এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে পোস্ট করার সমস্যা ও সমাধান

    ppn
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১২ | ৬৪৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ben Arfa | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:২৩538964
  • খাইসে। তখন লোকজনকে পকেটে করে দুটো কীবোর্ড নিয়ে ঘুরতে হবে;-)
  • sinfaut | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:২৩538963
  • এটা খুব সহজবোধ্য যে অক্ষরের মত সিম্বল বাদ দিয়ে বৃহৎ ক্ষেত্রে কমিউনিকেট করা ভ্রান্তিপূর্ণ। মিথ ও রূপকথার চলাচল হতে পারে, তার বেশি কিছু না।
  • Ishan | 14.99.127.160 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:২৮538965
  • আরেকটি কথা বলে আমি যাব চলে।

    এখন তর্কাচ্ছেন ঠিকাছে। গুরুর নতুন সাইটটা লঞ্চ করার আগে একটা টেস্ট ডোমেনে কদিন রাখার ইচ্ছে আছে। পারব কিনা জানিনা। যদি পারি, সেক্ষেত্রে তখন টেস্টিং ও ফিডব্যাকের জন্য কিছু উৎসাহ বাঁচিয়ে রাখবেন। এখনই সবটা খচ্চা করবেন না।
  • tatin | 122.252.251.244 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:২৯538966
  • লে:, রুটি চালাচালি করে সিপাহি বিদ্রোহ অবধি কমিউনিকেটেড হয়ে গ্যালো
  • tatin | 122.252.251.244 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৩১538967
  • অর্কুটে প্রথম যাঁরা বাংলায় লেখা শুরু করেন, তাঁদের মধ্যে ওসিএস একজন, ২০০৬ এর শেষ দিক থেকে
  • sinfaut | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৩২538968
  • আপনি রুটি চালিয়ে পিহেইচডি থিসিস বা নিদেনপক্ষে এক্সাম হলের চোতা নামাতে পারবেন?
  • sinfaut | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৩৫538969
  • আচ্ছা, এই ইউনিকোড ফন্টটা Bangla.ttf রাখছি মানে কী? আমি তো যেমন খুশি ইউনিকোড ফন্টে সাইটটা দেখতে পারি নাকি? ভুল বুঝছি?
  • pinaki | 138.227.189.8 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৩৬538970
  • তাতিন, আপনাকে একটা মেল করেছি mechsom এ। উত্তর পেলে বাধিত হব।
  • tatin | 122.252.251.244 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৩৭538971
  • একটা কাঠামোর মধ্যে অক্ষর দিয়ে কমিউনিকেট করতেই হবে। (চোতা অক্ষর বিনাও হতে পারে, ভেবে দেখুন) কিন্তু ঐ কাঠামোর বাইরেও এক বিশাল পৃথিবী রয়েছে-
  • sanaatan brahmaa | 110.234.159.216 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৩৭538973
  • শালা, পুরো রিগবেদ ফিগবেদ নামিয়ে দিলাম কোনো লিপি ছাড়া আর এদের দ্যাখো,ফন্ট নিয়ে কি হুলোহুলি করছে।

    স: ব্র:
  • tatin | 122.252.251.244 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৩৮538974
  • আমার ফোন চুরি হয়ে গ্যাছে, একই নাম্বারের সিম পেয়েছি, অ্যাক্টিভেটেড হয় নি এখনো
  • sinfaut | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৩৯538975
  • হ্যাঁ, তা তো বটেই শুধু ০ আর ১ দিয়েও আমরা যোগাযোগ করতে পারি, যেমন রোমান হরফে বাংলা লিখে করতে পারি। বিরাট পৃথিবী বিরাট সম্ভাবনা ... কোনো সন্দেহ নেই তাতে।
  • pinaki | 138.227.189.8 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৩৯538976
  • তার মানে আপনি এখন ধরা ছোঁয়ার বাইরে! ঠিকাছে, সংযুক্ত হলে জানাবেন।
  • sinfaut | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৪০538977
  • একি! অক্ষর দিয়ে যোগাযোগ করুন, শব্দের কী দরকার?
  • shrabani | 117.239.15.102 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৪০538978
  • এত কিছু থাকতে নিতাইয়ের শুধু আমার লেখার কথাই মনে হল...ভগোমান!:)
    আমি তো ফেসবুকেও সচরাচর রোমান হরফে বাংলা লিখিনা, ফোন টোন থেকে না হলে!

    আর আমি যে সেদিন লিখলাম সেই অশ্লেষা মঘার দিনে, গুরু নিয়ে ঠিক ঈশানের কথাটাই, যখন গুরুর প্রথম রঙ বদলে এই আজকের মভ হয়েছিল তখন টইয়ে কেমন ঝড় বয়ে গেছিল, আবার এখন এটাই সবার সয়ে গেছে....অথচ ঈশান বলে কারুর মনে নেই...আমার মনে আছে যখন নিশ্চয়ই অনেকের মনে আছে!:(
  • dd | 110.234.159.216 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৪৮538979
  • আমার আদৌ মনে নেই।
    আমার একে স্মৃতিশক্তি দুর্বল তায় কালারব্লাইন্ড। আমার সবই কেমন একটা সবজেটে লাল লাগে। কিবা নীল কিবা মভ।
  • dd | 110.234.159.216 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৫২538980
  • তবে গুরুতে বিজ্ঞাপন আসতে শুরু হওয়ায় (খ্যাল হচ্ছে?)চমৎকৃত হয়েছিলো অনেকেই। রাগারাগির কোনো কেস হয় নি।

    অন্তত: একজন, তার নিজস্ব স্বভাবমতন প্রচুর অশ্লীল গালি গালাজ করেছিলেন, এই অশুদ্ধিকরনে।

    তারপর কবে একদিন বিজ্ঞাপন গুলো স্রেফ উবে গ্যালো মনেই করতে পারি না।
  • siki | 155.136.80.36 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:৫৪538981
  • হেই ব্ল্যাংকোভস্কি, আমি মোট্টেই সিম্বিয়ানকে টেনে খেলাই নি। আমি তো তিনটে ওএস সম্বন্ধেই নির্মোহ ব দিলাম।

    স্যামসাং গ্যালাক্সির অ্যানড্রয়েডেও ঐ স্পেশাল ক্যারেক্টারটা আছে, কিন্তু অচিন্ত্যর সিম্বিয়ান মোবাইলে ওটা নেই।

    সিফোঁ, ওটা ডায়নামিক রেন্ডারিংএর জন্য। ডিফল্ট পাতাটা লোড হবে বাংলা ডট টিটিএফ ফন্টে।

    যেমন এখন গুরুর ইউনিকোডে কোনও ফন্ট ডায়নামিকালি রেন্ডার করা নেই। আমি লুকিয়ে ক্লায়েন মেশিনে গুরু করছি যেখানে আমার অ্যাডমিন অ্যাক্সেস নেই। ফন্ট ইনস্টল করতে পারব না। এখানে গুরুর ইউনিকোড বৃন্দাতে লোড হয়, কারণ ওটাই উইন্ডোজের ডিফল্ট। আবার এই একই মেশিনে আনন্দবাজার ইউনিকোড সুন্দর গোল গোল ফন্টে লোড হয়, কারণ ওরা ডায়নামিক রেন্ডারিংয়ে কোনও ভালো ইউনিকোড ফন্ট দিয়ে রেখেছে।
  • ppn | 202.91.136.71 | ০৫ এপ্রিল ২০১২ ১৫:২২538982
  • রোমান হরফে বাংলা লেখা দেখলে পাতি কাটিয়ে দেই। সে এক যুগ ছিল, প্রাক ২০০২ যখন কম্পুটারে বাংলা হরফে লেখার ব্যবস্থা ছিল না (মজার কথা তখন অর্কুট বা ফ্যাঁসবুকও ছিল না) তখন কষ্ট করে পড়তাম। এখন স্রেফ পড়ি না। এফোর্টটা অন্য জায়গায় দেবো।
  • aka | 75.76.118.96 | ০৫ এপ্রিল ২০১২ ১৬:০৮538984
  • নতুন গুরুতে কি c কিম্বা জাভায় বাঙ্গলা লেখা যাবে? তাইলে বাঙ্গলা শেখার সাথে সেটাও জানা যেত। লোকহিক্ষেও হত। ঐ তো ল্যাঙ্গোয়েজের ভবিষ্যত গো।

    আর গ্রাস রুটে যেতে চাইলে বাইনারি ভাষায় বাঙ্গলা লিখলেও হয়।

    তবে এইটা হল আল্টিমেট। মানে আমি চিন্তা করব, গুরুর দিটরে লিখতে হবে না, বাকি যারা গুরু র গ্রাহক তরঙ্গ মারফত তাদের কাছে পৌছে যাবে। ম্যান্ড্রেক- ইতস এ কাইন্ড অফ ম্যজিক।
  • siki | 155.136.80.36 | ০৫ এপ্রিল ২০১২ ১৬:১৫538985
  • অ আকা, তুমি তো এখনই জাভা দিয়ে বাংলা লেখো গো। বালেনক, বাআমদি, দুটোতেই। কেবল কোডটা দেখতে পাও না, এই যা। আর আরও গ্রাসরুট লেভেলে গেলে, বাইনারি ভাষাতেই তো বাংলা লেখো এখন :-)
  • sinfaut | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১৬:১৬538986
  • আকা বড্ড ঝগরুটে হয়েছে।
  • siki | 155.136.80.36 | ০৫ এপ্রিল ২০১২ ১৬:১৮538987
  • গ্রাসরুটে না গিয়ে, ঝগরুটে গেছে? :-)
  • SC | 150.212.34.40 | ০৬ এপ্রিল ২০১২ ০১:৫২538988
  • তাহলে ক্ষি দাঁড়ালো। যা বুঝলুম, সমস্ত বহুলপ্রচলিত মেশিন থেকেই গুরুতে বাংলা লেখা এবং পড়া যায়।
    জানলা কম্পু, লিনাক্ষ কম্পু, আপেল কম্পু, আপেল ফোন, গুগলি ফোন এ সবেতেই একাধিক ভাবে লেখা ও পড়া যায়।
    দু একটা নন স্ট্যান্ডার্ড জিনিসে হয় না।
    এই যেমন হাতে লিখে পোস্টাপিসে পোস্ট করলে গুরুতে পোস্টিং হয় না।
    কিংবা লিনক্স ব্রাউজারে গুচ পড়ালেখা যায় না।
    মোদ্দা কথাটা হলো এই, যে যারা এতকিছুর পরেও পড়তে লিখতে পারছিলেন না,তাদের কেসটা অনেকটাই সেই কল সেন্টার জোকের মতো, দাদা কম্পিউটার চলছে না, সুইচ অন করুন।
  • riddhi | 128.62.12.113 | ০৬ এপ্রিল ২০১২ ০২:০৭538989
  • এস সি :)
    তা না কিন্তু। লার্নিং কার্ভ আছে। আমার চাপ গেছিল বলে মনে আছে। এই টইয়েই তো বোধহয়, কিছু হেল্প ডকু বানানো হল।

    মানে ইন প্রিন্সিপল সবি সম্ভব। কিন্তু লোকে এত এফর্ট দেবেই বা কেন? যেখানে অন্য ফোরামে খুব সহজেই লেখা পড়া করা যায়।
  • Somnath | 117.194.192.102 | ০৬ এপ্রিল ২০১২ ০৭:৪৮538990
  • ঋদ্ধি,
    সাইটের কনটেন্ট দেখে, ৬২ পাতা জোড়া টইপত্তর আর গুচ্ছ বুলবুলভাজা ইত্যাদি পড়ে যদি মনে হয় এই সাইটে রেগুলার লেখার বা আলোচনা করার জন্যে যেটুকু লার্নিং দরকার সেই এফর্টটুকু দেবার মত সময় ও মানসিকতার অভাব আছে, যাদের মনে হয়, তাদের থেকে, এ সাইটের মূল্যবান কিছু প্রাপ্য নেই।
    ব্লগ আর ফেসবুকের থেকে সাইটটার চরিত্র আলাদা থাকাই বাঞ্ছনীয়। কোনো এক সুন্দর সকালে হাজার পাঁচেক লোক এই সাইটে এসে টপাটপ লাইক বাটন টিপছে, দু এক লাইন অন্ত:সারশুন্য কমেন্টে টইপত্তরের কনটেন্টে গারবেজ ডাম্প করছে - এটা অন্তত আমার কাছে দূ:স্বপ্ন। সকালে ঘুম থেকে উঠিয়া আমার কি মনে হল, বা অবসরে বোরডোম কাটাতে আমি কি করিতেছি এসবের জন্যে পার্সোনাল ব্লগ খোলা উচিত। ফেসবুকের স্ট্যাটাস আপডেট করলেও চলবে। নিজের ও লোকের ছবিছাবা দেখা ও দেখানোর জন্যে গেম খেলার জন্যেও বহু সাইট আছে। এখানেও ভাটিয়া৯ নামে চ্যাটরুম রয়েছে। কোনো একটা সাইট সবার সমস্ত পারপাস সলভ করতে গেলে তাকে ফেসবুক, টুইটার বা অর্কুটের মতো একটি সোস্যাল নেটওয়ার্কিং সাইটে পরিণত হতে হয়। এই সাইটে অনেক অনেক খামতি রয়েছে। সেগুলো রেগুলার অ্যাড্রেস ও হয়ে থাকে। সময় সুযোগ মত সেগুলো ঠিক করাও হবে। কিন্তু পুরো ব্যাপারটাকে "ব্লগ বা ফেসবুকের মত" সহজ ও অনায়াসসাধ্য করে তুললে গারবেজ কনটেন্ট হু হা করে বাড়বে। সেইটে খুব একটা অভিপ্রেত নয়। আমার কাছে। যারা একটু কষ্ট ও পরিশ্রমের প্রাথমিক বাঁধা কাটিয়েও শুধু কনটেন্ট ও পরিবেশের জন্যে এখানে রয়ে গেছেন, তাদের থেকে এই গারবেজ স্প্যামিং টা আসে না। পুরোটাই সম্পূর্ণ পার্সোনাল মত। সব পোস্টে এই ডিসক্লেইমারটা দিই না যেহেতু এটা জেনারেলি সাইটে ঝোলানো রয়েছে।
  • tatin | 117.197.67.69 | ০৬ এপ্রিল ২০১২ ০৮:১৪538991
  • সোমনাথের কী দাবি! লেখার আগে বাষট্টি পাতা পড়ে নিতে হবে?
  • Arin | 119.224.108.139 | ০৬ এপ্রিল ২০১২ ০৯:২৬538992
  • মোবাইলে গুচ দেখা ও লেখা নিয়ে কথা হচ্ছে বলে,
    GoMoMeter নামে গুগলের [একটি পাতা ][pata] আছে, সেখানে কোন সাইট কতটা মোবাইল ফোন সহায়ক তার একটা রিপোরট পাওয়া যায়, সেখানে গুরুচন্ডালীর লিঙ্ক টা দিয়ে দেখছিলাম | গুরুচন্ডালীর URL সে পাতায় লাগানোর পরে একটা [ রিপোরট ] পাওয়া গেছে, লিংক টা নিচে দেওয়া হল |

    দুটো লক্ষণীয় বিষয়:
    ১। সাইট টা লোড করতে মিনিট খানেক সময় নিচ্ছে, (খুবই ভাল, আমার তো মনে হয়)

    ২। ছবিগুলো ঠিকঠাক আসে্‌ছ

    কিন্তু কতগুলো ডিজাইনের ব্যাপার আছে, যেগুলো সাইট টাকে মোবাইল ফোন ফ্রেন্‌ড্‌লী করতে গেলে করা উচিত বলে গুগলবাবু মনে করেন | সেসব নিয়ে আমার অবশ্য কিছু বলার নেই, রিপোরট টা আপনাদের সংগে ভাগ করে নিলাম মাত্র |

    [পরীক্ষা করার পাতা]: http://bit.ly/Hm3DXh

    [রিপোরট]: http://bit.ly/IasN8H
  • Arin | 119.224.108.139 | ০৬ এপ্রিল ২০১২ ০৯:৩৬538993
  • আগের লেখাটাতে এক মিনিট লিখেছিলাম, ওটা ১ সেকেন্ড হবে |, :-),
  • Tim | 98.249.6.161 | ০৬ এপ্রিল ২০১২ ১০:১৩538995
  • বাহ্‌ এইটা বেশ ভালো লিংক তো। তবু কিছু প্যারামিটার পাওয়া গেল। থ্যাঙ্কু অরিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন