এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে পোস্ট করার সমস্যা ও সমাধান

    ppn
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১২ | ৬৪৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 14.99.127.160 | ০৫ এপ্রিল ২০১২ ১৩:৪২538929
  • বাংলা হরফ ব্রাহ্মণ্যতন্ত্র হলে, রোমান হরফ সর্বগ্রাসী বিদেশী সাম্রাজ্যবাদী আগ্রাসন। :)
  • Netai | 121.241.98.225 | ০৫ এপ্রিল ২০১২ ১৩:৪৪538930
  • বাংলা হরফ ছাড়া বাংলা আর নুন ছাড়া তরকারি একই ব্যাপার। পেট ভরবে, মানে কাজ চলে যাবে কিন্তু মন ভরবে না।
  • Somnath | 59.160.210.2 | ০৫ এপ্রিল ২০১২ ১৩:৪৫538932
  • প্রভূত অসুবিধের পরেও যে বাংলা হরফেই বাংলা লিখে উঠতে পারলো, তার বক্তব্যের গুরুত্ব, আমার কাছে, যেকোনো দিন - যে বাংলা লেখার জন্যে সামান্য প্রাথমিক অসুবিধেটুকু কাটিয়ে ওঠার চাপ না নিয়ে রোমান হরফেই লিখে চলে গেলো - তার বক্তব্যের চেয়ে বেশি মনোযোগের দাবি করে। আমার আশা, প্রথম জনের চিন্তাভাবনার গভীরতা ও বাংলাপ্রেম দ্বিতীয়জনের চেয়ে বেশি। ব্যতিক্রম সহ।

    আর ব্লগসাইটের যতিচিহ্ন সংক্রান্ত লজিকের মুখাপেক্ষী না থেকে তাতিন যে কোনো ছাপা হরফের বই এর দিকে তাকালেই দেখতে পেত, দাঁড়ি জিজ্ঞাসা চিহ্ন এসব শেষ অক্ষরের থেকে সামান্য দূরত্বেই বসে থাকে। এখন তো নেটে প্রাপ্য স্ক্যান করা বইয়ের কোনো অভাব বেই বস্তুবিশ্বে।
  • tatin | 122.252.251.244 | ০৫ এপ্রিল ২০১২ ১৩:৪৫538931
  • নিরক্ষরদের ভাষা নেই, এইটা ব্রাহ্মণ্যবাদ।
  • tatin | 122.252.251.244 | ০৫ এপ্রিল ২০১২ ১৩:৪৬538933
  • লালন ফকির ও তাহলে নুন ছাড়া তরকারি খেতেন
  • tatin | 122.252.251.244 | ০৫ এপ্রিল ২০১২ ১৩:৪৮538934
  • চিন্তা ভাবনার গভীরতার সংগে হরফের কোরিলেশন শূন্যর কাছাকাছি, আমার মতে।
  • Netai | 121.241.98.225 | ০৫ এপ্রিল ২০১২ ১৩:৫৫538935
  • বাংলা হরফে লিখতে লেখকের শ্রম বেশী পাঠকের পড়তে শ্রম কম। রোমার হরফে লেখকের সুবিধে, পাঠকের না।

    লেখক একজন। পাঠক অনেক। একজনের বেশী শ্রমের জন্য অন্যের শ্রম সাশ্রয় হয়। মোট শ্রম কম বলে, শ্রমের সাশ্রয়ের জন্য বাংলা হরফে লেখা ভালো। চিন্তা ভাবনার গভীরতা যার যেমন তার তেমন।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১৩:৫৮538936
  • এই "বাংলা' ফন্টটা কেমন দেখতে - মানে সাফ কথা হল কোথায় পাবো?
  • siki | 155.136.80.36 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০১538937
  • মোবাইলে বাংলা দেখা ও লেখা।

    আমি ভবিষ্যতের ইউনিকোড গুরুর কথা ভেবে লিখছি। মোটামুটি যা দেখছি, বাজারে তিন রকমের মোবাইল ওএস নিয়ে মাতামাতি চলছে।

    ১। সিম্বিয়ান। এটা নোকিয়ার ব্যক্তিগত ওএস। এতে যে ডিফল্ট ব্রাউজার আছে, তাতে ইউনিকোড লোড হয় না। সিম্বিয়ান ইউনিকোড কমপ্লায়েন্ট নয়। ফলে উপায় হচ্ছে অপেরা মিনি ব্রাউজার। এখন অনেক নোকিয়ার ফোনে অপেরা মিনি ব্রাউজার ডিফল্ট করে দেওয়া হচ্ছে।

    ২। অ্যানড্রয়েড। টক অফ দা টাউন। বাড়িতে একটা স্যামসাং গ্যালাক্সি আছে। তার ডিফল্ট ব্রাউজারেও ইউনিকোড আসে না, যদিও ওটা নিয়ে খুব বেশি নাড়াঘাঁটা করা হয় নি। অতএব, অগতির গতি, অপেরা মিনি। সিম্বিয়ানই হোক বা অ্যানড্রয়েড, অপেরা মিনি দু জায়গাতেই এক।

    ৩। আই ফোন। কেবলমাত্র টিভিতে দেখেছি। কিছু জানি না। যার কাছে আছে, আর তিনি যদি ব্রাউজার, ইউনিকোড ই: বোঝেন টোঝেন, তা হলে আমাকে সাহায্য করতে পারেন।

    বাংলা টাইপিং:

    ১। সিম্বিয়ান - অপেরা মিনিতে চাপটা হচ্ছে, দেখতে গেলে ইউনিকোড। সেখান থেকে ইউনিকোডে মতামত দিন-এ তো আর বাংলা টাইপ করা যায় না। অভ্র যদি ওদের মোবাইল ভার্সন বের করে দেয় তো হেব্বি জমে যাবে। অপেরাতে বাংলা লিখতে গেলে বাংলাপ্লেন ভার্সনে পাতাটাকে রিলোড করে সেখান থেকে বালেনক খুলে টাইপ করতে হয়। তাতে ডানদিকে বাংলাপ্লেন আসে, মানে অপেরা মিনিতে হিব্রু আসে। আন্দাজে টাইপ করতে হয়। তো, ভবিষ্যতে যে হেতু বাংলাপ্লেন থাকবে না, কিন্তু ঐ একই টাইপিং লেআউট থাকবে, ফলে মোবাইল থেকেই ঐ টাইপিং লেআউট ইউজ করে সরাসরি ইউনিকোডে লেখা যাবে।

    ২। অ্যানড্রয়েড - ডিফল্ট ব্রাউজারে বাংলাপ্লেন ঝকাস লোড হয়। লেখাও যায় বালেনক দিয়ে। ফাটাফাটি। কিন্তু ইউনিকোড আসে না। অবশ্য, আগেই বলেছি বেশি নেড়েচেড়ে দেখা হয় নি। অগতির গতি তাই, অপেরা মিনি। ওপরে যা লিখলাম, সেই রকমি ফান্ডা এখানেও।

    ৩। আইফোন। জানি না। দেখি নি।

    মোবাইলে বাংলাপ্লেন লেআউটে টাইপ করতে গিয়ে কমবেশি সকলেই একটা অসুবিধার সম্মুখীন হন,ং ,ঁ , ঙ, ঞ ইত্যাদি লেখার জন্য যে এসকেপ ক্যারেক্টারটা ইউজ হয় - `, সেটা অনেকের কীবোর্ডে থাকে না মোবাইলে। আমার নোকিয়া 5800 XPressMusic-এ আছে এই কী-টা, স্যামসাং গ্যালাক্সিতেও আছে। কিন্তু অচিন্ত্যরূপের নোকিয়ার মোবাইলে (E53 কি?) ঐ কী-টাই নেই।

    এখনও করি নি, তবে মনে হচ্ছে এই এসকেপ ক্যারেক্টারটা বদলাতে হবে। এমন কী ইউজ করতে হবে যেটা সমস্ত মোবাইলে কী-প্যাডে থাকবে।

    ব্‌য়্‌স, গল্প শেষ।
  • tatin | 122.252.251.244 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০২538940
  • আমি পাঠক হিসেবেই বলছিলাম। ইংলিশ হরফ এমন কিছু শ্রমাদায়ক নয়। আমরা সকলেই বোধহয় চ্যাটলগে, এসেমেসে, মেলে গুচ্ছ ইংলিশ হরফে বাংলা পড়ে অভ্যস্ত।

    আর হ্যাঁ, বাংলা যতির টাইপোগ্রাফি দেখলাম ফ্রেঞ্চ হরফের অনুসারী, সেক্ষেত্রে, দাঁড়ির আগে ১/৩ স্পেস পড়ার কথা, পুরো নরমাল স্পেস নয় http://ajmakkas.com/pages/t_typobn.html

    The punctuation marks that range from the top of the character to the base of it, such as danda, question mark, exclamation mark, colon and semi-colon had a thick space, which is one third of an em-space, before and an em-space after. This is much like the French typographic rule. An em-space generally is the points of the body type: for a 10-point face, the em-space is 10 points; a thick space is one-third of that and a thin space is a one-fifth.

    সোমনাথকে ধন্যবাদ ভ্রম ধরিয়ে দেওয়ার জন্য।
  • Somnath | 59.160.210.2 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০২538939
  • মতভেদ স্বাগত।
    গভীরতার সংগে হরফের নয়, মাতৃভাষায় লেখার জন্যে প্রয়োজনীয় শিক্ষনীয় জিনিসটুকু শিখে নেওয়ার টেনাসিটি বা মানসিকতার কোরিলেশন আমার কাছে এখনো শুন্য নয়।
  • dd | 110.234.159.216 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০২538941
  • রোমান হরফে বাংলা লেখা নিয়ে নীতিগত আপত্তি কিছু নেই তো। যার যাতে সুখ।

    তবে অমন লেখা আমি স্রেফ এড়িয়ে যাই। পড়ি ই না। অসুবিধে হয়। ভাল্লাগে না।
  • Blank | 170.153.65.102 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০৪538943
  • অ্যানড্রয়েড থেকে গুরু তে লিখতে কোনো সমস্যা হয় না, ছোট কি বোর্ড ছারা। সব অক্ষর ই আসে।
  • siki | 155.136.80.36 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০৪538942
  • অজ্জিত,

    বাংলা ফন্ট পাঠাচ্ছি একটু বাদে। নিজের মেশিনে ফিরে। :-)
  • siki | 155.136.80.36 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০৬538944
  • ডিফল্ট ব্রাউজারে? না অপেরা মিনিতে? ইউনিকোডে, না বাংলাপ্লেনে?
  • Ben Arfa | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০৬538946
  • নোকিয়ার কোনো ফোনেই মনে হয় টিকি (`) আসে না। আমার ই-৭১-এ নেই - অ্যাপারেন্টলি QWERTY কীবোর্ড হওয়া সত্বেও।

    ও - এই গুলো ঠিক হবে? এই যেমন sattbe ঠিকঠাক লিখলে হচ্ছে "সঙ্কেÄ'?
  • Ishan | 14.99.127.160 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০৬538945
  • আ মোলো যা। যারা রোমানে বাংলা টাইপ করতে পারে, তারা আবার কবে থেকে নিরক্ষর হল?
  • siki | 155.136.80.36 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০৭538947
  • আমার নোকিয়া-তে আছে এই ক্যারেক্টারটা। qwerty কীপ্যাড মোডে আছে।
  • tatin | 122.252.251.244 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০৮538948
  • যে পোস্টের নিরিখে বলা, সেইটেতে হরফকে বাংলার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট বলা হয়েছিল, প্রতিতুলনায় নিরক্ষরদের এক্সামে্‌প্‌ল এলো এইটা বলতেই যে কেবল হরফের ওপরই ভাষা নির্ভর করে নেই।
  • siki | 155.136.80.36 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:০৮538950
  • হ্যাঁ, তিন অক্ষরের যুক্তাক্ষরের এই সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাবে। :)
  • Netai | 121.241.98.225 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:১০538951
  • বেশী কচলানো হয়ে যাচ্ছে। তাও বলেই ফেলি।

    একটা উদা: দি।
    শ্রাবণীর গোয়েন্দা গল্প, যদি রোমান হরফে লিখলে শ্রাবণীদির ৫ ঘন্টা বাঁচতো। কিন্তু পড়তে? খুব এফিসিয়েন্ট হলেও ১৫ মিনিটের ফারাক হবে। এবার ১০০ জন পাঠক হলে ১৫০০ মিনিটের সাশ্রয়। কুল্যে ২০ ঘন্টা সাশ্রয়।
  • Ishan | 14.99.127.160 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:১১538952
  • মোটেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট বলা হয়নি। বলা হয়েছিল অবিচ্ছেদ্য অঙ্গ।
  • siki | 155.136.80.36 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:১২538953
  • আমি তো পড়তামই না।

    মেন্টাল ব্লকেজ। :) রোমান হরফে বাংলা ফেসবুকে সুন্দর। গুরুতে নয়।

    ডি: ব্য:গ: ম:।
  • tatin | 122.252.251.244 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:১৪538954
  • গুরুতে লেখাটেখার আগে পাঁচবছর অন্তত অর্কুটের বিভিন্ন পাড়ায় ভাটিয়ে এসেছি। সবাই রোমানেই লিখত এবং কিচ্ছু সময় নষ্ট হতো না। খুব খারাপ পড়া-লেখা কিন্তু হতো না। ইন ফ্যাক্ট, বাংলাএই লিখতে হবে এরকম প্রিয়ার প্রেশার ফিল করায় তখন গুরুতে লিখতাম না।
  • Ishan | 14.99.127.160 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:১৫538955
  • না। ফেসবুকেও সুন্দর নয়। যিনি বাংলা হরফ পড়তে ও লিখতে পারেন না, তিনি বাংলায় নিরক্ষর। শুধু পড়তে জানলে অর্ধাক্ষর। পিরিয়ড। তা তিনি রিস্কাওয়ালাই হন আর পোকো-পোমো।
  • sinfaut | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:১৭538956
  • নিরক্ষরতার (অক্ষর অপরিচয় অর্থে) সাথে জ্ঞানের অগভীরতার সরাসরি সম্পর্ক। লালন এর মত কয়েকজন ব্যতিক্রম।
  • Blank | 170.153.65.102 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:১৮538958
  • সিকির সিম্বিয়ান বলে সিকি সিম্বিয়ানকে টেনে খেলাচ্ছে। ওটা একটা বাজে OS। বাজারে চলবেও না। নোকিয়া নিজেই উইন্ডোজে শিফট করেছে।
  • tatin | 122.252.251.244 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:১৮538957
  • সারা ইতিহাসটাই ব্যতিক্রমে ভরতি দেখতে হবে তাইলে
  • Netai | 121.241.98.225 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:২০538959
  • অরকুটের ফোরামে আমিও ভাটিয়েছি। বছর তিনেক। রোমান হরফে বড় বড় লেখাও পড়েছি। প্রথম দিকে পড়তেই পারতাম না। পরে পড়তাম, চাপ নিয়ে। তিন বছর পরেও ঐ লেখায় বাংলা পড়ার তৃপ্তি পাইনি। পাঁচ বছরের কথা বলতে পারুম না।
  • Ishan | 14.99.127.160 | ০৫ এপ্রিল ২০১২ ১৪:২২538962
  • উপায় না থাকলে আর কি করা যাবে। অর্কুটের প্রাথমিক যোগে বাংলা লেখার বন্দোবস্তো ছিলনা। পিআইডাব্লুবিতে বোধহয় আমিই প্রথম বাংলায় লিখতে শুরু করি।

    এখন সর্বত্রই বাংলায় লিখি। তাতেও কি সবটা হয়েছে? হয়নি। উপায় না থাকায় এখনও ইংরিজি কি বোর্ডে বাংলা টাইপাই। যখন স্ট্যান্ডার্ড বাংলা কি-বোর্ড এসে যাবে, সবাইকেই তাতে লিখতে বলব। এই তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন