এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৩৬৯২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.17.1 | ০২ এপ্রিল ২০১২ ২১:৫২541730
  • গেটেড কমিউনিটি নিয়ে আপত্তির কি আছে? আমরা প্রত্যেকেই এক একটি গেটেড কমিউনিটির জন্য করেকম্মে খাই এঅবং শ্লাঘা বোধ করি। ভাচ্চুয়াল লাইফে পলিটিকাল কারেক্ট থাকার জন্য তার উল্টো গান গাইলে তো সেটা হিপোক্রিসি হয়।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২১:৫৩541731
  • আর sda র মন্তব্য টা দেখে বোঝা ই যাচ্ছে যে পরস্পর গা চুলকানি টা ই আসল উদ্দেশ্য. মানে এখানের মানুষের মনোভাব যদি এরকম হয় তবে বেশিরভাগ লেখা ই তো hypocrisy. মুখোশ.
  • Tim | 198.82.24.29 | ০২ এপ্রিল ২০১২ ২১:৫৪541732
  • স্যাম ( কবি স্যাম কি? তাইলে তুমিই বলি) তোমার এবং বাকি অনেকের উদ্যোগের প্রশংসা করি। কিন্তু ভেবে দ্যাখো, তোমাদের উদ্যোগ, সময় এবং শ্রম কি ওয়েস্টেড হচ্ছে না? গুরু করার জন্য গুরুর সাইট আর ফেবু করার জন্য ফেবু, এরকম টা হলেই স্বাভাবিক ছিলোনা?
  • sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২১:৫৫541733
  • টিম বাবু, আপনি হয়ত সেরকম কিছু করেন, তাই বলে সবাই কে সমান বলে মনে করবেন না. অনেকে অনেক কিছু করে যা হয়ত আপনি ও জানেন না.
  • Tim | 198.82.24.29 | ০২ এপ্রিল ২০১২ ২১:৫৮541735
  • অন্যরকম হলে তো ভালোই। তবে আমি খুব একটা দেখি নাই। তাইলে আইআইটির তাতিন আর ভজগৌরাঙ্গ কলেজের পুতিন একাসনে বসতো। তাই কি হয়?

    (ডি: তাতিন আবার কিসু মাইন্ড করিস না, এট্টু পদ্য করে নিলুম এই সূত্রে)
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২১:৫৮541734
  • না নষ্ট হচ্ছে না, কারণ আমরা গুরু কে ভালোবাসি, সেটা কাগজ হোক, সাইট হোক বা গ্রুপ. আমাদের (আমার) কাছে গুরু র লেখা, তার মুড ভালো লাগে, সেটা কথায় আসছে সেটা দেখি না. আর সেই জন্যে ই বিপ্লব দা র প্রস্তাব টা সমর্থন করি, যাতে গুরু আরো এগিয়ে যেতে পারে.
  • sda | 117.194.198.119 | ০২ এপ্রিল ২০১২ ২২:০০541737
  • স্যাম, আপনি একজনকেও দেখাতে পারবেন যে এই সো কল্ড গেটেড কমুনিটিতে যোগ দিতে এসে রিফিউজড হয়েছে ? আমার তো অভিজ্ঞতা উল্টোটাই বলে। বেকার ঐ গা চুলকানো টাইপ ট্র্যাশগুলো বলে কি মজা পান ?
  • kd | 74.66.241.238 | ০২ এপ্রিল ২০১২ ২২:০০541736
  • সিদ্ধার্থ@02 Apr 2012 -- 06:33 AM,
    আমি যে অনেক ব্যাপারেই বায়াস্‌ড, তা মেনে নিতে কোন অসুবিধে নেই। এই দোষটি আপনি অল্পশিক্ষিতদের মধ্যে প্রায়ই দেখতে পাবেন। জানি, উচ্চশিক্ষা মানুষকে ওপ্‌নমাইন্ডেড হ'তে শেখায়।
    আমাদের আরও একটি দোষ আছে। যা বলতে চাই, তা ঠিক করে বলতে পারিনা। এই দেখুন না, আমার লেখায় আপনি দেখলেন ""ফেসবুক নিয়ে হিপোক্রেসি'' আর আমি বলতে চেয়েছি যে কেউ কেউ নোনাডাঙায় বস্তিউচ্ছেদের বিরুদ্ধে, কিন্তু তাঁরাই আমায় বস্তি থেকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর - আমার কাছে এ'টা হিপোক্রেসি মনে হয়েছে (যদি অবিস্যি আমি ""হিপোক্রেসি'' শব্দটির মানে ঠিক বুঝে থাকি)। এর সঙ্গে ফেসবুকের সম্পর্ক কোথায়?

    ফেবু-গুরুতে কি হচ্ছে না হচ্ছে, তা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই, কোনদিন কিছু বলতে আসবো না। তবে ভালো হ'লে, সফল হ'লে নিশ্চয়ই আনন্দ হ'বে। কিন্তু এই শুরু-গুরুকে ফেবু-ক্লোন করার কথা কেউ বললে চেঁচাবো, কেউ শুনুক বা না শুনুক। এর মানে এই নয় যে আমি কিছু আটকাতে পারবো। এটাই একমাত্র সাইট যেখানে আসি - বেকার মানুষ, হাতে অজস্র সময়, তাই কাটাতে। যদ্দিন এটা পছন্দের থাকবে, তদ্দিন আসবো, নাহ'লে আর কোথাও না কোথাও তো ঠাঁই পাবো (হয়তো পাবো না, কিন্তু আশায় বাঁচে চাষা)।

    জানি না, এই লেখাটাও বোধগম্য করতে পারলুম কি না।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২২:০১541738
  • হয়, এই রানাঘাট এর একটা গ্রাম এর ছেলে ও বড় শহরের এম বি এ করা মানুষের কাজ নিয়ন্ত্রণ করতে পারে. আবার একটা বস্তি র ছেলের সাথে একটা চা এর থেক এ বসে বিড়ি আর গাঁজা ও খেতে পারে. যাই হোক, সেটা এই আলোচনা র উদ্দেশ্য নয়.
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২২:০৩541740
  • sda আপনি নিজের মাথা থেকে ট্‌র্‌যাশ বার করে আমার পোস্ট গুলো পড়লে ভালো হয়. আমি বলিনি যে কেউ রিফিউজ্‌দ হয়েছে, আমি বলেছি confused হয়ে ছেড়ে চলে গেছেন. মাথা গরম কমিয়ে একটু পড়ে দেকতে পারেন.
  • Tim | 198.82.24.210 | ০২ এপ্রিল ২০১২ ২২:০৪541741
  • সেতো আমিও বস্তির ছেলেদের সাথে ফুটবল খেলে বড়ো হলাম। তাতে ক্ষি হলো? ওরা বস্তিতেই থেকে গ্যালো আমি ইউএসেতে এসে গা চুলকোচ্ছি। দিনের শেষে প্রিভিলেজ্‌ড মানুষ নিজ নিকেতনেই এসে পিঠটা চুলকোবে।
    আর গ্রাম শহর নিয়ে কোন তর্ক নেই। প্রোভিলেজ্‌ড আর নন-প্রোভিলেজ্‌ড নিয়ে যা বলার বলছি। গেটটা দাদা সব সময়েই ছিলো আছে ও থাকবে।
  • Tim | 198.82.24.210 | ০২ এপ্রিল ২০১২ ২২:০৫541742
  • ই গুনো ও হয়েছে। সরি। প্রিভিলেজ্‌ড*
  • tatin | 117.197.72.46 | ০২ এপ্রিল ২০১২ ২২:১০541744
  • সপ্তাহে অন্তত: দুদিন স্নান কর, টানা চারদিন না করলে পঞ্চমদিন থেকে গা চুলকোতে বাধ্য
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২২:১০541743
  • আপনি USA থেকে ভাবতে ই পারেন এরকম, কারণ রোজ কাজে যাওয়ার সময় আপনাকে ভিখারী, বস্তি, নিজের দেশের মানুষের কষ্ট দেখতে হয় না, নিজের চোখে দেখার একটা আলাদা ফিলিং আছে, সেই জন্যে ই গেট টা তৈরী হয়. অদ্ভুতভাবে, আপনার কথার সাথে পিনক ফ্লয়েড এর ওয়াল গানগুলো র নামকরণের ইতিহাস এর সামঞ্জস্য পাচ্ছি . একে ই বোধ হয় ইতিহাসের পুনরাবৃত্তি বলে.
  • nk | 151.141.84.239 | ০২ এপ্রিল ২০১২ ২২:১২541745
  • গেট এইজন্য তৈরী হয়????
  • tatin | 117.197.72.46 | ০২ এপ্রিল ২০১২ ২২:১৩541746
  • আবার কী?
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২২:১৪541747
  • নাহ লোহা দিয়ে ঝালাই করে সাধারণত হয়.
  • Tim | 198.82.21.145 | ০২ এপ্রিল ২০১২ ২২:১৬541748
  • স্যামকে এই মুহূর্তে কিছু বলার নেই। ভালো থাকবেন। ফির কভি। :-)

    তাতিন, চান করলে স্কিন নষ্ট হয়ে যায় শুনেছি। আমি অবিশ্যি নিয়ম করে রোজ করেই থাকি। নইলে আবার ময়লা জমে চামড়া মোটা হয়ে যায়। ;-)
  • nk | 151.141.84.239 | ০২ এপ্রিল ২০১২ ২২:১৭541751
  • গেটের ভিতর অচিন পাখি সদাই আসে যায়/ ধইরতে আমি পারি না তায় কেমনে বাঁধি তায়?/গেটের ভিতর অচিন পাখি---

    :-)
  • m | 50.82.180.165 | ০২ এপ্রিল ২০১২ ২২:১৭541749
  • আ:,গোল কোরো না- সবাই বরং সেই জ্যোতির্ময়ের জন্যে অপেক্ষা করো!
  • pinaki | 122.164.113.198 | ০২ এপ্রিল ২০১২ ২২:১৮541753
  • কোনোদিকেই এক্সট্রীম অবস্থান নেওয়ার খুব দরকার আছে কি? গুরুকে আর একটু ইউজার ফ্রেন্ডলি করার তো কথা শুনছি অনেকদিন ধরেই। সেটা হলে আরো কিছু লোকের পক্ষে গুরুতে আসা সহজ হবে। ওদিকে ফেবুকে একটু শক্ত হাতে হাল ধরে ফালতু গালিগালাজকে ক®¾ট্রাল করা হোক। গুরুচন্ডালির চরিত্রকে স্যাক্রিফাইস না করে (বোল্ড ও আন্ডারলাইন), বৈঠকী মুডটাকে ধরে রেখে (আবার বোল্ড ও আন্ডারলাইন) যদি আরো লোকের কাছে পৌঁছোতে পারে, তাতে অসুবিধে কি? তার জন্য ফেসবুক, অর্কুট, সব কিছুরই সাহায্য নেওয়া যেতে পারে। গুরুচন্ডালি সাইটটাই আসল, সে নয় হল। কিন্তু এর সহযোগী কমিউনিটি/গ্রুপের (সে ফেবু তে হোক বা অর্কুটে বা অন্য কোনো সোশাল ফোরামে) একটা নিজস্ব চরিত্রও থাকবে। সেটা মেনে নিয়েই চলতে হবে। দুটোকে মুখোমুখি দাঁড় করানো মনে হয় না এখুনি কোনো প্রয়োজন বা বাস্তবতা আছে।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২২:১৮541752
  • পরস্পর গা চুলকালে চামড়া মসৃন থাকে, শ্রীদেবী র মতন.:P
  • m | 50.82.180.165 | ০২ এপ্রিল ২০১২ ২২:১৯541755
  • জ্যোতির্ময় জগন্নাথ হলে অবশ্য পারে না:(
  • Bratin | 14.99.155.133 | ০২ এপ্রিল ২০১২ ২২:১৯541754
  • না না হেমা :-))
  • aka | 168.26.215.13 | ০২ এপ্রিল ২০১২ ২২:২২541756
  • পিনাকি সেই কথাই তো বলে আসছি প্রথম থেকে। এর সাথে যেখান কার আলোচনা সেখানে হলেই হয়। ফেবু গুরুতে যদি কিছু রদবদল হতে হয় তাতো ফর অল লজিকাল রিজনস সেখানেই আলোচনা হওয়া উচিত। কিন্তু মুশকিল হল যাই বলি না কেন কোন এক অজ্ঞাত কারণে ব্যাকফায়ার করে। মনে হয় আগে থেকেই ধরে নেওয়া হচ্ছে এখানে সবাই ফেবু গুরুর বিপক্ষে। আমি পার্টিসিপেট করি না সেটা ব্যক্তিগত চয়েজ, তারমানে নট নেসেসারিলি বিপক্ষে। সহজ যুক্তি, বুঝিয়ে উঠতে পারলাম না।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২২:২৪541757
  • ফেবু গুরু র কথা ই বলছি না, আমি বিপ্লব দা র প্রস্তাবিত গুরু র ব্লগ সাইট এর সাপোর্ট করছিলাম, হঠাত দেখি সবাই মিলে রে রে করে তেড়ে এলো.
  • pinaki | 122.164.113.198 | ০২ এপ্রিল ২০১২ ২২:২৫541758
  • মানে অসুবিধে যা উঠে আসছে ফেবু সংক্রান্ত সেগুলোকে পজিটিভ অ্যাটিটিউডে দেখা হোক। একটা অভিজ্ঞতা হয়েছে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে। সেটাকে বুঝে নিয়ে ভবিষ্যতে সেইভাবে মোকাবিলা করা হোক। ফেবুর হয়ে গুরুকে গাল পাড়া বা গুরুর হয়ে ফেবুকে গাল পাড়া - দুটো থেকেই আপাতত: বিরত থাকা হোক।

    এটা হল ফেবুর ক্র্যাশকোর্স না করেও এই নিয়ে আমার সুচিন্তিত মতামত।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২২:২৭541760
  • অনেক চেষ্টা করে গুরু র ফেসবুক সাইট টা কে ঠিকঠাক করা হয়েছে, ক®¾ট্রাল করা হচ্ছে ঠিক করে. কিন্তু সেখানে প্রাপ্তবয়স্ক জনগণ নিজেদের মোট দিলে তারা নিজেরাই দায়ী থাকবেন, খুব বাজে কিছু হলে এডমিন রা সেটা মুছে দিচ্ছেন. এটা তো ফেবু তে হচ্ছে, কিন্তু সাইট এর একটু রদবদল ঘটাতে এত আপত্তি কেন?
  • pinaki | 122.164.113.198 | ০২ এপ্রিল ২০১২ ২২:২৭541759
  • হ্যাঁ, আকার বক্তব্যটা স্যাম 'বক্রোক্তি' হিসেবে নিয়েছে। :-)
  • pi | 137.187.241.5 | ০২ এপ্রিল ২০১২ ২২:২৯541766
  • পিনাকীদাকে ক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন