এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫৪০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.25.86 | ২২ এপ্রিল ২০১৩ ০৯:৪৪531730
  • কাট ওয়ান।

    আজকাল ট্রেন এনকোয়্যারি সাইট দেখে কোন ট্রেন কত লেটে চলছে সেটা আগে থেকে জানা বোঝা অনেক সহজ হয়ে গেছে। হাজারবার ওয়ান থ্রি নাইন ডায়াল করে স্ট্যাটাস পুছ করতে হয় না। তো, রফিক যখন দিল্লি আসব আসব করছে, আমি তখন বাড়িতে বসে ট্রেন এনকোয়্যারি খুলে দেখছি কলকা মেল পঁয়তাল্লিশ মিনিট লেটে ঢুকছে পুরনো দিল্লি। আটটা পঁয়তাল্লিশের জায়গায় সাড়ে নটা।

    আগের দিনই সক্কাল সক্কাল ওল্ড দিল্লি স্টেশন রেকি করে এসেছি, পার্কিং কোথায় সব দেখে এসেছি, তাই আটটা কুড়ি নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলায়।

    ওল্ড দিল্লি পৌঁছে দেখলাম লেটের পরিমাণ বেড়ে হয়েছে পৌনে দু ঘণ্টা, এবং সাড়ে নটার বদলে কালকা মেল আসবে সাড়ে দশটায়। ... তো সে যাই হোক, গুরুর দর্শন পেতে গেলে লোককে কত কষ্ট পোয়াতে হয়, ওল্ড দিল্লিতে দু ঘণ্টা কাটানো তো সে তুলনায় কিসুই না।

    ট্রেন অবশেষে ঢুকল এগারোটা বাজতে দশে। রফিকের সাথে দেখা হল, এক গাল হেসে আমার হাতে তুলে দিল গুরুভর্তি ব্যাগ, কাবলিদা খুব যত্ন করে বিগ শপারে প্যাক করে দিয়েছে।

    ওল্ড দিল্লির সঙ্গে ইস্ট দিল্লির যোগাযোগ ব্যবস্থা এখন পুরো মাখন হয়ে গেছে। কী সব ঘ্যামা ঘ্যামা ফ্লাইওয়ে বানিয়ে দিয়েছে রে, এইখান দিয়ে সেইখান দিয়ে উড়ে উড়ে হঠাৎ দেখি বাড়ির কাছের রাস্তায় চলে এসেছি।

    জাস্ট পঁচিশ তিরিশ মিনিট। বাড়ি এসে পৌঁছলাম এগারোটা চল্লিশে। আর কিছুক্ষণ পরেই তারিখ হয়ে যাবে সতেরোই এপ্রিল।
  • siki | 132.177.25.86 | ২২ এপ্রিল ২০১৩ ১০:১৮531731
  • কাট টু।

    উইকেন্ডে চক্রাতা যাবার প্ল্যান কেঁচিয়ে গেছে দুদিন আগে। তাই সক্কাল সক্কাল লাঞ্চ করে ফেললাম, দুটোর মধ্যে পৌঁছতে হবে বসন্ত কুঞ্জ কালীবাড়িতে। সে জায়গা খুব কাছে নয়। দক্ষিণ দিল্লিরও দক্ষিণ প্রান্তে। সকালবেলা কালীবাড়ির উদ্যোক্তা ভদ্রলোককে ফোন করে ডিরেকশন জেনে নিয়েছি।

    এইমসের সামনে দিয়ে আসার সময়ে টের পেলাম দিল্লিতে কতগুলো নিউজ চ্যানেল আছে। পাঁচ বছরের মেয়েটির চিকিৎসা চলছে এখানে। মেন রোড চোক করে দাঁড়িয়ে আছে অন্তত পঞ্চাশটা ওবি ভ্যান, কয়েকশো প্রতিবাদকারী প্ল্যাকার্ড হাতে, দিল্লি পুলিশ এবং ব্যারিকেড।

    এর পর আইআইটি, জে এন ইউ, মাস কমিউনিকেশন প্রভৃতি ল্যান্ডমার্ক ছাড়িয়ে যখন বসন্ত কুঞ্জ কালীবাড়িতে পৌঁছলাম তখন বাজে দুটো বাজতে পাঁচ।

    ছোট্ট উঠোন, ম্যারাপ ঘেরা, চারদিকে গোল করে টেবিল রাখা, সবচেয়ে বড় টেবিলটা অতি অবশ্যই আনন্দ পাবলিশার্সের, ছিল দিল্লির একটি বইয়ের দোকানের স্টল, ত্রিপুরার এক পাবলিশিং কোম্পানির স্টল, কলকাতার এক ইমিটেশন হার দুলের স্টল, এবং সৌরাংশু - রোহন কুদ্দুসের সৃষ্টিসুখ। পেছনের দিকে ইয়াব্বড়ো দৈর্ঘ্য প্রস্থ নিয়ে একটা মিষ্টির দোকান।

    গুরুচন্ডালির জন্য কোনও টেবিল নাই।

    আমি বইভর্তি বিগ শপার নিয়ে ভ্যাবলার মত দাঁড়িয়ে আছি, উদ্যোক্তা এসে বললেন, আপনি এই এনার (সৌরাংশুকে দেখিয়ে) সাথে টেবিল শেয়ার করে নেবেন?

    বাঁচাল সৌরাংশু। পাশে একটা আরও ছোট টেবিল, এই দুফুট বাই দেড় ফুট সাইজের, তার ওপরে একটা হারমোনিয়াম রাখা, সাইডে একটা পেডেস্টাল মাইক্রোফোন। সেই টেবিলটা দেখিয়ে উদ্যোক্তাকে বলল, ওকে এই টেবিলটা দিয়ে দিন না।

    উদ্যোক্তা হাতে চাঁদ পেলেন। ঠিক আছে, উদ্বোধনী সঙ্গীতটা হয়ে যাক, এই টেবিলটা আপনি নিয়ে নেবেন।

    আমি আস্তে করে টেবিলের সামনে বিগ শপারটা রেখে দাঁড়ালাম পাশে।

    সোয়া দুটোর সময়ে একজন মাইক চালু করে হ্যালো হ্যালো করলেন, এইবারে উদ্বোধনী সঙ্গীত গাইবেন কালীবাড়ির এক প্রবীণ সদস্য। বিরাশি বছরের এক বৃদ্ধ হারমোনিয়ামের সা-পা টিপে অত্যধিক কাঁপা কাঁপা আর বেসুরো গলায় আগুনের পরশমণি গাইলেন।

    আমি আশায় আছি, এইবারে কেউ হারমোনিয়ামটা সরাবে আর আমি বই রাখব। কিন্তু কেউ আমাদ্দিকে দেখলও না। এইবারে উদ্বোধন করবেন অমুক। ... একজন এসে প্রদীপের একটা দিক জ্বালালেন। এবারে উদ্বোধন করবেন তমুক। তিনি প্রদীপের আরেকটা দিক জ্বালালেন। ... এমনি করে চারজন বৃদ্ধ বৃদ্ধা প্রদীপের চারদিক জ্বালিয়ে উদ্বোধন করলেন। কালীবাড়ির ছোট্ট উঠোন তখন কালীবাড়ির বয়স্ক সদস্যতে ছয়লাপ। আর কেউ আসবে না নাকি?

    ইতিমধ্যে একজন এসে সবাইকে জিজ্ঞেস করে গেলেন, আপনি কি শুরুতে কিছু বলতে চান?

    (চলবে)
  • siki | 132.177.25.86 | ২২ এপ্রিল ২০১৩ ১১:৩৩531732
  • না বাপু, বলাবলি আমার পোষাবে না, আমি আগে টেবিল চাই। তা কে কার কথা শোনে। কাকেরা পরীদের বেদানা খেতে ব্যস্ত, আমি দাঁড়িয়ে একপাশে, টেবিলে হারমোনিয়াম, বক্তৃতা শুরু হল। সব বয়স্ক লোকজন, আর স্টল দেওয়া বিভিন্ন লোকজন। ত্রিপুরার স্টলের লোক, সৃষ্টিসুখ থেকে সৌরাংশু, মানে বসন্ত কুঞ্জ কালীবাড়ির প্রথম বইমেলার অ্যাটেম্পটের জন্য যত রকমের ভালো ভালো কথা বলা উচিত, সবাই বিভিন্ন ধরণের বাংলা ভাষায় তারই ব্যাখ্যানা করল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছি, আড়চোখে দেখলাম, ঘড়ির কাঁটা তিনটে ছুঁয়েছে। মাইকের ছেলেটাকে বলেকয়ে একটু আগে হারমোনিয়ামটা সরিয়েছি, কিন্তু কাপড় তো পাততে হবে! কেউ আর কাপড় পেতে দেয় না। উদ্যোক্তকে দু বার বলে ফেলেছি, তিনি আশ্বাস দিয়েছেন এই বক্তৃতাগুলো শেষ হলেই উনি কাপড়ের ব্যবস্থা করে দেবেন।

    সোয়া তিনটেয় ধৈর্যের বাঁধ ভাঙল। হাল্কা কড়া গলায় উদ্যোক্তাকে বললাম এবার কাপড়টা পেতে দিন টেবিলে। উদ্যোক্তা এবারেও তুমুল অবজ্ঞার সাথে বললেন, এই তো, বক্তৃতাগুলো শেষ হোক না ...

    আমি এবার বেশ কেটে কেটে বললাম, দাদা, সবাই বসে পড়েছে, আমি এখনও ব্যাগ খুলতে পারি নি। দুটো থেকে শুরু হবার কথা, এখন সোয়া তিনটে বাজে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা করছে।

    কাটা-কাটা কথার জয় সর্বত্র। কাপড় এল, ঝালর এল, টেবিল সাজানো হল, আমি বই সাজানো শেষ করলাম, আর বক্তৃতার সিরিজ শেষ হল, সাড়ে তিনটেয়।

    প্রথম এলেন কালীবাড়ি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। বন্দরের সান্ধ্যভাষা হাতে নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, নিশিকান্ত হাওলাদারের কোনও বই নেই তোমাদের কাছে, না?

    আমি গুরুচন্ডালির স্পেশালিটি নিয়ে চাট্টি জ্ঞান বিতরণ করার আগেই উনি মাথা নেড়ে নেড়ে বললেন, বন্দর এলাকার অপরাধ জগত নিয়ে উনি দারুণ বই লিখেছেন। দিল্লিরই লোক। এই রকমের পাতলা না, মোটা বই লিখেছেন উনি ... আচ্ছা, আমি আসি এখন, বিমলবাবু ডাকছেন, আমি পরে আসব, হ্যাঁ?

    লাকিলি, উনি আর আসেন নি। তবে ঘোরাফেরা করেছেন সর্বক্ষণই। কিন্তু আর কেউ আসে না কেন? চারটে বাজল, পাঁচটা বাজল। সেই একই বয়স্ক মুখগুলি উঠোনে এদিক থেকে ওদিক যায় আর ওদিক থেকে এদিক আসে। মাঝে লাইব্রেরির লোক এসে বই কিনে নিয়ে গেল। একশো আশি টাকার বিল কেটে খাতা খুললাম।

    এদিকে কী অস্বস্তি! লোক একজন দুজন যাঁরাই আসছেন, দূর থেকে দেখে মনে হচ্ছে, একদম আমার দিকেই তাকাচ্ছেন। আমি উৎসাহিত হয়ে বই হাতে নিচ্ছি, আর সে লোকজন কাছে আসতেই দেখছি অ্যাকচুয়েলি আমার দিকে নয়, আমার পেছনে মিষ্টির দোকানের দিকে তাকাচ্ছে আর সেখানে গিয়ে সিঙাড়া জিলিপি খাচ্ছে।

    সৌরাংশু এসে জিজ্ঞেস করল, জিলিপি খেয়েছো? আমি হেসে বললাম, না। সৌরাংশু বলল, একেবারে খেও না। অ্যালবিনো জিলিপি। ভাজেই নি, ভেতরগুলো কাঁচা।

    ছটার একটু আগে এল নেতাই রুবি। আর ওরা আসতেই ধড়াদ্ধড় শুরু হল বিক্রি।

    সোয়া আটটায় যখন ফাইনালি পাততাড়ি গুটোলাম, বিক্রি হয়েছে পুরো হাজার টাকার। প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স মন্দ নয়, তবে কালীবাড়ি থেকে একটাও মিষ্টির প্যাকেট দিল না। সেটুকু অন্তত দিলে মধুরেণ সমাপয়েৎ হত, এই আর কি।

    ছবিছাবাঃ



















  • kumu | 132.176.32.39 | ২২ এপ্রিল ২০১৩ ১৯:০৯531733
  • আহা,এগলাটি পড়ে গিয়ে সিকির বড় কষ্ট হয়েচে।নেতাই-রুবির মুখও এমন বিমর্ষ কেন?বিক্কিরি তো ভাল হয়েচে।
  • Abhyu | 118.85.89.109 | ১৭ জুন ২০১৩ ২৩:৩৮531734
  • আচ্ছা একটা কথা জানাই। কাগুজে গুরুর শেষ দুই সংখ্যা (২০১৩ ও ২০১৪-তে প্রকাশিত) আমার কল্যাণীর বাড়িতে পৌঁছয় নি। বলছি বলব করে বলা হয় নি আপনাদের। তার আগের সংখ্যাটি পেতেও অনেক ঝামেলা হয়েছিল - প্রচুর মেল ইত্যাদি (আর আমার সাবস্ক্রিপশন ফুরিয়ে যায়নি বলেই আমার ধারণা)।
  • Abhyu | 118.85.89.109 | ১৭ জুন ২০১৩ ২৩:৪১531735
  • *(২০১২ ও ২০১৩-তে প্রকাশিত)
  • π | ১৯ ডিসেম্বর ২০১৩ ০০:৩২531736
  • এবারের বৈষ্ণবঘাটা-পাটুলি বইমেলায় গুরুচণ্ডা৯ র টেবিল রয়েছে। চলবে ২৫ শে ডিসেম্বর অব্দি। থাকছেন দীপাদি, লামাদা-হুতোর মা, লামাদা। বাকিরাও যে পারবেন, চলে আসুন।
  • Biplob Rahman | ২০ ডিসেম্বর ২০১৩ ১২:৪৫531737
  • @পাই, @ সিকি,

    ঢাকায় অমর একুশে বইমেলায় কাগুজে গুরু’র জন্য গুচ’র লেখক ফিরোজ আহমেদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। “সংহতি” নামে ওদের একটি মান সম্মত প্রকাশনা সংস্থা আছে।

    এছাড়া ঢাকার বন্ধু “শুদ্ধস্বর” এর আহমেদুর রশিদ টুটুল ভাই ও মোল্লা সাগর ভাই তো আছেনই।

    আপনারা প্রত্যেককে এখনই ফেবু ইনবক্সে টোকা দিয়ে রাখুন। অনুরোধ রইলো।

    চলুক।
  • Biplob Rahman | ২০ ডিসেম্বর ২০১৩ ১২:৪৭531738
  • পুনশ্চ: আসিফের লেখা কি এবার চটি আকারে বেরুচ্ছে? অভি দা’র ভূমিকাপত্র লেখার কি হলো? আপডেট জানালে খুশী হবো। :)
  • π | ২১ ডিসেম্বর ২০১৩ ১১:১৬530473
  • হ্যাঁ, বেরোচ্ছে।
  • Biplob Rahman | ২২ ডিসেম্বর ২০১৩ ১৫:১৭530474
  • বাহ। খুব ভালো। শুনে প্রীত হলাম। শাবাশ গুরু! :)
  • Lama | 213.99.211.19 | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:০২530475
  • বৈষ্ণবঘাটা-পাটুলি বইমেলাঃ

    আমি মাঝে মাঝে ঢুঁ মারছি। দীপাদি কনস্ট্যান্ট। মা প্রত্যহ ঘন্টা তিনেক।

    কাল একবর্ণ বাংলা না জানা এক প্রতিবেশীকে একটা গুরু বেচলাম- বাড়ি গিয়ে পড়ে অনুবাদ করে দিয়ে আসব এই শর্তে। আরেকজন বললেন 'তুমি নাকি লেখো? একদিন পড়তে দিও তো তোমার লেখা।' তাঁকেও একখানা বেচে দিলাম- পাড়ায় ল্যাখক বলে একটু ইসে হলে মন্দ কি
  • ranjan roy | 24.99.228.213 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:৪৭530476
  • বাক আপ লামা!!!
  • | 127.194.87.107 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:১৮530477
  • অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি; লামা উইল টেন্ড টু সুমেরু !ঃ))
  • siki | 135.19.34.86 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৬:২৮530478
  • লিটিল ম্যাগ মেলার একটা হাল্কা বিবরণ হবে না এখানে?
  • π | ০৬ জানুয়ারি ২০১৪ ১৭:৩৯530479
  • আপাতত সময় ও অন্যান্য চাপে ঃ(
    বইপত্তর সব প্রেসে যাক আগে। সামরানদি বা অন্য কেউ লিখুন ততক্ষণে।
  • π | ১১ জানুয়ারি ২০১৪ ০৯:২৮530480
  • আজ থেকে নন্দন বইমেলা শুরু । দুপুর দুটো থেকে আটটা। গুরুচণ্ডা৯ র টেবিল থাকছে। যে যে পারবেন, চলে আসুন !
  • | 127.194.82.236 | ১১ জানুয়ারি ২০১৪ ১৩:২২530481
  • আচ্ছা আমার একটা সাজেসন আছে। প্রত্যেক বার বইমেলায় দেখেছি কে কবে আসবে সেটা নিজে দের মধ্যে জানা না থাকায়।কিছু কিছু দিন প্রচুর স্বেচ্ছাসেবী। আর কিছু কিছু দিন সামরান,সুমেরু,পাই ,ইশেন এই রকম ক জনের ওপর চাপ।

    কে কবে কবে আসতে পারবএ এবং টেন্টিটিভ লি কখন সেটা আগে আমরা যদি জানিয়ে দি তাহলে আমি এক পিস রোস্টার তৈরী করে দেবো।
  • siki | 132.177.100.220 | ১১ জানুয়ারি ২০১৪ ২০:৫৩530482
  • নয়ডা বইমেলার প্রথম দিন সেশ হল। একটুর জন্য দু হাজার টাচ করে নি আজকে।
  • PT | 213.110.246.230 | ১১ জানুয়ারি ২০১৪ ২২:০২530484
  • যাদব্পুরের বইমেলা বন্ধ করে দেওয়া হলো। ব্রাত্য বললেন "দেখছি" আর শাঁওলী বললেন "কিছুই জানিনা"!!
  • সিকি | ১২ জানুয়ারি ২০১৪ ২৩:৩২530486
  • নয়ডা বইমেলা শেষ হল। দুদিনে মন্দ বিক্কিরি হয় নি। তিন হাজারের একটু বেশিই হয়েছে মনে হল।







  • π | ১৩ জানুয়ারি ২০১৪ ০০:০০530487
  • নন্দনে দিব্বি ভালো বিক্রিবাটা চলছে। আমাদের টেবিল নং ৩৭০, রবীন্দ্র সদনের দিকের গেটের কাছের লাইনে।
  • kumu | 69.178.38.168 | ১৩ জানুয়ারি ২০১৪ ১২:৫৭530488
  • হোমস সাহেব স্বয়ং বই বিক্কিরি কচ্চেন,এমন বেবস্থা করে দিইচি।আর কী চান আপনেরা??
  • π | ১৪ জানুয়ারি ২০১৪ ০০:০৫530489
  • নন্দন মেলায় হুহা বিক্কিরি হচ্ছে। কেউ কেউ এমনও জানাচ্ছেন যে শুধু গুরু কেনার জন্যেই মেলায় এসেছেন !
    গুরুর অনেকেই কোন না কোনোদিন আসছেন, ছোটখাটো ভাট হয়ে যাচ্ছে।

    আরো কিছু ছবি ঃ https://www.facebook.com/shyaja/media_set?set=a.10152186238461823.1073741832.521136822&type=1
    সামরানদির তোলা।
  • anirban | 208.128.193.186 | ১৪ জানুয়ারি ২০১৪ ০১:২০530490
  • ছবিগুলো অন্য কোনো সাইটে দে না। Flickr এ দে। ফেসবুকে তো দেখতে পাচ্ছিনা।
  • ঈশান | ১৪ জানুয়ারি ২০১৪ ০১:২৯530491
  • কাগুজে গুরু, নেট গুরু। ফেবু গুরু, অলরেডি তিনপ্রকার গুরু হয়ে গেছে। এবার ফ্লিকার গুরু চাইলে আর খেলবনা। :-)
  • anirban | 208.128.193.186 | ১৪ জানুয়ারি ২০১৪ ০৭:১৩530492
  • শুধু ছবির জন্যে। আমার ফেবু নাই যে।
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৪ ০৯:০৯530493
  • নয়ডা বইমেলায় দুদিনের বিক্রি প্রায় পাঁচ হাজার টাকা।
  • π | ১৪ জানুয়ারি ২০১৪ ২৩:২৩530495
  • বিক্রিবাটা আজও খাসা। সামরানদি, সুমেরুদা, সুমিতদা তো ছিলোই, নতুন এক চণ্ডাল শুরু থেকে শেষ অব্দি প্রচুর কাজ করেছে। নাম অর্পণ, এবারে 'আমার যৌনতা'র দ্বিতীয় সংস্করণে ওর লেখা থাকছে, স্বনামে।

    রোজই নানাবিধ বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে, আর লেখা হয়ে উঠছে না। তবে আজকের এটা না বলে আর পারলাম না। দু'দিন আগে নবম শ্রেণীর এক ছাত্র রিসেশন গুরু আর মলয় রায়চৌধুরীর উপন্যাস নিয়ে গেল। আমরা ভাবলাম, এই বোধহয় সর্বকনিষ্ঠ গুরু ও চটি ক্রেতা। আজ আসলো পঞ্চম শ্রেণীর এক কন্যা। তার মা'কে ধরে গুরুর টেবিলে নিয়ে এসে, খুঁজে খুঁজে। গতবার স্টল থেকে বেছেবুঝে 'পাশবিক' গুরু নিয়ে গেছিলো, সেটা এবং গরুর রচনা পড়ে তার নাকি এত ভাল লেগেছে যে আবার গুরু কিনতে চায়। সব পড়েটড়ে 'কোন এক ' কিনলো, আর কিনলো, আজ্ঞে হ্যাঁ, খাণ্ডবদাহন। তার নাকি ওটার প্রথম পাতা পড়ে খুব ভালো লেগেছে !! তার আগে সুমেরুদার সাথে আমার বাজি হয়েছিল, ওর খাণ্ডবদাহন ভালো লাগবে কিনা, এই নিয়ে। চ্যালেঞ্জটা হেরে গেলুম।
    তবে এই জেনেরেশনে এমন বাংলা পড়ুয়া দেখে সত্যি ভালো লাগলো।
    ছবি পরে দেবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন