এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • ভালো গান

    r
    গান | ০৪ মার্চ ২০০৬ | ৫৬২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.22.23 | ২২ জুলাই ২০০৯ ০৭:০১498229
  • এখানে কেউ বলেছিল কিনা জানিনা আগে এদের কথা।

    পাকিস্তানের "লাল ব্যান্ড"। না শুনে থাকলে এই গানটা দিয়ে শুরু করা যেতে পারে -

  • a x | 143.111.22.23 | ২৩ জুলাই ২০০৯ ০০:২১498230
  • গাঙ্গুবাই।

  • sinfaut | 117.254.73.88 | ২৩ জুলাই ২০০৯ ০৮:৪৫498231


  • সাইয়াঁ - কৈলাশ খের।
  • nyara | 64.105.168.210 | ২৩ জুলাই ২০০৯ ০৯:২২498232
  • কিরানার আরেকটা বিখ্যাত দুর্গা আছে না, ভিমসেনের রেকর্ডে শুনেছি - 'চতুর সুখদা বালমওয়া'? ইউটিউব বা ইস্নিপসে পেলাম না।

    নজরুলেরও কী একটা গান আছে দুর্গার ওপর। কেউ মনে করতে পারেন? আমার ধারণা ছিল জ্ঞান গোঁসাইয়ের 'দুর্গা দুখহারিণী' নজরুলের গান। কিন্তু বইতে খুঁজে পেলাম না।

    রবিশংকর-আলী আকবরেরও একটা ভাল যুগলবন্দী আছে না দুর্গায়? আজকাল গান-টান না শুনে সব ভুলে যাচ্ছি।
  • Bratin | 117.194.96.22 | ২৩ জুলাই ২০০৯ ১০:৫২498233
  • আমাকে কেউ মান্না দে র 'পৃথিবী তাকিয়ে দেখ আমরা দুজনায় কত সুখী" গান টা দিতে পারো/পারেন?
  • d | 121.245.58.179 | ২৩ জুলাই ২০০৯ ১০:৫৮498234
  • এইটা তো গানের গল্পের থ্রেড ছিল। লিঙ্ক দেবার জন্য "এইটা তোমার গান' এর তিন তিনখান থ্রেড আছে তো।
    তাহলে???
  • Bratin | 117.194.96.22 | ২৩ জুলাই ২০০৯ ১১:৫৭498235
  • ও আচ্ছা!! ভূল হয়ে গেছে!!...
  • Bratin | 117.194.96.22 | ২৩ জুলাই ২০০৯ ১২:১০498236
  • বুঝলাম!! তাই সব্বাই san কে এত ভয় পায় :-))
  • d | 121.245.58.179 | ২৩ জুলাই ২০০৯ ১২:১১498237
  • ব্রতীন একা নয়। অক্ষ, ব্ল্যাঙ্কি, সিঁফো সকলকেই বলা।
  • shrabani | 124.30.233.101 | ২৩ জুলাই ২০০৯ ১২:৩৭498239
  • তখন স্কুলে পড়ি। সাদা কালো টিভি, দিল্লী দূরদর্শন। টিভিতে সিনেমা আর চিত্রহার ছাড়া কিছুই দেখিনা। তবে পরীক্ষার আগে অন্যকথা, তখন সন্ধ্যেবেলা রিল্যাক্স করা খুব দরকার, খুঁটিয়ে কাগজ পড়াও। ছোটদের প্রোগ্রাম শেষ করেও টেনেটুনে কৃষিদর্শনটাও দেখা হয়ে যেত।

    নামধাম মনে নেই, হয়ত এমনই কোনো সময়ে দেখেছিলাম একটা প্রোগ্রাম, ডকুমেন্টারী, বধুহত্যা নিয়ে।একটি মেয়েকে নির্মমভাবে পুড়িয়ে মারতে চেয়েছিল তার শ্বশুরবাড়ীর লোকেরা, বাঁচার কথা নয় তবু কিভাবে যেন সে বেঁচেছিল কদিন। কাঠকয়লার মত কালো হয়ে যাওয়া দেহে শুধু সাদা সাদা ঠোঁটে বহু কষ্টে থেমে থেমে জড়িয়ে জড়িয়ে তার ওপর হওয়া অত্যাচারের কথা বলতে চাইছিল সে।
    যতদুর মনে হয় এই কেস সে আমলের বেশ হইচই ফেলে দেওয়া কেস। আমার বধূটির নাম মনে নেই। শুধু ঐ চেহারাটা মনে আছে। আর সারা তথ্যচিত্রটির ব্যাকগ্রাউন্ডে
    "বাবুল মোরা নৈহর ছুট যায়ে"।
    কেমন যেন শরীরে ছড়িয়ে গিয়ে অনড় করে দিয়েছিল। চোখ বন্ধ করে নিলেও গানের সুরে ভয় রাগ এমন অনেকগুলো অনুভূতি একাকার হয়ে গেছিল।
    এখনও একা মনখারাপের অন্ধকারে কানে ভাসে "বাবুল মোরা" আর এই গান শুনলেই কেন জানি ভীষণ রাগ আর কষ্ট হয়।
  • Du | 65.124.26.7 | ২৩ জুলাই ২০০৯ ২১:০১498240
  • নীনাবতী কি? ভিনোদ দুয়া বলেছিল - এইটা দেখার পরেও যাদের ক্ষমতা আছে - তাদের জন্য পরের প্রোগ্র্যাম্‌টা
  • I | 59.93.202.134 | ২৩ জুলাই ২০০৯ ২২:৩৫498241
  • বাবুল মোরা-বিক্রম সিং খাঙ্গুরা :

  • I | 59.93.202.134 | ২৩ জুলাই ২০০৯ ২২:৪২498242
  • শুরুর ঐ নীরবতা দিয়ে কি করছিল বিক্রম? শুন্য চোখ নিয়ে বসে রইল; একবার নাক টানল, জল খেল কারো বাড়িয়ে দেওয়া গ্লাস থেকে, থ্যাংক ইউ বলল। কি ভাবছিল?
    হয়তো কেউ ওকে বলেনি রেকর্ডিং শুরু হয়েছে। কিংবা শুরু হলেই বা কি আসে যায়-তাই ভাবল।

    শ্রাবণীর কথা আর মরে যাওয়া বিক্রমের গান। ভালো লাগে না।
  • AB | 135.214.42.162 | ২৪ জুলাই ২০০৯ ০২:৩৯498243
  • একেবারে শুরুর দুই সেকেন্ড কি বিলাসখানি? নাকি অন্য কোনো variant (ভৈরবী-র), কোনোদিন জানা যাবে না ....

    কিন্তু মোদ্দা কথা হল এই রকম প্রতিভা নিয়ে চলে যাবার, কোনো দরকার ছিল না
  • shrabani | 59.94.105.92 | ২৪ জুলাই ২০০৯ ১০:০৭498244
  • কোনো মানে হয়! এই গানের কেউ লিঙ্ক দেয়! অনেক কাঁদলাম। কার জন্য জানিনা। নিজের বাবার জন্য, সেই বধুটির জন্য না বিক্রমের জন্য......
  • Samik | 122.162.236.253 | ২৪ জুলাই ২০০৯ ১০:৫৪498245
  • নাজুক! নাজুক! সকালটা পাল্টে দিল।
  • Samik | 122.162.236.253 | ২৪ জুলাই ২০০৯ ১০:৫৭498246
  • র একটা লিংক দিয়েছিল। এ পরবাসে রবে কে। কেউ খুঁজে দেবে?
  • sinfaut | 203.91.207.30 | ২৪ জুলাই ২০০৯ ১২:২১498248
  • কিন্তু এই বিক্রমের লিঙ্কটা আমার কম্পুতে কিছুতে খুললোনা :(((

    বাটন আর প্রগ্রেস বারটাই এলো না।

    আমি কী করে শুনব?
  • a x | 143.111.22.23 | ২৪ জুলাই ২০০৯ ২২:৫৮498250
  • বাবুল মোরা আমি প্রথম শুনি কিশোরী আমোনকারের গলায়। সেই ডোভার লেন মিউজিকে। ভোর ৫টা। ফাঁকা হয়ে এসেছে মন্ডপ। সেদিনও আশে পাশে খুব কম লোক শুকনো চোখে ছিল। আজ বিক্রমের গলায় শোনার পর আবার কিশোরী শুনলাম। কিশোরীর আকুতি আর বিক্রমের বিষাদ। অদ্ভুত, অথচ একই গান।
  • kallol | 122.167.30.206 | ২৬ জুলাই ২০০৯ ১৯:০৪498251
  • প্রথম বাবুল মোরা শুনি গিরিজা দেবীর গলায়। সে ৭৩-৭৪ হবে। বঙ্গসংষ্কৃতি সম্মেলনে। সাংঘাতিক লেগেছিলো। গানের শেষের দিকে বাবুল মোরা একেবারে নীচের নোটে গেয়েই নৈহার ছুটো হি যায় টা প্রায় দু অক্টেভ ওপরের নোটে গাইছিলেন। অদ্ভুত একটা মন খারাপ তৈরী হচ্ছিলো।
    প্রথম কা করুঁ সজনী শুনি মুনাব্বর খাঁ সায়েবের গলায়। আমার বড়ে গুলাম আলি সামনা সামনি শোনা হয় নি। কিন্তু সেদিন মুনাব্বর সায়েব গেয়েছিলেন বাপ কা বেটার মতো। সম্ভবত পার্ক সার্কাসে। ঐ পুকার, ঐ আর্তি। ও: আজও গায়ে কাঁটা দেয়।
    আমাদের বুড়ি (আমরা নিজেদের মধ্যে আদর করে বেগম আখতারকে ও নামেই ডাকতাম) - আহা, অমন আর হবে নাকো। সেবার আমাদের এক বন্ধুর জ্যাঠুর দৌলতে বঙ্গসংষ্কৃতির ভলেন্টিয়র ব্যাজ পেয়েছি (উনি তখন আবাপতে কাজ করতেন)। অতএব মিনিমাগনায় সব অনুষ্ঠান দেখছি। এক্কারে গ্রীনরুম অবধি অবাধ যাতায়াত। বুড়িকে কাছ থেকে দেখবো বলে হত্যে দিয়ে আছি। তা তিনি আবির্ভুত হলেন অনুষ্ঠানের আধা ঘন্টা আগে। সঙ্গে গোটা তিনেক সাকরেদ। একজন পানের ডিব্বা, একজন পিকদানী, অন্যজন দারুন জয়পুরী মিনার কাজ করা ছোট থলে। তাতে কি আছে খোদায় মালুম। সে রহস্য যথাসময়ে বেপর্দা হলেন। বেগম সাহেবা সোফায় বসেই থলেকে হুকুম ফরমাঈশ করলেন - লাও। সেই জয়পুরী মিনার কাজ করা অবগুন্ঠন খুলে দর্শন দিলেন শ্লেট পাথরের কৃষ্ণকলি। ততক্ষণে পিকদানী, রুপোর জাঁতিতে চিরল চিরল পাত দুরস্ত করেছেন। সামান্য জল দিয়ে মন্ড করে সে বস্তুটি শ্লেট পাথরের কৃষ্ণকলির গর্ভগত হলো। বেগম সাহেবা সোফাতেই পা তুলে বসলেন। দুহাতের পাতা দিয়ে এক অসামান্য মুদ্রায় জড়ালেন কৃষ্ণকলিকে। তাঁর প্রবাদপ্রতিম পতলি হোঁঠ ছুঁয়ে আছে কৃষ্ণকলি। এক সাকরেদ গ্যাস লাইটারে খচ। ওহ। দম দিলেন বেগম সাহেবা। আগুনের শিখা লাফ দিয়ে উঠলো। দম রেখে দিলেন। তারপর সারা গ্রীনরুম ছেয়ে গেলো রুহ-এ-গজল।
    সেদিন প্রথম গজল পেশ করলেন - উলটি হো গয়ি সব তদবীরেঁ। তাঁর পায়ে চুমো দেবার সাধ হলো। আজও সে সাহস জুটিয়ে উঠতে পারিনি - স্বপ্নেও নয়।
  • shyamal | 24.117.233.39 | ২৬ জুলাই ২০০৯ ১৯:২৬498252
  • কল্লোল মনে পড়িয়ে দিল বঙ্গ সংস্কৃতি সম্মেলন। প্রতি বছর শীতে ময়দানে বসত। বোধ হয় দুসপ্তাহ ধরে। সংস্কৃতি বলতে সাহিত্যসভা, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, ক্লাসিকাল, নাচ, বাউল ইত্যাদি লোকগান সব কিছু চলত। বেশ নামকরা শিল্পীরাও আসতেন। আর অতি অল্প দামের টিকিট। তারসঙ্গে ফুচকা, সিঙ্গারা, চপ, মোগলাই ইত্যাদি তো আছেই। তখনো বোধ হয় রোল আর চীনে খাবার এত পপুলার হয়নি।

    কেন বন্ধ হয়ে গেল কে জানে?
  • r | 198.96.180.245 | ২৭ জুলাই ২০০৯ ১৩:৫২498253
  • বিক্রমের "বাবুল মোরা" শোনা হয় নি এখনও। তবে আমার কাছে "বাবুল মোরা" মানে একজনই- সায়গল।
  • r | 198.96.180.245 | ২৭ জুলাই ২০০৯ ১৪:১১498254
  • একটা টেকনিকাল প্রশ্ন ছিল।

    কাহারবা আট মাত্রা, মানে সেটাই গ্রাহ্য করা হয়। এ নিয়ে কোনো বিতর্কের কথা কেউ জানে?
  • kc | 213.132.250.2 | ২৭ জুলাই ২০০৯ ১৪:৪১498255
  • আলি আকবর খাঁ সাহেব সাড়ে আট মাত্রার কাহারবা তে বাজিয়েছিলেন। তবলায় none other than স্বপনবাবু। :)
  • Samik | 59.160.206.226 | ২৭ জুলাই ২০০৯ ১৫:০২498256
  • আমি তো জানি না। সাড়ে আট হয়ে গেলে সেটা তো আর কাহারবা থাকে না, অন্য কোনও নাম দিতে হয়। কাহারবা কেবলমাত্র আট মাত্রারই হয়।

    স্বপনবাবু কে?
  • kc | 213.132.250.2 | ২৭ জুলাই ২০০৯ ১৫:১৩498257
  • স্বপন চৌধুরি। শুধু তই নয় বাজনার পরে বলেওছিলেন সেই সাড়ে আট মাত্রার কাহারবার কথা। বাজনার মাঝে মাঝেই ওনারা এই ব্যাপারটি ঘটাচ্ছিলেন,যাঁরা গুনছিলেন তাঁদের মাথা ঘেঁটে একাকার, শুধু খাঁ সাহেবের ঢুলু ঢুলু চোখে দুষ্টু দুষ্টু মৃদু হাসি।
  • r | 125.18.104.1 | ২৭ জুলাই ২০০৯ ১৬:৩১498258
  • prashnaTaaaaT-saarheaaTernay.aaT-chaarer.
  • r | 125.18.104.1 | ২৭ জুলাই ২০০৯ ১৬:৩৪498259
  • ধুস!

    প্রশ্নটা আট-সাড়ে আটের নয়, আট-চারের।
  • arjo | 168.26.215.13 | ২৭ জুলাই ২০০৯ ১৮:৩৩498261
  • আমি ঠিক এক্সপার্ট নই, কিন্তু তালি ও খালি ঠিক রেখে লয় তো গুণিতকে বাড়ানো কমানো যায়। যেমন কাহারবার (৮ মাত্রা) জায়গায় দ্রুত ত্রিতাল(১৬ মাত্রা) বাজানো যায়। তাই মনে হয় কাহারবাও ৪ মাত্রায় বাজানো যাবে। তালি খালি ঠিক রাখলেই হবে মনে হয়। তবে আমি কেলাস টু রিটায়ার্ড হার্ট। :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন