এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শোক ও শস্যের ওয়াগন/৫

    Siddhartha
    অন্যান্য | ২৮ মার্চ ২০১২ | ৩৬১৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pepe | 108.1.202.239 | ৩০ মার্চ ২০১২ ১২:২৯540696
  • গনেশের দুধ খাওয়া ৯৫ এ হাফ-ইয়ার্লি র সময়ে, তার্পর উত্তরবাংলায় খুব বন্যা হয়েছিল
  • kc | 178.61.96.29 | ৩০ মার্চ ২০১২ ১২:৪২540698
  • প্পন, আশি বনাম নব্বই নিয়ে যে কোনও রকমের তক্কাতক্কি, ঝগ্‌ড়া, মারামারিতে আমার ক্ষুব ইন্টারেস। আগে দল ভাগ কর কারা কোন দলে, আশির দলে থাকলাম আমি, দুখে, ইন্দো, ন্যাড়াদা, পামিদি, দমু, এদিকে আকাও এই দলেই ঢুকতে চাইছে। তোমাদের দল ক্ষেমন?
  • umesh | 80.254.147.148 | ৩০ মার্চ ২০১২ ১২:৪৫540699
  • মারাদোনা আমার কাছে ফুটবলের ভগবান।
    তবুও আমার মনে হয় ৮৬ এর আর্জেটিনা আর ৯৪ এর ব্রাজিল এর খেলা হয়ে প্রচুর গোল হবে কিন্তু খেলা ড্র হবে।
    তাই ৮০ আর ৯০ ফুটবলে সমান সমান।
    কলকাতা তে ৮০ আগে থাকবে।
    ৮৫ থেকে গ্রাফ নিচে নামতে শুরু করেছিল।
  • ppn | 202.91.136.71 | ৩০ মার্চ ২০১২ ১২:৪৭540700
  • আমি কোন দলে যাবো সেই নিয়ে খুব ভেবেছি। ক্লাস এইট অব্দি আশি তার পরের দশ বছর নব্বই। কিন্তু যেহেতু এই পরের দশ বছর অনেক উঙ্কÄল আর ঘটনাবহুল (আমার কাছে) তাই আমিও শেষমেষ ওই নব্বইয়ের দলে ঢোকাই সাব্যস্ত করলাম।

    কিন্তু এত দল পাকানোর কী আছে? কথা হচ্ছে তো ফুটবল আর ক্রিকেট আর টেনিসের। বলে বলে দশ গোলের হিসেবটা আগে চোকানো হয়ে যাক। :)
  • umesh | 80.254.147.148 | ৩০ মার্চ ২০১২ ১২:৪৮540701
  • ক্রিকেটে, ৮০ বোলিং এগিয়ে কিন্তু ৯০ ব্যাটিং এ এগিয়ে।
  • Jhiki | 219.83.85.197 | ৩০ মার্চ ২০১২ ১২:৪৮540702
  • নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা ছাড়া কোন আলোচনা সম্পূর্ণ হয় না??
  • ppn | 202.91.136.71 | ৩০ মার্চ ২০১২ ১২:৪৯540703
  • একে একে হোক। কারণ নব্বইয়ের স্পিনিং ডিপার্টমেন্ট অনেক বেশি শক্তিশালী।
  • ppn | 202.91.136.71 | ৩০ মার্চ ২০১২ ১২:৫৭540705
  • ৯২
  • umesh | 80.254.147.148 | ৩০ মার্চ ২০১২ ১২:৫৭540704
  • টেনিসে তো ৯০ অনেক এগিয়ে।
    সাম্প্রাস কে কোনো ৮০ এর হিরো হারাতে পারবে?

    প্পন কত মা:?
  • kallol | 119.226.79.139 | ৩০ মার্চ ২০১২ ১৩:০০540707
  • ৮০র ফুটবল হলে, খেলা হাওয়া উচিৎ ৮২র ব্রাজিল আর ৮৬ আর্জেন্টিনার।

  • kc | 178.61.96.29 | ৩০ মার্চ ২০১২ ১৩:০৩540708
  • আশির ব্যাটিং খারাপ কিসে? গাভাসকার, মিঁয়াদাদ, ভিভ, বর্ডার, গাওয়ার।
    সাম্প্রাসের থেকে ম্যাকেনরোর খেলা বেশী ভাল লাগত। সাম্প্রাসের মতন খেলা ছিল উইল্যান্ডারের। ওকেও খুব ভাল লাগত।

    উমেশ কত মা?
  • umesh | 80.254.147.148 | ৩০ মার্চ ২০১২ ১৩:০৯540709
  • আমি ৮৯ মা:
    যদিও আমার ৮০ এর দলে যাওয়া উচিত কিন্তু মারাদোনা আর কৃশানু ছাড়া আমার সব হিরো ৯০ এর।
    লারা, দ্রাবিড়, আগাসি, রোমারিও, অ্যামব্রোজ।
  • kc | 178.61.96.29 | ৩০ মার্চ ২০১২ ১৩:১৩540710
  • ৮৬ র আর্জেন্টিনাতে, মারাদোনাকে তুলে নিলে, বুরুচাগা, ভাল্‌দানো, আর ব্রাউনকে একদম সাধারণ লাগে। আর সেখানে ৮২ র ব্রাজিল, স্বপ্নের টিম, ফালকাও, জুনিয়ার, সক্রেটিস, রেনাটো, ব্যাতিস্তা আর জিকো। আহা ওই মুগ্‌ধতা আর গেলনা।
    আর মারাদোনাকে তুলে দিতে সক্রেটিসের একটা আলতো টোকা হাঁটুর উপরে। তারপরেই সাম্বা সাম্বা সাম্বা।
  • umesh | 80.254.147.148 | ৩০ মার্চ ২০১২ ১৩:২৬540711
  • আমার বিশ্বকাপ শুরু ৮৬ থেকে আর প্রথম দর্শনে মারাদোনা হয়ে গেলো আমাদের ভগবান।
    তার পর শুনলাম আমাদের ভগবান কে ৮২ এ কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল।
    সেই কথা শোনার পর থেকেই আমার কেন জানি না ৮২ এর পুরো বিশ্বকাপের উপর একটা চাপা রাগ। সেটা আজ-ও যায়নি।
    পরে ৮২ এর অনেক রেকোর্ডিং দেখেছি, কিন্তু ভালো লাগাতে পারি নি।

  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ১৩:২৯540712
  • ৮০ দেখিনি।।। ৯০-৯০ :)

    বাংলার ফুটবল হলে আগেই হাত তুলে দিলাম।।। ৮০ জিতে গেছে।।। বাকিতে লড়াই চলবে ।।।

    ক্রিকেটে ওয়ার্ন-আক্রম-কুম্বলে-মুরলী-লারা-কালিস-দ্রাবিড়

    দেখি কে জেতে

  • saikat | 202.54.74.119 | ৩০ মার্চ ২০১২ ১৩:৩০540713
  • না:, আশির কথা হেথা কেহ তো বলে না। কেসি ছাড়া। অথচ কত কিছুর শুরু ঐ আশি। সেসব আর মনেও পড়েনা। বা আবছা মনে পড়ে। তখন আমি যোধপুর পার্ক, আর দুটো বাড়ী পরে স্কুল, বড় স্কুলে ভর্তির আগে ছোট স্কুল, নার্সারি। এক বৃদ্ধা মহিলার, হয়ত শিক্ষিকা ছিলেন। একতলায় দুটো ঘর, নাকি একটা? ছুটির সময়ে বেরোবার আগে, তাঁকে গুড আফটারনুন বলা নিয়ম, কিন্তু মনে আছে, আমার ঠোঁট একদিন আঁটকে গেল, বলছি না, বলব না। অতএব বারান্দায় দাঁড় করিয়ে রাখা, ঐ কথাটা বললেই ছেড়ে দেবেন, কিন্তু না বলছি না। সামনেই ফুটপাথে দেখছি মা দাঁড়িয়ে আছে, নিতে এসেছে, বুঝতে পারছে না আমি কেন বারান্দায়, কিন্তু না আমি বলব না। কেন বলিনি? মনেও পড়েনা। শুধু মনে পড়ে যে মনে হয়েছিল বলব না। কেন? কুন্ঠিত? কে জানে ! সেটাই যেন জীবনে নিয়ম হয়ে গেল, কাউকেই যেন ফর্মালি কিছু বলতে মুখে বাঁধে, এখনও একইরকম? কেন? বুঝি না।

    বিরক্তিকর, এইসব মনে হওয়া টওয়া।

    আশি মানে তো টেলিভিশন, বাড়িতে বাড়িতে আসতে আসতে ঢুকতে থাকছে। সাদা-কালো, শাটার ওয়ালা ভারত টিভি। শুনেছিলাম তারও আগে একটা ছিল ইসি টিভি, আমি চোখে দেখিনি। বা মনে পড়েনা যে দেখেছি। আর টিভির জন্য দরকারি স্টেবিলাইজার। কাদের বানানো যেন? সেন-পন্ডিত? আর টিভির দৌলতে খেলা, স্পোর্টস, কাগজের শেষ পাতা থেকে উঠে এসে ঘাঁটি গাড়ল ঘরের মধ্যে। শুরু বিরাশির এশিয়ান গেমস। দিল্লীতে যন্তর-মন্তর বলে একটা জায়গা আছে , সেটা তো প্রথম শুনি তখনই। আর ম্যসকট কী জানতে পারি। আপ্পুকে মনে পড়ে। আপ্পুই তো? আর এশিয়ান গেমস দেখে ওয়েট লিফটিং শেখা ! শেখা কেন? মনে পড়ে একটা ভারী পাশ বালিশ, ওয়েট লিফটারদের মত করে তোলার চেষ্টা করছি, ঠিক তারা যেমন তোলে, ধাপে ধাপে, একেবারে না, পা আগুপিছু করে। জিমন্যাস্টিক্স প্রথম দেখা কি এই বিরাশিতেই ? সেই সব বেতসতন্বী পরীদের? নাকি আরও একটু পরে? চুরাশির অলিম্পিক্স? যেটায় রাশিয়া আর পূর্ব ইউরোপ গেল না, কারণ আশিতে আমেরিকা, মস্কোয় যায়নি। আমেরিকা খারাপ। বেশ করেছে রাশিয়া যায় নি, আর গেল না বলেই তো আমেরিকা অত অত সোনা জিতল। আসত রাশিয়া, বুঝত। মেয়েটার নাম কী ছিল? জিমন্যাস্টিক্সের। মারি লৌ রেটন? পারফেক্ট টেন পেয়েছিল? নাদিয়া কোমানেচি নামে একজনের নাম শুনলাম, যে আগে কোন অলিম্পিক্সে পারফেক্ট টেন করেছিল, অনেক সোনা জিতেছিল? ঐসব মেয়েগুলো, ঐসব নাম, তারা সব অন্য জগতের। কোন জগতের? কিসের শুরু ঐ সময় থেকে, ঐসব কমনীয় মূর্তি দেখে? ঠিক কীরকম সেইসব অনুভূতি, সেসব আজ ভুলে গেছি। শুধু মনে পড়ে, মনে মনে গল্প বানিয়েছিলাম। নাকি ঐসব গল্পের মধ্যে মিলে মিশে গেছে বিরাশি-চুরাশি-ছিয়াশি-অষ্টাশির এশিয়ান গেমস আর অলিম্পিক্স। মনেও পড়েনা। বিরক্তিকর।
  • bb | 122.248.163.3 | ৩০ মার্চ ২০১২ ১৩:৩৫540714
  • '৮২ এর বিশ্বকাপ তো পাওলো রোসির বিশ্বকাপ, আর খেলেছিল কার্ল হেঞ্জ রুমেনিগে জার্মানীর।
    সেমিফাইনালে পোলান্ডকে হারিয়ে ছিল ইতালী আর জার্মানী- ফ্রান্সকে -যে দলে খেলতেন মিশেল প্লাতিনি - বাঁ পায়ের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার।
  • ppn | 202.91.136.71 | ৩০ মার্চ ২০১২ ১৩:৪৪540715
  • এই তো ওয়েট করে ছিলাম। কে শেষ পর্যন্ত প্লাতিনির নাম না বলে থাকতে পারে।
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ১৩:৪৭540716
  • আমি তো দেখিনি ।। কিন্তু আমার পাড়ার কেউ বা বাবা-কাকারা কেউ পাওলো রোসিকে সহ্য করতে পরতোনা ।।।
  • ppn | 202.91.136.71 | ৩০ মার্চ ২০১২ ১৩:৪৮540718
  • নব্বইয়ের পেস বোলিং খারাপ কীসের?

    অ্যাম্ব্রোজ, ওয়ালশ, আক্রম, ওয়াকার, শ্রীনাথ, ডোনাল্ড, ডেভিলিয়ার্স, ম্যাকগ্রাথ, ক্যাডিক, গফ।
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ১৩:৫৩540719
  • ৯০ শুধু ফিল্ডিং-এও জিতে জেতে পারে ।।। জন্টি, জাদেজা, মহানামা, পন্টিং, গিব্‌স, বিভান
  • ppn | 202.91.136.71 | ৩০ মার্চ ২০১২ ১৩:৫৪540720
  • কেসি কারেকাকে ভুলে গেল?
  • umesh | 80.254.147.148 | ৩০ মার্চ ২০১২ ১৩:৫৭540721
  • প্লাতিনি টা সব পেলো কিন্তু বিশ্বকাপটা পেলো না।
    ওর জন্যে দু:খু হয়।
    পাওয়া উচিত ছিল।
    দু বার সেমি থেকে ফিরে গেলো।
    দুবার-ই শালা জার্মানী।

  • kallol | 119.226.79.139 | ৩০ মার্চ ২০১২ ১৪:০৭540722
  • বিশ্বকাপ যদি একজনের স্পর্শ না পেয়ে আজও আবিল হয়ে থাকে তো সে হলো সক্রেটিস - ফুটবল জ্ঞানী সক্রেটিস।
  • kc | 178.61.96.29 | ৩০ মার্চ ২০১২ ১৪:২৪540723
  • কারেকা ভাল প্লেয়ার, কিন্তু ওই রেঞ্জের না।

    উফ সাধে কি আর এই টইয়ের কিছু লোকের কাকু হওয়ার যোগ্যতা রাখি? গান্ধি আম্মো রোসিকে সহ্য কত্তে পারিনা। বিশ্বকাপ খেলা এমন অনেক সুপার্ডুপার প্লেয়ারই বিশ্বকাপ ধত্তে পারেনি, পুসকাস, ইউসেবিও, ক্রুয়েফ, জিকো, প্লাতিনি, ভালদারামা, অ্যাসপ্রিল্লা, গুলিট, অনেকেই।
  • saikat | 202.54.74.119 | ৩০ মার্চ ২০১২ ১৪:২৫540724
  • সক্রেটিসের সেই পেনাল্টি মিস, ফ্রান্সের সাথেই তো, ৮৬, বলের কাছে এসে, শেষ মুহূর্তে একটু থেমে গেল, চুক্কি দেবে বলে, ঐভাবেই পেনাল্টি নিত এবং গোলও করত, কিন্তু ফ্রান্সের গোলিটা, জোয়েল বাতস সেবার ধরে ফেলল। তার পর থেকেই সক্রেতিসের একটু নাম খারাপ হয়ে গেল, ব্রাজিল আর কলকাতায়। আর ঐ খেলাটার টাইব্রেকারে মনে হয় প্লাতিনিও বারের ওপর দিয়ে উড়িয়েছিল। আর প্লাতিনির সাথে আরও তিনজন মিডফিল্ডারের নাম একসাথে বলা হত। বেশ ছন্দ করে, তাল মিলিয়ে বলা যেত - প্লাতিনি-তিগানা-গিরেজ-ফার্নান্ডেজ।
  • kallol | 119.226.79.139 | ৩০ মার্চ ২০১২ ১৪:৪৩540726
  • *৮৬তে
  • kallol | 119.226.79.139 | ৩০ মার্চ ২০১২ ১৪:৪৩540725
  • ইয়েস। ঐ তালিকায় ক্রুয়েফও থাকবে, আর থাকবে জর্জি দ্যা বেস্ট। অন্যরা ঠিক আছে, রাখা যেতেও পারে।

    কিন্তু ৮২তে ব্রাজিলের ভাগ্য ছিলো (হ্যাঁ ভাগ্যই বলবো) একদম হাগা টাইপের।
    ঐ ফ্রাঁন্স ম্যাচের টাইব্রেকারে ব্রাজিলের একমাত্র নন ফুটবলার, ঐ যে গোলিটা দিদা না ঠাম্মা কি যেন নাম? ব্যাটা সব কটা পেনাল্টিতে উল্টো দিকে ঝাঁপ দিলো। যেটাতে ঠিক দিকে লাফালো সেই শটটাই (কার আর মনে নেই) সাইড পোস্টের তলায় লেগে বেরিয়ে আসছিলো, গোলিটার পিঠে লেগে ঢুকে গেলো। ওটাতেও উল্টো দিকে লাফালে হয়তো বেঁচে যেতো।
  • sayan | 160.83.96.83 | ৩০ মার্চ ২০১২ ১৪:৪৬540727
  • নতুন ওয়াকম্যান পেয়ে প্রথমবার কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে কেউ ডেকে ফেললে কানে লাউড মিউজিকের সঙ্গে গলা মিলিয়ে তারস্বরে উত্তর দিয়ে ফেলা আর প্রশ্নকর্তৃর অবাক জিজ্ঞাসা "চিল্লাচ্ছিস কেন' শুনে কী হয়েছে ব্যাপারটা বুঝে অনাবিল একগাল হাসি আর সামনেরজনের "হুঁ:' বলে দুম দুম পা ফেলে চলে যাওয়া ... নব্বই, নব্বই।

    প্রথম যেবার "ডিস্কম্যান' দেখি, ভেতরে পোরা ডিস্কের প্রতি ভগবানসুলভ সমীহ। ভাবতাম, এমন একটা হাতে পেলে দুনিয়া ছাড়তে রাজি। গান রিওয়াইন্ড/এফেফ করা এত্ত সহজ!

    অবশ্য আজকের যুগে একটা ক্যাসেট আর একটা পেন্সিলের/রেনল্ডস ডটপেনের সম্পর্ক কে-ই বা বুঝবে!
  • sayan | 160.83.96.83 | ৩০ মার্চ ২০১২ ১৪:৪৭540729
  • "নার্ভাস নাইন্টিজ' - এক চিরসত্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন