এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫৪১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 135.19.34.86 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৪০530629
  • বোঝাই যাচ্ছে, আমি থাকাকালীন তাপস খাপ খোলার সুযোগ পায় নি। নইলে এই লেভেলে অপপ্রচার করে? আমি নাকি একদিনের জন্যে এসচিলাম? বলে গুনে গুনে পাঁচ দিন স্টল সামলেছি, চিল্লিয়েছি, বোষ্টম ঠাকুরের সাথে ছবি তুলিচি -
  • তাপস | 233.29.204.178 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৪৫530630
  • উইকডেকে মেলায় দিন ধরা হয় না। কলকাতা বইমেলা আসলে তো ৪ দিনের। দুটি শনি ও দুটি রবি । ব্বাস !
  • সিকি | 135.19.34.86 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৪৯530631
  • গোলপোস্ট! golaposT!!

    :-D
  • তাপস | 233.29.204.178 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৫৭530632
  • ইদিকে দুটো বাজল এখনো কোনো কুমীরের সাড়া নাই ! কী জানি, ২ ১৫ নাগাদ ফোনিয়ে দেখব । সন্ধেবেলা চেল্লাতে যাব। করা জানি এব্দেল টি শার্ট বেচবে - মারামারি হলে ঠেকাতে হবে, সোমনাথ বলে রাখল ! ঠেকানো আবার কী, ক্যালাকেলি করতে হবে !
  • sumeru | 127.194.2.17 | ১২ জানুয়ারি ২০১৫ ১৪:১০530633
  • এরা কি এখানেই চেঁচানি প্রাকটিশাচ্ছে!
  • তাপস | 126.202.210.213 | ১২ জানুয়ারি ২০১৫ ২৩:২৬530634
  • আজ কহতব্য কিছু নেই তেমন । শুধু প্রকাশকালের পর থেকে একদিনে সর্বাধিক বিক্রির রেকর্ড করল বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি । দু খানা । বাঁধাই'য়ের ভুল ধরা পড়ল। আর সুমেরু আমাকে ফুঁসলে অফিস থেকে মেলায় নিয়ে গিয়েছিল সাড়ে ৩ টের সময়ে, সেকথাও বলে রাখা ভাল। আর সব্যসাচীবাবু আর অবন্তিকাকে একবার বলল - এনাকে আমাদের পরাবাস্তবের গল্প দেখাও। দুজনে প্রচুর খুঁজছে যখন, আমি ইশারায় বারণ করি, সুমেরু বলে, ওই কুলদ রায়ের বইটা । কেউ কারাগার দেখলেই তাকে আমার ৭০ দেখতে উত্সাহিত করা যে কর্তব্যের মধ্যে পড়ে, কিম্বা মহীন দেখলে গীতিকাব্য, নবীনরা বোঝেন না। একটি অল্প বয়সী ছেলে - গুরুর ফেবু ফলোয়ার, শুভদীপ গাঙ্গুলি এসেছিলেন, এসেছিলেন সৌমেন সান্যালও । সৌমেন এসে আমার জন্যে দাঁড়িয়ে থাকলেন, বেশ কিছুক্ষণ কথা হলো। মিঠু আসেননি । করসেবা দিয়ে গেলেন পাভেল । রৌহীন যাদবপুর থেকে এসে পৌঁছল একদম শেষ মুহূর্তে, জয়ের গন্ধ তার শরীর থেকে ম ম করে ছড়াচ্ছে, দূর থেকে পাওয়া যায় । এসেই বলল, আমাকে খাওয়াও, ও-ও আজকের অনশনের সাথী ছিল। কিন্তু আমি তখন বই গোছাচ্ছি, তাই ওকে একাই যেতে হল, এই খারাপ লাগাটা থেকে যাবে । তার আগে সুমেরু আর আমি ভিসির খবর পাওয়ার পর দুজন দুজনকে জড়িয়ে থাকলুম - পাই ফোং করে আমাদের সেলিব্রেট করতে বলল, আমি প্রস্তাব দিলাম যে বইয়ের উপর মদের বোতল খুলে পুরো মাল ঢেলে দেওয়া যাবে কিনা, এবং সম্মতি ! কিন্তু সে আর হলনি, দিন ফুরিয়ে গেল, সুমেরুর নিজের কেনা বইয়ের ব্যাগ শুদ্ধু সব বস্তা জমা দিয়ে দেওয়া হল মেলা দফতরে। খবর বলতে, আমাদের মত হেব্বি পণ্ডিতদের মুখে ঝামা ঘসে গতকাল রোববারের চেয়ে আজ সোমবার বিক্কিরি বেশি হল। তবে আমরা কিনা ইগো ছাড়তে নারাজ, তাই বলে যাই, যে আজ বিবেক স্যারের জন্মদিন উপলক্ষে ছুটির দিন ছিল - কাল আসলি উইকডে।
  • ranjan roy | 24.99.200.193 | ১৩ জানুয়ারি ২০১৫ ০০:১১530635
  • জীবনে অনেক মেয়েকে কথা দিয়ে কথা রাখা হয় নি।
    গুরুচন্ডালি ও স্ত্রীলিঙ্গ। তাই বহুবার স্টলের দায়িত্ব সামলানোর কথা দিয়েও রাখা হয় নি।
    ( শেষে 'লি' আছে না? যেমন মিতালি, গীতালি, চৈতালি, পত্রালি ইঃ)

    কিন্তু কালকে মাইরি যাচ্ছি। ২টো থেকে ৫টা। মাক্কালি! সব্যসাচীবাবুর সঙ্গে। ১৭-১৮ নং স্টলে বুড়ো ভাম হয়ে বসে থাকবো। এই প্রতিজ্ঞা , তবে মাঝে মাঝে কফি খাব ও খাওয়াবো। সিগ্রেট খাব না, বইয়ে যদি আগুন লাগে! মদ না। ক্যাশ মেমো লিখতে ভুল হতে পারে।
  • pi | 116.218.181.35 | ১৩ জানুয়ারি ২০১৫ ০০:১৮530636
  • রঞ্জনদা, নং মেইলে পাঠিয়েছি।
  • তাপস | 126.203.182.165 | ১৩ জানুয়ারি ২০১৫ ০০:২৩530637
  • রঞ্জনদা আমি যেদিন থেকে থাকব না, সেদিন থেকে যাওয়া শুরু করবেন? কিন্তু আমি কি এতই পাপী ? মনের অজান্তে তো পাপ নেই জানতাম :-(
  • শুভদীপ | 127.194.226.198 | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:২০530639
  • আম্মো যাদবপুর থেকেই গেছিলাম........... .বহিরাগত সাথী ছিলাম, সত্যি বলতে কি ব্যাপক খিদে পেয়েছিল......... তবে তখনো যুদ্ধজয় হয়নি, হলে মিষ্টির হাড়ি নিয়ে যেতাম...............
  • সিংগল k | 212.142.123.21 | ১৩ জানুয়ারি ২০১৫ ২৩:৩৪530640
  • শত্রু আর ঋণ জমিয়ে রাখতে নেই। ফেলে রাখলেই তারা সুদে আসলে বেড়ে যায়।
    মিঠুদির কাছে গত কয়েকবছর ধরে আমি ঋণী। ওনাকে গোটাপাঁচেক ফুচকা খাওয়ানোর ছিল। মানে...এখন অবশ্য আর মোটে পাঁচটা নেই, সুদে আসলে ফুচকারা সংখ্যায় অনেক। কিন্তু জমিয়ে রাখলে পাছে আরো বেড়ে যায়, সেই ভয়ে আজ বিকেলে গুটি গুটি গুরুচন্ডা৯ স্টলের দিকে গিয়েছিলাম। শুনেছিলাম মিঠুদিকে ইদানিং নাকি ওদিকে দেখা যাচ্ছে। কিন্তু আমার কপাল পশ্চিমবংগের চেয়েও মন্দ, যেমনকার ঋণ তেমনই রয়ে গেল, লাভ কিছু হল না। মিঠুদি ছিলেন না। ফুচকা মকুব হোক না হোক, আমার অন্তত একটা মোরাটোরিয়াম পাওয়া উচিত। আমার চেষ্টায় তো কোন ত্রুটি ছিল না।

    এদিকে সুমেরুদা কোন রিস্ক না নিয়ে দুম করে আমাকে একটা ফিস্ ফ্রাই খাইয়ে দিলেন। ফুচকার ব্যাপারে আমার বিটার এক্সপিরিয়েন্স থাকায় মিঠুদির মত সুমেরুদার সঙ্গে আমি আর "আজ আপনি খাওয়ান, কাল আমি খাওয়াব" জাতীয় কোন চুক্তিতে যাই নি।

    ফিস্ ফ্রাই আমি আশা করিনি বটে, তবে টেবিলের ওপর আরসালানের একটা গোব্দামত ডিব্বা আমি খুবই এক্সপেক্ট করেছিলাম। কিন্তু খুব হতাশ হলাম। একটা ছোট্টো মার্জারিনের ট্রান্সপারেন্ট কৌটোতে সুদু ক্যাশ্। নো ডিম্বিরিয়ানি। হতাশার সঙ্গে টেলিফোন বার করে ছবি তুলে নিলাম। নয়তো পাইদিদি বিশ্বাস নাও করতে পারেন। এক নং চিত্র দ্রষ্টব্য -


    গুরুর স্টল অবশ্য জমজমাটই দেখলাম। তাপসদা যেম্নি ভয় দেখিয়েছিলেন-টিকিটঘরের পেছনে বলে পাঠকের টিকিটি দেখা যাবে না, তেমনটি নয়। ২ নং চিত্র দ্রষ্টব্য-


    আর অন্যান্য স্টলের বিক্কিরিবাটা কেমন হল জানতে চাইবেন নিশ্চয়ই। ৩নং চিত্র দেখলেই ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে। আমি কিছু বলব না।

    পাভেলদারা গুটিয়ে গাটিয়ে উঠতে চাইছিলেন, কিন্তু সুমেরুদা বাধা দিলেন। কারন তখনো স্বগতালক্ষী গান গাইছেন - এমন অবস্থায় প্যাঁচা কি করে উঠে যায়!

    লক্ষীদেবীর গানটি ফুরুতে ফুরুতে পাভেলদা অবশ্য তাঁর ট্যাবলেট খুলে একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে দিনের হিসেব নিকেষ মিলিয়ে নিলেন। শোনা গেল সফটওয়্যারটি নাকি সারদার অ্যাকাউন্টস রাখার সফটওয়্যারেরই উন্নততর ভার্সন। বিশ্বাস না হলে নিজে মিলিয়ে নিন- চিত্র চার..


    ম্যালাসেষে ওমনাথদার কাছে ডিজিটাল পুস্তক সম্পর্কে শুনতে শুনতে মেট্রো করে সোজা বাড়ি।
  • m | 122.79.39.162 | ১৪ জানুয়ারি ২০১৫ ০০:০৭530641
  • সিঙ্গল ক,কাল থাকছি।সময় করে বিকেলের দিকে ফুচকাসহ আড্ডা হয়ে যাকঃ)
  • kumu | 132.161.27.168 | ১৪ জানুয়ারি ২০১৫ ০৯:২৭530642
  • মিঠু কলকাতায়? টিনটিনও?ভাল লাগল শুনে।
  • Lama | 213.99.211.133 | ১৪ জানুয়ারি ২০১৫ ১৪:০২530643
  • আজ একবার ঢুঁ মারতেও পারি। চেষ্টা করেগা
  • pi | 174.100.105.213 | ২০ জানুয়ারি ২০১৫ ০০:২৬530644
  • কোলকাতা বইমেলা ২৮ জানু থেকে ৮ ফেব। কেউ কলকাতায় হাজির এবং করসেবায় ইচ্ছুক থাকলে জানাবেন। এখানে বা অন্যভাবে। আর হ্যাঁ, ২৮ শের আগেও কাজকম্ম রয়েছে। আর, আর প্রাক-বইমেলা ভাট রয়েছে। ২৬ তারিখ।
  • h | 127.194.251.118 | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:১৮530645
  • ইপশিতা, আমি যাব। ভাটে না, দোকানে। দেখি কিছু কাজে লাগার চেষ্টা করবো। এখন আমার কাজে লাগার সম্ভাবনা আছে জানতে পারলেই কিছু কিছু শত্রুপক্ষ হাসাহাসি যাতে না করে সেটা তুই দেখিশ, নইলে আমি খচে যাব ;-)
  • d | 144.159.168.72 | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:২৬530646
  • আমিও যাব দোকানে। কোনও কাজেই লাগবো না, লাগার চেষ্টাও করবো না। সেরেফ আড্ডা মেরে চলে আসবো
  • h | 127.194.251.118 | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:৪৪530647
  • তুমি এইবার একটা কাম করো। বাংলাদেশের লেখক দের একটা তালিকা, যাদের বয়স ৪০ এর নীচে, মানে যাদের সম্ভাবনা বেশি, তাদের একটা তালিকা পাঠাও। আমরা পড়ার চ্যাষ্টা করি।
  • PI | 24.139.221.129 | ২৩ জানুয়ারি ২০১৫ ১৯:২৮530648
  • আরে হানুদা, হাসাহাসি দেখলেই অপ করে বকে দেব। কোন চিন্তা কোরোনা। চলে এসো ! একটা মেইলগ্রুপ হয়েছে, বইমেলার করসেবকদের নিয়ে, চাইলে তাতে যোগ করে দিতে পারি, না চাইলেও কোন সমস্যা নেই।
  • Abhyu | 85.137.10.10 | ২৩ জানুয়ারি ২০১৫ ১৯:৩৩530650
  • হ্যাঁ হানুদাকে নিয়ে কেউ হাসবে না। আমার ওকে ভারি পছন্দ হয়েছে (এমনিতেই আমার একটু গোলগাল, কিন্তু মোটা নয়, তাছাড়া সবটাই মাংসপেশী টাইপ লোক খুব পছন্দ, তার উপর হানুদা ভারি অমাইক, একটুও ঘ্যাম নেয় না)।
  • h | 213.132.214.156 | ২৩ জানুয়ারি ২০১৫ ২১:২৪530652
  • আর মেল গ্রুপ করিশ না। তবে মিঠু খুব অনুযোগ আর জোরাজুরি করছিলো যে সকলকে বিরিয়ানি না খোয়ালেই নয়, তাই আমাকে ঐটার সময় টা জানালেই হবে , আমি আগে পিছে কাজ করায় একটা মোটিভেসন পাবো;-)
  • Abhyu | 85.137.10.10 | ২৩ জানুয়ারি ২০১৫ ২১:২৪530651
  • name: byaang mail: country:

    IP Address : 233.227.138.57 (*) Date:23 Jan 2015 -- 08:54 PM

    হনুকে দেখলে কী হবে জানি না, এমনিতে তো হনুর লেখা পড়লেই আমি কুলকুলিয়ে হাসতে শুরু করি।

    name: h mail: country:

    IP Address : 213.99.211.18 (*) Date:23 Jan 2015 -- 09:02 PM

    দেখলে প্রচন্ড ভয়ে কাঁপার একটা চান্স আছে। আমাকে সকলে ভয় পায়। মেয়ের এক বন্ধু আছে, সে বলেছে, জাহান তুম্হারা পিতাজী কো প্লিজ বোলো স্কুল মে তুম্হারী মা কো ভেজনে কে লিয়ে, উনকো দেখকে মেরি মা রিক্সা সে গির গয়ী।

    তো আমার মেয়ে র প্রোফ্যানিটির ট্রেনিং প্রপার। বলেছে, মেরে পিতাজী বহুত বুড়া হায় উনকো সব লোক বোধিদাদা বোলতে হ্যায়, উনকা স্নোরিং শুনকে মেরি মা ভি গির গয়ী, তুম ইশকুল চেঞ্জ করো।
  • h | 213.132.214.156 | ২৩ জানুয়ারি ২০১৫ ২১:২৫530653
  • ওরে পাগল, নেওয়ার মত কিসু থাকলে কি আর নিতাম না রে পাগোল। ঘুষ আর ঘ্যাম স্লা লাইফে নেওয়ার চান্স ই পেলাম না।
  • h | 213.99.211.132 | ২৩ জানুয়ারি ২০১৫ ২১:২৬530654
  • *খাওয়ালেই
  • Abhyu | 85.137.10.10 | ২৩ জানুয়ারি ২০১৫ ২১:৩৫530655
  • মিতাদির পরে এই হানুদা আর একটা মাই ডিয়ার লোক, কাউকেই আপনি বলতে পারে না বেশিক্ষণ। তুমি থেকে তুইতে স্লাইড করে যায়। এই ডিসেম্বরেই

    আমার শ্বশুরমশাই - তো আপনি সেই ভাবেই ...?
    হানুদা - আর বোলো না, কি জ্বালা ...
  • ranjan roy | 24.99.231.202 | ২৩ জানুয়ারি ২০১৫ ২৩:৫৪530656
  • হানু আর দমু! মাইরি আড্ডা মারার এর চেয়ে ভাল কম্বিনেশন আর হয় না। আসছি। তবে কয়েকদিন ঘন্টা তিনেক কাউন্টারে বসে সিলিপ কাটবো। দুপুরের দিকে। কেউ কেউ বলেছে আমি একটু অপয়া! বসলে বিক্কিরি কম হয়। লোকে বই নেড়ে চেড়ে দেখে চলে যায়।
    ২৬ ভাটে আসতে পারি। সময় জানতে পারলেঃ
  • pi | 24.139.221.129 | ২৩ জানুয়ারি ২০১৫ ২৩:৫৬530657
  • রঞ্জনদা, তিনটে থেকে।
  • tapas | 126.203.193.123 | ২৪ জানুয়ারি ২০১৫ ০১:০৬530658
  • ভাটের টই দেখেন
  • সিকি | 131.241.127.1 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৯530659
  • এখানে এইবারে একটাও আপডেট নেই। গুরুর অ্যাকটিভিটি কি তা হলে ফাইনালি ফেসবুকেই শিফট হয়ে গেল?
  • তাপস দাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২৮530661
  • সাইট সাইটে চলে, মেলা চলে মাঠে
    ফেবু থেকে লোক জোটে কলিকাতা ভাটে
    করসেবা দিয়ে যায় ফেবু পাব্লিক
    এখানে লেখে না তারা/ ধিক শত ধিক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন