এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে পোস্ট করার সমস্যা ও সমাধান

    ppn
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১২ | ৬৪৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ০৩ এপ্রিল ২০১২ ০২:১৫538972
  • আমি এখানে গুরুতে আকা বলেই পরিচিত হতে ভালোবাসি, চাই।
  • lcm | 128.48.44.141 | ০৩ এপ্রিল ২০১২ ০২:১৭538983
  • গুরুচন্ডালি-র অরিজিন্যাল কোড যখন সৈকত লেখে, সফ্‌টওয়্যারটির মূল উদ্দেশ্য ছিল সেই যুগে বাংলায় ফোনেটিক্যালি লেখা এবং পোস্ট করা। সে কাজটা কিন্তু গুরুর সাইটে মোটামুটি ভালই করা গেছে, এবং, গেছে বলেই এতদিন চলছে।
    একটি ফোরামের বা আধুনিক সোস্যাল নেটওয়ার্কিং সফ্‌টওয়্যারের ফিচার গুরুতে ছিল না। এখনও নেই।
    তার মানে এই নয় যে, সেই ফিচারগুলোর গুরুত্ব কম। অনেকটাই দরকারও। আমি শুধু শুরুর টেকনলজির অরিজিন্যাল উদ্দেশ্যটা বলতে চাইছিলাম।
  • Zzzz | 99.227.174.103 | ০৩ এপ্রিল ২০১২ ০২:১৯538994
  • অ্যান্ড্রয়েড থেকে কি করে ইউনিকোডে পড়া ও লেখা যচ্ছে সেটা তাড়াতড়ি জানানো হোক। ফোন রুট করতে বললে খেলব না।
  • E | 14.99.111.192 | ০৩ এপ্রিল ২০১২ ০২:৩০539005
  • aka বাবু , apniakathakun , সেটা তো অসুবিধে নেই .mushkil হলো আমি যদি dustumi করে chanpagachhaka হয়ে phuti !
    apnaraka টা phone নং verifaed হলে aami আর সেই টা churikotteparbo না .byaas.otakeinetworld এর আইদেন্তিটি বলে.
    IP কে কেন bhossa করা jaynabolechi , bujhechennischoy
  • aka | 168.26.215.13 | ০৩ এপ্রিল ২০১২ ০২:৩১539012
  • লসাগুদা,

    একটা সোশাল নেটওয়ার্কিং সাইট আর একটা একটু কনটেন্ট ওরিয়েন্টেড আড্ডা প্রোমোট করা সাইট দুয়ের ডিজাইন এক হয় না।

    যেমন উদাহরণ দিই, ফেসবুকে ফোন থেকে লাইকানো যায়, বা দুটো ইমো দেওয়া যায়।

    গুরুতে যেটা ভালো লাগে কিছু অ্যানালিটিকাল বক্তব্য, বা বিপপালের লেখা, সিদ্ধার্থর লেখা, হনুর বিরাট বুকলিস্ট ইত্যাদি।

    বাংলায় সোশাল নেটওয়ার্কিং সাইট তৈরি করার কোন দরকার আছে কি? ফেসবুকই তো আছে।

    তবে সামনে এখানে সরোজিনী শুয়ে আছে আউটডেটেড। কিছু মেনু আউটডেটেড। সেগুলো তো ঠিক করাই উচিত।
  • E | 14.99.111.192 | ০৩ এপ্রিল ২০১২ ০২:৩৩539013
  • মনে হছ ভাস্কো দা গামা বাংলা বোলছি :
  • Siddhartha | 131.104.32.147 | ০৩ এপ্রিল ২০১২ ০২:৩৪539014
  • মারিয়েছে! E এরকম লিখছে কেন? :O

    তবে গুরুর সাইট থাকলে ফেসবুক রাখার আলাদা করে দরকার কি সেটাই বুঝলাম না
  • aka | 168.26.215.13 | ০৩ এপ্রিল ২০১২ ০২:৩৯539015
  • E, আইপি না রাখাই উচিত। আইপিতে মহা মুশকিল। আপনার বক্তব্য যদি ঠিক বুঝে থাকি তাহলে বেসিক জায়গায় সমস্যা হচ্ছে। গুরুর ইউএসপি ছিল এবং এখনও আছে বলেই জানি সেল্ফ রেগুলেশন। সেইভাবেই এদ্দিন চলেছে ফোন নং, বাড়ির অ্যাড্রেসের দরকার পড়ে নি।
  • E | 14.99.111.192 | ০৩ এপ্রিল ২০১২ ০২:৪৮539016
  • aka: সেল্ফ রেগুলাতীয়ন এর সংযে বিরোধ নেই তো !
    আড্রেস লাগবে না. আপনার ফোন নং ও কেউ জানবেনা. কিন্তু রেগিস্তের করার সময় যদি আপনার ফোন no এ মেসেগ পাঠিয়ে ভেরিফাই করে নেয় অটো সিস্টেম ,তাহলে এই "একা" নামটা দিয়ে অন্য কেউ আমাকে ধে্‌নাকা দিতে পারবে নাহ.aka যে aka ই একদম sure ! এটা সাইট বড় হলেই খুব দক্কার হয়.
    আপনার personalinformation আপনার ই থাকবে . ক্লোজ কমুনিটি গুলো এভাবে চলে. আমি সোশাল নেত্বর্কিং সাইট এর মত সবসে্‌সা ইনফো দিতে বলছিনা.
  • aka | 168.26.215.13 | ০৩ এপ্রিল ২০১২ ০২:৫৪539018
  • অল ডিপেন্ডস গুরু কি হতে চায় তার ওপরে। ইউজার হিসেবে এটাই আমার কাছে গুরুর সেক্স অ্যাপিল, মানে যাকে আপনি লিমিটেশন বলছেন। বাকি সবকিছুর জন্য হাজারটা সাইট আছে। আমার অন্তত গুরুতে আসার দরকার নেই।
  • SC | 150.212.35.102 | ০৩ এপ্রিল ২০১২ ০৩:২১539019
  • E, আপনি কি ইউনিকোডে বাংলা লিখতে পারছেন সার্ভার মোডে?
    ইন্সট্রাকশান মানে আপনি কি ও "টইপত্তর কি ও কেন, সেইটা বলছেন?"
    না অন্য কোনো ইন্সট্রাকশানের কথা বলছেন।

  • Siddhartha | 131.104.32.147 | ০৩ এপ্রিল ২০১২ ০৩:২৩539020
  • E যা লিখছে সেগুলো বাংলা লেখার ইন্সট্রাকশন না, ডিকন্সট্রাকশন
  • pi | 137.187.241.6 | ০৩ এপ্রিল ২০১২ ০৪:৩৯539021
  • আর হ্যাঁ, আর বেশ কিছু লোকজন সাইটে লিখতে চান না, আই পি ডিসপ্লে হয় বলে। তাঁরা অনেকেই নিয়মিত পড়েন টড়েন। আর মতামত দিতে ইচ্ছুকও। কেউ কেউ ফেবুর গ্রুপে লেখেন। কেউ পুরোই নীপা। এর মানে এই নয় যে তাঁরা ছদ্মনামে লিখতে চান। কারণ ফেবু এ তো নাম টাম দেখিয়েই দ্যায় ( আমি ফেকদের কথা বলছিনা)। আই পি ডিসক্লোজারে আপত্তি আছে বলে জানিয়েছেন।

    ডি: এই ছদ্মনামে কি আই পি তে অসুবিধা, এগুলো কোন কিচু নিয়েই আমার নিজের মতামত দিই নি। সাইটে না লেখার কারণ হিসেবে এগুলো জানিয়েছেন আর না লিখে না লেখার কারণ জানানোর উপায় জানা নেই :(
  • sda | 117.194.198.119 | ০৩ এপ্রিল ২০১২ ০৮:৫৮539022
  • অ্যান্ড্রয়েডে ইউনিকোডে বাংলা- https://play.google.com/store/apps/details?id=com.mayabi.mayabikeyboard&hl=en
    রুট করতে হয় কি না নো আইডিয়া। আমি ফোন কেনার দু দিনের মাথায় রুট করেছিলাম , তাই রুটের দয়ায় চলছে কি না জানি না !
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:০৫539023
  • ছদ্মনাম বা আইপি নিয়ে অসুবিধা, এগুলো আসলে অজুহাত। মেন্টাল ব্লকেজ। :-) যেমন আমার অসুবিধা হয় ফেসবুকে লগিন করে নিজের নামে লিখতে।

    একটা গুরু মেড ইজি বানিয়েছিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি পর্বে পর্বে। কিছু স্ক্রিনশটও ছিল, সেগুলো এখানে দেওয়া যাবে না, আমি পুরো ডকুটা পিডিএফ বানিয়ে শেয়ার করে দেব এখানে লিংক।

    যারা গুরুতে লেখা "কঠিন' বলে মনে করেন, তারা একবার এই মেড ইজি-টা পড়ে তারপরে লিখুন।
  • Guru | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:০৬539024
  • গুরুমন্ত্র
    শমীক মুখোপাধ্যায়

    বিদ্যেবোঝাই বাবুমশাই, বাংলা ভীষণ মিষ্টি
    ভাটিয়ালির পাতায় তাঁহার পড়ল কৃপাদৃষ্টি
    তবে কপাল খারাপ
    তবে কপাল খারাপ কী ঝক্কি বাপ্ বাংলা যায় না পড়া
    দুর্বোধ্য হিব্রু লেখার আখর আগাগোড়া
    কিছু যায় না বোঝা
    কিছু যায় না বোঝা উল্টো-সোজা নেইকো কোনও মানে
    কী-ভাবে যে বাংলা পড়ে, পাগলাবাবাই জানে
    তবে উপায় আছে
    তবে উপায় আছে আমার কাছে, এই পিডিএফ দেখুন
    স্টেপ-বাই-স্টেপ নির্দেশিকা ফলো করতে শিখুন
    তাই বলছিলাম কি
    তাই বলছিলাম কি, (হাল্কা হুমকি) নেটে যখন থাকেন
    গুগল কাকুর পোচুর বিদ্যে; সে খবর তো রাখেন?
    ঘেঁটে দেখতে শিখুন
    ঘেঁটে দেখতে শিখুন খুঁজতে শিখুন ইউনিকোডের কথা ...
    তাতেও যদি বাংলা না পান, পড়ুন পরের পাতা

  • Guru | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:০৭539025
  • গুরুচন্ডা৯ কী? খায় না মাথায় মাখে?
    এক কথায় উত্তর দিতে হলে, ইহা খায়ও, আবার মাথায়ও মাখে। রচনার ভাষায় বলতে গেলে, গুরুচন্ডা৯ আসলে একটি নিখিল-বিশ্ব বাঙালিদের একটি ইন্টারনেট ঠেক। আপনি এখানে বসে রান্নাবান্না বা আপিসের কাজের ফাঁকে বসে আড্ডাও দিতে পারেন, মতামত, তর্কবিতর্ক এমনকি গান বা সিনেমার ফাইলের লিংকও আদানপ্রদান করতে পারেন, তার সাথে সাথে বিভিন্ন বিষয়ে, প্রাচীন বা আধুনিক, আপনি বিভিন্ন লোকের লেখা কলাম, প্রবন্ধ, ধারাবাহিক বা গল্প-কবিতাও পড়তে পারেন। এইসব লেখার মধ্যে কোনও কোনও লেখার লেখক আপনি নিজেও হতে পারেন। এখানে কোনও সেই অর্থে সিলেক্‌শন টেবিল নেই, ফলে টেবিলের এপ্রান্ত ওপ্রান্ত বলেও কিচ্ছু নেই। আপনি লেখক, আপনিই পাঠক, আপনিই সমালোচক এবং আপনিই গবেষক হয়ে যেতে পারেন আপনার ইচ্ছে মত।
    গুরুচন্ডা৯তে আছে মুখ্যত দু’ধরণের বিভাগ। একটি মডারেটেড, যেখানে বাছাই করা কিছু লেখা তুলে রাখা হয়। আরেকটি আনমডারেটেড। ওটি চলে সম্পূর্ণরূপে আপনার খেয়ালখুশি মত। যা লিখবেন, তাই-ই ছেপে যাবে মুহূর্তের মধ্যে। টাইপ করলেই যে পেজটা আসছে, তার বাঁদিকে দেখুন কিছু লিংক আসছে কালো রঙে, কিছু লাল রঙে। লাল রঙের দুটি লিংকঃ ভাটিয়া৯ আর টইপত্তর হল আনমডারেটেড লিংক। বাকিগুলি মডারেটেড।
    আনমডারেটেড যেহেতু আনমডারেটেড, তাই সেখানে আপনি যা লিখছেন, সেই লেখার দায়িত্ব সম্পূর্ণরূপে আপনারই। লেখার সময়ে আপনার নামটুকুই যথেষ্ট পরিচয়জ্ঞাপনের জন্য। গুরুচন্ডালির আশা, নিজের নামের নিচে লেখা বক্তব্যের সম্পূর্ণ সত্ত্বাধিকারী আপনি এবং আপনি তার মর্যাদা রাখতে সর্বদা উৎসুক।

  • Guru | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:০৯539026
  • পেজ তো খুললাম, কিন্তু এ কী সব ইকড়ি মিকড়ি আসছে? বাংলা কোথায়?

    এইটিই মেন জিনিস। বেশির ভাগ পাঠক বাংলা দেখতে না-পেয়ে ঘাবড়ে যান। ঘাবড়াবেন না, ঐ যে ইকড়ি মিকড়ি দুর্বোধ্য ভাষা দেখছেন, ওটিই আসলে বাংলা ভাষা। আপনার কাছে বাংলা ফন্ট নেই বলে আপনি দেখতে পাচ্ছেন না।
    গুরুচন্ডা৯র পাতা দেখতে পাওয়া যায় তিনভাবে। পাতার একেবারে ওপরে দেখুন, লেখা আছে, banglaplain version, unicode version (beta) আর pdf version। আপনি এখন দেখছেন বাংলাপ্লেন ভার্সনে। আর পুরো গুরুচন্ডা৯ সাইট চলে বাংলাপ্লেন ভার্সনেই।
    বাংলাপ্লেন আসলে একটা ফন্টের নাম। আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরার ৬ বা তার বেশি ভার্সনে গুরুচন্ডা৯র সাইট খোলেন, তা হলে আপনার সরাসরি বাংলা দেখতে পাবার কথা। তবে, সব ব্রাউজার তো এক থালায় ভাত খায় না, তাই আপনি যদি মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অ্যাপল সাফারি বা মোজিলা এপিক ব্রাউজারে দেখতে চান, তা হলে বাংলা সরাসরি আপনার ব্রাউজারে আসবে না। ফন্টটি আপনাকে ইনস্টল করতে হবে।
    কীভাবে ফন্ট ইনস্টল করে?
    খুব সোজা। এইখান থেকে বাংলাপ্লেন ফন্টটি আগে নামিয়ে নিন। এটিকে কপি করে দিন সোজা C:\Windows\Fonts ফোল্ডারে। অথবা নিচের লিংক দেখে দেখে আপনি ফন্টটা ইনস্টল করে নিতেও পারেন।
    http://www.microsoft.com/typography/TrueTypeInstall.mspx

    ইনস্টল করার পরে আপনাকে কেবল ব্রাউজারটা একবার রিস্টার্ট করে নিতে হবে। তা হলেই আপনি বাংলায় লেখা দেখতে পাবেন।

    দাদা, আমার অফিসের মেশিনে অ্যাডমিন অ্যাক্সেস নেই, আমি ফন্ট ইনস্টল করতে পারছি না।

    আপনার কাছে তা হলে তিনটে রাস্তা। এক, কেবল ইন্টারনেট এক্সপ্লোরারে গুরুচন্ডা৯ দেখুন, এর জন্য কোনও ফন্ট ইনস্টল করতে হয় না। আর দুই, অফিসের ইনফ্রা-সাপোর্ট টিমের কারুর সাথে দোস্তি পাতিয়ে ফন্টটা ইনস্টল করে নিন। একটা নিষ্পাপ ফন্টই তো! কেউ আপত্তি করবে না।
    তিন নম্বর রাস্তা হল, ইউনিকোডে দেখা। সে বিষয়ে পরে আসছি।

  • Guru | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:১০539027
  • আমার মেশিন লিনাক্স / ম্যাক / উবুন্টুতে চলে। কীভাবে এগোব?

    :-|

    সিফোঁ বা অরিজিৎ এ বিষয়ে কিছু লেখো। আমি জানি না।
  • Guru | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:১১539029
  • খুললাম। বাংলা পড়তেও পারছি। অতঃ কিম্?

    এর পর আপনার স্বাধীনতা। চলে আসুন ভাটিয়ালির পাতায়, অংশ নিন 24x7 চলতে থাকা গল্পগুজবে। নির্দিষ্ট কোনও বিষয় নিয়ে আলোচনা করতে হলে চলে যান টইপত্তরে। আলোচনা শুরু করার আগে অবশ্যই দেখে নেবেন সেই বিষয়ে অলরেডি আগেই কেউ আলোচনা শুরু করে রেখেছেন কিনা! মানে, আগেই ঐ বিষয়ে কোনও টই (টইপত্তর সংক্ষেপে) খোলা আছে কিনা। আপনি সার্চ করে পুরনো টই বের করতে পারেন, অথবা ভাটিয়ালিতে কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন, অন্য কেউ আপনাকে খুঁজে পেতে সাহায্য করে দেবেন।
    বাংলা লেখে কীভাবে?
    ভাটিয়ালির পাতায় দেখুন, দুটো লিংক আছে ওপরের দিকে। ‘বাংলা লেখার নতুন কল’ (বালেনক) আর ‘বাংলায় আপনার মতামত দিন’ (বাআমদি)। বাআমদি চালাবার জন্য আপনার মেশিনে জাভা ইনস্টল্ড থাকতে হবে, জাভা ছাড়া চলবে না। sun.java.com সাইটে গিয়ে লেটেস্ট JRE ইনস্টল করে নিলে আপনি বাআমদি দিয়ে বাংলা লিখতে পারবেন। লেখার সাথে সাথে ডানদিকে আপনার লেখাকে বাংলায় রূপান্তরিত হতে দেখবেন, ফলে বানান ভুল হবার সম্ভাবনা কমে যাবে অনেক।
    বালেনক চলার জন্য জাভার দরকার হয় না। এটিই বহুল-ব্যবহৃত। একই ভাবে আপনি বাঁদিকের বাক্সে যা লিখবেন, সেটা বাংলায় রূপান্তরিত হয়ে দেখা যাবে ডানদিকে।
    লেখার আগে অবশ্যই টিউটোরিয়াল দেখে নিন। টিউটোরিয়াল না দেখলে লিখতে পারবেন না। a লিখলে অ, aa লিখলে আ থেকে শুরু করে ayA লিখলে অ্যা, `rh লিখলে qÑ আর rh লিখলে ড় হয়, এ সব টিউটোরিয়াল থেকেই শিখে যাবেন। শেখার পরে লেখা। যত বেশি লিখবেন, কীবোর্ডে বাংলা লেখায় হাত তত সড়গড় হবে।
    আপনি ইউনিকোডেও মতামত দিতে পারেন। পাতার ওপর দিকে ইউনিকোড ভার্সনে ক্লিক করলে দেখবেন বালেনক আর বাআমদি; দুটো লিংকই উধাও হয়ে গেছে, তার বদলে এসে গেছে ‘ইউনিকোডে আপনার মতামত দিন’। ইউনিকোডে লেখার জন্য অনেক রকম টুল পাওয়া যায় বাজারে, অভ্র কীবোর্ড তার মধ্যে অন্যতম। অভ্র কীবোর্ড ইনস্টল করে আপনি ইউনিকোডেও লিখতে পারেন।
    মনে রাখবেন, অভ্র কীবোর্ড কোনওভাবেই গুরুচন্ডালির সাথে যুক্ত নয়, এটি একটি থার্ড পার্টি ফ্রি-ওয়্যার। আর অভ্র-র বাংলা লেখার স্টাইল বাংলাপ্লেনের থেকে একটু আলাদা। অভ্র-তে o লিখলে অ হয়, a লিখলে আ হয়। ইত্যাদি। বাকিটা অভ্র-র টিউটোরিয়ালে দেখতে পেয়ে যাবেন।

  • Generic letter | 72.95.245.227 | ০৩ এপ্রিল ২০১২ ১০:১২539030
  • ব, ক্ক, এসব যখন বুঝতে পারিনা তখন নিজেকে বাকিদের তুলনায় বড় বোক্কা মনে হয়। আমার বাকি অসুবিধার লিস্টি:
    হাহাপগে
    বালেনক
    বাআমদি
    নীপা

    ইত্যাদি
  • Guru | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:১৩539031
  • ইউনিকোড কী?

    ইউনিকোড বিশ্বের প্রতিটি ভাষার প্রতিটি অক্ষরের জন্য একটি করে নম্বর প্রদান করে, সেটা যে প্লাটফর্মেই হোক, সেটা যে প্রোগ্রামেই হোক, সেটা যে ভাষারই হোক।
    মূলত, কম্পিউটারে শুধু সংখ্যার ব্যবহার হয়। কম্পিউটারে লিপি বা অন্যান্য অক্ষর সংরক্ষিত হয় সেই অক্ষরগুলির প্রতিটির পিছনে একটি করে একক সংখ্যা দিয়ে। ইউনিকোড আবিষ্কার হওয়ার আগে কম্পিউটারে ব্যবহারের জন্য শত শত লিপিসংকেত ছিলো ঐ একক সংখ্যা হিসাবে ব্যবহারের জন্য। একটি লিপিসংকেতের পক্ষে সব অক্ষরের সমর্থন দেয়া সম্ভব ছিলো নাঃ যেমন, ইউরোপিয় ইউনিয়েনেরই অনেকরকম লিপিসংকেতের প্রয়োজন হত তাদের সব ভাষাকে সমর্থন দেয়ার জন্য। সবচেয়ে বড় সমস্যা ছিলো যে ঐ লিপিসংকেতগুলি একটি আরেকটির সাথে ঝামেলা করত, বা এখনও করে। কারণ দু'টি লিপিসংকেতে দু'টি আলাদা অক্ষরের জন্য একই সংখ্যা ব্যবহার করা হয় অথবা একই অক্ষরের জন্য আলাদা আলাদা সংখ্যা ব্যবহার করা হয়। যার জন্য, যে-কোনো কম্পিউটার (বিশেষ করে সার্ভার)-এ অনেকগুলি লিপিসংকেতের সমর্থনের প্রয়োজন হয়ে দাঁড়ায় তার পরেও বিভিন্ন লিপিসংকেত বা প্লাটফর্মের ডাটা প্রসেস করার সময় সেটা বিকৃত হয়ে যাবার ভয় থেকেই যায়।
    ইউনিকোড সেগুলো সব বদলে দিচ্ছে!
    ইউনিকোড পৃথিবীর প্রতিটি ভাষার প্রতিটি অক্ষরের জন্য একটি একক সংখ্যা বরাদ্দ করছে, সেটা যে প্লাটফর্মের জন্যই হোক, যে প্রোগ্রামের জন্যই হোক, আর যে ভাষার জন্যই হোক। ইউনিকোডের এই বৈশিষ্ট্য প্রযুক্তিশিল্পে নেতৃত্ব দিচ্ছে এরকম কোম্পানিগুলি যেমন, Apple, HP, IBM, JustSystem, Microsoft, Oracle, SAP, Sun, Sybase, Unisys সহ অনেকেই গ্রহণ করেছে। আধুনিক বৈশিষ্ট্যের ব্যবহারের জন্য যেমন, XML, Java, ECMAScript (JavaScript), LDAP, CORBA 3.0, WML, ইত্যাদি, ইউনিকোডের প্রয়োজন, এবং এই ইউনিকোডই ISO/IEC 10646-এর প্রয়োগের একমাত্র উপায়। অনেক অপারেটিং সিস্টেমে, নতুন সব ইন্টারনেট ব্রাউজারে এবং এরকম অনেক অ্যাপ্লিকেশনে ইউনিকোডের সমর্থন রয়েছে। ইউনিকোড বৈশিষ্ট্যের উত্থান, একে সমর্থন করে এরকম টুলের উপস্থিতি, বর্তমান বিশ্বের সফটওয়্যার উন্নতির গতির জন্য গুরুত্বপুর্ণ।
    বিশাল লিপিসংকেতের সমর্থন থাকায় ক্লায়েন্ট সার্ভার বা বহুমুখী অ্যাপ্লিকেশন এবং ওয়েবের গঠনে পুরোনো লিপিমালার ব্যবহার না করে ইউনিকোডের ব্যবহার অনেক খরচ কমিয়ে আনতে পারে। ইউনিকোড কোনো বাড়তি প্রকৌশল ছাড়াই একটি সফটওয়্যার বা ওয়েবসাইটকে বিভিন্ন প্লাটফর্ম, ভাষা এবং দেশে ব্যবহারযোগ্যতা দেয়। এটা ব্যবহারের ফলে তথ্য বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে আনাগোনা করতে পারে কোনো রকম বিকৃতি ছাড়াই।
    ডানদিকে বাংলা দেখতে পাচ্ছি না যে!
    এই সমস্যাটার, সবচেয়ে বেশিসংখ্যক পাঠক মুখোমুখি হন। বাঁদিকে টাইপ করার জায়গা দেখা যাচ্ছে, টাইপ করাও যাচ্ছে, কিন্তু টাইপ করার সাথে সাথে ডানদিকে যে বাংলা এসে যাবার কথা, সেইটা আসছে না।
    ইউনিকোডে এই সমস্যা হয় না, সমস্যাটা হয় যখন আপনি বাংলাপ্লেন ভার্সনে কিছু লেখা পোস্ট করতে চাইছেন।
    এর এক এবং একমাত্র কারণ হল, আপনার কম্পিউটারে লেটেস্ট জেআরই(JRE) ইনস্টল্ড নেই। ইংরেজি হরফে করা টাইপ থেকে ডায়নামিক-ভাবে সাথে সাথে বাংলায় রূপান্তরিত করা, এবং সেটাকে মতামতের জানলায় ফুটিয়ে তোলার কাজটা করে এই জেআরই। এই জিনিসটি জাভার সাইট থেকে ইনস্টল করে নিলে আপনার জীবনে আর কোনও সমস্যা থাকবে না। বিস্তারিত বোঝার জন্য পরের প্রশ্নে চলে যান।

    জেআরই কী জিনিস?

    JRE-কে বাংলায় বলে, জাভা রানটাইম এনভায়রনমেন্ট। আমাদের এই সাইটে জেআরই কী কাজ করে সেটা আগের প্যারাগ্রাফেই বলেছি। জাভা, সারা বিশ্বে প্রচলিত, খুব জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ, সেটা তো আপনি জানেনই। ঐ ট্র্যান্সলিটারেশন, মানে ইংরেজি থেকে বাংলা করার কাজটা করে জাভায় লেখা একটা প্রোগ্রাম। এখন, জাভার প্রোগ্রাম চলার জন্য একটা পরিবেশ লাগে, যাকে বলে জাভা রানটাইম এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টটা আপনাকে তৈরি করে দিতে হবে।

    খুব কঠিন কাজ নয়। শুধু গুরুচন্ডা৯তে বাংলা লেখার জন্যেই নয়, JRE আরও অনেক কাজে দরকার হবে আপনার কম্পিউটারে। কীভাবে পাবেন এই JRE?... এইখানেঃ http://www.java.com/en/download/manual.jsp
    কিংবা এইখানেঃ http://download.cnet.com/Java-Runtime-Environment-JRE/3000-2356_4-10009607.html
    কিংবা এইখানেঃ http://www.softpedia.com/get/Programming/SDK-DDK/Sun-Java-JRE.shtml
    কিংবা অন্য কোনও জায়গা থেকে। JRE ইন্টারনেটের খুব পপুলার ডাউনলোড। আর এটি পেতে গেলে কোথাও সাইনআপ করতে হয় না, কোনও পয়সা খরচ করতে হয় না। ইহা ফ্রি, ফ্রি, ফ্রি। যে কোনও জায়গা থেকে ডাউনলোড করে নিন, আর সেই পাতাতেই দেখুন ইনস্ট্রাক্শন দেওয়া আছে কীভাবে ইনস্টল করবেন। খুব সোজা ব্যাপার।
    কাজ হয়ে গেলে ব্রাউজার রিস্টার্ট করবেন। তারপর মতামতের জানলা খুলে লিখতে থাকুন। বাংলা দেখতে পাবেন। গ্যারান্টি।

  • Guru | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:১৭539033
  • ‘বাংলা লেখার নতুন কল’ জানলা বিলকুল সাদা! কিছুই দেখা যাচ্ছে না।

    ইন্টারনেট এক্সপ্লোরারে প্রায়শই এই রকমের ঝামেলা হয়ে থাকে, এটা কিছু জাভাস্ক্রিপ্ট কমপ্যাটিবিলিটির প্রবলেম, মানে সোজা বাংলায় আমাদের সাইটের জন্য লেখা প্রোগ্রামের কিছু অংশ ইন্টারনেট এক্সপ্লোরার নামক ব্রাউজার পড়তে পারছে না।
    এর দুটো সমাধান। এক, ফায়ারফক্স বা অন্য কোনও ব্রাউজার ব্যবহার করুন। সেখানে এই ধরণের প্রবলেম হয় না।
    দুই, আপনার IE ঐউ ব্রাউজারকে একটু পদোন্নতি করান। IE7 বা IE8 হলে দেখবেন, ঐ বিলকুল সাদা মতামতের জানলার একদম ওপরে, যেখানে মতামত জানলার ওয়েব অ্যাড্রেস লেখা আছেঃ
    http://www.guruchandali.com/matamat/matamat.jsp?action_type=bhatiyali তার ডানদিকে একটা ছোটোমতো আইকন আছে, মাঝবরাবর ভাঙা একটা আয়তক্ষেত্র মতন। ঐ আইকনটাতে ক্লিক করুন। এটা ঐ জানলাকে "কমপ্যাটিবিলিটি ভিউ'তে ট্র্যান্সফর্ম করে দেবে, মানে যে অংশটা আগে পড়তে পারছিল না, সেই অংশটা এইবার পড়ে ফেলবে এবং আস্ত মতামতের পাতা আপনার সামনে এসে হাজির হবে। মনের আনন্দে লিখুন।

    ইন্টারনেট এক্সপ্লোরার ৬ বা তার নিচে এই রোগের কোনও চিকিৎসা নেই।

    টিউটোরিয়াল দেখেও কিছু বুঝতে পারছি না।

    বিশ্বাস করুন, ইন্টারনেটের দিব্যি। বাংলাপ্লেনে বাংলা লেখা খুব সহজ ব্যাপার। জায়গা কম ছিল বলে টিউটোরিয়ালে বেশি কিছু লেখা যায় নি। কেবল এটা মনে রাখুন, বাংলাপ্লেনে টাইপিং হয় ফোনেটিকালি। বাংলা বানানটা যদি ঠিকঠাক জানেন, তা হলেই বাংলা লিখতে পারবেন। যাতনা আর ফাত্না লিখতে গেলে কোন্ কোন্ কী ইউজ হয়, ও দু চারবার টাইপ করলেই মনে থেকে যাবে। j লিখলে বর্গীয় জ, J লিখলে অন্তস্থ্য য। আন্ডারস্কোর্ড (_) দিলে হসন্ত হয়, byaa লিখলে ব্যা হয়, ayA লিখলে অ্যা হয়। দীর্ঘ ঊ-কার দিতে হলে দুটো o পাশাপাশি, আর ও-কারের পরে ও বসাতে হলে (যেমন, সেগুলোও, ঘুমোও) দুটো o-এর মাঝে একটা এসকেপ ক্যারেক্টার (`) লাগিয়ে দিন; segulo`o, ghumo`o ইত্যাদি।

    এর পরে কিছু লিখতে অসুবিধে হলে ভাটিয়া৯তে পোস্ট করে দিন, সাথে সাথে সাহায্য পেয়ে যাবেন।

  • ppn | 112.133.206.22 | ০৩ এপ্রিল ২০১২ ১০:১৮539035
  • generic letter, এইগুলি তো পোস্ট করতে পারার সমস্যা নয়। কাজেই এইখানে কেন লিখছেন বুঝলাম না।

    এনিওয়ে, লিখলেও খুব বেশি আপত্তির কিছু নেই। সব টইই হাইজ্যাকড হয়ে যায়, আগে আর পরে। :)
  • Guru | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:১৮539034
  • আমি লিখলাম বাংলায়, এদিকে লেখা উঠল কীসব ১-২-৩-৪ সংখ্যা!! এ কী করে হল!

    সবার আগে একটা কথা মনে রাখতে হবে, বাংলাপ্লেন ইউনিকোড কমপ্লায়েন্ট ফন্ট নয়। "বাংলায় আপনার মতামত দিন' বা "বাংলা লেখার নতুন কল' দিয়ে আপনি ফোনেটিকালি ট্র্যান্সলিটারেট করে যেটা লেখেন, সেটা বাংলাপ্লেন ফন্টে লেখা হয়। তার সঙ্গে ইউনিকোডের কোনও সম্পর্ক নেই। ঐ দুটি জায়গায় আপনি যদি ইউনিকোডে বাংলা টাইপ করে সাবমিট করেন, তা হলে গুরুচন্ডা৯র পাতায় যা দেখা যাবে তা হল খানিকটা এইরকমঃ

    #২৪৮৯;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৫;#২৪৬০;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৫; #২৪৮২;#২৪৯৫;#২৪৫৪;#২৫০৩;
    #২৪৭৪;#২৫০৭;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৩; #২৪৫৩;#২৪৮০;#২৪৫৯;#২৪৯৫;
    #২৪৩৯;#২৪৪১;#২৪৭২;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৭;#২৪৬৫;#২৫০৩;#২৪০৪;

    ইউনিকোডে লেখার জন্য প্রথমে ইউনিকোড ভার্সনে যান। সেখানেই লিংক পেয়ে যাবেন ইউনিকোডে লেখা সাবমিট করার।

    আমি কিছু ছবি (পেইন্টিং/ফটো) এখানে পোস্ট করতে চাই। কীভাবে করব?

    আমরা নর্মালি লেখাপত্তর নিয়ে কারবার করি। তবে তার মাঝে মাঝে ছবি টবিও যে রাখি না, তা নয়। আপনি যদি কোনও ছবি (ফটো বা পেইন্টিং) পাঠাতে চান এবং মনে করেন তা কোনও বিশেষ অর্থবহ, গুরুচন্ডা৯র মাধ্যমে ছড়িয়ে দিতে চান এর অগণিত পাঠকমহলে, তা হলে সেই ফটো বা পেইন্টিং স্ক্যান করে পাঠিয়ে দিন [email protected] বা [email protected]এ।

    আমরা কোনও কাগজপত্রের হিসেব রাখি না। লেখা বা ছবি, যা পাঠাবেন, নরম প্রতিলিপি (soft copy)-ই কেবল পাঠাবেন। পোস্ট কুরিয়ার ইত্যাদি রিসিভ করবার মত আমাদের কোনও ঠিকানা নেই।

    টইপত্তর কী জিনিস?

    টইপত্তর হল গিয়ে চলতি আড্ডার বাইরে গিয়ে, বিশেষ কিছু নিয়ে আলোচনা। আলোচনার জন্য বিশেষ কিছু পূর্বনির্ধারিত বিভাগ দেওয়া আছে, তার বাইরেও যে কোনও বিষয় নিয়ে আপনি আপনার জ্ঞান জাহির করতে পারেন।
    কী ধরণের বিষয়? এই ধরুন, কোনো বই পড়লেন, বা কোনো সিনেমা দেখলেন, বা কোনো প্রদর্শনীতে গেলেন, ভালো লাগল, সেই ভালোলাগা ভাগ করে নিতে আপনি সেই বিষয়ের ওপর একটা টই খুলে ফেলতে পারেন। কোথাও বেড়িয়ে এসেছেন, শেয়ার করতে চান সেই বেড়ানোর অভিজ্ঞতা? কিংবা ওসামা বিন লাদেনকে নতুন করে দুরমুশপেটা করার ইচ্ছে জেগেছে? অথবা, মমতা থেকে মায়াবতী, সবার ওপরেই আপনার অসীম আশা ভরসা? পরের আইপিএল লীগে কে জিততে পারে, তাই নিয়ে চায়ের কাপে তুফান তুলতে চান? সিপিএমের থেকে নকশাল ভাবধারা আপনাকে বেশি উজ্জীবিত করে? আপনার কবিতার কালেকশন খুব হাই ফাই, কিন্তু কেউ এতদিন পাত্তা দেয় নি? আপনার মেয়ের স্কুলে ভর্তির ব্যাপারে জানকারি পেতে চান দিল্লিতে বা ডালাসে? নাতি বা নাতনি জন্মাতে চলেছে, ভালো ভালো নামের সাজেশন চান?
    নতুন টই খুলে ফেলার আগে, একবার পুরনো টইয়ের লিস্টিতে চোখ বুলিয়ে নিন, হতে পারে, আপনার আগেই কেউ না কেউ একই বিষয়ের ওপর টই খুলে রেখেছে, হতে পারে কয়েক দিন আগে, হতে পারে কয়েক বছর আগে। আপনি সেই টই খুলে সেখানেই আপনার বক্তব্য পোস্ট করতে শুরু করতে পারেন, আপনাআপনিই সেই টই রিসেন্টলি আলোচিত টইয়ের লিস্টির ওপরে চলে আসবে। তারপরে যখন ইচ্ছে সেই লিংকে ক্লিক করে আপনার পরের বক্তব্য পোস্ট করতে থাকুন বা আপনার আগের পোস্টের উত্তরে অন্যদের জবাব উপভোগ করতে থাকুন।
    টইপত্তর সম্বন্ধে সম্যক ধারণা করতে গেলে, সবার আগে টইপত্তর সেকশনে গিয়ে পুরনো টইপত্তর ঘাঁটাঘাঁটি করুন। আইডিয়া পাবেন, ঠিক কী ধরণের লেখা টইপত্তরে যেতে পারে, কোন ধরণের টইপত্তরে যেতে পারে।

  • shanku | 117.241.65.174 | ০৩ এপ্রিল ২০১২ ১০:১৯539036
  • এটা মনে হয় শুধু আমার সমস্যা নয়, সবারই।
    কোন লিং দিলে তাতে যদি স্পেস থাকে তো সেখান থেকে লিং-টা কেটে যায়। আর কারেক্‌শনের তো কোন উপায় নেই।
    আছে কোন উপায়?
  • Guru | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:২০539037
  • কীভাবে পুরনো টই খুঁজে বের করব?

    টইপত্তর লিংকে ক্লিক করলে যে পাতাটা খুলবে, সেখানে দেখবেন, ওপর দিকে "পাতার তালিকা' দেওয়া আছে, উলটো করে। ৪৭ - ৪৬ - ৪৫ - ৪৪ - ৪৩ ... ৩ - ২ - ১। নম্বর যত কম, পাতা তত পুরনো। আমাদের এই গুরুচণ্ডা৯ চলছে সেই ২০০৬ সাল থেকে। সমস্ত টই এখানে পরপর সাজানো রয়েছে। পর পর, বা এলোমেলো, যেভাবে খুশি ব্রাউজ করুন। টইপত্তরের যে কোনও পাতায় সবসময়ে সবার প্রথমে থাকে সর্বশেষ আলোচিত দশটি টইয়ের লিংক, আর তার নিচে থাকে এই পাতায় জায়গা পাওয়া বর্তমান বা আগের টইপত্তরের লিংক।

    কীভাবে নতুন টই খুলব?

    খুব সোজা! টইপত্তর দুভাবে খোলা যায়। কীভাবে? ... কীভাবে আবার, বাংলাপ্লেনে আর ইউনিকোডে। যদি বাংলাপ্লেন ভার্সনে টইপত্তর পাতায় থাকেন, তা হলে পাতার ওপরদিকে দেখবেন একটা লাইন লেখা আছেঃ যে কোনো বই, সিনেমা, নাটক বা অন্য যেকোনো বিষয়ে নতুন কোনো আলোচনা শুরু করার জন্য এখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করলে একটি নতুন জানলা খুলবে।

    নিজের নাম, টইপত্তরের বিষয়বস্তুর শিরোনাম, আর মোটামুটি কোন্ ক্যাটেগরিতে সেই টইকে রাখা যায়, পাশের ড্রপডাউন থেকে তার কাছাকাছি একটা অপশন সিলেক্ট করে, সাবমিট করে দিন।

    ব্যস, আপনার টই খুলে গেল। শেষ দশ টইয়ের লিস্টে একদম ওপরে দেখতে পাবেন আপনার টইয়ের নাম। তাতে ক্লিক করুন, আর ভেতরে গিয়ে মতামত লিখতে থাকুন, বক্তব্য প্রকাশ করুন, অন্যদের মতামত পড়ুন, জবাব দিন, সমস্তই ফিরি।

    ইউনিকোডে যদি টই খুলতে চান, তা হলে বাঁদিকের মেনুতে ক্লিক করে প্রথমে টইপত্তরের মূল পাতায় আসুন, দেখতে পাবেন, আগের মতই, ওই একই জায়গায় একটি লিংক রয়েছেঃ ‘নতুন কোনো আলোচনা শুরু করার জন্য এখানে ক্লিক করুন’। একইভাবে নতুন জানলা খুলবে, সেখানে ডিটেইলস ভরে সাবমিট করে দিন।

    তবে, ইউনিকোডে টই খোলার এই ফাংশনালিটিতে একটু সমস্যা রয়ে গেছে, টইয়ের নামের পুরোটা আসছে না, শেষদিকে কিছুটা কেটে যাচ্ছে। আমাদের টেকনিকাল টিম নিরন্তর অফিস কামাই করে এই সমস্যার মূলে পৌঁছনোর চেষ্টা করে যাচ্ছেন। সফল হলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে।
    আগেও বলেছি, আবারও বলছি, টই খোলার আগে একটু দেখে নিন, আপনি একই বিষয়ে আবার টই খুলছেন না তো? আগে কেউ প্রায় একই বিষয়ে টই খুলে রাখে নি তো? সার্চ ইউজ করুন, খুঁজে নিন, একেবারেই না পেলে নতুন টই খুলতে পারেন। দরকার হলে অন্য গুরু-চণ্ডালদের সাহায্য নিতে পারেন।

  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:২১539038
  • না শঙ্কু, সবার সমস্যা নয়। কেবলমাত্র ইউনিকোড ভার্সনে এই সমস্যাটা হয়, রেন্ডারিংয়ের প্রবলেম। আমরা যে হেতু বাংলাপ্লেন ফর্ম্যাট ইউজ করি, আমাদের ভাঙে না। ইউনিকোডে একটা বাগ রয়ে গেচে, সেটা আর ফিক্স হয় নি।

    নতু ভার্সনে ফিক্স হয়ে গেছে :-)
  • Guru | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:২৩539040
  • সার্চ কীভাবে কাজ করে?

    আমাদের টইপত্তর সার্চ করা যায়, তবে কেবলমাত্র বাংলাপ্লেন ভার্সনে। ইউনিকোডে সার্চ হয় না।
    পাতার একেবারে ওপর দিকে দেখুন, ডানদিকে সার্চের লিংক আছে। তাতে ক্লিক করে সার্চ খুলুন। দেখবেন, দুটি অপশন আছে। সাধারণ সার্চ আর টইপত্তর সার্চ। সাধারণ সার্চে আপনি গুরুচন্ডালী সাইটের যে কোনও বিভাগের কোনও লেখা বা তার অংশ দিয়ে সার্চ করতে পারেন। টইপত্তরের জন্য এক্সক্লুসিভ হল টইপত্তর সার্চ।
    ধরুন আপনি পূজাবার্ষিকী-র ওপর টই খুঁজে পেতে চাইছেন। খুব সোজা, সার্চ পেজে গিয়ে টইপত্তরের খোঁজখবর লিংকে ক্লিক করুন। এবার প্রথম টেক্সটবক্সে আপনার সার্চ ক্রাইটেরিয়া বাংলাপ্লেন ফর্ম্যাটে লিখুন। poojaabaarshhikee।

    উঁহুঁ, দাঁড়ান। এন্টার মারবেন না। এন্টার কাজ করে না এই পেজে। যদি এন্টার মারেন তো দেখবেন কোনো রেজাল্ট আসবে না। সযত্নে মাউস দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। দেখতে পাবেন, ‘পূজাবার্ষিকী’ নামে কতগুলো টইয়ের লিস্টি চলে এসেছে আপনার সামনে। এবার যেটা আপনার দরকার, সেটায় ক্লিক করে তার ভেতরে ঢুকে পড়ুন, মতামত দিন।

    দু-একটা টইয়ের স্যাম্পল দেখান না!

    দেখুন না, যতখুশি দেখুন। টইপত্তরের মূল পেজের ওপর দিকে পাতার তালিকা থেকে যে কোনও নম্বরে ক্লিক করুন, নিচের দিকে দেখতে পেয়ে যাবেন সেই সময়ে আলোচিত বিভিন্ন টইয়ের নাম। যেটা পছন্দ হয়, খুলে পড়তে শুরু করুন, লিখতে শুরু করুন। পাতার ভাঁজে ভাঁজে সমস্ত টই লুকিয়ে বসে আছে আপনারই লেখা ছাপাবার জন্য। লিখুন, ছড়িয়ে দিন আপনার প্রতিভা।

    আমি খুব বড় লেখক/কবি। কিন্তু কেউ আমার কদর বোঝে না।

    আরে, আমরা আছি কী কত্তে? ফিরিতে ছাপাবো আপনার লেখা। লিখতে পয়সা লাগে না, সাবমিট করলেই সাথে সাথে প্রকাশিত হয়ে যায় আপনার লেখা। দশজনে পড়ে আপনাকে ফার্স্ট হ্যান্ড মতামত দিতে পারবেন।
    অবিশ্যি, আপনি মনে করতেই পারেন, আপনার মূল্যবান লেখা ভাটিয়ালি টইপত্তরের এলেবেলে লেখার ভিড়ে হারিয়ে যাবার চান্স আছে, সেখানে লেখা দেওয়া মানে আপনার প্রতিভার অপচয় ঘটানো। এখানেও আমরা আপনার সঙ্গে একমত, একেবারে। তার চেয়ে, আপনার লেখা, ইউনিকোড বা বাংলাপ্লেন ভার্সনে লিখে, একটা ওয়ার্ড ডকুমেন্টে সেভ করে পাঠিয়ে দিন আমাদের মেল দপ্তরে, [email protected] এই ঠিকানায়। যদি মনোনীত হয় আপনার লেখা, অবশ্যই ছাপা হবে সত্যিকারের ছাপার অক্ষরে, আমাদের প্রিন্ট এডিশন গুরুচন্ডালীতে, কাগুজে গুরু-তে।

    আপনারা কারা? গুরুচন্ডা৯র সম্পাদক কে?

    চলমান অশরীরি? মুখোশ ছাড়া ব্যাটমান? অফিসঘর নেই, পোস্টাল ঠিকানা নেই, ফোন নম্বর নেই, কেবল কটা মেল অ্যাড্রেস! হাইলি সাসপিশাস?
    না না, তেমন কিছু নয়। আমরা আসলে আপনারাই, আপনারাও আসলে আমরাই। এই সাইটটি নিজের হাতে তৈরি করেছিলেন সৈকত বন্দ্যোপাধ্যায়, তিনিই এই সাইটের সম্পাদক। সাইট চলার নিয়মনীতি, লেখা ঝাড়াই বাছাই সমেত সমস্ত রকমের সম্পাদকীয় কাজকর্ম তিনি নিজের হাতেই সামলে থাকেন। কিছু গুরু ও চণ্ডাল অবশ্য আছেন তাঁকে এইসমস্ত কাজে সাহায্য করবার জন্যে, তবে শেষ কথা বলেন সৈকত নিজেই।
    সাইটের কোনও লিখিতপড়িত নিয়ম কানুন নেই, তবে ইন্টারনেট সাইট হবার দরুণ কিছু অলিখিত নিয়মাবলী সকলে মেনে চলেন, নেটিকেট বা ইন্টারনেট ডেকোরাম যাকে বলে। ভাটিয়ালী আর টইপত্তর, এই দুটি আনমডারেটেড সাইট, আপনি যা লেখেন, সেই লেখার দায়িত্ব আপনারই, সাথে সাথেই তা প্রকাশিত হয়ে যায় ওয়েবপাতায়, সুতরাং যে কোনো লেখকের কাছ থেকে এটা আশা করে নেওয়া হয় যে তিনি এমন কোনো ভাষা বা শব্দাবলী এখানে প্রয়োগ করবেন না যা অন্যদের অস্বস্তিতে ফেলে। নতুন, পুরনো, সমস্ত গুরু ও চণ্ডালদের জন্যেই এটা প্রযোজ্য।
    একবার পোস্ট হয়ে যাওয়া লেখা কোনোভাবেই মুছে ফেলা যায় না, ওর্কুট ফেসবুকের স্ক্র্যাপের মত। এখানকার লেখা অক্ষয় অব্যয়। আপনি যা লিখলেন তা আপনার নাম ও আইপি অ্যাড্রেস সমেত এখানে ছেপে যায়, সুতরাং, দায়িত্ব নিয়ে নিজের পোস্ট নিজে করবেন।
    সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কিছু বাঙালি এই সাইটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকেন। কাগুজে গুরু ছাপা হয় কলকাতা থেকে। কলকাতায় থাকা কিছু গুরু-চণ্ডাল এর প্রকাশনার দায়িত্ব নিয়ে থাকেন। গুরুচন্ডা৯র নির্দিষ্ট কোনও অফিস ঘর নেই, সম্পাদকীয় টিম নেই, কোনও নির্দিষ্ট রুলবুক নেই, রাইট টু ইনফর্মেশন দিয়ে তাকে পাকড়াও করা যায় না তাই। গুরু সর্বত্রই বিরাজমান, কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া, চেন্নাই থেকে চায়না, রিষড়া থেকে রাশিয়া, যশোর থেকে জোহানেসবার্গ।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন