এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫৪০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.63.215.109 | ১৩ মার্চ ২০১৩ ১৪:৪০531697
  • আম্মো করবো। শুধু টুন্ডে কাবাব খাবো, সাথে পরোটা বিরিয়ানি কিচ্ছুটি না।
  • siki | 132.177.145.138 | ১৩ মার্চ ২০১৩ ২১:৪১531698
  • কেবল আমিই লিখলাম? আর কেউ কিছু লিখবে না?
  • শুদ্ধ | 127.194.227.110 | ১৪ মার্চ ২০১৩ ০২:২৮531699
  • শ্রাবণী, মান করলে? কিন্তু আমি ভেবেই লিখেছি গো! আমাকে কেউ মহাভারত নিয়ে বলতে বললে আমি ছড়িয়ে ছিটিয়ে একসা করি। জয়া মিত্র, আমাদের জয়াদিকেও আমি মহাভারত নিয়ে বলতে গিয়ে শেষে বলেছিলাম, 'বুঝলেন জয়াদি, আসলে ওই লিখছি তো, ওখানেই আছে সব।' হা হা হা হা হা হা...

    এ এমন এক মহা ব্যাপার যে সত্যি আমি থই পাই না মাঝেমাঝে। অন্য সব মহাভারতের জান-টান তোমরা। আমি শুধু একটা গপ্পো দিয়ে যাই। মূল মহাভারত, মানে যেটা গুপ্ত পিরিয়ডের কাজ সেটার একটা সেট বের করেছে অক্ষয় প্রকাশনী। দাম ১৩০০ মতন। দু খণ্ড। তার আবার সব নেই যা বুঝলাম। তো অনেকদিন হল আমার কাছে বই-টই সবিশেষ নেই নানা কারণে। বাকী বই-টই ছেড়ে দিলেও (ইতিহাস, ভূগোল, অর্থনীতি বা চিকিৎসা সংক্রান্ত, অস্ত্র, সমর বিদ্যা হ্যানো ত্যানো) , শুধু মাথার থেকে এক সঙ্গে নানা প্রাচীন ভারতীয় দর্শন, বেদ-পুরাণ-উপনিষদ চালানো সম্ভব না। বেদ, উপনিষদ খান কয়েক, পুরাণ কয়েকটা এখন আছে সংগ্রহে, তাই সেগুলো মাথাতেই এঁটে রাখার দায় কম! কিন্তু অনেক পুরাণ, অনেক উপনিষদ নেই-ও। মাথায় রাখতে হয়। আর ওই মূল মহাভারতটা। আমার-ও বয়স হচ্ছে। সব সময়ে চাপ পড়ে যায়। প্রথম খণ্ডটা কোনো রকমে ওই দিয়ে শেষ করেছি। কিন্তু ওই মহাভারতটি আমার কাছে নেই। শেষবার পড়েছিলাম ২০০৫ সালে, জাতীয় গ্রন্থাগারে আমার এক বন্ধুর সৌজন্যে। কেন না ওটা মাত্র ৪৩ খণ্ড। ওটাই এখন বিশ্ববাণী বের করছে, বা করেছে কিছুকাল হল, ওই এক মাত্র ৪৩ খণ্ডে, দাম মাত্র ১১০০০ টাকা মত। আমার বাড়িতে আলাদা চারটে র‍্যাক বানানোর চেষ্টায় আছি। কাঠকুটো সব জড়ো করেছি আজ। কাল থেকে চেষ্টা দেব কি করে বানিয়ে নেওয়া যায়। দু এক বন্ধু আশ্বাস দিয়েছেন তাঁরা ওই বই আমাকে পাওয়ার ব্যবস্থা দেবার জন্য লড়বেন। এবং বদলে তাঁদের উৎসর্গ পত্রে নাম চাই না। সে আশায় র‍্যাকটা অন্তত বানাই!! হা হা হা হা হা...

    তো এই মহা ব্যাপারে আমি সত্যিই খেই পাই না। তুমি যে লিখলে- ভদ্রমহিলা শেষে বললেন তুমি যখন বলছো তখন নিই ইত্যাদি, তার মানে আমার কাছে দাঁড়ালো যে তুমি কোনো একটা তন্ত্রী ওনার সত্যিই ছুঁয়েছ। নইলে নানা মহাভারত পড়া মানুষ আমার অর্বাচীন গ্রন্থটি কিনবেন কেন? আমি সেই আনন্দে লিখেছিলাম। ওই জায়গায় আমি থাকলে আমি কিছুই বলে উঠতে পারতাম না। বা বললে কয়েক ঘন্টা লাগতো। ফলে মার খেতাম খুব। সাক্ষী কলকাতা বইমেলা। আমি মহাভারত নিয়ে একটি কথাও কই নাই।

    তোমাকে মহা আনন্দে লিখলাম, আর তুমি মান করলে অশেষ দুঃখ পাব।
  • T | 24.139.128.15 | ১৪ মার্চ ২০১৩ ০২:৩২531700
  • ইয়ে, ব্যাঙ্গালোরে কার কাছ থেকে গুরুর বইপত্তর পাব?
  • pi | 172.129.44.120 | ১৪ মার্চ ২০১৩ ০২:৫৭531701
  • কল্লোলদার কাছে পাওয়া যাবে।
  • T | 24.139.128.15 | ১৪ মার্চ ২০১৩ ০৩:০০531702
  • কল্লোলদাকে কোথায় পাব? মেল, ফোন, অ্যাড্রেস, কিছু একটা?
  • pi | 172.129.44.120 | ১৪ মার্চ ২০১৩ ০৩:০২531703
  • palbhowmicki জিমেইল এ একটা মেইল করবেন ? দিয়ে দিচ্ছি।
  • T | 24.139.128.15 | ১৪ মার্চ ২০১৩ ০৩:১১531704
  • করেছি।
  • siki | 132.177.169.61 | ১৪ মার্চ ২০১৩ ০৯:১২531705
  • ভাবা যায়? শুদ্ধরও নাকি 'বয়েস হচ্ছে'। ওফফফ।

    মহাভারত নিয়ে আমরা বোধ হয় সবচেয়ে বেশি গলা ফাটিয়েছি। কনভেনশনাল মহাভারতের থেকে কীসে আলাদা এই মহাভারত, বোঝাবার জন্য ঘুরিয়ে ফিরিয়ে দুটি উদাহরণ দিয়েছি। বিদুরের স্ত্রীর সাথে পৃথার কথোপকথন, আর বিষ মিষ্টি খেয়ে অচৈতন্য ভীমকে ফেরত দিয়ে যাবার পরে বনচারীদের রাজতন্ত্রের সন্দেহপ্রবণতার থেকে বাঁচিয়ে দেবার চেষ্টা। ব্যস, তাতেই সবার তন্ত্রী টন্ত্রী ছোঁয়া হয়ে যাচ্ছে। হা হা হা হা ...
  • কল্লোল | 125.242.254.231 | ১৪ মার্চ ২০১৩ ০৯:৪৯531707
  • গলা ফাটানোর মতোই কাজ করেছে শুদ্ধ।
    আমার তো অসাধারণ লেগেছে শেষ দুই চ্যাপ্টার। কংসের বিরুদ্ধে অভ্যুত্থান। গর্গ-কৃষ্ণ-বলরাম - অসাধারণ কাজ।
    একমাত্র কর্ণাটকের এস এল ভৈরাপ্পার লেখায় (পর্ব) এর কিছুটা আছে, সেও অভুত্থানের পরের অংশ নিয়ে যেখানে মূলতঃ জরাসন্ধের সাথে সরাসরি যুদ্ধ এড়াতে কৃষ্ণ সিদ্ধান্ত নিচ্ছেন দ্বারকায় নিজেদের সরিয়ে নিয়ে যাওয়া।
  • শ্রাবণী | 134.124.86.101 | ১৪ মার্চ ২০১৩ ১০:০০531708
  • হায় রে, শুদ্ধ কী বুঝতে কী বুঝল। আমি মান অভিমান এসবের ধারপাশে খুব বেশী ঘেঁসিনা, মায়াপাতায় তো একেবারে না!
    আমার কথায় সেরকম কখনো কোথাও মনে হলে, ওটা ভাষার অপ্রতুলতা, সেই সমস্যা আমার আছে বই কী!
    আমি অবশ্য শমীকের কথামত গলা ফাটাইনি কোনো একটি বই নিয়ে, যখন যেমন মনে হয়েছে যে ক্রেতাকে তাকে তেমন করে বোঝাতে চেষ্টা করেছি, তার মত করে, আমার কী মনে হয় তা দিয়ে নয়!
    তোমার লেখা মহাভারত আমার ভালো লাগে তবে এখানে সেটা ইস্যু ছিলনা।
  • kumu | 132.176.32.39 | ১৪ মার্চ ২০১৩ ১৯:৫১531709
  • দিল্লী বইমেলার গল্প সিকি এত সুন্দর লিখেছে,আর বিশেষ কিছু বাকী নাই।তাও সামান্য একটু-
    ১।"শ্যামলদা কোন গানটা যে গাইলেন, কিছুতেই মনে পড়ছে না এখন। খুবই কমন গান" -আকাশ আমায় ভরল আলোয়,আকাস আমি ভরব গানে।সুরের আবীর হানব হাওয়ায়,নাচের আবীর হাওয়ায় হানে।
    আমার ভাল লেগেছে সিকির গলায় তোমাকে চাই আর সুমনের তবলা,মতান্তরে টিপিন কৌটো

    তবে সিকি গো,মেল বা এখানে গানের যে লিং দিয়েচ,তা খুলছে না তো।কোন গানটা আছে ওতে?
    ২।আগেই লিখেচি,মেলায় গিয়ে গুরুর সকলের ভালবাসা পেয়ে ও একসঙ্গে এত আনন্দ করতে পেরে শ্যামলদা একেবারে আপ্লুত,উলুতপুলুত।সেইথেকে গুরুদের সকলের কথাই বলে যাচ্চেন।আর শ্রাবণীর দেয়া উত্তরীয়র কথা কী আর বলি-এত খুশী হতে গত পঞ্চাশ বছরে বেশী দেখিনি।
    ৩।গুরুর প্রতিটি জোড়িই তো স্বর্গে তৈরী হয়েছিল-রুবি-নিতাই-,শ্রাবণী-সতীশ, রেশমী-সুমন,শমীক-স্বর্ণালী,দেখে চোখ জুড়োয়। রুবি সব চেয়ে ছোট,কিন্তু হাসিমুখে ঘন্টার পর ঘন্টা বিল লিখল,আর টুকটুক করে গুচ গছিয়ে দিল কতজনকে।
    ৪। হৃদিতার সঙ্গে অনেক সুখদুঃখের গল্প হল,তবে ওদের সঙ্গে কলকাতা যাওয়ার প্রস্তাবটা বিশেষ পছন্দ হয় নি বেচারার।একটি ছোট্ট ছেলে (আবৃত্তি করে প্রাইজ পেয়েছে,দাবা চ্যাম্পিয়ন)নকল কেল্লা শুনিয়ে গেল।পট্ট,তোমাকে আমরা মিস করেছি।স্বাগতা,তোমাকে ও মাকেও খুব আশা করেছিলাম ফোন করার চেষ্টাও করেছিলাম।

    ৫।বোলো তারে বোলো,এতদিনে ফোড়নটি এলো।রুবি,নেতাই ও আমার ফোড়নের প্যাকেট হাতে ছবি দেখেছেন তো?ও ফোড়ন খাওয়ার নয়,সারাজীবন রেখে দেয়ার।

    ৬।রেশমীকে বলে দিলাম ফরিদাবাদের উটেদের থেকে সাবধান থাকতে,উহারাই বড় হইয়া ডাইনোসর হইবে কিনা।
    ফরিদা,সেই টুপি মাথায় ক্রেতার ছবি?আর কাবলিদার বন্ধুকে আমি দেখিনি।
    শ্রাবণী,সিকি,সুমন,নেতাই ও আর সক্কলকেকে অনেক ধন্যবাদ-এত পরিশ্রম,উদ্যোগ ও ভালবেসে সমস্ত ব্যাপারটি সফল করার জন্য।
    আসছে বছর আবার হবে।

    পুনঃ-প্রতিটি ছবিতে কুমুর মুখে একটি হিজিবিজবিজ মার্কা ভীষণ কেবলি হাসি ঝুলে আচে ,কিন্তু ভাব্বেন্না সিটি পার্মেন্ট -এই এখনই যেমন কুমু উটি খুলে ব্যাগে রেখেচে।
  • kumu | 132.176.32.39 | ১৪ মার্চ ২০১৩ ১৯:৫৮531710
  • আকাশ আমি ভরব গানে।
    সক্কলকে-
  • siki | 132.177.73.122 | ১৪ মার্চ ২০১৩ ২০:০৫531711
  • হ্যাঁ হ্যাঁ, আকাশ আমায় ভরল আলোয়।

    শ্যামলদার গান বাকিরা শুনতে পাচ্ছেন? ভিএলসি প্লেয়রে চালাতে হবে কিন্তু।
  • কল্লোল | 111.63.203.157 | ১৪ মার্চ ২০১৩ ২২:১৭531712
  • অ্যারেই কয় গুষ্টিসুখ।
  • প্পন | 190.215.76.14 | ১৫ মার্চ ২০১৩ ০০:৫৩531713
  • কুমুদির বইয়ের স্ক্যান হোক, হোক। ক্ষী অসাধারণ কাণ্ড, আর কুমুদি অ্যাদ্দিন টের পেতেই দেয়নি!

    কমঃ রাজদীপকে এই প্রথম চাক্ষুষ দেখ্লাম। মানে ছবিতে। পুরো রুদ্দোনীল ঘোষ তো!
  • siki | 132.177.73.122 | ১৫ মার্চ ২০১৩ ০১:০৬531714
  • অ্যাকদম রুদ্দোলীল। তোমায় দেখলেই যেমন আমার রজতাভকে মনে পড়ে যায় :-)
  • pi | 78.48.231.217 | ৩০ মার্চ ২০১৩ ০৯:১৭531715
  • প্রতি মাসের শেষ শনিবার অ্যাকাডেমি চত্বরে লিটল ম্যাগ মেলা শুরু হয়েছে। গত মাসে হয়েছে। আজ আবার হবে।
    গুরু থাকছে ।
  • a x | 138.249.1.202 | ৩০ মার্চ ২০১৩ ১০:০২531716
  • আরে ছোট্ট পরীর কী হল? শিগ্গির শিগ্গির স্ক্যান চাই!
  • siki | 132.177.158.228 | ৩০ মার্চ ২০১৩ ২১:৫৪531718
  • *** একটি জরুরি ঘোষণা***

    আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে কিছু গুরুচন্ডালির চটি কাবলিদার বাড়ি (ভবানীপুর) থেকে নিয়ে রাজারহাটে একজনের কাছে হস্তান্তরিত করতে হবে, বিদেশে পাঠানোর জন্য।

    কলকাতায় কেউ কি এই কাজটুকু করে দিতে পারবে? একেবারে ভবানীপুর না হলেও কোনও মেট্রো স্টেশন পর্যন্তও পৌঁছে দেওয়া যাবে, যদি সেখান থেকে রাজারহাটের ঠিকানা পর্যন্ত পৌঁছে দেবার বাকি দায়িত্বটা তিনি নেন / সে নেয়।

    কেউ রাজি থাকলে আমাকে বা কাবলিদাকে যথাশীঘ্রসম্ভব মেল করতে অনুরোধ করছি। আমার মেল mukherjee.samik জিমেল।
  • siki | 132.177.243.120 | ০৫ এপ্রিল ২০১৩ ১৩:১৩531719
  • *** একটু জরুরি ঘোষণা ***

    দিল্লিতে কেউ কি আগামী দশ পনেরো দিনের মধ্যে আসছেন? কিলো দশেক মত বই আনতে হবে, খুব জরুরি দরকার। ১৮ই এপ্রিলের মধ্যে চাই।

    যদি সম্ভব হয়, আমাকে একটু মেল করবেন mukherjee.samik জিমেলে।
  • kumu | 132.176.32.39 | ০৫ এপ্রিল ২০১৩ ১৩:৫১531720
  • একজন হয়তো আসবে,যদি কনফার্ম করে, কালকের মধ্যে জানাব।যদি কিছু না লিখি,তার মানে সে আসবে না।
  • siki | 132.177.226.102 | ০৫ এপ্রিল ২০১৩ ১৪:০৩531721
  • ওকে :)
  • | 24.97.130.152 | ০৫ এপ্রিল ২০১৩ ২২:০৬531722
  • গুরু আজকাল কিলোদরে বিক্কিরি হচ্ছে? :-O
  • siki | 132.177.226.102 | ০৫ এপ্রিল ২০১৩ ২২:০৮531723
  • হে হে। তুমি আসছো নাকি?

    একটা একদিনের বইমেলা হবে এখানে, তাই বই আনাতে হবে।

    বসন্ত কুঞ্জ কালীবাড়িতে। ২০শে এপ্রিল।
  • kumu | 132.176.32.39 | ০৬ এপ্রিল ২০১৩ ১৩:৪৯531724
  • গতকাল,১-৫১
    না,সে আসছে না।
  • kd | 47.228.107.148 | ০৭ এপ্রিল ২০১৩ ১৫:৪৯531725
  • রফিক ১৫ তারিখ সিমলা যাচ্ছে কাজে ৷ কালকা মেলে ওয়েট-লিস্টে আছে ৷ টিকিট পেলে ওর হাতে পাঠাবো ভাবছি ৷ ১৬ তারিখ দিল্লি পৌঁছোবে সাড়ে আটটা নাগাদ - ৪০ মিনিট স্টপেজ পুরনো দিল্লি স্টেশনে ৷ কেউ কি তখন ওর কামরা থেকে কালেক্ট করে নিতে পারবে ?
  • siki | 132.177.165.152 | ২০ এপ্রিল ২০১৩ ২১:২৭531726
  • বসন্ত কুঞ্জ কালীবাড়ির বইমেলা থেকে এই ফিরলাম। হাজার টাকার বিক্কিরি সারাদিনে।
  • Abhyu | 107.89.21.191 | ২০ এপ্রিল ২০১৩ ২২:৫৯531727
  • বেশ এবার মেল দেখে নে। মেরামত করে দিইচি
  • siki | 132.177.165.152 | ২০ এপ্রিল ২০১৩ ২৩:২৭531729
  • অভ্যু থ্যাঙ্কু। মেল পেইচি কিন্তু চেক করে দেখার টাইম পাই নি। এখন ঘুমোচ্ছি। কাল সকালে দেখব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন