এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৩৬৯১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 137.187.241.5 | ০২ এপ্রিল ২০১২ ২২:২৯541766
  • পিনাকীদাকে ক।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২২:২৯541765
  • একা র এই বক্তব্য টা আর কি ভাবে নেওয়া যায়?

    Name:kdMail:Country:

    IPAddress:74.66.241.238Date:01Apr2012 -- 10:15PM

    বিপ্লববাবু, মেনে নিচ্ছি এই শুরু-গুরুর অধিকাংশ পাঠক ফেবু-গুরুর পাঠক/লেখকদের তুলনায় মূর্খ। তবে মনে হয় না তারা এতই মূর্খ যে আপনার পোস্ট দু'বার করে না পড়লে তারা বুঝতে পারবে না। :)
  • pinaki | 122.164.113.198 | ০২ এপ্রিল ২০১২ ২২:২৯541764
  • না আকা। গুরুর সাইট হল পার্টি। আর ফেবু গুরু হল গণসংগঠন। কাজেই গণসংগঠনে কি হবে সে নিয়ে পার্টি সদস্যদের তো মত দিতে হবে, না কি! ;-)
  • Tim | 198.82.21.37 | ০২ এপ্রিল ২০১২ ২২:৩১541767
  • না পিনাকীদা, স্যামের পোস্টগুলো পড়ো। স্যাম চাইছে মূল সাইটে রদবদল আসুক। ওয়েল, আমরা সবাই ইউজার হিসেবে বক্তব্য রাখতেই পারি খালি। দিনের শেষে অ্যাডমিন যা করার করবে।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২২:৩২541768
  • আর এই মন্তব্যের জন্যে গেতেদ কমুনিটি বলা হয়েছে, খারাপ হয়েছে কি?

    Name:sdaMail:Country:

    IPAddress:117.194.198.119Date:02Apr2012 -- 09:47PM

    সমাজের অনেক স্তরে না ছড়ালে, কিছু "এলিটিস্ট" and/or আঁতেল জনতার আড্ডাখানা হলেই বা ক্ষতি কি ? বরং ইজি অ্যাকসেস পেলে আলবাল জনতার ভিড় বাড়বে, তখন আবার লোকজনকে রাত জেগে স্প্যামার তাড়াতে হবে !
  • aka | 168.26.215.13 | ০২ এপ্রিল ২০১২ ২২:৩৩541769
  • পিনাকি, না এটা কোন রেজিমেন্টেড সংগঠন নয়।

    যেখানকার আলোচনা সেখানেই চলা উচিত। নইলে যারা এখানে আসে না তাদের মতামতের কি হবে।
  • Tim | 198.82.21.37 | ০২ এপ্রিল ২০১২ ২২:৩৫541770
  • মাইরি! একটা পোস্ট তুলে এনে পুরো কমিউনিটিকে স্ট্যাম্প মেরে দেয়া যায়? ভালো ভালো।
  • pinaki | 122.164.113.198 | ০২ এপ্রিল ২০১২ ২২:৩৬541771
  • হ্যাঁ, কাব্লিদার ঐ বক্তব্যটা আমারো আক্রমণাত্মক লেগেছে। আমার ধারণা স্যাম ওটাতেই খচেছে, তারপর সবার বক্তব্যকেই 'খোঁচা' হিসেবে নিয়ে ফেলেছে।
  • aka | 168.26.215.13 | ০২ এপ্রিল ২০১২ ২২:৩৮541772
  • এনারা প্রথম থেকেই খচে, কোন এক অজ্ঞাত কারণে কিছু বললেই বক্তব্য ইভ্যালুয়েট না করেই নি-জার্ক রিঅ্যাকশন জানাচ্ছে। বক্তব্য তুলে এনে দেখানো এনার্জি নেই।
  • Ekak | 14.96.35.168 | ০২ এপ্রিল ২০১২ ২২:৪০541774
  • গুরু র সাইট থেকে :

    "একটি ছাপা কাগজ আছে আমাদের। তার পোশাকি নাম গুরুচণ্ডা৯, আমরা আদর করে ডাকি কাগুজে গুরু বলে।:)
    পাওয়া যায় কলেজ স্ট্রীটে পাতিরাম, বইচিত্র, পাত্র বুক স্টল, বুকমার্ক সহ বিশ্বের সর্বত্র। বিশদে জানতে চোখ রাখুন এইখানে :....."

    তাহলে গুরুচন্ডালি কি ? একটা গ্রুপ ? একটা পত্রিকা ? পেজ এর ওপরে দেখছি প্নেচা র পাশে লেখা " গুরুচন্ডালি একটি পত্রিকা"
    তাহলে গোটা আইদেন্তিটি দাঁড়ালো এই একটি গ্রুপ যার একটি পত্রিকা আছে বা একটি পত্রিকা কে ঘিরে একটি গ্রুপ .

    তাহলে মূল ব্যাপার যখন গ্রুপ , অ গ্রুপ অব পিপল তখন সাইট বনাম ফেবু এই তর্ক আসছে কদ্দিয়ে ??
    এই দুলাল্‌চন্দ্রের তালমিছরি মার্কা তর্ক তা কেন আসছে তাই তো বুঝছিনা. একটা গ্রুপ তারা নিজেদের মধ্যে ফেবু নাকি সাইট নাকি দেখা করে মুখোমুখি বসে নাকি মিল্কি ওয়ে ধরে হাঁট তে হাঁট তে কমুনিকেট করবে সেটা তো আলাদা আলাদা মীনস থাকতেই পারে !! আবার কমন প্লাটফর্ম ও থাকতে পারে !

    নাকি পারে নাহ ? এটাই আসল দুলাল এর তালমিছরি ?? গুরু র ফেবু পেজ আকাশ থেকে পরেনি . আমরা খুলে্‌তউ যাইনি . আগেউ গুরু সাইট এ এসেছি. পরেছি. টেকনিকাল অসুবিধে ( সে আপনারা মানুন আর নাই মানুন) এর কারণ এ লিখি নাহ . ফেবু টা আছে বলে ওখান এ লিখি , আবার এটাউ পড়ি . এখান এ যখন এসব কষ্ট করে বাংলাতে লিখব . এই নর্মস টুকু মানতে রাজি আছি. কিন্তু ঐ " ইহাই আসল গুরু " প্রবণতা তা বন্ধুত্বপূর্ণ ঠেকছে নাহ মশাই . গুরু একটা গ্রুপ মনে করেই পড়ি . সাইট না ব্লগ না মোবাইল আপস না ফেবু কোন দরজা দিয়ে সেই গ্রুপ এ ঢুকব এটা একেবারেই প্রাথমিক ব্যাপার মনে করি নাহ .

    গেটেড নিয়ে চাপ নেই . ওসব গাল আমি কাউকে দি নে , কারণ লোক কে ওসব বললে নিজের দিকেই আঙ্গুল উঠবে , স্নব বলে এমনিতেই বদনাম .
    কিন্তু অনেকদিন এই কিংকং তুল্ল্য বুক চাপ্রানি দেখে কিঞ্চিত অক্সিপিটাল উষ্ণ হলো : গুরু কতৃপক্ষ যদি মনে করেন যে গুরু গ্রুপ এ থাকার জন্যে ফেবু একটি স্বীকৃত জানালা তবে রাখুন
    নইলে পাতি তুলে দিন . আপনাদের সময় অমূল্য , আমাদের ও মূল্য হীন নয় . ভুজো র লোভ এ পুজো র বাড়ি নাচ দেখাবার ইচ্ছে নেই .

    চোল্লুম .
  • kc | 178.61.96.29 | ০২ এপ্রিল ২০১২ ২২:৪২541775
  • এদিকে আমি স্যামের সঙ্গে ভাটাতে চাইলাম, আমাকে কাটিয়ে দিল।
    বিটিডব্লু, এই স্যম কি ক্যালকমের স্যাম? মানে সম্বুদ্ধ? তাইলে ওএরকম করে সেন্টুমার্কা লিখছে কেন? সেই স্যামতো খুব সুন্দর আড্ডাবাজ ছিল।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২২:৪৪541776
  • পরিবর্তনের হাওয়া :P
  • aka | 168.26.215.13 | ০২ এপ্রিল ২০১২ ২২:৪৮541777
  • ব্যক্তিগত কথা বলে যাই। গুরু বাড়ুক, অনেকে গুরু পড়ুক, সেই নিয়ে গুরু কর্তৃপক্ষ কি ভাবল না ভাবল তাতে আমার কোন বক্তব্য নেই। হাজার একটা সোশাল মিডিয়া আছে সেখানেও গুরুর প্রেজেন্স থাকল কি না তাই নিয়েও আমার কোন বক্তব্য নাই। হতেই পারে সেইসব গুরুর কোয়ালিটি অনেক ভালো, যেমন কাগুজে গুরুর কোয়ালিটি এই সো-কলড শুরু গুরুর থেকে ভালো - কাগুজে গুরু শুনেছি বেরয়, যদিও হাতে পাই না, শুরু গুরু আপডেটই হয় না। আমি এখানে আসি ভাট এবং টইয়ের আকর্ষণে এবং কিছু লোকের সাথে ফ্যামিলিয়ারিটির জন্য। আমি সেইটুকু চাই। না পেলে কিছু করার নেই, পোষালে থাকব, নইলে নয়।

    ফেবু গুরুতে কি হবে সেটা সেখানেই ঠিক হোক এটা একটা নীতিগত স্টান্স, ব্যক্তিগত অ্যাপিল, শুনলে ভালো, না শুনলে চলুক।

    এই বক্তব্যও বাকি সকলেরই। তার সাথে গেটেড কমুনিটি, গজদন্তমিনার জাতীয় কাঁচা খিস্তি গুলো খেলে ফালতু লাগে। সামান্য ভাটানোর জন্য আর কিই বা করা যায়। :(
  • pinaki | 122.164.113.198 | ০২ এপ্রিল ২০১২ ২২:৪৯541778
  • আরে 'পার্টি' তো ম: করে বলা। কিন্তু এটা তো সত্যি যে সাইটটাই গুরুচন্ডালির আসল অস্তিত্ব। টিমও একটু আগে সেরকমই বলেছে। কথাটা ঠিকই। কাজেই সিকি যেমন ফেবু গ্রুপ নিয়ে মন্তব্য রাখছে। স্পিরিটটা তো এটাই যে ফেবু গ্রুপটা করাই হয়েছে গুরুচন্ডালির আরো প্রচারের জন্য। যাতে তার লেখা আরো লোক পড়ে। যাতে আরো লোক লেখে। ইত্যাদি। কাজেই আদি গুরুর লোকেদের একশোবার রাইট আছে ফেবু গ্রুপ গুরুচন্ডালির ভালো করছে না খারাপ করছে সে নিয়ে মতামত দেওয়া। তেমনি ফেবু গ্রুপের নিয়মিত কেউ এখানে এসে (যেমন বিপ্লব রহমান) আদি গুরুর কি কি পরিবর্তন দরকার সে নিয়ে মতামত দিতেই পারেন। দুটোর মধ্যে ওরকম দুর্লংঘ্য প্রাচীর তুলে লাভ কি?স্পিরিটটা গুরুচন্ডালির ভালোর উদ্দেশ্যে কিন সেইটা দেখা দরকার। এটা বনাম ওটা করে ফেললে কেউ কারুর কথা বুঝতে পারবে না। এমন নয় এই কথাটা আমি আদি গুরুর লোকেদের উদ্দেশ্যে বলছি। দুদিকের জনতাকেই বলা। স্যাম যেমন খচে গিয়ে সহজ কথাকে ব্যঙ্গ ধরে নিচ্ছে।
  • sda | 117.194.198.119 | ০২ এপ্রিল ২০১২ ২২:৫২541779
  • না: লিকবো না লিখবো না করেও লিখেই ফেল্লাম।
    দ্যাখেন স্যামদাদা, আমার ঐ পোস্টটা আপনার "সকলের জন্য" টাইপের যৌথখামার কনসেপ্ট নিয়ে খিল্লি করে বলা। সবকিছু "সকলের জন্যে" হতে হবে এটা কি একটু বেশী বেশী চাহিদা নয় ?
    টু বি ফ্র্যাঙ্ক, এখানে এখন যে সেল্ফ মডারেটেড আবহাওয়া আছে, হঠাৎ দলে দলে লোকজন যোগ দিলে সেটা কদ্দুর মেন্টেন করা যাবে সেটা নিয়ে সন্দেহ আছে। আর এই ফ্রিডমটুকুর জন্যেই গুরুচন্ডালীতে আসা। গুরু র সাইট দেখে অনেকেই কনফিউজড হয়ে চলে যান সেটা যেমন সত্যি, অনেকে তো চেপেচুপে বসেও পড়েন আড্ডায়, তাই না ?
  • Tim | 198.82.21.37 | ০২ এপ্রিল ২০১২ ২২:৫৩541781
  • পিনাকীদা,

    বিপ্লববাবুর সাজেশন নিয়ে বিরোধীতা তো করিনি, বা বলিনি যে ওনার অধিকার নেই বলার। একশোবার আছে। কার কি ভালো লাগে না লাগে সেসব বলার পর কি কি শুনতে হলো সেটা নিজেই দেখে নাও।
  • aka | 168.26.215.13 | ০২ এপ্রিল ২০১২ ২২:৫৩541780
  • সিকি তো ম্যানেজমেন্টের লোক, অফলাইনের মাল অনলাইনে আলোচনা করে ফেলেছে।
  • sinfaut | 117.194.242.199 | ০২ এপ্রিল ২০১২ ২২:৫৬541782
  • কেসি শ্যাম কুল দুই রাখতে চাইছে।

    তবে গুরুর আইডেন্টিটি দিনদিন বেশ মজাদার হয়ে পড়ছে। ফেবু গুরু-ও গুরু তবে সেখানে প্যারালাল ইউনিভার্সে অন্য সময় অন্য কোনো খানে কথাবার্তা হয়। শুরুগুরুর লোকজন ফেবুগুরুতে গিয়ে কমেন্টের বন্যায় দিশা হারিয়ে ফেলেন, উল্টোটাও চকচকে রকমের সত্যি। কিন্তু গুরুর সাইট যেহেতু টেকনিক্যালি ফেবুর তুলনায় ঙ তাই শুরুগুরুকে ইউজার 'ফ্রেন্ডলি' করে তোলবার দাবি, এদিকে যাঁরা এই দাবি করছেন, তারা কতটা গুরু সাইটে পড়ালেখা করতে চেষ্টা করেছেন কে জানে। আর শুরুগুরুর লোকেদের মধ্যে কারও ফেবু অ্যালার্জি, আবার কেউ কেউ যেকোনো সোসাল নেটওয়ার্কের গড়পড়তা ফোরামে ভাটস্যভাট তক্কাতক্কির থেকে মণিমুক্তো খোঁজার থেকে ভাটিয়া৯ তেই সেসব ভাটবাজি করতে বেশি পছন্দ করেন। কি আর করা, পসন্দ আপনা আপনা।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২২:৫৮541783
  • আমি যে দু একটা উদাহরণ দিলাম, সেরকম অনেক উদাহরণ আছে, কোনটা সহজ কথা কোনটা ব্যঙ্গ, সেটা বোঝার মত বুদ্ধি আমার আছে. যাই হোক, আর বিতর্কে যাচ্ছি না, কেন গুরু সাইট কে গেতেদ কমুনিটি বলা হয়েছে, তার উদাহরণ ও দিলাম, এটা মেনে নিলে ভালো হয় যে কিছু মানুষের লাগামছাড়া বক্তব্যে এই ব্যাপারটা ঘটেছে, নিলে অস্বীকার করার অধিকার আপনাদের আছে. আর একক দা যেটা বলল, সেটা নিয়ে ভাবলে গুরু র সাইট এর ভালো ই হবে, আমার কিছু suggestion ও ছিল, কিন্তু এখানের মানুষের মনোভাব দেখে মনে হচ্ছে সেগুলো ভস্মে ঘী ঢালা ই হবে, কাজে ই আপনাদের প্রিয় সাইট আপনারা maintain করুন যেভাবে খুশি, এর উপর মতামত আর দিতে আসছি না, কারণ সেখানে ও টিপ্পনি র খোঁচা খেতে হতে পারে.
  • pi | 137.187.241.5 | ০২ এপ্রিল ২০১২ ২২:৫৯541786
  • একক, গুরুর মূল ব্যাপার আ গ্রুপ অব পিপল , এমন কোন ব্যাপার না।
    বিপ্লবদা, সুশান্তদা আরো অনেকে ( এবম যাঁরা গুরু পড়তে ভালোবাসেন, গুরুতে লিখতে), তাঁরা সাইটে লেখা সংক্রান্ত কিছু অসুবিধার কথা জানিয়েছেন। এর আগেই এই নিয়ে টইয়ে সেসব আলোচনা হয়ে গেছিল। তারপর এই টই এ তো নতুন কিছু আর হচ্ছে কি ?
    সাইটে দেবার জন্য ( যাঁরা ফেসবুকে অসুবিধার কারণে যেতে পারছেন না)ই ফেবুকের নিয়মিত লোকজন ডক বানিয়ে রাখছেন। হ্যাকাররা ঢুকে সেগুলো নষ্ট করলে সেগুলোর আলাদা ব্যাকাপ ও রাখছেন।

    নতুন গুরুতে কদ্দুর কী করা যাবে এখনি বলা যাচ্ছে না। কিন্তু লোকজনের কিছু অসুবিধা অবশ্যই অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। তার মানেই সেটা ফেবু ক্লোন কয়ে যাবে, এমনও আদৌ না। তারপরে লোকজনের সুবিধা হলে সাইটে লিখবেন, না হলে পাশাপাশি কোনভাবে রাখার চেষ্টা করা হবে ইত্যাদি ইত্যাদি।

    যাইহোক, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কোথাও। সাইট আর গ্রুপের লোকজনের মধ্যে কথাবর্তা, পরস্পরের সুবিধা অসুবিধা শোনা বোঝা,আদানপ্রদানের বদলে পজিটিভ কিচু উঠে আসার চেয়ে একে অপরের প্রতিপক্ষ হয়ে ঝগড়ায় পর্যবসিত হলে ব্যাপারটা সত্যি দু:খের।
  • sinfaut | 117.194.242.199 | ০২ এপ্রিল ২০১২ ২২:৫৯541785
  • আর মাইরি ফেবু তে একটা পেজ বানালে যে উদ্দেশ্যটা বেস্ট সেদ্ধ হতো সেটা একটা গ্রুপ বানিয়ে মাখানোয় আমি কোনো সদর্থ খুঁজে পাইনা।
  • aka | 168.26.215.13 | ০২ এপ্রিল ২০১২ ২৩:০১541788
  • সিংফোট একটা স্যালিয়েন্ট পয়েন মিস করে গেছে।

    আমার গোটা তিনেক প্রোফাইল আছে। ধরা যাক গুরু, ফেবু, লিংডিন। তিনটে তিন কারণে এবং তিনটে জায়গায় আমার আইডেন্টিটি একেবারে অন্য। এবং সেটা ইউজার হিসেবে আমার চয়েজ। আমি কোন পলিটিকাল বক্তব্য ইংরিজিতে রাখি না। তার বিশেষ কারণ আছে ইত্যাদি। আর অত আলাপী হলে এখানেই রোজ পার্টি মারতাম, খামোকা অনলাইনে একটা নীৎস কমুনিটিতে ভাটাতাম না। ইত্যাদি ইত্যাদি।
  • sinfaut | 117.194.242.199 | ০২ এপ্রিল ২০১২ ২৩:০১541787
  • স্যাম দা, গুরুর সাইটের উপর গুচ্ছ খার, অথচ গুরুর ফেসবুক গ্রুপে তর্কাতর্কি কর্তে আপনার প্রবল উৎসাহ, এ ব্যাপার্টা কেমন? যেকোনো একটা পাটাতন হলেই কি আপনি আড্ডা/তর্ক/খিস্তি/ঢিল শুরু করে দিতে পারেন নাকি?

  • kc | 178.61.96.29 | ০২ এপ্রিল ২০১২ ২৩:০২541789
  • ছিঁফো, শ্যাম কুল কিছুতেই ইন্টারেস্ট নাই। তবে স্যামে আছে। ছেলেটা খুব আড্ডাবাজ। পরিবত্তনের ঠ্যালায় এরকম করে কথা কইছে। আর ফেসবুক গুরু নিয়ে কোনও চিন্তা নাই। ওখানে যাওয়াই হয়না। যেটুকু সময় পাই ভাটপাতাতে একটু আড্ডা দিয়ে যাই।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২৩:০৮541790
  • ও পারি না বুঝি? এখানে ও কি কালচার কাকু রা আছেন নাকি?
  • sinfaut | 117.194.242.199 | ০২ এপ্রিল ২০১২ ২৩:১০541791
  • আকা, ইউজারের আইডেন্টিটি নিয়ে নয় আমি গুরুর আইডেন্টিটি নিয়ে বলছিলাম।

    কেসি, এমনি এয়ার্কি মারছিলাম। গঠনমূলক কিচু না।
  • pinaki | 122.164.113.198 | ০২ এপ্রিল ২০১২ ২৩:১১541792
  • টিম, আমার উপলব্ধি বলছি। আমি ফেবু গ্রুপে যাই না। কিন্তু এটা বুঝি ওখানে অনেকে আছে যারা গুরুচন্ডালিকে ওন করে। আমাদের মতই, যারা নাকি শুধু সাইটেই আসি। এবার মুশকিল হল, তাদের সাথে গুরুচন্ডালির পরিচয় হচ্ছে একটা অন্য এনভায়রনমেন্টে, যার সাথে সাইটের অনেকখানি তফাৎ। ফলে তারা যে গুরুকে ওন করছে আর আমরা যে গুরুকে ওন করছি - এই দুটোর মধ্যে একটা ফারাক থাকছে। আমার ধারণা এখানেই আমাদের মধ্যে একে অপরের ওনারশিপ নিয়ে একটা সমস্যা তৈরী হচ্ছে। দুদিক থেকেই অন্য পক্ষের ওনারশিপকে সহজভাবে নেওয়ার ক্ষেত্রে একটা একটা গ্যাপ থাকছে। তাই ফেবু থেকে কেউ এসে গুরুর কিছু টেকনিক্যাল চেঞ্জের কথা প্রোপোজ করলেই এখানকার অনেকের মধ্যে একটা ইনসিকিওরিটি তৈরী হচ্ছে, অ্যাজ ইফ, সেই চেঞ্জ সে নিজে যে গুরুকে ওন করে তাকে পাল্টে দেবে। সেই ইন্সিকিওরিটি কিছু ভুল রিএকশনের জন্ম দিচ্ছে। আবার সেখান থেকে ফেবু গ্রুপের লোকের কাছে সেই রিএকশ্নের মানে গিয়ে পৌঁছোচ্ছে 'ও, তার মানে তোমরাই আসল গুরু, আমাদের ওনারশিপটার কোনো ভ্যালু নেই?'

    বিভিন্ন সময় বিভিন্ন টুকরো-টাকরা প্রতিক্রিয়া দেখেশুনে আমার এরকম মনে হয়েছে। এই সমস্যাটা রিজলভ করতে হবে - সেটা ফীল করি। কিন্তু সেজন্য দুদিকেরই কিছু নিয়মিত সদস্যকে বাড়তি উদ্যোগ নিতে হবে বলে মনে হয়।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২৩:১৩541793
  • পিনাকি দা একদম মোক্ষম জায়গায় ঘা মেরেছেন :P. ইয়ার্কি বাদ দিয়ে, এটা ই সত্যি, ঠিক এরকম টা ই ঘটছে.
  • Tim | 198.82.21.37 | ০২ এপ্রিল ২০১২ ২৩:১৯541794
  • পিনাকীদা, এটা ওনারশিপের কথাই নয়। অন্তত আমার কাছে। আমি শুধু জানতে চাইলাম কেন ফেসবুকে সেইসব পার্মীনেন্টলি করার কথা হবে যা গুরুতেই করতে পারা যেত। মানে আরেকটু ইউজার ফ্রেন্ডলি করে নিলে গুরুতেই তো যাবৎ লেখাপড়া করা যেত, নাকি? তার বদলে ফেবুগ্রুপটাকে একটু বেশি প্রায়োরিটাইজ করা হচ্ছে না কি? সেটা তো এইজন্যই সৃষ্টি কারণ গুরুতে টেকনিকাল অসুবিধে আছে। তাহলে একটা টেম্পোরারি সিস্টেমকে এত এফর্ট কেন দেয়া হবে? এটা আমি বুঝিনি। এবং সিঁফোর মত আমারো প্রশ্ন কেন একটা পেজ করে গুরুর প্রচার ভালোভাবে করা যেতনা। কেন গুরুতে লেখার টিউটোরিয়াল ওখানে দিলে ইচ্ছুক ব্যক্তি এখানে এসে লিখতে এবং পড়তে পারতেন না। কেন উন্নততর গুরুতে যাবতীয় সাহায্য করার পরেও তাদের এত অসিবিধে হতো
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২৩:২২541796
  • এত কিছু না করে গুরু র সাইট টা কে একটু ভালো করে বানালে ই হয় না? সব ই তো এক থাকবে, শুধু দেখতে শুনতে ভালো হবে, পোস্টাতে সুবিধে হবে. এখন এই বাংলা লেখা র software টা outdated , কাজ ই করে না. এগুলো একটু বদলানো দরকার.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন