এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৩৬৯১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২০:২৮541697
  • আগের তা লিখতে চেয়েছিলাম ভনক, মানে সাংঘাতিক.:P
  • ppn | 202.91.136.71 | ০২ এপ্রিল ২০১২ ২০:৩৪541699
  • তো, একজ্যাক্টলি, এইটাই বলার যে স্প্যামার গ্রুপের কেউ এইখানে না থাকলে যেমন স্বাভাবিক নিয়মে কারোর গাত্রদাহ হওয়া উচিত নয় তেমনি সেই নিয়মেই ফেবু গ্রুপে ক্ষী হল সেইটা এইখানে পোস্ট করে নেগেটিভ অ্যাপ্রিসিয়েশন পেলেও সেইটা নিয়ে গাত্র বা অন্য কোন দাহ্যবস্তুরও কোন প্রতিক্রিয়া হওয়া উচিত নয়।

    এই আর ক্ষী!
  • aka | 168.26.215.13 | ০২ এপ্রিল ২০১২ ২০:৩৪541698
  • আপনি তো ভারি মজার, টিপ্পনি করে টিপ্পনি পকেটে রাখতে বলছেন। মানে শেষ টিপ্পনিটা আপনি কাটবেন?
  • tatin | 122.252.251.244 | ০২ এপ্রিল ২০১২ ২০:৩৭541700
  • শুরুগুরুর এই গেটেড কমিউনিটি চরিত্রটা বেশ
  • SC | 150.212.35.102 | ০২ এপ্রিল ২০১২ ২০:৩৮541702
  • আহা:, মাঝেমধ্যে একটু কমে কমে ঝগড়া না লাগলে চলে। ক্যল্কম-গুরু, ফেবু গুরু-শুরু গুরু, আবার আরো পিছোলে বৌদ্দিদের কম-ক্যাল্কম, এসব এপিক ঝগড়া কিছু থাকা দরকার ইন্টারনেটে। :)
    কিন্তু এই ঝগড়াটা বড় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে।

    ইদিকে,ফেবু করতে টেক স্যাভি হতে হচ্ছে :( হায় ভগবান!
    টেক স্যাভি মানে কি?
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২০:৩৮541701
  • আপনারা জিতে গেছেন, এবার থেমে যান. শান্তি পেলেন?
  • aka | 168.26.215.13 | ০২ এপ্রিল ২০১২ ২০:৪০541703
  • তো বুইলাম স্প্যামার সামলাতে সামলাতে আপনাদের রজ্জুতে সর্পভ্রম হইতাসে। একটু বরং আসেন আমাদের সাথে ভাটিয়ে শান্ত হন। খামোকা টীকা, টিপ্পনি না কেটে আসেন না আড্ডা মারেন, শান্ত হোন।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২০:৪১541704
  • সাধে কি বললাম মৌমাছি র চাকে ঢিল? :P
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২০:৪৫541708
  • টীকা নেই?
  • aka | 168.26.215.13 | ০২ এপ্রিল ২০১২ ২০:৪৫541707
  • এতো মহা মুশকিল, ভদ্র ইনভিটেশনকেও মৌমাছির কামড়ের সাথে তুলনা করে। একটা জেনু সমস্যা বললে ভাবে ব্যাঙ্গ করছি।
  • kc | 178.61.96.29 | ০২ এপ্রিল ২০১২ ২০:৪৫541705
  • টিপ্পনি আছে আমার কাছে। ক্ষারুর লাগলে জানাবেন।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২০:৪৭541709
  • নাহ, ঐ যে ভাটাতে বললেন, তাই ভাটাছি, ওটা আসলে পার্সপেক্টিভ এর ব্যাপার, বুঝলেন?
  • kc | 178.61.96.29 | ০২ এপ্রিল ২০১২ ২০:৫৩541710
  • ও স্যামবাবু, এরা সব মৌমাছির দল, এরা খুব ইয়ে আছে। আমার সঙ্গে ভাটান। আমি ভাল লোক আছি। আমার কাছে টীকাও আছে। ডিস্পোজেবল সিরিঞ্জও আছে। কোনও ভয় নাই।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২০:৫৭541711
  • নাহ, গেটেড কমিউনিটি তে মৌমাছি র চাক ভালো না, ভেঙ্গে দিন. আর কামড়ালে ভয় পাবেন না, আপনার কাছে ই তো ডিস্পোজেবল সিরিঞ্জ, টীকা ইত্যাদি আছে না?
  • kc | 178.61.96.29 | ০২ এপ্রিল ২০১২ ২১:০৪541712
  • এরা সব ইমিউনড। এদের কিচ্ছু হবেনা। আর টীকা তো আপনি খুঁজছিলেন। তাই আপনাকেই বল্লাম। তা নেবেন না নেবেন না?
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২১:০৬541713
  • মৌমাছি রা ও ইমিউনড? এ শামলা ও চুরির নাকি? র মতন হয়ে গেল যে. আর আমি ঐ টিকা না, টিপ্পনি র টিকা খুজছিলাম, যেটা আবার আপনা র কাছে অনেক আছে.
  • kc | 178.61.96.29 | ০২ এপ্রিল ২০১২ ২১:১২541714
  • বুঝুন, আমি এদিকে ইঞ্জেকশনের টীকা নিয়ে বসে আছি। একটা সিরিঞ্জ ভরেও ফেলিচি। বুঝম্ভুল হয়ে গেল। আর এদিকে একটা টীকাও বরবাদ হয়ে গেল। যাই ফেসবুকে স্ট্যাটাস আপডেট করিগে। :-((
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২১:১৬541715
  • না না, আপনাদের গেটেড কমিউনিটি র লোকজন কে দিয়ে দিন, কাল থেকে খুব ই জ্বলছে কিনা, আসলে একটু করাপাক হয়ে গেছে আর কি, নিস্তরঙ্গ সমুদ্রে একটু চুলকুনি র পাউডার.
  • kc | 178.61.96.29 | ০২ এপ্রিল ২০১২ ২১:২৩541718
  • আরে গেটেড কম্যুনিটির (আপনার ভাষ্য অনুসারে) লোকেরা তো চাইছেনা, টীকা তো আমার মনে হল আপনি চাইছেন। আর জ্বলুনির ওসুদ কি টীকা দিয়ে হবে? ওর জন্যি আলাদা মলম হয়।
    নিস্তরঙ্গ সমুদ্র / চুলকুনির পাউডার তাও আবার একটু, এই জায়গাটা ট্যান গেল। বুইতে পাল্লাম না। চুলকুনি আর জ্বলুনি ক্ষি একই রকম অনুভূতি দিচ্ছে আজকাল? বুঝতেই পাচ্ছেন পিছিয়ে পড়া লোক। বারেবারে বুঝম্ভুল হয়।
  • Tim | 198.82.18.126 | ০২ এপ্রিল ২০১২ ২১:২৩541716
  • শুরুগুরুর থেকে আদিগুরু শুনতে ভালো।

    ফেবুগুরুর থেকে ফ্র্যাঙ্কেনস্টাইন বেশি অ্যাপ্রোপ্রিয়েট। :-)

    এবার ছিরিয়াছ কথা। আমার কটি প্রশ্ন আছে।

    ফেবু গুরু গ্রুপ কেন প্রয়োজন? লেখা শেয়ার করা বা প্রচার করাই যদি উদ্দেশ্য হয়, তাইলে তো শুধু লিংক শেয়ার করে সাইটে আসতে বলে দিলেই হয়। ওখানে প্যারালাল গুরু খুলে আলোচনা কেন? গুরুচন্ডালী নামক সাইটের ভালো করবার ""মহান উদ্দেশ্য""ই যদি গ্রুপের একমাত্র লক্ষ্য হয়, তাহলে তো সবাইকে ডেকেডুকে এখানে আনলেই হয়, তাইনা? যাদের আসার ইচ্ছে নেই ( কারণ ইচ্ছে থাকলেই উপায় হয়) তাদের জন্য এই ব্যাকুলতা কেন?
    তবু তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এতে গুরু বড়ো হবে, তা আরো বেশি লোকের কাছে পৌঁছবার উপায় হবে।

    কিন্তু তার বদলে আমরা কি দেখতে পাচ্ছি? না, ফেসবুকের একটা গ্রুপ, যা গুরুর নাম ব্যবহার করছে ( খানিকটা ব্র্যান্ডনেম গুরু আর কি)এদিকে সেটার সাথে মূল সাইটের অনেকেরই কোন যোগাযোগ নেই, সেখানে গুচ্ছ রাজনৈতিক খিস্তি খেউর হচ্ছে। তো বক্তব্য হলো, ফেবু গুরু বড়োজোর একটি ফ্যানক্লাব, আর কিছু নয়। আপনারা আন্দোলন করুন, খুব ভালো কথা। কিন্তু যদি সমান্তরাল গুরু বা হোয়াটেভার করা নিয়ে শ্লাঘা বোধ করেন তো বলতে বাধ্য হই যে সেটা আপনারা করছেন না। গুরুচন্ডালী হলো একটি ওয়েবজিন, এবং তার ঠিকানা একটাই। তার ডিস্ট্রিবিউটার হাজারটা থাকতে পারে, কিন্তু আর কোন শাখা তার নেই।

    এবার, যদি গ্রুপটাই খুব দরকারি না মনে হয় কারুর কাছে ( যেমন একজন ইউজার হিসেবে আমার সর্বদাই মনে হয় অপ্রয়োজন) সেক্ষেত্রে রাত জেগে হ্যাকার তাড়ানো হচ্ছে না মশা তাতে কিসুই এসে যায়না।

    আর ফ্র্যাঙ্কলি, মৌমাছির চাক তকমাটা বরং ফেবুগুরুর প্রাপ্য হয়। কোয়ালিটি ও কোয়ান্টি ধরলে।
  • a | 65.204.229.11 | ০২ এপ্রিল ২০১২ ২১:৩৬541720
  • টিমকে ক।

    এই প্রশ্নটাই আমি এই সুতোর এক্কেরে গোড়ার দিকে করেছিলুম, তাতে নানা লোকের নানা উত্তর পেয়ে একটু কনফিউজ, এখোনো
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২১:৩৬541719
  • টিম বাবু র কথায় মনে হচ্ছে যে গুরুর সাইট টা ই একমাত্র অস্তিত্ব, সাইট ছাড়া গুরু র কোনো অস্তিত্ব নেই. বা আপনারা চান না থাকুক. তাই যদি হয়, তাহলে গেটেড কমিউনিটি কথাটা খুব ই ন্যায্য আর সঙ্গতিপূর্ণ. আর একটা কথা জেনে রাখুন, এই সাইটে সকলকে টেনে টেনে আনা হয়, কিন্তু এইরকম কনফিউসিং আর ইউসার unfriendly সাইট এ কেউ এসে ও কিসসু বুঝতে পারেন না. তাই বিপ্লব এর প্রস্তাব টি আমার ভালো লেগেছিল, কিন্তু আপনারা সবাই মিলে তাকে হ্যাটা দিলেন. এই সরল সত্য টা ঝগড়া না করে একটু বোঝার চেষ্টা করুন যে বিপ্লব এর প্রস্তাব টা ভালো, আর যারা এই সাইটে আসতে পারেন না (বোঝা আর লেখা র অসুবিধা র জন্যে), তাদের জন্যে ই ফেসবুক এর গ্রুপ. ওটা না থাকলে অনেকেই এই সাইটে আস্ত না. এখন যদি আপনারা চান যে তাদের ছাড়াও আপনাদের চলে যাবে, যা আপনার বক্তব্য থেকে মনে হয়, তবে আমি যা বলে আসছি সেটা ই আপনি ও সমর্থন করলেন না কি, যে সাইট এর লোকজন গ্রুপ কে পাত্তা ও দেয় না, আর নিচু নজরে দেখে? তাহলে গেটেড কমিউনিটি বলতে অসুবিধা কথায়?

    আর KC বাবু, আপনি লুপ এ ঘুরতে থাকুন, বেরোতে না পারলে জানাবেন, দারোয়ান কে খবর দেব. আমি একটু নৈশভোজ সেরে আসি.
  • sda | 117.194.198.119 | ০২ এপ্রিল ২০১২ ২১:৩৯541721
  • আমার যা যা বলার ছিল টিমদা সব বলে দিয়েছে।
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২১:৪০541722
  • টিম বাবু কে আরেকটা কথা বলি, একটা গুচ্ছে বসে পরস্পর গা চুলকালে সেটা সুরক্ষিত ব্যাপার অবশ্য ই, কিন্তু এতে কুপমন্ডুকতা র আবির্ভাব হয়, যেটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে. যদি গুরু কে সমাজের প্রতি স্তরে ছড়িয়ে দিতে চান, তাহলে সমাজের মাধ্যম ব্যবহার করা উচিত বলে ই আমার মনে হয়, আর টা যদি না চান, তবে মৌমাছি র চাক হয়ে ই থাকুন, এখন আপনাদের হাতে আপনারা কি চান. আমি ভেবেছিলাম আপনাদের উদ্দেশ্য হয়ত অনেক মহত, যাতে গুরু সমাজের অনেক স্তরে ছড়িয়ে যায়, গুরু কে যাতে সাধারণ মানুষ নিজের করে ভাবে, কিন্তু আমার ধারণা টা ভুল মনে হচ্ছে.
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২১:৪২541723
  • আর বাকি অনেকের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা ও হয়ে গেল. আর গুরু র মুখ্য উদ্দেশ্য সম্পর্কে ও.
  • ppn | 202.91.136.71 | ০২ এপ্রিল ২০১২ ২১:৪৩541724
  • ফেসবুক সমাজের সকল স্তরে ছড়িয়ে গেছে?!

    এইটা মূলত দাবি?
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২১:৪৫541725
  • আপনারা সব মহান, আমার কোনো দাবি নেই. আপনারা যেভাবে ভাবেন, পৃথিবী টা সেভাবে ই ঘোরে.:)
  • Tim | 198.82.28.188 | ০২ এপ্রিল ২০১২ ২১:৪৬541726
  • নিচু নজর টজর কিছু না। ওটাকে আমি গুরুচন্ডালী ফ্যান ক্লাব মনে করি। এবং আমি নিজেও সেই ক্লাবের সদস্য। এবার, কেউ যদি ল্যাদ বা অন্যান্য অসুবিধের কারণে গুরুতে না এসে উঠতে পারেন, তবে তাকে গুরু কমিউনিটির সদস্য বলতে আমার আপত্তি আছে। তাতে যদি আপনার মনে হয় যে আপনাদের ছাড়াও চলবে বলছি, তাতে আমি নাচার। আমি বরং আপনাদের এখানে আসতেই বলছি। দয়া করে ইউজার ফ্রেন্ডলি নয় ইত্যাদি বলবেন না। এটা ব্যাঙ্ক বা হাসপাতাল বা ইউনিভার্সিটি না যে গুরু ছাড়া মানুষের চলবেনা। যাঁরা আসবেন তাঁরা স্বেচ্ছায় ডিসপোজেবল সময় কাটাতেই আসবেন।

    আর সত্যিই, যদি ইউজার ফ্রেন্ডলি না হওয়াই একমাত্র সমস্যা হয়, তাহলে সেইগুলো না সারিয়ে খামোখা একটা শর্টকাট কেন? সাইটের সমস্যা ঠিক করার সময়, অর্থ ও ভলান্টিয়ার যদি না থাকে ( আমি জানিনা সেটা সত্যি কিনা, তাও জাস্ট পসিবিলিটি হিসেবে বললাম) তাইলে গুরুর মেইন সাইটটা তুলে দিলেই হয়! ফেবু টেকনোলজি তো অনেক অ্যাডভান্সড, পুরোটা ওখানেই শিফট করে যাক। পোষালে যাবো, না পোষালে কাটিয়ে দেবো। কিন্তু একটা সমস্যা বাইপাস করতে গিয়ে হাজারটা তৈরী করার অর্থ খুঁজে পাইনি।
  • sda | 117.194.198.119 | ০২ এপ্রিল ২০১২ ২১:৪৭541727
  • সমাজের অনেক স্তরে না ছড়ালে, কিছু "এলিটিস্ট" and/or আঁতেল জনতার আড্ডাখানা হলেই বা ক্ষতি কি ? বরং ইজি অ্যাকসেস পেলে আলবাল জনতার ভিড় বাড়বে, তখন আবার লোকজনকে রাত জেগে স্প্যামার তাড়াতে হবে !
  • Sam | 117.192.232.76 | ০২ এপ্রিল ২০১২ ২১:৫১541729
  • একটা ব্লগ সাইট খোলার প্রস্তাব দিয়েছেন বিপ্লব দা, তাতে আমি সম্মতি জানিয়েছি, এতে হাজার টা কি সমস্যা হলো বুঝলাম না যে তার বক্তব্য কে হ্যাটা করা হলো. আর ইউসার unfriendly তো অবশ্য ই, সে আপনারা মানুন বা না মানুন. অর্ধেক সময় সার্ভার ডাউন থাকে, আর এটা জেনে রাখবেন যে লোড সামলানো র জন্য আমার যেটুকু জ্ঞান তাই দিয়ে আমি চেষ্টা করেছি সাইট এর সার্ভার যাতে এরকম না করে, মনে করবেন না যে আমি সুধু গ্রুপ এর পেছনে ই সময় দিছি. এই সাইট টা র জন্য ও কিছু চেষ্টা করেছি ইপ্সিত দি কে জিগ্গেস করতে পারেন.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন