এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫৪১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 133.63.144.195 | ০৫ মার্চ ২০১৪ ২৩:১৮530529
  • চশমা পাইনি।এটা অন্যটা, ভালো দেখতে পাচ্ক্ষ্হ্হি না।শুধু জানতে এলাম বইএর এইরকম ভয়াবহ প্যাকিং কে কেরেছে? ওতে বোমা থাকলেও ভেতরে ফাটত, অত প্যাকি~ম ভেদ করে বাইরে আসতে পারত না।
  • নেতাই | 131.241.98.225 | ০৬ মার্চ ২০১৪ ১০:১৭530530
  • কুমুদিকে লাল সেলাম
  • সুমেরু | 127.194.82.233 | ০৬ মার্চ ২০১৪ ১১:০৩530531
  • প্যাকিং সং-
    গোড়ায়- বড় একটা কার্টুনে ভরা হবে। মাল যখন কেজিতে।
    একদিন মিটিং আমাতে কাবলিদাতে। মাল-টাল খেলাম। বললাম বিয়ারের বাক্সে করে দাও। অনেক আছে। লাগলে আরো আনা যাবে।
    গাংচিল স্টল না দেওয়ায় অতঃপর প্যাক হল মন্দিরতলায়। চারটে বিয়ারের প্যাকে ৯/২ বিবিগিয়ারে। কারেন্ট এন্ট্রি হবে ৬নং প্রেস থেকে, আমার যৌনতা সং।
    সেটা হল। আরো একটা মাল/কার্টুন রাস্তায় পড়েছিল ভবানীপুরে। সেটা ইমরান খানের মত দমদমে নেমেই তুলে নিলাম। ও ভবাতে যাওয়া হয়েছিল অন্তঃপুর তুলতে। প্যা আগেরদিন থেকে সেখানে রাখা ছিল। জাস্টি। বাবার শরীর ভালো যাচ্ছিল না। আশা কম ছিল, কাবলিদার সঙ্গী হওয়ার।

    স্টুডিওতে বাবা-বাবা করে ৯/২ এ দেখি গুচ-শ্রমিক (ড্রাই) ৪টি মাল প্যা করেছে। উপরে স্টিকার লাগানো ঝাক্কাস। একটা ওপেন সোর্স। ল্যা ল্যা করছে।
    প্রেসে অনেক কিছু অদল বদল হল। কার্টুন কেনা হল। গাড়ি করে বেড়ানো ভার্জিন প্যা নট হয়ে বসে রইল কাবলির পাশে। এক্সট্রা বই দিতে হল ল্যা ল্যাকে। ম্নোজবাবু ২ টাকা দিয়ে ক্যাল আর মুখোশের জন্য তেলের কার্টুন আনলেন শিস দিতে দিতে। সুকিয়া স্ট্রিটে অপারেশন চলল- আবার খুলে-ঢুকিয়ে -দড়ি ছাড়া দড়ি বাঁধা। সংখ্যা- ৬/৬।
    পানসি এবার প্রভা সিনেমায়। টি নাকি সাইলেন। কাবলিদার বন্ধুর দয়ায় চাট্টি এদিক-ওদিক ঘোরা হল। (এদের জামানত বাজেয়াপ্ত হয় এমনি-এমনি) পাঁচটা বাজতে পাঁচ। পাঁচটায় ঝাঁপ বন্ধ হচ্ছে দেখতে পাচ্ছি নষ্ট্রার মত।

    এরপর ডাইরেক্ট দিল্লী। মাঝেকিছু নেই। বিসমিল্লা লাইকপ্যাঁ-পোঁ যুক্ত লেনে বলেছিল মাল কাপড়ে প্যাক করতে হবে- গিল্ড। একমিনিটে কোটেশান আর ফোনে পারমিশান নিয়ে কাব্লিদা দ্যাখাল, কেমন করে সে সোনা কেনা-বেচা করত বিদেশীদের সঙ্গে। দায় মুক্ত। এবার তোমাদের কাজ। রক্ত ও স্বাধীনতা দুটোই জনগনকে দিয়ে আমরা লাঞ্চ করতে ট্রান্সপোর্টের আপিসে পাশে বেঞ্চে বসে কাবাব-টাবাব অর্ডার দিলাম তখন সন্ধ্যে ৫.৩০। পেছনে ফেলে এসেছি পেটিদের, দিল্লীতেই পৌঁছে এলাম স্টাইলে। ডিলের জন্য কেউ দায়ী নয় গো মা। ওভার টু দিল্লী।
  • byaang | 132.172.197.178 | ০৬ মার্চ ২০১৪ ১১:২১530532
  • কুমুদির প্রশ্ন আর সুমেরুর উত্তর পড়ে খুব হাসলাম। দিনটা ভালো হয়ে গেল।
  • kd | 69.93.208.154 | ০৬ মার্চ ২০১৪ ১৫:৫২530533
  • ডিরেক্শন জামানত বাজেয়াপ্ত হওয়া বন্ধু দেয় নাই। এই বন্ধুর পুর্বপুরুষ নাকি জব চার্নককে কলকাতায় রিসিভ করেছিলো (মতান্তরে কালিঘাটের মা কালীকেও) - একে অবিশ্বাস করি কী করে?

    বাদিও, ১) এবারের ইলেক্শন কবে শেষ হচ্ছে? আমাদের রেস্তোরা-পিকিং জোরদমে চলছে - আগেরবারেরটা মেনল্যান্ড চায়্নাতে হয়েছিলো, মাল সমেত। বন্ধুর মতে বিলের টাকাটা ভোটারদের পেছনে খরচা করলে হয়তো জিতেও যেতো।
    ২) দ্বিতীয় বন্ধুর ইতিহাস সম্পর্কে রেফারেন্স পূজনীয় ভোলাদার স্মরণে লেখা। ভোলাদাকে চেনেন না? যে কোন বুড়ো (৬০-৭০ দশকে আসা) আম্রিকা-ক্যানাডাবাসী বাঙালীকে পুছান - ভোলাদা নাকি কলম্বাস, ভেসপুচিকে হাত ধরে জাহাজ থেকে নামিয়ে ছিলেন - অবিস্যি সে ঘটনার কোন প্রত্যক্ষদর্শীর দেখা পাইনি, তবে আমাকে এবং আমার চেনাশুনো সকলকেই (মানে বস্টন, নিউইয়র্ক, শিকাগো, ক্লিভল্যন্ড, ডিসিতে আসা বঙ্গসন্তান) উনি রিসিভ করেছিলেন।
  • kumu | 133.63.112.174 | ০৬ মার্চ ২০১৪ ১৭:২২530534
  • চশমাবিহীন কুমু কাল এই ভয়াবহ প্যাকিং খুলে দোকান সাজিয়ে বিক্কিরী কর্তে বসল কেডিদা সেবিষয়ে উদাসীন!!!
    ছবি সিকি ফরিদা ইত্যাদিকে পাঠিয়ে দিইচি
  • সিকি | ০৬ মার্চ ২০১৪ ১৮:২১530535
  • সিকি সে ছবি ডাউনলোডাতে পারে নি। :(
  • নেতাই | 131.241.98.225 | ০৭ মার্চ ২০১৪ ১০:০৯530536
  • সিকি | ০৭ মার্চ ২০১৪ ১৬:১৬530537
  • স্বপনবাবু একলা সামলাচ্ছেন আজ। গুরুর তরফে একঝুড়ি শুভেচ্ছা রইল স্বপনবাবুর জন্য।
  • kumu | 133.63.144.6 | ০৮ মার্চ ২০১৪ ০৮:৩১530539
  • আজ নেতাই রুবি?
  • সিকি | ০৮ মার্চ ২০১৪ ১৩:৩৩530540
  • আপনাকেও বোধ হয় বিকেলের পরে যেতে হবে। আমি আজও নেই।

    কাল আমি ফুল সার্ভিসে আছি বইমেলায়।
  • সিকি | ০৯ মার্চ ২০১৪ ২২:০৭530541
  • স্যানবালিকা আর রাজদীপ ছাড়া আজ গুরুর ফুল টিম ছিল। স্বপনবাবুও আজ আসেন নি। অপ্রত্যাশিতভাবে এসেছিল আজ স্বাগতা।

    আজকের বিক্রি সাড়ে তিন হাজার মত। পাঁচদিন মিলিয়ে সাড়ে ছহাজার টোটাল। দিল্লি বইমেলা সেশ।
  • সিকি | ১০ মার্চ ২০১৪ ১৬:১১530543
  • আমাদের কবি নেতাইয়ের এই ছবিটা আলাদা করে না দিলে কি চলে?

  • kumu | 133.63.144.98 | ১০ মার্চ ২০১৪ ১৭:২১530544
  • ছাঃচাঃ!!!এতক্ষণে গুরুতে আসতে পেলুম।যদিও ভাটে গিয়ে থতমত হয়ে পাইলে এলুম।
    কেউ লেখে নাই বইমেলাকথা?
  • সিকি | ১০ মার্চ ২০১৪ ১৮:০৫530545
  • সময় পাই নাই।

    বড় বিষাদমধুর কাটল শেষের দিনটা।
  • সিকি | ১০ মার্চ ২০১৪ ১৮:০৬530546
  • স্পেশাল ধন্যবাদ স্বপনবাবুকে। চোখের দেখাও হল না এইবারে, একা একটা গোটা দিন সামলে দিলেন অফিস থেকে পালিয়ে।

    এবং কুমুদি। একদিনের জন্য রাজি হয়েছিলেন, সেখানে উনি তিন দিন ধরে লাগাতার সামলেছেন। বাক্স খোঁজা, খোলা, স্টল সাজানো, সমস্ত কিছু উনি একা হাতে করেছেন।

    ফরিদার কবিতা শেষদিনে মন ভরিয়ে দিয়েছে, রেশমীর উপস্থিতি, শুদ্ধসত্যর সারাদিনের সাহচর্য, আর হঠাৎ করে স্বাগতার এসে পড়া, সব মিলিয়ে শেষ দিন জমজমাট হয়ে উঠেছিল। নেতাই আর রুবির তো জবাবই নেই।

    শ্রাবণীর থেকেও বেশি কাজ করে দেখিয়েছেন সতীশজি। প্রায় একা হাতে মেলার শেষে তিনখানা পেটি বাঁধাছাঁদা করেছেন। সঙ্গে ছিলেন শ্যামলদা, নেতাই।

    খুব মিস করেছি স্যানবালিকা আর রাজদীপকে।

    একেবারে অসম্ভব অবস্থা থেকে আমরা এবারের বইমেলা সফল করেছি। প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত আমরা সব্বাই, অনেক রকমের বাধাবন্ধন কেটে তবু করতে পেরেছি, এবং গ্র্যান্ড এন্ডিং করেছি।

    যার কথা সবার সাথে না বললেই নয়, সে হল সৌরাংশু। ওর সাহায্য ছাড়া আমাদের কোনও চেষ্টাই সফল হত না। নিজের সামর্থ্যের ওপরে গিয়ে সৌরাংশু সাহায্য করেছে টিম দিল্লি-গুরুকে।

    সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্রি চীয়ার্স ফর টিম দিল্লি গুরু, হিপ হিপ হুররে!!
  • kumu | 133.63.144.98 | ১০ মার্চ ২০১৪ ১৮:১৪530547
  • সৌরাংশু? টাইম পেলে লিখচি।
  • সিকি | 135.19.34.86 | ১১ মার্চ ২০১৪ ১৬:১১530548
  • কেউই কিসু লিখল না।

    হুমম।
  • kumu | 133.63.144.108 | ১১ মার্চ ২০১৪ ১৭:৩২530550
  • লিখব।এট্টু টাইম দাও।
  • সিকি | ১৩ মার্চ ২০১৪ ০৮:৫২530551
  • হায়, কারুরই টাইম হল না।
  • kumu | 133.63.144.21 | ১৩ মার্চ ২০১৪ ০৯:০৪530552
  • হবে।অত অধৈজ্জ হলে চলে না।
  • kumu | 133.63.144.162 | ১৫ মার্চ ২০১৪ ১৬:০২530553
  • অথ দিল্লীবইমেলা ২০১৪ কথা-
    সানগ্লাস!
    এমনিতে চিরহাবলী কুমুর সাজগোজের প্রতি তেমন আগ্রহ কোন কালেই নাই।সে যখন বয়েস ও ওজন যথাক্রমে ২ ও ৪ এর কোঠায় ছিল তখনো না , আর বর্ত্তমানে দুটিই ৯ ,আচ্ছা থাক, ৮ এর ঘরে পৌঁছেচে,হিপোর পিসতুতো বোনের এইচেহারাতে তো সাজগোজের প্রশ্নই নাই।শুধু ঐ একটি জিনিস, সানগ্লাসের প্রতি তার গভীর দুর্বলতা।দিনের বেলা কোথাও যাওয়ার থাকলে কুমু যতক্ষণ পারে কালো চশমা এঁটে থাকে।
    তা বইমেলার সেদিনই শেষদিন।দিব্যি ফুরফুরে মেজাজে , ঠোঁটে ক্যাবলামত হাসিটি ঝুলিয়ে (ছবি দ্রষ্টব্য) নতুন সানগ্লাসটি পরে কুমু ঢুকেচে, ইচ্ছে চম্মাটি পরেই গুচর স্টল অব্দি যায়,ফটুক উটুক ওঠে , সে হবার জো আছে? কোথায় ছিল সৌরাংশু , একেবারে মাত মাত করে তেড়ে এল।"বইমেলার ভেতরে এসে পড়েচেন তো, খুলুন চশমা, খুলুন শিগ্গিরী"চেল্লাচেল্লিতে বাধ্য হয়ে সিটি খুলতে হল।না হয় মেলার ওপরে ছাউনী, একটু ছায়াঘন মতন পরিবেশ, তাই বলে চম্মা পরতে দেবে না? ইক্কী!!
  • kumu | 133.63.144.162 | ১৫ মার্চ ২০১৪ ১৬:১৬530554
  • দুক্ষের কথাটা আগে বলে নিলুম।
    প্রথম দিন-চাট্টে নাগাদ গুরুতে সিকির পোস্টে জানলুম সে বইমেলা যেতে পারে নি।দেখে আসি একবার, ভেবে রওনা দিলাম।
    ঢুকেই দেখা সৌরাংশুর সঙ্গে, দাঁড়ান ,পেটিগুলো নে আসি এই বলে সে কিজানিকোথায় চলে গেল।৫ নং স্টলে গিয়ে দেখলুম, চাদ্দিকে সব স্টলে বইটই সাজানো হয়ে গেচে, আলোঝলমল করচে আর আমাদের গুরুচন্ডালী লেখা স্টলে কেবল তিনটে আলো মিটমিট করচে।বইটই কিচ্ছু নাই।স্টলটা যেন পুজোর দিনে শুধু একটা হাপ্প্যান্ট পরা বাচ্চা ছেলে।
    ইতিমধ্যে সৌরাংশু ও আরো একজন ভদ্রলোক দমাস করে একটি বইএর পেটি এনে ফেল্লেন।দুজনেই কিছু একটা সমস্যা নিয়ে চেঁচাইতেছিল, আমি যা বুঝলাম সমস্যা হল পেটির ওপরে তো কিসুই ল্যাখা নাই।ক্যামনে বোঝা যাইব এইডাই গুরু???
  • kumu | 133.63.144.162 | ১৫ মার্চ ২০১৪ ১৬:৩১530555
  • সৌরাংশু গলা মোটা করে কটমট তাকিয়ে প্রশ্ন করল "পেটি খুলবেন কিসে? কাঁচি এনেছেন?"
    "ন্না, মানে আপিস থেকে এসিচি তো"।
    এমন ভাবে তাকাল যার মানে হল"সামান্য একটা কাঁচিও ব্যাগে রাখে না! এদের কারা চাকরী দ্যায়!"
    ততক্ষণে অবশ্য ৪৫% আত্মবিশ্বাস ফিরে পেইচি, আমিও কুটিল চাউনি ফিরিয়ে দিলুম, যার মানে হল"একটা কাঁচি জোগাড় করে দ্যাখাও দেখি"।
    কোত্থেকে এইটুকু একটা কাঁচি আনল, যার বিষয়ে যত কম বলাযায় ততই ভাল।
    ইতিমধ্যে দিল্লী গুরু, পাইজিনি কেডিদা সবাইকে ফোনালুম ,পেটি চেনার পেটি সমস্যা কেউ সলভ করতে পারলেন না।কেডিদা অবশ্য খুব চেষ্টা করলেন, সুমেরুকে ফোন করে আমাকে রিং ব্যাক করলেন।কিন্তু বিশেষ সুবিধে হল না।
  • kumu | 133.63.144.162 | ১৫ মার্চ ২০১৪ ১৬:৪৫530556
  • ততক্ষণে আমি ঐ কাঁচিটি দিয়েই পেটির নীচের কিছুটা ফাঁক করে ফেল্লুম, (যেভাবে বস্তার নীচে গর্ত করে চাল গম ইত্যাদি সরানো হয়।) আর সেই ফাঁক দিয়ে দেখা গেল লা জবাব দিল্লীর মলাট।
    "খুলে ফেলুন তবে"এই বলে সৌরাংশু দৌড়ে চলে গেল আর সেই কিজানিকোথায় থেকে আরো চারটি পেটি এনে ফেল্ল।
    সৌরাংশু এক তুলনাহীন কর্মবীর, এই মেলায় সৃষ্টিসুখ, বেঙ্গল অ্যাসোসিয়েসন এবংগুরুর অনেক দায়িত্ব যেভাবে সামলেছে তা না দেখলে বোঝা যায় না।কিন্তু ওকে সর্বদা চলমান অবস্থায় রাখতে হবে।স্থিতিজাড্য ও গতিজাড্যের মধ্যে প্রথমটার সাথে ওর বিশেষ পরিচয় নাই।
  • byaang | 132.166.153.124 | ১৫ মার্চ ২০১৪ ১৭:২৫530557
  • কুমুদি লিখতে থাকো, গোগ্রাসে গিলছি। জম্পেশ হচ্ছে।
  • kumu | 132.161.239.83 | ১৫ মার্চ ২০১৪ ১৮:৩৩530558
  • ফোন থেকে লেখা ভারী ঝকমারী ।এত্তখানি লিখলাম আর একটা ফোন আসায় সব উড়ে গেল এর কি পিতিকার নাই? অ সিকি!

    যাগ্গে,যা বলছিলুম,
    উঠাও জোয়ান,হেঁইয়ো,
    ফাটতা রে জান,হেঁইয়ো,অউর থোড়া হেঁইয়ো,চলো জোয়ান,হেঁইয়ো--
    ঘাব্ড়াবেন্না,এইসব হল বইএর পেটি টেবিলোপরি তোলা,সেলাই কাটা(মনে রাখবেন ঐ কাঁচি দিয়ে যতক্ষণে একটি বোতাম সেলাইএর সুতো কাটবেন,ততক্ষণে দাঁতে সুতো কেটে পরের বোতাম সেলাই হয়ে যাবে),স্কচ টেপ ইত্যাদি কাটা,বই সাজানো,অবশিষ্ট বইসহ পেটি নীচে রাখা,পরের পেটি ঐ ঐ ঐ-এর আওয়াজ।এমনি করে ৩ টি পেটি খোলা হল।
    ততক্ষণে মঞ্চে বক্তৃতা ইত্যাদি শুরু হয়েছে,ব্রাত্য বসু এসে পড়েছেন।বেঙ্গল অ্যাসোসিয়েসনের সভাপতি,ব্রাত্য বসুর বক্তৃতা,একটি মহিলাদলের(নাম?)গান।এইসব শেষ হতে হতে কেমন সন্দেহজনক শোঁশোঁও আওয়াজ,আর বৃষ্টির গন্ধ।
    মরেচে রে,দৌড়ে বই পত্র যতটা পারলাম আবার পেটিতে ঢুকিয়ে দিলাম,আর পেটিগুলো টেবিলের নীচে ঠেলেঠুলে দিলাম।না খোলা পেটি নিয়ে চিন্তা নাই,প্যাকিং ভেদ করে বৃষ্টির জলের সাধ্য কি।
    ২য় দিন
    এইদিন তো আমার ডিউটি ছিলই।দোকান সাজিয়ে বসে পড়া গেল।লোকজন খুব কম,একটা বড় কারণ এইসময় বোর্ডের পরীক্ষা,স্কুলের পরীক্ষা ইত্যাদি সব পরীক্ষা চলে।যাঁরা আসছেন,৯০% সিনিয়র সিটিজেন,এঁরা মহাভারত,রামায়ণ,বিদ্যাসাগরের লেখা এইসব খোঁজেন বেশী।তাও যতট সম্ভব বিক্কিরির চেষ্টা করা গেল।"অসুখ সারান" বইটি দেখে একজন জানতে চাইলেন ওতে পেটের গন্ডগোলের নিদান আছেন কিনা।এইদি সবচেয়ে উল্লেখযোগ্য খবর হল ,ফরিদার আপিসজুনিয়র অরুন্ধতীর স্টলে আসা।যাবুঝলাম, মেয়েটি অত্যন্ত স্মার্ট ও কাজের।পাঁচ মিনিটের মধ্যে সে পুরো ঘটনা বুঝে ,ওয়াল স্টীকার খুঁজে বের করে ফটাফট লাগিয়ে ফেলে বই বিক্কিরি শুরু করে দিল।পরিচিত একটি মেয়েকে ডেকেডুকে নিয়ে এসে বই গছাল, দিব্য পুশ সেলিং এক্ষপার্ট।ফরিদাকে থাংকু অরুন্ধতীকে পাঠানোর জন্য।
  • kumu | 132.161.239.83 | ১৫ মার্চ ২০১৪ ১৮:৩৫530559
  • ফোন থেকে লেখা ভারী ঝকমারী ।এত্তখানি লিখলাম আর একটা ফোন আসায় সব উড়ে গেল এর কি পিতিকার নাই? অ সিকি!

    যাগ্গে,যা বলছিলুম,
    উঠাও জোয়ান,হেঁইয়ো,
    ফাটতা রে জান,হেঁইয়ো,অউর থোড়া হেঁইয়ো,চলো জোয়ান,হেঁইয়ো--
    ঘাব্ড়াবেন্না,এইসব হল বইএর পেটি টেবিলোপরি তোলা,সেলাই কাটা(মনে রাখবেন ঐ কাঁচি দিয়ে যতক্ষণে একটি বোতাম সেলাইএর সুতো কাটবেন,ততক্ষণে দাঁতে সুতো কেটে পরের বোতাম সেলাই হয়ে যাবে),স্কচ টেপ ইত্যাদি কাটা,বই সাজানো,অবশিষ্ট বইসহ পেটি নীচে রাখা,পরের পেটি ঐ ঐ ঐ-এর আওয়াজ।এমনি করে ৩ টি পেটি খোলা হল।
    ততক্ষণে মঞ্চে বক্তৃতা ইত্যাদি শুরু হয়েছে,ব্রাত্য বসু এসে পড়েছেন।বেঙ্গল অ্যাসোসিয়েসনের সভাপতি,ব্রাত্য বসুর বক্তৃতা,একটি মহিলাদলের(নাম?)গান।এইসব শেষ হতে হতে কেমন সন্দেহজনক শোঁশোঁও আওয়াজ,আর বৃষ্টির গন্ধ।
    মরেচে রে,দৌড়ে বই পত্র যতটা পারলাম আবার পেটিতে ঢুকিয়ে দিলাম,আর পেটিগুলো টেবিলের নীচে ঠেলেঠুলে দিলাম।না খোলা পেটি নিয়ে চিন্তা নাই,প্যাকিং ভেদ করে বৃষ্টির জলের সাধ্য কি।
    ২য় দিন
    এইদিন তো আমার ডিউটি ছিলই।দোকান সাজিয়ে বসে পড়া গেল।লোকজন খুব কম,একটা বড় কারণ এইসময় বোর্ডের পরীক্ষা,স্কুলের পরীক্ষা ইত্যাদি সব পরীক্ষা চলে।যাঁরা আসছেন,৯০% সিনিয়র সিটিজেন,এঁরা মহাভারত,রামায়ণ,বিদ্যাসাগরের লেখা এইসব খোঁজেন বেশী।তাও যতট সম্ভব বিক্কিরির চেষ্টা করা গেল।"অসুখ সারান" বইটি দেখে একজন জানতে চাইলেন ওতে পেটের গন্ডগোলের নিদান আছেন কিনা।এইদি সবচেয়ে উল্লেখযোগ্য খবর হল ,ফরিদার আপিসজুনিয়র অরুন্ধতীর স্টলে আসা।যাবুঝলাম, মেয়েটি অত্যন্ত স্মার্ট ও কাজের।পাঁচ মিনিটের মধ্যে সে পুরো ঘটনা বুঝে ,ওয়াল স্টীকার খুঁজে বের করে ফটাফট লাগিয়ে ফেলে বই বিক্কিরি শুরু করে দিল।পরিচিত একটি মেয়েকে ডেকেডুকে নিয়ে এসে বই গছাল, দিব্য পুশ সেলিং এক্ষপার্ট।ফরিদাকে থাংকু অরুন্ধতীকে পাঠানোর জন্য।
  • সিকি | ১৬ মার্চ ২০১৪ ১৪:০৭530561
  • তাপ্পর কী?

    আর আপনি ফোন থেকে লিখছেন কেন? আপনার ল্যাপটপ নাই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন