এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে পোস্ট করার সমস্যা ও সমাধান

    ppn
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১২ | ৬৪৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guru | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:২৬539041
  • গুরুচন্ডা৯ কোনো বিজ্ঞাপন রাখে না। আপনাদের চলে কীভাবে?

    আজ্ঞে, খুব কষ্টেসৃষ্টে চলে। অনলাইন গুরুচণ্ডা৯ চলে জনৈক সার্ভারওয়ালার বদান্যতায়, সেখানে কিছু জায়গা পাওয়া যায় সার্ভারস্পেসে, যা দিয়ে আমাদের দিন চলে যায়। এ ছাড়া, গুরুচন্ডা৯র সমস্ত কাজকর্মই চলে কন্ট্রিবিউশন বেসিসে। প্রত্যেকেই নিজের নিজের জীবনে বিভিন্নভাবে ব্যস্ত, কেউ চাকরি করেন, কেউ রিসার্চ, কেউ টেকনোলজির ছাত্র, কেউ কলকাতা বা দিল্লির ব্যস্ততম সার্জেন, কেউ গৃহবধূ, কেউ সাংবাদিক, কেউ নামকরা লেখক। যে যেমন পারেন চেষ্টা করেন, লেখা শর্টলিস্ট করার, বাংলা লেখার টুলকে আরও ইউজার ফ্রেন্ডলি করার, বানান কারেকশন করার, প্রেসে লেখা জমা দেবার, এলাকায় ভেন্ডরের কাছে কাগুজে গুরু সার্কুলেট করার।
    সমস্তই ফ্রি সেবা। কাগুজে গুরু বিক্রির টাকায় পরের কাগুজে গুরুর কাজ করা হয়। বাংলায় বলতে গেলে, অলাভজনক প্রতিষ্ঠান। তাই বলে আমরা কি সাহায্য নিতে ইচ্ছুক নই?

    নই আবার? খুব ইচ্ছুক। সাহায্য পেলে বর্তে যাই। অনলাইন গুরুচন্ডালীকে আমরা বিজ্ঞাপনের আওতার থেকে বাইরে রাখলেও কাগুজে গুরু বিজ্ঞাপন ছাপানোর জন্য সবসময়েই রাজি। ছাপানো হয়ও।
    বিজ্ঞাপন ছাড়াও, এমনিও সাহায্য করতে পারেন। এককালীন বা লাগাতার। বিশদ জানার জন্য এখানে দেখুন –
    http://www.guruchandali.com/paypal/donate.html

    কাগুজে গুরু কী?

    কাগুজে গুরু হল গুরুচণ্ডা৯ প্রিন্ট এডিশনের আদরের ডাকনাম। অনলাইন ঠেকের পাশাপাশি আমাদের একটা ছাপা পত্রিকাও আছে, যা বাংলার ভেতরে, বাইরে, পৃথিবীর বিভিন্ন দেশে সার্কুলেট করা হয়। এটি শুরু হয় ২০০৯ সাল থেকে, এখনও পর্যন্ত রমরমিয়ে চলেছে কাগুজে গুরু। বছরের মধ্যে নির্দিষ্ট সময়ে লেখাপত্তর জমা হয়ে গেলেই ছাপিয়ে ফেলা হয়, বইমেলাতেও স্টল সাজিয়ে বসা হয়, কলকাতা নয়ডা বেঙ্গালুরুর দোকানে দোকানে সাজিয়ে দেওয়া হয় কাগুজে গুরুর নতুন কপি।

    কীভাবে কাগুজে গুরুর গ্রাহক হওয়া যায়?

    নিম্নলিখিত জায়গাগুলোর মধ্যে যে কোনও জায়গা থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন কাগুজে গুরুর নতুন সংখ্যা।
    (আপনার শহরে কাগুজে গুরুর প্রাপ্তিস্থান জানার জন্য যোগাযোগ করুন [email protected]এ)

    যদি আপনি ওপরে দেওয়া জায়গাগুলির কোনোটারই কাছাকাছি না থেকে থাকেন, চিন্তার কিছু নেই। অনলাইন কাগুজে গুরুর গ্রাহক হওয়া যায়। বাৎসরিক সামান্য মাশুলের বিনিময়ে আপনি ঘরে বসে ডাকযোগে পেতে পারেন কাগুজে গুরু। কীভাবে?

    (যোগাযোগ করুন [email protected]এ)

    কাগুজে গুরুতে নিজের লেখা ছাপাতে হলে কার সাথে যোগাযোগ করতে হবে?

    শুধু কাগুজে গুরুই নয়, গুরুচন্ডা৯ সংক্রান্ত যে কোনও প্রশ্ন থাকলে, লেখা পাঠানোর নিয়মাবলী সংক্রান্ত কোনো বিশেষ প্রশ্ন থাকলে, বাংলা লেখা, বাংলা দেখা ইত্যাদি যে কোনও বিষয় নিয়ে প্রশ্ন, যা আপনার মনে হচ্ছে এই ডকুমেন্টে বলা হয় নি কিন্তু জানা দরকার, দ্বিধা না করে সরাসরি মেল করুন নিচের যে কোনও একটি ঠিকানায়। উত্তর পেয়ে যাবেন খুব তাড়াতাড়িই।

    [email protected]
    [email protected]

    তা হলে, কবে শুরু করছেন, লিখতে?

  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:২৭539042
  • কপি পেস্ট শেষ।

    এবার বক্তব্য। কার কী অসুবিধে। এখানে লিখুন। ইউনিকোড বাংলা বা রোমান ফন্টে।
  • Kaju | 121.242.160.180 | ০৩ এপ্রিল ২০১২ ১৩:২৮539043
  • এবার ওই মনোমিটার আর তালুমিটারের ব্যাপারটা। দুটোর একটা হলেই চলবে।
  • pi | 72.83.76.34 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৩539044
  • মোবাইলের ব্যাপারটা এখানে একটু লিখে দেওয়া হোক। একটি পোস্টে।
  • omnath | 59.160.210.2 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:১৬539046
  • এই যেমন সিকি বালেনক তে গিয়ে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ইউনিকোডে বাংলা লিখল। সেটা বাংলাপ্লেন ভার্সানে অন্য লেখার পাশে পড়তে কি বিচ্ছিরি লাগছে। পড়েই উঠতে পারলাম না। সেটা বেথে২ ইউনিকোডে আপনার মতামত দিন - গিয়ে কেন পোস্ট করল না?

    আমার মোজিলায় ইউনিকোড সর্বদা খুব বাজে ফন্টে দেখায়, অথচ সোলাইমানলিপি ফন্ট রাখা আছে। ডিফল্ট ভিউ সোলাইমান লিপিতে দেখতে ক্ষী করতে হবে?

    বহু সাইটে ইউনিকোডে লেখা পড়তে গিয়ে দেখি খন্ড-ৎ এর জায়গায় একটা ASCII বাক্সাসছে। সেটা কেমন করে হঠানো যায়? এইগুনো সারানো গেলে পোস্ট করতে, ক্রশ রেফারেন্স দিতে উৎসাহ আসতেও পারে।
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:১৮539047
  • ওমনাথ, এইখানে লিখব না ফোং করে বলব?
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:১৯539049
  • ওমনাথ, এক্কথায় এর উত্তর হবে না। একটু পরে লিখছি। মার্ক করে রাখলাম।

    এই গুরুতে হবে না। তবে পরের গুরুতে হবে। খণ্ডীয় ত-র জায়গায় চৌকো বাক্স আর আসবে না। ডায়নামিক রেন্ডারিং হবে। আনন্দবাজারের পেজ খুলে দ্যাখো, সেখানে চমৎকার ইউনিকোড ফন্টে খন্ডীয় ত আসে।
  • pi | 72.83.76.34 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:১৯539048
  • এটা আমরো জানার। গুরুরই প্রচুর লেখার কিছু অংশ ইউনিকোডে অমাকে বাক্সো দেখায়। কেন ?
    ফে বুকে অভ্র দিয়ে লিখতে গিয়ে দেখেছি, অনেক সময় কোন স্মাইলির পরে যা লিখছি, বাক্সো হয়ে যাচ্ছে।
  • pi | 72.83.76.34 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:২০539052
  • খালি খণ্ড ত নয়, একটা গোটা লাইন বা কিছু অংশ।
    এরপর খেয়াল থাকলে লেখাগুলো দিয়ে দেবো।
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:২০539051
  • ইউনিকোড নিয়ে ন্যাড়াদা আর অরিজিতের একটা ভালো যুগলবন্দী ছিল।

    দেখি, বাড়ি গিয়ে পারলে তুলে দেব, আর একটা মেড ইজি লিখে দেব ইউনিকোডের জন্য।

    এগুলো কোনও ইস্যুই নয়, ইস্যু হলেও, এগুলো গুরুর ইস্যু নয়। ধুৎ!
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:২১539053
  • লিখতে গিয়েই মনে হল, লিখে দিই:

    এগুলো সাজানো ঘটনা। সিপিএমের কাজ। খণ্ডীয় ত-কে বিগড়ে দিচ্ছে। গুরুর বিরুদ্ধে ইউনিকোড সিপিএম্র্র সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছে। :-)
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:২৫539054
  • ওমনাথকে এইখানেই লিখে দেই।

    ফাফতে অপশনে গিয়ে কনটেন্ট ট্যাবে "ফন্টস এন কালার্স' সেকশনে অ্যাডভান্সড বাটন দাবাও।

    তর পরে নিচের মত সাজিয়ে ওকে বাটন দাবাও। হয়ে যাবে।

    Fonts for: Bengali

    Proportional: Serif size: 12
    Serif: Solaimanlipi
    Sans-Serif: Solaimanlipi
    Monospace: Solaimanlipi size: 12

    minimum font size: None

    Check options for allowing pages to choose their own fonts

    Character Encoding: Western (ISO-8859-1)

  • pi | 72.83.76.34 | ০৩ এপ্রিল ২০১২ ১৬:৫৭539055
  • যেমন, এই লেখাটার ইউনিকোডে প্রচুর বাক্স দেখি।
    উদা: চতুর্থ লাইন।
  • omnath | 59.160.210.2 | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৪৫539057
  • বা:, প্পনের কায়দায় ব্রাউজার সেট কল্লুম। কই বাক্স? দিব্যি গোলগাল ল্যাখা, ইউনিকোডেই। হেহে। শুধু এখনো বাংলাপ্লেনে টইয়ের ভেতরে ঢুকলে বোল্ডে ল্যাখা বস্তু হিব্রু আসে। সে বোধয় আর এভার্সানে সারবে না। :-(
  • ppn | 204.138.240.254 | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৫৮539058
  • ওইটা গুচ-র প্রবলেম না। ফাফ লেটেস্ট রিলিজ ওইখানে মাখিয়ে রেখেছে। ওইজন্য বারবার রিকো আসা সত্তেও আমি ফাফ-র নতুন ভার্সন নামাইনি, 4.3.2 না কত একটা দিয়ে দিব্যি চালাচ্ছি সবকিছু।
  • ppn | 204.138.240.254 | ০৩ এপ্রিল ২০১২ ১৭:৫৯539059
  • চাইলে ফাফ ডাউনগ্রেড করে নিতে পারো। গুগল খুঁজলেই লিং পাবা।
  • sinfaut | 121.241.218.132 | ০৩ এপ্রিল ২০১২ ১৮:০১539060
  • আমার আবার ফাফ ১১ না কত, কবে যে তলে তলে এতদূর চলে গেল বুঝতেই পারিনি।
  • aka | 168.26.215.13 | ০৩ এপ্রিল ২০১২ ১৮:৫৬539062
  • গুরুত্বপূর্ণ মতামত দিয়ে দিই।

    ১। টেকনলজি চেঞ্জের সাথে গুরুর চরিত্রর কোন সম্পর্ক নেই। মানে টেকনলজি চেঞ্জ করেও গুরুর চরিত্র এক রাখা যায়, নাও যায়, ডিপেন্স অন গুরুর কতৃপর্ক্ষ কি চায় তার ওপরে।

    ২। ন্যাভিগেশন, কনটেন্ট, মেনু ইত্যাদি বদলে ইউজার ফ্রেণ্ডলি করার সাথে টেকনলজি চেঞ্জের কোন সম্পর্ক নেই। এগুলো করতে টেকনিকালি টেকনলজি চেঞ্জের দরকার নেই। কিন্তু করতে হচ্ছে কারণ গুরুর বর্তমান সোর্স কোড হারিয়ে গেছে।

    ৪। যিনি আইপি মাস্ক জানেন অথচ গুরুর কলে কি করে বাংলা লেখা যায় সেটা বের করতে না পেরে ভাস্কো দা গামার ভাষায় পোস্ট আফটার পোস্ট করেন তার রঞ্জনদার কাছে একটা টিউটোরিয়াল প্রাপ্য।

    ৫। সিকি লিখেছে এখানে আবাহনও নেই, বিসর্জনও নেই। দুটোই সিকির নিজের কথা। গুরুর কতৃপর্ক্ষের কথা নয়। বেশ কিছু ঘটনা দেখে মনে হয়েছে দুইই আছে বা হয়েছে।

    মুশকিল হয়েছে কাউকে ইনভাইট করা হল। ধরা যাক তিনি নামকরা লেখক কেউ বা স্বনামধন্য ইন্টেলেকচুয়াল। বারবার বলায় তিনি এলেন ৫ মিনিট স্পেণ্ড করলেন ভাটিয়া৯, টইপত্তর ইত্যাদি আনইউজাল নাম দেখে, কোথায় কি করতে হবে সেরকম ঠাওর করতে না পেরে কাটিয়ে দিলেন। দুই কেসে হতে পারে, এক, সে খুব ইন্টারেস্টেড নয় - মানে কাটাতোই শুধু সুযোগের অপেক্ষায় ছিল, দুই, ইন্টারেস্টেড কিন্তু টেকনিকালি চ্যালেঞ্জড - এটা আমি খাই না, কারণ আমার বেঞ্চমার্ক রঞ্জন-দা, কেডি, ডিডি ইত্যাদিরা। কোন কথায় বেশি গুরুত্ব দেব সেটাও একটা ওয়াইজ ডিসিশন।

    ইনভাইট করা অবধি ঠিক আছে, অল্প হ্যাণ্ড হোল্ডিং অবধি হয়ত চলতে পারে - যদি সকলের সময় থাকে, কিন্তু তার বিভিন্ন অসুবিধার জন্য সে আসতে পারছে না, যে অসুবিধার কিছু কিছু গুরুর ইউএসপি অতএব গুরুর ইউএসপিই বদলে দেওয়ার দাবী খানিকটা কর্পোরেটিয় সেলস টিমের দাবী অনুযায়ী কোম্পানি লোগো বদলে দেওয়ার মতন।

    পৃথিবীর সমস্ত কিছুর মতনই ব্যালান্স ইজ দা কি।

    তবে গজদন্তমিনার, গেটেড কমিউনিটি ইত্যাদি গুলো কাঁচা খিস্তি বলে মনে করি। যেহেতু আমি এখানে আড্ডা মারি, তাই এগুলো আমার গায়ে লাগে। ব্যক্তিগত ভাবে এগুলো আমার নো-টলারেন্স জোনে পড়ে, এর পরেও চালিয়ে যেতে পারেন, সেটা আপনারা যারা গুরু বা তাতে আড্ডা দেওয়া লোকেদের সম্বন্ধে ভাবেন তাদের ব্যপার।
  • sinfaut | 121.241.218.132 | ০৩ এপ্রিল ২০১২ ১৮:৫৯539063
  • ক দিলাম।
  • Tim | 98.249.6.161 | ০৩ এপ্রিল ২০১২ ১৯:০৩539064
  • হ্যাঁ প্রবলভাবে ক।
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১৯:০৯539065
  • আকার পোস্টের সূত্র ধরে ফুট কাটি। ডিডিদা এবং রঞ্জনদা দুজনকেই হাতে ধরে কিছু শেখানোর অভিজ্ঞতা হয়েছে, হাতিঘোড়া কিছুই নয়, সবাইই পারত, কিন্তু একটা জিনিস বুঝেছি সামান্য চেষ্টা আর উদারতা থাকলে নতুন জিনিস শেখার জন্য বয়স কোন বাধা নয়। চাইলে তো ধোর বা* যখন খুশি বলতেই পারতেন এনারাও।
  • pi | 137.187.241.6 | ০৩ এপ্রিল ২০১২ ১৯:২০539066
  • শিখতে চাইলে সবাইই পারে। 'সমান্তরাল বিশ্ব' এর অনেক বাসিন্দা আরো অনেক বয়সেও শিখেছেন।

    তবে হাতে ধরে কিছু দেখিয়ে দেওয়ার ব্যাপার অনেকের জন্যই লাগে। বা কিছুটা সাহায্য করা। আর সেটা না পাওয়াতে গুরুতে একেবারে অচেনা লোকের জন্য অনেক সময়ই অসুবিধা হয়। এই ফ্যাক্টটাকে লোকজন ইচ্ছা হলে ইগনোর করতেই পারেন। তর্ক করে তো আর বোঝানো যাবেনা, অনেকের অসুবিধা হয়।
    বল্লাম তো, লিখতে যে পারলো না, সে আর লিখে কীভাবে জানাবে।
    এখন ফেবু হয়েছে। অনেকে জানায়। মেইল আসে। এরকম মেইল মেসেজ ভর্তি।
    এটা জাস্ট হল, তাই শেয়ার করি। গতকাল ইকড়ি মিকড়ি টই এর লেখকই এমনি মেসেজ পাঠিয়েছেন। তিনবার হিজিবিজি দেখে হাল ছেড়ে চলে গেছেন। আমি উত্তর দিচ্ছি না।দেখি, সিকির পোস্টটি কখন দেখেন।

    শ্রীপর্ণা এখনো অব্দি এরর কাটিয়ে পোস্ট করে উঠতে পারেনি। আগে করেছে। তখনও এরর এসেছে। সিকির কাছে স্ক্রীনশট আছে। এবার বার কয়েক চেষ্টা করে পারছেনা বলেছে। দিটো কলেই। কী লিখেছিল, সেটা বাংলাপ্লেনে পোস্টও করে দিয়েছে।
    এবার সেটা তো ও বলতে পারছেনা এখানে।

    যাই হোক। যারা পারছেনা । পারছেনা।
    কেন পারছেনা তাই নিয়ে তর্কে গিয়ে লাভ নেই। এখানে না লিখতে পারলে সাইটের বা কারোরই কিছু আসে যায়না।
  • SB | 14.96.59.31 | ০৩ এপ্রিল ২০১২ ১৯:২৬539067
  • গুরু-তে কোনো post লেখার সময় লেখক-কে নিজের নাম ঠিকানা দিতে হবে এটা কখনই বাধ্যতামুলক হওয়া উচিত না। কিন্তু একটা কোনো উপায় থাকা উচিত যাতে প্রত্যেক individual-কে আলাদা করে identify করা যায়। আমি আমার নামের initial দিয়ে লিখছি, হাজারটা লোক এক-ই initial-এর থাকতে পারেন। যদি অনান্য সাইটের মত এখানেও registration আর login থাকে সেক্ষেত্রে একটা ID-তে একজন-ই লিখতে পারবেন, কোনো confusion থাকবে না। ID দিয়েই একজন আরেকজন-কে চিনবেন, প্রকৃত নামে কি বা আসে যায়!
  • aka | 168.26.215.13 | ০৩ এপ্রিল ২০১২ ১৯:৩০539068
  • আইপি নিয়ে প্রচূর সমস্যা। আমার মেশিনের আইপি দেখায়। এমনিতে কিছু না, কিন্তু কোনদিন যদি আমার আইপি দিয়ে কোনরকম হ্যাকিং ইত্যাদি হয়, তাহলে মুশকিলে পরব। আইপি টেকনিকালি খুব সেন্সিটিভ জিনিষ এটা বদলানোই উচিত। সোশাল সিকিউরিটির মতন সব স্টোর করে ***.***.***.১২৩ এমন দেখানোই যায়।
  • SB | 14.96.59.31 | ০৩ এপ্রিল ২০১২ ১৯:৪০539069
  • IP সাইটে post করে খুব বেশি লাভ আছে কি? Dynamic IP থাকলে tracking মনে হয় খুব একটা easy না। আর কারো যদি গুরু-তে এসে উল্টোপাল্টা মন্তব্য করার মানসিকতা থাকে তাহলে একটা IP block করলে সে অন্য IP থেকে লিখবে, এরকম ভাবে সবাইকে IP দেখানোর উদ্দেশ্য-টা খুব একটা clear নয়
  • Blank | 59.93.241.247 | ০৩ এপ্রিল ২০১২ ১৯:৪৬539070
  • ক্রোম থেকে লিখে সাবমিট করা যায় না গুরুতে। এই সমস্যাটা অবশ্যই কাটানো দরকার।
    কিন্তু যারা ফেবু পারে তারা গুরু পারে না - এটি যাস্ট ইয়ের মতন কথা। পাতি ধুর বা* বলাই যায়।
  • ppn | 112.133.206.22 | ০৩ এপ্রিল ২০১২ ২০:২৪539071
  • একজ্যাক্টলি সেই কারণের জন্যই তো টই খোলা। যার সমস্যা হচ্ছে তাকে বেয়ার মিনিমাম কিছু তথ্য এখানে জানালে অনেকেই সাহায্য করবেন। সকল অনলাইন কম্যুনিটিতে তাই হয়।

    শ্রীপর্ণা বা যাদের সমস্যা হচ্ছে বলে শুনছি তারা এখানে সেটা লিখছেন না কেন? বা তাদের হয়ে অন্য কেউ? তবে শুধু সমস্যা হচ্ছে বললে স্বয়ং ভগাও কিসু করতে পারবেন না, পাতি ইউজাররা তো কোন ছাড়। সেইজন্যই কেস স্পেসিফিক তথ্য চাই।

    আবার বলছি, এইভাবে কাজ হয়। খুব সাম্প্রতিক উদাহরণ হল ঋদ্ধি। এর বেশি কিসু বলে বোধহয় আর লাভ নাই। কারণ একই জিনিস বলতে বলতে মুখে ফেনা উঠে গেল।
  • pi | 137.187.241.7 | ০৩ এপ্রিল ২০১২ ২০:২৮539073
  • আমারো তো মুখে ব্যথা হয়ে গেল ! তারা পোস্ট করতে না পারলে লিখে জানাবে কীকরে ?? :o
    আর, আমি তো লিখলাম তাদের হয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন