এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শোক ও শস্যের ওয়াগন/৫

    Siddhartha
    অন্যান্য | ২৮ মার্চ ২০১২ | ৩৬১৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.26.205.19 | ৩০ মার্চ ২০১২ ০০:২৪540597
  • এখন জন্মালে আমার ছোটোবেলা কেমন হত তাই ভাবি। মেয়েদের জন্যে তো খেলার কোনো জায়্‌গাই দেখি না খড়দায় :-(
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০০:৩০540598
  • আমার মাঠ যেখানে খেলে আমি বড় হয়েছি (হয়েছি কি ??) শীতকালে স্কুল বাস নামাত ৪-৪০ নাগাদ।।। এদিকে বেলা শেষ সাড়ে ৫ টা নাগাদ ।। ছুটতে ছুটতে ফিরতাম ।।। রোজ না খেললে ভাত হজম হতনা।।। শনি-রবি খেলায় চান্স পেতামনা।।। আর আজ আমার সেই মাঠ ফাঁকা পড়ে থাকে।।। শনি-রবি আমি ফিরলে খেলি, বা আমাদের বন্ধু-বান্ধবরা খেলে।।। এখন যারা স্কুলে আছে তারা খেলেনা :(
  • sayan | 115.241.117.52 | ৩০ মার্চ ২০১২ ০০:৩১540599
  • নব্বইয়ের বাংলা সিনেমা নিয়ে কোনও পোস্ট পড়ে নি! বড়ো/মেসো/সেজো/ছোটোবউ ইত্যাদি গ্রামগঞ্জ কাঁপানো ব্যাপারগুলো। সেই দেবাশীষবাবু কই গেলেন?
  • Nina | 12.149.39.84 | ৩০ মার্চ ২০১২ ০০:৩২540601
  • ৮০ ৯০ তেও জমি কিনে লোকে বাড়ি করত--১০/২০ তে তো ছাদ কিনে ফ্ল্যাট--
    খেলার মাঠের জায়গয় আসবে পর্কিং লটের কমন স্পেসে ব্যাডমিন্টন খেলা--মানে দেখে এলুম এবার কলকাতায়---আর হাতে হাতে চৌকো খেলার মাঠে তো ভর্তী --বোতাম টিপে কি না খেলে যাচ্ছে মোটাসোট্টা বাচ্চার দল
  • Tim | 198.82.21.149 | ৩০ মার্চ ২০১২ ০০:৩২540600
  • আহা একরকম বলে কি আর একেবারেই এক? আশিতেও অনেক কিছু ছিলো যার মর্ম আমরা বোঝার সময় পাইনি। সেই হিসেবে বললাম। নব্বই অবধি একটা সময়। তারপর থেকে আবার অন্য একটা সময়। এই সময়টার অনেক বেশি একরকম। এটা আর পাল্টাবে না। ২০০১-২০১০, আর ২০১০-২০২০ ধাঁচটা একই। পরেও একই থাকবে। অনেক কিছু না থাকার জন্যই আসলে আমাদের অনেক কিছুই ছিলো।
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০০:৩৫540602
  • ডিডি বাংলায় ১১-৩০ থেকে সিনেমা দিত।।। পুরোনো সিনেমা দেখতাম।।।। নতুন সিনেমা , মানে কিছু সিনেমা ছিল সেগুলো বারবার দিতো।।।

    পোসেনজিতের "আশা-ভালোবাশা' ।। একটা কি যেনো গোলায় ঝুলিয়ে বুম্বাদা জঙ্গলে-জঙ্গলে ঘুরে ঘুরে গান গাইতো।।।
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০০:৩৬540603
  • গলায় *
  • hu | 12.34.246.72 | ৩০ মার্চ ২০১২ ০০:৩৭540604
  • সেসব অনেক পরের কথা। তখন দিল্লীতে থাকি। চাকরী করি। আমি আর আমার ফ্ল্যাটমেট মেজবৌ দেখতে খুব ভালোবাসতাম। যতবার টিভিতে দিয়েছে কখনও মিস করি নি। রঞ্জিত মল্লিক, চুমকি, কালী ব্যানার্জী - কাঁপাকাঁপি ব্যাপর সব!এমনকি চুমকির বোনেরও একটা সিনেমা দেখে ফেলেছিলাম সেই সময়ে।
  • Tim | 198.82.21.149 | ৩০ মার্চ ২০১২ ০০:৩৮540605
  • ওটা একটা সাদা চামড়ার স্কার্ফ। ওতে পকেট করে নানা সাইজের হিল রাখা থাকতো। শোনা কথা, কিন্তু ভেজাল নাই। মাক্কালি।
  • Tim | 198.82.21.149 | ৩০ মার্চ ২০১২ ০০:৪০540607
  • ওহো সেই সিনিমাটা, যেখানে কালি ব্যানার্জ্জি "" বৌমা! তুমি মদ খেয়েছো!"" বলে আর্তনাদ করে উঠবে?
  • sayan | 115.241.117.52 | ৩০ মার্চ ২০১২ ০০:৪২540608
  • অমিত কুমারের (?) উদাত্ত গলা শুনে মন পুরো উলোঝুলো হয়ে যেত। "শেষ ট্রামে দুজনাতে দেখা হয়ে গেল', "কতো সহজে ফুলের কুঁড়ি ফুটে যায়', "বুঝলে ওগো পুঁটি আমায় ভালোবাসো নইলে ধরবো চেপে টুঁটি' ... অহো! সত্তর/আশীর লোকেরা আর কীই বা বুঝবে এই সবের মর্ম।
  • hu | 12.34.246.72 | ৩০ মার্চ ২০১২ ০০:৪৩540609
  • না না, ওটা তো সৌমিত্র বলবে। কালী ব্যানার্জী তো একটা আলুসেদ্ধকে তিন ভাগ করবে। আর তাপস পালকে বলবে, বাবা আমার মেয়েটাকে তোমার বিছানার এক কোনে ঠাঁই দিও।
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০০:৪৪540610
  • হ।।। পুঁটি বলে একটা গান ছিল।।।। আর একটা গান ছিল।।। ঝাল লেগেছে বলে ।।।

    বুম্বাদা বুম্বাদা :) ৮০ এরকম কাউকে দিয়েছে ??? সেই রনজিত মল্লিক ।। ধুর
  • aka | 168.26.215.13 | ৩০ মার্চ ২০১২ ০০:৪৫540611
  • মাইরি এইটা বলেছিল। হেব্বি প্রোগ্রেসিভ বাবা তো। :))
  • hu | 12.34.246.72 | ৩০ মার্চ ২০১২ ০০:৪৭540612
  • তবে আর বলছি কি! মেজ বৌ যে দেখল না সে জানল না কি জিনিস হারালো।
  • rimi | 168.26.205.19 | ৩০ মার্চ ২০১২ ০০:৪৯540615
  • ইস আমি তো মেজবৌ দেখি নি :-((
    আমি যখন দেশ ছাড়লাম তখন বাংলা সিরিয়াল সবে পাখা মেলতে শুরু করেছে। এক আকাশের নিচে হত তখন। আম্রিগা আসার পরে কি দু:খ হত এক আকাশের নিচে না দেখতে পেয়ে।
  • sayan | 115.241.117.52 | ৩০ মার্চ ২০১২ ০০:৪৯540614
  • সুপারহিট মুকাবলা ছাড়াও পরে পরে আরও ক'খানা এসেছিল, এক সে বঢ়কর এক, অল দ্য বেস্ট ইত্যাদি। চলেনি তেমন। অ্যাপাচি ইন্ডিয়ানের (আসল নাম স্টিভেনসন কাপুর ছিল কি) ক্যাসেট "অ্যারেঞ্জড ম্যারেজ', বাবা সেহগলের আইস আইস বেবি থেকে ঝেড়ে নামানো মাল। নাজিয়া হাসানের দিল বোলে বুম বুম (নাকি এটা আশীর)।
  • aka | 168.26.215.13 | ৩০ মার্চ ২০১২ ০০:৪৯540613
  • আশিতে ছিল শত্রু

    বলো নাগো কার মা তুমি

    আর রঞ্জিত মল্লিকের ক্যাল।
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০০:৫০540619
  • আর বুম্বাদা র কম্পিটিটর ??? অভিষেক ??
  • aka | 168.26.215.13 | ৩০ মার্চ ২০১২ ০০:৫০540618
  • নাজিয়া হাসান আর বিড্ডূ আশির একেবারে গোড়ায়।

    তখন আমার একটা ডিস্কো গেঞ্জি হয়েছিল, নীচের দিকে ইলাস্টিক।
  • sda | 117.194.194.7 | ৩০ মার্চ ২০১২ ০০:৫০540616
  • নবদ্বীপ আজব জায়গা। শহর ভর্তি মন্দির। সারা বছরই ট্যুরিস্টদের ভিড় লেগেই আছে। পুরোনো শহর। গলি-ঘুঁজি তে ভর্তি। পুরোনো পুরোনো বাড়ি, মাছি ভনভন মিষ্টির দোকান, রাস্তা জুড়ে শুয়ে থাকা ধর্মের ষাঁড় এই সব। স্কুল না থাকলে বন্ধুবান্ধব জুটিয়ে টো টো করে ঘোরা-গঙ্গার পাড়, শ্মশানের মাঠ, রেলস্টেশনের পাশে রিক্রিয়েশন ক্লাব। বিকেলে গলির এক প্রান্তে উইকেট পুঁতে ওয়ান ড্রপ ম্যাচ। পাড়ায় সার্টিফায়েড বেকার দাদাদের অভাব ছিলনা, ফলে খেলার লোকজন কম পড়তো না।

    সন্ধের পর লোডশেডিং ছিল বাঁধা। হ্যারিকেনের আলোয় পড়াশোনা সেরে নিতে নিতে মনে মনে জপ করতাম - কারেন্ট আয়, কারেন্ট আয়, কারণ রাতে টিভি তে আলিফ লায়লা আর সুরভি হত। সাদা কালো টিভি, অ্যান্টেনা নড়ে গেলে ঝিরঝির করে, তাই অনেক তখন। কত অল্পে সন্তুষ্ট ছিলাম, ভাবলে অবাক লাগে।
    নবদ্বীপ, আগেই বলেছি, মন্দিরের শহর। নদী পেরোলেই মায়াপুর, সেখানে ইস্কনের মন্দির দেখতে প্রচুর লোকজন আসতো, এমনকি বিদেশ থেকেও। নবদ্বীপে রাস উৎসব হত, তখন তিন চার দিনের জন্যে যেন শহরটার ভোল পাল্টে যেত। পাড়ায় পাড়ায় কম্পিটিশন হত যে কে কত বড় ঠাকুর বানাতে পারে। কেউ বানালো ৩০ ফুটের দূর্গা তো কেউ বানালো চল্লিশ ফুটের কমলেকামিনী। তার পর যখন ঠাকুর ভাসানে যেত, দু দিন এর জন্যে কম্পালসারি লোডশেডিং, কারণ রাস্তার ইলেক্ট্রিকের সব তার খুলে দেওয়া হত দূর্ঘটনার ভয়ে।

    নব্বই শেষ হয়ে আসছে, অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে খুব দ্রুত। কম্পুটার ট্রেনিং স্কুল খুলে গেল পোড়ামাতলার মোড়ে, যদিও ব্যপারটা খায় না মাখে সেটা আমরা জানতাম না তখনো। পুজোয় ক্যাসেটের বদলে সিডি বাজতে শুরু করলো। আমরাও আস্তে অস্তে বড় হতে হতে শিখে নিলাম দু অক্ষর- চার অক্ষরের মাহাত্ম। বাড়িতে অনেক বায়না করে একটা ওয়াকম্যান যোগাড় হল, সংগে ফ্রি দিয়েছিল পরদেশ আর বাদশার ক্যাসেট। G-Sock লেখা একটা ডিজিটাল ঘড়ি বড়মামা দিয়েছিল, তার বোতাম টিপ্লে আলো জ্বলতো, সেটা খুব আদরের ছিল, কাউকে হাত দিতে দিতাম না। একদিন স্কুলের বন্ধু সুমিত শিলিগুড়ি ঘুরে এল, সঙ্গে ঐ ঘড়ি একটা আনলো তো বটেই , এই খবরটাও নিয়ে এল যে ঐ জিনিস শিলিগুড়িতে কেজিদরে বিকোয়। ব্যস, আর ঘড়িতে ইন্টারেস্ট রইলো না।

    ২০০০ সালের মাঝামাঝি নাগাদ বাবা বদলি হল কোলকাতায়। আমরা আবার উদ্বাস্তু !

    (চলবে)
  • sayan | 115.241.117.52 | ৩০ মার্চ ২০১২ ০০:৫৩540620
  • আজ কাল পরশু একদিন, সময়ের সমুদ্রে মিশে যায়, ইঁট কাঠ পাথরের আঘাতে, ইতিহাস্ফিস্ফাস কথা কয়, দিন বদলায়, রঙ বদলায় ....... কোন্‌ সিরিয়াল শুরুর গান?
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০০:৫৪540621
  • হেহ জম্মোভুউউউউউউউউমি
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০০:৫৫540622
  • ৯০-এর শেষের দিকে আরেকজনকে দিয়েছিল ডিডি-বাংলা ।।। খাস-খবর আর মীর
  • Tim | 198.82.21.149 | ৩০ মার্চ ২০১২ ০০:৫৬540623
  • জন মো ভু উ মি

    একদিনও দেখিনি। আমি অবশ্য তৃষ্ণা দেকতাম। :)

  • hu | 12.34.246.72 | ৩০ মার্চ ২০১২ ০০:৫৭540625
  • জন্মভূমির লাস্ট এপিসোড দেখেছিলাম। জয়পুরে অফসাইটে নিয়ে গেছিল অফিস থেকে। হোটেলের ঘরে চ্যানেল সার্ফ করতে করতে দেখি জন্মভূমি শেষ হচ্ছে।
  • sayan | 115.241.117.52 | ৩০ মার্চ ২০১২ ০০:৫৭540624
  • আচ্ছা বেটা! এবার এটা বল - "ধরতি পর সূরয কি কিরণে ....'
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০০:৫৯540626
  • হিন্দি বাড়িতে চলত না।।। :( কি করে বলি ??? সারা সপ্তাহে স্যাটিস্ফ্যাকটরি পড়লে রোব্বরের সুপাড়িট মুকাবিলা বা বুধবারের চিত্রহার :(

    হিন্দি সিরিয়ালের গান কি করে বলি ???
  • gandhi | 203.110.246.22 | ৩০ মার্চ ২০১২ ০১:০০540627
  • sda

    তাপ্পোর ???
  • sayan | 115.241.117.52 | ৩০ মার্চ ২০১২ ০১:০১540629
  • "অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দু:খিত'টা বেশ মিস করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন