এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শোক ও শস্যের ওয়াগন/৫

    Siddhartha
    অন্যান্য | ২৮ মার্চ ২০১২ | ৩৬১৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sayan | 115.241.117.52 | ৩০ মার্চ ২০১২ ০১:৫২540663
  • নব্বুইএর দুটো সুইট ইন্ডিপপ গান দিয়ে ঘুমোতে গেলাম।



  • Tim | 198.82.21.149 | ৩০ মার্চ ২০১২ ০১:৫৮540664
  • আহা এরিয়ান্সের গানটা আমারো খুব প্রিয়।
  • sda | 117.194.194.7 | ৩০ মার্চ ২০১২ ০২:০২540665


  • এটাও থাক।
  • sda | 117.194.194.7 | ৩০ মার্চ ২০১২ ০২:০৪540666

  • এটাও।
  • kc | 178.61.96.29 | ৩০ মার্চ ২০১২ ০২:৩৬540667
  • আমাদের আশিতে ছিল, প্রোজেক্ট ইউএফও, রজনী, মিস্টার ইয়া মিসেস, স্টার ট্রেক, রাত্তির বেলায় খানদান, হামলোগ, বুনিয়াদ, করমচাঁদ। বাংলায় তেরো পার্বণ, সেই সময়। শুক্কুরবার রাত নটায় হত একটা খুব সুন্দর সিরিয়াল কথাসাগর।

    এখানকার কিছু কিছু জনতা মনে হয় ওই সময় ""ইচ্ছা হয়ে ছিল মনের মাঝারে''................
  • aka | 168.26.215.13 | ৩০ মার্চ ২০১২ ০২:৩৯540668
  • যা: আমি মনে হয় তাহলে আশির। মানে আশিতে বালক, নব্বইতে যুবক। এরা তো নব্বইতে বালক।
  • Tim | 198.82.21.149 | ৩০ মার্চ ২০১২ ০৩:৩২540669
  • আকাদার যৈবনের দিকে ক্ষি ঝোঁক! কৈশোরটা কাটিয়েই দিলো। ;-)
  • tatin | 117.197.66.182 | ৩০ মার্চ ২০১২ ০৭:০৬540670
  • নব্বইয়ের মতন বাংলা সিরিয়াল কি আর কি কখনও হবে?
  • Jhiki | 219.83.85.197 | ৩০ মার্চ ২০১২ ০৭:২২540671
  • ব্যাং লিখলে না তো :(
  • Jhiki | 219.83.85.197 | ৩০ মার্চ ২০১২ ০৭:৫৮540673
  • আমি বাংলা সিরিয়াল একবারেই দেখি নি, আর আঁতেল(?) ডিরেক্টরদের সিনেমা ছড়া দিয়ে বাংলা সিনেমাও খুব কম দেখেছি........... ৮৫ থেকে ২০০১ অব্ধি হিন্দি সিনেমার পুরো ডেটাবেস আছে আমার কাছে। তার আগের, পরের-ও আছে, তবে সাল, রিলিজের সময়টা অত কনফিডেন্টলি বলতে পার্ব না!

    ৮৫ তে জখন আমাদের বাড়ীতেTV এল, তখন আমাদের খলি দিল্লী দূরদর্শনের অনুষ্ঠান-ই আসত (আসনসোল ট্রন্সমিশন টাওয়ার মারফত), শনি-রবি হিন্দি সিনেমা, বুধ-শুক্রু চিত্রহার (আমাদের এখানে দূরদর্শন দেখা যায়, আর আমার মনে থাকলে এখনও চিত্রহার দেখি, পরশু-ও দেখেছি!)। মাঝে মাঝে সিগ্নাল ভালো থাক্লে ২ নং চ্যানেলে কলকাতা দূরদর্শন দেখা যেত। কখনও সখনও বাংলাবেশের চ্যানেল-ও। তবে আমি সেসব দেখতাম না..... শাড়ী পড়া নায়িকা দেখতে একটুও ভালো লাগতো না........ নীলমের ড্রেস-এর ওপর ফিদা ছিলাম, মীনাক্ষীর সালোয়ার-কামিজ গুলো-ও দারুন টানত .......... কয়ামত সে কয়ামত তক দেখার পর সাদা লক্ষ্ণৌ চিকনের সালোয়ার কামিজের সাথে লাল বাঁধনী ওড়না, শহুরে ফর্মে লেহঙ্গা........ কলেজে পড়া মেয়েও জে লেহঙ্গা পড়তে পারে সেতা কয়ামত সে কয়ামত তক-ই দেখাল, তার আগে ঐ পোষাকটি "গাঁও কি গোরি'-র একচেটিয়া ছিল।
    আর ৮৯ এর পুজোর সময় চাঁদনী, সেই সময় শুধু দেখেছিলাম শ্রীদেবীর পোষাক, এমনকি শাড়ী-ও। শাড়ী ব্যাপারটা একতু একতু পছন্দ হতে লাগল। এর পরেই চলে এল "ম্যায়নে প্যার কিয়া' এবং নব্বই। নায়িকা আমাদেরেঅই মত কিশোরী আর তার পোষাকও আমাদের মতই সাধারণ এবং ঢিলেঢোলা!! এর পর অনেকদিন হিন্দি সিনেমাতে এই ফ্যাশন চলল......... লং স্কার্ট, ফুল স্লীভ টপ, ফুল স্লীভ প্রচুর ঘেরের সালোয়ার কামিজ পড়া হিরো ইন..........এবং একই ফ্যাশন আমদেরও।
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০৮:২৮540674
  • আরিয়ান-এর গানগুলো তখন কে গেয়েছে জানতাম না ।। রাস্তাঘাটে চলত ।।। বন্ধুরা গাইতো।।। আর আমি হুব্বা হয়ে বসে থাকতাম , খুব ভালো লাগতো ।।। বেন্‌চ বাজাতাম , কিঁবা হাড়ি, বাটি।।। " ছুইমুই সি তুম ' গানটা হলে সা গা রে রে সা নি সা গা রে রে সা নি রে সা রে নি রে গা পা মা গা রে সা পার্টতাই গাইতে পারতাম :)

    রোব্বারের সকালের রঙ্গোলি হয় এখোনো ???? হলে এবার বাড়ি ফিরলে দেখবই
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০৮:৩০540675
  • আর একটা গান ...
    এটা একটু বড় হওয়ার পর :) কারন এর ভিডিও দেখেছিলাম । এখানে ছাদে উল্কা-বৃস্টি র একটা সীন আছে
  • Jhiki | 219.83.85.197 | ৩০ মার্চ ২০১২ ০৮:৪০540676
  • শুক্রুবার রাতে কলেজ থেকে বাড়ী ফিরে খেয়ে দেয়ে এক্টা ডিটেকতিভ (তহকিকাত কি?) সিরিয়াল দেখতাম, আর সুরভি...... সেটা শুক্রু না শনি বার ভুলে গেছি। তার পর মশারির ভেতর থেকে ১০ না সথে ১০ টায় শুরু হওঅয়া হিন্দি সিনেমা। রবিবার সকালে ঘুম ভাঙ্গত রঙ্গোলীর গানে..... কাজের মেয়েটিকে রঙ্গোলী দেখতে দিতেই হত, তাই আমি ঘুমিয়ে থাকলেও মা TV চালিয়ে দিত....... কোন কোন দিন রঙ্গোলী শেষ হলে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়তাম।

    রঙ্গোলী এখনও হয় বোধহয়, তবে ঐ সময়টায় TV দেখা অ্যাফোর্ড করতে পারি না।

    আরিয়ান, পলাশ সেনের ইউফোরিয়া এগুলোর সাথে আমার দিল্লী বাসের স্মৃতি জড়িয়ে আছে। তবে "ধুম পিচক ধুম' গানটা আমার পেন ড্রাইভে থাকে, মাঝে মাঝেই গাড়ীতে শুনি।
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০৮:৫০540677
  • যখন আরো ছোট্ট ছিলাম , সন্ধ্যেবেলা "বিবাহ-অভিযান" ।। প্রথম যখন হয় বুঝিনি কিছু :) খালি সবাই হাসছে দেখে আমিও হাসতাম । পরে আবার পুরোটা দেখিয়েছিল , তখন দেখেছিলাম ,

    সুভাশিষ, শংকর চক্রবর্তী এদেরকে আমি রাজেন, গান্‌শা বলেই জানতাম .. আর আমাদের কোয়ার্টারের পিছনে ছিল পানাপুকুর, দেখে ভাবতাম এটা পুকুর ?? না মাঠ ??
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০৮:৫১540678
  • গনশা*
  • cb | 192.193.160.9 | ৩০ মার্চ ২০১২ ০৯:০৭540680
  • আমাদের বাড়িতে এখনো এদেরকে এই নমেই ডাকা হয়।

    শংকর - গনশা

    শুভাশিস - রাজেন

    জয় বদলানী - কে গুপ্ত

    তারপর বাবা ২০০৬ সালে বরযাত্রী ও বাসর বইটা পুরনো বই এর দোকান থেকে নিয়ে এল, বাঙলা ভাষায় শ্রেষ্ঠ হাসির উপন্যাস :) এখনো পড়ে মাঝে মাঝে নির্মল আনন্দ পাই
  • Jhiki | 219.83.85.197 | ৩০ মার্চ ২০১২ ০৯:০৭540679
  • মাধুরীকে ভাল লাগাতে হলে শীদেবী, নীলম, জুহীদের ন্যাকামি আর মীনাক্ষীর স্যাঁতে্‌সতে পার্সোনালিটি পেরিয়ে আসতে হবে :)
    একটা ঝরঝরে তরতরে মেয়ে, যে একটু টমবয়িস, যার হাসি খুব মিস্টি, আবার সে দুর্দান্ত নাচিয়ে-ও, তার ওপরে বেশীর ভাগ চরিত্রেই সে প্রতিবাদী - তার আগেকার নায়িকাদের মত শুধু চোখের জল ফেলে না......... হিন্দি সিনেমা গুলে খাওয়া কিশোরীদের সে এক নম্বর পছন্দ না হয়ে যাবে কোথায়!!

    মাধুরীর ড্রেস সেন্স ততটা খারাপ ছিল না, বাজে বা জঘন্য ছিল তার জুয়েলারীর সেন্স। ওত কুদর্শন গয়নাগাঁটি আমি ওন স্ক্রীন/ওফ স্ক্রীন কাউকে পরতে দেখিনি।
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০৯:১১540681
  • কে গুপ্তা "জননী'-র পর হয়ে গেল টোনী ডিসুজা
  • sda | 117.194.194.7 | ৩০ মার্চ ২০১২ ০৯:১৩540682
  • শুক্রবার রাতে ডিটেকটিভ সিরিয়াল হত - সুরাগ, দ্য ক্লু। তার শুরুর মিউজিকটা দারুন লাগতো। পরে জেনেছি যে অনেকে ঐ মিউজিকটাকে "স্মোক অন দ্য ওয়াটার " বলেই জানে :P
  • ABC | 203.110.246.230 | ৩০ মার্চ ২০১২ ০৯:২৮540685
  • ৯২-এ বাড়িতে টিভি আসে, তখনো স্কুলে যেতে ঢের দেরী। আবছা মনে আছে, মেট্রো চ্যানেল এসেছিল। মস্তবড় আন্টেনা ঠিক্টহাক আডজাস্ট করে প্রথম রাতেই দেখলাম কার্টুন "লরেল হার্ডি"। তখন বরিস বেকার নামে একজনের সঞ্চালনায় ওয়াইল্ড আমেরিকা হত। কিছু পরে ছুটি ছুটি শুরু হয় বছরে দু'বার। গরমের ছুটি আর পূজোর ছুটি। বিকেলে ছোটদের জন্য হত "চিচিং ফাঁক"। মাইকেল নামে এক পুতুল নিয়ে দারুণ ভেϾট্রলোক্যুইস্ট আসতেন একজন। রবিবার রাতে সুরভি দেখতাম, আর শুক্রবার "তহতিকাত", বিজয় আনন্দ। মেট্রো চ্যানেলে টাইগার দেখত দিদিরা। আর সকালবেলার শান্তি, দুপুরবেলার স্বাভিমান। একবার একচেটিয়া সব বাংলা হতে শুরু করল, সে অনেক পরে। বিরক্তি লাগতো।
    মায়ের বাঁধা ছিল "জুনুন", আমাদের জ বচ্চনের "দেখ ভাই দেখ" আর "জুবান সমালকে", মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজের অনুকরনে। বাংলা সিরিয়াল ছিল রাতে "কানামাছি", পরে বিবাহ অভিযান। এসব মনে আছে, দেখার সুযোগ হয় নি। আমরা ছীলাম খূব ছত। টিভির সামনে আসা প্রায় নিষেধ ছিল।
  • Jhiki | 219.83.85.197 | ৩০ মার্চ ২০১২ ০৯:৪২540686
  • ক্লাস টেনের গরমের ছুটী থেকে আমি আর শর্মিষ্টা হলে গিয়ে সিনেমা দেখার অনুমতি পেয়ে যাই। আমার বাবা-মা আমাকে কোন কাজেই বাধা দিত না, আর কাকীমা (শর্মিষ্টার মা) শর্মিষ্টা তার প্রেমিকের বদলে আমার সাথে থাকলে অনেক নিষ্‌চ্‌ত বোদ করতেন...... তিনি ভাল করে যানতেন আমি প্রেম-ট্রেম থেকে দুরেই থাকি এমনকি বন্ধুদের-ও প্রেম করতে উৎসাহ দি-ই না :(

    তো আমি আর শর্মি কোন ছুটীর দিন বর্ধমানে স্টার হলে একটা মাধুরী সিনেমা দেখতে গেছি (খেল বোধহয়)। সেটা নুন শো ছিল-১১টায় শুরু হত........ সাড়ে দশতা নাগাত গিয়ে দেখি বিশাল লম্বা লাইন। চমকে গেলাম, এত বিশেষ হিট সিনেমা নয়.... আমাদের মত পাগলাই দেখবে এ সিনেমা..... তবে কিসের ভির....... ভির্গের চরিত্রও বেশ গ্র্যাম্য, স গ্রামের বৌ-মেয়ে বাচা-কাচ্চা লাইনে দাঁড়িয়ে আছে। শর্মির মুখ চুন, এখন কি হবে?
    ওকে খালো হলের সামনে লাগালো বড় পোস্টারটা দেখালাম - "বেদের মেয়ে জোসনা, ১টা, ৫টা, ৭টা'!

    কিকরে সেই মহলাদের বুঝিয়ে আমরা টিকিট উইন্ডো অবধি পৌঁছেছিলাম সে অন্য গল্প!
  • Jhiki | 219.83.85.197 | ৩০ মার্চ ২০১২ ০৯:৪৪540687
  • শর্মিষ্ঠা।
    অনেক নিশ্চিন্ত বোধ করতেন।
  • gandhi | 203.110.247.221 | ৩০ মার্চ ২০১২ ১১:০০540688
  • আমার থেকেও ছোট পেয়েছি বোধহয় :)
  • SC | 96.235.41.93 | ৩০ মার্চ ২০১২ ১১:২৫540689
  • সকলের পোস্টগুলো পড়িনি, সিদ্ধার্থ দু:খু কোরো না। টুকটুক করে একটু একটু পড়ছি।
    জুনুন,তেহকিকাত এই নামগুলো কদ্দিন বাদে শুনলাম।
    আমাদের বাড়িতে ৩টে তে জুনুন বাঁধা ছিলো, তাপ্পর সাড়ে তিনটেতে হতো স্বাভিমান। ওটা মা দেখতে দিতো না, বড়দের বলে।অসেই সময়ে স্বাভিমানই আমার কাছে বিশাল ব্যাপার, কিটু গিদওয়ানি খোলা পিঠ, তাপ্পর শোভা দের মশলাদার গপ্প। স্বাভিমান একদিন ইউটিউবে খুঁজছিলাম, পেলাম না। আর জুনুনে মনেহয় টম অল্টার ছিলো, কাঁচাপাকা দাড়ি।
    দুটো সিনেমা দেখতে পাইনি এই দু:খু কোনোদিন ভোলার নয়। মোহরা,যেটাতে বৃষ্টিতে ভিজে রবীনা নেচেছিলো। তখন যাদের হিন্দী ছবি দেখার পারমিশন ছিলো বাড়িতে, তারা স্কুলে প্রচুর ডিস্কাস করত। ছবির শেষের সেই বিখ্যাত টুইস্ট, অন্ধ নাসিরই আসলে ভিলেন। আরেকটা সাজন। টিভিতে দেখিয়েছিলো, বাড়িতে দেখতে দেয়নি, কাঁচের টেবিল ভেঙ্গে দিয়েছিলাম তাই। সেই বয়সে সঞ্জয় দত্তের মতো লম্বা চুল রাখতেইইই হবে। কদিন বাদেই মনেহয় সঞ্জয় টাডায় জেলে গেলেন। তার আগে সেই খলনায়ক আর ইলা অরুন।
  • SC | 96.235.41.93 | ৩০ মার্চ ২০১২ ১১:৩৩540690
  • ও: একটা কথা কাল লিখতে ভুলে গেছিলাম। ডায়ানার মৃত্যুর পরে ওনার অনেক ছবি সহ আবাপর শনিবারের পত্রিকা এসেছিলো। সেই পত্রিকাটা প্রায় বছর পাঁচেক সযত্নে লুকিয়ে রাখা ছিলো, সেই বাড়ি শিফট করা অবধি।
    আরেকজন ছিলেন রঞ্জন বন্দোপাধ্যায়। ওনাকে ছাড়া আমার নব্বই কল্পনা করা যায় না।অএখন লোকটাকে এত খেলো লাগে, অথচ আমাদের অপশনহীন ছোটবেলায় রঞ্জন যে কত আনন্দ দিয়েছেন, সে আর বলার নয়। :)
    সেই ঠাকুরবাড়িতে পর্দার আড়ালে কিসব হতো, রবীন্দ্রনাথ বৌদির সাথে, তাপ্পরে আরো কত ফান্ডা, শেষে সেই রান্নার কলামে নেশা বলে পুরোনো প্রেমিকা। আমার অনেকদিন ধারণ ছিলো লোকটাকে পুরো ক্যাসানোভা টাইপের দেখতে হবে, সকাল বিকেল মেয়ে তোলে। অনেকদিন পরে বড় হয়ে দেখেছিলাম পাতি বাঙ্গালি টাইপ, ভুঁড়ি টাক পাব্লিক।
  • ppn | 202.91.136.71 | ৩০ মার্চ ২০১২ ১১:৪৭540691
  • ও হ্যাঁ, আশির দশকের একটা টক-ঝাল-মিষ্টি ঘটনা ভুলে গেছিলাম। পামেলা বোর্দে। আবাপ বেশ ক'দিন ধরে ব্যপারটা ট্যাবলয়েডিয় ঢঙে পরিবেশন করেছিল বাঙালির ড্রয়িংরুমে।
  • Jhiki | 219.83.85.197 | ৩০ মার্চ ২০১২ ১২:১১540692
  • নব্বই-এর দশকে আমার জীবনে আর একটা ঘটনা হল রোজ আবাপ পড়া (হোস্টেলে), বাড়ী আজকাল নেওয়া হত....... এর পর শনি-রবি বার আমি বাড়ী থাকলে আবাপ-ও নেওয়া হত, তারপর আজকাল পুরোপুরি আউট।
  • siki | 155.136.80.36 | ৩০ মার্চ ২০১২ ১২:১২540693
  • পামেলা বোর্দে লিখলাম তো আগের পাতায়।

    নব্বইয়ের আরেকটা তোলপাড় করা ঘটনা, বোধ হয় চুরানব্বইতেই হবে।

    গণেশের দুধ খাওয়া। দু তিনদিনে বাজারে দুধের আকাল পড়ে গেল, কয়েক লক্ষ লিটার দুধ নষ্ট হয়েছিল সারা ভারতে।

    আমাদের হুগলিতে অবশ্য কিছুই হয় নি, ওখানে বোধ হয় খাওয়াবার মতন গণেশঠাকুরই ছিল না কোনও। তবে কিছু লোকজন বাড়িতে ঘরোয়া গণেশকে চামচে করে খাওয়াবার চেষ্টা করেছিল অবশ্য।
  • kc | 178.61.96.29 | ৩০ মার্চ ২০১২ ১২:২৪540694
  • আশি দেখাল ক্রিস এভার্ট আর কোনর্সকে। আশি মুগ্‌ধ করে দিল বর্গ আর ম্যকেনরোকে এনে। আশি চিনিয়ে দিল জিকো, সক্রেটিস কে। তারপর এল সেই সুনামি, মারাদোনা -মারাদোনা-মারাদোনা। আশি দিয়েছে চিমা, মজিদ, কৃশানু-বিকাশ, মনা, সুব্রত, প্রশান্তকে।

    আশি, নব্বইকে কম করে হলেও এক ডজন গোল মারার ক্ষমতা রাখে।

    অবশ্য সত্তর নিয়ে কোনও কথা হবেনা। ওটা শুধুই গভীর দশের।
  • ppn | 202.91.136.71 | ৩০ মার্চ ২০১২ ১২:২৯540697
  • আশি বনাম নব্বই একটা ফুটবল আর ক্রিকেট টিম হবে নাকি, ও কেসি? ;-)

    (অন্য কোথাও এখানে না। ওই সর্বকালের ইয়ে টইটা ইউজ করা যায়।)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন