এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫৯১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.217.138 | ১২ মার্চ ২০১৩ ১২:৫৩531664
  • না তো?
  • kumu | 132.176.32.39 | ১২ মার্চ ২০১৩ ১৩:০১531666
  • আচ্ছা,দেখি আমিই আপলোডাতে পারি কিনা সন্ধেবেলা।
  • ranjan roy | 24.96.95.163 | ১২ মার্চ ২০১৩ ১৩:০১531665
  • গুরুর অসাধারণ বইমেলাকে সালাম!
    আর নেতাই যে দক্ষতায় সব ছবিতে লালের লালিমা এনে দিচ্ছে তাতে মমতাদিদির ছবি তুললেও ওনার সবুজ লাল হয়ে যাবেঃ))।
    সব লাল হো জায়েগা !
  • ranjan roy | 24.96.95.163 | ১২ মার্চ ২০১৩ ১৩:০২531667
  • ব্ল্যাংকি, মেইল চেকাও।
  • kumu | 132.176.32.39 | ১২ মার্চ ২০১৩ ১৩:০৩531668
  • সিকির গান রেকর্ড করা যায় নি,বইমেলার অন্য সব বিকট শব্দ এসে গেছে।
  • de | 190.149.51.68 | ১২ মার্চ ২০১৩ ১৩:১১531669
  • দারুণ হয়েছে তো দিল্লীর বইমেলা!!! তসলিমা, শ্রীজাত -- ফাটাফাটি একেবারে -- ছবিতে ব্রাত্য বসুকেও দেখলাম মনে হলো -- উনিও কি এসেছিলেন?

    আরেকটু ডিটেলে কেউ লিখবে না?
  • siki | 132.177.217.138 | ১২ মার্চ ২০১৩ ১৩:৫০531670
  • সিকি কিন্তু শ্যামলদার গান রেকর্ড করেছে। যার যার চাই, আমাকে মেলাও।

    রঞ্জনদা, আপিসের অকজ একটু সামলে নিয়ে বসছি। কাল বসতে পারি নি। প্রচুর লেখার আছে।
  • siki | 132.177.217.138 | ১২ মার্চ ২০১৩ ১৩:৫১531671
  • ব্রাত্য প্রথমদিনে স্পেশাল অতিথি ছিলেন। দিল্লির বেঙ্গলি অ্যাসোসিয়েশনকে চার লাখ টাকার অনুদান দিলেন পবঙ্গ সরকারের তরফ থেকে।
  • নেতাই | 131.241.98.225 | ১২ মার্চ ২০১৩ ১৪:০৭531672
  • শ্যামলদার গানের গলা যাস্ট অসাধারণ
  • siki | 132.177.209.130 | ১২ মার্চ ২০১৩ ১৪:১০531674
  • আমি দুটি ছবি তুলেছি। একটি সাদা-নীল, একটি লাল। সবাই খুশি হবে, আমরা এবং ওরা।

    এই যে --



    আর

  • de | 190.149.51.66 | ১২ মার্চ ২০১৩ ১৪:৫১531675
  • বাঃ! নীচের ছবিটায় কুমুদি কি সুন্দর তাকিয়ে আচে শ্যামলদার দিকে ঃ))

    স্যান বইমেলা হলেই সেখান চলে যায়! লুরুতে হলে সেখানেও স্যানের ছবি দেখা যাবে ঃ))
  • kumu | 132.176.32.39 | ১২ মার্চ ২০১৩ ১৬:৩২531676
  • এই বয়েসে আর কার দিকে তাকাবে?
  • শ্রাবণী | 127.239.15.104 | ১২ মার্চ ২০১৩ ১৮:০২531677
  • শুদ্ধ, কী বলেছি না জেনেই বলে দিলে তো!:))

    যাই হোক, কেউ যেন না ভাবে আমরা মানে আমি সুমন শমীক বই না পড়েই লোকজনকে বই সম্বন্ধে বলেছি......(দিল্লীর লোকেদের তো চেননা, বেফাঁস বললে, পরদিন এসে ফেরত দিয়ে পয়সা নিয়ে যেত অথবা দু ঘা দিয়েও দিতে পারে। বৃহস্পতিবার বই নিয়ে গিয়ে শনিবার আমাকে এসে পাঠ প্রতিক্রিয়া জানিয়ে গেছে.....বই খুলে খুলে দেখিয়ে)

    ইন ফ্যাক্ট সুমন রাত জেগে "লুঙ্গী" পড়েছে, পরদিন লোককে বলতে হবে বলে, পড়া ছিলনা আগে, এই লেভেলের ডেডিকেশন!
  • কল্লোল | 125.241.47.7 | ১২ মার্চ ২০১৩ ১৮:২২531678
  • ওটাকে তাকানো বলে? আধেক আঁখির কোন দিয়ে ঝারি করে।
  • শ্রাবণী | 69.94.104.59 | ১২ মার্চ ২০১৩ ১৯:২৩531679
  • কল্লোলদা..............:))))

    শ্যামলদা আমার সবচেয়ে ফেভারিট জামাইবাবু, কিন্তু এত কম দেখা হয় শ্যামলদার সঙ্গে......
    কুমুদি আর শমীক কখন লিখবে শনি রবিবারের গল্প, লিখে পেল, কত গল্প এই দুদিনের। আমার ইচ্ছে করছেনা লিখতে মনটা বেজায় বেজার!
  • কল্লোল | 111.62.30.154 | ১২ মার্চ ২০১৩ ১৯:৫১531680
  • তোদের সবার গল্প শুনবো বলে বসে আছি।
    মনখারাপ চলে গেলে লিখিস। ততক্ষন অন্যরা হাত লাগাক।
  • siki | 132.177.236.52 | ১২ মার্চ ২০১৩ ১৯:৫৬531681
  • আজকেই লিখবো। ইনশাল্লাহ।
  • siki | 132.177.236.52 | ১২ মার্চ ২০১৩ ২৩:৪৫531682
  • শনিবারের আপডেট তো দিয়ে দিয়েছি, এই মুহূর্তে ৩০ পাতায় আছে।

    রোববার ভেবেছিলাম ধীরেসুস্থে খেয়েদেয়ে বেরোব, তো সেই মত একটায় খেতে বসেছিলাম, তখন নেতাইয়ের ফোন এল, নেতাই একটু দেরি করে পৌঁছবে (হায় হায়, আমি যে ভেবেছিলাম ও-ই সবার আগে পৌঁছবে!), আমি যেন গিয়ে সামলাই।

    হাঁইহাঁই করে নাকেমুখে গুঁজে, আজ আবার শেষদিন, বইপত্র প্যাক করতে হবে, তাই বস্তা টস্তা খুঁজে নিয়ে দুদ্দুড়িয়ে গাড়ি হাঁকালাম।

    ঠিক দুটোর সময়ে কালীবাড়িতে যখন পৌঁছলাম, দেখি প্রায় সমস্ত স্টলই খুলে গেছে, আমাদের স্টল ছাড়া। কেউ নেই। তাড়াতাড়ি ব্যাগ রেখে টেবিল সাজাতে শুরু করলাম। সৌরাংশু দৌড়ে এল, আরে আজই এত দেরি করলে? দু দুজন মহাভারত কিনতে এসে ফিরে গেছে। বাদলদা বোধ হয় এখনও বসে আছে, আবার আসবে, আরেকজন তো চলেই গেল!

    যাক, দুজন খদ্দেরের মধ্যে একজন তো এখনও আছেন। একজন চলে যাওয়াতে খুব হতাশ হলাম না, কারণ জানিই আজ গুরু ফাটাবে। একজন কাস্টমার চলে গেলে বিশেষ কিছু যায় আসে না।

    টেবিল সাজানো শেষ হতেই এসে গেলেন পটাশম্যাম, সাথে শ্যামলদা। শ্যামলদা তো আমায় দেখে পোচোন্ডো খুশি। "অবশেষে দেখা হয়েই গেল, হ্যাঁ?" বলে সাগ্রহে টেনে নিলেন বিলবই। শ্যামলদা বসতে বসতেই ততক্ষণে বিক্রি হয়ে গেছে দুশো নব্বই টাকার। একে রোববার, তায় শেষদিন। লোকজনকে কনভিন্স করাতে বেশি সময় লাগছে না আজ।

    এমনিতে গুরুর এবারের স্টলের পজিশনটা একটু খারাপ হয়েছিল। খারাপ ইন দা সেন্স, গুরুর ঠিক সামনে এক রাকৃমি/বিবেকানন্দ মার্কা স্টল ছিল। কালীবাড়িতে আসা বেশির ভাগ বাঙালিই মনেপ্রাণে ধার্মিক। আমাদের চ্যানেলে ঢুকেই গোঁত্তা মেরে চলে যাচ্ছে বিবেকানন্দর ফটোর সামনে। গুরুকে সম্পূর্ণ ইগনোর মেরে। অগত্যা হাঁকডাক আমাদেরই করতে হয়।

    বিকেল তিনটে নাগাদ এসে পড়ল নেতাই রুবি আর শ্রাবণী। শ্রাবণীর আজ বিবাহবার্ষিকী। পটাশম্যাম খুঁজে খুঁজে শ্রাবণীর জন্য একটা বাংলা বই আর সতীশজির জন্য একটা ইংরেজি বই কিনে রেখেছিল। হ্যান্ডওভার করা হল। শ্রাবণী এমন উপহার পেয়ে যারপরনাই খুশি।

    ইতিমধ্যেই হইহই করে এসে পড়লেন এক প্রবীণ যুবক। "এই ... তোমরা আমাকে মেল পাঠাও নি কেন বলো তো? আমি যে আগের বারে মেল আইডি দিয়ে গেছিলাম?"

    তাই নাকি? কে বলুন তো আপনি? "আরে আমাকে ভুলে গ্যাছো? এই দ্যাখো। আমি তো কাবলির প্রতিবেশি, ছোটবেলাকার বন্ধু। ওর বাড়ি নয় বাই দুই, আমার বাড়ি নয়ের এ।"

    ঝট করে মনে পড়ে গেল, সঙ্গে এবারেও এসেছেন সেই ভদ্রলোক, হংসরাজ কলেজের প্রফেসর, সেই যাঁর কথা লিখেছিলাম আগের বার, এই টইয়ের প্রথম দিকের পাতায় দেখুন, শনিবার শনিবার ওঁদের কলেজে "হবন" করতে বসতে হয়। ইনি অবশ্য মেল পেয়েছেন। কাবলিদার প্রতিবেশিকে (নামটা মনে পড়ছে না) টফি খাইয়ে সান্ত্বনা দেওয়া হল। নতুন চটিগুলো সব একটা করে নিয়ে গেলেন।

    সুমন রেশমী এসে গেল। শ্রাবণীর জন্য আরও চমক নিয়ে। ইয়াব্বড়ো একটা সুন্দর ফুলের বোকে, আর এক বাক্স নলেন গুড়ের সন্দেশ। সে আর খেয়ে শেষ করা গেল না, পরের দিকে বিবেকানন্দের স্টলে গিয়ে খাইয়ে আসা হল।

    আরেক ভদ্রলোক এলেন, জয়াদির পরিচিত। এসে বললেন, একজনকার আসার কথা ছিল, ইগনৌ থেকে, এসেছে কি?

    আমি তো জানি না! কে আসবেন? ভদ্রলোক দুবার কিন্তু-কিন্তু করে বললেন, বলেই ফেলি, আসলে ছেলেটি গে। তোমাদের "আমার যৌনতা" বইটি পড়ে তার এত ভালো লেগেছে, সে আসতে চেয়েছিল। দাঁড়াও, আমি ফোনে ওর সাথে কথা বলিয়ে দিচ্ছি।

    ফোন লাগালেন। অন্যপ্রান্তে ধরলেন ইগনৌ-এর সেই ভদ্রলোক। অভিমানী স্বরে বললেন, আমি আপনাদের গুরুচন্ডালি জিমেল ঠিকানায় একটা মেল করেছিলাম প্রায় দু মাস হয়ে গেল। কোনও উত্তর আসে নি। ... কী অন্যায়, ক্ষমা টমা চেয়ে বললাম, আমি অবশ্যই গুরু ম্যানেজমেন্টকে জানিয়ে দিচ্ছি, মেলের উত্তর অবশ্যই পাবেন।

    তার একটু পরেই পাইয়ের ফোন এল ফরিদার সেলে, পাইকে জানিয়ে দিলাম। পাই, ওঁকে রিপ্লাই দেওয়া হয়েছে কি?

    ...

    লোকজনের আসার তো কোনও কমতি নেই, বিকেলের দিকে আর পারা গেল না, পা ছড়িয়ে বসে পড়লাম গান গাইতে। শ্যামলদা বললেন, বসন্তের সময়ে বসন্তের গান হোক!

    অবশ্যই হোক, আপনি শুরু করুন! শ্যামলদা শুরু করলেন রবীন্দ্রসঙ্গীত দিয়ে, কিন্তু কোন গানটা যে গাইলেন, কিছুতেই মনে পড়ছে না এখন। খুবই কমন গান।

    ব্যাস, আর কী চাই? পর পর চলল, ফাগুন হাওয়ায় হাওয়ায়, এই উদাসী হাওয়ার পথে পথে, ইত্যাদি ছুঁয়ে আমরা ঢুকলাম প্রতুলে। আমি বাংলায় গান গাই।

    স্টলে তখন আরেক বয়স্ক মানুষ বই টই দেখে বেরিয়ে যাচ্ছিলেন। গান শুনে ফিরে এলেন, একমুখ হাসি নিয়ে। "প্রতুল আমার ক্লাসমেট ছিল।"

    আরে বলেন কী? আসুন আসুন, গল্প হোক। গল্প করলেন, প্রতুলের সঙ্গে তিনি পড়েছেন হুগলি কলেজিয়েট স্কুলে, হুগলি মহসীন কলেজে ... আরে, আপনি তো আমার পাড়ার লোক, কোথায় বাড়ি? -- চুঁচড়ো খড়ুয়াবাজার।

    শুধু প্রতুলের গান শুনে উনি দুটো বই কিনে নিলেন, সঙ্গে আমরা দিলাম টফি আর ভিজিটিং কার্ড।

    (চলবে)
  • siki | 132.177.236.52 | ১৩ মার্চ ২০১৩ ০০:১৪531683
  • মানুষ দেখার আখড়া। মায়ের সঙ্গে এল একটি ছেলে, কলেজে পড়ে, বাংলা অক্ষর চেনে না, এখন শখ হয়েছে বাংলা চিনবে, বাংলা পড়বে। আপনাদের এখানে ছবিতে অক্ষর চেনার বই আছে? আমি তাকে পাশের স্টলে পাঠিয়ে দিয়েছিলাম মা-সমেত, সেখানে আছে সচিত্র বর্ণপরিচয়, মা আবার ছেলেকে নিয়ে অ্যাবাউট টার্ন করে ফিরে এলেন, না, আগে আপনাদের বই দেখে যাই, আপনারা কী বই রাখেন?

    বই দেখলেন, ছেলের সাথে গল্প হল, মেল আইডি দিল, জানাল, অক্ষর চিনেই সে কম্পিউটারে বাংলা লিখবে। তাকে অভ্র কীবোর্ড বোঝালাম, বললাম, বাংলা লেখা খুব সোজা। ছেলে তো খুবই স্মার্ট। সে ট্র্যান্সলিটারেশন বোঝে, বোঝাতে তাই বেগ পেতে হল না।


    সন্ধ্যের একটু আগে এল শুভজিৎদা, সপরিবারে। খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছে লা-জবাব দিল্লির শেষ কপি, গুরুচন্ডা৯ গুরু সংখ্যা আর এক কপি পড়ে আছে। হু হা উড়ছে মহাভারত, কোনও এক, বন্দরের সান্ধ্যভাষা, আর অল্পস্বল্প পেলেকার লুঙ্গি, কাঠপাতার ঘর, মহীন ও অন্যান্য। চোখের সামনে স্কোর চড়ছে, দু হাজার, তিন হাজার, সাড়ে তিন হাজার ...

    এক খুব অভিমানী ভদ্রলোক এলেন, আমি কমার্স মিনিস্ট্রিতে চাকরি করি, তোমাদের এটাকে আমি কিন্তু নয়-ই পড়ছি, ৯ (লি) পড়ব না। আমার কাছে তো কোনও মানে দাঁড়াচ্ছে না, গুরুচন্ডা-নয়! বললাম, তা হলে ইংরেজিতে পড়ুন। guruchandali। উনি খুবই বিরক্ত হয়ে কটমটিয়ে দেখলেন আমাকে। বই না নিয়েই চলে গেলেন। যাবার আগে অবশ্য কার্ড ধরিয়ে দিলাম।


    শেষ কপি আলোচাল নিলেন পটাশম্যাম।


    এইবারে শ্রাবণীর পালা রিটার্ন গিফট দেবার। প্যাকেটে একটা সুন্দর সাদা সিল্কের কাপড় নিয়ে দিল তার প্রিয় জাঁইবাবু শ্যামলদার হাতে। পোজ দিয়ে ফটো তুলল, পাশে পটাশম্যামকে নিয়েও ফতো তুলল, তারপরে রহস্য উন্মোচিত হল, ঐ সাদা কাপড়টা আসলে মুন্ডু! কেরালার লুঙ্গি।

    জানতে পারার আগে ও পরে পটাশম্যাম ও কুমুদির মুখগুলো একবার দেখুন।







    সন্ধ্যের মুখে অল্প সময়ের জন্য আবার এলেন আনন্দবাজারের ব্যুরো চীফ জয়ন্ত ঘোষাল, আর এসেই সোজা গুরুচন্ডালির স্টলে। বলে গেলেন যোগাযোগ রাখতে, মেলার পরে ফোন করতে।




    এসেছিলেন প্ল্যানিং কমিশনের অদিতিদি, আবার, এবং এসেছিলেন ভাস্কর কুলবে, আগের দিন যিনি তিন কপি দিল্লি নিয়ে গেছিলেন। পবঙ্গ সরকারের চীফ রেসিডেন্ট কমিশনার।

    এরই মাঝে টুক করে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের লোকজন এসে আমাদের হাতে দিয়ে গেলেন পার্টিসিপেশনের ট্রফি আর মিষ্টির বাক্স।












    আর তারপরেই এসে হাজির হল স্বর্ণালী আর সাঁঝ। তখন আমাদের জাস্ট দম ফেলার ফুরসৎ নেই। এরই মাঝে আমরা আবার বসে পড়লাম গান গাইতে। লালন ফকিরের গান দিয়ে শুরু হল, মাঝে শ্যামলদার একটা গান আমি টুক করে মোবাইলে রেকর্ড করে নিয়েছি। শুনুন, শ্যামলদার গান।

    http://goo.gl/w1mnn

    আটটায় মেলা শেষ ঘোষণা করা হল, রাজদীপ তার একটু আগে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে স্যানও, ওদের অনেক দূরে পৌঁছতে হবে। আমরা এইবারে আস্তে আস্তে স্টল গোছানো শুরু করলাম। বই গুনতি শুরু হল। আশপাশের স্টলে কথা বলে যা বুঝলাম, তাদের মোট্টেই ভালো ব্যবসা হয় নি, সেইখানে গুরু একদম এক্সেপশন। টোটাল প্রায় ষোলহাজার ছুঁয়ে ফেলেছে আমাদের টোটাল বিক্রি। বইয়ের দাম দশ কুড়ি তিরিশ পঞ্চাশ আশি, তাই দিয়ে ষোলহাজার মানে, বুঝে দেখুন কী রেটে বিক্রি হয়েছে।
  • siki | 132.177.197.135 | ১৩ মার্চ ২০১৩ ০০:২২531685
  • এর পর আর কিছু নেই। অনেক রাতে, মানে প্রায় সাড়ে নটা নাগাদ শুরু হল ছৌ নাচের অনুষ্ঠান। শুরুটুকু দেখে, বইয়ের প্যাকিং বাক্স অ্যাসোসিয়েশনের লোকের কাছে জমা দিয়ে পালালাম বাড়ি।

    মেলা শেষ।

    ও হো, মাঝখানে দেখুন, বলতেই ভুলে গেছি, পটাশম্যাম বের করলেন তিনটি বইয়ের দুষ্প্রাপ্য সংকলন। একটি বাংলা, একটি ইংরেজি, একটি হিন্দি। প্রকাশক এনবিটি। এখন আউট অফ প্রিন্ট।

    লেখিকার নাম দেখে নিন।


    সেই পাঁচফোড়নের প্যাকেটও হস্তান্তরিত হল, সাক্ষী রইল বইমেলা। এ সব না বললে কি বিবরণ সম্পূর্ণ হয়?


    সাঁঝ আর হৃদিতার হৃদ্যতা।



    দিনের শেষে হাতে রইল হিসেবের খাতা এবং ... সিকি।
  • pi | 172.129.44.120 | ১৩ মার্চ ২০১৩ ০০:২৫531686
  • আরে ! ছোট্ট পরীর জন্মদিনের গপ্পো শুনতে চাই !
  • কৃশানু | 213.147.88.10 | ১৩ মার্চ ২০১৩ ০০:২৯531687
  • জ্জিও।
    কুমুদির বইয়ের কাভারটা দেখেই পড়তে ইচ্ছে করছে।
    সাঁঝ আর হৃদিতা কী মিত্তি কী মিত্তি।

    দুর্দান্ত ব্যাপার সব!!
  • raatri | 24.96.132.141 | ১৩ মার্চ ২০১৩ ০২:৫৬531688
  • কুমুদি,
    এ ক্ষী!!আমাদের এ সব কিচ্ছু বলো নি।একরাশ অভিমান আর তার কয়েক হাজার গুণ আনন্দ হল।

    দিল্লীর গুরুগণ,
    গুজ্জব অ্যান্ড ভালো বেওসা!!কিপিটাপ!!
  • Abhyu | 179.237.46.187 | ১৩ মার্চ ২০১৩ ০৫:০৬531689
  • আরিব্বাস। কুমুদির বই স্ক্যান হোক। হোক হোক!
  • | 190.215.7.239 | ১৩ মার্চ ২০১৩ ০৫:৫৬531690
  • দিল্লী বইমেলা র বিবরণ পড়ে আর ছবি দেখে খুব ভালো লাগছে। সবার মধ্যে এই সুন্দর বন্ডিং টা ফিল করতে পারছি।
  • কল্লোল | 125.241.85.19 | ১৩ মার্চ ২০১৩ ০৬:২৭531691
  • জয় হোক দিল্লী গুরুচন্ডালদের।
    কি রে কুমু - তুই তো ছুপা রুস্তম নিকলে - অ্যাঁ!
    ঐ বই স্ক্যান করে আপলোডানো হোক।
  • কল্লোল | 125.241.85.19 | ১৩ মার্চ ২০১৩ ০৬:৩০531692
  • শ্রাবণী আর সতীশজীকে শুভেচ্ছা।
  • | 190.215.7.239 | ১৩ মার্চ ২০১৩ ০৬:৩৩531693
  • হোক হোক।
  • kumu | 132.176.32.39 | ১৩ মার্চ ২০১৩ ১১:৫৪531694
  • ছাঃ চাঃ নিপাত যাক।
    এট্টু দাঁড়ান,মিটিনটার মুন্ডুপাত করে আসি।
  • de | 69.185.236.53 | ১৩ মার্চ ২০১৩ ১৩:২১531696
  • কুমুদির বইয়ের স্ক্যান্ড কপি না পেলে প্রতীকি অনশন করবো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন