এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • ভালো গান

    r
    গান | ০৪ মার্চ ২০০৬ | ৫৬২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 221.134.225.217 | ০৪ মার্চ ২০০৬ ০১:০০498304
  • মৌসুমি,

    mukherjee.samik অ্যাট জিমেইল ডট কম।

    অগ্রিম অভিবাদন।
  • sumeru | 59.93.246.230 | ০৪ মার্চ ২০০৬ ০২:০০498314
  • মিঠু,

    ... ঘোড়াদের কেশরগুলি দুলতে দুলতে ইউক্লিডের পার্শ রচনা করে, আমরা ধাপে ধাপে বসে, এমং মদ্যপানের সুখ কবলই অস্থায়ী, কেননা অবিরত বদলে যাচ্চে বোতলগুলি। সর্বমোট কত প্রকার মদ্যে ছিলাম জানিনা, সর্বনাম হারা হয়েছিলাম, সর্বহারা নয়, মণিদাই হটাৎ বল্লো, লুক, আমরা পিছন ঘুরে দেখলাম আমরা এক চাঁদ ফেলে এসেছি, আমাদের অনেক পিছনে। একা গান ধরলেন,কাউকে চেনোনা তুমি তোমাকে চেনেনা কেউ সেই তো ভালো, আমাদের অনেকেই শুনছি কেবল গীটার শব্দ, প্রবল।কেবল হিরণদা আর আব্রাহামদাকে মনে আছে ভিন্ন ভিন্নবর্নের কাগজ ছিঁড়ে তৈরী করছেন ঘোড়ার কেশরদাম, সেগুলো লাগানো হতে থাকে সেই পিছনের সাদা পার্মানেন্ট প্রোজেকশন স্ক্রিনে। সাদাপাতায় একটু যেন আঁচর কেটে দেওয়া। ব্যাস আর কিছু নয়।
  • r | 85.100.122.49 | ০৪ মার্চ ২০০৬ ০২:১০498204
  • শুধু ভালো গান শেয়ার/ আপলোড নয়। কে কবে ভালো গান শুনেছে, তার অভিজ্ঞতা। কিংবা, কোনো ভালো লাগা ক্যাসেট, সি ডি বা রেকর্ড। আদৌ সেগুলো পাওয়া যাবে কি না? পেলে কোথায়?
  • Ishan | 24.166.170.155 | ০৪ মার্চ ২০০৬ ০৩:০০498315
  • সুমেরু, ভুলি নাই ভুলি নাই ... "লুক' নয়, গৌতমের পুরো বাক্যটি ছিল - "লুক, ইটস আ ফুল মুন'। পিছনে তাকিয়ে দেখি পূর্ণিমা চাঁদ-- দোল ছিল আগের দিন।
  • m | 24.166.170.155 | ০৪ মার্চ ২০০৬ ০৪:০০498316
  • হিরণ মিত্র র কথা টা লিখতে ভুলেই গিয়েছিলাম,তুমি বলার পর মনে পড়লো।মনে পড়লো সেই মহিলার কথা,যিনি একাই মাতিয়ে রাখছিলেন নাচের আসর।মনে পড়লো,চাঁদ দেখার কথা।মনে পড়লো রাত তখন বারোটা বোধহয়,আমরা গুটি গুটি পায়ে বন্ধু রা একসাথে রাতের আশ্রয়ে ফিরছি।রাতের আহার জোটে নি সেদিন।রাত ভোর করে গল্প হয়েছিলো...এমন এক একটা দিন ,বহু দূর থেকে কেমন যেন স্বপ্নের মত লাগে...
  • dam | 61.246.25.56 | ০৪ মার্চ ২০০৬ ০৯:৫০498312
  • এখানে এটা লেখা যায় কিনা বুঝছি না------ কিন্তু --------- আমার বাবা সেতার বাজাচ্ছেন, আমি তখন ৬ কি সাত, ইন্দ্র রায় রোডের বাড়ী, পেল্লায় উঁচু উঁচু সিলিং, বাইরের ঘরটা অন্ধকার, জানালার ফাঁক দিয়ে আকাশ থেকে উপছে পড়া জ্যোছনা চেষ্টা করছে ঢুকে আসবার--- তখনও কান তৈরী হয় নি, রাগরাগিনী কিছুই বুঝতাম না, কিন্তু কিছুতেই নড়তে পারছি না সিঁড়ির কোনা থেকে ---- চারিদিকে ধ্বনি আর ধ্বনি, সুর আর সুর-----
    'তুমি যে সুরের আগুন জ্বালিয়ে দিলে'-----------
  • r | 85.100.122.49 | ০৪ মার্চ ২০০৬ ১০:১৮498323
  • ইন্দ্র রায় রোড মানে পাকপাড়া?
  • dam | 61.246.25.56 | ০৪ মার্চ ২০০৬ ১০:২০498334
  • ভবানীপুর, ইন্দিরা সিনেমার পাশের গলি, ভারতী সিনেমার উল্টোদিকের।
  • r | 85.100.122.49 | ০৪ মার্চ ২০০৬ ১০:২৮498345
  • খুব লেখা যায়।
  • i | 202.128.112.252 | ০৪ মার্চ ২০০৬ ১১:৩২498356
  • রাধিকামোহন মৈত্রের মোহনবীণায় (বিশ্বমোহন ভাটের মোহনবীণা নয়)রাগ দেশ-রেডিওতে। আকাশবাণীর সংগ্রহশালা থেকে।
    কোথাও পাই নি খুঁজে-ক্যাসেট কিম্বা সিডি।
    মরে যাওয়ার আগে আর একটিবার শুনতে চাই।
  • m | 24.166.170.155 | ০৪ মার্চ ২০০৬ ১১:৫১498367
  • অন্ধ যুবক ট্রেনের ঝমঝম আওয়াজের মধ্যে গেয়ে চলেছে,তোমার মহা বিশ্বে কিছু ই হারায় না তো কভু ...শব্দে ডুবে যাচ্ছে সুর,আবার ভেসে উঠছে।
    ডোভার লেনে রাত ভোর হলে উশখুস করছে সমবেত শ্রোতা।বাঁশি হাতে হরিপ্রসাদ চৌরাশিয়া।হাত জোড় করে বলছেন,আপনারা চলে যাবেন না,আমি শোনাতে চাই,সুরের মায়ায় ভেসে যাচ্ছে চরাচর...

    আকাশে বড় এক থালার মত চাঁদ,চার দিক খোলা মঞ্চে গান গাইছেন গৌতম চট্টোপাধ্যায়, চাঁদের আলোর সেই উৎসবে বার বার ফিরে আসছে,কত কি করার আছে বাকি...কানে লেগে আছে সেই অপার্থিব সুর।
  • indrani | 202.128.112.252 | ০৪ মার্চ ২০০৬ ১৮:৪৯498378
  • নীলিমা সেনের ডায়ালিসিস চলছে।এখানে ওখানে নানা অনুষ্ঠান করে অর্থ সংগ্রহ চলছে চিকিৎসার্থে।
    একটি অনুষ্ঠান রবীন্দ্রসদনে-তিনি নিজে এলেন।
    একটি উঁচু মোড়ায় বসে গাইলেন, 'তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে'...
    লিখতে বসে আজও শিহরিত আমি।
    স্বল্পকাল পরেই রবীন্দ্রসদনপ্রাঙ্গনে আবার দেখা- ফুলে, চন্দনে শুয়ে আছেন।
  • indo | 59.93.198.20 | ০৪ মার্চ ২০০৬ ২১:৪৮498389
  • এক বোঁদা বিকেলে যাদবপুরের মাঠে প্রতুলকে ঘিরে আমরা একদল উচ্চিংড়ে ; প্রতুলো আর গাইবে না, আমরাও ছাড়বো না। পাথরে পাথরে নাচে আগুন তখন সবে শেষ হয়েছে।
    বল্লো,'আচ্ছা, তবে আর একটা গাই। তোরা তো সন্তানের মত আমার,তোদের সবার মাথায় হাত রেখে গাইছি।''
    বাবরের প্রার্থনা । এই তো জানু পেতে বসেছি পশ্চিম,আজ বসন্তের শূন্য হাত।

    বাইরে তখন রাজার মত মে-দিন আসে।
    তখনো আসে।
  • bozo | 24.166.170.155 | ০৫ মার্চ ২০০৬ ০৮:৩৩498205
  • ফিনিক্স, অ্যারিজোনা। অক্টোবর মাস। মরুভূমির রাত্রি। গান গাইতে এসেছে সাইমন-গারফাঙ্কেল। রাত গড়িয়ে মধ্য রাত হয়ে গেছে। বহু বার স্টেডিয়াম জুড়ে দাবী উঠেছে ক্যাথি`স সং। পল গায় নি। চলছে সাউন্ড অফ সাইলেন্স। পিছনের জায়ান্ট স্ক্রীনে তখন হাসি মুখে আমাদের বেন, ডাস্টিন হফম্যান। এক সময় এলো মিসেস রবিনসন, অ্যানে ব্যাঙ্ক্রফট। তবু নেই ক্যাথি চিটি। শেষ রাতের দিকে পল বললো এবার আমার বন্ধু কে নিয়ে আমি একটা গান গাইব। তোমরা সবাই যদি আমার সাথে গাও, খুব ভালো লাগবে। আমি যখন প্যারিসের রাস্তায় রাস্তায় গান গেয়ে ঘুরতাম, এই বন্ধু টুপী নিয়ে ঘুরে ঘুরে পয়সা সংগ্রহ করত। এই গান টা আমাদের সেই ফেলে আসা দিনের জন্য।
    তারপরে কিছুক্ষন (প্রায় এক মিনিট) সব নি:শ্চুপ। পল ধীরে ধীরে গান ধরল
    I hear the drizzle of the rain
    Like a memory it falls
    Soft and warm continuing
    Tapping on my roof and walls.
    And from the shelter of my mind
    Through the window of my eyes
    I gaze beyond the rain-drenched streets
    To England where my heart lies.

    অসাধারন, অবিস্মরনীয়, স্বর্গীয় সেই অনুভূতি।

  • vikram | 134.226.1.194 | ০৭ মার্চ ২০০৬ ১৮:০৬498216
  • বোজোর লেখা পড়ে গায়ে কাঁটা দিলো।

    বিক্রম
  • samik | 221.134.226.69 | ১০ মার্চ ২০০৬ ০০:২২498227
  • হ্যারি বেলাফন্তের কেবল মেরিজ বয় চাইল্ড আছে, ওঁর বাকি গানগুলো আছে করোর কাছে? বিশেষত জামাইকা ফেয়ারওয়েল?
  • vikram | 134.226.1.194 | ১০ মার্চ ২০০৬ ১৫:৫৪498238
  • শমীক,
    এইচ এম ভি এর বেলাফন্তে ৮৯ কিনে ফেলো। ওটায় মাটিল্ডার সেরা ভার্সান টা পাবে।
    আর বাজার চলতি কার্নেগি হলের মালগুলো তো পাবেই। রিটার্ন টু কার্নেগি হল কেনো, তাহলে মিরিয়াম মাকীবার সথে পরিচয় হয়ে জাবে।
    জামাইকান ফেয়ারওয়ের বোধ হয় সবথেকে ভালো প্রায় খালি গলায় স্যাডটুসেআআআঅম অনমাওয়ে এ এ এইটা।
    আর ৮৯ এ আছে স্যাড্‌টু সেআম অন্মা ওয়ে

    সেটাতে অনেক বেশি অনুষংগ আছে।

    বিক্রম
  • samik | 221.134.225.217 | ১০ মার্চ ২০০৬ ২২:০৮498249
  • হস্টেলে থাকতে এক পাবলিকের কালেকশন থেকে ক্যাসেটে কপি করেছিলাম, সে কপি ক্যাসেটের অবস্থা খারাপ, তাই সফ্‌ট কপি চাইছিলাম আর কি।

    আর পয়সা দিয়ে গান কেনা পোষায় না। ফিরিতে পাওয়া যাবে কিনা, খুঁজছি।

    অরিজিৎ, তোমার বাড়ি থেকে নির্মলেন্দুর দুইখান গান আনার কথা ছেলো। এনেছো? 'আমায় ডুবাইলি রে' আর 'ইস্‌সা করে পরাণডারে' ???
  • Arijit | 128.240.229.65 | ১০ মার্চ ২০০৬ ২৩:০২498260
  • দিদি নির্মলেন্দুর একখান সিডি দিয়েছে, তাতে দেখতে হবে আছে কিনা। আমি ক্যাসেট থেকে রেকর্ড করে আনতে পারিনি।
  • Samik | 221.134.224.232 | ১১ মার্চ ২০০৬ ২১:৫২498271
  • ডাউনলোডানোর জন্য ভালো বাংলা গানের কালেকশন আছে।

    http://bangla.homeip.net:8000/BrowseMp3.asp
  • mousumi | 69.86.58.0 | ১৯ মার্চ ২০০৬ ০৪:৫১498282
  • শমীক, Email id দাও Belafontealmost সব গান আছে।।সঙ্গে ফাউ ছবিও পেয়ে যেতে পারো চন্দ্রবিন্দু Belafonte শুনছে ...
  • sumeru | 59.93.244.188 | ১৯ মার্চ ২০০৬ ১৯:০৯498293
  • মিঠু,

    ওমন চান্দের ওনুতে, পিছে কি হইতেছিল তা বল্লে না? ওমন রংএর ঝিল্লা-মুল্লা লাগানো হল, তার বেলা? একটু দিতেল দাও না বাপু।
  • m | 24.166.170.155 | ২০ মার্চ ২০০৬ ১০:৩৮498313
  • সুমেরু,
    আকাশে চাঁদ ছিলো,সোনার থালার মত।মন কেমন করা বসন্তের হাওয়া ছিলো।অ্যাজ ইউজুয়াল।ছেলেরা দলে ভারী ছিলো,মেয়েরা হাতে গোনা।খুব ভীড়,তবু ও সব ই ছিলো ফাঁকা ফাঁকা।ছেলেদের পকেটে গাঁজা ছিলো,যৌবনের উৎসবে ভাগ্যিস,কোনো মহিলা ইস্কুলের হেড দিদিমনি ছিলো না।ঘোড়ার দলের সদস্য রা প্রায় প্রত্যেকেই ছিলো নেশাগ্রস্থ অবস্থায়।গৌতম চট্টোপাধ্যায় গান গাইতে আসার পর নেমে এলো অপার্থিব সুর।কিছুক্ষণ বাদে শুরু হোলো নাচ।আমি তো পেছনে তাকাই নি,কারণ বহু ছেলে মেয়ে তখন মঞ্চের সামনে নেমে এসেছে।বসে থাকা আমার মত গুটিকয় শ্রোতাই তখন দর্শক।আর বাকি রা যার যা খুশি করছে। এতটুকু বেমানান লাগছিলো না কিছুই।
    গানের সুর,আলো,আবছা আবছা নারী-পুরুষ, কিছু একটা ছিলো সেদিন , যা অপার্থিব।
  • pharidaa | 203.101.31.249 | ২০ মার্চ ২০০৬ ১৩:০১498317
  • সেই ঐতিহাসিক রাতে ছিলাম নিরঙ্কুশ।
    ছুটে গিয়েছিলাম আমাকে ফেলে অনেক দুরে

    প্রথমে সব ক্যানভাস সাদা ছিল, তারপর সব রঙীন
    এখন ও অমলিন।
  • sumeru | 59.93.254.90 | ২০ মার্চ ২০০৬ ১৪:৫০498318
  • আরে, ফেরা সব সময় অদ্ভূতই হয়, আমি ফিরেছিলাম কি না জানিনা। কয়েকদিন আগেই হোষ্টেলে ঝামেলা করে গেছি, সেতু পেরিয়ে যে জায়গাটায় যাওয়া যায় গাঁঞ্জা-টাঞ্জা খাওয়ার থাকলে সেখানেও থাকা যায় কি না ভাবছি, এমন সময় সুমিত ঘোষকে দেখলাম দৌড়াচ্ছে, সেটুকু ভুলি নি, ও ফেরে রিষড়া, আমি চুঁচুড়া,বাইরে বেরিয়ে দেখি কতগুলো বাস, সুমিত ঘোষকে দেখি না, যেন সুমিত ঘোষই বাস হয়ে গেল, কিন্তু এতগুলি কেন?

    একটি বাসে উঠি, সেটিও একসময় চলতে শুরু করে এবং শেষ অব্দি গড়িয়া হাটে নামিয়ে দেয়, একদম মিনি মাগনা। তখনো পুল-ফুল কিছু হয়নি, আমি হাওড়ার দিকে হাঁটতে শুরু করে, পার্কসার্কাস এসে খেয়াল হয়, ন্যাশন্যালের হোষ্টেলে যাওয়া যেতে পারে। ঐ মধ্য রাত্রে গার্লস হোষ্টেলে গিয়ে আমার বন্ধু সঞ্জয়ের খোঁজ করি,সত্যি বলছি, তার পর অন্য কোথাও গিয়েছিলাম কি না সত্যি মনে নেই।
  • indo | 59.93.242.74 | ১০ এপ্রিল ২০০৬ ২১:৪০498319
  • মোকামের অযান্ত্রিক। এই গানমালা পোড়া গ্রীষ্মদিনের। আমরা যাকে নিদাঘ বলে থাকি।
    গান না, শব্দ মালা।পোড়া শ্মশান শহরের শুনশান গলিতে বেলফুল-কুলফির ডাক।

    দু- এক পশলা বৃষ্টিভেজা বাংলা ভাষা।

    অজস্র কাজ ছিল, গরমকালে যেমন থাকে।কিন্তু এই পুন্যিপুকুর ব্রত ও ডুরে শাড়ি কাল- বোশেখি মূর্খ বড় , সামাজিক নয়।
    ভালোবাসা আছে রে !
  • indo | 59.93.196.103 | ১০ এপ্রিল ২০০৬ ২২:২৭498320
  • আয়, গানগুলোর সঙ্গে আলাপ করিয়ে দি।

    ১। অযান্ত্রিক-১/ভাটি-উজান : উজান-ভাটির পথে কোন বাদ্যযন্ত্র নেই। সব শব্দই মুখের আর তুড়ির। এই যাত্রাপথে নিগ্রো স্পিরিচুয়াল থেকে হাছন রাজার গান আবার দেহাতি গান থেকে নৌকা বাইচের ডাক সবাই উঠে পড়েছে একই ডিঙায়। আর তারই সঙ্গে ময়ুখের কলমে রচিত হয়েছে একবিংশ শতাব্দীর বাংলা পদ : আমরা তো মানি না ভাটি-উজান/সামনে সমুদ্দুর খোলা আসমান....

    ২। রাত চরার গান : দিল্লি থেকে মণিপুর কিংবা কাশ্মীর থেকে আসাম হাইওয়ের দুপাশে কত মানুষ রোজ রাত জাগে আর শীত তাড়ায়।একটু উত্তাপের প্রার্থনায় জ্বালানো আগুন থেকে বেরিয়ে আসে গান।আগুন নিভে যায় , গান থামে না- কহত কবীর সুনো ভাই সাধো কে জাগত কি যে মোর/ তোরি গাঠরি মে লাগা চোর মুসাফির ক্যা সোয়ে ভই ভোর। মৈনাকের 'রাত চরার গান'। ম্যান্ডোলিনের সঙ্গে বাংলা মাদল আর মণিমালার চাকতি ড্রাম। রাত কত হইল?
  • indo | 59.93.196.103 | ১০ এপ্রিল ২০০৬ ২২:৩৮498321
  • ৩। ঘর : চর্যাপদ থেকে শুরু হয়েছিল নানা রূপকে দেহের কথা বলা। বাউল-ফকির পদাবলীর মূল প্রসঙ্গই তো দেহতত্বের। মাঝে বৈষ্ণব, শাক্তরাও নানা ছলে দেহের কথা বলেছেন বারবার। কখনো ঘর, কখনো তরী, কখনো বৃক্ষ, কখনো ঘড়ি। কিন্তু আমাদের আধুনিক গানের কথা-শরীরে দেহতত্ব ব্রাত্য হয়ে গেল!
    এই আপশোষেই মৈনাক লিখে ফেলল স্ব-সময়ের দেহতত্বের গান। চরণ দিলেন লালন শাহ আর হাছন রাজা। বেজে চলল জলডঙ্কা বা ওয়াটার ড্রাম। ক্যাটারারের বড় নৌকোয় জল ভরে তন্ময় বসুর হাতের জল বাজানো। সঙ্গে শুকনো হাতের খসখস আওয়াজও। ধুলোতে কুড়োয় ধুলি , ধুলি দেহতত্বের দুপুর/ গান বলতে পারি আজ্ঞে, কার্য নয়, নিষেধ গুরুর.....

  • indo | 59.93.196.103 | ১০ এপ্রিল ২০০৬ ২২:৪৭498322
  • ৫। ভালোবাসার পদাবলী- ইরাক যুদ্ধ, গুজরাট দাঙ্গা থেকে খালপার বস্তি উচ্ছেদ-সমস্ত ঘৃণার বিরুদ্ধে ছুঁড়ে দিচ্ছি আমাদের যুগযুগান্তের ভালোবাসার গান। নরোত্তমের "দুঁহু মুখ দরশন' আর রুদ্রের "ভিতর বাহিরে অন্তরে অন্তরে' জোড় বেঁধে নেয়। দুকলি কামরূপী লোকগীত- ও সুন্দরী রাধে মাই। ভালবেসে বেজে ওঠে গিটার আর পেরুর ড্রাম কাহন।

    ৬। পাঁজরে অনন্ত ভাসান : অনন্ত ভাসানে চলেছে এই গান, চলেছে অসংখ্য শব্দ-ব্রাজিলের ড্রাম জেম্বে, বাংলার একতারা, বাঁশের বাঁশী, রেকর্ডার ফ্ল্যুট। কালিকাপ্রসাদের বাঁধা এই গানে যোগ দিয়েছে শুভ্রপ্রকাশ দাসের কবিতা "শব্দ আপনাকে'।

  • indo | 59.93.196.103 | ১০ এপ্রিল ২০০৬ ২২:৫৬498324
  • ৭। নিরুদ্দেশ যাত্রা : রেগের দেশীয় অনুকৃতি। এই রেগে ছকের মধ্যেই বেজেছে দক্ষিণ ভারতীয় ঘট্টম আর বাংলা ঢোল। গানের সারা শরীর জুড়ে চলেছে ভয়েজস্কেটিং। আর ইন্টারল্যুডে বেজেছে শিস। বর্ষার ভরসার গান এটি। এই বর্ষায় পথে পথে আমার জন্য তোমার হাতে, সবার জন্য সবার হাতে ছাতা থাক।

    ৮। অযান্ত্রিক-২/ মোকামের সেলাম : রাগ, ঘেন্না, ভালোবাসা , প্রণাম সব কিছুই গানে গানে বলি।গান শুরু হয় বাইবেলের একটি লাতিন শ্লোক উচ্চারণে-পিতা, পুত্র, শান্তির জন্য প্রার্থনা।
    এই গানেও অঙ্গ-প্রত্যঙ্গ ছাড়া আর কিছু বাজে নি। বুক , থাই বাজিয়ে ড্রাম, মুখে বেস-গিটার, জিভ দিয়ে শেকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন