এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে পোস্ট করার সমস্যা ও সমাধান

    ppn
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১২ | ৬৪৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.22 | ০৪ এপ্রিল ২০১২ ০১:০৫538829
  • আমি এখনো নীতিগতভাবে ইউজার নেম আর পাসোয়ার্ড চালু করার বিরুদ্ধে। আইপি মাস্কিং করে দেখালেই তো যথেষ্ট। তাই না? পরে দরকার পড়লে দেখা যাবে।

    ডি: আমি জাস্ট একজন ইউজার। অ্যাডমিন-ফ্যাডমিন কেউ না।
  • ranjan roy | 14.97.20.200 | ০৪ এপ্রিল ২০১২ ০৬:৪৩538830
  • E,
    আমি চোতা মেরে পাশকরা ছাত্তর। অপ্পন আমাকে দুটো মেলে টিউটোরিয়াল দিয়েছে। তারপর একসন্ধ্যায় ফোনে একঘন্টা ধরে ডাইনে ঘোরান, ব্যাক গিয়ার মারুন, ক্লাচ ভুলবেন না করে পাখিপড়া করে ইউনিকোডে সুলেইমান লিপি শিখিয়েছে।
    আমার id হল [email protected]। আমাকে মেইল করলে ওর দুটো টিউটোরিয়াল
    ফরওয়ার্ড করতে পারি।
    সরি, এই সূতো মাত্র খুল্লাম, আপনার রিকোয়েস্ট হটাৎচোখে পড়ল।
  • Du | 117.194.200.27 | ০৪ এপ্রিল ২০১২ ০৮:৩৫538831
  • লগিন করে লিখতে ভালো লাগে না। গুরুতে ছবি বা কোন পার্সোনাল ফাইল দেওয়ার নেই তো এত লগিন করার কি আছে?
  • ppn | 112.133.206.20 | ০৪ এপ্রিল ২০১২ ১০:০২538832
  • E, কাল তোমার পোস্ট পড়তে গিয়ে ছড়িয়েছিলাম। রঞ্জনদা যে টিউটোরিয়ালটার কথা বলছেন সেটা নিয়ে ট্রাই করতে পারো।

    তবে দুটো ব্যপার, এক, মেশিনে ফাফ আর ফাফ্র এক্সটেনশন নামানোর অ্যাক্সেস থাকতে হবে। আর দুই, ফাফ-র লেটেস্ট ভার্সনে চলবে না। এইগুলি লেখা আছে ওই টিউটোরিয়ালে।
  • Arin | 132.181.141.120 | ০৪ এপ্রিল ২০১২ ১০:০৩538833
  • রেজিস্ট্রেশানের ব্যপারটা যদি নাও থাকে, তাহলে অন্তত এমন একটা ব্যবস্থা হোক, যাতে পোস্ট গুলো অন্তত কোনভাবে ট্যাগ করা যায়, নাহলে ভারী মুশকিল | এখানে কথোপকথন গুলো এখন যেভাবে চলছে, তাতে একজন কোনো একটা বিষয়ে পোস্ট করলেন, তারপর তার উত্তরে বাকিরা লিখতে থাকলেন, কিন্তু পুরোটা ঠিক সুতোয় গাথা থাকে না | এর মধ্যে অনেকেই অন্যান্য ছোটখাটো বিষয় নিয়ে তার মাঝখানে শুরু করেন, যেটা খুবই স্বাঅবাভিক, কিন্তু এতেকরে কে প্রথম সুতোর ব্যাপারে কথা বলছেন আর কে অন্য কোনো একটা পয়েন্ট ধরে নতুন তর্ক শুরু করলেন, সেটা বোঝা মুশকিল হয়ে |

    একটা ঠিকমতন সুত্রে গাথা আলোচনা করার ব্যবস্থা থাকলে ভালো হয় | এখনকার সিস্টেম টা আমার কাছে খুব chaotic মনে হয়, আমি ঠিকমতন সামলে উঠতে পারি না, হই হই করে টপিক পরিবর্তন হয়ে যায় | এটা এমনিতে খুবই ভালো, এটাই তো হব উচিত, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করার মতো অস্ত্র ও হাতে থাকা উচিত তবে, সেটা এখানে নেই | একটা উপায় পোস্টগুলোকে ট্যাগ করা |

    এখন যেহেতু এমনি ট্যাগিং সম্ভব নয়, নিজেদের মতো করে ট্যাগ তৈরী করে নেব যায় | কিন্তু সেখানেও গুরুচন্ডালির ক্ষেত্রে একটু গোলমাল হয় | একসূত্রে গাথা আলোচনা (গুগল গ্রুপস/ গুগল প্লাস এ যেমন হয়) বাইরে থেকে নিজের মতো করে ট্যাগ লাগাতে পারবেন (যেমন Fluidinfo (http://www.fluidinfo.com) ), কিন্তু গুরুচন্ডালিতে করা যায় না (সম্ভব নয়, এটা সেভাবে তৈরী হয়নি) |

    ট্যাগিং নিয়ে আরেকটা টই খোলা উচিত বোধয় , :-)

    রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করলেও এই সব সমস্যার কোনো সমাধান হয়তো হবে বলে মনে হয় না, যদিও আমার নিজের সায় রেজিস্ট্রেশানের দিকে | যাদের বার বার লগিন করতে ভালো লাগেনা, তাদের জন্যে তো lastpass (http://lastpass.com) রইলই, অসুবিধে কোথায়?

  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১০:০৫538834
  • লগ-ইন/পাসোয়ার্ড না থাকাই ভালো। আর নেহাত যদি রাখতেই হয় (কারণ বলুন আগে) তাহলে স্ক্রীন নেম যেন পাল্টানো যায়, ওক্কুটের মত।
  • siki | 155.136.80.36 | ০৪ এপ্রিল ২০১২ ১০:০৯538836
  • লগিন পাস থাকবে না।

    অরিন, আবার বলি, গুরু যখন বানানো হয়েছিল তখন পৃথিবীতে ফেসবুকের অস্তিত্ব ছিল না। ফলে ট্যাগিত হবার কনসেপ্টও ছিল না। সেই অর্থে এখানে কনভার্সেশনের স্টাইল আজকের যুগের নিরিখে একটু প্রিমিটিভ।

    কিন্তু ট্যাগ করে কথা বলার স্টাইলটা ফেসবুকের নিজস্ব। আর কোনও সাইটই ট্যাগ করে কথাবার্তা চালায় না। কাউকে উদ্দেশ্য করে লিখতে গেলে তার নাম টাইপ করেই লেখো, এই আমি যেমন তোমার নাম দিয়ে লিখলাম।

    ট্যাগ করা, লাইক করা, এসব ফেসবুকের ফীচার। গুরু ফেসবুক নয়, এবং ফেসবুক হতেও চায় না। ফেসবুকের বাইরেও একটা দুনিয়া আছে দাদা, সেটাও দেখুন। ফেসবুক দুদিনের যোগী বই নয়। একটা হাওয়া এসেছিল, অর্কুট অর্কুট, তেমনি আরেকটা হাওয়া এসেছে, ফেসবুক ফেসবুক। একদিন এটাও নির্মোহ ব হয়ে মিলিয়ে যাবে। মিলিয়ে নেবেন। :)
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১০:০৯538835
  • দুই নং - ন্যাড়াদার ফাফ কল লেটেস্ট ভার্সনে আরামসে চলবে। সোর্সে একটা চেঞ্জ করতে হয়। অভ্যু জানে - ফাফ ভার্সন পাল্টালেই মেল করে;-)
  • ppn | 112.133.206.20 | ০৪ এপ্রিল ২০১২ ১০:১০538837
  • তো, সোর্সের চেঞ্জটা করে নতুন করে বিল্ড করে দাও না কেন? লোকজনের উবগার হয়।
  • siki | 155.136.80.36 | ০৪ এপ্রিল ২০১২ ১০:১৪538840
  • Eকে,

    ফেক নিয়ে: তেমন কনফিউশন হলে এখানেই লোকজন বলে দেয় যে, দাদা, এখানে A নামে আগে থেকেই একজন লেখেন, আপনি অন্য নাম নিন। ওটুকু হয়ে যায়। তুমি যেমন E নামে লিখছো। ইনসিডেন্টালি E নামে এখানে কেউ আগে লেখে নি। তুমিই প্রথম। আর কেউ যদি E নামে লেখে, যদি বুঝতে না পারি, আলাদা কথা, তবে বুঝতে পারা যায় লেখার ধাঁচ দেখে যে, এ আমাদের চেনা E নয়। তখন আমরাই সেই দুই নম্বরী Eকে বলে দেব অন্য নাম নিতে। এগুলো কখনও বড় সমস্যা হয় নি, মনে হয় হবে-ও না। যান্ত্রিকভাবে হ্যান্ডল নেম তো সব জায়গাতেই ক®¾ট্রাল করা হয়। আমরা না-হয় ম্যানুয়ালিই করলাম। সবকিছুই বাজারে-যেমনটি-চলে-ঠিক-তেমনটি স্টাইলে করলে গুরু আর উল্টোপাল্টা প্রতিষ্ঠান হল কী করে? এইসবের জন্যেই তো আমরা উল্টোপাল্টা! চেনা ছকের বাইরে চলি। :)
  • ppn | 112.133.206.20 | ০৪ এপ্রিল ২০১২ ১০:১৪538839
  • দ্বিতীয় কথা, সব টিউটোরিয়ালগুলোকে একত্র জড়ো করে কোথাও একটা আপলোড করে দিলে হয়।

    বাংলাপ্লেন এবং ইউনিকোডের আলাদা আলাদা টিউটোরিয়াল লাগবে। ইউনিকোডেরই আবার অসংখ্য রকমের ইনপুট মেথড আছে। অভ্র, বঙ্গলিপি, গুগল আর এমএসএন ট্র্যান্সলিটারেশন এই ক'টা মেনশন করলেই হবে।

    তবে, এইগুলি সবই মেকশিফট অ্যারেঞ্জমেন্ট। নতুন গুরু তো বলছে এইসব প্রবলেম ইতিহাস করে দেবে।

    দেখা যাক, পরিবর্তনের পরে কী হয়! ;-)
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১০:১৬538841
  • যার যার বঙ্গলিপি অ্যাড-অন নতুন ফাফ-তে চালানোর দরকার তাদের জন্যে -

    (১) বঙ্গলিপি সোর্স ডাউনলোড করুন (গুগুলে bongolipi দিয়ে সার্চ করলেই পাবেন), আর আনজিপ করুন।
    (২) src/ff_ext ফোল্ডারে যান
    (৩) যে কোনো টেক্সট এডিটরে install.rdf ফাইলটা খুলুন
    (৪) দেখবেন ভিতরে minVersion/maxVersion বলে দুটো লাইন আছে। minVersion-টা ছেড়ে দিন, maxVersion-এর সংখ্যাটা পাল্টে *.* করে দিন - মানে ফাফ-র যে কোনো ভার্সন। একটু সাবধানে কারণ অ্যাঙ্গুলার ব্র্যাকেট এবং ট্যাগগুলো একটু কেটেকুটে গেলে আর চলবে না।
    (৫) make_ff_ext_installer.sh ফাইলটা চালিয়ে দিন - লিনাক্ষ বা ম্যাকে চলবে। আর আপনি যদি ইভিল এম্পায়ারে আটকে থাকেন তাহলে সিগউইন চাই।
    (৬) একটা নতুন bongolipi.xpi ফাইল তৈরী হবে - সেটা ফাফ-তে খুলে ফেলুন। কাজ শেষ।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১০:১৮538842
  • বিল্ড করাই আছে, কিন্তু রাখবো কোথায়? অভ্যুকে মেল-এ পাঠাতাম।
  • siki | 155.136.80.36 | ০৪ এপ্রিল ২০১২ ১০:১৯538843
  • নতুন গুরুতে বাংলাপ্লেন থাকবে না। সমস্ত হবে ইউনিকোড। কেবল টাইপিংয়ের পদ্ধতি তিন রকমের থাকবে।

    ১। গুরু লেআউট, আমরা বাংলাপ্লেনে যেমন করে ফোনেটিকালি টাইপ করি, তাতে ডানদিকে যেমন বাংলাপ্লেন ফন্টে বাংলা আসে এখন, নতুন গুরুতে আসবে ইউনিকোডের বাংলা। কোডিং চেঞ্জ হয়ে গেছে।

    ২। থার্ড পার্টি লেআউট -- পাতি টেক্সটবক্স। যেমন এখন ইউনিকোড ভার্সনে আছে। অভ্র ইউজ করে লেখো, বিজয় ইউজ করে কেখো, অথবা ইংরেজিতে লেখো। যেমন ইচ্ছে।

    ৩। গুগুল ট্র্যান্সলিটারেশন -- এতে ইংরেজিতে টাইপ করলে সাথে সাথে সেটা বাংলা হয় যায়। সেটাও ইউনিকোড ফন্টে।

    সমস্তটাই কোডিং হয়ে গেছে। আর যে হেতু এবার সোর্স কোড থাকছে আমাদের হাতে, তাই নতুন যেটা লঞ্চ করা হবে, এমন ভাবার কোনও কারণ নেই যে সেটাই আবার আগামী ছবছরের জন্য অপরিবর্তনীয় থাকবে। যখন যেমন দরকার হবে, ফীডব্যাক নিয়ে, সময় করে পাল্টানোর চেষ্টা চলতে থাকবে। অনগোয়িং প্রসেস।
  • ppn | 112.133.206.20 | ০৪ এপ্রিল ২০১২ ১০:২৩538844
  • 4shared.com বা অন্যত্র আপলোড করে পাবলিক অ্যাক্সেস দিয়ে দাও না।

    অবশ্য ন্যাড়াদার পারমিশন দরকার তার আগে।
  • ppn | 112.133.206.20 | ০৪ এপ্রিল ২০১২ ১০:২৪538845
  • নয়ত সিকিকে দাও, ও গুচর সাইটে তুলে লিং টাঙিয়ে দেবে। ইভেন বেটার।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১০:২৫538846
  • অফিস থেকে ওসবে আমার নিজেরই অ্যাকসেস নাই। দেখি বাড়ি থেকে ইস্নিপ্সে ঢুকে তুলে রাখবো।
  • ppn | 112.133.206.20 | ০৪ এপ্রিল ২০১২ ১০:২৬538847
  • প্লিজ, ইস্নিপস না। অন্য যেখানে খুশি রাখো।

    4shared খুব ভালো। নিজে ইউজ করে বলছি।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১০:২৮538848
  • ন্যাড়াদা জানে আমি এটা পাল্টেছি। আর ফ্রী সফটওয়্যার না? শেয়ার করা যায়।

    আইডিয়ালি বঙ্গলিপি-র সোর্সফোর্জ সাইটে তুলে দেওয়া উচিত। কিন্তু তারও আপিস থেকে অ্যাকসেস নাই। তায় আবার সোর্সফোর্জের লগিন ভুলে গেছি।
  • ppn | 112.133.206.20 | ০৪ এপ্রিল ২০১২ ১০:৩৪538851
  • একটু অন্য প্রসঙ্গ। সিকি, তোমাদের উন্নততর গুরু টেস্ট করার কী প্ল্যান?

    আমার মতে কয়েকজনকে টেস্টিং করার জন্য টেস্ট সার্ভারের আইপি ইত্যাদি শেয়ার করে দাও। মাসখানেকের জন্য। আর এমনভাবে দাও যাতে ডিফারেন্ট প্ল্যাটফর্মে লোকজন চালাতে পারে।

    একটা বাগ রিপোর্ট করার ডেটাবেস চাই। সেটা কোন সমস্যা না।

    ইউএটি ঠিকঠাক না প্ল্যান করলে কিন্তু ডিজাস্টার নেমে যেতে পারে। সে তো তুমি ভালোই জানো। :)
  • Arin | 119.224.108.139 | ০৪ এপ্রিল ২০১২ ১১:৩৬538852
  • @Siki:
    ফেসবুক হয়ত ট্যাগ ব্যবহার করে @ চিহ্ন দিয়ে, আমি সে কথা বলিনি মোটেই | এখানে ঐ ধরনের ট্যাগ অর্থহীন | এটাও ঠিক যে এখানে ফেসবুকের তুলনা টানা ঠিক নয় | তবে ট্যাগিং এর একটি দীর্ঘ ইতিহাস আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন DanielPink এর folksonomy লেখাটি, (http://www.nytimes.com/2005/12/11/magazine/11ideas1-21.html?_r=1)

    পারস্পরিক ওয়েব যোগাযোগের আদিকাল থেকেই কিন্তু ট্যাগিং এর প্রচলন, এর সংগে ফেসবুকের কোন ঐতিহাসিক সম্পর্ক নেই, অন্তত আমি যতদূর পড়েছি |
  • lcm | 69.236.169.38 | ০৪ এপ্রিল ২০১২ ১১:৫১538853
  • বঙ্গলিপি তো শুরুতে আনেকদিন সোর্সফোর্জ-এই ছিল। কিছু একটা প্রবলেম হয়, পরে ন্যাড়া সরিয়ে দেয়।
  • sinfaut | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১১:৫২538854
  • অরিন,

    পেজ নট ফাউন্ড।
  • lcm | 69.236.169.38 | ০৪ এপ্রিল ২০১২ ১২:০০538855
  • ফেসবুক - ২০০৪।
    গুরুচন্ডালি ডট কম - ২০০৫।
    http://dnstools.com/?count=1&wwwhois=on&target=guruchandali.com

    প্রথমে গুরু ছিল এক ফ্রি জাভা হোস্টিং-এ http://www.freewebs.com/guruchandali/ । গুরুচন্ডালি url রেজিস্টার হয় মার্চ ২০০৫-এ। তারপরে বেশ কিছুদিন url পয়েন্ট করত ফ্রিওয়েবে।
  • Arin | 119.224.108.139 | ০৪ এপ্রিল ২০১২ ১২:০৫538856
  • এইবার দেখুন দিকি,

    http://nyti.ms/HSJudQ

    খোলে কি না!

  • lcm | 69.236.169.38 | ০৪ এপ্রিল ২০১২ ১২:০৬538857
  • গুরুচর্চাই যখন হচ্ছে।
    শুরুর দিকে, গুরু-র বাংলাপ্লেন কিন্তু সেই বাজারে বাংলা লেখার সত্যি ভালো কল ছিল। ফোনেটিক। পরিস্কার ফন্ট। এবং সিম্প্‌ল ইন্টারফেস। আজ এত একগাদা সাইট হয়েছে বলে বালেনক কে অগ্রাহ্যি কোরো না বাপু।
    জাভা রান টাইম-ও অনেক কম ঝামেলার ছিল, ক্রোম ছিল না। সাফারি ফর উইন্ডোজ ছিল না।
  • sinfaut | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১২:০৮538858
  • অরিন,

    এবার খুলেছে, থ্যাঙ্কু।
  • aka | 75.76.118.96 | ০৪ এপ্রিল ২০১২ ১৬:০৩538859
  • বালেনক উঠলে কেলাব। আর যাতে ইউজার বেসের ফ্যামিলিয়ারিটি আছে সেটা সরানৈ বা হবে কেন দুম করে।
  • pi | 72.83.76.34 | ০৪ এপ্রিল ২০১২ ১৭:৪৪538860
  • বালেনক ওঠানো হবে কোথাও লেখা হয়েছে কি ?
  • pi | 72.83.76.34 | ০৪ এপ্রিল ২০১২ ১৭:৪৬538862
  • Name:sikiMail:Country:

    IPAddress:155.136.80.36Date:04Apr2012 -- 10:19AM

    ১। গুরু লৌট, আমরা বাংলাপ্লেনে যেমন করে ফোনেটিকালি টাইপ করি, তাতে ডানদিকে যেমন বাংলাপ্লেন ফন্টে বাংলা আসে এখন, নতুন গুরুতে আসবে ইউনিকোডের বাংলা। কোডিং চেঞ্জ হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন