এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে পোস্ট করার সমস্যা ও সমাধান

    ppn
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১২ | ৬৪৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ০৪ এপ্রিল ২০১২ ১৭:৫৫538863
  • এই ফাণ্ডাটা বুঝছি না। বুঝেও খুব দরকার নেই। মোদ্দা কথা, বালেনক, বাআমদি ইত্যাদি থাকবে, হু হা ওপেন করব, টাইপ করব, লেখা বেরবে, মুক্তোর মতন হাতের লেখা হবে। এখন যেমন হয়। তেমন হলেই চলবে। সে ভেতরে যাই টেকনলজি থাক।
  • pi | 72.83.76.34 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:০৬538864
  • তেমনি হবে।
  • dukhe | 202.54.74.119 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:১৮538865
  • আকা দ্বিতীয় বর চাও এবার ।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:২০538866
  • ইস্‌স্‌স উইন্ডোজ ৮ বাজারে এলে বিল গেট্‌স ক্যাল খাবে;-)
  • PM | 86.96.161.13 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:৩৩538867
  • নতুন গুরুতে লিখতে গেলে নতুন অনেককিছু শিখতে হবে ? তাইলে আমার মতো নন-টেকিদের খুব চাপ। বহু কষ্টে গুরুতে লেখা শিখেছি :(
  • ppn | 202.91.136.71 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:৩৯538868
  • না:, গুজবে কান দিয়েন না।
  • Kaju | 121.242.160.180 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:৪৩538869
  • নাক দিয়েন। অবশ্য সেটাও চ্চাপ !
  • ppn | 202.91.136.71 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:৪৪538870
  • গুজবে দিও না নাক, ও নাক গলে যাবে।
  • Kaju | 121.242.160.180 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:৪৬538871
  • এ: পপ্পন বুয়ে নাই ! আস্ক সিকি !
  • SUVRA BHATTACHARYA | 141.0.10.61 | ০৪ এপ্রিল ২০১২ ২৩:৩৮538873
  • বাপস! মাথা ভোঁ ভোঁ করছে!

    শুধু এই টুকুই বুঝলাম মোবাইল থেকে গুরুতে নিজের ইচ্ছে মত লেখা কেন যায় না সেটা নিয়ে কোনো হদিশ নেই!
    অথচ যে কোনো ব্লগ সাইটেই সহজেই ফেবুতে নোট পাব্লিশের মত লেখা পাঠানো যায়!

    আর এই ইউনিকোডে মতামত দেওয়াও ফেবুর মত আদৌ সহজ নয়!

    মোবাইলে ফেবুর মত সুবিধে কি গুরুতে করা যায় না?
  • aka | 168.26.215.13 | ০৪ এপ্রিল ২০১২ ২৩:৫৭538874
  • আমার মতে মোবাইল থেকে গুরুতে কোন কিছু লিখতে না দেওয়াই উচিত।

    মোবাইল থেকে টাইপ করা কি মুশকিল। ওতে বড়জোড় ইমেল লিঙ্গোতে ইমেল করা যায়।

    c u @ chil lol এই লিখতেই ফেটে চৌচির হয়। বাংলা ফন্টে কঠিন গুরুত্বপূর্ণ মতামত দিতে গেলে আইপ্যাডেই অসুবিধা হয়।
  • sda | 117.194.193.123 | ০৫ এপ্রিল ২০১২ ০০:০৬538875
  • ইয়ে, মানে নতুন গুরু নেমে গেলে আমি একটা অ্যান্ড্রয়েড গুরু অ্যাপ নামানোর চেষ্টা করে দেখতে পারি। শখ করে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং শিখেছিলাম, ইউজ না করে করে ভুলে যাচ্ছি।
  • pi | 137.187.241.4 | ০৫ এপ্রিল ২০১২ ০০:০৯538876
  • সদা, মোবাইলের সমস্যা নিয়ে নানা মেইল আর মেসেজ আসে। তোকে পাঠিয়ে দেবো। দেখিস একটু।
  • sda | 117.194.193.123 | ০৫ এপ্রিল ২০১২ ০০:২২538877
  • নো চাপ। তবে আমার যা ফান্ডা সব অ্যান্ড্রয়েডে, আই ফোন বা সিম্বিয়ানে গোল্লা।
  • aka | 168.26.215.13 | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪১538878
  • মোবাইল অ্যাপ নিয়ে গুরুত্বপূর্ণ ফাণ্ডা দিয়ে দিই।

    যা করার ওয়েব অ্যাপ্লিকেশন করুন যাতে সমস্ত ওএস সাপোর্ট করে। খুব বিশেষ টেকি মাল না হলে সামান্য এই ফোন থেকে টাইপ করা ইত্যাদির জন্য ওএস স্পেসিফিক জিনিষ বানানোর দরকার নেই।

    হটমল ৫ মাথায় রাখুন।

    আর সদাকে আমি উল্টো ঘুঁষ দিতে পারি কিছু না বানানোর জন্য। :)
  • Tim | 128.173.38.196 | ০৫ এপ্রিল ২০১২ ০০:৪৪538879
  • বেস্ট অফ ফ্রেডি দিয়ে দাও। সদা পাল্টি খাবে।
  • sda | 117.194.193.123 | ০৫ এপ্রিল ২০১২ ০০:৫৬538880
  • :) চাপ তো !

  • pi | 137.187.241.4 | ০৫ এপ্রিল ২০১২ ০২:৪৭538881
  • মোবাইল থেকে অনেকে লেখেন। তাঁদের অনেকের কম্প্যুটার নেই। অনু অনেক জায়গাতেই তাঁরা বাংলাতে অনেক কিছুই পোস্ট করতে পারেন বলে জানিয়েছেন। গুরুতে করতে চেয়ে, পড়তে চেয়ে পারেননা ইত্যাদি।

    এনিওয়ে, লোকজনের অসুবিধে নিয়ে কথা বলা ভারি সমস্যার। একগাদা যুক্তি চলে আসবে, সেগুলো আসলে কোন সমস্যাই নয় বা তারা আসলেতে একটি বা: বা এই সমস্যা দূরের কোন দরকার নেই বা সেরকম জনতার আসার কোন দরকার নেই ইত্যাদি ইত্যাদি। পরিস্থিতি, মানুষ ভেদে নানা কিছু যে হতেই পারে

    রঞ্জনদারও কিন্তু টিউটোরিয়াল লেগেছিল। অনেকেরই । হ্যাঁ, আমারো। মেশিনে এই সাইটকে যেরকম যা হিব্রু ফারসী দেখতুম, মামু নানাবিধ জিনিস বলে/শিখিয়ে না দিলে জানিনা সম্ভব হত কিনা। কনটেন্ট সবাই ঠিকঠাক দেখতে, পড়তে পাবে তবে তো ইন্টারেস্ট নেবে আরো এক্ষপ্লোরার করার। সময় দেবার।
    এখানে অনেকেই ( সবাই নন, বোল্ড এন্ড আন্ডারলাইন) পরিচিত কারুর না কারুর সূত্রে থ্রেশহোল্ডটুকু পেরিয়েছে। যাদের সেই চেনা পরিচয়টা একেবারেই নেই ?

    আমার বক্তব্য খালি এটুকুই ছিল, সাইটে চোখে পড়ার মত করে কোথাও এগুলো থাকলে ভাল হয়।

    হুতো বোধহয় একবার লিখেছিল, বহুদিন অব্দি খালি সাপ্তাহিক বিভাগই পড়তো, অন্যগুলোর খোঁজখবর জানতো না। এরকম কিন্তু অনেকেই আছেন। টই ফই অস্তিত্বই জানেননা, এরকম অনেকেই আছেন। সাপ্তাহিক বিভাগের নিয়মিত পাঠক হয়েও।বইমেলাতেও এরকম অনেকের দেখা মিলেছে।এই ক'দিন আগে একজন কাগুজে গুরুর জন্য ফোন করলেন, মেলার জন্য বই চান। না:, সাইটের এই বিভাগগুলো নিয়ে তিনিও ওয়াকিবহাল নন।

    সাইটের ভিতরে কী খনি আছে, সেটা যারা বাইরে থেকে বুঝতেই পারলো না, কেবল তাদেরই দোষ দেব, ভিতরে ঢুকলো না কেন বলে ? সাইটে প্রথম পাতায় কোথাও সেগুলো নিয়ে আরো স্পষ্ট কোন নির্দেশিকা, কিছু ঝলক থাকলে লাভ বই ক্ষতি আছে কি ?

    যাই হোক, এনিয়ে আর তর্কাতর্কি করতে ভাল লাগেনা। এনিয়ে আর বিশেষ কিছু বলারও নেই।
  • aka | 168.26.215.13 | ০৫ এপ্রিল ২০১২ ০৩:০৫538882
  • গুরু বর্তমানে আইফোন থেকে পড়া ও লেখা যায়। অসুবিধা হয় যেমন ডানদিকে বাংলা দেখা যায় না। `m, `M, `n, `N লেখা যায় না। সেগুলো গুরুর টেকনিকাল চেঞ্জ হলেই পারা যাবে বলে বোধহয়।

    আমার ধারণা অ্যান্ড্রয়েড থেকেও যাবে। বাকিগুলোর কথা বলতে পারি না। তবে অতিরিক্ত কোন অসুবিধা হওয়ার কথা নয়।
  • pi | 137.187.241.4 | ০৫ এপ্রিল ২০১২ ০৩:১২538884
  • aajekjonjaniechhen:

    আমার অভিজ্ঞতা গুরুচণ্ডালীর মোবাইল এপ্লিকেশনে কিছু ত্রূটি আছে!

    মতামত প্রকাশের পাতা ১০ বার ক্লিক করার পর আসল!
  • pi | 137.187.241.4 | ০৫ এপ্রিল ২০১২ ০৩:২১538885
  • যাগ্গে, নানা লোকজনের কাছ থেকে অসুবিধা এটা সেটা সংক্রান্ত যা কিছু শুনতে হয় সেগুলো আমি এবার থেকে না শোনা বা অন্য কোথাও না কনভে না করার চেষ্টা করব।
    এই ফেসবুক টুক সংক্রান্ত আলোচনাগুলোতেও আমি আর নেই।

    গুরু আর বেশি ক'জন পড়লে, বেশি ক'জন লিখলে, নানারকমের লেখাপত্তর, মানুষজন আসলে আসলেতেই তো কিছু আসে যায় না। আড্ডা মারার, টাইমপাসের জায়গা তো আছে। আমার নিজের জন্যও। তাহলেই হল।

    পিছনে তাকিয়ে সময় আর আরো অনেক কিছু নষ্ট করার জন্য মাঝে মাঝে আফশোস আর নিজের উপরে রাগ ছাড়া আর কিছুই হয়না।
  • aka | 75.76.118.96 | ০৫ এপ্রিল ২০১২ ০৪:১৪538886
  • ক্লিক করলে খোলে না ইত্যাদি মোটামুটি বাজার চলতি সব ওয়েব সাইটেই হয়। সেটা যত না সাইটের টেকনিকাল ত্রুটি তার থেকেঅও বেশি ডিভাইসের।

    পৃথিবীর সমস্ত টেকনলজি সাপোর্ট দিতে হলে যে রিসোর্স লাগে সেটা থাকলে খুব ভালো কথা।

    ইন জেনারাল গুরু ইজ ফর ক্রিয়েটিঙ্গ কনটেন্ট, সেখানে ফিলোজফিকালি লাইক বাটন, সস্তায় মেরে দেওয়া জাতীয় কোনো ফিচার ডিফিটস দা পারপস।

    আর পৃথিবীর যেকোনো ক্ষেত্রেই কাট ইয়োর কোট অ্যাকর্ডিঙ্গ টু ইয়োর ক্লোডে বিশ্বাসী। তবে সেটা আমার ব্যক্তিগত মতামত।
  • lcm | 128.48.44.141 | ০৫ এপ্রিল ২০১২ ০৪:২৩538887
  • সমস্যাগুলোর প্রায়োরিটি ঠিক করতে হবে।
    যেমন:

    ১) বাংলা আসছে না, পড়া যাচ্ছে না। এটা হায়েস্ট প্রায়োরিটি প্রবলেম, যে প্লাটফর্মেই হোক। বাংলা পড়াই না গেলে তো বাদবাকি জিনিস...

    ২) বাংলা লেখা যাচ্ছে না, বা, লিখতে অসুবিধে হচ্ছে।

    ৩) অন্যান্য ফিচার... লেখার নীচে কমেন্ট, ফেসবুক স্টাইলে লাইক... এসেট্রা।

    সাপোর্টেড প্লাটফর্ম-এর একটা অর্ডার থাকা উচিত। সাইটে চার্ট দেওয়া উচিত কোন প্লাটফর্মে/অপারেটিং সিস্টেমে, কোন ব্রাউজারের, কোন ভার্সানে গুরু-র কোন কোন ফিচার কাজ করে।
  • riddhi | 64.134.148.169 | ০৫ এপ্রিল ২০১২ ০৫:৩৩538888
  • এস সির 'হেল্প পেজ' এর প্রস্তাব টা ভাল লাগল। নতুন ইউসারদের ব্যাথা থাকা স্বাভাবিক। আমি তো এখনো ভুলভাল লেখার জন্য ঝাড় খায়। প্রথম যখন আসি আমাকে প্পন আর সিকি অনেক হেল্প করেছিল।

    সিকির 'গুরু-হেল্প' ডকুমেন্ট টা খুব কম্প্রিহেন্সিভ মনে হল। ওটা কোনভাবে প্রথম পাতায় বা কোন প্রমিনেন্ট জায়গায় লিংক করে দিলে খুব ভাল হয়।
  • aka | 75.76.118.96 | ০৫ এপ্রিল ২০১২ ০৬:৪০538889
  • ওকে, ভাটে ফেসবুকীয় ফিচার দিলে কোন নীতিগত আপত্তি নেই। অ্যাজ ইফ অন্য কোথাও থাকলেও লোকের কিছু এসে যায়। :)

    কিন্তু কিন্তু টই মানে যেখানে কনটেন্ট তৈরি হচ্ছে সেখানে যেকোনো সোশ্যাল মিডিয়া জাতীয় ফ্যান্সি কিন্তু কনটেন্ট তৈরি করে না সেরকম ফিচার হলে বেসিকালি বাঙ্গলায় ফেসবুক তৈরি হল, যেটা ফেবু গুরু অলরেডি করে ফেলেছে, নতুন করে কি দর্কার।

    ল্যাদোষ-দার প্রায়োরিটি লিস্টে আরও কতকগুলো জুড়বে

    ১। কাগুজে গুরু, হলে ফ্রিকোয়েন্সি কি?
    ২। চটি পাব্লিকেশন
    ৩। বুবুভা, কুকচালি আপডেট হওয়া,ফ্রিকোয়েন্সি কি?
    ৪। ফেবু গুরু ও তত সন্‌ক্‌রাঅন্ত ঝামেলা সামলানো
    ৫। ভলান্টিয়ারদের নিজস্ব জীবন, কাজ ইত্যদি।

    ব্যালেন্স ইজ দা কি। না করতে পারলে সেটা ম্যানেজমেন্ট বা অ্যাডমিন বা সম্পাদকীয় ফেলিওর।
  • riddhiman | 108.218.136.234 | ০৫ এপ্রিল ২০১২ ০৮:৫৫538890
  • Date:03 Apr 2012 -- 02:04 PM

    সোমনাথ বাবুর এই পোস্টের উত্তরে বলি: টেকনো না থাকাটা কখনই কোন গ্রুপের ডিফাইনিং বৈশিষ্ট্য হতে পারে না । মানে এগুলো না থাকলেও কাজ চলে যায়, হতেই পারে। একশোভাগ সহমত। কিন্তু এগুলো এলেই, গুরুর আত্মা বেরিয়ে যাবে, এটা লজিকাল না। মানে আপাতত, কেন বেরিয়ে যাবে, সেটা খুব ক্লিয়ার নয়। সাফিসিয়েন্ট বনাম নেসেসারির লড়াই।

    নেসেসারি ব্যাপারটা হল লেখা, এই , যে কোর সেট ওফ লিখিয়েরা এখানে আছেন, তারা দূরে চলে যাবেন কিনা। সেই সেটের ১০ পার্সেন্ট ও যদি চলে যায়, দেয়, গুরুর অবেদোন আলাদা হয়ে যাবে। হয়তো আগে একটা সম্পুর্ন ভিন্ন সেট লিখিয়েরা ছিলেন, তারা চলে যাবার পরে পরেই গুরু তো এম্নিতে আলদা হয়ে যাচ্ছে, হয়ে গেছে। তাই টেকনো টা কোন ফ্যাকটর নয়।, আর যদি কোন স্টেপ নেওয়া ঐ পোটেনসিয়াল লেখক সেটে বৈচিত্র্য আনতে, তাহলে তো ভালই। সবকিছুই মডুলো রিসোর্সেস অবশ্যই। আমি অর্কুটের কিছু কমে অনেক হেজিয়েছি, সেখানেও প্রচুর লোক আনাগোনা করত, কিছুটা ফেবুর মত আবহাওয়া, কিন্তু একটা কোর সেট ওফ লোক প্রচন্ড ইনটারেস্টিং লেখা লিখত, অনেকতাই গুরুর আমেজের কাছাকাছি, যাতে ওখানেই ভিড়ে ঠেকা যায়। এটা তো না গুরুর পেচা সায়েন দেখে, ল্যালা ভূত অন্তরে প্রবেশ করে, আর অর্কুটের হাই টেক লোগো দেখে সেটা পালিয়ে যায়।

  • tatin | 117.197.72.91 | ০৫ এপ্রিল ২০১২ ০৯:০৮538891
  • ভলেন্টিয়ারদের নিজস্ব জীবন ও কাজের ওপর মাঝে মাঝে 'নজর রাখছ' বা 'স্পাই ক্যামেরায়' টাইপের লেখা এলে হেভি লাগবে।
  • pi | 137.187.241.4 | ০৫ এপ্রিল ২০১২ ০৯:২২538892
  • একটা কথা ক্লিয়ার করে দি। কোথাও কিছু ঝামেলা হচ্ছে কি নিজস্ব জীবন কাজে সমস্যা হচ্ছে বলে এখানে কোন ভলান্টিয়ার বোধহয় কাঁদুনি গাননি, এখানের কারো সাহায্যও সেভাবে চাননি(অ্যাস ইফ চাইলেই পাওয়া যায় !)। তাই সেই সমস্যা সমাধানের জন্য এখানে আলোচনা করাটা কি খুব দরকার ? মানে, কারো দরকার থাকতেই পারে আর সে আলোচনা করতেই পারে, ম্যানেজমেন্টের ফেলিওর নিয়ে পাতার পর পাতা আলোচনা হলেও বলার কিছু নেই, হতেই পারে। কিন্তু সেটা সেই ভলান্টিয়ার বা ঝামেলা যারা ফেস করছে বা সামলাচ্ছে ( বা চেষ্টা করেও পারছেনা), তাদের সুবিধার্থে এই আলোচনা, এরকম কোন ইম্প্রেশন না দিলেই হল।
    সদিচ্ছা নিয়ে প্রশ্ন নাই। ভলান্টিয়ারদের ঝামেলা কমানোর জন্য সাজেশন দেওয়ার জন্যই প্রসঙ্গ উত্থাপন, ধরে নিচ্ছি।
    তাও ঐ আর কি, এগুলো নিয়ে আলোচনায় যেতে অপারগ, এই মুহূর্তে।
    আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি, আপাতত অন্তত টই টইতে এই নিয়ে পাতার পর পাতা তর্কের ঝামেলা নিতে পারছিনা। নানাবিধ ঝামেলা সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়া আরো ঝামেলার মনে হচ্ছে ( আমার গত পোস্টের নানাকিছু নষ্ট নিয়ে আফশোস , রাগ প্রকাশ করাও মূলত: সাইটের কিছু স্পেসিফিক তর্ক-বিতর্ক প্রসঙ্গে)। আলোচনাগুলো কোন কোন সমস্যা বাড়াচ্ছে বই কমাচ্ছে না ( এই যেমন ফেসবুক-সাইটের আমরা ওরা বাওয়াল), কিন্তু তা সঙ্কেÄও তর্ক বিতর্ক তো সুস্থ জিনিস। তার পরেও অংশ নিতে না পারার ব্যাপারটা নিতান্ত আমার অক্ষমতা। নানাবিধ সমস্যায় জর্জরিত, এখন পারবো না উত্তর দিতে। কিছু কিছু সময়ে উত্তর না দিয়ে পারা যায়না, কারণ হয়তো একদম ভুলভাল কোন তথ্য দেওয়া হচ্ছে (ইচ্ছে করে বলছিনা, না জানার কারণে)। ঐ যাকে বলে সত্যের খাতিরে বকতেই হয় :)
    অসুবিধা হলে উত্তর না ই দিলাম, কাটিয়ে দিলেই তো হয়। হ্যাঁ, হয়। কিন্তু এই অত্যন্ত উপযোগী টেকনিকটি এখনো ভাল করে আয়ত্ত করে উঠতে পারি নাই :(
    তাই এই আলোচনায় ঢুকছিনা, জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করলাম।
    বাদবাকি পয়েন্টগুলো নিয়েও। বাকিরা চালাতেই পারেন।
    একটা কথা খালি চট করে জানিয়ে যাই, বুবুভা কূটকচা৯ র ফ্রিকোয়েন্সি কিছুদিন কম থাকার পিছনের কারণ সম্পূর্ণ টেকনিক্যাল। নতুন গুরু আসবে বলে স্থগিত ইত্যাদি। ছাপা গুরু অনিয়মিত হবার জন্যও বিশেষ কিছু কারণ ছিল। এই বছরে দুটি পত্রিকা বেরিয়েছে ( পোস্টের ব্যাপারে জিজ্ঞাস্য থাকলে কাব্লিদা, সাম্রানদি বলে দেবে), বাকিগুলোও নিয়মিতই বেরোবে আশা করা যায়।
    ফেলিওর বল্লেও কোন তক্কো নাই। ক দিয়ে দেবো :)

    আশা করি, আর কোন জবাবদিহি করতে হবেনা :)

    তবে হ্যাঁ, ফেসবুকের গুরু বা অন্য কোন কিছু গুরুর চরিত্র নষ্ট করছে , গুরুর লায়বিলিটি বাড়িয়ে চলেছে, গুরুর নাম ভাঙিয়ে খাচ্ছে, এমনি সব গুরু গুরু বা গুরুতর অভিযোগ থাকলে সেসব নিয়ে লোকজন লিখতেই পারেন। মামু আশাকরি অন্যান্য সমস্যা সামলে উঠে সময় সুযোগ মত উত্তর দেবে।
  • pi | 137.187.241.4 | ০৫ এপ্রিল ২০১২ ০৯:২৩538893
  • তাতিন, :D
  • Aka | 75.76.118.96 | ০৫ এপ্রিল ২০১২ ০৯:৪০538895
  • ও তা হলে প্রায়োরিটির সমস্যা নয়। তা হলে আফে্‌শাষ কিসের? সব করে এলেউস তো হয়।

    btw এটা ফোন থেকে তাইপ করা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন