এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • ভালো গান

    r
    গান | ০৪ মার্চ ২০০৬ | ৫৬২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • indo | 59.93.196.103 | ১০ এপ্রিল ২০০৬ ২৩:০১498325
  • এই গান-কোলাজ শুনে ফেলুন সব পোড়া ও ভুতের মত মানুষেরা।
    মোকাম যারা জানিস না : ময়ুখ-মৈনাক আর দোহারের কালিকাপ্রসাদের গান বানানোর কারখানা।
    সবকটা শব্দপট কিন্তু সমান ভালো না। পরে দোষ দেবেন না।
  • Samik | 125.23.118.252 | ২২ সেপ্টেম্বর ২০০৬ ০৯:৩৩498326
  • তারেক,

    গানের সাইটের একটা লিস্টি দিয়েছিলি একবার। কোন সুতোয়, খুঁজে পাচ্ছি না। এখানে আরেকবার দিয়ে দিবি?
  • s_r | 59.94.96.131 | ২৩ সেপ্টেম্বর ২০০৬ ১০:২৮498327
  • এক্টা গান একবার শুনেছিলাম। আমরা বন্ধুরা ঘরোয়া আড্ডায়, বন্ধুর বন্ধুর বন্ধুর বন্ধু--- দুজন জেভিয়ার্স এর ছেলে ছিল। ওরা বলল, এট ওদের কলেজের একেবারেই নিজস্ব, অপনা কমপোসিশন। সেই সময় খুব ভালো লেগেছিলো। অনেকটা বান্‌গ্‌লা ব্যান্ড এর মতো

    এখনোতো গল্পের দিন
    এখনোতো কিছু কিছু কথা
    পাখিদের সাথে যই উডে
    নীল নীল আকাশের গায়ে
    চলো বেরিয়ে পড়ি
    তাই বেরিয়ে পড়ি
    না জানা কথার পিছুটান
    মুছে দিক আমাদের গান--

    কেউ কি কোনোদিন শুনেছো? এটা কি কোনো রেকর্ড? এখনো পুজোর আকাশ দেখলেই আমার এই গান টা মনে পড়ে।

  • Paramita | 64.105.168.210 | ২৩ সেপ্টেম্বর ২০০৬ ১০:৫৪498328
  • হ্যাঁ শুনেছি। ভারি মিষ্টি সুর। ওট সেন্ট জেভিয়ার্সের ছাত্রদের পাঁচজনের বাঁধা গান)। শ্রীকান্ত, অর্ণা, সুদীপ্ত - এদের। আমি সুদীপ্তর গলায় শুনেছি(হারমনিগুলো ছিলো না)। তারপর ওটা ছড়িয়ে পড়েছিলো মুখে মুখে - কিছুদিন আগে পাড়ার প্রোগ্রামে একটা লোকাল দলও গাইলো।
  • i | 202.128.112.253 | ২৪ সেপ্টেম্বর ২০০৬ ০৯:৪২498329
  • আমি সেই অর্থে রমা মন্ডলের ভক্ত কোনদিনই নই, ছিলাম না। ভাবনা থেকে প্রকাশিত 'যন্ত্রানুষঙ্গ ছাড়া গীত' ' নমি নমি চরণে' মোড়কবন্দী হয়েই ছিল বহুদিন।
    রবিবারের এক দুপুরে, একা বাড়ীতে রান্না করতে করতে মোড়কটি খুলি। প্রথম ছয়খানা গান সম্বন্ধে সেভাবে বলার কিছু নেই। নমি নমি চরণে, বরিষ ধরা মাঝে, আমার যা আছে, হে মহাজীবন এবং চিরসখা শুনতে শুনতেই ডালে সম্বার, মাছের ঝোলে হলুদ দেওয়া আমার।
    সপ্তম গানখানি-'ঘাটে বসে আছি আনমনা।'এর আগেও কতবার কতজনের গলায় শুনেছি, কিন্তু সেদিন -
    ডালে পোড়া লাগল, মাছের ঝোল শুকিয়ে গেল , স্টোভটপে ছড়িয়ে রইল হলুদগুঁড়ো, ধনে, জিরে...
    এই অতি সাধারণ চারখানি লাইনেও এত বৈরাগ্য ভরা ছিল-
    তীর-সাথে হের শত ডোরে বাঁধা আছে মোর তরীখান-
    রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।
    এর পর থেকে সিডিটির বাকি গানগুলির অদ্ভূত আবেদন এক-খেলার সাথি এবং তুমি জানো ওগো অন্তর্যামী-র পরে আমার পরাণ যাহা চায় আর তার পরেই যে রাতে মোর দুয়ারগুলি-
    এই কম্বিনেশনে , আমার পরাণ যাহা চায়-এর মত বহুশ্রুত প্রেমের গান অন্য মাত্রা পায়-আমি তোমার বিরহে রহিব বিলীন উচ্চারণ করেন রমা, আমি মৃত্যুর আবাহন শুনি।
    এর পরে একে একে আসে আরো পাঁচখানি গান।বরণমালা হাতে ভুবন দাঁড়িয়ে থাকে, গগন আমার জন্য লক্ষ প্রদীপ জ্বালায়, প্রেম জেগে থাকে-তারপর সব ছিঁড়ে টুকরো হয়ে যায়-রমা গেয়ে ওঠেন-'মরণ বলে, আমি তোমার জীবনতরী বাই।'

  • r | 61.95.167.91 | ২৫ সেপ্টেম্বর ২০০৬ ১০:৪৭498330
  • দেখো ঢেউয়ের দোলায় নাচে চিল
    দোলে দেখো নদী কাশবন
    রৌদ্রের হাসিতে অনাবিল
    রূপকথা ছুঁয়ে যায় মন।
    চলো বেরিয়ে পড়ি.....

    নীল চিঠি লিখেছিল যারা
    ঠিকানা খুঁজেছে এতদিন
    তেপান্তরের হাওয়া এসে
    দিয়েছে ঠিকানা ইশারায়।
    চলো বেরিয়ে পড়ি......

    দেখো আকাশে আকাশে ভরা তারা
    কবিতায় জলছবি আঁকে
    পুরোনো দিনের গান যত
    আজ যেন আমাদের ডাকে।
    চলো বেরিয়ে পড়ি.....

    :-)

  • Koel | 72.201.125.250 | ২৫ সেপ্টেম্বর ২০০৬ ১৩:০৩498331
  • বোজো,ঐ কন্সার্ট টা ২০০৪ এর জ্যানুয়ারীতে নয়তো?
    আপনার লেখায় Kathy's Song এর reference দেখে মনে পড়লো ঐ একই কন্সার্টে তো আমিও ছিলাম। ওটা ছিল সম্ভবত ওদের আরো একটা শেষ reunion;)
    আরো মনে আছে এজন্যে যে সেদিন আমার তিনি আমার সঙ্গে হঠাৎ shopping এ যাবার তুমুল আগ্রহ দেখিয়ে বাড়ী থেকে বেরিয়ে Am West Arena তে নিয়ে গিয়ে ভীষন অবাক করে দিয়েছিলেন।

  • s_r | 220.227.146.21 | ২৫ সেপ্টেম্বর ২০০৬ ১৭:৩৭498332
  • r
    পুরো গানটা দেওয়ার জন্য THANKS। খুব ভালো লাগছে। হঠাৎ যেমন কলকাতায় বাড়ীর পুরনো জিনিষপত্র ঘাঁটতে গিয়ে ফিফ্‌থ ক্লাসের অটোগ্রাফ বই পেয়ে ভালো লেগেছিলো ঠিক সেইরকম।

    আর একটা গান আমাদের বাড়ীতে ছোটবেলায় শুনেছি পরে সে ক্যাসেট আর দেখতে পাই নি, কার গলায় তাও মনে নেই। কলকাতায় অনেক খুঁজেছি কিন্তু শুধু গান বললে দোকানে সাহায্য করতে পারেনা, তবে এটার সুর আমার মনে থাকার আমি নিজেও একটু আধ্‌টু গুনগুনিয়ে গাইতে পারি। কিন্তু গাইলেই অনেকে জিগ্যেস করে এটা আবার কোথায় পেলে--

    কথা কোসনে লো সই শ্যামের বড়াই বড় বেড়েছে
    জানিনে ও কেমন করে পরাণ কেড়েছে।

    -শ্রাবণী
  • i | 202.128.112.253 | ২৫ সেপ্টেম্বর ২০০৬ ১৭:৫৭498333
  • কথা কোস নে লো রাই, শ্যামের বড়াই বড়ো বেড়েছে।
    কে জানে ও কেমন ক'রে মন কেড়েছে।।
    শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি-
    গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে।।

    অশোকতরু বন্দ্যোপাধ্যায়-এর ক্যাসেট আছে। আর কারো গলায় রবীন্দ্রসঙ্গীতটি শুনেছি বলে এই মুহূর্তে মনে পড়ছে না।
  • r | 61.95.167.91 | ২৬ সেপ্টেম্বর ২০০৬ ১১:২৩498335
  • অজয় চক্কোত্তি। :-(

    অখাইদ্য। আসল গানটা ভুলিয়ে দেওয়ার জইন্য যথেষ্ট।
  • s_r | 220.227.146.21 | ২৬ সেপ্টেম্বর ২০০৬ ১২:৩৬498336
  • কলকাতায় গিয়ে অশোকতরুর ক্যাসেট খুঁজবো।
    একটা পুরনো বাঙ্গলা গান নির্মলা মিশ্রের গলায় খুব সুন্দর,

    মনে কর মনে মনে, তুমি আমি চলে গেছি
    ঐ গেরুয়া মাটির পথ ছাড়িয়ে
    যেখানে বাতাস এসে চুপিচুপি কথা বলে
    দেবদারু পাইনের পাতা নাড়িয়ে
    ঐ গেরুয়া মাটির পথ ছাড়িয়ে------
  • bozo | 129.7.154.131 | ২৬ সেপ্টেম্বর ২০০৬ ২১:৩৮498337
  • কোয়েল,
    সেটা ২০০৪ ই বটে। জানুয়ারী। মরুভূমির রাত।
    গ্র্যামি তে রি ইউনিয়ন হয়েছিল। বেড়িয়েছিলেন ট্যুরে। মনে আছে তার আগে, অক্টোবরে বা নভেম্বরে ওনারা গেয়েছিলেন শিকাগো তে। এক সপ্তাহ প্রোগ্রাম পিছিয়ে গিয়েছিল শিকাগো বুলসের খেলার জন্য। স্টেডিয়াম পাওয়া যায় নি।
    সেদিন রাত তিনটার সময় ফিরে আমার বন্ধু আমাকে এক দীর্ঘ ই মেইল করেছিল আর ফোনে করে তুলে লগ ইন করিয়ে পড়িয়েছিল। সেদিন থেকে অপেক্ষা ছিল সেই আমেরিকান ওয়েস্ট এরিনার জন্য।
    সেই রাত টা ছিল অসাধারন। আমরা মনে হয় এক কিংবদন্তীর শেষ টুকু দেখেছিলাম। আমরা সম্পূর্ন সুস্থ ছিলাম। গান ডোপ হয়ে শিরায় উপশিরায় বয়ে গিয়েছিল। গান আমাদের মাতাল করেছিল।

    এমনি ভাবে আমায় পাগল করেছিল আরো একবার বিসমিল্লার পাগলা সানাই। তবে সে অন্য গল্প:-)
  • Paramita | 143.127.3.10 | ২৬ সেপ্টেম্বর ২০০৬ ২২:২২498338
  • শ্রাবণী, নির্মলা মিশ্রের গান আমারও খুব প্রিয়। তবে এটা মনে করতে পারলাম না। এই গানটা শুনেছো?

    আমায় বাঁশের বাঁশি দাও বাজাতে
    সোনার বাঁশি আর তো
    বহিতে পারি না
    সহিতে পারি না
    ..

    নচিকেতা ঘোষের সুর।

  • Samik | 125.23.110.109 | ২৬ সেপ্টেম্বর ২০০৬ ২৩:২৮498339
  • কথা কোস নে লো রাই সম্ভবত "প্রকৃতির প্রতিশোধ' গীতিনাট্যের গান। ছোটোবেলায় মায়ের গলায় অনেক শুনেছি।
  • s_r | 220.227.146.21 | ২৭ সেপ্টেম্বর ২০০৬ ০৯:৪১498340
  • পারমিতা (আদি)

    নির্মলা মিশ্র আমার মামাবাড়ির পাড়ার মেয়ে। সেই আমলের সব বাসিন্দা ওরা যখোন কলকাতাও প্রায় গ্রামের মতো ই ছিলো, আর পাড়ার লোকেরা আত্মীয়র মতো।আমার মা সেই কারণে ওনার গানের নিজেও fan ছিলেন আর আমাদের ও শোনাতেন। তাই আমিও বাংলা আধুনিকে তত উৎসাহী না হলেও ওনার গান জানতাম।

    তবে আমি যে গানটার কথা লিখেছি সেটা আমার এক বন্ধুর বাড়িতে ক্যাসেটে শুনেছিলাম, তারপরে আর কোথাও শুনিনি, রেডিওতে ও নয়।
  • S | 59.144.186.207 | ২৭ ডিসেম্বর ২০০৬ ২৩:০৪498341
  • খালিদ হাজি ব্রাহিমের গান চাই। দিদি অ্যালবামের, দিদি বাদ দিয়ে বাকি গানগুলো। আছে কারুর কাছে?
  • Suhasini | 203.123.181.130 | ২৮ ডিসেম্বর ২০০৬ ১১:৫৪498342
  • ও মৌসুমি, ও শমীক, আমারো Belafonte চাই। আমার id [email protected]
  • S | 125.23.108.252 | ২৮ ডিসেম্বর ২০০৬ ২২:৩৬498343
  • সিনী,

    দেব। জিমেইল আইডি আছে?
  • Blank | 59.93.201.102 | ২৮ ডিসেম্বর ২০০৬ ২৩:০২498344
  • এক খানা দিলাম বেলাফন্টের,

    http://www.esnips.com/_t_/bettlejuice
  • Suhasini | 203.123.181.130 | ২৯ ডিসেম্বর ২০০৬ ০৯:৫৪498346
  • শমীক,

    আমার gmail id হলো [email protected]

    আগাম ধন্যবাদ।

    সুহাসিনী।
  • rokeyaa | 203.110.243.21 | ২০ মার্চ ২০০৯ ২৩:১০498347
  • কেউ কি কাজি কৃষ্ণকলি ইসলামের গান শুনেছেন? এই প্রথম শুনলাম। দিব্যি। শোনাতে ইচ্ছে করে।
  • pi | 128.231.22.89 | ২০ মার্চ ২০০৯ ২৩:২৩498348
  • আমারো বেশ লাগে । লোককে ধরে ধরে শোনাই ও তো :)
  • nyara | 67.88.241.3 | ২১ মার্চ ২০০৯ ০০:২৪498349
  • এনার গান কী করে শোনা যায়?
  • pi | 128.231.22.89 | ২১ মার্চ ২০০৯ ০০:৩১498350



  • a x | 99.152.72.73 | ২১ মার্চ ২০০৯ ০০:৩৬498351
  • উচ্চারণ ভালো লাগলনা।
  • shyamal | 24.119.109.19 | ২১ মার্চ ২০০৯ ০১:২৯498352
  • প্রখ্যাত ফিরদৌসী রহমানের এই গানটি খুব ভাল লাগল।
    http://tinyurl.com/dclz9h
    ওনার বাবা আব্বাসউদ্দিনের গান এটা।

  • Sumeru | 119.15.152.8 | ২২ মার্চ ২০০৯ ০৮:১৪498353
  • কৃষ্ণকলি কফিল আহমেদের গানগুলো খুব ভালো গায়। তার নিজের ভাষ্যে কোন কোন গান, কফিল ভাইএর থেকেও অনেক ভাল :))
  • shyamal | 67.60.248.108 | ১৫ জুন ২০০৯ ২২:৩৬498354
  • ভাল না খারাপ জানিনা, কিন্তু চীনযুদ্ধের পরে (আমি ক্লাস টু) সকালে রেডিওতে দেশবন্দনা নামে একটি অনুষ্ঠান শুরু হল। তাতে অনেক গান ছিল কোরাস আবার নামজাদা শিল্পীরা এককও গেয়েছেন। সলিল চৌধুরির সুর ছিল একাধিক গানে।
    ১) মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
    তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
    ২) শোনো হে শ্রমিক ভাই শোনো হে কৃষক ভাই
    এবার তোমার যন্ত্রগুলোয় শান দিয়ে নাও
    ৩) আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল (এটা কি নজরুলের?)
    ৪) ভয় কি মরণে, রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমররঙ্গে

    এগুলো মনে আছে কারো?
  • r | 125.18.104.1 | ১৬ জুন ২০০৯ ১৩:১৯498355
  • ১) গানটা জানি। গীতিকার-সুরকার জানি না।

    মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
    তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
    তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।

    ২) শুনি নি
    ৩) নজরুল
    ৪) মুকুন্দদাস

    ভয় কি মরণে, রাখিতে সন্তানে
    মাতঙ্গী মেতেছে আজ সমররঙ্গে,
    তাথৈ তাথৈ থৈ দ্রিমি দ্রিম দম দম
    ভূতপিশাচ নাচে যোগিনীসঙ্গে।
  • Blank | 170.153.65.102 | ১৬ জুন ২০০৯ ১৭:৫৫498357
  • সেই একটা খেঁজুর গাছের ছবি দেওয়া ক্যাসেট, সিপিএম থেকে বেড়িয়েছিলো। তখন অনেক ছোট আমি। তাতে ছিলো চার নং টা। আরো অনেক গুলো গান, বেশ চিল্লে চিল্লে গাইতুম। সুমন কি কিছু গেয়েছিলো তাতে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন