এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • ভালো গান

    r
    গান | ০৪ মার্চ ২০০৬ | ৫৬২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 219.64.11.35 | ২৭ জুলাই ২০০৯ ১৯:৩৬498262
  • না আর্য। লয়-এর সাথে মাত্রার কোনও সম্পর্ক নেই। কাহারবাকে এক্সটেন্ড করে দিলেই ত্রিতাল হয় না। দাদরাকে এক্সটেন্ড করে দিলেই একতাল হয় না।

    আমি উদা দিই?

    কাহারবা :

    ধা গে তে টে । না গে ধি না ।

    আট মাত্রা। আমি এটাকে অতিবিলম্বিত করে দিলাম।

    ধা গে তে টে না গে ধি না ।

    তাতে করে এটা কিন্তু ষোল মাত্রা হয়ে গেল না। আট মাত্রাই থাকল।

    ষোল মাত্রার ত্রিতালের ফান্ডা আবার আলাদা। ব্যাপারটা কানে শুনে বোঝার মত। শুনলেই বুঝে যাবে কোন গান ত্রিতালের জন্য, কোন গান কার্ফার জন্য। "এসো শ্যামল সুন্দর' কোনওভাবেই কার্ফায় মানাবে না, আবার কেটেছে একেলা বিরহের বেলা কোনওভাবেই ত্রিতালে মানাবে না।
  • arjo | 168.26.215.13 | ২৭ জুলাই ২০০৯ ১৯:৪২498263
  • তা হবে বোধহয়, ঐ যে বল্লুম আমি কেলাস টু রিটায়ার্ড হার্ট।

    তবে কাহারবার জায়গায় দ্রুত ত্রিতাল বাজায় না? শুনেছি শুনেছি মনে হচ্ছে। আর আট থেকে ষোল করতে হলে একই বোল দুইবার বাজাতে হবে। শুধু বিলম্বিত করলেই হবে না। যত মাত্রা ততগুলি চাঁটি মারতেই হবে।
  • Samik | 219.64.11.35 | ২৭ জুলাই ২০০৯ ১৯:৫১498264
  • না আর্য। সমের ধরতাইটাই আলাদা কাহারবা আর ত্রিতালে। ত্রিতালের গানে সমটা গানের ভেতরের দিকে থাকে। জেনারেলি। "এসো শ্যামল সুন্দর' গানে ত্রিতালের সম্‌টা পড়ে সুন্দ""র''-তে। তুমি যদি এইটা জোর করে কাহারবায় বাজাতে যাও, তোমাকে সম্‌ দিতে হবে ""শ্যা''মল-তে। কাহারবা দ্রুত দুবার বাজালে তাতে দুটো সম্‌ আর দুটো খালি এসে যায়। কিন্তু একটা ত্রিতালের বোলে একটাই সম্‌ আর একটাই খালি থাকে।
  • Abhyu | 128.192.7.51 | ২৭ জুলাই ২০০৯ ২৩:৩৭498265
  • এ আর বেশি কথা কি? আমাকে একজন বলেছিল কাহারবার জায়গায় দাদরা বাজালেও চলবে। আট তিনে চব্বিশ আর ছয় চারেও চব্বিশ।

    এবং আমার মুখে কথা যোগায়নি দেখে উনি মৌনং সম্মতিলক্ষণম্‌ ধরেছিলেন :)
  • arjo | 168.26.215.13 | ২৭ জুলাই ২০০৯ ২৩:৪৯498266
  • এত আবাজ মানে এত আবাজ। ঠিক আছে আজ আর এই মুখ আমি গুরুতে দেখাব না। তবে যাবার আগে শেষ কথা, তালি আর খালিটা ভুলে গেলে হবে?

    যাবার আগে শেষ প্রশ্ন:

    আসল কাহারবা

    ধা ০ গ ০ তে ০ টে
    না ০ ক ০ ধি ০ না

    সেটাকে কি এইভাবে বাজানো যায়?

    ধা ০ ধিন ০ তিন ০ না
    না ০ ধিন ০ ধিন ০ না

    যদি না যায় কেন নয়?
  • Abhyu | 128.192.7.51 | ২৭ জুলাই ২০০৯ ২৩:৫৭498267
  • তোমাকে আবার কে আওয়াজ দিল? এটা সত্যি ঘটনা। বিশ্বাস না হয় তো কাকলীদি দিব্যেন্দুদাদের জিগ্গেশ কোরো।
  • Samik | 122.162.236.63 | ২৮ জুলাই ২০০৯ ০৯:১১498268
  • আরে, ধা গে তে টে না ক ধি না যে কাহারবার ঠেকা, মানে base বোল। I love you কে কেন বাংলা ভাষা বলা যাবে না, আর ধা ধিন তিন না-কে কেন কাহারবা বলা যাবে না, দুটো একই ব্যাপার। দুটো তো আলাদা ল্যাঙ্গুয়েজ।

    বাই দা ওয়ে, এই ধা ধিন তিন না -টা কোন বোল? নাকি আর্য নিজে বানাল?
  • arjo | 24.42.203.194 | ২৮ জুলাই ২০০৯ ০৯:২৪498269
  • বানালাম বানালাম। হোক না কেলাস টু তাবলে কি মানুষ না?

    আচ্ছা সমটা কি জিনিষ?
  • Samik | 122.162.236.63 | ২৮ জুলাই ২০০৯ ০৯:৩৬498270
  • তালের শুরুতে, বোলের শুরুতে যে ঝোঁকটা আসে, যেখানে বোল বারবার ফিরে আসে, সার্কল কমপ্লিট করে, তাকে বলে সম্‌। ত্রিতালের বোলে প্রথম "ধা'-টা সম্‌। সেম ফর কাহারবা, দাদরা একতাল এটসেট্রা। যেখানে প্রথম হাতের তালটা পড়ে।
  • arjo | 24.42.203.194 | ২৮ জুলাই ২০০৯ ১০:৫৩498272
  • শমীক, সত্যিই কি দাদরা এবং একতাল বা কাহারবা এবং তিনতাল ইন্টারচেঞ্জ করা যায় না। সব জায়গায় অবশ্যই যায় না? তার মানে কখনোই যায় না। 'অমল ধবল পালে' গানটা একটু শুনে বলত, কেমন যেন মনে হচ্ছে হলেও হতে পারে। বেসিক যে জায়গাটা থেকে বলছি তাহল তবলার ইউজ লয়, মাত্রা, তালি ও খালি ঠিক রাখতে। সেটা ঠিক রেখে একটু বাড়িয়ে কমিয়ে নিলে অংক তো মিলবে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে এটা সম্ভব। কিন্তু কেলাস টুর বিদ্যে দিয়ে আর কোনো জ্ঞান গম্ভীর কথা তো বেরচ্ছে না।:))
  • r | 125.18.104.1 | ২৮ জুলাই ২০০৯ ১৩:০৩498273
  • ধুস! কোথাকার বোল কোথায় গড়ায়।

    স্পেসিফিক প্রশ্ন করি: ধাগে এক মাত্রা না দুই মাত্রা?

    প্রশ্নগুলোর সোর্স রীতিমত অথেন্টিক। পরে বলব।
  • shyamal | 24.117.233.39 | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৪498274
  • হেমন্তের মৃত্যুর পর কুড়ি বছর চলে গেল। এই নিয়ে আনন্দবাজারে একটি লেখা বেরিয়েছে। দারুন নয়।
    http://www.anandabazar.com/archive/1090926/26parichay.htm

    আমার কাছে সব রকম গানের সব শিল্পী মিলিয়ে সবচেয়ে যে প্রিয় তিনি হলেন হেমন্ত। সেই ১৯৪৮ এ প্রাঙ্গনে মোর শিরিষ শাখায় আর স্মরণের এই বালুকাবেলায় গেয়ে প্রায় একা হাতে সায়গল-পঙ্কজদের নাকী গায়কী শেষ করে দিলেন। এর পরে আর কেউ ঐ অনুনাসিক স্টাইল ব্যবহার করেছে , মনে হয় না।

    তারপরে প্রায় চল্লিশ বছর ধরে রাজত্ব চালিয়ে গেলেন। এ সময়ে আরো অনেক নামজাদা শিল্পী এসেছেন। মান্না, শ্যামল, মানবেন্দ্র, সতীনাথ, দ্বিজেন, কিশোর আর পরবর্তী কালে সুমন, নচিকেতা, শ্রীকান্ত, ইন্দ্রনীল, মনোময় ইত্যাদি। তা ছাড়া আছে বাংলা ব্যান্ড।
    কিন্তু ঐ লেখাটিতে বলছে, মৃত্যুর কুড়ি বছর পরেও এই ২০০৯ এ সবচেয়ে বেশী বিক্রি হল হেমন্তের গান।

    ঐ রকম গোল্ডেন ভয়েস ভগবানের দান। নীল ডায়মন্ডের গলাতে কিছুটা সে জিনিষ পাই যদিও দুজনের গলায় মিল নেই।

    আর তখনকার দিনে বোধ হয় কথাও অতি সুন্দর হত। হেমন্তেরই শেষদিকের গানগুলোতে লিরিক বেশ বাজে, যেমন একদিনেতেই হইনি আমি।

    রবীন্দ্রসঙ্গীত ছেড়েই দিলাম। আধুনিকে আমার গানের স্বরলিপি লেখা রবে, মেঘ কালো আঁধার কালো, কি দেখি পাইনা ভেবে গো, এই বালুকাবেলায় আমি, কে যেন গো ডেকেছে আমায়, ফেরানো যাবেনা আর চোখ তার, অলির কথা শুনে, এই মেঘলা দিনে একলা, এ ব্যথা কি যে ব্যথা, বনতল ফুলে ফুলে ঢাকা, মৌ বনে আজ মৌ জমেছে, আমায় প্রশ্ন করে, আমি ঝড়ের কাছে রেখে গেলাম, ঝড় উঠেছে বাউল বাতাস আরো অজস্র মণিমুক্তো রয়েছে।

    তুলনায় রানার, গাঁয়ের বধু, পাল্কীর গান, অবাক পৃথিবী ইত্যাদি কেন জানিনা বহুবার শোনার ফলে বা অন্য কারণে আজকাল আর তেমন ভাল লাগেনা। অন্য গানগুলোতে যে একটা চিরন্তন অ্যাপীল আছে যাকে তুচ্ছ রাজনীতি স্পর্শ করতে পারেনা, সেটা এই গানগুলোতে মিসিং।
    যেমন
    পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে
    ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে
    আমার এ গান খুঁজো তুমি তারি মীড়ে
    আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো
    আমি যদি আর নাই আসি হেথা ফিরে।।
  • Bratin | 117.194.96.229 | ২৭ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৫498275
  • মান্না দে.... আমি পাতার পর পাত লিখতে পারি ওনা কে নিয়ে। তার আগে লোকে বলুক আমাকে ক্যালাবে না। আর এখানে দেখছি উচ্চাঙ্গ নিয়ে সবাই উৎসাহী। অবশ্য মান্না বাবু র রাগাশ্রয়ী গানের সংখ্যা নেহাত কম নয়।
  • nyara | 64.105.168.210 | ১৬ অক্টোবর ২০০৯ ১১:১৯498276
  • salilc.com-এর গৌতম চৌধুরী ২৯শে আগস্ট কলকাতায় সলিল চৌধুরীর ওপর একটা অনুষ্ঠান করেছিলেন। সেখানে রবীন্দ্রভারতীর আটজন ছাত্রছাত্রী সলিলবাবুর তিনটে গান করেন। রবীন্দ্রভারতীর শিক্ষক গৌতম ঘোষ গানগুলো অ্যারেঞ্জ করেছেন। এর মধ্যে 'প্রান্তরের গান' শুনে আমি ফ্ল্যাট হয়ে গেছি। একক কন্ঠের একদম মেলডি-ভিত্তিক গানটিকে যে অসাধারণ ভোকাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তা না শুনলে ভাবা যায় না। অসামান্য ভোকাল হার্মনি গানটাকে একটা সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে গেছে। আমি কান-টান চুলকে এও বলব যে আমার উৎপলা সেনের রেন্ডিশনের থেকেও এটা বেশি ভাল লাগল।
  • Blank | 59.93.199.94 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪০498277
  • সেদিন শান্তিনিকেতনে গিয়ে বড় ভাল গান শুনলুম, লক্ষন দাসের। একে সারা দিন পেটে মাল আর মনে সেন্টি ছিলো। তার মধ্যে খোয়াই এর বিকেলে অমনি গান,
    সবাই শুনুন, বড় মিঠে গলা
    http://www.4shared.com/dir/30525223/bb91c2c5/Laxan_Das_Baul.html

  • a x | 143.111.109.1 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৩:৫১498278
  • আহা। দেখেছি রূপসাগরে শুনছি। ভারী সুন্দর। থ্যান্‌কু।
  • a x | 143.111.109.1 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৩:৫৬498279
  • ব্ল্যাংক এটা কি ঐ খোয়াইএর আসরে রেকর্ড করা না কোনো অ্যালবাম? যদি পরেরটা হয় তো নাম কি অ্যালবামের বলতে পারবে?
  • nyara | 216.145.54.158 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৩৯498280
  • এটার দুটো গান (প্রথম আর শেষ) তো স্টুডিও রেকর্ডিং শুনলাম।
  • Blank | 59.93.215.77 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৮498281
  • এগুলো তো মনে হয় স্টুডিও রেকর্ডিং। উনি এই সিডি গুলো বিক্রি করছিলেন। অ্যালবামের নাম আমি গানের properties এ দিয়ে দিয়েছি। কিন্তু এগুলো মনে হয় দোকানে পাওয়া যায় না।
    ওনার ফোন নং চাইলে দিতে পারি
  • chhuti | 117.194.66.246 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২৮498283
  • আমি তখন সাত কি আট। উত্তর কলকাতার ভাড়া-বাড়ি। কমন উঠানে এক ভিখারিনী গান গাইছে- "" আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া সইলো ,আমি মরলে পোড়াইস না তোরা। সইলো সই, বনের আগুন সবাই দেখে ,মনের আগুন কেউনা দেখে সে আগুনে আমি পুইড়া মরলাম।শূন বলি ও প্রান সখী ,পুড়িবারকি আছে বাকী। পোড়া জিনিষ কি পোড়াবি তোরা।সইলো, আমি মরলে পোড়াইসনা তোরা। সইলো সই, শ্বশ্মানেতে না পোড়াইও,যমুনাতে না ভাসাইও,তমাল গাছে বাইন্ধা রাইখ্যো মোরে।বন্ধু যদি আইসে কাছে,কইও আমার বন্ধুয়াকে,তমাল গাছে বান্ধা আছে তোমার প্রেমের মরা। '' কি যে ছিল সেই গানের কথায়,সুরে ,কথায়,গায়িকার আকুতিতে ,আজ ২৫ বছর হয়ে গেলো ,তবু কথা,সুর মনে গেঁথে আছে। আর কোথাও তারপর গানটা শুনিনি,শুধু নিজেই নিজের মনে মনে গাই,কাঁদি যেন আমার ও এমন বিরহ আছে। আসলে আমাদের সবারি বোধহয় মনের ভেতরে আরেকটা মন আছে।
  • M | 59.93.209.182 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৯498284
  • ইন্সাল্লাহ!
  • nyara | 216.145.54.158 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৬498285
  • "আমি বন্ধুর প্রেমাগুণে পোড়া সই" গানটা নির্মলেন্দুর রেকর্ডেড ভার্সান আছে। তবে প্রচলিত গানে যা হয় কথায় কিছু অদল-বদল থাকতে পারে।
  • a x | 143.111.109.1 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৩498286
  • আমি এমনি প্লে করে শুনছি, ডাউনলোড হচ্ছেনা তাই প্রপার্টিসে যেতে পারছিনা।
  • Blank | 59.93.215.130 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:২০498287
  • জীবন নদীর কুলে কুলে
  • M | 59.93.174.10 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০৩498288
  • টইটা তুলে দিলাম।
  • SB | 114.31.249.105 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৫498289
  • শুনে দেখুন যদি এরকম গান ভাল লাগে:
    , ইসে মানে শুধু দেখতে না, শুনতেও, তাহলে এই বাংলা নামক বাংলাদেশী ব্যান্ডের বেশ কিছু গান এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারেন : http://www.esnips.com/web/BANGLAAUDIO/
  • aka | 168.26.215.13 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৩498290
  • এইগানটা তো দেখতে শুনতে ভালই।
  • bitoshok | 69.180.128.132 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৫:১৩498291
  • এখানে 'আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া'-র অনেকগুলি ভার্সন শুনতে পাবেন, একটা পুরোনো রেকর্ড সহ।

    http://www.in.com/music/search.php?searchstr=AMI%20BONDHUR%20PREMAGUNE&type=song&sort=&pg=1

    এই 'হরিমতি' নাম্নী গায়িকার পরিচয় সম্পর্কে কেউ আলোকপাত করতে পারবেন। ইনি কি ঢাকার?
  • Zakir | 203.188.244.70 | ২২ মে ২০১০ ১৭:৪০498292
  • "ঐ যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়' সম্পর্কে একটা নিজস্ব মতামত দিয়ে যাই। অখিলবন্ধুর "ও-ও-ও-ও-ও-ই যে' শুনলে মনে হয় অনেক উঁচুতে ঝকঝকে নীল আকাশের বুক চিরে ডানায় পড়ন্ত সূর্যের রোদ মেখে বলাকার ঝাঁক অসীমের পানে উড়ে চলেছে; আর ইন্দ্রনীল সেনের "ও-ই-ই-ই-ই-ই-ই-ই যে' শুনলে মনে হয় হতচ্ছাড়া পায়রাগুলো উঠোন নোংরা করছে, ঢিল মেরে তাড়া শিগগির! আবারও, একান্তই ব্যক্তিগত অনুভূতি।

  • Shuchismita | 71.201.25.54 | ২২ মে ২০১০ ১৮:১৯498294
  • দুই-এর পাতায় ইন্দ্রাণীদির কমেন্ট পড়ে নেহাতই কৌতুহল বশে "ঘাটে বসে আছি আনমনা" দিয়ে গুগল সার্চ দিয়ে এই esnips ফোল্ডারের খোঁজ পেলাম। ইন্দ্রাণীদি রমা মন্ডলের যে অ্যালবামটার কথা লিখেছে সেটাই। এখানে রেখে দিলাম। কেউ যদি শুনতে চায়।

    http://www.esnips.com/web/chromamondal
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন