এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫২০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 132.176.32.39 | ০৭ মার্চ ২০১৩ ১৭:২৮531531
  • দে,চিন্তা কোরোনি।
  • নেতাই | 131.241.98.225 | ০৭ মার্চ ২০১৩ ১৭:৪১531532
  • বইমেলা আপডেট। শুনে শুনে লিখছি।

    শ্রাবণীদি দেবযানীদি আর রুবি তিনজনেই এখন স্টলে। মেলায় ভিড় নেই তেমন। সেই হিসেবে বিক্রিবাটা মন্দ চলছে না। এখনো পর্যন্ত ১১০০ টাকার বিক্কিরি হয়েছে।
  • Kaju | 131.242.160.180 | ০৭ মার্চ ২০১৩ ১৭:৪৭531533
  • লিখে যাও, ফোন কেটো না যতক্ষণ না মেলা শেষ হয়। যা বিল উঠবে, গুরু কর্তৃপক্ষ রি-ইম্বার্স করে দেবে।
  • de | 190.149.51.67 | ০৭ মার্চ ২০১৩ ১৭:৫০531534
  • যা দেখচি -- আপিস কেটে গুরুর স্টল প্রমীলাবাহিনীই সামলাচ্চে! মঃ সাঃ দিয়ে গেলাম!
  • Kaju | 131.242.160.180 | ০৭ মার্চ ২০১৩ ১৭:৫৩531535
  • দে-দি কি মেলা থেকে লিখচো নাকি?
  • de | 190.149.51.67 | ০৭ মার্চ ২০১৩ ১৮:০৮531536
  • নাঃ -- উনি আমার নেমসেক ঃ))
  • Kaju | 131.242.160.180 | ০৭ মার্চ ২০১৩ ১৮:১২531537
  • ও ! তাই ভাবছিলাম।
  • kumu | 132.176.32.39 | ০৭ মার্চ ২০১৩ ১৯:০০531538
  • বইমেলা-
    মানুষের সঙ্গে মেলা,বইএর সঙ্গে মেলা।
    অক্ষরসমুদ্রের তীরে বসে ঢেউ গুনেই কেটে গেল এই মানবজীবন,জলে নামা তো আর হল না।
    তবু বইএর মেলা শুনলেই ছুট দিতে ইচ্ছা হয়,রাত্রির অননুকরণীয় ভাষায় বলতে সাধ হয় -একটু ভুলি তবে সংসার সন্তান।

    বইমেলা শুরু হইল ৫ মার্চ।আমার ও স্বাগতার ডিউটি পড়সিল ৬ তারিখে।তার আগের দিনে যথারীতি ফরিদাবাদ, যথারীতি রাত নটা-যাউগ্যা,সেইসব দুক্ষুর কথা শুইন্যা আপনাগো কাম নাই।আপনাগো ওফ্রহো করেন,অন সাইটে বিলাত আম্রিগা যান ,আপনেগো লগে আমাগো কীসের তুলনা?
    ছয় তারিখে তো হাজিরা দিলাম বারোটা (দুপুর)নাগাদ।তা দ্যাখি,তহনো ম্যালা ব্যাবাগ ফাঁকা,আলোগুলি শুদ্ধা জ্বালে নাই।একজন ভারীসারী চ্যাহারার দাদারে কইলাম,"অ দাদা,আলোগুলি জ্বালেন্না ক্যান",তা তিনি বরপশীতল গলায় কইলেন "একটা বাজলেই জ্বলবে"।

    গুটি গুটি দোকানে গিয়া বসলাম,আহা চাদ্দিকের তাকে গুরু,গুরু আর গুরু।দেইখ্যা মনপ্রাণ ভইর‌্যা গ্যাল গিয়া।কর্ত্তব্যে ফাঁকি দেয়া কোনকালেই আমাগো বাঙালগো স্বভাব আসিল না।টেবিলের নীচ হইতে বইগুলি বাইর কইর‌্যা সেট করলাম,বিলবইটা না পাইয়া নেতাইরে ফোন করলাম"অ মনু,বিলবই?"সে মহাব্যস্ত হইয়া কইল,"বাঁদিকে দেখুন,বইটা থেকে কার্বন পেপার বেরিয়ে আছে।"
    বিলবই,খুচরা পয়সার ডিব্বা,জলের বোতল পরিপাটি দোকান সাজাইয়া প্রথমে নিজের বইগুলি কিইন্যা ফ্যালাইলাম,আগের কাজ আগে।
  • kumu | 132.176.32.39 | ০৭ মার্চ ২০১৩ ১৯:২৬531539
  • স্বাগতা আইস্যা পড়ল,এইটুকু মেয়ে প্রফেসর, কত শক্ত শক্ত গবেষণা করে,বিদেশ যায়।একবারও মনে হইল না-মুখোমুখি দ্যাখা জীবনে এই দ্বিতীয় বার।কত গল্পই যে করলাম দুইজনে বইস্যা।
    আস্তে আস্তে একটি দুইটি কইর‌্যা ক্রেতা আসতে লাগল।প্রথমজন জিগাইলেন,গানের বইএর কথা,তাঁরে আমি কল্লোলদা ইঃ এর বইটি দিলাম,আশা করি সত্যের অপলাপ হইল না।
    লা জবাব দিল্লী,কোনো এক,মহাভারত-সবই বিক্রী হইল ।ফরিদার এক সহকর্মী আইসিলেন,নাম দময়ন্তী,বেশ কয়েকটি বই লইলেন,কুমুদিরে চিনতেও পারলেন,তবে তাতে আশ্চর্য হওনের কিসু দেখি না।
    আইআইটি থেইক্যা দুইটি নওলকিশোর আইস্যা হাজির হইল,শ্যামল/খোকা তাদের পাঠাইসে।আইস্যা পড়ল সিকি(পরে ভাইব্যা দেখলাম,সিকির লগে প্রায় এক বচ্ছর পর দ্যাখা হইল,কিসুটা লম্বা হইসে)।সিকি করিতকর্মা মানুষ,আইস্যাই কাজে লাগল।গান চালাইয়া দিল ল্যাপটপে,আমাগো পাইজিনির গান শুনলাম বহু দিন পর মনপ্রাণ ভইরা।
    অন্য স্টল ঘুইর‌্যা দ্যাখলাম,দুএকটা বই কিনলাম।লাইব্রেরীর বইও ব্যাগে ছিল,তাই বেশী কিনি নাই,রোব্বারে হইব,ঐদিন বেগ বওনের লোকও থাকব লগে,বুঝলেন্না।
    সিকি আইন্যা দিল অনুষ্ঠানসূচী- দিল্লীগুরুরা শোনেন,শনিবারে"মহিলা কবিরা কবিতা পড়বেন"জলদি জলদি আইয়া পড়বেন।
    শ্যামল/খোকাও আইয়া পড়সিল,স্বাগতা খাওয়াইল নিজের রান্না অসাধারণ পনীর ও আলু পরোটা।কত গুণী মাইয়া-আমি তো ওর পাখা হইয়া গেসি গিয়া।
    মঞ্চে খুব কঠিন কঠিন কথা হইতে আসিল,কবি ও কবিতাদের লইয়া।কবিতার জন্য এনারা সব অমরত্ব তাচ্ছিল্য করসেন,এইটুকু আলুচানা করবেন ,হেইডা আর বেশী কথা কী?
  • kumu | 132.176.32.39 | ০৭ মার্চ ২০১৩ ১৯:৪১531541
  • আস্তে আস্তে সন্ধ্যা হইল,খাড়াইয়া ২ প্রায় কুড়ি পঁচিশ পাতা পইড়া লইয়া একজন জিগাইলেন,লাজবাব দিল্লী পঁচিশ টাকায় পাওয়া যাইব কিনা।না শুইন্যা হাঁইট্যা গেলেন।

    আমাগো সামনেই ইমান ফাউন্ডেশনের স্টল,তাঁরা বেচেন রামকৃষ্ণ,বিবেকানন্দের বই,মূর্ত্তি ইঃ।সন্ধ্যা লাগনের লগে লগে ওনাদের বিক্রীও জইম্যা উঠল।

    একটা ভারী সুন্দর দিন শেষ হইল।

    দাঁড়ান,সবটা এখনো হয় নাই গো।
    ছাঃ চাঃ ম্যালাতেও আমার পিছু লইসিল,সিকি লক্ষ্য করে নাই,হে যখন ম্যালায় ঢুকলো,আমি কাঁদো ২ মুখে রাস্তায় দাঁড়াইয়া ছাঃ কাগজে সই মারতে আসিলাম।
    এই চাকরি আর করুম না গো,বাবুমশাই।

    আরেকটা কথা,স্টলে যে প্যাঁচা সাজানো হইসে,হেইডাও বেইচ্যা দিয়েন না য্যানো,গুরুরা।
  • siki | 132.177.190.82 | ০৭ মার্চ ২০১৩ ২১:৫৯531542
  • আজকের বিক্রি ২১৫০ টাকার।
  • Ishan | 202.43.65.245 | ০৭ মার্চ ২০১৩ ২২:০১531543
  • জ্জিও। লা জবাব লুঙ্গী। :)
  • | 190.215.15.123 | ০৭ মার্চ ২০১৩ ২২:০৪531544
  • ও গুরু বাহিনী কাঁপিয়ে দিয়েছে তো । ২০০০+ তাও আপিসের দিনে।
  • pi | 78.48.231.217 | ০৭ মার্চ ২০১৩ ২২:০৫531545
  • হ্যাঁ, শ্রাবণীদি তো বল্লো মেলা প্রায় ফাঁকাই ছিলো।
  • sosen | 111.63.210.138 | ০৭ মার্চ ২০১৩ ২২:২৬531546
  • কুমুদিকে সুপার লাইক--
  • শ্রাবণী | 69.94.105.59 | ০৭ মার্চ ২০১৩ ২২:৪৫531547
  • ব্রতীনের ওটা অফিসের দিনে ও দিল্লীতে হবে!:((

    যেখানে লোকে বাংলা বই মেলায় এসে লেক্চার দিয়ে যায় যে "বাংলা ফাংলা কেউ আজকাল পড়েনা", তায় বুড়ো লোকে। আবার অনেকে ঠোঁট উলটে বলে, আমরা কিনে কী করব, ছেলেমেয়েরা পড়েইনা। তারা কেন এসেছে তা আর জিজ্ঞেস করিনি।
    আর একটি ডিঃ উপরোক্ত বিক্রিতে একটি বইও আমরা নিজেরা কিনিনি যদিও প্রথমদিকে ফাঁকা দেখে রুবি (আসলে বাচ্চা মেয়ে তো!) বলছিল, চল আমরা নিজেরাই কিনে নিয়ে সব গুটিয়ে "যাও সব নিজ নিজ কাজে" বলে বাড়ি চলে যাই।
  • কল্লোল | 125.242.249.234 | ০৭ মার্চ ২০১৩ ২২:৫৬531548
  • কুমু-শ্রাবণী-রুবী-নেতাই-শমিক-সুমন।
    এঃ এই সময় দিল্লী যেতে পারলে হতো। খুব মিসাচ্ছি।
  • pi | 78.48.231.217 | ০৭ মার্চ ২০১৩ ২২:৫৮531549
  • তোমাদের লুরুতে বইমেলা হয়না ?
  • raatri | 24.96.134.42 | ০৭ মার্চ ২০১৩ ২৩:০৪531550
  • কুমুদিকে আম্মো সুপাল্লাইক।
    আর দিল্লীর গুরুগণ,জ্জ্জ্জ্জিও!!
  • শ্রাবণী | 69.94.105.59 | ০৭ মার্চ ২০১৩ ২৩:১৩531552
  • অনেকেই এসে জিজ্ঞেস করে গেল আমরা অল লেডিজ গ্রুপ কিনা, নারী দিবস উপলক্ষ্যে স্পেশাল আনিয়েছে আমাদের মেলা কতৃপক্ষ!

    আজ আর লিখতে পারছিনা, কাল আবার অফিসে নারী দিবসের একগাদা ন্যাকামি আছে। পরে ডিটেল লিখব। চারটি ছবি দেখুন।
  • siki | 132.177.190.82 | ০৮ মার্চ ২০১৩ ০০:০৮531555
  • টিম গুরু দিল্লি হিপ হিপ ...
  • নেতাই | 132.177.204.102 | ০৮ মার্চ ২০১৩ ০০:২১531556
  • হুরররররে
  • raatri | 24.99.147.96 | ০৮ মার্চ ২০১৩ ০০:২৬531557
  • অমোন ভেদভাব কোত্তে নাই,বাছারা!!কী বা দিল্লী,কি বা কল্লী...ওরে পাগোল,গুরু কি কারো একার??
  • নেতাই | 132.177.204.102 | ০৮ মার্চ ২০১৩ ০০:২৮531558
  • কল্লোলদা এইসময় থাকলে পুউউউউরো জমে ক্ষীর
  • নেতাই | 132.177.204.102 | ০৮ মার্চ ২০১৩ ০০:৩২531559
  • রাত্রিদি
    অবশ্যই

    গুরু আমার গুরু তোমার
    গুরু সবার গুরু সবার
    -------------------কবি নেতাই
  • কল্লোল | 125.242.140.107 | ০৮ মার্চ ২০১৩ ০৭:৫৬531560
  • পাই।
    নাঃ। লুরুতে বইমেলা নাই। একবার সরস্বতী পূজোয় হয়েছিলো। খুব ভালো বিক্রিও হয়। গুরুও ছিলো। সেবারই কলকাতার লিম্যা মেলায় গুরু প্রথমবার। প্রথম ছাপা গুরু। তারপর আর হয় নি।
    আমরা কতিপয় এখানে শহরকেন্দ্রের এক ক্রশওয়ার্ডে বইচই নামে দু-তিন মাস অন্তর একটা অনুষ্ঠান করতাম। মূলতঃ ঐ ক্রশওয়ার্ডে বাংলা বইয়ের বিভাগটি ঘিরে। কিন্তু সে ক্রশওয়ার্ডটিই উঠে গেছে।
    চেষ্টায় আছি যদি আবার অন্য আঙ্গিকে বইচই শুরু করা যায়।
  • কল্লোল | 125.242.140.107 | ০৮ মার্চ ২০১৩ ০৮:০৬531561
  • দিল্লীর গুরুরা।
    এট্টা আর্জি আছে। কেউ কি প্রায়ত লেখক সাবিত্রী রায়ের মেয়েকে চেনো? উনি দিল্লীতেই থাকেন। আমার সাথে একবার প্রগতি ময়দান বইমেলার বাংলা প্যাভেলিয়ানে আলাপ হয়েছিলো। যোগাযোগ হারিয়ে গেছে। খুব দরকার। আমার তরফ থেকে এট্টা লুটিশ দেওয়া যাবে কি?
    "প্রায়ত লেখক সাবিত্রী রায়ের কন্যা - এই বিজ্ঞপ্তি আপনার নজরে এলে যোগাযোগ করুন"
    করা যাবে কি?
  • ব্যাং | 132.167.115.227 | ০৮ মার্চ ২০১৩ ০৮:৪৪531563
  • কল্লোলদা,
    লীলা হোটেলের মলে অক্সফোর্ডের বইয়ের দোকানেও খুব ভালো বাংলা বইয়ের কালেকশন ছিল। রেসিডেন্সি রোডের ক্রসওয়ার্ডের থেকে ঢের বেশি বাংলা বই রাখত, এবং শুধুই আনন্দ ও দে'জ রাখ্ত না। ইন্ফ্যাক্ট বেশ কিছু গাংচিল ও পারুলের বই আমি ওখান থেকেই কিনেছিলাম। ক্রেতার অভাবে ওরাও সেই বাংলা বইয়ের সেকশন তুলে দিয়েছে। তুমুল তর্ক-ঝগড়া করে ওদের গুদামঘরে ঢুকে পড়ার সুযোগ করতে পারলে সেই সব বাংলা বই নিজে খুঁজে বার করে এনে বছরখানেক আগে অব্দিও কিনে ফেলা যেত। এখনকার স্ট্যাটাস জানি না। তুমি খোঁজ নিয়ে দেখতে পার। আর প্যালেস গ্রাউন্ডে একটা বইমেলা হয় তো। দিল্লি বইমেলার থেকে আয়তনে ছোটো-ও হয় না। কিন্তু প্রথমদিকে এক-দুইবার আনন্দ আর দে'জের স্টল দেখেছিলাম। (২০০৪-২০০৬ নাগাদ) এখন আর দেখি না। বোধ হয় অনেক টাকা চায় স্টল দেওয়ার জন্য। প্যালেস গ্রাউন্ডে তো শুধুই টাকার খেল। তুমি ঐ বইমেলাটায় গুরুর স্টল দেওয়া যায় কিনা, সেই খোঁজ নিয়েও দেখতে পার।

    কোরামঙ্গলা ইন্ডোর স্টেডিয়ামে তো অনেকটা জায়্গা, ওখানেও মাঝে মাঝে নানারকম মেলা ইত্যাদি বসে, কমিককন জাতীয়। ওখানেও একটা বাংলা বইয়ের বইমেলা করা যায় কিনা, সে খোঁজও নিতে পার।

    কুমুদি,
    বইমেলার লেখাটা ফাটাফাটি হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন