এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫৩৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | 131.242.160.210 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৫১530662
  • মাছিদের টাইপ করতে শিখিয়ে দেয়া উচিৎ।
  • তাপস দাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০২530663
  • সে তো মেলায় গুরুর স্টলও চিনে নেয়া উচিত ! লাও তো বটে কিন্তু আনে কে?
  • Kaju | 131.242.160.210 | ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫৬530664
  • একুবাউ, মাছিদের ভনভনানি ডিকোড করে প্রাসঙ্গিক আপডেট ফিল্টার করার বিষয়ে কোনো আইডিয়া দিতে পারেন?
  • pi | 132.163.30.45 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৫530665
  • Ishan | 24.96.39.152 | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৮530666
  • ইকি আমি আপডেট দিচ্ছিনা বলে কোনো আপডেটই নাই?
  • সিকি | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৩530667
  • সবাই ফেসবুকিশ হয়ে গেছে। এই সাইটটা এবার তুলে দিলেই হয়।
  • s | 127.194.16.70 | ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৯530668
  • সত্যিই!!
  • pi | 132.163.13.59 | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৯530669
  • রৌহীনের পোস্ট। প্রথমদিনের পোস্টটাও খুঁজে পেলে দিয়ে দেব।

    'নগর কলকেতার সেই এক্কেরে পূবপ্রান্তে মিলনমেলা৷ সেখেনে পাবেন আগমার্কা খাঁটি ৫০৮ নং গুরুচন্ডাঌ৷ আর তার সঙ্গে ফাউ হিসাবে পাচ্ছেন একটা আস্ত বইমেলা৷ প্রোলোগ আগেই সারা - এবার আগে আগে দেখো হোতা হ্যায় কেয়া৷ গুরুতে যে কি হয় আর কি না হয়৷ কখনো গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে তো কখনো তুমি যা জিনিস গুরু আমিই জানি আর শিলাদা জানে৷ কখনো গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেবো মহেশ্বরো আবার কখনো বায়্গুরু দা খালসা বায়গুরু দা ফতেহ৷ তা এহেন মহাগুরুর দিনপঞ্জিকা লেখা সুকান্ত হলে পারতো - এ অধম কলমচীর কম্ম নয়৷ সাড়ে বত্রিশবার কলম ভাঙবে৷তার চে' একটু উঁকিঝুঁকি মেরে সস্তায় বাজীমাত করাটাই মনে হয় স্বাস্থ্যের পক্ষে স্বাস্থ্যপ্রদ৷ জয়গুরু৷
    গুরুর স্টলের আশেপাশে যদি পৌঁছতে পারেন তো প্রথমেই (এবং শেষেও) যেটা চোখে পড়বে তা হল ছ'ফুট দু-ইঞ্চির বৃষস্কন্ধ এক শালপ্রাংশু মহাভূজ৷ সেই মহাপুরুষকে তালব্য শ'য়েরা "মুকুজ্জে" নামে ডেকে থাকে৷ বাঙালীর নর্থ পোল৷ তাঁর 'আসুন আসুন' গর্জনে মেদিনী প্রকম্পিত৷ গুরুর স্টলে কোন মশা নেই৷ মশারা ভয়ে এদিক মাড়াচ্ছে না - পাছে বিক্রী হয়ে যায় এই ভয়ে৷ তবে খাটিয়া তো একজনে বয় না - বাহক বাহিকার অভাব নাই৷ এরকম আরেকটি শক্তপোক্ত কাঁধের মালিক (থুড়ি 'মালকিন') এক ফুটফুটে পাইকিশোরী৷ এমনিতে সাত চড়ে তার রা কাটে না কিন্তু শেষে যদি রা একবার দেয় তো পাগোল পা ছেড়ে ধরে পথ পাবে না৷ পিসি ল্যাপটপ নিয়ে ঘোরেন৷ টিপিন বাসকে রুটি থাকে৷ আর থাকে আলুভাজা৷ কিন্তু আলুতে কোন দোষ নেই মোটে৷ তিন নম্বর কাঁধটি যার তিনি বীচ৷ উঁহু আই টি নয় ই এ - পুরো ইয়ে ব্যপার৷ শিকাগোর বন্দ্যো - আকাশ বাতাস ডেকোরেটর সবের গায়েই পান টক টক গন্ধ৷ তবে বইমেলা গড়ালেই আর টক টক থাকে না কো - চেটে মিষ্টি করে দিতে পারেন৷জনশ্রুতি তিনি এমনিতে গম্ভীর লোক কিন্তু গুরুদেব লোক তো তাই গম্ভীর থাকতে পারেন না৷ এথিকস এ বাঁধে৷ চার নম্বর কাঁধের মালিক অন্তঃপুর লেখিকা৷ তাঁর হাতের রান্না খাবার সুযোগ যদি না-ই পান তো অন্ততঃ হাতে কাটা বিলটি অবশ্যই সংগ্রহ করুন৷ বইএর যৎসামান্য দাম মিটিয়ে বিলটি নিয়ে ভালোভাবে পরখ করে দেখুন - উল্টে দেখুন, পাল্টে দেখুন, তারপরে ব্যাগে পুরুন (এটা লম্বকর্ণ পালা নয়)৷পরের বার বইমেলায় এক্সচেঞ্জ অফার পাবেন কি না সেটা তার পরের বার বইমেলার আগেই জানিয়ে দেওয়া হবে৷
    মিঠু স্টিকার সাঁটতে ওস্তাদ৷ পুরো বইমেলায় এত ভালো স্টিকার আর কেউ সাঁটতে পারবে না - গ্যারান্টি৷ চ্যালেঞ্জ নিবি না শালা - ভাবাবেগে বেগ এসে যাবে৷ এদিকে গুরু হল ছাপার ভুলে ওস্তাদ৷ কোয়ান্টিটেটিভ ভুল নয় - কোয়ালিটেটিভ৷ আর ওস্তাদের মার তো সব সময়ে শেষ রাতেই হয়৷ বই ছাপবে আমার , ভূমিকা হবে তানিম রাজুর৷ তা এমন বিপদে কে আর আছে রক্ষাকর্তা মিঠু 'দি' ছাড়া? তোমার চরণে আজি দিও ঠাঁই, তারও ছবি চাই - মিঠু গো বলো কবে কফি খাবো? কফি খেতে গেলেই অবশ্য গুরুর আরেক পিলারের কথা চলে আসে - সে আবার নিজেকে বলে ব্ল্যাক প্যান্থার৷ মাইরি, এত ফর্সা ব্ল্যাক প্যান্থার আমি তো কোন ছার বারাকবাবুও বাপের জন্মে দেখেনি শিওর৷ দশ না কুড়ি কটা যেন হাত - তাই দিয়ে বইমেলা - পি এইচ ডি - হোক্কলরব সব সামলাচ্ছে৷ মাথায় প্যাঁচালো কিলিপ, ঠোঁটে লিপিস্টিক - তবে আধা৷ বাকি আধা পাবেন কফির কাপে অথবা সিগারেটের নিতম্বে৷
    ক্রমশঃ -
  • Rouhin Banerjee | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫০530670
  • 28-01-2015 update:

    বইমেলা 2015৷
    প্রস্তুতি হিসাবে গতকালের ভাটে যে হারে শুয়োর উড়েছে তাতে বেশ চেগে গেছে জ্যেনগ্যেন৷ আজ দুক্কুরবেলায় গুটিগুটি পায়ে মিলন মেলায় পৌঁছনো গেল৷ 1 নং গেট দিয়ে ঢুকে বহুদূর হেঁটে গুরুর স্টল তো খুঁজে পাওয়া গেল - আগে দু-চারটে ধম্মো-বিষয়ক স্টল দেখেই বুঝেছিনু গুরু বেশী দূরে নয়৷ অন্য গেট দিয়ে প্রায় একই সময়ে ইপ্সিতা, সৈকতদা আর মিঠুদি'র প্রবেশ৷ মনটা খুশী খুশী৷ প্রথম সিগারেট জ্বলল৷
    ইদিকে স্টলের যা ছিরি! সবজেটে হলদে রঙ দিয়ে মোড়া - কেঠো কেঠো গোটা ছ'য়েক তাক - এক দিকের দেওয়ালে শুধু বাঁশ৷ শ্রী মধুসূদন তাঁর মোবাইল ধারণ স্থগিত রেখেছেন৷ ইপ্সিতার হ্যান্ডসেটে ওই ক'টা নম্বর আবছা হয়ে গেল আজই৷
    একটা গাড়ি - মুকুজ্জে মশাই, সামরান আর নন্দিতার প্রবেশ৷ নন্দিতার স্নান হয়নি৷ মমতা তখন বক্তৃতা করছেন৷ মুকুজ্জেদা বললেন মুখ্যমন্ত্রী যদি 3 দিন স্নান না করে থাকতে পারেন ---- অতএব নন্দিতাকে গাড়ি থেকে ভূমিষ্ঠ হতে হল৷ প্রথম চা অভিযান৷ ইপ্সিতার ফোন অভিযান অব্যাহত৷ মাঝে 10 মিনিট গায়েব - যদি অলটারনেটিভ ডেকোরেটর পাওয়া যায়৷
    প্রথম চা চলতে চলতে ইপ্সিতার ফোনোলগ - 'আপনি দাঁড়িয়ে আছেন? আমরা গেটের সামনেই আছি - 4 নং গেট - ও আপনি ঢুকে গেছেন? ওই তাকগুলো দেখেছেন? ওগুলো এরেঞ্জমেন্ট সব চেঞ্জ হবে৷ পাশের দেওয়ালে একটা জানালা হবার কথা - ঠিক আছে আপনি দেখুন আমরা আসছি৷' ফোনটা কেটে "এবার দেবপ্রসাদ বাবুকে দেখি - ঈঈমাআআআ - আমি এতক্ষণ দেবপ্রসাদবাবুকেই ফোন করেছিলাম!!!" অগত্যা আবার ফোন৷ সৈকতদার স্বগতোক্তি 'ইপ্সিতা - ফোনে কথা বলতে হলে হাঁটাটা জরুরী নয়'৷ পিছন পিছন সবাই আবার স্টলে৷ হাসিহাসি মুখে দেবপ্রসাদ বিদ্যমান৷
    ইতিমধ্যে সামরান একটি মেয়ে ঠিক করে ফেলেছেন স্টেজ থুড়ি স্টল ঝাড়ু দেবার জন্য৷ সমস্যা হল তার ঝাঁটা নেই - শুধুই সদিচ্ছা সম্বল৷ তাতে কুলালো না৷ ওদিকে দেবপ্রসাদ বাবুর গাড়িতে নাকি ঝাঁটাও আছে (সম্ভবতঃ উনি পার্সি উইসলি'র বন্ধুস্থানীয়)৷ অতএব গাড়ির বুট থেকে গ্রন্থসম্ভার স্টলে সজ্জিত হলেন৷ তারপর বেরোল একটি পালকের ঝাড়ন৷ তার মালিক নিজ দায়িত্বে স্বহস্তে তার সদব্যবহারে ব্রতী হলেন৷ আমরা তৃতীয় সিগারেট ধরালাম৷ শুভজয়ের প্রবেশ৷
    ডেকোরেটরের প্রশ্নে হাল ছাড়া হয়নি মোটেই৷ ইপ্সিতার চার্জ (আরে মোবাইলের) শেষের দিকে হওয়ায় আমার ফোন থেকে চেষ্টা চালাতে গিয়ে দেখি একজন টেবিল নিয়ে আসছেন৷ কিন্তু তিনি শুধু টেবিলই জানেন৷ তাকের ব্যপারে কিছু জানেন না৷ দেওয়ালের ব্যপারে কিছু জানেন না৷ রঙের ব্যপারে কিছু জানেন না৷ ক্রমশঃ উপলব্ধি করলাম এরা সবাই সাঙ্ঘাতিক লেভেলের স্পেশালিস্ট - যে ঘরাঞ্চি নিয়ে এসেছে তাকে ঘরাঞ্চি ছাড়া অন্য কোন বিষয়ে প্রশ্ন করা চলবে না - ইত্যাদি৷ স্টলের সামনে লেবু-চা পাওয়া গেল৷
    এবার শুরু হ'ল তার কাটা (ক্রিয়াপদ - বিশেষ্য নয়), ফুটো করা (গুরুর পোস্টারে) আর ঢোকানোর (তার অবশ্যই) পালা৷ মাঝে আরেকবার চা'য়ের জন্য যাওয়া হল৷ ও, ইতিমধ্যে ঋতম আর অর্ঘ্যও হাজির৷ শুভজয় বেশ ভালো ছিঁড়তে পারে দেখা গেল (তার - বিশেষ্য)৷সমান মাপে৷ গরম চিনাবাদাম - সত্যিই 'চিনা' নামের মর্যাদা রেখেছে - সুগঠিত খোলা ভাঙতে পারলে বোঝা যায় ভিতরে তেমন কিছু নেই৷ দু'য়েকটায় নেই বললে অবশ্য মিথ্যে বলা হবে৷ সব চিনাই বাদাম কিন্তু সব বাদাম চিনা নয়৷ পাশের স্টল থেকে ইপ্সিতা একটা চেয়ার উঠিয়ে স্পেসিমেন কপি বসিয়ে টেবিলের অবস্থান চূড়ান্ত করল৷ আমার সিগারেটের স্টক ফুরালো৷ সৈকতদা'রও৷
    508 এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে এবার ছেয়ে দেওয়া হল গুরুর পোস্টারে৷ আর কেউ না দেখুক মুখ্যমন্ত্রী দেখবেনই৷ রবিবার পল্লবী ব্যানার্জী এলে সে-ও দেখতে পাবে৷ তাই বলে ভাববেন না এটা শুধুই ব্যানার্জী স্পেশাল - খোকাবাবু থেকে খোমেইনি, বারাক থেকে বাউ ভটচাজ - এমন কি বাংলার বাঘ - সবার জন্যই জনস্বার্থে এই পোস্টার৷
    এদিকে সব তো হল - এবার ফিরতে হয়৷ গেটের চাবি কে কে নেবে তার একটা তালিকা তৈরী হল - শেষে দেখা গেল একটাই চাবি আছে৷ যেহেতু শুভজয় সকাল সকাল আসবে তাই তাকেই চাবি দেওয়া হবে ঠিক হল - কিন্তু শুভজয় তো তখন বাসস্ট্যান্ডে৷ তবে বাসে তখনো ওঠেনি এই রক্ষে৷ সে দাঁড়ালো, আমরা চাবি মেরে আসছি৷
    কথাটা হ'ল চাবি দিতে দুটো জিনিষ লাগে - এক, তালা৷ দুই, দরজার হুড়কো৷ প্রথমটা থাকলেও দ্বিতীয়টিকে কোথাও খুঁজে পাওয়া গেল না৷ শেষে বোঝা গেল তিনি আমাদের মধ্যে নেই৷ ইপ্সিতার 10% চার্জের ফোন আবার সক্রিয়৷ “বেজে গেছে কখন” ----- 'হ্যালো, আপনি আছেন? এখানে তো দরজা নেই - মানে দরজা আছে তাতে তালা নেই - মানে তালা দেবার ব্যবস্থাই নেই৷ শুনুন শুনুন - দেখতে যখন আসবেন তখন একটা লক নিয়ে আসুন - এখানে লাগিয়ে দিলে হয়ে যাবে৷ আচ্ছা কতক্ষণে আসছেন? এক্ষুণি আসুন৷ আচ্ছা৷'
    বসে আছি পথ চেয়ে - সৈকতদা আর সামরানের সিগারেটের জোরে টিকে আছি বলা চলে - দেখি এক ভুজিয়া মিক্সচার বালা৷ সে আসলে জাতে ঘটি গরম - কিন্তু তার ঘটি হারাইয়াছে (নিজ স্বীকৄতিমতে)৷ শুধু তাই নয়, সে পথিক পথও হারাইয়াছে৷ অতএব কপালকুন্ডলে থুড়ি ই পাল ভৌমিক তাকে পথ দেখাইলেন৷ আমরা গলিহারা ঘটিহারার "ভূজিয়া মিক্সচারে" তৃপ্ত হইলাম৷
    কিন্তু তারপর কত লোকে এলো গেল - সবাই শুধু দেখে যায় - বুঝে যায় - আর বলে যায় এক্ষুণি আসছি৷ কেউ আসে না৷ কেউ কথা রাখে না৷ শেষে এলেন মেনেজারবাবু - আমরা গরম৷ গরম দেখে তিনি বললেন তাহলে যা পারেন করুন উপকার করতে এসেছিলাম, এত কথা শুনতে পারবো না৷ এতক্ষণের মৃদু আঁচ এবার জীবন্ত আগ্নেয়গিরি - প্রথম লাভা উদগীরণে সৈকত বন্দ্যোপাধ্যায় - "কোথায় যাবেন আপনি? উপকার কার করছেন?' ---- ইত্যাদি ইত্যাদি --- পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিস্প্রয়োজন৷
    প্রায় সিকি ঘন্টার উত্তাল আন্দোলনের পর গুরুর সমবেত চন্ডালগিরীর সামনে শত্রুপক্ষের সাময়িক নতিস্বীকার এবং দেওয়ালে লক স্থাপন৷ আর কিছু খুচরো কাজ বাকি - কিন্তু চন্ডালেরা আপাততঃ তালাটি মেরে শুভজয়ের হাতে সমর্পণ করে (ওহো, সে ইতিমধ্যে বাসস্ট্যান্ড থেকে ফিরে এসেছে শিডিউল্ড এপয়েন্টমেন্ট বাতিল করে) আমাদের আজকের মতো রণে ভঙ্গ৷ আসছে কাল আবার হবে৷
    জয়গুরু৷ জয় চন্ডাল৷
  • Rouhin Banerjee | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৯530672
  • পূর্ব প্রকাশিতের পর -

    পরকীয়ায় ব্যর্থ? পরস্ত্রী তাকাচ্ছে না? দীর্ঘাঙ্গীরা পাশে দাঁড়িয়ে ছবি তুলছে না? হতাশায় না ভুগে গুরুর স্মরণ নিন - রণে বনে বইমেলা প্রাঙ্গনে সর্বত্র বিশেষজ্ঞ চন্ডালেরা আপনার জন্য নিয়ে আসছেন অব্যর্থ মহৌষধ - পরস্ত্রী / পরপুরুষ বশীকরণ মহামন্ত্র৷ চটি পড়ুন ও পড়ান - চটি খাবার সম্ভাবনা নির্মূল করুন৷ চটি পড়ার অনেক উপকার - যেমন ধরুন গোপালের গেঞ্জি জাঙ্গিয়া পরলে গোপাল বেচারা কি পরে - কিন্তু চটি পড়ায় এরূপ কোনপ্রকারের রিস্ক নাই৷ আগামী বইমেলায় না হোক পরের কোন না কোন বইমেলায় ঠিক পেযে যাবেন গুরুর নতুন চটির বারি - "দু'জন লম্বা মেয়ের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলবেন কি করে?" আগামী মার্চ থেকে বইটির অগ্রিম বুকিং শুরু হচ্ছে৷ ধরুন কত মাউস ধরবেন৷
    গুরুর পিলারদের কথা হচ্ছিল - থুড়ি ওই খাটিয়া বাহকদের কথা আর কি৷ তা গুরু হল মাল্টিস্টোরিড - পিলারের কোন অভাব নেই - তাতে একটা এল দেবেন না দুটো তা ভানুবাবুকেই জিজ্ঞেস করুন গিয়ে৷ এখন এখানে একটা ভাইটাল পিলারের কথা হবে - তাপস পাল৷ ন্যা ন্যা - চন্দননগরের মাল নয় - ছেলে টেলে পাঠায় না৷ মানে ওই একবারে জোড়া পিলার হল গে আর কি - বুঝ সাধুজন৷ তবে ছেলে না পাঠালেই বা কি - তার দাপটে বাঘে হাতিতে এক ঘাটে জল খায় (বারলিন ঘাট) - খালি বিড়ালদের বশে আনতে কিঞ্চিৎ সমস্যা৷
    ইদিকে বইমেলা জমজমাট৷ কবীর সুমনের সঙ্গে দিদির সব মিটমাট হয়ে গেছে - মাঠে জাতিস্মরের গানে মাতোয়ারা৷ সিডি শেষ হলে অবশ্য আরো দু'টো সিডি গিল্ডের সংগ্রহে আছে - হেমলক আর নচিকেতা৷ অতএব বৈচিত্র্য নাই এমন দুর্নাম ছিপিয়েমও দিতে পারবে না৷ বইমেলায় স-অ-অ-অ-ব পাবেন - লাজীজের বিরিয়ানী বা পদ্মাপারের পুলিপিঠে - দুলালের তালমিছরি থেকে পিসি চন্দ্রের গয়না - বিকানীরের ভুজিয়া কিম্বা হেলথ কোর্সের প্রস্পেক্টাস, উইকিপিডিয়া থেকে জাতীয় কংগ্রেস - কী নেই! 34 বছরের অপদার্থ বামশাসনে যা করা যায়নি এবার তা-ও হয়ে গেল - বইমেলার বিসেস আকর্সন - বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে বাঁদর নাচ৷ স্টল ফল বন্ধ করে সে কী নাচ গো দাদা - ভাবা যায় না৷
    ভাগো বাংলার সামনে ভীড়ে ভীড়াক্কার (কি-বোর্ডটা গন্ডগোল করছে - বর্গীয় জ টা মাঝে মাঝেই কিভাবে যেন ভ হয়ে যাচ্ছে - হতচ্ছাড়া মার্কিন টেকনোলজি)৷ বেটা বাপকে শুধায় হাত উঁচু করে কারা দাঁড়িয়ে - বাঁটুলের গল্পের সেই বাচ্চু-বিচ্ছু নাকি? বাবা রেগে কাঁই - শিওর বিরোধীদের চক্রান্ত - দেখ বেটা এরা মামাসিমানুস (উফফ - কি বোর্ডটা নিয়ে আর পারা গেল না)৷ উদিকে আনন্দ আর দেজের সামনে লাইন লেগেছে যেন গ্যাসের কাগজ জমা দেবে - ভত্তুকি ফসকে যাবে নইলে৷ বাংলাদেশ প্যাভিলিয়নও বাঁদরামো সামলে আবার কেরোসিনের ডীলার৷ তবে বাঙালীর সমস্কিতি মনসকতা দেখতে হলে চলে আসুন স্টার জলসা কিম্বা জী বাংলায় - কি ভীড় কি ভীড় - এক্কে বলে বইমেলা৷
    শহরের এসব কোলাহল থেকে দূরে, যেমন প্রমিস করা গেছিল, নির্জন এক ফালি দ্বীপের মত স্টল নং 508 - ভাটের মহাতীর্থ৷ সেখানেও কি রঙ্গে কিছু কমতি আছে নাকি? হিন্দি কবিতার আসর হয়ে গেল - শুনতে শুনতে আমোদগেঁড়ে জনগণ প্রচুর আহ্লাদিত হলেন৷ বই উদ্বোধন - তা-ও হল - খাওয়াদাওয়া - তা-ও৷ পেয়ারা তুমি খাও? আনার্দানা খাও? ফুচকা চাট, কফি-কচুরী, তাও? ছোঁচা তুমি - টইপত্তর বিক্রি করো যাও৷

    আগামী সংখ্যায় সমাপ্য -
  • phutki | 122.79.36.145 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৭530673
  • গুরু কেমন অচেনা হয়ে যাচ্ছে। বাবা মা মেলায় গেল। স্টলে পাঠালাম। কিন্তু পাই ছড়া আর কারোকেই তো চিনি না। ভার্চুয়ালিও না। সোসেন, রাত্রিদি কেহ কোনো আপডেট দেয় নাই। তাই "ইপ্সিতা"র কাছে পাঠালাম। সে মক্কেল তখন স্টলে ছিলো না। নখদন্ত আর মরিচঝাঁপি কিনে দুজনে ফেরত। এসে বলল, "এবার যেন কেমন একটা। আগের বার খুব ভাল লেগেছিলো"।
  • সিকি | 125.249.13.82 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০২530674
  • হুঁ, এবার আমারও যাওয়া হয় নি। চিনবে আর কারে?

    কিন্তুক রৌহিন তো ফাটায়ে দেসে পুরো। রৌহিন, আরো কিস্তি চাই। চিয়ারাপ।
  • শিবাংশু | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪২530675
  • খুব ভালো হচ্ছে রৌহিন, একা কুম্ভ...
  • সিকি | 125.249.13.82 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৩530676
  • না, আশা করি বাকিরাও আসবে এইবার। কাল তো বইমেলা সেশের ঘন্টা বেজে গেছে। অ পাই ...
  • pi | 174.100.105.213 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৭530677
  • পাই চাপা পড়েছে।
  • I | 192.66.63.232 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৭530678
  • এবার হল না। সামনেরবার ঠিক যাবো ই যাবো।
  • :) | 127.194.193.130 | ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৩530679
  • কোথায়?
  • Nina | 83.193.157.237 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৯530680
  • পাইকিশোরী লিখবেনা? কোথায় কোথায় মাফলার লুটোলো? প্র্ত্যেকটা শাড়ী ও সাজ দারুণ
    আর সামসুমের লেখা কই?
    মিঠুর খুব কম ছবি উঠেছেঃ-(
    এবারে প্যাচা কেমন অন্যরকম দেখতে - শিল্পী কে?
  • Rouhin Banerjee | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪২530681
  • গুরুর স্টলে সব পাবেন৷ রোজকার ধম্মকম্মের জন্য "বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি" কিম্বা হাঁচি কাশি গলাজ্বালা বুকজ্বালা পটি বন্ধ সবের গাইডবুক "অসুখ সারান", গো-পালন (ভক্ষণ পড়লেন না তো?) বিষয়ক পরামর্শের জন্য "হাম্বা", হাইব্রিড চাষ বিষয়ে বুঝতে "বর্ণশংকর" বা পরম আধ্যাত্মিক ভাবে পূর্ণ "অরূপ তোমার ---", কুড়কুড়ে এস এম এস সমৃদ্ধ "আমার ৭০", ইতিহাস পরীক্ষার সাজেশন "লা জবাব দিললী", ছোটদের জন্য "শিন্টু রাজা ---", ইঞ্জিনীয়ারদের জন্য গাইডবুক "কাঠপাতার ঘর" - মানে এক কথায় বলা যায় আলপিন টু এলিফ্যান্ট ভায়া এলিফ্যান্টা - সব আছে৷ গুরুরা সব জানে - জানতে জানতে সবজান্তা গামছাওয়ালা হয়ে গেছে৷ আসুন, দেখুন, পড়ুন, জানুন - তারপর অন্য স্টলে চলে যান ফুচকা খেতে৷
    বইমেলা গইড়ে চলেচে৷ যেমন ভীড় বাড়ছে তেমনি খাওয়া৷ এমন কি বইও বিকোচ্ছে দেদার৷ কেউ লিটল ম্যাগে উইকিপিডিয়া খুঁজছে কেউ ভাষাবন্ধনের স্টলে ইংলিশ সাজেশন৷ নর্থ পোলের ক্যাম্পেনের আওতায় অন ডিউটি পুলিশেরাও আছে৷ রোজ অতিথিরা আসছেন৷ স্বামী-স্ত্রী, পরস্বামী-পরস্ত্রী, প্রেমিক-প্রেমিকা, অন্যের প্রেমিক-অন্যের প্রেমিকা, বাপ-বেটি, পিসী-ভাইপো সবাই আসছে যাচ্ছে, কফি খাচ্ছে ছবি তুলছে৷ যারা ছবি তুলতে পারছে না তারা বাড়ি গিয়ে ফেসবুকে স্ট্যাটাস তুলছে - খিস্তি মারছে৷ কমপ্লিট ক্যাকাফোনি৷ ন্যাকাফোনিও বলা যায়৷
    তাই বলে শুধু ন্যাকামি করলেই হবে? গানও তো গাইতে হবে? তাই গীটারে গীটারে গর্জন - ত্ফাৎ যাও হেমলক৷ "আরেকটা বাউল শোনান" বলার এর চেয়ে ভালো ময়দান আর কই? পনিটেল থেকে টাকে তেল সুরের সুড়সুড়িতে সবার সুরাসক্ত দশা৷ বাউল, কীর্তন, রবিবাউল, বিটলস, ভেঙ্গা বয়েজ সব চলবে - শুধু দাদা প্লীজ ওই হেমলক আর জাতিস্মর আপাততঃ দুমাস আর শুনতে চাই না৷ একের পর এক দিন ভেসে যায় গানে ভীড়ে বইবেলায় বইমেলায় - আড্ডা বা গান শেষ হয় যখন, বইমেলা বইমেলা মন কেমন৷
    এবাগে একবার দেকেচেন গুরুর অবস্থাখানা? এমন স্টলটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি৷ মাল্টিলেয়ারড ইউনিভার্স এর মতো এরও বহু লেয়ার একই সময়ে এক্সিস্ট করে৷ কোন লেয়ারে হয়তো আপনি দেখলেন বেলা সাড়ে তিনটেয় স্টলে জনা পাঁচ সাত লোক, তার জনা তিনেক বই কিনছে - আবার আরেকজন দেখলেন লোকই নেই - ফুচকা খেয়ে বাঁচা টাকায় যে কটা বৈ তিনি কিনলেন, সেটাই সারাদিনের বিক্রি৷ তবু কী উৎসাহ - সন্ধ্যে হতে না হতে সব হুলিয়ে ছবি তুলতে চলে আসছে - তাদেরকেও কেউ দেখছে কেউ দেখতে পাচ্ছে না - কেউ আবার ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছে না৷ হাইট অফ বহুমাত্রিকতা৷
    আর হাইটে উঠতে না উঠতেই ঘ্যাচাং - শেষের ঘন্টি৷ মিলনমেলা প্রাঙ্গন যেন দশমীর প্যান্ডেল৷ ভাঙবে - ভাঙছে - ভাঙলো৷ পড়লো৷ উঠলো৷ প্যান্ডেল না - বই উঠলো গাড়িতে৷ বইএর চোখ নেই তাই জল আসে না৷ মানুষের চোখ আছে কিন্তু হাসি আসে না৷ তবু হাসি৷ গাড়িতে ঠাসাঠাসি করে বসি স্লিপ ডিস্ক সামলে৷ খুব তাড়াতাড়ি পুনর্মিলনের প্রমিস - আরো অনেক না রাখা প্রমিস এর মত৷ কেউ কথা না রাখলেও বই রাখে৷ কথা রাখাতেই তার অস্তিত্ব৷ সব কথা তাই ধরা থাকে পাতায় পাতায়৷
  • TaCh | 81.252.246.44 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২০530683
  • বইমেলার ফোটো কই? লিন্ক দিন।
  • d | 24.96.172.217 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৪530686
  • *ছবি
  • d | 24.96.172.217 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৪530685
  • পাইয়ের লিঙ্কে ক্লিকিয়ে কেউ কোনও ছব ই দেখতে পাচ্ছ?
  • pi | 24.139.221.129 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৫530687
  • যাচ্চলে, দেখা যাচ্ছে না ?? তৃতীয়টাও ?
  • :) | 118.171.133.172 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৫530688
  • এতক্ষণ দেখছিলাম, এখনও দেখছি, অন্য ট্যাবে।
  • Ishan | 24.96.36.152 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪৯530689
  • মেলা মেলা মেলা, মেলা সেশ হয়ে গেল। যাদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে ধূলো মাখলাম অ্যাদ্দিন, তাদেরকে মিসাচ্ছি। ওসব কি আর ছবি দেখে বোঝা যায়?
  • Ishan | 24.96.36.152 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫০530690
  • আর রৌহিনের আপডেটটি খাসা হইয়াছে। :-)
  • dd | 132.167.137.171 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫১530691
  • রৌহীন তো দুর্দান্তো ল্যাখেন। তো হেথায় ল্যাখেন না ক্যানো ? পদ্য/প্রবন্ধো ? কিছু মিছু?
  • kd | 151.0.8.120 | ১২ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৩530692
  • গত রোববার (মেলাশেষে) রাত দু'টো অব্দি অপেক্ষা করে ফাইনালি হাল ছেড়ে শুতে গেলুম ৷ মেলা ফেরত বই/জিনিসপত্র কি কিছু আছে এ'বাড়িতে রাখার জন্যে? কেউ কি আমায় জানাবে?
  • sumeru | 127.194.4.160 | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪২530695
  • সব বিক্রি করে দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন