এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৩৭৩২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.22 | ২৩ মার্চ ২০১২ ২৩:৪৮541564
  • ও হ্যাঁ, অশ্লীল ও অস্বাস্থ্যকরের থেকেও বেশি লেগেছে অপ্রাসঙ্গিক।
  • aka | 168.26.215.13 | ২৩ মার্চ ২০১২ ২৩:৪৯541566
  • রাজনীতি ভিন্ন হলে এমন কথা তো অনেকের সম্বন্ধেই বলা হয়। যেমন জ্যোতি বসু, মৃত বলে ওনাকে ছেড়ে তো দিই না।
  • tatin | 117.197.71.231 | ২৩ মার্চ ২০১২ ২৩:৪৯541565
  • *হাত

    আগের পোস্ট অরণ্যদাকে
  • aranya | 144.160.226.53 | ২৩ মার্চ ২০১২ ২৩:৫৩541567
  • ভারত-বাংলাদেশ ম্যাচে বাংলাদেশকে সাপোর্ট !! তাতিন কবে ক্যাল খেয়ে যাবে।
    অবিশ্যি দাদাকে তাড়ানোর পর ইডেনে দ্রাবিড়ের ভারতের এগেনস্টে ব্যারাকিং হয়ে ছিল - বিশেষ ক্ষেত্রে ভারতীয় হয়েও ভারতের বিরুদ্ধে যাওয়া জায়েজ।
  • Siddhartha | 131.104.32.147 | ২৩ মার্চ ২০১২ ২৩:৫৫541568
  • একটা কাজ করা যেতে পারে। ফেসবুকেই কেউ একজন লিখেছে দেখলাম। সেই আইডিয়াটা ঠিকঠাক লাগল।

    এদের উইকেন্ডে গ্রুপে ঢোকানো হোক। আর সোমবার ব্যান করে দেওয়া হোক। আবার নেক্সট উইকেন্ডে ফিরিয়ে আনা হোক।

    লুপে এটা চলুক।
  • aranya | 144.160.226.53 | ২৩ মার্চ ২০১২ ২৩:৫৮541569
  • সিদ্ধার্থ দারুণ সব ক্রিয়েটিভ আইডিয়া দিচ্ছেন :-)
  • Sayantan Goswami | 203.147.88.10 | ২৪ মার্চ ২০১২ ০০:০০541570
  • amiregularnoi , khubaktaangshogrohonkorina , kintugrouptamajhemajhefollowkorikanonaduibanglarlekhok-pathok-kulerthekeonekkichhushekhajayeeigroup-ermadhyome.

    hothatesheeishobjokergiridekhlemathagoromhoyejaye.ojothashomoynashto , amonchhagolmarkathreaddeletekoredewaishreyo , group-erbalanceichhakritobhabenashtokorarcheshtakore.kichhuboguslokjondhukeporechhe , eranakonobishoyniyeconstructivealochonakorteparey , nakonominimumanalyticalskillachhe , rationalitytohakebareinei.
  • Nishan Chatterjee | 72.89.206.2 | ২৪ মার্চ ২০১২ ০১:২৮541574
  • প্রচুর ভালো ভালো জিনিসই গ্রুপে হয়, কিন্তু বাংলাদেশের অনেক এটাকে রাজনৈতিক মতপ্রকাশের আখড়া ভাবছেন মাঝে মাঝে, সেটা সমস্যা নয়, সমস্যা হোলো যেকোন দের যেকোন কারোর সাথে মতের এক লাইন না মিললেই খিস্তির বন্যা বওয়ানোটা, আর এটা প্রমাণ করা ফেসবুকের বাইরে তাদের কোনো অস্তিত্ব নেই। আর গুরুকে দায়িত্ব নিতে হবে এমন কোন কথা ছিলোনা ঠিকই, কিন্তু কেউ যদি নেয় ক্ষতিই বা কি, লোকের যেকোন জিনিসকে 100xzoom করে দেখার অভ্যেসটা ছাড়া দরকার!
  • pi | 128.231.22.249 | ২৪ মার্চ ২০১২ ০১:৫৪541575
  • না:,খিস্তিখাস্তা না, আপাতত : ৭২ ঘণ্টার থ্রেট চলছে। বাংলাদেশ হাইকোর্টের একটি রায় নিয়ে গ্রুপে একজন মন্তব্য করেছিলেন, স্টুপিড কোর্টের স্টুপিড ভার্ডিক্ট। ৭২ ঘণ্টার মধ্যে তাই আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করার থ্রেট। বাংলাদেশে গুরু ব্যান করার থ্রেট।কাগজে কাগজে আমাদের বিরুদ্ধে প্রচারের থ্রেট। গ্রুপে গ্রুপে প্রচারের কাজটা অবশ্য করে ফেলেছেন ইতিমধ্যেই।
    কাল অবশ্য জানানো হয়েছিল, পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই এনিয়ে চিঠি দিয়ে দিয়েছেন হাই কমিশনারকে :)
    ও, আরো জানানো হয়েছিল, পররাষ্ট্রমন্ত্রী নিজেই আমাদের ফেসবুকে থ্রেট দিয়েছেন :)
    সেই থ্রেটটি যিনি দিয়েছেন, তিনি নাকি আবার বাংলাদেশের প্রেসিডেন্টের ভাগিনেয় :)

    আর হ্যাঁ, গুরুচণ্ডা৯ র ছবিটবি নিয়ে গরুচণ্ডাল নামক একটি গ্রুপ খোলা হয়েছে। :)

    আর ব্যক্তিগত আক্রমণ বলতে, আমার ছবি প্রোফাইল দিয়ে নানা গ্রুপে আমার গুণকীর্তন চলছে। এই যেমন, আমি বাংলাদেশের অবমাননা করেছি, পর্ন কাগজ চালাই ইত্যাদি ইত্যাদি।
    বিপ্লব রহমানের নামে হঠাৎ ওখানে ও নানা কমে মিথ্যা প্রচার শুরু হল, যে উনি ভারতের পতাকাকে টিস্যু পেপার বলেছেন। এইসব।

    আরো অনেক কিছু হচ্ছে। তাকে ব্যক্তি আক্রমণ বা খিস্তি খেউড় ঠিক বলা যায়না। সেগুলো মোটামুটি নির্মল আনন্দ লেভেলে। জনগণ আপাতত প্রভূত খোরাক নিচ্ছে :)

    মুশকিল হল, খোরাক নিলে লোকজন আরো রেগে যাচ্ছে আর আরো হুমকি দিচ্ছে। :(

    অবিশ্যি তাতেও লোকের আরো খোরাক নিচ্ছে :)

    এবারে সিদ্ধার্থবাবুর রাস্তা ধরে দেখা যেতে পারে।
  • aka | 168.26.215.13 | ২৪ মার্চ ২০১২ ০২:০৮541576
  • এগুলো নতুন কিছু না। অর্কূটে প্রচূর দেখেছি। ফেসবুকেও দেখেছি, রেডিফ, এমনকি সিনেনেও দেখেছি।

    ব্যক্তিগত ভাবে এসব একেবারেই পোষায় না। গুরুচণ্ডালি.কম ইকুয়ালি মাইন্ডেড, ম্যাচিওরড লোকজনের আড্ডাখানা বলে আসি, যাই, কথা বলি। অনলাইনে বেশি ভাটানোর, নতুন কিছু করে দেখানোর কোনই অভিপ্রায় নেই। শুধু শান্তি মতন একটা আড্ডা মারার জায়গা, চায়ের দোকান বা পাড়ার রক চাই। পেলে ভালো, নইলে আর কি।
  • i | 124.170.193.161 | ২৪ মার্চ ২০১২ ০৩:১৯541577
  • গু চ ফেসবুক যে দু বাংলার মত বিনিময়ের ফোরাম সেটা জানা ছিল না সত্যি। আমি ভাবতাম, আমাদের চেনা গু চ কে প্রোমোট করার জন্য-মানে পড়ুন ও পড়ান, লিখুন ও লেখান এরকম উদ্দেশ্যেই ঐ গ্রুপ। অনেক লিংক, অনেক ছবি আমি নিজে শেয়ার করেছি সে উদ্দেশ্য নিয়েই।
    এই টই পড়ে জানলাম তা নয়। অর্থাৎ, ফেসবুক গুরু আলাদা। তাহলে , এখানে এই টই খোলারই কোনো দরকার দেখছি না। এত চাপ নিয়ে অন্য গুরু চালু রাখার কি দরকার/ কেন খোলা হোলো এই নিয়ে কোনো মন্তব্য করা আমার এক্তিয়ার বহির্ভূত হবে ।তাই , শুধু অপার বিস্ময় জানিয়ে গেলাম।
  • aranya | 144.160.226.53 | ২৪ মার্চ ২০১২ ০৪:১৪541578
  • ছোটাই, আমার তো মনে হল 'গুচ পড়ুন ও পড়ান, লিখুন ও লেখান' এটাই মুখ্য উদ্দেশ্য, ফেবু গুরু সেই কারণেই শুরু করা। বাংলাদেশের লোকেরাও যেন গুরু পড়েন, গুরুতে লেখেন সেটাও কাম্য, আর সেটা করতে গিয়ে একই সাথে দু বাংলার মানুষের মত বিনিময়ও হচ্ছে।
  • i | 124.168.138.36 | ২৪ মার্চ ২০১২ ০৪:৪০541579
  • বাংলাদেশের লোকেরা-এই কথাটাই যেন না থাকে এইটা আমরা সবাই চাইছিলাম-বাংলাদেশের লেখালেখি নিয়ে টইতে সেকথা স্পষ্ট করে লিখেছিলাম।পুকুর , নদী ইত্যাদি। সমস্ত বাঙালী লিখবেন, পড়বেন-এইটাই কাম্য। গু চ র বিস্তার ঘটুক এই উদ্দেশ্য নিয়ে ফেসবুকের গ্রুপ। আমিও তাই জানতাম। কিন্তু, ব্যাপার যদি এমন দাঁড়ায় যে মূল উদ্দেশ্যকে ছাপিয়ে গেছে মত বিনিময় ও তজ্জনিত বিবিধ চাপ, তাহলে সেটাকে এনকারেজ করার দরকার কি ফেসবুকে? মত বিনিময়ের জন্য তো এই চারণভূমি।
    এখন , যেটা অনেকেই লিখলেন, যে ফেসবুকে মত বিনিময় করেন অথচ এখানে আসেন না এরকম জনগণ প্রচুর। টেকনিকাল সমস্যা যদি তার কারণ হয়, সমাধানের চেষ্টা করা হচ্ছে-এটা তো পাই লিখলেন। কিন্তু অন্য কারণ যদি কিছু থেকে থাকে তার সমাধান করার দায়িত্ব কি গুরুচন্ডালির? আর আদৌ সেই সমাধানের প্রয়োজন আছে কি যদি না ফেস বুকে মত বিনিময়ই কাম্য হয়। এর উত্তর আমি জানি না। কেবলই বিস্ময়ের অধিকার।
  • E | 14.99.143.0 | ২৪ মার্চ ২০১২ ০৬:২৮541580
  • প্রথমেই জানিয়ে রাখি যে আমার সার্ভার মেশিন এ কোনো বাংলা লেখা র software ব্যবহার করা যায় না বলেই রোমান হরফ এ লিখতে বাধ্য হই. তবু সবার সুবিধার্থে গুগল অনলাইন স/উ দিয়ে লেখার চেষ্টা করছি. বানান এর যা সাজেশন আসছে তা দেখে নিজের ই ভীরমি খাবার যোগার.

    ১) আঞ্চলিক ভাষা ব্যবহার এর প্রশ্নে আমি সবিনয়-এ আগের যুক্তি তেই অনড় থাকতে চাই | গুরু যদি কোনো বিজ্ঞান-পত্রিকা হত তাহলে "শহরকেন্দ্রিক ভাষা"-র যুক্তি মেনে নিতুম কিন্তু একটি সংস্কৃতিক পত্রিকা তে সমস্ত dialect -এর ব্যবহার ই কাম্য . সহুরে ভাষাতেই সাহিত্য রচনা বা আলোচনা করতে হবে এমন নিদান দেউআ ঠিক কি ?
    "খওয়াব্‌নামা" বা "তিস্তা পরের বৃত্তান্ত " বা " Dhnorai " এর যে ভাষা তা কি সহুরে বাংলা নয় বলে অপান্‌কতেও ? কাজেই বিবি্‌হ্‌হন্ন অঞ্চল এর মানুষ আলোচনা করতে গেলে বিভিন্ন dialect বলবেন এবং আমরা সেটা শিখে নেব এটাই কাম্ম্য. এটা মজা র অভিজ্ঞতা উ বটে |

    ২) গুরু র সাইট সম্বন্ধে একটি টেকনিকাল অসুবিধে আগেই বলেছি. কার কি পরিচয় কার কি রূপ জানা /বোঝা যায় না. শুধু সাঙ্কেতিক নাম দেখা যায়. এরকম "পা", "ফা" ,"ব" ,"ভ" এভাবে আপনারা আলোচনা করতে পারছেন কারণ আপনারা পরস্পর পরিচিত. একজন বাইরের মানুষ যখন এখান এ বন্ধু হতে আসেন প্রথমেই মনে hoy একটা অন্ধকার ঘর এ ঢুকে পরেছি যেখান এ কন্ঠস্‌স্‌বর শোনা যায় কিন্তু কাউকে দেখা যায় না | কারো কোনো ছবি নেই ,পরিচয় দেউঅ নেই, FB তে fake প্রফাইল একটু ভালো করে দেখলে আন্দাজ করা যায় কিন্তু এখান এ ধরে নিতে হবে সবাই আসল নয় সবাই fake. পুরো ব্যাপার তা একটা মানসিক দেয়াল তৈরী করে .

    ৩) একটা প্রশ্ন গুরু কতৃপক্ষ কে : আপনারা গুরু কে কিভাবে দেখতে চান ? কালচারাল মুভমেন্ট নাকি শুধুমাত্র একটা পত্রিকা ?? যত ছোটই হল যদি কালচারাল মুভমেন্ট হিসেবে নিজেদের জমি তৈরী করতে চান তাহলে কিন্তু শক-হান-পাঠান-মোগল কে আসতে দিতে হবে . মোগল এর সংগে দরকারে খানা ও খেতে হবে. ঝামেলা ঝন্‌জ্‌হাত হলেই এত "গেল-গেল" রব তুললে চলবেনা ক . এক দেহে লীন হবেন কিন্তু সরীল এট্টু ব্যথা হবেনা তা কি হয় ! আর যদি আরও হাজার হাজার পত্রিকা র মধ্যে একটি পত্রিকা হয়ে থাকতে চান তাহলে ৭,৫,৩৫ কিছুতেই থাকার দক্কার নেই . লম্বা একটা লুটিস টাঙিয়ে দিন "DosandDon'ts " এর . যে মেনে চলবেনা আধখানা চাঁদ !

    4) এখান এ তক্কাতক্কি আলোচনা পড়ে যা বুঝলুম : যারা FB তে গুরু কে নিয়ে গেছেন তারা এইসব ঝামেলার পর ও পথ খুঁজছেন কিভাবে ঝন্‌জ্‌হাট এড়িয়ে আবার FB ,গুরু সাইট দুটোতেই মেলবন্ধন করা যায় এবং সর্বপরি ভারত ,বাংলাদেশ এবং আরও বিস্তৃত জায়গা র / মানসিকতা র পাঠক ও লেখক এর কাছে পৌছানো যায় .
    আর একদল চাইছেন কিভাবে এই বর্তমান ঝামেলা কে অজুহাত করে শাখা ছেঁটে ফেলে গুরু কে আবার কযেকজন মুষ্টিমেয় সমমতাবলম্বী মানুষ এর সীমাবদ্ধ প্রতিষ্ঠান এ পরিনত করা যায়.. যা কিনা মূলত: কযেকজন এর | একটা হৃত জমি পুনরুদ্ধারের গন্ধ আসছে .

    ..........এবার গুরু কোনদিক এ যাবে দেখা যাক |
  • Arin | 119.224.108.139 | ২৪ মার্চ ২০১২ ০৬:৩৬541581
  • আমি গুরুচন্ডালীর সম্পাদক হলে গুরুচন্ডালীকে নতুন করে সাজাতুম, তাতে ফেস্বুকের জায়গা হতো অত্যন্ত সীমিত, কারণ গুরুচন্ডালীতে অন্তত এই জায়গাতে যে ধরনের আলোচনা হয়, সাধারন্‌ব্‌হাবে যে ধরনের চমত্‌কার প্রবন্ধ, মতামত অ গল্প উপন্যাস লেখা হয়, তার তুলনায় ফেসবুকের আলোচনাগুল নেহাত-ই খেলো ধরনের, তার ওপরে কিছু বাংলাদেশী ও ভারতীয়ের স্ট্যাটাস আপে্‌ডট রীতিমতন আপত্তিকর । অধিকাংশ ক্ষেত্রেয়ি এরা হয়ত এক ধরনের ট্রল ও তাকে খাওয়াতে গিয়ে অর্থহীন আলোচনার শিকার হয়, কিন্তু এতে করে আমার ধারণা মূল ক্ষতি হয় গুরুচন্ডালীর আসল কাগুজে বা ডিজিটাল পত্রিকাটির । এটা বন্ধ করার একটি প্রয়োজন আছে বলে আমার অন্তত মনে হয়েছে । এখানে এখন অবধি আপনারা অনেকে এই বিষয় গুলো নিয়ে আলোচনা করেছেন বটে, তবে কাউকে দেখলাম না লিখেছেন যে যদি ধরুন ফেসবুকের আলোচনা গুলো একেবারে বন্ধ করে দিয়ে ট-ই-পত্তর কে মডারেটেড একটা ডিস্কাশন স্পেস হিসেবে দেখেন, তাতেই বা ক্ষতি কার? আর কিছু না হোক, আলোচনা করার একটা একসূত্রে গাথা একটা প্ল্যাটফর্ম ও তো তাতে তৈরি হবে। ফেসবুকে কমেন্ট করার জায়গা টাকে বাদ দিয়ে বাকী ফিচার গুলো রেখে দিন না, সেসব থেকেও তো আপনাদের নিশ্চয়-ই ভাল ক্লিক আসে | আরেকটা ব্যাপার । ট-ই-পত্তরে লেখার আগে যারা লিখতে বা মন্তব্য করতে চান, তাদের একটি রেজিস্ট্রেশানের বন্দোবস্ত করলে কেমন হয়? সেটা কি টেকনোলজিকালি খুব কষ্টকর হবে? তাতে অন্তত কে লিখছেন তার একটা যথাযথ স্ট্রিম বার করা যায় | এখানে পূর্‌ব্‌প্‌রকাশিত মন্তব্য গুলো কি করে খুজে বার করা যাবে কেউ কি বলতে পারবেন? কারন বহু মন্তব্য এখানে প্রথম বার পড়বার পর মনে হয় ফিরে এসে একবার দেখব, কিন্তু পরে আর খুজে পাওয়া যায় না |
  • SC | 150.212.35.87 | ২৪ মার্চ ২০১২ ০৬:৪০541582
  • আমার অন্যান্য বিষয় নিয়ে বিশেষ মন্তব্য নেই, তবে টেকনিকাল অসুবিধাটা সুবিধাও বলা যেতে পারে।
    সাঙ্কেতিক নাম দিয়ে লেখালিখিতে অসুবিধা কোথায়। আমার মনে হয়, এতে অনেক লোকের লিখতে সুবিধে হয়।
    গুরুতে অন্যান্য বদল করার সময়ে এই জিনিসটাকে আপনারা না বদলালেই ভালো।
  • anirban | 98.222.53.71 | ২৪ মার্চ ২০১২ ০৭:৫৫541583
  • আগেই বলেছি - যার ফেস নাই, বুক নাই, তার ফেসবুক আছে।
  • Nishan Chatterjee | 72.89.206.2 | ২৪ মার্চ ২০১২ ০৮:০২541585
  • ফেসবুক একটা অখাদ্য জিনিস মানলাম, কিন্তু অরিনবাবু, আপনি যেটা বলছেন সেটা ভনক বাড়াবাড়ি, যে শুধুই নাকি খেলো আলোচনা হয়! আশ্চর্য দাবী তো মশয়, আর আপনি যে একা সংস্কৃতির ধ্বজাধারক এরকম ভাবার কোনো কারণ নেই।

    এককথায় ফেসবুক বাদ দেওয়াঋ idea আমার ভালো লাগলো না, সমস্যা সব জায়গাতেই হয়, বাপ ছেলের মধ্যেও হয়, তা বলে কি সবই কমল-উত্তমের সিনেমার মত ত্যজ্যপুত্র করে দিয়ে সমাধান হবে, এটা না ভাবলেও চলবে,

    খেলো ছাড়াও হাজার একটা আলোচনা হয় সেটা এসে দেখলেই বুঝবেন! কি দেখেছেন আপনি আর ঈশ্বরই জানেন!
  • Nishan Chatterjee | 72.89.206.2 | ২৪ মার্চ ২০১২ ০৮:০৪541586
  • আমি E এর সাথে সম্পূর্ণ একমত!
  • Nishan Chatterjee | 72.89.206.2 | ২৪ মার্চ ২০১২ ০৮:০৭541587
  • @I: ফেসবুক গুরু আলাদা না, এবং কালচারাল জমির উদ্দেশ্যও ছিলো না, কালক্রমে যখন তা হয়ে উঠতে পারছে, তখন এই সেতুবন্ধনের দায়িত্বটা সুস্থ ভাবে করে ক্ষতিটা কি?
  • aka | 75.76.118.96 | ২৪ মার্চ ২০১২ ০৮:২৬541588
  • দেখুন একটা কথা বলি। ফেসবুকে কি হয় জানি না, জানার খুব একটা ইচ্ছেও নেই। ফেসবুকে কি কথা নিয়ে কি হয়েছে সেই নিয়ে আলোচনা শুনতে শুনতে বারবারই মনে হচ্ছে এই আলোচনাটা বোধহয় আপনাদের ফেসবুকেই করা উচিত। আপনারা কি করবেন না করবেন সেই ঔচিত্য বোধ নিয়ে বলার আমি কেউ নই, কিন্তু যাস্ট ফর দা সেক অফ ফেয়ারনেস আমি হলে যেখানকার কথা সেখানেই বলতাম।

    এছাড়া গুরুর বর্তমান টেকনলজিকাল, ফানশানাল (এই যেমন আমি গুরুর টেকনলজি বেরিয়ারে ঠিকমতন বানান লিখতে পারি না) সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে এই টইতে লিখছেন তারা যেকোন অন্য বিষয়ে লিখতে পারেন।

    এটা নিতান্তই আমার ব্যক্তিগত অ্যাপিল, যেমন অর্কূট, ফেসবুক বা অন্য কোন সাইটের না জানা বিতর্কিত বিষয় নিয়ে এখানে আলোচনা হলে অকোয়ার্ড লাগবে তেমনই এই বিষয় নিয়ে আলোচনা হলেও লাগছে।

    তো যারা। বিভিন্ন লিমিটেশন কাটিয়ে এই টইতে মন্তব্য রাখছেন তারা খুজে দেখুন না অন্য বিভিন্ন ইন্টারেস্টিঙ্গ বিষয় আছে। নতুন বিষয়ও খুলে নিতে পারেন। একটাই ডিসক্লেমার আপনাদের নিমন্ত্রন জানালাম মানে এই নয়। যে সেই বিষয় নিয়ে আপনার বিপক্ষে কিছু বলার থাকলে বলব না। আবার অন্য কোন বিষয়ে আপনার সহমতও হতে পারি। আড্ডায় যেমন হয় আর কি। ফেয়ার এনাফ? নয় কি?
  • Nishan Chatterjee | 72.89.206.2 | ২৪ মার্চ ২০১২ ০৮:৩০541589
  • যেহেতু এখানকার এবং ফেসবুকের মধ্যে মূল বিষয় একটাই, গু চ, সেক্ষেত্রে আলোচনা হবে নাই বা কেন?

    আর বাকি আড্ডার মত এক্ষেত্রে এটাও সত্যি যে এটা নিয়ে জানেন না, বা কিছু বলতে চান না, পাতি বলবেন না, simplesolution:)
  • Siddhartha | 131.104.241.62 | ২৪ মার্চ ২০১২ ০৮:৩১541591
  • সরি, নিশানের কথাগুলো একটু আয়রোগান্ট লাগল।
  • riddhi | 108.218.136.234 | ২৪ মার্চ ২০১২ ০৮:৩১541590
  • অরিনবাবু একেবারে ঠিক। ফে:বু: নিয়ে আমারো একি মত। আর তাতিনের প্রায় সব পোস্টের সাথে বিলকুল সহমত।
  • Nishan Chatterjee | 72.89.206.2 | ২৪ মার্চ ২০১২ ০৮:৩৫541592
  • আর ফেসবুকে দু বাংলা মিলিয়ে গু চ সবচেয়ে বড় গ্রুপ, আপন আপন চিৎমার্গ ছেড়ে এই সহজ সত্যিটা স্বীকার করে নেওয়াই ভালো!
  • Nishan Chatterjee | 72.89.206.2 | ২৪ মার্চ ২০১২ ০৮:৩৬541593
  • SorryIdidn'twanttosoundrudeorarrogant

    "তো যারা। বিভিন্ন লিমিটেশন কাটিয়ে এই টইতে মন্তব্য রাখছেন তারা খুজে দেখুন না অন্য বিভিন্ন ইন্টারেস্টিঙ্গ বিষয় আছে। নতুন বিষয়ও খুলে নিতে পারেন। একটাই ডিসক্লেমার আপনাদের নিমন্ত্রন জানালাম মানে এই নয়। যে সেই বিষয় নিয়ে আপনার বিপক্ষে কিছু বলার থাকলে বলব না। আবার অন্য কোন বিষয়ে আপনার সহমতও হতে পারি। আড্ডায় যেমন হয় আর কি। ফেয়ার এনাফ? নয় কি?"

    আমার আবার এইটে ভারী arrogant লাগলো, তার জবাব দিতে গিয়ে হয়তো একটু arrogance এসে গেছে, সেজন্য ক্ষমা চেয়ে নিলাম, sorry:(
  • Siddhartha | 131.104.241.62 | ২৪ মার্চ ২০১২ ০৮:৩৯541594
  • না না অরিনকে রিপ্লাই প্রসংগে বল্লাম।

    যাজ্ঞে, কাটান
  • E | 14.99.128.71 | ২৪ মার্চ ২০১২ ০৮:৫১541596
  • "facebook এ কি হই জানি না ,জানতে চাইনা " ....... তাহলে গুরু কতৃপক্ষ ফব -র সাইট তা ডিসঔন করুন ! নাকি ?
    গুরু র আলোচনা তে অংশগ্রহন এর দুটো ইন্টার নেট জানলা . একটা হচ্ছে এই সাইট . আরেকটা face বুক . কোন জানলা দিয়ে এলুম সেটা বড় নাকি কোথায় এলুম ??
    পুরো ব্যাপার টা বেশ শিশুসুলভ লাগছে ...... তোমরা বাপু বাইরে থেকে এসেছ , খেলতে নিচ্ছি এই অনেক ! তাই কি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন