এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে পোস্ট করার সমস্যা ও সমাধান

    ppn
    অন্যান্য | ০৩ এপ্রিল ২০১২ | ৬৫৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.22 | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩৩538738
  • যাদের যাদের এখানে পোস্ট করতে সমস্যা হচ্ছে তারা এই টইতে সমস্যার কথা জানাতে পারেন। গেটেড কমুনিটির লোকজন একেবারে পাষণ্ড নয়, তারা নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে এইখানে সমাধানের উপায় দিতে চেষ্টা করবেন।

    এইবার প্রশ্ন হল যাদের পোস্ট করতে সমস্যা হচ্ছে তারা এখানে কী করে লিখবেন। সেইটা নির্ভর করছে কী ধরণের সমস্যা হচ্ছে তার উপরে। যদি লেখার সময় বাংলা দেখতে সমস্যা হচ্ছে তাহলে ইংরেজিতে পোস্ট করুন। যদি যেকোন পোস্ট করতেই সমস্যা হয় তাহলে তাদের বকলমে অন্য কেউ এসে সমস্যাটি লিপিবদ্ধ করুন ইত্যাদি।

    রুগী না দেখেও রোগের চিকিৎসা করার চেষ্টা করা যায়, তবে তার জন্য জরুরি হল রোগের লক্ষণগুলি জানানো। সেইটা যার সমস্যা তিনি প্রোঅ্যাক্টিভ হয়ে করলে সুবিধা হয়। এই যেমন পোস্ট করতে অসুবিধা হলে জানান ঠিক কী সমস্যা হচ্ছে, কোন টুল ইউজ করে বাংলা লিখছেন, বাংলাপ্লেন না ইউনিকোডে লিখছেন, কোন ওএস আর কোন ব্রাউজার। মোটামুটি এইগুলি জানলেই ৯০% ক্ষেত্রে সমাধান বেরিয়ে যাওয়া উচিত। বাকি ১০%-এর হয়ত কোন সমাধান নেই (এই মুহূর্তে), যদ্দিন না বাজারে গুরু ২.০ না আসে।
  • test | 101.63.223.197 | ০৩ এপ্রিল ২০১২ ০০:৩৯538849
  • HV¡LMeJ®cÏMÏe, HLh¡l®cM¡k¡Lz
  • sayan | 101.63.223.197 | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪০539017
  • ইয়েস্‌স্‌স্‌ :-))
  • pi | 137.187.241.6 | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪০538960
  • প্পন, আগে একটা টইতে লোকজন কিছু লিখেছিল।

    সিকি একটা হেল্প ফাইল বানিয়ে দিয়েছে। সেটা গ্রুপে দেওয়া হচ্ছে। নতুন সাইটে সেটা একদম উপরে কোথাও রাখতে হবে।
    তোমাকে ফাইলটা মেইল করে দিচ্ছি। একটু দেখে কিছু বদল করার হলে করে দাও।
    আর ওটা বেশ বড়। একটা ছোট ভার্শন হলে সুবিধা হয়।

    একটা সমস্যা হল, অনেক ব্রাউজারে কল কাল না করা।

    আর টইপত্তর কী , কেন , কীভাবে লিখতে হয়, এটা ইউনিকোড ভার্শনে ডিসপ্লে হয়না। বাংলাপ্লেন বহু জ্‌নই দেখতে পান না।

    সাইট উইনিকোড হলে আশা করি অনেক সমস্যাঅই কমবে।
  • ppn | 112.133.206.22 | ০৩ এপ্রিল ২০১২ ০০:৪৫539028
  • পাই, এইভাবে শুনতে চাই না। কারণ একগাদা সমস্যা একসাথে দিলে কিস্যু করা যাবে না। যার সমস্যা হচ্ছে তিনি যদি স্পেসিফিকালি তার সমস্যাটুকু লেখেন এবং কী এনভায়রেনমেন্টে সমস্যা হচ্ছে সেইটুকু লেখেন তালেই হবে। এইখানে সমস্যা ও সমধান দুইই লিপিবদ্ধ থাকবে, যাতে অন্য কেউ একই সমস্যার সমাধান নিজে থেকেই করতে পারেন।

    (আমার হেল্প ফাইল রিভিউ, চেঞ্জ ইত্যাদি করার সময় নেই এই মুহূর্তে। আর হেল্প ফাইল হল প্রো-অ্যাক্টিভ রেসপন্স। আমি এইখানে বলছি রিঅ্যাকটিভ রেস্পন্সের কথা।)
  • sda | 117.194.198.119 | ০৩ এপ্রিল ২০১২ ০০:৫৪539039
  • ঠিক সমস্যা নয়, একটা কৌতুহল আছে।
    গত বছর অব্দি, যতবার মেশিন ফর্ম্যাট করেছি, প্রথমবার গুরুতে ঢুকে সব বাংলাপ্লেন গারবেজ দেখেছি , তার পর টিটিএফ ফাইলটা ফন্ট ফোল্ডারে ফেলে দিয়ে রিফ্রেশ মারলে ঠিকঠাক আসতো। লিনাক্ষ, জানালা দুটোতেই। ইন ফ্যাক্ট এইটা দিয়ে আমি লিনাক্ষের ফন্ট ক্যাশ কাজ করছে কি না টেস্ট করেছি অনেকবার।
    তো , কয়েক মাস আগে, হঠাৎ লক্ষ্য করলাম যে পুরো ক্লিন মেশিনে গুরু খুললে, ফন্টটা নিজে থেকে রেন্ডার হচ্ছে, টি টি এফটা নামাতে হচ্ছে না। মোবাইলেও তাই। আমি জানতে চাই যে ফান্ডাটা কি। ব্রাউজার টেকনলজিতে কোনো চেন্‌জ, না কি গুরুর কোডে ?
  • aka | 168.26.215.13 | ০৩ এপ্রিল ২০১২ ০০:৫৬539050
  • খুব সিম্পল কথা বলি।

    ডিডি যদি লেখেন, কেডি যদি লেখেন, রঞ্জনদা যদি লেখেন তবে সবাই লিখতে পারেন যদি ইচ্ছে করেন।
  • ppn | 112.133.206.22 | ০৩ এপ্রিল ২০১২ ০০:৫৭539061
  • এইটার উত্তর মামু বা সিকি দিতে পারবে।

    শুরুর দিকে আইই ইউজ করলে ফন্ট আলাদা করে ইন্সটল করার দরকার হত না, ফাফ-তে হত। এইটুকু মনে আছে। এখন জানি না কী হয়।
  • ppn | 112.133.206.22 | ০৩ এপ্রিল ২০১২ ০০:৫৮539072
  • সদাকে বললাম।
  • SC | 150.212.35.102 | ০৩ এপ্রিল ২০১২ ০১:০০538739
  • IfyouarehavingproblemspostinginBangla, pleaseusetheUnicodeVersion.Todoso, scrolluptothetopofthepage, andclickon "UnicodeVersion (beta)".
    Onceyouarethere, usetheAvroKeyboardorasimilarkeyboard.
    Ifyoustillhaveproblems, postinEnglishhere, andwewilltrytohelp.
  • ppn | 112.133.206.22 | ০৩ এপ্রিল ২০১২ ০১:০৩538761
  • ট্রান্সলেট না ট্রান্সলিটারেশন?
  • Sam | 117.192.232.76 | ০৩ এপ্রিল ২০১২ ০১:০৩538750
  • সকলে ই প্রথমবার লিখতে একটু ঘেঁটে যান, তাই মনে হয় একটা গাইডলাইন যদি রাখা হয় হেল্প হিসাবে, তবে ভালো হয়. বাংলা লেখার কল দিয়ে আমি এখনো লিখতে পারি না, আমাকে ইউনি কোড দিয়ে ই লিখতে হয়. একটা প্রশ্ন, গুগল ট্রান্সলেট এ কি ফান্ডা তে লেখা হয় কেউ জানে? সেটা কি এখানে লাগানো যাবে?
  • Sam | 117.192.232.76 | ০৩ এপ্রিল ২০১২ ০১:০৬538772
  • গুগল ট্রান্সলেট এর মত ফোনেটিক টাইপিং কি করে করা যায়?
  • SC | 150.212.35.102 | ০৩ এপ্রিল ২০১২ ০১:০৮538783
  • এটা ঠিকই যে আরও বড় হেল্প পেজ দরকার। এখন খেয়াল করে দেখলাম।
    আর ঐ টইপত্তর কি এবং কেন, সেটাকে জাভাস্ক্রিপ্টে রাখার কি কোনো দরকার আছে?
    পাতি এইচ টি এম এলে রাখলে সুবিধা হতো না?
    এমনকি যদি তাতেও লোকের ফন্টে প্রব্লেম থাকে, জে পি জি করে রেখে দেওয়া যায়।

  • pi | 137.187.241.4 | ০৩ এপ্রিল ২০১২ ০১:১১538794
  • স্যাম, নতুন গুরুতে গুগল ট্রান্সলিটারেশন থাকছে। এটা অনেকের বাংলা লেখায় সুবিধা করে দেবে, আশা করা যায়।
  • pi | 137.187.241.4 | ০৩ এপ্রিল ২০১২ ০১:১৪538805
  • ফেবুকের অনেক লোক ই মোবাইল থেকে করেন। আর তাঁরা বলেন সাইটের লেখা নয় পড়তে পারেন না, নয়তো পোস্ট করতে পারেন না।
    আবার কেউ কেউ তো দেখি এখানে মোবাইল থেকেও পোস্টান।
    এনিয়ে আমার কিছু জানা নেই। কেউ এই সংক্রান্ত একটা ছোট পোস্ট করে দিলে তাঁদের জানাতে সুবিধা হয়।

    আর হ্যাঁ, যাঁরা পোস্ট করতে পারেন, তাঁদের বেশিরভাগকেই পোস্ট করার পর 'এরর' দেখায়। যেজন্য বারবার পোস্ট করে চলেন। যেটাকে কাব্লিদা ঐ সাইটের মূর্খ লোকেদের বোঝানোর জন্য একাধিক পোস্টিং ভেবেছে, সেটা মূলত: এই সমস্যা থেকে।

  • a | 65.204.229.11 | ০৩ এপ্রিল ২০১২ ০১:১৫538816
  • অপ্পন্দা, ডানদিকে বাংলা না আসার প্রবলেমটা কিন্তু এখনো রিপোর্টেড হয়। সেটার কোন জেনেরিক সলুশন আছে না ব্রাউজার ইত্যাদি স্পেসিফিক?

    সেক্ষেত্রে কোন বিকল্প সমাধান?
  • a | 65.204.229.11 | ০৩ এপ্রিল ২০১২ ০১:১৭538827
  • মোবাইলে আমি পড়ি। android জিন্‌জার্ব্রেডে দিব্যি চলে, কোনরকম আলাদা কিছু করা ছড়াই। পোস্ট করিনি কখনো, জানিনা
  • pi | 137.187.241.4 | ০৩ এপ্রিল ২০১২ ০১:২২538838
  • a, একটু পোস্ট করে দেখে জানাবেন ?

    আমি নিজেই এখন এক্সপ্লোরার থেকে কোন কলেই পোস্ট করতে পারিনা। অন্য কারুর সাথে এই সমস্যা হয় ?

    ক্রোমে বালেনক র সমস্যা তো বোধহয় সবার। আর মতামত দিন এ পাশে বাংলা আসেনা।
    বেশ কিছু ল্যাবের কম্পে ইউনিকোড পুরো হিব্রু আসে।
  • sda | 117.194.198.119 | ০৩ এপ্রিল ২০১২ ০১:২৪538850
  • আমি তো অ্যান্ড্রয়েড থেকে পোস্ট করি মাঝে মাঝে। আজ অব্দি প্রবলেম হয়নি। লিনাক্ষেও বাংলাপ্লেনে পোস্ট করি। যত ঝামেলা জানালায় :(
  • ppn | 112.133.206.22 | ০৩ এপ্রিল ২০১২ ০১:২৫538861
  • অয়ন, JRE ঠিকঠাক ইন্সটল করা থাকলে ডানদিকে বাংলা দেখার সমস্যা হবার কথা না।

    ফাফ, আইই আর ক্রোমে আমি দেখতে পাই। তবে কোনটারই লেটেস্ট ভার্সন আমি ইউজ করি না।

    আরে আমি সব প্রশ্নের উত্তর দেব বলে খুলেছি নাকি এই টই? :)
  • ppn | 112.133.206.22 | ০৩ এপ্রিল ২০১২ ০১:৩০538872
  • সদা/অয়ন, জানলায় কী প্রবলেম হয়? আমার ক্রোমে এই বিষয়ে মতামত দিন কলে বাংলা আসত না। নতুন করে JRE নামানোর পরে দিব্যি দেখতে পাচ্ছি।

    এইখান থেকে ডাউনলোড মাডি:

    http://www.java.com/en/download/chrome.jsp?locale=en
  • Zzzz | 99.227.174.103 | ০৩ এপ্রিল ২০১২ ০১:৩৩538883
  • অ্যান্ড্রয়েডে বাংলাপ্লেনে গুরু দেখতে বা লিখতে অসুবিধে হয় না। কিন্তু ইউনিকোড পড়া যায় না।
  • sda | 112.79.36.77 | ০৩ এপ্রিল ২০১২ ০১:৪৭538894
  • টেস্ট । android থেকে ইউনিকোড .
  • lcm | 128.48.44.141 | ০৩ এপ্রিল ২০১২ ০১:৪৮538905
  • গুরু-র যে কোনো ওয়েব পাতার ভিউ সোর্স করলে দেখতে পাবে দুরকম ফন্ট ডিফাইন করা আছে।

    ১) True Type Font (TTF)
    @font-face {
    font-family: BanglaPlain;
    src: url("banglaplain.ttf")
    }


    ২) Embedded Open Type (EOT)
    @font-face {
    font-family: BanglaPlain;
    font-style: normal;
    font-weight: 700;
    src: url(BANGLAP0.eot);
    }


    ফায়ারফক্স ভার্সান 3.5 থেকে True Type ফন্ট সাপোর্ট করছে। সাফারি 3.1 থেকে, আর ক্রোম 6 থেকে। এমনকি iOS-ও ট্রু টাইপ ফন্ট সাপোর্ট করছে ভার্সান 4.2 থেকে, যার জন্যে এখন আর আইফোনে সাফারিতে গুরু উইনিকোডে না দেখলেও চলে। এখন বর্তমান ফায়ারফক্স-এ আসে।

    এখানে, একটা চার্ট আছে Browser Font Support, দেখতে পারো http://www.fontspring.com/fontface। এই চার্টে দেখা যাবে যে EOT সাপোর্ট খুবই দুর্বল।
  • sda | 117.194.198.119 | ০৩ এপ্রিল ২০১২ ০১:৫১538916
  • থ্যাংকু। ক্লিয়ার হল অনেকটা। ওয়েব টেকনলজি অতীব চাপের জিনিস। :)
  • E | 14.99.22.174 | ০৩ এপ্রিল ২০১২ ০২:০২538927
  • টেকনিকাল অসুবিধে :

    আমার system2008R2.laptopeu তাই. আমাকে সার্ভের মডে এই কাজ করতে হয়
    উনিকোডে খুল্লেউ কিছু ইস্‌ন্‌ত্‌রাক্সান পড়তে পারিনা. যদি গুলে ত্রানি্‌স্‌লতেরাসান এর লাইবেরি টা ( ওপেন সরস তো ? ) ব্যবহার করেন নতুন সাইট এ তাহলে আমার লেখা র ঝন্‌জ্‌হাত টা ৯০ ভাগ সলভ হয়. গুগলে বড্ড ভুল ভাল বানান সাজেস্ট করে . এখানেউ দেখি লোকজন একরকম টিপিকাল বানান এ লেখেন . কিন্তু সেসব ১০% সমসস্যা . মিটিয়ে নেব
    এডিটর টা বড্ড হ্যাং করে. তারপর সেন্ড না হলে আগের লেখা টা উড়ে যায় . এটা বাজে . তেক্‌ষ্‌ত টা কাছে তে ধরে রাখুন .
    ট্যাগ করা যায়না . হইতো পাঁচু কে উদ্দেশ্ব করে Toi ১ এ কিছু লিখলুম, তিনি Toi ন ৫ এ আমাকে উদ্দেসে্‌সা করে কিছু বলছেন . কেউ জানতেই পারলুম না. কে কাকে খুঁজছি
    এনাব্লেদ নই. মানে ইমেজ/ ভিডিও দেখানো যায় না. অনেক সময় কোনো ইমাজ সামনে রেখে আলোচনা র দক্কার পরে.

    বেহেভেরিয়াল অসুবিধে :
    আমরা যারা সোশাল নেটওয়ার্কিং সাইট এ অভ্যস্ত তারা "পরিচয়" দিয়ে আইদেন্তিফাই করি . মানে এরকম অ,ব,ক,ড নাহ. অনুক এর একটা গোটা নাম, সাকিন আছে . সেইটা ফ নং দিয়ে বেরিফাএদ , মানে তার আইদেন্তিটি আমার কাছে ক বাবু . কথা বলার সময় বোঝা যায় যে ক বাবু র সংয়েই বলছি. ব্যক্তিগত জীবন এ তার নাম লা বাবু হগ্গে. ন প্রবলেম .
    কিন্তু ফ নং ভেরিফিয়েদ একটা "ক বাবু আইদেন্তিটি " -র সংযে কম্মুনিকেত কছি এটা ধরা যায়.
    আপনাদের এখান এ গ্রুপ বাড়লে তখন যদি আমি পাই বা Sc বা Kd লিখে পস্তায় তাহলে ধরতে পারবেন নাহ .IP মাস্ক করে বাপের নাম ও খগেন হয় . কাজেই ছোট গ্রুপ এ অসুবিধে হচ্ছে নাহ কিন্তু বারো গ্রুপ এ ভেরিফেদ বায় ফোন নং না হলে মহা মুস্কিল হবে এই বললাম.
    এটা আমাদের সমসস্যা . আপনারা অভ্যস্ত হয়ে গেছেন বলে এটা সমসস্যা মনে হয়না. কিন্তু বাইরে থেকে যে আসে তার মনে হয়.

    আর ব্যাপার টা গ্রুপ বারো হলে বেহাভেরিয়াল থেকে টেকনিকাল সমসস্যা র রূপ নেবে . এটাই জানিয়ে রাখি .
  • E | 14.99.22.174 | ০৩ এপ্রিল ২০১২ ০২:০৬538938
  • বানান এর etodrup পাযুপ্রহার হয় .:( :(
  • pi | 137.187.241.5 | ০৩ এপ্রিল ২০১২ ০২:০৯538949
  • E র পোস্টের শেষাংশ পড়ে মনে পড়ল, সেদিন মলয় রায়চৌধুরীও ঠিক এই একই কথা বলছিলেন। সবাই ছদ্মনামে লিখছে ভেবে কথা বলতে অসুবিধা হয় ইত্যাদি। আরো কিছু বলেছিলেন। আমি এখানে জানাতে বলেছিলাম। আশা করি, এখানে লিখবেন।উনি এমনিতে ফেসবুকে নানা আলোচনায় মাঝেমাঝেই অংশ নেন।
  • lcm | 128.48.44.141 | ০৩ এপ্রিল ২০১২ ০২:১০538961
  • একটা ব্যাপার আছে ঐ চার্টে। ফন্ট embedding সাপোর্ট হচ্ছে ঐ ভার্সান গুলো থেকে। অটোমেটিক এম্বেডিং।
    ফন্ট ডাউনলোড করে নিলে আগেও কাজ হত।

    শুরুর দিকে একমাত্র এম্বেডিং অপশন ছিল IE 5-8EOT ব্যবহার করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন