এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫৩৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 24.97.93.77 | ০১ জানুয়ারি ২০১৫ ১৬:০১530596
  • আচ্ছা এবারে চটির লিস্টি হয়েছে? ষষ্ঠ পান্ডব জিগ্যেস করছিলেন।
  • তাপস | 233.29.204.178 | ০১ জানুয়ারি ২০১৫ ১৭:০৩530597
  • সাহজামাল তখন থেকে কাঁড়ি কাঁড়ি ছবি পাঠিয়ে চলেছে, তাতে কেবলি গুরুর বইয়ের ক্লোজ-আপ, নানা ঢংয়ের, আমি ডাউনলোড না-করে জিজ্ঞাসা করলাম, ভাইটি, কোনো দর্শক/ক্রেতার ছবি থাকলে বলো দেখি, তাহলে নামাবো । বলে, লোক নাই - কে এই ওয়েদারে লিল ম্যাগ করতে যায়!
  • তাপস | 233.29.204.178 | ০১ জানুয়ারি ২০১৫ ১৭:০৪530598
  • না, না, ও শুধু লোক নাই বলেছিল, বাকিটা আমি বললাম
  • pi | 24.139.221.129 | ০১ জানুয়ারি ২০১৫ ১৮:৩১530599
  • Ishan | 183.17.193.253 | ০১ জানুয়ারি ২০১৫ ২৩:৩০530600
  • লিস্টি হয়েছে। ১-২ দিনের মধ্যেই আপডেটিয়ে দেওয়া যাবে।
  • pi | 24.139.221.129 | ০২ জানুয়ারি ২০১৫ ১১:৫৫530601
  • কালকের আরো কিছু ছবি, সায়ন্তনীর অ্যালবাম থেকেঃ



    যারা বৃষ্টিতে ভেজে নিঃ


    ধরা যাক ..


    সায়ন্তনী, সব্যসাচীবাবু,


    পবিত্র, সব্যসাচীবাবু,


    অর্ক, পবিত্র, সব্যসাচীবাবুঃ
  • pi | 24.139.221.129 | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:২৪530602
  • আজকে গড় সামলাচ্ছেন সব্যসাচীবাবু, তুষারদা, সাহজামাল , পাভেল আর রৌহিন। কেলোদাও যাবেন বলেছিলেন।
  • k | 212.142.114.243 | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৪২530603
  • কেলোদা গিয়েওছিলেন।
    গিয়ে দেখলেন গুরুর কাউন্টারের এপাশে ওপাশে জনসংখ্যা প্রায় সমান।
    আর একটা ঢাউসমতো আরসালানের ডিব্বা দিয়ে ক্যাশ চাপা দেওয়া রয়েছে।
    খালি কি ভর্তি কে জানে!!
  • pi | 24.139.221.129 | ০২ জানুয়ারি ২০১৫ ১৯:৪৬530604
  • আঃ, আপনি ওটা খুলে দেখলেন না ?

    কিন্তু ছবি কই ? নাহয় আর্সালানের ঢাউস ডিব্বার ছবিই হল!
  • k | 212.142.114.243 | ০২ জানুয়ারি ২০১৫ ২০:১৩530606
  • চোখে দেখেছি তাইই অনেক, চেখে দেখার ইচ্ছা থাকলেও আর কেউ সে উত্সাহ দেখাল না তো।
    অলোকদার কাছে (অলোককুমার দত্ত) পাব্লিকবাসের টাকায়-চাট্টে লেবুলজেন্সের একটা পেইছি, অরেঞ্জ ফ্লেবার। তাইই তারিয়ে তারিয়ে খেলুম ওনার সঙ্গে গল্প করতে করতে।

    কলেস্কোয়ারে ঢোকার আগে বন্ধুর প্রেসে আড্ডা মার্ছিলুম। নিচের তলায় প্রেস, ওপরে ওর বাড়ি, ঠিক ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলের পাশের বাড়িটা। ওর মেয়ে আমার টেলিফোনটা বাজোয়াপ্ত করে রেখে দিল তো। টেলিফোন ছাড়া ছবি তুলব কিকরে। আমার আপনাদের মত নোখের মধ্যে লুকোনো মিরল্লেস ক্যামেরা আছে নাকি?
  • তাপস | 126.203.164.172 | ০২ জানুয়ারি ২০১৫ ২০:২৭530607
  • ধুর ওই ডিব্বাটা মোট্টে ঢাউস না, মাঝারি সাইজের থেকে একটু ছোট
  • pi | 24.139.221.129 | ০২ জানুয়ারি ২০১৫ ২০:৫৯530608
  • অলোকদা নাকি এবারে বুকে পিঠে কবিতা সেঁটে ঘুরছেন না ?
  • k | 212.142.114.243 | ০২ জানুয়ারি ২০১৫ ২১:১৯530609
  • ডিব্বাটা যদি ক্যাশবাক্সো হয়ে থাকে তবে ওটা সে হিসেবে ঢাউসই, আর ডিব্বাটা যদি ক্যাশবাক্সো না হয়ে থাকে তবে ওটা এতজনের পক্ষে বেশএকটু ছোটই।

    অলোকদা কবিতা সাঁটান তো বইমেলায়। এ তো লিটিল ম্যাগমেলা। এতে চিরকালই অলোকদা প্লেন ড্রেসে থাকেন।

    ওহো বলতে ভুলে গেছি, সাদা পোষাকে প্রচুর পুলিশও ছিল। পাঠকদের চেয়ে তারা সংখ্যায় কিঞ্চিত বেশীই হবে। তাদের মধ্যে আবার পুরুষ পুলিশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। এই ধরুন সিক্সটি পার্সেন্ট হবে।
  • Ishan | 183.17.193.253 | ০৮ জানুয়ারি ২০১৫ ০০:৪৫530610
  • নন্দন মেলা ১১ জানু থেকে ১৫। কেউ কলকাতায় হাজির এবং করসেবায় ইচ্ছুক থাকলে জানাবেন। এখানে বা অন্যভাবে।

    এ হল লাস্ট অ্যান্ড ফাইনাল কল। :-)
  • pi | 233.176.27.29 | ০৮ জানুয়ারি ২০১৫ ০৭:৪৩530611
  • মেলা ২ঃ০০ - ৮ঃ০০।

  • Pi | 192.66.57.75 | ১১ জানুয়ারি ২০১৫ ১৩:১৬530612
  • নন্দনে গুরুর টেবিল নং ১৮। আজ থেকে শুরু।
  • pi | 233.176.25.244 | ১১ জানুয়ারি ২০১৫ ১৬:৫৮530613
  • এখন ওখানে তাপসদা, সুমেরুদা, সৌম্যদীপ, পাভেল, মৃগাঙ্ক, সৌম্যজিৎ। অবন্তিকাও আসছে। আসার কথা অর্ক, রাজীবদা, রথীজিৎ, জ্যাকসনদারও। ওদিকে শোনা যাচ্ছে টেবিলে বাঘ পড়েছে।
  • pi | 233.176.25.244 | ১১ জানুয়ারি ২০১৫ ১৭:০৭530614
  • ও, বিপুল দাশ ও রয়েছেন।
  • তাপস | 126.202.214.47 | ১২ জানুয়ারি ২০১৫ ০০:১৯530615
  • দুপুর ১ টা নাগাদ কাবলিদার বাড়ি থেকে বেরিয়ে মনে পড়ল, নিচের ঘরের লাইট নিবিয়ে আসতে ভুলে গেছি। ফোন করলুম, কিন্তু সাড়া নেই। তারপর ভুলে গেছি আবার ফোন করতে। তবে বিপুল দাসের বই ১০ কপি এক্সট্রা নিতে ভুলিনি, যাঁর আগামিকাল লেখক কপি নেওয়ার কথা ছিল, কিন্তু আজকেই এসে গেছিলেন । আরে কী আইডেনটিটি ক্রাইসিস রে ভাই, সব্বাই সুমেরুকে চেন গুরু বলে, আমায় কেউ পাত্তাই দিছে না ! ইদিকে সকাল ১০ টার সময়ে বাংলা একাডেমির সামনে কী সুশৃঙ্খল লাইন ! আর কী ঠান্ডা ! তার মাঝে, লাইনের ঠিক পাশেই মেলা চত্বর পরিচ্ছন্ন রাখতে ৩ জন সাফাইকর্মী বড় ঝাঁটা দিয়ে ধুলো উড়াচ্ছেন - কী সুন্দর সফেদ, আমেজ ধরে রাখতে আম্মো ধরিয়ে ফেলি সাদা সিগ্রেট । কল এলো যখন, একটা নকশা কাটা জালার মধ্যে হাত ঢুকিয়ে, তুলে আনি চোর-ডাকাত-পুলিশ খেলার স্মৃতিসম্বলিত ছোট্ট চিরকুট, নম্বর লেখা ০১৮ । উদ্যোক্তাদের মধ্যে উল্লাস, আমি ভ্যাবাচ্যাকা । দারুণ জায়গা বুঝি বা ! তো খুঁজে পেতে দেখি, ১৮ নং হলো গিয়ে রবীন্দ্রসদন টিকিট কাউন্টারের পেছন দিকে, নিশ্চিন্ত, বেশি লোক-জন এদিকে আসবেই না, হাঁক ডাক করারও কিচ্ছু থাকবে না ! হরির দোকান থেকে চা নিয়ে চাতালের রোদে বসি, শুভংকর দাশের সঙ্গে দেখা হয়, বলল, ১৮ তো খুব খারাপ গ, এর থেকে মাঠ ভালো ছিল । আমি ক্যাবলা কাটিং হাসি দেওয়ার চেষ্টা করি, আসে না, তবে তার মধ্যে প্রকৌশলে জানিয়ে দিই গুরু চন্ডালি ১৮, কারণ, আমি এই মুহূর্তে, ঠিক কোন্ কাগজের সঙ্গে আছি, সেটা লোকজন ভুলে যেতে পারে। কেউ আসে না, কারোর আসার কথাই নেই, তবু একটু অপেক্ষা করি - তারপর কাবলিদার বাড়ির দিকে যাই । পথিমধ্যে মেসেজ আসে, আমি এখন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? ও মৃগাঙ্ক। কাবলিদার বাড়ি পৌঁছে চা গরম খেতে খেতে ধীরে সুস্থে তাকে ফোন করি, প্রশ্ন কর, তুমি এখন কোথায়? অস্থির মৃগাঙ্ক জবাব দেয়, বাড়িতে । আমি বলি, তুমি এখন রওয়ানা দিলে কাবলিদার বাড়ি পৌঁছবে কখন? সে বলে, ২ টো নাগাদ পৌঁছোবই। তাকে সিধা মেলার মাঠেই আসতে বলি, আর আমি একটু অপেক্ষা করি, আরও কোনো অনুপস্থিতির খবরের জন্যে আর মনে মনে ছক কষি, এত বই নিয়ে কী করে পৌঁছনো যায়? ট্যাক্সি কি এ গলিতে আসবে? বই গলির মুখ অবধি নিয়ে যেতে তাহলে লাগবে ৩ টে ব্যাগ । ভাবতে ভাবতে নিচে নেমে বই গোছাতে গোছাতে, সৌম্যদীপের ফোং আসে, সে এসে গেছে । আমি একটা ছোট করে হিসেব করে নিই, তার মানে, পাই যার ব্যাপারে গ্রান্টি দেয়নি, সে আসে - ওকে !
    সা-জোয়ান সৌম্যদীপ একাই ব্যাগ বয়ে নিয়ে যায়, আরে ট্যাক্সি গলির মুখেও আসে, এবং এক্সট্রা না-চেয়েই । হুস করে পৌঁছে যাই নন্দন । ব্যাগ নামাতে নামতেই একজন এসে সৌম্যদীপের সঙ্গে হাই-হ্যালো করতে থাকে, আমি আবার শঙ্কিত, এ ঝাঁট কী আবার সরে পড়বে নাকি? কিছুক্ষন কথা বলার পরে, সে আমায় বলে, ওহো সরি, আপনাকে চিনতে পারিনি, আমি পাভেল। ইনি এক প্রতিশ্রূত করসেবক, যথাসময়ে এসেছেন । আনন্দম, আনন্দম !!
    বই পাততে পাততে, পাশের ১৭ নং টেবিল থেকে প্রথম একটা আহ্বান আসে, কী, মাঠে যাবেন? কিঞ্চিত আশ্চর্য হই, এখন এই ভর দুপুরে মাঠে যাব? তাঁকে পরিষ্কার না করে দিই । কিছু পরে লোকজন আসে, বলে, আপনি পাশের ১৯ টা নিন, ১৮ ছেড়ে দিন । আমি প্রথমে মৃদু না বলি, এবং টেবিল ছেড়ে উঠে এসে একটু দূর থেকে লক্ষ্য করতে থাকি । দেখি কী, আমাদের টাঙানো ব্যানার ফস করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং পাভেল ও সৌম্যদীপ ব্যাপারটা বোঝার চেষ্টা করছে । এবার বলতেই হয়, না ভাই, আমাদের টেবিল সরানো যাবে না। কেন কেন? এই তো পাশেই ! বোঝাতে হয়, এই যে আমাদের টেবিল নং ১৮, এ এখন আন্তর্জাতিক স্তরে খবর হয়ে গেছে, রাতের বেলা কনফারেন্স কল করেই ডিসিশন বদলানো সম্ভব, তার আগে নয় । ১৯ নং টেবিল ফাঁকা থাকে, ১৭ র মহিলা গজ গজ করতে থাকেন ।
    সুমেরু কিছু পরে চলে আসে, কাজ কেটে, লাঞ্চ ব্রেকে, তার লাঞ্চ ব্রেক শেষ হয় রাতের বেলা, টেবিল বন্ধ করে ।
    ৪ টে অব্দি প্রায় ফাঁকা পড়ে থাকে টেবিল, যত লোক টেবিলে আসে, তার চেয় অনেক বেশিবার আসে পাইয়ের ফোন, ঠিক কী হচ্ছে আর হচ্ছে না, তার তদারকি ও ভালো-মন্দ খবর নেওয়ার জন্যে । এরই মাঝে মেলায় বাঘ আসে, মানে বাংলার। আমার জন্যে সে এনেছিল এক বাক্স চকোলেট, আর অনেক পরামর্শ। কফি খাওয়ায়, বই কেনে, আহা তার পরশে ধুলামাটি সোনা হয়ে ওঠে ! কী লোক আর কী বিক্কিরি ! একটা সময় স্টলের ভেতরে বাইরে দাঁড়ানোর জায়গা মেলে না, ফসফস করে পাভেল ইংরেজিতে ক্যাশমেম লেখে, আর পাশের কী এক মেশিনে কী যেন সফ্টওয়ারে সব হিসেব আপডেট করতে থাকে।
    ওম্মা, এর মধ্যে মিঠুও । কিছুক্ষণ শ্যেন দৃষ্টিতে স্টল অবলোকন করে সে জানায়, বন্দরের সান্ধ্যভাষা আনা হয়নি !কিন্তু এনেছি তো! তাহলে ডিসপ্লে তে নেই ! অন্যায় হয়ে গেছে বলে দেওয়ার পর সে আর বিষয়টা নিয়ে বেশি দূর, মানে কোর কমিটি অব্দি যায় না ।
    কনফারেন্স ও স্কাইপ কলের মাধ্যমে ঠিক হয়েছে, যে কাল থেকে আমরা ১৮ র হাফ ও পুরো ১৯ জুড়ে বসবো, আর ১৭ পাবে, ১৭ ও ১৮র হাফ।
    (আর কিছু মনে পড়লে আরও লিখব)
  • sumeru | 127.194.2.91 | ১২ জানুয়ারি ২০১৫ ০১:১৪530617
  • আরে লেখো। আজ দুটো মেয়ে দেখলম। মেলা জমে কলাগাছ।
  • m | 122.79.39.129 | ১২ জানুয়ারি ২০১৫ ০৮:৫৮530618
  • আমার সম্পর্কে বিকৃত তথ্য,ঢাকবাদ্য আর মিথ্যা অভিযোগ আনার জন্যে তাপসের সাতদিনের ফাসি(চন্দ্রবিন্দুসহ)ও তিনদিনের জেলের হুকুম দেওয়া হল।
  • তাপস | 233.29.204.178 | ১২ জানুয়ারি ২০১৫ ১১:৩৮530619
  • অবন্তিকা যখন আসে, তখন সোমনাথ বেরিয়ে যাই যাই করছে। ভয়াবহ ভিড় ঠেলে, আমরা যাই একদেমির পেছনের চা স্টলে। ভিড় নিয়ে সুমেরুর মন্তব্য, লোক্জন প্যকেজে মেলা দেখতে এসেছে। প্যাকেজ নিয়ে সে পরে বিস্তারিত জানাবে । দুকুরের দিকে একজন কবিতার কী বই আছে জানতে এসেছিলেন। পাভেলরা আমায় জিগ্গসা করে। আমি ওদের অবগতির জন্যে জানাই, প্রকল্পের বঙ্গমঙ্গল ও ইন্দ্রনীল-এর উন্মন বাদ্যকর। সোম্যদীপ বলতে চায়, কিন্তু উন্মন তো কবিতার বই নয়। তাকে বোঝাতে হয়, এসব সেলস স্ট্র্যাটেজি। হুমেরু বেশি কথার পাত্র নয়, সে ছোট কোরে বুঝিয়ে দেয়, বলতে হবে, ওটি গদ্যছন্দে লেখা। বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি যে একটি যোগাসন পদ্ধতির গ্রন্থ, সেটা আমরা কাল চা খেতে খেতে ঠিক করি, এবঙ্গ, এর থেকে যে কোনো ডিভিয়েশনই যে শোধনবাদ বলে গণ্য হবে, তাও সিদ্ধান্ত হয়।

    বই জমা রাখতে যাওয়া একটা ঘটনা হয়ে ওঠে, কারণ উদ্যোক্তাদের দেওয়া নীল-সাদা ব্যাগ গুরুর বই রাখার পক্ষে বড়ই ছোট। গোটানোয় হাত বাড়ান ডাক্তার সুমিত। ৩টে ব্যাগ প্রথমে দড়ি দিয়ে বানধা হয়। কিন্তু সেগুলো বহনক্ষম হয় না। আবার খুলে ফেলা হয় । হুমেরু ও অবন্তিকা ব্যাগ বয়ে নিয়ে যায় - সুমিত বাবু ও মিঠুঅগ্রবর্তী, আমি ম্লান মুখে পিছু নিই। মিঠুর কাছে অধোবদন হয়ে থাকি, সান্ধ্যভাষা সম্পর্কিত ভয়ে।
    কাগজপত্র ও ক্যাশ হস্তান্তর করার জন্যে মিঠুর পায়ে পড়তে বাকি রাখি, কিন্তু সে ক্ষমা করে না।
    অগত্যা অবন্তিকা ।
    আজ এনারাই(নন রেসিদেন্ট ইন্ডিয়ান অর্থে নয়) ভরসা। দুহাতে ব্যাগ নিশ্চয় সব্যসাচীবাবু বহন করে দেবেন ।

    লেকিন চিল্লাবে কে?
  • সিকি | 135.19.34.86 | ১২ জানুয়ারি ২০১৫ ১২:২৭530620
  • হুমেরুর চিল্লানি রেকর্ড করে রাখা হোক। প্রকৌশল থাগলে আম্মো আমার চেঁচামেচি রেকর্ড করে দিতে পারি।
  • তাপস | 233.29.204.178 | ১২ জানুয়ারি ২০১৫ ১২:৪৩530621
  • এই হল কোর কমিটির খেল । আমি যে গত বইমেলা এবারের লিল ম্যালায় চেঁচালাম সেগুলো জাস্ট ইগনোর করে যাওয়া। ক্ষমতাসীনদের চিরকালের দস্তুর !
  • সিকি | 135.19.34.86 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:২৫530622
  • বিরোধী হলেই কি এমন অপপ্রচার কত্তে হয়? য্যানো গত বইমেলায় আমি ছিলাম না! গম্ভীর মুখে একবার বাঁ হাত একবার ডানহাতে মোবাইল ধরে তন্নিষ্ঠ হয়ে ইন্টারভিউ নিয়েছিলে, সঙ্গে অবন। একটি বারের জন্যেও তোমায় চেঁচাতে দেখি নি, শোনা তো পরের ব্যাপার।
  • pi | 174.100.105.213 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৩৩530623
  • হ্যাঁ, এটা ভালো প্রস্তাব। চিল্লানি রেকর্ড করে রেখে বাজানো হউক।
    ইস্স, তাপসদা হুমেরুদার যুগলবন্দী চিল্লানি আগেরবারই রেকর্ড করে রাখা উচিত ছিল।
  • তাপস | 233.29.204.178 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৩৬530624
  • দিল্লি থেকে এক দিনের জন্যে উড়ে এসে চলে গেলে তো আর চেল্লানি দেখা/শোনা যায় না, একটা প্লেয়ার কী ভাবে ডেবুতে সেন্চুরি করে, ধৈর্য ধরে বসে দেখতে হয়, টেস্ট ম্যাচ । আর পাই তো দূর, বোতিন অব্দি এসে বলে গেছিল, এত চেঁচালে তো লোক চলে যাবে ! :-(
  • d | 144.159.168.72 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৩৯530628
  • ছেড়ে
  • pi | 174.100.105.213 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৩৯530626
  • অ্যাকচুয়ালি হুমেরুদা-সিকি-তাপসদা এই তিনজনার একসাথে চাই, আর মাঝেমধ্যে মামুর ধরতাই।
  • d | 144.159.168.72 | ১২ জানুয়ারি ২০১৫ ১৩:৩৯530625
  • ভ্যাট আমি দেখেছি তো তাপসবাবুকে চেল্লাতে। বেশ খুঁটি খুঁটি টাইপের হয়ে দাঁড়িয়ে একেবারে ভীস্মলোচন স্টাইলে গলা হ্হেড়ে চ্যাঁচাতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন