এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫১৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.242.188.79 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৩531464
  • দিল্লীর বইমেলায় গুরুর অনেক বিক্রি হোক। জম্পেশ করে আড্ডা আর খাব্বুস হোক।
  • শ্রাবণী | 134.124.86.101 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৬531465
  • আবার লিখি শুভজিতের কাছ থেকে পাই যে বইগুলো এনেছিল সেগুলো নেওয়া হবে কী করে? শুভজিত কি কারো সাথে যোগাযোগ করেছে?
    রাজদীপ আসবেনা, অন্তত উইকএন্ডেও?
    আর রবিবার তো সবাই থাকবে, ও আবার বলাবলির কী আছে। কত প্ল্যান ছিল অ্যানিভার্সারি টা ওখানেই মানাবো, কিন্তু কুমুদির প্রিয়জনটা জালিম!:((
  • kumu | 132.176.32.39 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২৩531466
  • সতীশজীকে জালিম বলার পোতিবাদে দলে দলে যোগ দিন,দিকে দিকে আওয়াজ তুলুন-
  • raatri | 24.99.200.199 | ০১ মার্চ ২০১৩ ২০:১৩531467
  • কেন জালিম কেন??
  • nina | 79.141.168.137 | ০২ মার্চ ২০১৩ ০৮:০৪531468
  • কুমু আম্মো গলা মেলালাম--সতীশজীকে জালিম বলা চলবে না চলবে না----
  • শ্রাবণী | 69.94.107.127 | ০৩ মার্চ ২০১৩ ১৫:২৫531469
  • সতীশের লেজুড়ে এই এরা জী জুড়ে বললেই আমার কেমন খিক খিক হাসি পায়। রাত্তির, তিনি এসময় ট্যুরে গেছেন তাও বলছেন হপ্তা দুয়েকের আগে এমুখো হচ্ছেন না।

    দিল্লী বইমেলার ঘন্টা বেজে উঠি উঠি করছে। কথা হল শমীক যখ্ন গতবারের মেলা ঘুরে আসা বই ফ্লেক্স পোস্টার ইত্যাদি সব আমার হাওয়ালে করেছিল (মানে ওর গাড়ির ডিকি থেকে এ গড়ির ডিকিতে) তার পরেই আমি কোথায় একটা গিয়েছিলাম। যাবার আগে বই ইত্যাদি গুনে গেঁথে একটা খাতায় লিখে আমার কাজ শেষ, পরের দায়িত্ব কর্তার ছিল। ফিরে এসে জিজ্ঞেস করে জেনেছিলাম ওপরে দেওয়াল জোড়া বুককেসে কোথাও রাখা আছে, এতদিনে তা আর চোখে দেখিনি।
    আজ খুঁজতে গিয়ে প্রথমে পাইনা, তারপরে ফোনে জেনে বুককেসের নির্দিষ্ট র‌্যাকে দেখি সুন্দর করে প্যাক করা বই, পলিথিনে মুড়ে ভাগ ভাগ করে রাখা, পোস্টার ফ্লেক্স উচ্ছেদ সব আলাদা আলাদা মহা যত্নে, এমনকি বিল বইটিও একটি প্ল্যাস্টিকে ভালো করে মুড়ে পলিথিনের ব্যাগে রাখা। এরকম করে গুছিয়ে বোধহয় আমি নিজেও রাখতাম না!
    পোস্টারগুলো একদম নতুনের মত আছে, কোথাও এতটুকু ধুলো নেই, চকচকে। দেখেই মন ভালো হয়ে গেল।

    তারপরে কুমুদির ফোন, গতবারের মত এবারেও বার বার মনে করিয়ে দিল খুচরো, ব্যাগ/স্যুটকেস, দরকারে চেন তালা ইত্যাদি নিয়ে যেতে।
  • Dilli Guruchandali | 132.177.84.197 | ০৪ মার্চ ২০১৩ ১৯:২৫531470
  • কাল থেকে শুরু দিল্লি বাংলা বইমেলা। নিউ দিল্লি কালীবাড়িতে। গুরুর স্টল নম্বর ৮।
  • san | 24.96.206.44 | ০৪ মার্চ ২০১৩ ২১:৫৬531471
  • আমি তো যাবো বলেছিলাম। কিন্তু হুট করে জয়েন করে গেলাম। এখন সদ্য সদ্য কিকরে ছুটি নিই ? অগত্যা সেই রোব্বার ঃ-(
  • siki | 132.177.84.197 | ০৪ মার্চ ২০১৩ ২২:১০531472
  • কোই গল্‌ নহী জী, কোই গল্‌ নহী।
  • san | 24.96.206.44 | ০৪ মার্চ ২০১৩ ২২:১৩531474
  • এইবারে , কথা হল, ওমনাথদা আমারে সিকির দুইটি বই দিয়েছে বইমেলায় পৌঁছে দেবার জন্য। সেগুলি কিভাবে পৌঁছানো যাবে? সিকি কবেকবে মেলায় যাবে? নয় তারিখ আমি কাউকে দিলে সে কি পরে দিয়ে দিতে পারবে?
  • siki | 132.177.84.197 | ০৪ মার্চ ২০১৩ ২২:৩৩531475
  • নয় তাং সিকি নিজেও যেতে পারে। সবই ডিপেন করছে গেছোদাদার ওপর।

    এমংকি দশ তাংও।
  • pi | 78.48.231.217 | ০৫ মার্চ ২০১৩ ১৮:১৩531476
  • আজকের কী আপডেট ?
  • siki | 132.177.153.136 | ০৫ মার্চ ২০১৩ ২০:৪৯531477
  • এই ফিরলাম। একটা জরুরি আপিসের কাজ সেরে নিয়ে রাতে লিখছি।

    শর্টে লিখতে গেলে, দেড় ঘণ্টায় এক হাজার টাকার বিক্রি দেখে এসেছি।
  • Ishan | 60.82.180.165 | ০৫ মার্চ ২০১৩ ২১:২৪531478
  • বড়ো করে লেখো। আর ছবি চাই ছবি।
  • pi | 78.48.231.217 | ০৫ মার্চ ২০১৩ ২১:৫৬531479
  • সিকি, নেতাই, ফরিদাদা .. অপেক্ষায় !
  • raatri | 24.99.9.226 | ০৫ মার্চ ২০১৩ ২২:২৮531480
  • লোকজন এসে কি গুরুর খোঁজ কোচ্চিলো এবার??
  • kumu | 132.161.77.75 | ০৫ মার্চ ২০১৩ ২২:৩৩531481
  • শ্রান্তক্লান্তবিরক্ত ইঃ।
    বেঁচেথাকলে কাল যাব বইমেলাতে।
  • kumu | 132.161.77.75 | ০৫ মার্চ ২০১৩ ২২:৪৪531482
  • সিকি,ফরিদা,বইগুলো কি বাসকোতে রেখেচ?চাবি নয়ডায়/ফরিদাবাদে/ওখেনেই?
  • নেতাই | 132.177.205.76 | ০৫ মার্চ ২০১৩ ২৩:২৭531485
  • সোয়া নটা নাগাদ শো ভেঙেছে।
    চেয়ার আড়াআড়ি রেখে জানিয়ে দিয়েছি স্টল বন্ধ। র‌্যাকে বই যেমন ছিলো তেমন। শুধু টেবিলের উপরের বইগুলো টেবিলের তলায়।

    মোট ১৭০০ টাকার বই বিক্কিরি হল। জনতা গুরুচন্ডালি উৎস জানতে উৎসুক ছিলো। আরো বেশী উৎসাহে শমিকদা, সুমনদা জনগনের কৌতুহল মিটিয়েছে। সাম্পানের বন্ধু এসে বাড়তি দুটো টফি নিয়ে গেলো। তাতেও অনেক টফি পড়েছিলো।

    প্রথম দিনের হিসেবে বেশ ভালো হয়েছে। কি বলেন? ও কুমুদি?
  • kumu | 132.161.77.75 | ০৫ মার্চ ২০১৩ ২৩:৩৩531486
  • মচৎকার-
  • kd | 47.228.104.146 | ০৫ মার্চ ২০১৩ ২৩:৩৪531487
  • ফ্লেক্সগুলো কাজে লেগেছে ?
  • নেতাই | 132.177.205.76 | ০৫ মার্চ ২০১৩ ২৩:৩৫531488
  • একটা লোক কে ক্যাঁক করে ধরবে বলে সুমনদা যেই জিজ্ঞাসা করেছে -এই যে দাদা, এই বইটা একটু দেখুন। ওমনি লোকটা - 'না না ঠিক আছে' বলে দৌড়ে দৌড়ে পালালো।

    আরেকটা লোক, লম্বা লম্বা চুল, ঝোলা কাঁধে স্টলের সামনে এসে দাঁড়ালো। সুমনদা একটা গুরু ধরিয়ে বললো, এইটা কেমন হয়েছে দেখুন না। লোকটা খুব মন দিয়ে দেখলো। ১০ মিনিট ধরে। তারপরে বইটা রেখে দিলো। সুমনদা তখন মহাভারত ধরিয়ে বললো, এইটা কেমন হয়েছে দেখুন না।লোকটা খুব মন দিয়ে মহাভারত দেখলো। ১০ মিনিট ধরে। তারপরে বইটা রেখে দিলো। সুমন দা এবার দিল্লীর দিকে হাত বাড়াবে তখন লোকটা বললো, 'আচ্ছা, এখানে বিশ্বভারতীর বই পাওয়া যাবে?' আর বলেই হনহন করে হাঁটা দিয়ে চলে গেলো।

    তবে এই সমস্ত সময়ে আমি কিন্তু হাসিনি।
  • নেতাই | 132.177.205.76 | ০৫ মার্চ ২০১৩ ২৩:৩৮531489
  • ফ্লেক্স তো কাজে লেগেইছে কেডিদা।
    পোস্টারগুলোও।
  • সিকি | 132.177.153.136 | ০৫ মার্চ ২০১৩ ২৩:৫৪531491







  • গুরুর ভিজিটিং কার্ড!














    মঞ্চ আলো করে বসে বাত্তো বসু
  • siki | 132.177.153.136 | ০৬ মার্চ ২০১৩ ০০:০৩531492
  • আপিসের কাজকম্মের ফাঁকেই পালিয়েছিলাম। ওফ্রহো করি কিনা, তাই কেউ টের পায় না। ঠিক তিনটের সময়ে বেরোলাম বাড়ি থেকে, সাড়ে তিনটেয় পৌঁছে দেখি আমাদের স্টলের মধ্যে হেলায় মুখ থুবড়ে পড়ে আছে একটা অ্যাকোয়াগার্ডের বাক্স ভর্তি গুরুর বই। ঝক্কাস স্টল, এদিকে আবাপ, সামনে আনন্দ, ডানদিক ঘেঁষে রামকেষ্ট মিশন, মধ্যিখানে গুরু অ্যাক্কেবারে ফাটায়ে দেসে।

    টুকটুক করে বইপত্র লাগাতে শুরু করলাম। র‌্যাক ট্যাক সমস্ত লাগিয়ে দেওয়া ছিল। বই লাগাতে লাগাতেই এসে গেল ফরিদা। আর তারও খানিকক্ষণ পরে নেতাই। ফরিদা আর আমাতে মিলে গুরুর ফ্লেক্স ব্যানার ইত্যাদি লাগাতে থাকলাম। তার মধ্যেই হয়ে গেল গুরুর প্রথম বিক্কিরি, মতিউর রহমান নিয়ে গেলেন গুরুর ক্যালেন্ডার।

    অবিশ্যি গুরুর বিক্কিরি শুরু আরও আগে থেকে। আমার বাড়িতেই বিক্রি হয়ে গেছে একটা মহাভারত আর দিল্লি, নেতাইও বোধ হয় কতগুলো গুরু ম্যাগাজিন কিনেছে। নতুন প্রিন্টে লা জবাব দিল্লি দেখে মনটা ভালো হয়ে গেল, অবশ্য তার বাঁধন খোলা হয় নি এখনও, পুরনোগুলো শেষ হলে পরে তবেই নতুন খোলা হবে।

    এক ভদ্রলোক এলেন দাড়ি চুলকোতে চুলকোতে, এসে বললেন, "আপনাদের এই যে নামটা, গুরুচন্ডা৯, এটাই আপনাদের সবচেয়ে বড় শত্রু, জানেন?"

    শুধোলাম, কেন?

    "না, এর বেশি আমি আর কিছু বলব না।"

    গতবছরের সুপারহিট কনসেপ্টের পরে এবারেও আমরা বিজনেস স্ট্র্যাটেজি হিসেবে চালু রেখেছি টফির প্যাকেট। একটা টফি এগিয়ে দিল ফরিদা, ভদ্রলোকের দিকে, আমি আবার শুধোলাম, তা শত্রুতার কারণটা না বুঝলে কী করে নিজেদের কারেক্ট করব বলুন?

    টফি পেয়ে বিগলিত ভদ্রলোক মুখ খুললেন, "আপনাদের এই নামটা পড়ে না, কেউ বুঝতে পারবে না কী নিয়ে লেখালেখি করেন আপনারা। কোনও হিন্টই পাওয়া যায় না।"

    বক্তৃতার শেষে তিনি নিজেই দেড়শো টাকার বই কিনে নিয়ে গেলেন।

    দুই ক্যাটখুকি এসে কোনো এক আর অলৌকিক প্রেম নিয়ে গেল। খানিক বাদে আবার এল তাদের কমন বয়ফ্রেন্ডকে নিয়ে। আরও কিছু বিক্রিবাটা হল।

    আমি পৌনে সাতটায় বেরিয়ে পড়েছিলাম, রাতে ফরিদার থেকে আপডেট পেলাম, বিক্রি মন্দ হয় নি প্রথম দিনের তুলনায়। দু হাজার টাকার কাছাকাছি। বিকেল পাঁচটা থেকে রাত নটার মধ্যে।
  • kumu | 132.161.156.250 | ০৬ মার্চ ২০১৩ ০৮:৩৭531493
  • আইআইটি থেকে যিনি হেল্পাতে আসবেন তেনার নাম শ্যামলই হতে হল?
  • শ্রাবণী | 134.124.244.107 | ০৬ মার্চ ২০১৩ ০৯:৩৩531494
  • কুমুদি ডাকবে, "এই যে শোনো তুমি, আরে কী মুশকিল, তোমার নাম নিতে নেই আমার। তুমি বলে ডাকলেই বুঝে নিও"।:)))))
  • Abhyu | 85.137.8.86 | ০৬ মার্চ ২০১৩ ০৯:৪৩531496
  • কেন, কুমুদি তাকে "এই যে শম্ভু বাবু, আরে না না, শ্যা... মানে সবুজবাবু, আরে শ্যা... মানে - আরে এই যে ঘনশ্যাম, শুনছেন ?" বলে ডাকবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন