এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ৯৫২০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.190.82 | ০৮ মার্চ ২০১৩ ০৮:৪৭531564
  • লুরুতে কালীবাড়ি হয় না? বেঙ্গলি অ্যাসোশিয়েশন নেই?
  • siki | 132.177.190.82 | ০৮ মার্চ ২০১৩ ০৮:৪৯531565
  • কল্লোলদা,

    লুক আউট নোটিস দেওয়া যেতেই পারে। তবে সাবিত্রী রায়ের মেয়েকে খুঁজছি, এটা পোকাশ্যে লিখে ঝুলিয়ে দিলে কেমং কেমং লাগবে না? তায় আজ নারীদিবসে? :)

    মেয়ের নামটা কী, কত বড়, তিনি কী করেন, ইত্যাদি কিছু আইডিয়া পাওয়া যাবে?
  • ব্যাং | 132.167.115.227 | ০৮ মার্চ ২০১৩ ০৮:৫৪531566
  • বেঙ্গলি অ্যাসো একটা আছে, তাদের হেব্বি তেল।
  • কল্লোল | 125.242.140.107 | ০৮ মার্চ ২০১৩ ০৯:০৫531567
  • সিকি।
    কিছুই মনে নেই। যেরকম ভালো মনে করিস সেভাবেই দে।

    ব্যাং।
    এখানে আর একটা বাঙ্গালী অ্যাসো আছে। বেঙ্গলী ইন ব্যাঙ্গালোর। তারাই বিটিএম এ অদ্বৈত্ব পেট্রল পাম্পের পাশে দুগ্গো পূজো করে। দেখি যদি তাদেরকে চাগানো যায়।
  • ব্যাং | 132.167.115.227 | ০৮ মার্চ ২০১৩ ০৯:০৯531568
  • কল্লোলদা বিএনবির কথা জানব না কেন? সেখানেই তো প্রথম তোমাকে দেখি। ওদের দুগ্গাপুজো করেই সব এন্থু শেষ।
  • কল্লোল | 111.62.27.214 | ০৮ মার্চ ২০১৩ ১২:২৩531569
  • হ্যাঁ হ্যাঁ, তাই তো!!
    দেখি যদি চাগানো যায়। ১লা বৈশাখ নিয়ে তো মিটিন ডেকেছে।
  • kumu | 132.176.32.39 | ০৮ মার্চ ২০১৩ ১২:৪০531570
  • ভেউ,কল্লোলদা আমার ল্যাখা পড়ে নাই,ভেউ-----
  • শ্রাবণী | 134.124.244.107 | ০৮ মার্চ ২০১৩ ১২:৫৪531571
  • বেলা বারোটার সময় তোড়জোড় করছি বেরোনোর, নিতাইয়ের ফোন, “এমনিই ফোন করলাম। তুমি তৈরী, বেরোচ্ছ? রুবি এসে যাবে তিনটে সাড়ে তিনটে নাগাদ”। তারপরেই বেশ বিষন্ন স্বরে জানালো, ভিড় নেই একদম। আমি যতই হোক পোড় খাওয়া সংসারী, এত সহজে হতাশ হই না। তাই সান্ত্বনা দিয়ে বলি, “উইক ডেজ, পরীক্ষা চলছে চতুর্দিকে.....ধৈর্য্য ধর, উইকেন্ডে লোক আসবে।”
    মোটকথা নিতাই ফোন করে আমার দেরি করিয়ে দিল এটা ভুলে যাবার আগে এখানে নথিবদ্ধ করে রাখলাম।
    গাড়ীতে যেতে যেতে দেবযানীকে শোনাচ্ছিলাম আগের দিন কুমুদিরা বারোটায় এসে দেখেছে সব অন্ধকার, আলোটুকুও কেউ জ্বালায়নি। গেটে গাড়ী থামতে ভেতরের দিকে তাকিয়ে দেবযানীড় মন্তব্য, আজ দুটোতেও তো অন্ধকারই লাগছে......আসলে বাইরের চড়চড়ে রোদে দাঁড়িয়ে ভেতরে দেখলে অন্ধকার লাগছে, নাহলে আলো জ্বলে গেছে।
    স্টলে পা দিতেই কুমুদির প্যাঁচারা আর র‌্যাক ভর্তি চটি গুরু সবাই হই হই করে অভ্যর্থনা জানালো। র্গুছিয়ে বসলাম, কুমুদির নির্দেশমত বাঁদিকে বিলবই, ডানদিকে বই, চিপসের প্যাকেট মানে যেখানের যা থাকার কথা সেখানে সবই ছিল।
    আড়াইটে বাজল, কেউ কোথাও নেই, শুধু স্টলের লোকেরাই ঘোরাফেরা করছে আর বেঙ্গলী এসোসিয়েশনের কর্মকর্তারা গলায় ব্যাজ ঝুলিয়ে হন্তদন্ত হয়ে এদিক ওদিক করছে।
    আমাদের স্টল এবার ঢোকার মুখে, পাশেই আনন্দ, সাজানো সানন্দা দেশ উনিশ কুড়ির শোভা, পরে সারাদিনে অনেকের, বিশেষত মহিলাদের পা সেখানে এমন আটকানো যে পরের স্টলে ঢুকতে আর পা উঠছিল না।

    অনেক স্টলে যারা গতবছর ছিল তারাই এসেছে, চিনতে পেরে এসে দুদন্ড দাঁড়িয়ে সুখ দুঃখের গল্প করে গেল, একদম বিক্রি নেই, লোক আসছেনা সাথে সাথে এরকম সময়ে মেলা রাখার জন্যে আয়োজকদের মুন্ডপাত।
    এবারে বইমেলার সঙ্গে শত্রুতা করেই যেন দিল্লিতে সাত তাড়াতাড়ি গরমও পড়ে গেছে!
    প্রথম খদ্দের এল সৌরাংশু, কিনল “কোনো এক”, বাকি সব নাকি তার কেনা হয়ে গেছে, এটি আমার কাছ থেকে কিনবে বলে বাকি রেখেছিল। আমি যদিও বেশ বেজার, কারণ এবার আমাকেও ওর স্টলে গিয়ে ফিসফিস কিনতে হয়......
    কিন্তু মুখে হাসি ফোটে অচিরেই, সৌরাংশু আজকের জন্যে গুরুর লাকী খদ্দের সাব্যস্ত হল....সে যেতে না যেতেই দ্বিতীয় খদ্দের এসে গেল, মহিলা, কবিতার বই খুঁজতে এসে গল্পে গল্পে কবিতার বইয়ের সাথে আরো বই নিয়ে গেলেন. স্বামী বিই কলেজ প্রাক্তন, স্বল্পভাষী, ছাব্বিশ বছর ধরে ওয়ার্ল্ড ব্যাঙ্কে চাকরি করার পর এখন এখানে........গুরুতে আসতে বললাম, বিই কলেজ বেলা পড়লে ভালো লাগবে.........দেখবেন কথা দিলেন।
    পাশের স্টলের লোকটি গতবারের মত এবারেও বই তুলে তুলে নিয়ে গিয়ে পড়ে টাইম পাস করছে বোঝা গেল, কারণ কিভাবে জানতে পেরে, এসে আমাকে একখানা তাচ্ছিল্যের হাসি দিয়ে "কোনো এক" দেখিয়ে বলল,
    "আপনি এসব কী লিখেছেন, আজকের বাংলার গ্রাম কত আধুনিক জানেন? আপনার এই লেখার সঙ্গে আজকের যুগে কেউ রিলেট করতে পারবেনা"।
    আমার এদিকে কথা বলার সময় নেই, মুখ খদ্দেরের জন্যে হাসি হাসি, সেভাবেই বলি, “খুব আধুনিক বলছেন? হবে, তবে আমি আজকের গ্রামের কথাই যে লিখেছি, তেমনটা কোথায় লেখা আছে?
    তাই শুনে সে আরো রেগে গেল....দেবযানী হাঁ করে ওর কথা শুনছিল, সবাই চলে যাওয়ার পর বলল,
    "ওর খুব রাগ হয়েছে বল, সবাই এদিকে এসে তোমার কথা শুনছে, ওর স্টলের দিকে কেউ যাচ্ছেনা...........!
    ওরই মাঝে একজন এলেন, আমার আজকের ফেভারিট খদ্দের, মিষ্টি মতন পাকা টুপটুপে ইন্দিরা চ্যাটার্জি (যার সঙ্গে আমার ছবি আছে), উনি লোকটির কথা শুনে বলে উঠলেন গল্পের কোনো বাঁধা সময় ফ্রেম থাকা উচিত নয়।
    সেই শুনে লোকটি সেই যে গেল, গেল তো গেল আর এল না!
    ইন্দিরাকে দেখে মায়ের কথা মনে হচ্ছিল, খুব ধৈর্য্য ধরে সমস্ত বই সম্বন্ধে শুনলেন, জানলেন, তারপরে কোনটা কেন নিতে চাননা তা জানালেন!:)
    মহাভারত সম্পর্কে বললেন যে উনি যা পড়েছেন জেনেছেন মহাভারত, তার থেকে হটকে এই বয়সে অন্যরকম নতুন কিছু পড়ার ইচ্ছে ওনার নেই, উনি নেবেন না। আমি বিল করতে করতে ওনাকে এই মহাভারতে কী আছে ইত্যাদি বলে যাচ্ছিলাম (অবশ্যই নিজের ধারনা)...শেষমেশ বললেন, তুমি বলছ যখন পড়ে দেখি তাহলে.............আহ!

    রুবি আসার আগে আমরা একপ্রস্থ ফ্লাস্কের চা ও কেক খেয়ে নিয়েছি। রুবি এল চিড়ে ভাজার প্যাকেট নিয়ে, আগের দিন ঘুরে গেছে তাই আমাদের থেকে ভালো চেনে সব। এসেই হন্তদন্ত হয়ে আগে মাছের চপ সিঙ্গারা কিনে নিয়ে এল সবার জন্যে, কী ভালো সিঙ্গারা , ফুলকপির পুর দেওয়া, একদম কলকাতা গন্ধ, অনেকদিন পরে খেয়ে মন ভালো হয়ে গেল। পুরো অল লেডিজ পিকনিক, দেবযানী নিয়ে এসেছিল স্যান্ডুইচ ফ্রেন্চ টোস্ট!
    এক মহিলা এলেন, সুজাতা, তার নাকি আগের বছরের গুরুচন্ডালী দিব্য মনে আছে, বললেন “আপনি অনেক আমাকে কনভিন্স করানোর চেষ্টা করেছিলেন, আমার খুব ইউনিক লেগেছিল”। আমার যদিও মনে ছিলনা তবু আন্দাজে বললাম, “আপনি বোধহয় কেনেন নি, না?” উনি খুব গর্বের সঙ্গে জানালেন আমি সেলে ফেল করেছিলাম গতবারে, উনি জিতেছিলেন।
    এবারে অবশ্য যেচেই বললেন বই রেকমেন্ড করতে এবং শেষে খান ছয়েক নিলেন।
    এক ভদ্রলোক এসে রুবিকে আর আমাকে কুড়ি মিনিট ধরে সরকার সবকিছু কম্পিউটারে করে দেশের কী সর্বনাশ করছে, ইবুক দেশের পক্ষে জাতির পক্ষে কত ক্ষতিকর, তার মাঝে “আমাকে দেখে সবাই ইয়াং ভাবে, আসলে আমি অনেকদিন রিটায়ার করেছি”........বলে বলে শেষে একখানা লা জবাব....তাই সই, একজন তো বই নেবার কথা বলতে বলে বাংলা পড়ে না, উর্দুতে কবিতা লিখেছে...সেই কবিতা আবার একজনকে দিয়ে অনুবাদ করিয়েছে, গুরুতে কী করে লেখা পাঠাতে হয় জেনে গেল।

    একজন এল সহাস্যবদনে, সঙ্গে দু চার জন মহিলা পুরুষ, “এই দ্যাখো গুরু, বলেছিলাম না।” নাম বলল না, সে নাকি নীপা.....সব বই ইঁদুরছানা ধরার মত তুলে তুলে দেখায় আর বলে “এ পড়া, এ তো পড়েছি.....”, তারপরে সঙ্গীদের উদ্দেশ্যে বলল, “ও আমি প্রিন্ট করে দেব, কিনতে হবেনা...” বলে পুরো দলটাকে নিয়ে “হে হে কেমন দিলাম” ভঙ্গী করে বেরিয়ে গেল......দেবযানী অবাক বিস্ময়ে দুঃখে তাদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, “তোমাদের এরকম, ইচ্ছেমত প্রিন্ট করে নিয়ে পড়া যায়?”
    ওদিকে স্টেজে কবিতা পড়া শুরু হয়েছে, সে সব কী কবিতা! ফিসফিস/ফাস কিনতে গেছি, ওদের স্টল একেবারে স্টেজের দিকে মুখ করে, ওদের শুনতেই হচ্ছে, কিছু করার নেই। সুমন কেন কবিতা পড়ল না, আমরা আলোচনা করি। কবিতার কিছুই বোঝা যাচ্ছেনা তবে পুরো দিল্লি মেড, দিল্লি মোড়কে, মাঝে মাঝে শুধু অর্থহীন এদিক ওদিকে জুড়ে দেওয়া “চাঁদনি চক, কুতুব মিনার” এহেন শব্দাবলী!
    তারপরে শুরু হল নজরুল গীতি, গায়িকা ঘোষনা করল, “আমি এখন নজরুলগীতি করব”। তারপরে তিনি যা করলেন তা আর বলার নয়, গলা আঁকাবাঁকা পথে দিল্লির রাস্তায় অলিতে গলিতে ঘুরতে থাকল, পাড়াপড়শীর কাপড়ের ক্লিপ সব হাওয়া করে দেওয়া রেশমাইয়া গলা........মাঝে পাইয়ের ফোন এল, কিন্তু গানের গুঁতোয় আমি কিছুই ভালো শুনতে পেলাম না, আন্দাজে কথা বললাম......সুমনের কবিতা আর পাইয়ের গান মনে পড়ে চোখে প্রায় জল আসে আর কী!
    একজন দারুন জমকালো কাঞ্জিভরম পরে সারাক্ষণ আনন্দের স্টলের সামনে দাঁড়িয়ে গল্প করে গেল, বিকেল থেকে, একটাও স্টলে ঢুকল না, আর একজন, বয়স্ক মহিলা, অনেকক্ষন দেখে দেখে আমাদের স্টলে এসে জানালো, মেয়েদের স্টল বলে সাহস করে ঢুকেছে, কিন্তু কিছু কিনবেনা, চাকরি হোক তবে কিনবে, এখন ওর পয়সা সব মা কেড়ে নিয়ে রেখে দিয়েছে, ব্যাগে তাই পয়সা নেই. মেয়েরা বই লিখে বিক্রি করছে দেখে খুব ভালো লাগছে, সেও আমাদের মত হতে চায়। আমি ক্রেতাদের নিয়ে ব্যস্ত ছিলাম, ভদ্রমহিলা চলে যাওয়ার পরে দেবযানী আর রুবির সে কী রাগ আমার ওপর, নিজে আসুন আসুন করে ডেকে পাগলী কে আমাদের দিকে ঠেলে দিয়েছ! সময় ছিলনা তাই নাহলে আমার তো ওনার কথা শোনবার খুব ইচ্ছে ছিল।

    মাঝে মাঝেই লোকে এসে ডিসকাউন্ট চাইছিল, তবে তা বেশিরভাগই না কেনার বাহানা মনে হল। সৌরাংশু, সুমনের চেনা একদল এসে ডিসকাউন্ট ডিসকাউন্ট করে হল্লা করতে আমি চেঁচাই, দশ টাকার ঝালমুড়ি পাওয়া যায় না দিল্লিতে, আমাদের বই যায়......কালিবাড়ি থেকে মেট্রো স্টেশন যেতে অটো ভাড়া রিক্সা ভাড়া পঞ্চাশ টাকার কম নয়, একশ টাকায় একাধিক বই কিনে আবার পয়সা ফেরত পাচ্ছে, এরকম আর একটাও স্টল নেই, কোন মুখে এর পরেও ডিসকাউন্ট চায় লোকে!
    চিত্কারে তিনজনে তিনখানা বই কিনে পালালো, আবার শনি রবিবারে এসে বাকিগুলো নিয়ে যাবে বলে.......
    এদিকে আটটা বাজে প্রায়, বিক্রি দুহাজার ছাড়াতে অল্প বাকী, মনে হচ্ছে হল না আর......সৌরাংশু ঘুরেফিরে এসে মাঝে মাঝেই ঘোষনা করে যাচ্ছে, রাতেই নাকি লোক আসছে বেশী, তাড়াতাড়ি চলে যেন না যাই........ওদিকে নিতাই জিরের জায়গায় গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছে রান্নায় কিসে একটা যেন, রুবি প্রচন্ড চিন্তায়.......আমাকে ওদের ওখানে খাওয়ার কথা বলতে আমি একবাক্যে না করে দিয়েছি অবশ্য।
    দেবযানী অফার দিচ্ছে দুশো টাকার বই কিনে ও দুহাজার করে দেবে, এদিকে আমার তাতে মত নেই........সাড়ে আটটায় হুড়মুর করে আরো কিছু লোক, স্থানীয়, ছেলেমেয়েদের পরীক্ষার পড়া করিয়ে তবে আসার সময় পেয়েছে......পেরিয়ে গেল দুহাজার.....জয় গুরু....নটায় আমরা পাততাড়ি গুটোলাম, অনেকটা রাস্তা যেতে হবে.........আবার কাল, শনি ও রবি...
  • কল্লোল | 111.62.27.214 | ০৮ মার্চ ২০১৩ ১২:৫৬531572
  • এই দ্যাকো। পল্লুম তো।
    দিব্যি হয়চে। সে আর তক্ষুনি লেকা হয় নি। ঐ গে সাবিত্রী রায় মনে পড়ে গেলো, তাই।
    কোই দেকি, আয়, রুমাল নে। নো কান্নু। আজ ৮ মার্চ না!
    NO WOMAN - NO CRY

    এটা শোন।
  • kumu | 132.176.32.39 | ০৮ মার্চ ২০১৩ ১৩:১১531574
  • সাড়ে আট্টা,সিওর?
    আমাদের বেঅ্যার লোকেরা বল্ল আট্টা।তাই তখনই বন্দছন্দ করে দিলুম।সাড়ে আট্টা হলে ছাঃ আপিসের পর যাব নাকি?
  • শ্রাবণী | 127.239.15.104 | ০৮ মার্চ ২০১৩ ১৪:১৮531575
  • কুমুদি, আমরা নটা দশ নাগাদ বেরোলাম, তখনো প্রত্যেকটি স্টল খোলা ও প্রোগ্রাম চলছে। তুমি যেতেই পার অফিসের পরে আজ ও কাল। আজ শমীককে বলে দিয়েছি, ও বিকেলে গিয়ে রাত অবধি থাকবে, রুবি নিতাইও থাকবে।
  • kumu | 132.176.32.39 | ০৮ মার্চ ২০১৩ ১৪:২২531576
  • টাক ডুম টাক ডুম-
  • siki | 132.177.29.252 | ০৮ মার্চ ২০১৩ ১৫:২৯531577
  • আমি পাঁচটা নাগাদ বেরোচ্ছি। আছি আজ শেষ পর্যন্ত।
  • raatri | 24.96.73.157 | ০৮ মার্চ ২০১৩ ১৬:৪১531578
  • গুছিয়ে লেখে কিন্তু মেয়েটা!!
  • siki | 213.88.22.137 | ০৮ মার্চ ২০১৩ ১৮:০৪531579
  • গুরুর স্টলে একটু আগে ঘুরে গেলেন তসলিমা নাসরীন। আমি একটুর জন্য মিস করে গেছি।

    একটা গুরু ম্যাগ, একটা ক্যালেন্ডার দেওয়া হল। বদলে উনি শ্রাবণীর বইতে সই দিয়ে গেলেন।
  • | 190.215.109.179 | ০৮ মার্চ ২০১৩ ১৮:৩১531580
  • তাই নাকি। ব্যাপক তো।

    শ্রাবণী দি ফাটাফাটি। দিব্বি দেখতে পেলাম তোমার লেখা দিয়ে।
  • pi | 78.48.231.217 | ০৮ মার্চ ২০১৩ ১৮:৫৬531581
  • কুমুদি, শ্রাবণীদির লেখা দিয়ে দিল্লি বইমেলায় গুরুর স্টলে দিব্বি বসা হয়ে গেল ঃ)
  • Ishan | 214.54.36.245 | ০৮ মার্চ ২০১৩ ২১:৩৩531582
  • আহা। লুরুতেও হোক লুরুতেও হোক।
  • নেতাই | 132.177.204.102 | ০৮ মার্চ ২০১৩ ২২:৩২531583
  • তসলিমা নাসরীন
    আনন্দ পাবলিশার্সের স্টল থেকে উঠে চলে যাচ্ছিলেন। আমি কাছে কাছে গিয়ে বললাম, আমাদের স্টলে একটু আসবেন?

    স্টলে এসে উনি এটা ওটা জিজ্ঞাসা করলেন। ওনার চোখ গেলো ক্যালেন্ডারে। বললেন এইটা অমি নেবো।
  • নেতাই | 132.177.204.102 | ০৮ মার্চ ২০১৩ ২২:৩৪531585
  • ক্যালেন্ডার দেখে শুনে বললেন কত দিতে হবে বল।
    আমি বললাম, কিচ্ছু দিতে হবেনা। আপনার জন্য ফ্রি।
  • নেতাই | 132.177.204.102 | ০৮ মার্চ ২০১৩ ২২:৩৬531586
  • তারপর একটু গল্পসল্প করে উনি চলে গেলেন।
  • siki | 132.177.220.45 | ০৮ মার্চ ২০১৩ ২২:৪১531587
  • :-)
  • নেতাই | 132.177.204.102 | ০৮ মার্চ ২০১৩ ২২:৪৩531588
  • আজকে নেতাই (গুরুর ফ্লপ সেলসম্যান অফ দ্য ইয়ার) সাকুল্যে ৫০০ টাকার বই বিক্কিরি করেছে

    অনেকেই অবশ্য খুব মন দিয়ে বই দেখে গেলেন। দু একজন কিনলেন। যেমন ইনি।


    ওদিকে তখন তুমুল কবিতাপাঠ চলছে। মঞ্চ আলো করে বসে রয়েছেন কবিরা।


    আমরা অনেক্ক্ষণ বসে থেকে শেষপর্যন্ত ঘরে চলে এলাম। স্বপনদা সমেত। বিক্কিরির করতে পারিনি। কিন্তু আমাদের ভঙ্গিমায় কোন কমতি ছিলোনা। স্বপনদাই দেখুন। কেমন উৎসুক হয়ে বসে রয়েছেন।
  • নেতাই | 132.177.204.102 | ০৮ মার্চ ২০১৩ ২২:৪৪531589
  • শ্রাবণী | 24.98.65.106 | ০৮ মার্চ ২০১৩ ২৩:৩৯531590
  • ওরে তসলিমাকে আমাদের স্টলে ডেকে আনার বুদ্ধিটা কে তোকে দিল সেটা একটু বলে যাস..........তুই বন্দুকধারীদের দেখে কতটা ভয় পেয়েছিলি সেটাও.................:)
    এতবড় কান্ডের জন্য তোর পাঁচশ টা দুহাজার পয়েন্ট অ্যাড করে দিলাম তো, আবার কাঁদিস কেন!
  • | 126.203.138.249 | ০৯ মার্চ ২০১৩ ০২:০১531591
  • ঃ))))
  • | 126.203.138.249 | ০৯ মার্চ ২০১৩ ০২:০৪531592
  • আচ্ছা পাই, আমি তো নতুন গুরু পাই নি। তা কলকাতায় যাবো , নিয়ে নেবো। ব্যাঙ্গালোরের আমার এক পিস বন্ধু আছে ,যে গ্রাহক , তার জন্যে ও আনতে পারি। আর কারোর জন্যে আনতে হলে বলতে পারো। তা নেবো কোথা থেকে?

    আমার এবং আমার বন্ধু দের গ্রাহক চাঁদা কি এখন ও ফুরোয় ই নি?
  • কল্লোল | 111.63.221.160 | ০৯ মার্চ ২০১৩ ০৬:১৪531593
  • আমি নিয়ে এলুম তো একগাদা গুরু আর চটি।
    তুই যদি আনতে চাস তো আমার বাড়িতে কিছু চটি পড়ে আছে, নিয়ে আসতে পারিস।
    দাঁড়া ফোং কচ্ছি।
  • | 126.203.143.50 | ০৯ মার্চ ২০১৩ ০৬:৩২531594
  • ওকে কল্লোল দা, কথা বলে নেবো।
  • pi | 78.48.231.217 | ০৯ মার্চ ২০১৩ ২০:৪৬531596
  • আজ তো লোকজন ফাটিয়ে দিচ্ছে শুনলাম ! ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন