনি ইরাক, পারেনি ইস্রায়েল,পারে নি আফগানিস্তান। সুতরাং ধিক্কারতো আগে ঐ বিদেশিদের দেয়া উচিত। দেখা উচিত, তারা কোন স্বার্থে এই দেশে দেশে হামলা চালাচ্ছে? তবেই স্পষ্ট হবে গদ্দাফী কি সত্যি কেবল ঐ রূপ কথার গল্পনায়ক বা খলনায়ক ছিলেন? কেবল কি ঘুসের অর্থনীতিই তাঁকে পরিচালিত করত? না কি বাস্তব বিশ্বের আর্থরাজনৈতিক স্বার্থের সঙ্গেও তাঁর সম্পর্ক রয়েছে। গদ্দাফীর মতৈয়া রেক একনায়ক আছে রবার্ট মুগাবে, তিনি যেভাবে দেশ শাসন করেন তাতে তাঁর প্রতিও ভক্তি হয় না, মনে হয় ওড় কাছে ৩২ বছর পশ্চিম বাংলা শাসন করা বামেরা নেহাত কচি শিশু। তাই বলে কাল, বিলেতিরা যদি তার দেশেও হামলা করে গর্দান নেয়, গণতন্ত্রের দোহাই দিয়ে দুহাত তুলে নাচব? না, জিম্বাবোয়ের স্বাধিকার আর স্বাধীনতা হারাবার দু:খে জ্বলব? মার্কিনিরা আজ অব্দি কোনো দেশে হামলা চালিয়েছে, যেখানে ওরা গণতন্ত্রের দোহাই দেয় নি? আহ অব্দি একটা দেশ তৈরি করেছে যেখানে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পেরেছে? এতো লাফাবার কিছু নেই! তেল চোরেরা এখন পুরো দমে তেল চুরি করবার কাজে নামবে। মিশরে অবস্থানটা নড়বড়ে ,এখনও স্পষ্ট নয় লিবিয়াতে আপাতত এরা এক নতুন সামরিক ঘাটিও করল। একটা কথা স্পষ্ট করে নিই, খুশি হতাম যদি লিবিয়ার লড়াইতা দক্ষিণ-পশ্চিম লিবিয়ার থেকে শুরু হতো, আর ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে রাজনীতি গদ্দাফী শুরু করেছিলেন তাকে আরো পরিপক্কতার দিকে নিয়ে যাবার লড়াই হতো, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা হতো নিচে থেকে, গ্রামাঞ্চল থেকে । এবং বিলেতি অনুচর আরব আধিপত্য সমূলে উৎখাত হতো, দৃঢ় হতো আফ্রিকী ঐক্য!
  • Sushanta Kar | 117.198.51.232 | ২৩ অক্টোবর ২০১১ ২১:০০493080
  • দু:খিত, আমার লেখাতে কিছু টাইপো থেকে গেছে। দেখে পোষ্ট করা উচিত ছিল।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৩ অক্টোবর ২০১১ ২১:২৯493081
  • শুশান্তবাবু

    আপনাকে একটা সহজ প্রশ্ন করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানী এবং জাপান ছিল সম্পূর্ন ধ্বংস।

    আমেরিকান সৈন্য সেখানে গেল, ঘাঁটি বানালো এবং ঐ দুটী দেশই ২০ বছরের মধ্যে আমেরিকান অর্থনীতিকে টেক্কা দিল।

    দক্ষিন কোরিয়াও তাই।

    সুতরাং শুধু পশ্চিম বিশ্বকে দোষ দেওয়াটা হাস্যকর যেখানে সমস্যাটা আমদের প্রাগঐতিহাসিক
    সামন্তনান্ত্রিক কাঠামোতে।
  • Sushanta Kar | 117.198.51.232 | ২৩ অক্টোবর ২০১১ ২১:৩২493082
  • এক গদ্দাফী বিরোধী বৃটিশ লেখকও লিখছেন, Asonewarends, anothermightbeabouttobegin.http://www.telegraph.co.uk/comment/columnists/concoughlin/8843708/Will-a-Middle-East-awash-with-weapons-be-Gaddafis-final-legacy.html
    এক বন্ধু ppn আমার 'গদ্দাফী চাওসেস্কু হবেন না' কথাটাকে উলটো পড়লেন দেখলাম. আফ্রিকার স্বৈরাচারি শাসকদের প্রেরণা হতে গেলে চাওসেস্কু হতে মানা কোথায়? চাওসেস্কুও স্বৈরাচারীই ছিলেন এবং দেশের লোক তাঁকে এইভাবেই পথে ফেলেই মেরেছিল। এবং এক্কেবারে ভুলে গেছে। কিন্তু গদ্দাফীর এক বিশাল সমর্থক দলও ছিল মানুষের মধ্যে। তাঁরা মূলত আফ্রিকী লিবিয়। এরা দমে যাবেন না, নতুন প্রস্তুতি নেবেন মাত্র। দমে যাবেন না যে কালো মানুষেরা আফ্রিকার মুক্তির স্বপ্ন দেখছেন। দমে যাবেন না সেই সব বেদেশি আরবরাও যাদের কাছে গদ্দাফী ছিলেন মার্কিনি-বিলেতি সাম্রায্যবাদের বিরোধীতার প্রতীক। সাম্রায্যবাদ বিরোধীতা, আর আভ্যন্তরীণ স্বৈরাচার দুটো আলাদা বিষয়। খুব জরুরী নয় যে, তাঁরা গদ্দাফীর স্বৈরাচারের অনুসরণ করবেন। কিন্তু গদ্দাফী যে তাঁর দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, আবাস সমস্যার সমাধান করবার কাজ করেছিলেন তাকে অপ্রাসঙ্গিক করে ফেলবার, মানেটা কী? সুতরাং এটাও হতেই পারে যে এখন যারা গদ্দাফীর বিরুদ্ধে লরল অচিরেই তাদেরও এক বড় অংশ মার্কিনিদের বিরুদ্ধে হাতিয়ার নেবে। যেমন নিচ্ছেন ইরাকে আফগানিস্তানের সাধারণ মানুষ। তালিবানের কী হবে জানি না, আমি বাক হবো না ইরাকের রাজপথে যদি আবারও সাদ্দামের মূর্তি পুণপ্রতিষ্ঠিত হয়। ইরাকের মানুষ প্রায়শ্চিত্ত করে। তার পরেও আমি বলব সাদ্দাম , গদ্দাফী এরা ইতিহাসের এক ট্রাজিক নায়ক, এদের কাছে 'সমাজবাদে'র এর চে'কোনো ভালো মডেল ছিল না অনুসরণ করবার জন্যে, তাদের রাজনীতির পতন অনিবার্য ছিল। যেমন অনিবার্য ছিল সোভিয়েত পতনের, যেমন অনিবার্য চিনের পতনের, সেই সুদিন আসন্ন। আশা করি এবারে বিপ্লব বাবু কিছু তুষ্ট হবেন।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৩ অক্টোবর ২০১১ ২১:৪৩493083
  • শুশান্ত বাবু
    আমার প্রশ্নটা এড়িয়ে গেলেন কিন্ত!

    জাপান, জার্মানী এবং দক্ষিন কোরিয়াতে বহুদিন ইরাক আর আফগানিস্থানের মতন আমেরিকান সৈন্য ছিল। তারা আজ আমেরিকার থেকে শিল্পে বেশী উন্নত।

    কিন্ত ইরাক আর আফগানিস্তান নিজের পায়ে দাঁড়াতেই পারছে না। ইরাক আর লিবিয়াতে তেল আছে-সেই তেলের টাকায় দেশগুলো জার্মানী বা জাপান হবে না কেন জানেন??

    কারন জার্মান এবং জাপানী সংস্কৃতি তাদের নেই। তাদের সংস্কৃতি শরিয়া যা এক অনুন্নত উৎপাদক সমাজের প্রতিভূ। এগুলো অস্বীকার করে শুধু আমেরিকাতে দোষ দেওয়াটা হাস্যকর।

    সমাজের উৎপাদন কাঠামোর সংস্কার না করলে [ যেটা আবার আমেরিকানরা চাইছে তাও না!] এই দেশগুলোর ভবিশষত খারাপ। অন্যর দোষ আছে-আমেরিকার বিশাল অবদান মধ্যপ্রাচ্যে ইসলামকে টিকিয়ে রাখায়-কিন্ত ওদের মধ্যে থেকে সমাজ সংস্কারক যদি উঠে না আসে-আর দেশটা শরিয়াতেই পড়ে থাকে, কুকুরের লেজ সোজা হবে না।
  • maximin | 59.93.206.34 | ২৩ অক্টোবর ২০১১ ২১:৫৯493084
  • বিপ্লব বাবু আপনি ৮-২৯ পোস্টে এক নিশ্বাসে অনেকগুলো চটকদার, জেনারেলাইজড ও গাদ্দাফির সঙ্গে সম্পর্করহিত স্টেটমেন্ট করে গেলেন, T ঠিক যেমনটি বলেছেন তেমনি।
  • maximin | 59.93.206.34 | ২৩ অক্টোবর ২০১১ ২২:০৪493085
  • আমিও আপনাকে একটা সহজ প্রশ্ন করি। আপনি কি বাড়িতে রান্না করেন?
  • Biplab Pal | 69.250.67.136 | ২৩ অক্টোবর ২০১১ ২২:০৬493086
  • ম্যাক্সিমিন
    আপনার অভিযোগ ১০০% সত্য। শুধু টি কে জানানোর ছিল-কেন বাম বাঙালীর প্রতি আমি ক্রুদ্ধ। আর কিছু না। ক্ষমা পার্থনীয়।
  • maximin | 59.93.206.34 | ২৩ অক্টোবর ২০১১ ২২:২০493087
  • ThankGodforsmallmercies.:)
  • Sibu | 108.23.41.126 | ২৩ অক্টোবর ২০১১ ২২:৩৬493089
  • অধিকাংশ বাম বাঙালী ন্যাটোর বিরুদ্ধে গদ্দাফির সমর্থক ছিল। ...গদ্দাফি লোকটা কে সেটা জানার কোন চেষ্টাই তারা করে নি।

    এ কথাটা প্রোভোকেশন নয়!! হবে হয় তো। তবে বিপবাবু এ কথাটার সপক্ষে কিছু প্রমান দিলে বাধিত হব।

    আর বামেরা পড়াশুনা করে না, বাড়ীতে রান্না করে না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা ব্যক্তিগত আক্রমন নয় বলেই মনে হয়। তবে খিল্লির উপাদেয় উপকরণ।
  • ppn | 122.252.231.10 | ২৩ অক্টোবর ২০১১ ২২:৩৮493090
  • সুশান্তবাবু, খুবই সম্ভব যে এখন যারা গদ্দাফির বিরুদ্ধে লড়ল তারা মার্কিনিদের বিরুদ্ধে হাতিয়ার ধরবে। কিন্তু তারা গদ্দাফিকেই লড়াইয়ের আদর্শ করবে এইটা ঠিক হজম হল না স্যার। যুক্তির থেকে আবেগ বেশি হয়ে গেল। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়লে সাদ্দাম বা মুগাবে কোন একনায়কেরই মূর্তি প্রতিষ্ঠার দরকার পড়ে না।

    দ্বিতীয় কথা, ব্রিটিশ শাসকেরা ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ, রেলওয়ে ইত্যাদির প্রবর্তন করেছিল। তাতে তাদের দীর্ঘ দুই শতাব্দী ধরে শোষণ ও লুন্ঠনের ইতিহাস মিথ্যা হয়ে যায় না। তেমনি গদ্দাফির আমলে Great Man-Made River-এর কাজ হয়েছিল মানে এই না সেই মহামানব লিবিয়ার প্রাকৃতিক সম্পদ থেকে আহৃত বিপুল অর্থ নিজের বিদেশী অ্যাকাউন্টের মাধ্যমে আত্মসাৎ করেননি।

    চাওসেস্কু হবেন কি হবেন না আর ক'দিন ধৈর্য ধরেই দেখা যাক না। ইতিহাস বড়ই নির্মম। :)
  • dri | 117.194.238.96 | ২৩ অক্টোবর ২০১১ ২২:৩৯493091
  • সরি, এই থ্রেডে জড়িয়ে পড়ার কোন ইচ্ছে ছিল না। দীর্ঘ বাদানুবাদের র‌্যালিতে যেতে চাই না, এখনও। তবে কয়েকটা কথা পয়েন্ট আউট না করে পারছি না।

    এই জাপান আর জার্মানীর উদাহরণটা খুবই মিসলিডিং। এতে এক ধরণের ইলিউশান তৈরী হয়, যেন আমেরিকা কোন একটা দেখকে আক্রমণ করার পরই যে কোন দেশ কিছুদিন পরেই আমেরিকাকে টেক্কা দিতে পারে। চাই শুধু জাতীয় চরিত্র।

    কোন দেশ যখন যুদ্ধে হারে তখন পুরো যুদ্ধের খরচটা বিজিত দেশের থেকে তুলে নেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের খরচ ছিল বিপুল। যুদ্ধবিধ্বস্ত জাপান এবং জার্মানীর থেকে অত টাকা তো বার করা সম্ভব ছিল না। তাই অ্যারেঞ্জমেন্টটা এরকম ছিল। টাকা শোধ হবে কিস্তিতে কিস্তিতে দীর্ঘমেয়াদী সময়ে। পয়সা আসবে জার্মানী এবং জাপানের ট্যাক্সের টাকায়। কিন্তু দেশে কাজ থাকলে তবে তো ট্যাক্স। যুদ্ধবিধ্বস্ত দেশে তাই কাজ তৈরী হবে কিকরে? তাই ঠিক হল ইওরোপে মার্শাল প্ল্যান, এবং জাপানে মার্শাল প্ল্যানের কাউন্টারপার্ট। মানে জাপান এবং জার্মানীকে আরো লোন দিয়ে দেশ দুটোকে দাঁড় করিয়ে দিয়ে লং টার্মে তাদের থেকে ইন্টারেস্ট নিতে আমেরিকা। ইন ফ্যাক্ট, জার্মানী গত বছর তাদের লাস্ট কিস্তি সোধ করে এখন ঋণমুক্ত হয়েছে, এতদিনে। পশ্চিম জার্মানী তার নিজের পার্টটা শোধ করে দিয়েছিল বেশ কিছুদিন আগে, ১৯৮৩ সালে। কিন্তু ইস্ট জার্মানীর থেকে ইন্টারেস্ট বের করার জন্য জার্মান ইউনিফিকেশান পুশ করা হয়। এইটাই ছিল জার্মান ইউনিফিকেশানের মূল কারণ। মিডিয়ায় প্রচলিত যে সব গ্লোরিয়াস গোল গোল কথা ইউনিফিকেশান সম্বন্ধে বলা হয় সেগুলো মূলত ঢপ। আরো একটা ঢপ আমেরিকান মিডিয়ায় খুব চালু আছে। তা হল, আমেরিকা রিসেশান থেকে বেরিয়ে এসেছিল যুদ্ধের কারণে। ব্যাপারটা একটু আলাদা। রিসেশান থেকে বেরিয়ে এসেছিল, যুদ্ধে জিতেছিল বলে, এবং যুদ্ধের রিপেয়ারেশান পেয়েছিল বলে। যুদ্ধে হারলে রিসেশান থেকে আর বেরোতে হত না অত সহজে।

    ইরাকে এত রকম টেকনোলজিকাল ভিত্তিক জব ক্রিয়েশানের কোন দায় আমেরিকার নেই। কারণ ইরাকে তেলের টাকায় যুদ্ধের খরচ, রিকনস্ট্রাকশানের খরচ সব উঠে আসবে। অন্য কোন ইন্ডাস্ট্রি বানানোর জন্য খাটতে হবে না।

    তই, না, যুদ্ধে হারলেই অটোমেটিকালি ভীষণ অর্থনৈতিক উন্নতি হতে থাকে না। যেসব ক্ষেত্রে হয়েছে, তার কারণ আছে। যেসব ক্ষেত্রে হয়নি তারও কারণ আছে।
  • dri | 117.194.238.96 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:২১493092
  • গদ্দাফি দেশের তেলের টাকায় নিজের ফ্যামিলির ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়েছেন। একদম ঠিক কথা।

    গোল্ডম্যান স্যাক্স ট্যাক্সপেয়ারের বেলাউট মানি নিল। তারপর টপ এক্সিকিউটিভদের দশ কুড়ি বিলিয়ান বোনাস দিল। তারপর, কিছুদিন আগে হাফ বিলিয়ান লস রিপোর্ট করল।

    হাউ ইজ ইট এনি ডিফারেন্ট? এটা কি দেশের লোকের টাকা নিয়ে নিজেদের পকেটে পোরা নয়?

    কিন্তু এই অপরাধের জন্য কি নেটো গোল্ডম্যান স্যাক্সের সিইওকে মারতে যাচ্ছে?

    গদ্দাফি যতই টাকা মারুক, দেশের লোকের জন্য করেছে। ইউ এন ডি পির সমস্ত ইন্ডেক্স, গ্রেট ম্যান মেড রিভার তার প্রমাণ।

    এখন যারা পাওয়ারে এল, কি যেন নাম (জালিল আর জাব্রিল?), তারা তো ওয়েস্টের এজেন্ট। শুধু নিজেরা টাকা মারবে না, তাদের পশ্চিমের প্রভুদেরও টাকা মারতে সাহায্য করবে। ঐটা অন্তত গদ্দাফি আটকেছিল।

    এটা হল অনেকটা, পার্মানেন্ট সেট্‌লমেন্টের মত ডিলেমা। পার্মানেন্ট সেট্‌লমেন্টে অনেক জমিদার দেউলিয়া হয়ে জমি চলে গিয়েছিল কোলকাতার কিছু উঠতি বড়লোকের হাতে। এবং তাতে কিছু সমস্যাই হয়েছিল। পুরোন জমিদাররা কোন দেবদূত ছিল না। দে ওয়্যার ফিউডাল লর্ডস, আফটার অল। কিন্তু তাদের যারা রিপ্লেস করল, দে ওয়্যার নো বেটার, উইথ অ্যান ইম্পর্ট্যান্ট ডিফারেন্স। জমিদাররা বায় অ্যান্ড লার্জ অত্যাচারী হলেও সন অফ দা সয়েল ছিল, প্রজাদের সাথে কিছুটা রিলেট করতে পারত। কোলকাতার বাবুদের প্রজাদের সাথে কোন আত্মিক যোগ ছিল না। তাতে মিজারি বেড়েছিল।

    গদ্দাফি ছিল ফিউডাল লর্ড, উইথ সাম কেয়ারিং ফর হিজ পিপ্‌ল। কিন্তু একে সরিয়ে নেটো ইনস্টল করল কিছু পাপেট যারা বিদেশীদের স্বার্থই শুধু দেখবে। অর্থাৎ এক ধরণের কলোনিয়ালিজ্‌ম।
  • ppn | 122.252.231.10 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:২৮493094
  • * ত্রিপোলি
  • ppn | 122.252.231.10 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:২৮493093
  • এইটা চিরস্থায়ী বন্দোবস্ত হতে দিতে কে বলল? এইবার মিশন অকুপাই ক্রিপোলি!
  • Biplab Pal | 69.250.67.136 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:৩১493095
  • এই জাপান আর জার্মানীর উদাহরণটা খুবই মিসলিডিং। এতে এক ধরণের ইলিউশান তৈরী হয়, যেন আমেরিকা কোন একটা দেখকে আক্রমণ করার পরই যে কোন দেশ কিছুদিন পরেই আমেরিকাকে টেক্কা দিতে পারে। চাই শুধু জাতীয় চরিত্র।

    {{{

    মার্শাল প্লান চালু হয় ১৯৪৭ সালে। শেষ হইয় ১৯৫১ সালে। মোট ১৩ বিলিয়ান লোন দিয়েছিল আমেরিকা। ১৯৫৩ সালের মধ্যে জার্মানির জিডিপি যুদ্ধপূর্ব জিডিপির ৩০% বেশী হয়েছিল।

    এর মধ্যে জার্মানী ১৯৭১ সালেই লোন শোধ করে দিয়েছে। পূর্ব জার্মানির গল্প কোত্থেকে এল কে জানে। সুতরাং মার্শাল প্ল্যান সংক্রান্ত আপনার তথ্য সম্পূর্ন ভুল।

    এবার জাতীয় চরিত্র কেন গুরুত্‌ব্‌পূর্ন সেটা লিখি।

    আফগানিস্থানের রিকনস্ত্রাকশনে আমেরিকা ২০ বিলিয়ান ডলার খরচ করেছে। নীট ফল শুন্য। সেটা আমেরিকাও মেনে নিয়েছে। কারন কি? সব আফগানিস্তানের অফিশিয়াল আর ঔয়ার লর্ডরা খেয়ে ফেলেছে। কিছু কিছু আমেরিকান জেনারেল কিক ব্যাক ও পেয়েছে।

    এর বিপরীতে জার্মানীতে কিভাবে মার্শাল প্লানের টাকা খরচ হয়েছিল সেটা জানা দরকার। অত্যন্ত সতর্কতার সাথে টিপে টিপে খরচ হত। ইনফ্যাক্ট এত সতর্কতার সাথে মার্শাল প্লানের টাকা খরচ হয়েছিল জার্মানীতে ১ বেশ কিছু টাকা তাদের ব্যবহার করতেই হয় নি-সেই টাকাটা তারা ফেডারাল রিজার্ভে অন্য লোন হিসাবে দিয়ে, আরো লাভ করেছে।

    জার্মানীর মার্শাল প্লানটা আরো ভাল করে পড়ুন। আফগানিস্থানের কেন ব্যার্থ হল সেটাও জানুন। আমি জাতীয় চরিত্রের প্রশ্নটা কেন তুলেছি, একদম জলের মতন পরিস্কার হবে।
  • dri | 117.194.238.96 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:৩৯493096
  • পড়ে নিন।

    http://www.dailymail.co.uk/news/article-1315869/Germany-end-World-War-One-reparations-92-years-59m-final-payment.html

    ...
    West Germany, formed after defeat in 1945, took on responsibility for most of the outstanding principle and interest, settling the bill in 1983.

    But there was a clause in the so-called London Debt Agreement of 1953 that interest on multi-million pound foreign loans taken out in the Weimar Republic era, to pay off the reparations bill, should themselves be repaid if Germany were ever reunited.

    Payments on this interest began again in 1996.

    ...

    Germany will finally clear its First World War debt by repaying nearly £60million this weekend.

    (dated 29th Sep 2010)

  • pi | 72.83.90.203 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:৪২493097
  • প্রশ্ন হচ্ছে, নাই মামার চেয়ে কানা মামা ভাল নাকি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ?
  • dri | 117.194.238.96 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:৪৬493100
  • আফঘানিস্তানের রিকনস্ট্রাকশানে আফঘানিস্তানের কোন উপকার করা তো উদ্দেশ্য ছিল না। নীট লাভ শুন্য বলে হাত উলটালেই কি বিস্মিত হতে হবে? হ্যালিবার্টন, বেখটেল ইত্যাদি কোম্পানীর পকেট লাইন্‌ড হল। কিছু জেনারেলের পকেট ভরল। আর কিছু ওয়ার লর্ডকে পয়সা দেওয়া হল। সেটাই ছিল পারপাস।

    রিয়েলি, আফঘানিস্তানের লোকের ট্যাক্সে এই যুদ্ধটা আমেরিকা চালায় নি। ওপিয়ামের টাকায় চালিয়েছে। এবং দেশের সমস্ত ওপিয়াম ফিল্ডের ক®¾ট্রাল নিয়েছে।

    সুতরাং আফঘানিস্তানকে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারহাউস বানানোর কোন দরকার পড়েনি অমেরিকার।
  • Sibu | 108.23.41.126 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:৪৬493098
  • দ্রিয়ের কথা যদি বুঝে থাকি, প্রশ্ন হল - দুষ্ট গরু ভাল, না বেশী দুষ্ট গরু ভাল।
  • dri | 117.194.238.96 | ২৩ অক্টোবর ২০১১ ২৩:৪৮493101
  • কলোনিয়াল জার্সি গরুই সবচেয়ে ভালো।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৪ অক্টোবর ২০১১ ০০:০৪493102
  • WestGermany, formedafterdefeatin1945, tookonresponsibilityformostoftheoutstandingprincipleandinterest, settlingthebillin1983.


    Sorryagainmistake.ThishasnothingtodowithMarshalplan.Thiswasgeneralpaymentforsecondworldwarliability.Marshalplanwaspaidby1971

    *****************
    http://en.wikipedia.org/wiki/Marshall_Plan
    Repayment

    TheOrganizationforEuropeanEconomicCooperationtooktheleadingroleinallocatingfunds, andtheECAarrangedforthetransferofthegoods.TheAmericansupplierwaspaidindollars, whichwerecreditedagainsttheappropriateEuropeanRecoveryProgramfunds.TheEuropeanrecipient, however, wasnotgiventhegoodsasagift, buthadtopayforthem (usuallyoncredit) inlocalcurrency.ThesepaymentswerekeptbytheEuropeangovernmentinvolvedinaspecialcounterpartfund.Thiscounterpartmoney, inturn, couldbeusedbythegovernmentforfurtherinvestmentprojects.5%ofthecounterpartmoneywaspaidtotheU.S.tocovertheadministrativecostsoftheERAP.
    TheMarshallPlanmoneywasintheformofgrantsthatdidnothavetoberepaid.[79]InadditiontoERPgrants, theExport-ImportBank (anagencyoftheU.S.government) atthesametimemadelong-termloansatlowinterestratestofinancemajorpurchasesintheU.S., allofwhichwererepaid.
    InthecaseofGermanytherealsowere16billionmarksofdebtsfromthe1920swhichhaddefaultedinthe1930s, butwhichGermanydecidedtorepaytorestoreitsreputation.ThismoneywasowedtogovernmentandprivatebanksintheU.S., FranceandBritain.Another16billionmarksrepresentedpostwarloansbytheU.S.UndertheLondonDebtsAgreementof1953, therepayableamountwasreducedby50%toabout15billionmarksandstretchedoutover30years, andcomparedtothefast-growingGermaneconomywereofminorimpact.[80]
  • Biplab Pal | 69.250.67.136 | ২৪ অক্টোবর ২০১১ ০০:০৫493103
  • আফঘানিস্তানের রিকনস্ট্রাকশানে আফঘানিস্তানের কোন উপকার করা তো উদ্দেশ্য ছিল না। নীট লাভ শুন্য বলে হাত উলটালেই কি বিস্মিত হতে হবে? হ্যালিবার্টন, বেখটেল ইত্যাদি কোম্পানীর পকেট লাইন্ড হল। কিছু জেনারেলের পকেট ভরল। আর কিছু ওয়ার লর্ডকে পয়সা দেওয়া হল। সেটাই ছিল পারপাস।



    সেটা মার্শাল প্ল্যানের ক্ষেত্রে হয় নি কেন? কেন সেখানে টাকা মারতে পারল না ডিফেন্স কোম্পানীগুলি বা জেনারেল রা?

    আপনি বৃত্তীয় লজিকে ঘুরছেন।
  • dri | 117.194.238.96 | ২৪ অক্টোবর ২০১১ ০০:১৭493104
  • এই ভয়টাই করেছিলাম। এখন একের পর এক এক্সপ্লানেশান দিতে হবে।

    মার্শাল প্ল্যানের উদ্দেশ্য ছিল, দুটো বিদ্ধস্ত ইকনমিকে দাঁড় করানো, যাতে লোকেরা রোজকার করে ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় যুদ্ধের রিপ্যারেশান হয়। মার্শাল প্ল্যানের লোন শোধ একটা পার্ট। তার চেয়ে বড় ছিল যুদ্ধের রিপ্যারেশান। যেহেতু এটা ট্যাক্সের টাকায় এসেছিল, তাই 'সাকসেসফুল মার্শাল প্ল্যান' এর দরকার ছিল।

    ইরাকে মার্শাল প্ল্যানের কোন দরকার নেই। তেলের টাকাই যথেষ্ট।

    আফগানিস্তানেও নেই। আফিমের টাকাই ঢের।

    কেন জার্মানীতে হল, আর আফগানিস্তানে হল না। কারণ জার্মানীতে হওয়ানোর গরজ ছিল। (না হলে যুদ্ধের টাকা ফেরত পাবে না)। আফগানিস্তানে সেই গরজটা ছিল না। (আফিমের ক্ষেতগুলো দখল করে নিলে, নাথিং এল্‌স ম্যাটার্স)।
  • dri | 117.194.238.96 | ২৪ অক্টোবর ২০১১ ০০:২১493105
  • আর তাছাড়া, আফগানিস্তানে সবাই কোরাপ্ট, আর জার্মানীতে কেউ কোন রকম দু নম্বরী করে না তাও কি বলা যায়? এই তো সেদিনই ডয়েচব্যাঙ্কে ইনসাইডার ট্রেডিং এর সন্দেহে রেইড হয়েছিল।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৪ অক্টোবর ২০১১ ০০:২৪493106
  • মার্শাল প্ল্যানের উদ্দেশ্য ছিল, দুটো বিদ্ধস্ত ইকনমিকে দাঁড় করানো, যাতে লোকেরা রোজকার করে ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় যুদ্ধের রিপ্যারেশান হয়। মার্শাল প্ল্যানের লোন শোধ একটা পার্ট। তার চেয়ে বড় ছিল যুদ্ধের রিপ্যারেশান। যেহেতু এটা ট্যাক্সের টাকায় এসেছিল, তাই 'সাকসেসফুল মার্শাল প্ল্যান' এর দরকার ছিল।



    এটা দারুন দিলেন। আফগানিস্তানের ২০ বিলিয়ান টাকাটা আমেরিকার জনগনের টাক্সের টাকা না আর মার্শাল প্লানের টাকাটা আমেরিকার টাক্সের টাকা???

    আফগানিস্তানের ২০ বিলিয়ান ডলার আফিঙ্গের টাকায়?

    আপনার সোর্সটা যদি দ করে এখানে বলেন।
  • dri | 117.194.238.96 | ২৪ অক্টোবর ২০১১ ০০:২৯493107
  • আমি আর কোন এক্সপ্লানেশান দিতে পারব না।
  • PM | 2.50.55.119 | ২৪ অক্টোবর ২০১১ ০১:০০493108
  • দ্রি, রাগ করবেন না। আমার মেয়েও attention পাবার জন্য নানা অদ্ভুত অদ্ভুত কথা বলে। উত্তর দিয়ে বোঝালে শেষের লাইন-টার ওপোর ছোট্ট "কেন?" জুড়ে দেয়..... কারন সেটার উত্তর দিতে আরো কিছুক্ষন কথা বলতে হবে ... এই কেনটা চলতেই থাকে ওর ক্ষেত্রে।

    এখানে এটা আমার মেয়ের ঐ অভ্যেস এর প্রকারভেদ মাত্র। আমি আপনার লেখার উৎসাহী পাঠক।
  • PT | 203.110.243.23 | ২৪ অক্টোবর ২০১১ ০১:০২493109
  • আফগানিস্তান প্রসঙ্গে তেল, আফিম ইত্যাদি নিয়ে কথা হচ্ছে বলে এই খবরটা দিয়ে রাখি: An internal Pentagon memo, for example, states that Afghanistan could become the “Saudi Arabia of lithium,” a key raw material in the manufacture of batteries for laptops and BlackBerrys. http://www.nytimes.com/2010/06/14/world/asia/14minerals.html?pagewanted=all
  • maximin | 59.93.206.34 | ২৪ অক্টোবর ২০১১ ০২:০০493111
  • গদ্দাফি চলে গেল
    ঝুলে গেল লিবিয়া
    এবার সবার মাথা
    কে যে খাবে চিবিয়া
    আমি আজ চলি টাটা
    লাইট দাও নিবিয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন