এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫৩৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 174.100.105.213 | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৪530696
  • অনেকে নানা সময়ে বলে যান, বিশেষতঃ বইমেলায় এসে বা মেইল করেন। সাইটে লিখতে নাকি অনেকেই সড়গড় নন, তাই দিয়েই দিলাম। মেইলে এসেছিল।

    'সুজনেষু ,
    গুরুচন্ডা৯ বইমেলা ২০১৪ যা আপনাদের স্টল থেকে এবার বইমেলায় সংগ্রহ
    করেছিলাম পড়া শেষ হল । পাঠ শেষে প্রতিক্রিয়া জানানো আমার অভ্যাস। সুন্দর
    মুদ্রন। অপূর্ব গেট আপ । বেশ যত্ন নিয়ে কাজ করেছেন আপনারা । ভাল লাগল ।
    কবিতায় যশোধারাদির ফেডেড জিনস এক অন্য মাত্রার - আগুনের অপেক্ষায় থেকে
    থেকে থেকে/ ছেলেরা ফেডেড জিনস , ধুয়ে যায় নোনতা জলীয়ে... । মিঠুন ভৌমিকের
    মধ্যবিত্ত , শুদ্ধসত্ত্ব ঘোষের জন্মদিন, সায়ন কর ভৌমিকের তবুও তোমার
    সঙ্গে থাকা , বিশেষ ভাবে উল্লেখের দাবি রাখে । রমিত, দোলনচাপা,
    শ্রীদর্শিনী এবং মলয়দার কবিতা পত্রিকার মান উন্নয়নে সহায়তা করেছে ।
    গদ্যে ঈপ্সিতা পাল ভৌমিকের ইমন নতুন প্রকরণের লেখা । সাবাস জানাই সৈকত
    বন্দ্যোপাধ্যায় ,রঞ্জন রায়, রূপঙ্কর সরকারের লিখনরীতিকে ।
    শুভেচ্ছা সহ- বিপ্লব গঙ্গোপাধ্যায়।'
  • সায়ন কর ভৌমিক | 172.136.192.1 | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৬530697
  • এইটা কোন সংখ্যা? এই প্রথম সায়ন কর ভৌমিকের লেখা কোথাও প্রকাশিত হল কিনা, তাই আমি খুবই আপ্লুত, তার ওপর আবার একজন প্রশংসাও করেছেন, কিন্তু কবিতারা (আরে কবিতা ভেবেই তো লিখেছিরে বাপু, ছাপাও যখন হয়ে গেছে অস্বীকার করে তো লাভ নেই) যেহেতু কুমীরছানার কিংবা হিজবিজবিজের মত পরিচয় বা নাম বিষয়ে ইনকন্সিস্টেন্ট তাই ঠিক কোনটাকে যে তবুও তোমার সঙ্গে থাকা বলে চালিয়েছিলাম কিছুতেই বুঝতে পারছিনা ঃ(
    অন্তত মলাটটা চিনতে পারলে তার সঙ্গে ম্যাপ করে খুঁজে দেখা যায় আরকি।

    আর পোস্টটার জন্যে পাইকে ধইন্যবাদ। পদ্য ছাপা হয়েছে, হুঁ হুঁ বাওয়া, যাকে বলে পাবলিশড কবি।
  • pi | 24.139.221.129 | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০৪530698
  • ঃ)

    'সবাই যখন লিখেই ফেলছে সব
    সাজিয়ে দিচ্ছে নিদ্রাকাতর রোদ
    হোঁচট খাচ্ছি শব্দের যোজনায়
    কমতি পড়ছে দৃশ্যের গুণতিতে......

    চেনা চেনা ঠেকছে ? ঃ)

    কভারঃ

    এটাও বোধহয় চেনা চেনা ঠেকার কথা। প্রচ্ছদশিল্পীঃ সায়ন কর ভৌমিক।
  • pi | 24.139.221.129 | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০১:০৪530699
  • সায়ন কর ভৌমিক | 172.136.192.1 | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১৬530700
  • ও আচ্ছা থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ -চিনতে পেরেছিঃ)
  • কুমু | 132.161.240.105 | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৬530701
  • হ,আমারো য্যান মলাটখান চেনা ঠ্যাকতাসে--
  • Nina | 83.193.157.237 | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৩530702
  • এই যো পাবলিশড কবি আমার কপি কই? অটোগ্রাফ সহিত?
  • পাবলিশড কবি | 82.209.12.191 | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৭530703
  • নিনাদি, আমি নিজেই এই সংখ্যাটা দেখিনি যেঃ)
  • ন্যাড়া | 172.233.205.42 | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৯530704
  • বলি আমার কবিতার প্রশংসা-টশংসা কিছু হল? কেউ কিছু বলছে না কেন?
  • kumu | 11.39.34.142 | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৮530706
  • পেয়েচি খুঁজে ,দিবসে যে ধন হারায়েচি -ঈঃ।
    নীনা বা অন্য কেউ এই সংখ্যাটির পদ্য বা অন্য কোন পাতা চাইলে স্ক্যানিয়ে মেলিত করে দেব।
  • Kaju | 131.242.160.210 | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৬530707
  • পুরোটা দেয়া হোক হুতোদার পদ্য-টা।
  • হুতো | 172.136.42.1 | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৮530708
  • আরে আমার পদ্য নতুন কিছু নয় কিন্তু, গুরুর কোন টইয়ে অলরেডি আছে।
  • nina | 83.193.157.237 | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৭530709
  • আহা কুমু বিনে জীবন বেথা
    অ কুমু পিলিজ আমাকে হুতো সংখ্যা ,মেলিয়ে দাও
  • pi | 192.66.15.42 | ১৮ এপ্রিল ২০১৫ ১৬:৫০530710
  • আজ আর কাল চেন্নাইয়ে বেঙ্গলি এ্যাসোসিয়েশন পরিচালিত বইমেলায় গুরু থাকছে, সৌজন্যে প্রকল্পদা।
  • S | 109.27.138.238 | ১৮ এপ্রিল ২০১৫ ১৬:৫৩530711
  • আমাদের জন্যে এক আধটা ছবি চিপকাবেন পিলিজ।
  • pi | 192.66.15.42 | ১৮ এপ্রিল ২০১৫ ১৬:৫৫530712
  • চেন্নাইয়ে টি নগরে।

    S, কীসের ছবি ?
  • S | 109.27.138.238 | ১৮ এপ্রিল ২০১৫ ১৬:৫৭530713
  • স্টলের।
  • pi | 132.163.59.123 | ১৪ মে ২০১৫ ০১:১৪530714
  • কলেজ স্কোয়ারে গিল্ডের মেলায় গুরুর বই আছে উবুদশ ও দুর্বার ভাবনার স্টলে। মেলা চলবে সতের অব্দি।
  • k | 212.142.118.139 | ১৪ মে ২০১৫ ১৭:০৯530715
  • ইউনিভার্সিটির উল্টোদিকে কলেজ স্কোয়্যারের মেন গেট দিয়ে ঢুকেই ডানদিকে হল দে'জ এর স্টল, যেখানে দিদিসাহিত্য ঢেলে বিকোচ্ছে। সামনে পুলিশ প্রহরাও দেখলুম। এমোন কটমট করে তাকাচ্ছিল যে ছবি তোলার সাহস হল না।
    গুরু শুনলাম উবুদশে আছেন। সুলভ কম্প্লেক্সের পাশে জায়গা পেয়েছে গাংচিল।

    গাংচিলের পাশেই উবুদশ।

    পাইদিদি যে মেলায় নেই সে বোঝাই যাচ্ছে। কারন সুলভ কম্প্লেক্সের গায়ে একটিও গুরুর পোস্টার নেইকো। দরকারী পোস্টারের মধ্যে শুধু এইটা সাঁটা -
    http://postimg.org/image/5ifne7npb/
  • abantika | 126.202.200.36 | ১৫ মে ২০১৫ ০০:৫৫530717
  • খেপে গেলে কী না হয়! মানুষ কন্সটিটিউশন-কে ইনস্টিটিউশন বলে চেঁচায় l নিজে না ফেস করলে জানতেও পারতাম না l তবে এ হেন গর্হিত কাজের জন্য পাই পরোক্ষভাবে হলেও, দায়ী l অহমিয়া ভাষায় ক্ল্যাসিকাল গেয়ে যতই ও আমার মন ভোলানোর চেষ্টা করুক, পরের বার দেখা হলে আমি ওর নাক ভেঙে দেব l দেবই দেব l আর যারা আমাদের ব্যক্তিগত ভাবে চেনেন তাঁরা কিছুতেই অবিশ্বাস করতে পারবেন না যে, যেখনে শোষক আমি ও শোষিত পাই, সেখানে এমন ঘটনা ঘটানোর জন্য আমায় বিশেষ কসরত করতে হবে না l 8-)

    স্থান- কল্যাণী আইটিআই মোড় l সময়- শনিবার বেলা বারোটা l বিয়ের আগে যা ঘটেনি, সাড়ে ছ’বছর পর যদি তাই ঘটে কার না গা পিত্তি জ্বলে l দুজন বন্ধুকে ফোন করে তিনটে হোটেলের নাম জানতে পেরেছিলাম l তার মধ্যে যেটা সবচেয়ে পপুলার, মানে গীতাঞ্জলি, সেটায় ঘর ফাঁকা ছিল না l আমি ও তোপসে ট্রেন থেকে নেমে অটোরিকশার স্ট্যান্ডে দাঁড়ালাম l অটোওয়ালা বললেন, দুপুরবেলা অফরুটে রিজার্ভ না করলে গাড়ি যাবে না l অগত্যা... ওদিকে তুষারদা সকাল থেকে বার আষ্টেক তোপসেকে ফোন করে ফেলেছেন, ইফ নট মোর l অটোরিকশায় চেপে মিনিট সাতেকের রাস্তা অতিক্রম করে বীতরাগ গেস্ট হাউসের (ধরা যাক) সামনে নামলাম l সকালে ফোনে জানানো ছিল, হোটেলের লোক বলেছিলেন ঘর খালি আছে, এলে পেয়ে যাবেন l রিসেপশনে বছর সাতাশ আঠাশের একটি ছেলে বসে l ফোন করেছিলাম, জানাতে, ইনকামিং কললিস্ট দেখে নম্বর মেলালো l তারপর আইডেনটিটি প্রুফ দেখতে চাইলে তোপসে নিজের ভোটার আইডি বার করে দেখালো l ছেলেটি খুব নিরীক্ষণ করে ছবির তাপস আর রিয়েল তাপসকে যত মেলানোর চেষ্টা করছে, ক্রমশই ব্যাটার ভুরু কুঁচকে যাচ্ছে l কম সে কম বিশ বছর আগের ছবি তো হবেই l এবার ছেলেটি আমার দিকে তাকিয়ে জিগ্গেস করল- আপনার?
    তাপস: ওর কেন লাগবে!
    হোটেলগাই: লাগবে লাগবে l
    আমি: ঠিক আছে, নিন l (বাক্যি ব্যয় না করে বার করে দিলুম, অলরেডি তুষারদার ফোন দুবার মিসড কল হয়ে গেছে l)
    হোটেলগাই: আপনি ওনার কে হন?
    আমি: ওয়াইফ l
    তাপস: আমার স্ত্রী, বিয়ে করা বউ l
    হোটেলগাই: দাশ... আর... পাল!!!
    (মনে হলো কেউ ক্র্যাবনেবুলা থেকে ঠেলে ফেলে দিয়েছে)
    আমি: তাতে আপনার কী!
    হোটেলগাই: এরম হয়না l
    আমি: মামদোবাজি নাকি! ইয়ার্কি পেয়েছেন! (গলা চড়ছে, দুপুরের তাপমাত্রার মতো সাঁই সাঁই করে)
    হোটেলগাই: হবে না হবে না l যান l
    আমি: হবে না কেন, লজিক দিন l
    হোটেলগাই: টাইটেল চেঞ্জ করা নেই l পারব না l
    আমি: আপনি তো মশাই ইন্ডিয়ান ইনস্টিটিউশন নিয়ে প্রশ্ন তুলছেন!!! জানেন আমি কী করতে পারি!
    তাপস: ছাড় l চল l বেচারা হাম্পু খেয়েছে নিশ্চয় l (পকেটে আবার তুষারদা)
    আমি: না না এটা অ্যালাউ করা যাবে না l
    হোটেলগাই: ওসব অনেক দেখেছি l যা খুশি করুন l
    (তোপসের একহাতে বই ভর্তি ট্রলি, অন্যহাতে আমাকে প্রাণপনে টেনে বের করার চেষ্টা করার চেষ্টা করছে)
    আমি: (কোমলি ভি ছোড়নেওয়ালি নহি) আমি ছেড়ে দেব নাআআআআ- এই দেখুন আমার হাতে নোয়াআআআআ-
    এ কী দৃশ্য! নাকি বন্য! আধ ঘন্টার ড্রামা শেষ হলে এক টোটোওয়ালা ওই তৃতীয় হোটেলটায় নিয়ে গেলেন যার নাম আহেলী l টোটোওয়ালা আবার ক্যালকুলাসের নাতজামাই l তাপস যত বলে- আহেলী যাব, লোকটা ততই জবাব দেয়- আরে দাদা কাহেলী নয়, আহেলী l তাপস বলে- আরে আহেলীই তো বলছি l লোকটা আবার বলে- না না কাহেলী নয়, আহেলী আহেলী l ধুর বাবা l রোদ্দুরে এদিকে আমার সোনার অঙ্গ কাহিল হওয়ার জোগাড় :-3 অবশেষে নির্ঝঞ্ঝাটে আহেলীতে ঢুকে দু’গাল ভাত আর লঙ্কাভাজা দিয়ে মাখা আলুসেদ্ধ পেটে পড়তে খেয়াল হলো, সংবিধানের ইংরিজি কন্সটিটিউশন l এদিকে দু’দিনে, আট ঘন্টায় বই বিক্কিরি হলো নামমাত্র l
    অব আপ হি বাতাও, নাক ভাঙতে চাওয়ার ইচ্ছেটা জাস্টিফায়েড কিনা l :l
  • aranya | 154.160.98.92 | ১৫ মে ২০১৫ ০৮:০০530718
  • কল্যাণী-তে এতগুলো হোটেল তৈরি হয়েছে !
  • সিকি | ১৫ মে ২০১৫ ১০:০৮530719
  • উফফ! মাইরি পবঙ্গে ক্যানো এরম হয় মাইরি!
  • | ১৫ মে ২০১৫ ১০:১৩530720
  • এই হোটেলগুলোর নামে নেমিং এন্ড শেমিং চালু করলে কেমন হয়?
  • sosen | 24.139.199.11 | ১৫ মে ২০১৫ ১১:১৬530721
  • প্রশ্ন হচ্ছে, বিয়ে করা বউ না হলেই বা কেনো থাকতে দেবে না? আই কার্ড তো নিচ্ছেই।
  • সে | ১৫ মে ২০১৫ ১১:৩২530722
  • ইরাণেও একই সিস্টেম।
  • pi | 24.139.221.129 | ১৫ মে ২০১৫ ১১:৩৭530723
  • অবন্তিকা, আমার তো এমনিই নাক ভাঙা, তার উপর আবার ভাঙবে কিনা একটু রিকনসিডার করলে হয়না ? ঃ(
  • বিয়ে করা বউ না হলেই বা কেনো থা | 118.171.159.41 | ১৫ মে ২০১৫ ১১:৫৯530724
  • প্রস্টিটিউশন, মধুচক্র ইত্যাদি এখনো আইন স্বীকৃত নয় বলে। পুলিশ রেইড করবে।
  • Tim | 101.185.15.252 | ১৫ মে ২০১৫ ১২:০৩530725
  • পিয়া কা ঘর সিনেমাটা মনে পড়ে গেল, এই কদিন আগে দেখছিলাম। ঃ-))
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১২:১৪530726
  • নেমিং শেমিং করে কতটা লাভ হবে বুঝতে পারছি না। কারন আমি শিওর বহু লোকেরই মনে হবে হোটেল এক্ষেত্রে ঠিক কাজ করেছে। বিয়ের পর পদবী না বদলানোও একটি অপরাধ বলেই গন্য হবে।

    কিন্তু কথা হল - এ ব্যপারে কোন আইন নেই? ভারতীয় স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যেমন পদবী বদলানো আবশ্যিক নয়। কাজেই কেউ যদি সেই ব্যাপারে চাপ দেয় তাহলে সেটা আইনকে অবমাননা করা। হোটেল কোন গ্রাউন্ডে ঘর দিতে রিফিউজ করতে পারে সেই নিয়ে আইন আছে কোন?
  • Tim | 101.185.15.252 | ১৫ মে ২০১৫ ১২:১৭530728
  • ডকুমেন্ট দেখাতে হবে তো। পাসপোর্ট বা সিমিলার ডকুমেন্টে বিয়ের প্রমাণ দেখালে মনে হয় কিছু বলার থাকেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন