এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৩৬৯০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.29.52 | ০২ এপ্রিল ২০১২ ২৩:২৬541797
  • সেসব তো হচ্ছে (বলেই শুনছি)।
  • SC | 150.212.35.102 | ০২ এপ্রিল ২০১২ ২৩:৩৫541798
  • আমি অনেকক্ষণ ধরে একটা জ্ঞান শুনছি এক গুরু সাইটে লিখতে নাকি অনেকের অসুবিধের কথা জানাচ্ছেন। তাই জন্য নাকি একসেস পাওয়া সহজ নয়।
    কি অসুবিধে এখনো কেউ বললো না। অথচ সেটার উপরে বেস করেই পুরো তর্কটা।
    অসুবিধে কি? আমার বাড়িতেও কম্পিউটার, তাদের বাড়িতেও কম্পিউটার। তারা তো ছেনি হাতুড়ি গিয়ে লিখছেন, আর আমি প্রইভিলেজড, তাই কম্পিউটার দিয়ে লিখছি, এমন তো নয়।
    কম্পিউটার বলে একটা মেশিন, তাতে কিছু ফ্রি সফটোয়্যার, জানলা মেশিন যাদের, দুমদাম করে মাউস হাতে ক্লিক মারবেন, নেমে যাবে। এতে এত হাতিঘোড়া কি প্রিভিলেজের ব্যাপার হয়ে গেলো যে প্রলেতারিয়েত পাচ্ছে না?
  • pi | 137.187.241.5 | ০২ এপ্রিল ২০১২ ২৩:৩৭541799
  • পিনাকীদা, পুরোপুরি একমত।

    টিম, এই সাইটের লেখাপত্তর দেওয়া, সাইটে লেখার পদ্ধতি বাতলানো, কত কী করা হয়েছে, আর তার কী ফল হয়েছে, সেগুলো নিয়ে সময় পেলে কখনো লিখবো। যদিও লিখতে গেলেই ঢাক ঢোল পেটানি তির্যক সংক্রান্ত মন্তব্য শুনতে হবে।
    ঐ কাজগুলো করতে এতটা সময় যায় (এবার হয়তো শুনতে হবে, এই নিয়ে কাঁদুনি গাইছি। শোনাচ্ছি। কাঁসি পেটাচ্ছি। বা কে করতে বলেছে ইত্যাদি) যে তারপর এখানে তার এক্ষপ্ল্যানেশন দেবার সময় বিশেষ থাকেনা। আর দেবার প্রয়োজনীয়তাও সেভাবে আগে বোঝা যায়নি। খতিয়ান দেবার সেভাবে ইচ্ছাও হয়নি।
    সময়ের সত্যি টানাটানি। তবু সময় পেলে লিখবো বা অন্যরাও লিখবেন হয়তো।
    আর হ্যাঁ, এখানে যাঁরা ফে বু থেকে লিখছেন, তাঁরা সবাই সেই চেষ্টা করেছেন। করার পরে অসুবিধার কথাগুলো লিখেছেন।
    সাইট আর ফেবু দু জায়গা থেকেই অনেকে অনেক কিছুই করেন। গুরুকে ভালোবেসেই করেন।আর গুরু সবাইকে নিয়েই চলতে চায়।
  • pinaki | 122.164.113.198 | ০২ এপ্রিল ২০১২ ২৩:৪৩541800
  • এই পেজ আর গ্রুপ এর কি তফাৎ সে আমি জানিই না। তাই আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে একটা অসুবিধে বোধহয় থেকেই যাবে। যেমন আমার অফিসে ফেবু খোলে কিন্তু গুরু ব্লকড। এবার যদিও আমি নিজে ফেবুতে চ্যালেঞ্জড, কিন্তু আমার মত কেউ চাইতে পারে গুরুর একটা ফেবু ভার্সন থাকুক। সেটা কিভাবে সলভ হবে আমি জানি না। তুই বলছিস গুরুকে আরো ইউজার ফ্রেন্ডলি করে ফেললে ফেবু গ্রুপকে তুলে দেওয়া যায়। আমার মনে হয় না সেটা অদূর ভবিষ্যতে সম্ভব হবে বলে। মানে টেকনিক্যালি গুরু তো ফেবু হতে চায়ও না, চাইলে এখুনি সেটা হতেও পারছে না। কাজেই যারা ফেবুর টেকনোলজির মধুতে অভ্যস্ত, অথচ গুরুর কমিউনিটি ফীলিংটা পেতে চায়, তাদের চাহিদা ক্যাটার করা যাবে কিভাবে? প্রশ্ন আসতে পারে সবার চাহিদা ক্যাটার করতে হবেই বা কেন। সেখানে আমার অবস্থান হল অ্যাজ লঙ অ্যাজ তা গুরুর মূল উদ্দেশ্য বা চরিত্রের সাথে মুখোমুখি দাঁড়াচ্ছে না, সেটা করাই যায়। যদি সেই বনের মোষ তাড়ানোর মত লোক থাকে। এখানেও তো সেরকম কিছু লোক ফেবুর গ্রুপ থেকে উঠে এসেছেন, যাঁরা সক্রিয়ভাবে গ্রুপটা মেনটেন করছেন। এইসব সমস্যাও আগামীদিনে তাঁরা সামলে নেবেন বলে আশা করা যায়।
  • pi | 137.187.241.5 | ০২ এপ্রিল ২০১২ ২৩:৪৭541801
  • জাস্ট একটা কথা জানিয়ে দিয়ে যাই। এই সাইট 'বনাম' গ্রুপের ভুল বোঝাবুঝি কাটতে সেটা সাহায্য করবে কিনা জানিনা। এঁরা কেবল ফেবু গ্রুপের জন্যই কাজ করছেন, তা ঠিক না। গুরুর 'সাইটে' যে লেখাগুলি ওঠে, তার জন্যও তাঁরা নানাভাবে সাহায্য করে থাকেন। 'সাইটের' লেখাগুলো অন্যদের পড়ানো ছাড়াও।
  • pi | 137.187.241.6 | ০২ এপ্রিল ২০১২ ২৩:৫৭541802
  • ekhunigrupegiyeshreeparNaareimesejaTaadekhalaam

    "ekghontadhoresiteelekharcheshtakorchhi...pagolhoyegelam..postholona..barbar "pleasere-try" bolchhe..kikorbo?? :(

    savekorlamtogadharmotosavekorlambanglaversionta..jetapostkorle "pÉjc¡lp¡®bHLjazzHLV¡Lb¡h¤®TEW®af¡lÏRe¡®k®gph¤L-HlNˤfÏe®uH®a¡aLরে Bp®R®Le? p¡CVa¡lS¡uN¡ulNˤfa¡lS¡uN¡uB®RzzNˤfHÏhÏiæÏhouÏe®uB®m¡Qe¡qu,H®apjpÉ¡®L¡b¡u??L¡®l¡lp¡C®VÏmM®ap¤Ïhd¡quL¡®l¡lNˤfH,,HV¡Ïe®uH®a¡h®š²¡hÉBp®R!! Bj¡l®a¡NˤfHÏmM®a®hÏnp¤Ïhd¡quzzL¡leHM¡®eÏmM®aBj¡lM¤hAp¤Ïhd¡quzzHLO¾V¡lB®N®mM¡®noquÚe¡zza¡lJfl®f¡ØVLl®aJpjpÉ¡quzzB®NlÏceBÏjÏûenVÏe®u®jCmL®lÏRHM¡®e®mM¡®f¡ØVLl®af¡lÏRe¡h®mzz
    Bl®L¡eNˤf-HpjpÉÏhaLরে ®eChm¤e®a¡?? phNˤfHCB®RzzHLV¡Nˤfb¡L®m®pM¡®eÏhÏiæÏhouÏe®uB®m¡Qe¡qJu¡V¡C®a¡ü¡i¡ÏhLzz
    HV¤L¤ÏmM®aÏN®uBj¡lq¡mM¡l¡fq®u®N®Rzzx(
    " erokomdekhachchhe...:'( "
    -------------------------------------------
    hyaa`n, samaadhaantoabashyaiaachhe.kintuJelikhateipaarachhenaa, seseTaajaanaabekeekrae ? eTaaemankeulikhechhe, JeagekayekabaarposTkarechhe.taaraparfosamasyaahachchhe.shuruteaaroanekeraarohay.taarmaaneeinaa, sabaarfihabe.baahaleseTaataardoshh.phebusyaabhinaahaoyaaTaaoJemandoshhernay.
    kampiuTaar , braaujaarityaadinaanaaphyaakTarkaajkare.kakhankothaaykaarlikhateparhateaaTakaay.
    aabaarermaaneeonayJephebubheeshhaNbhaal.ekhanephebugruperlokajanfilikhechhe, inTAraphesersamasyaarjanyaalochanaakeebhabehaariyeJaay, khu`njepaaoyaajaayanaaityaadi.segulosaaiTeabashyaianekanekbhaalo.
    tabe, eTaajaasTekaTaanamunaa.emanimesejeseithaake.JathaasambhabcheshhTaakaraahay, seTaadUrkarate.kintujanejanesabasamayhayatosambhabhayanaa.aaranekasamayeguloaalaadaakarejaanateopaaraaJaayanaa.lokelikhatenaaperehaalchherhegrupelikhateshurukaredyaay, seTaaiaasteaasteabhyeshayeJaaiityaadi.
  • pi | 137.187.241.6 | ০৩ এপ্রিল ২০১২ ০০:০৫541803
  • আর হ্যাঁ, 'গ্রুপে' এই যে রাতভর আলোচনার 'ডক' সেভ করার কথা হয়েছে, বা যেগুলো করতে পারা যায়নি,তার অনেক কিছুই 'সাইট' এর লেখা, ' সাইটের' টই এর লেখা সংক্রান্ত আলোচনা কি টইয়ের আলোচনার রেশ ধরে পোস্টপত্তর।

  • pi | 137.187.241.5 | ০৩ এপ্রিল ২০১২ ০০:১৭541804
  • Ekak, siteerbarnanathekeektabakyotuledilam.

    সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি,এখানে।

    aralheencommunityiGururusp.
  • kd | 74.66.241.238 | ০৩ এপ্রিল ২০১২ ০১:৫৫541805
  • পিনাকীর পোস্ট পড়ে জানলুম আমার বিপ্লবকে লেখাটি আক্রমণাত্মক। আসল উদ্দেশ্য ছিলো কাঠি করা (শেষে স্মাইলিও দিয়েছিলুম), যা এখানে আখতার হয়ে থাকে। তবে আমার উদ্দেশ্য যাই হোক না কেন, যাঁকে লেখা, তিনি কী মনে করছেন, সেটাই মুখ্য। আমি বিপ্লবের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আর এই পোস্ট পড়ে যদি অন্য কারুর খারাপ লাগে, বা অপমানিত বোধ করেন, আমি তাঁদের কাছেও ক্ষমাপ্রার্থী।

    আর একটি ব্যাপারেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যাম বেশ কয়েকবারই জানিয়েছেন যে উনি ওনার অনেক সময় দিয়েছেন গুরুচন্ডালী প্রকাশনীর বিভিন্ন প্রজেক্টে এবং এর মধ্যে শুরু-গুরুও আছে। পাইদিদির এক রিসেন্ট পোস্টে স্যাম ও ওনার মতো অন্যান্যদের কϾট্রবিউশনের উল্লেখ দেখলুম। দু:খের কথা, এই সব আমার জানা ছিলো না। আমি শুধু ওনাদের কাছে শুরু-গুরুর অ্যাক্সেস বাজে, সফ্‌টওয়্যার আউটডেটেড, লেখাই যায় না ইত্যাদি নিন্দেই শুনেছি, কখনও বিন্দুমাত্র প্রশংসা শুনিনি। তাই ভুল ধারণাবশত: আমার এই আচরণ। যাই হোক, আর হবে না। আমার মত ম্যাঙ্গো পাঠকের অশালীন আচরণে এই প্রকাশনীর কোন ক্ষতি হোক, চাই না।

    একটা অনুরোধ, এবার গুরু'র থীমটা পাল্টে ""আসুন, বুনো আগাছাগুলো উপড়ে ফেলে একটি সাজানো বাগান তৈরী করি'' করলে কেমন হয়?
  • Siddhartha | 131.104.32.147 | ০৩ এপ্রিল ২০১২ ০২:২২541807
  • ফেসবুক গুরুটা একটু ভুলভাল। ওখানে যাওয়া কঠিন। সাইট ফার মোর কমফর্টেবল

    ফেসবুক গুরুটা তুলে দিলেই হয়, বা কুলদা রায়-এর হাতে ছহেড়ে দেওয়া হোক
  • Siddhartha | 131.104.32.147 | ০৩ এপ্রিল ২০১২ ০২:৩৭541808
  • আরেকটা সাজেশন দিচ্ছি। ফেসবুক গুরু থেকে সকলকে ব্যান করে শুধু কুলদা রায় আর ফারহাদ মাজহার কে রাখা হোক। আর একতা টপিক খুলে দিয়ে আসা হোক 'বাংলাদেশের জামাতীরা কি বামপন্থী মতাদর্শকে গ্রাস করে নিচ্ছে?'

    সাইটটাকে ওপেন রাখা হোক সকলের পড়ার জন্য। আর মাঝে মাঝে কয়েকটা ফেককে শুধু এϾট্র দেওয়া হোক, যেমন পুরন্দর ভাট ইটিসি

  • a | 65.204.229.11 | ০৩ এপ্রিল ২০১২ ০২:৪১541809
  • আগাছা কি না বা বুনো কি না, সেটা ঠিক করে দেবে কে? ল্যালা তত্ব ভুলে গেলে চলবে?
  • Siddhartha | 131.104.32.147 | ০৩ এপ্রিল ২০১২ ০২:৫২541810
  • আচ্ছা আমার একটা কূট প্রশ্ন আছে। বিপ্লব রহমান-দা যখনি কিছু কথা বলেন, বলেন 'চন্ডাল এই মনে করে', বা 'চন্ডালের মতে এরকম হোক' ইটিসি।

    এই চন্ডালটা কে? তার সাথে বিপ্লবের কি সম্পর্ক? বিপ্লব কি চন্ডালের স্পোকস-পার্সন? মানে, চন্ডাল বলে কেউ কি আছেন যিনি এখানে লিখতে চান না, বা লজ্জা পান, তাই বিপ্লবকে অ্যাপয়েন্ট করেছেন?

    নাকি বিপ্লব দা হ্যারি পটারের সেই ডবি, অথবা মিস্টার ইন্ডিয়ার মোগাম্বো? মনে করুন ডবির ডায়লগ, 'ডবি মাস্ট নট লিভ হ্যারি পটার', 'ডবি উইল ডাই নাউ'। অথবা 'মোগাম্বো খুশ হ্যায়'।
  • SC | 150.212.35.102 | ০৩ এপ্রিল ২০১২ ০৪:১২541811
  • এখনো অবধি যা হয়েছে:
    ব্রেকিং নিউজ: গুরুর বেঙ্গল লাইন আর দিল্লী লাইনের মধ্যে তীব্র চাপানউতোর।

    ট্যান ট্যান ট্যান......

    একদিকে রয়েছেন শুরুগুরুর লোকেরা, বুদ্ধিজীবি, নিজেদের গেটেড কমিউনিটি তৈরী করেছেন।
    বুদ্ধি করে এমন এক কঠিন সফটওয়্যার বানিয়েছেন যে সর্বসাধারণের মতপ্রকাশ অসম্ভব হয়ে উঠেছে।

    কিন্তু বিপ পাল অনেকদিন আগেই বলে গেছেন, সোশাল মিডিয়ার হাত ধরেই আসবে কাউকম।
    অবশেষে সে দিন আগত। দুই বাংলার মানুষ মিলিত হয়েছেন ফেবু গুরু নামের যৌথখামারে।
    সেখানে প্রলেতারিয়েতের অবাধ দ্বার, সত্যিকারের গণতন্ত্র, শুরুগুরুর বুর্জোয়াদের মতো গজদন্তমিনারের গণতন্ত্র নয়।
    কিন্তু য়ৌথখামারেও আগুন লাগে। যথারীতি সেই মুক্ত গণতন্ত্রের সুযোগ নিতে এসেছিলো কিছু প্রতিক্রিয়াশীল দালাল।
    (পার্টির রিপোর্ট বলছে শুরুগুরুর লোকেরাই চক্রান্ত করে পাঠিয়েছিলো এই জামাত বাহিনীকে।অচাদ্দিকে গভীর চক্রান্ত কমরেড। গভীর চক্রান্ত...)।

    তো সে যাইহোক, ফেবু গুরুর যৌথখামারে সাম্রাজ্যবাদী ভাড়াটে বাহিনীর আগুন লাগার পরে শুরুগুরুর বুদ্ধিজীবিরা বৈঠক করলেন। সেখানে প্রস্তাব এলো এই যৌথখামার বন্ধ করে দেওয়ার।অঠিক হলো থিওরি পুনর্বিবেচনা করতে হবে। বুদ্ধিজীবিদের রোলটা কি হওয়া উচিত বিপ্লবে। শ্রমিকে শ্রেণীর নেতৃত্ব কি থাকবে?

    এদিকে বুদ্ধিজীবিরা যখন বৈঠক করছেন, ফেবু গুরুতে তখন রাতভর গোলাগুলি। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রাতভর তখন চলছে সংগ্রাম। অবশেষে এল জয়। কিন্তু প্রতিক্রিয়াশীলদের তো রোখা গেলো, নিজেদের পার্টির কি হবে। দিল্লীতে তো পার্টি পলিটবিরো অন্য ডিশিসন নিয়ে ফেলেছে। তীব্র প্রতিবাদে গর্জে ঊঠলেন সেখানকার মানুষ। কিন্তু যেহেতু তাহারা সাবাল্টার্ন, কথা কইতে পারেন না। তাই এখানে পার্টির তরফ থেকে কেউ কেউ এলেন এবং জানালেন যে "চন্ডালেরা বলছে......"।

    এরপরেই শুরু হলো সংঘাত। একদিকে গজদন্তমিনারের শিক্ষিত বুদ্ধিজীবি, অন্যদিকে প্রলেতারিয়েতের নেতৃবৃন্দ।
    মলোটভ ককটেল নয়, সংঘাতের অস্ত্র টীকা এবং টিপ্পনী।
    আপাতত সিস ফায়ার। সকলে ঘুমুতে গেছে।অকাল আবার হবে।অসঙ্গে থাকুন।
  • pi | 137.187.241.6 | ০৩ এপ্রিল ২০১২ ০৪:২৪541812
  • সিদ্ধার্থ, SC, :D
  • pi | 137.187.241.6 | ০৩ এপ্রিল ২০১২ ০৪:২৬541813
  • কিন্তু SC, রঞ্জনদার কন্সপিরেসি থিয়োরীটাকে কোনোভাবে একটু জায়গা দিলিনা?
  • tatin | 117.197.65.50 | ০৩ এপ্রিল ২০১২ ০৭:০১541814
  • তাছাড়া, শুরুগুরুর একটা এনারাই, নয়ডা কিম্বা নিদেনপক্ষে নিউটউন মার্কা চরিত্র আছে। ম্যাঙ্গো ব্যাপারটা খুব কম
  • ho ho ho | 14.99.215.94 | ০৩ এপ্রিল ২০১২ ০৭:৫১541815
  • এই সম ফম এর গুয়ের ভাঁড় কবিতাগুলো গুরুতে পোস্ট করে। আপনারা দলে দলে ভাল ভাল কোমেন্ট কোরে দিন। দেখবেন খুশি হোয়ে গেছে। ফেসবুকের পাবলিক বেসিকালি ভিখমাঙ্গা টাইপ, লাইক না পেলে কেন্দে মোরে জায়।
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ০৯:১১541816
  • অনেক কথা চালাচালি হয়ে গেছে, উত্তপ্ত এবং শীতল। কাল সন্ধ্যে থেকেই আমি মোবাইলে পড়ে চলেছিলাম, কিন্তু অসম্ভব মাথা যন্ত্রণা করছিল বলে কম্পিউটার খুলি নি। কেবল পড়ছিলাম মোবাইলে, মোবাইলে লেখা একটু চাপ বলে লিখি নি।

    স্যাম, সে তিনি সম্বুদ্ধ আচার্য হোন বা সম্পূর্ণা খাশনবিস, যে-ই হোন, কিছু কিছু পয়েন্ট রাখতে গিয়ে আকা এবং অন্যান্যদের কথায় একটু উত্তপ্ত হয়ে মৌমাছির চাক, গেটেড কমিউনিটি এবং তৎসংক্রান্ত চাকে খোঁচা মারার উপমা দিয়েছেন টিয়েছেন।

    তা, সেই শ্রমিক মৌমাছিদের পক্ষ থেকে আমি কিছু কথা বলতে চাই। নিতান্তই নিজস্ব। গুরুর বক্তব্য নয়। আমি এডিটোরিয়াল বোর্ডে নেই, পাতি পাঠক, মাঝে মধ্যে বুলবুলভাজা বা কূটকচালি লিখে থাকি।

    স্যাম, গেটেড কমিউনিটি কাকে বলে?

    একটু সময় বের করে আমি পুরনি কিছু টইয়ের লিংক এখানে পোস্ট করে দেব, পড়ে দেখো (তুমি বললাম বলে রাগ কোরো না, তুমি আমারই বয়েসী হবে হয় তো) গুরুর মূল উদ্দেশ্যটাই হচ্ছে খোলা চারণভূমি। এখানে আবাহন নেই, বিসর্জন নেই। যে কেউ আসতে পারে, যা খুশি লিখতে পারে, যা লিখবে, সেই লেখার দায়িত্ব তার নিজের। কোনও পিঠ চুলকুনি নেই, আহা আপনার লেখা কবিতা কী সুন্দর হয়েছে, ওহো আপনার কাঁঠালের রচনা তো অসাধারণ , এ সব নেই। উল্টোটাও নেই। অনর্থক দাগিয়ে দেওয়া নেই। আপনি তো মশাই পাঁড় বিজেপি, আপনি কবিতা লিখলেও সেটা খারাপ, আপনি পোবোন্ধো লিখলেও সেটা খারাপ। এখানে কোদালকে কোদাল বলা হয়। অনেকে আসেন, লেখেন, থেকে যান, অনেকের অসুবিধে হয়, পোষায় না, সরে যান, আজকের নেটের দুনিয়ায় বাংলা ব্লগ / নেটোয়ার্কিং সাইটের কিছু কমতি নেই, অনেকে আছেন, যাঁরা নীরব পাঠক / পাঠিকা, আমরা তাঁদের নীপা বলি, তাঁরা লেখেন না, শুধু পড়েন। অনেকে রাগ করে চলে যান, রাগ কমলে ফিরে আসেন, অনেকে আবার আসেন না, অনেকে মনে করেন এই সাইটের কনটেন্ট তাঁদের পক্ষে হাইফান্ডা, এখানে দশটা গুগুল তেত্তিরিশটা উইকি না ঘেঁটে লিখলে আওয়াজ খাবার প্রভূত সম্ভাবনা। অনেকে মনে করেন, এই সাইটটা তাঁদের মেধার উপযুক্ত নয়, নিতান্তই কিছু হ্যাহ্যা করা এনারাই পাব্লিক এখানে খিল্লি করে থাকে।

    অনেকের কাছে এখানে বাংলা টাইপ করা দুর্বিষহ সমস্যা, যদিও অভ্র ইউজ করা তাঁদের কাছে অত্যন্ত সোজা (এক রহস্য)। অনেকের কাছে এখানে পোস্টের সঙ্গে আইপি অ্যাড্রেস ছাপা হয়, যে কারণে তাঁরা লেখন না। মোটা মাথায় এটা ঢোকে নি, আইপি অ্যাড্রেস ছাপা হলে ঠিক কী লেভেলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আইপি ছাপা হয় যখন, তার নিশ্চয়ই একটা কারণ আছে।

    তো মোদ্দা কথা, কারণ অনেক, সেই সব কারণে, কেউ এখানে লেখেন, কেউ লেখেন না, কেউ পড়েন, কেউ পড়েন না। সো ফার সো গুড। গুরু আনন্দবাজার পত্রিকা হতে চায় না, যে ডেলি এত লক্ষ হিটকাউন্ট না হলে আমাদের পেটের ভাত হজম হবে না। দশজন লোকও যদি আসেন, তাইই সই। একশোজনের দরকার নেই।

    এখানে টই আর ভাটিয়ালিতে সমস্ত লেখা আনমডারেটেড। কোনও লগিন পাসোয়ার্ডের গল্প নেই সাইটে। এত কিছু হবার পরেও, সেই ২০০৬ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে, মাত্র দুটো পোস্ট ডিলিট করতে হয়েছে। প্রথম অপ্রীতিকর পোস্টের পরে এখানে আইপি অ্যাড্রেস দেওয়া শুরু হয়। তার আগে কোনও বালাই ছিল না এখানে। যে কেউ যে কোনও ছদ্মনামে লিখতে পারেন, কিন্তু তা সত্বেও আজ পর্যন্ত এখানে কেউ ছদ্মনামের আড়ালে কারুর প্রতি কোনও নোংরামো চালান নি। সেই অর্থে এখানে সবাই ফেক। সিকি, আকা, রিমি, ডিডি, পাই, হুতো, ঝিকি, কিকি, বেন আর্ফা সব্বাই ফেক। কিন্তু এক অদ্ভূত অলিখিত নিয়মে এখানে আমরা সবাই পরস্পরকে প্রাপ্য স্পেস দিয়ে চলি, আলোচনা করি।

    আর ফেসবুকে? সেখানে অ্যাকাউন্ট না থাকলে লেখাই যাবে না। কেউ যদি ফেসবুকে অ্যাকাউন্ট না রাখে, তার কছে ফেবু গুরু অর্থহীন, মূল্যহীন।

    গত দু বছরে (দু বছরই তো?) ফেবু গুরু গ্রুপে কতগুলো পোস্ট আজ অবধি ডিলিট করতে হয়েছে? কতগুলো প্রোফাইল ব্যান করতে হয়েছে? কতবার হ্যাকিংয়ের ঝামেলা পোয়াতে হয়েছে? কী লেভেলে সেখানের প্রতিটি পোস্টকে স্ক্রিনিং করা হয়, পুলিশিং করতে হয়, সময় দিতে হয়? মৌমাছির চাকে ঢিল মারা স্যাম, একটু তুলনা করে দেখবেন কমরেড।

    (লেখার আরও অনেক আছে, পুরোটা পড়ে তারপরে উত্তর দেবে)।
  • Siddhartha | 131.104.241.62 | ০৩ এপ্রিল ২০১২ ০৯:১৭541818
  • একটা জিনিস মানতে পারলাম না।

    অভ্র থাকলে লেখা যায়। কিন্তু ম্যাকে অভ্র নেই। তখন বাংলা লেখার যে কি বাঁশ, সেটা ভুক্তভোগীরাই জানে :(
  • tatin | 117.197.69.208 | ০৩ এপ্রিল ২০১২ ০৯:১৯541819
  • যে অভ্রয় লেখে তার পক্ষে দুম করে আরেকটা এডিটরে লেখার চাপ এই কারণেই যে কি ম্যাপগুলো আলাদা।
  • tatin | 117.197.69.208 | ০৩ এপ্রিল ২০১২ ০৯:২০541820
  • আর ম্যাক একটা বালের জিনিস, ওসব যারা ইউজ করে তাদের চাপ খাওয়া দেখলে হেভি মস্তি হয়
  • SC | 63.131.47.67 | ০৩ এপ্রিল ২০১২ ০৯:২৮541821
  • যাস্লা,তাতিন ম্যাককে গাল পাড়ে কেন? গাল পাড়তে হলে জানলা কেই আগে পাড়া উচিত।
    সিদ্ধার্থ আপনি এইটা দেখুন তো। আমি ম্যাক কোনোদিন ব্যাবহার করিনি। তাই বলা মুস্কিল।

    http://t.co/E1WFlgtf
  • Siddhartha | 131.104.241.62 | ০৩ এপ্রিল ২০১২ ০৯:২৯541822
  • এই তাতিন মাইরী পুরো গান্ধীর চুল হয়ে গেছে। নতুন কিছু দেখলেই খিস্তোয়।

    এস সি, থ্যাঙ্ক ইউ। দেখছি।
  • tatin | 122.252.251.244 | ০৩ এপ্রিল ২০১২ ০৯:৪১541823
  • ম্যাক আবার নতুন হলো কবে থেকে? নতুন কিই বা আছে ওতে? কেবল একগুচ্ছ দাম, ব্যাস্‌
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ০৯:৫৫541824
  • গত দু বছরে (দু বছরই তো?) ফেবু গুরু গ্রুপে কতগুলো পোস্ট আজ অবধি ডিলিট করতে হয়েছে? কতগুলো প্রোফাইল ব্যান করতে হয়েছে? কতবার হ্যাকিংয়ের ঝামেলা পোয়াতে হয়েছে? কী লেভেলে সেখানের প্রতিটি পোস্টকে স্ক্রিনিং করা হয়, পুলিশিং করতে হয়, সময় দিতে হয়? মৌমাছির চাকে ঢিল মারা স্যাম, একটু তুলনা করে দেখবেন কমরেড।

    পছন্দমত লেখা যায় না, আপত্তিকর কথা অনেক লোক লেখেন সেগুলো ধরে ধরে ডিলিট করা হয়, কেউ কেউ হাইকোর্টে গিয়ে মামলা ঠুকে আসার ভয় দেখান, কেউ গালাগাল দ্যান, আমরা যারা ভেটেরান গুরুবাদী, তারা এসবে অভ্যস্ত নই। আমরা খিল্লির মোড়কে গম্ভীর আলোচনা করতে ভালোবাসি। সেখানে কাউকে ধর্ম নিয়ে গণহত্যা নিয়ে হাইকোর্টের অপমান নিয়ে ঠোকাঠুকি করি না। রাজনৈতিক তরজা চলে, ব্র্যান্ডিং চলে, আপনি পাঁড় সিপিএম, ও পাঁড় তৃণমূল, চলে, কিন্তু সেটা মজা করেই চলে, কেউ কাউকে মন থেকে ঘেন্না করেন না। মায়াপাতার কথা কাটাকাটি মায়াপাতাতেই শেষ করেন, হাইকোর্ট অবধি টেনে নিয়ে যাবার কথাই ওঠে না। এখানে কেউ ওসব নিয়ে কোনও চাপে থাকে না। এখানে আমরা গীতা কোরান মহম্মদ রামকৃষ্ণ যীশুখ্রিষ্ট সবার নির্মোহ ব করি, সব্বার প্যান্টুল ধরে টানাটানি করি, তাতে কারুর কোনও অসহিষ্ণুতা প্রকাশ পায় না। এন্ড অফ দা ডে, আমরা সবাই বিভিন্ন নামের আড়ালে ইন্ডিভিজুয়াল। পোষালে লিখবো, না পোষালে লিখব না। আবাহনও নেই, বিসর্জনও নেই।

    কোনটা গেটেড কমিউনিটি হল, স্যাম?

    ২০০৬ সালে সৈকত যখন প্রথম এই সাইট বানায়, তাতে ছিল শুধু ভাটিয়ালি। সেই সময় থেকে আমি গুরুর সঙ্গে যুক্ত। যুক্ত মানে, লেখালেখির মাধ্যমে যুক্ত। তার আগে আমরা অন্য কোথাও লিখতাম, সেখানে মডারেশনের ঝামেলা ছিল, টাইপিংয়ের সমস্যা ছিল। তাই এই খোলা চারণভূমি বানানো হয়েছিল। আজ তাই যখন একে কেউ গেটেড কমিউনিটি বা গজদন্তমিনার বলেন, মনের মধ্যে একটু হলেও খারাপ লাগে। শূন্য থেকে গুরুচন্ডালিকে তৈরি হতে দেখেছি, কখন আস্তে আস্তে মিশে গেছি এর অ্যাক্টিভিটির সঙ্গে। গুরুচন্ডালি ডট কম আমার দ্বিতীয় সন্তান, আমার দ্বিতীয় প্রেমিকা।

    ২০০৬-এ যখন শুরু হয়েছিল গুরুর যাত্রা, তখন ফেসবুক এক্সিস্ট করত না, সোশাল নেটোয়ার্কিং বলতে লোকে জানত অর্কুট। গুগুল ট্র্যান্সলিটারেট ছিল না, ইউনিকোড তেমন পপুলার ছিল না, ছিল শুধু বাংলালাইভ আর অন্য কিছু সাইটের টাইপিং পদ্ধতি।

    গুরুর আগে ও পরে, গুরু ছাড়াও অনেক ভালো ভালো বাংলা সাইট বাজারে রয়েছে। পরবাস, সচলায়তন, সামহোয়্যারইনব্লগ। আমরা গুরুর পরিসরে কখনও অন্য সাইটের নিন্দেমন্দ করি নি। ভালো লাগলে লিংক দিয়েছি। কিন্তু খারাপ কথা বলি নি। তা হলে, এই ফেসবুক গুরু সম্বন্ধে কেন বলছি?

    ব্যক্তিগতভাবে, আমার কাছে, গুরুচন্ডালি ফেসবুক, ইজ নাথিং বাট অ্যানাদার বাংলা ব্লগ সাইট, বা নেটোয়ার্কিং সাইট। ফেসবুক পেজটা খোলা হয়েছিল মূল গুরুচন্ডালি গ্রুপের প্রোপাগান্ডা করার জন্য, কিন্তু আগেও লিখেছিলাম, কাল এককের লেখায় আবারও বোঝা গেল, ফেসবুক গুরু পেজে ই®¾ট্রাডাকশনের ভিজিবল অংশটুকু পাঠ করে আদপেই বোঝা যায় না যে গুরুচন্ডালি ডট কম একটি ওয়েব পত্রিকা, একটি ভার্চুয়াল আড্ডাখানা। এখানে ভাটিয়ালি আছে, টইপত্তর আছে, বুলবুলভাজা আছে।

    জানা যায় না। শুরুর প্যারায় এটা বলে একটি ছাপা পত্রিকার কথা। দ্যাটস অল। লোকে সেখানে থ্রেড খোলে, গল্প করে। উদ্দেশ্য ছিল, আরো বেশি বাংলা ভাষাভাষী লোককে গুরুর সাইটে টেনে আনা। অনেকে এসেছেন, আরও অনেক বেশি লোক আসেন নি।

    আজ কথা উঠছে এতকিছু, তার কারণ আজ দেখা যাচ্ছে, গুরুর পরিচিতি বাড়াতে গিয়ে ফেসবুকের পেজ নিজেই একটি প্যারালাল গুরু হয়ে পড়ছে, যার চরিত্র গুরুর চরিত্রের সঙ্গে কোনওভাবেই খাপ খায় না। এবং প্রচুর লোক, ঐটিকেই "আসল গুরুচন্ডালি' ভেবে ওখানে লেখালেখি শুরু করছেন।

    আমার আপত্তিটা এখানেই। আমরা এটা একেবারেই চাই নি। স্যাম ইত্যাদি যারা ঐ ফেসবুকের গ্রুপে বেশি স্বচ্ছন্দ, ওটার সঙ্গেই ইমোশনালি যুক্ত, আমার মনে হয়, তোমরা যদি চাও যে ওটা ঐভাবেই চলতে থাকুক, একটা প্যারালাল সাইট হয়ে, তো চলুক, আমার আপত্তি নেই। অবশ্য থাকলেও কেউ শুনছে না। :০) শুধু একটু ভেবে দেখো, এই যে লোকে গুরুচন্ডালি বলতে আসল গুরুচন্ডালি সাইটকে না জেনে ফেসবুকের পেজকে জানছে, এটা ঠিক কাজ হচ্ছে কিনা। এটা আমার কাছে সিম্পলি "নাম ভাঙিয়ে খাওয়া' লাগছে।

    গুরুচন্ডালি ডট কম, আমাদের কোঠিবাড়ি। জমি কিনে, নিজের হাতে ভিত খুঁড়ে, ইঁটের পরে ইঁট সাজিয়ে, সিমেন্ট দিয়ে সুরকী দিয়ে আস্তে আস্তে গড়ে তুলেছি এই সাইট। পুরো নিখুঁত নয়, আজকের যুগের বাংলা লেখালিখির সফটওয়্যারের অ্যাভিলেবিলিটির নিরিখে পুরো আপ টু ডেট নয়, কিন্তু এটা আমার নিজের বাড়ি। গেটে সিকিওরিটি নেই, অন কল প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান নেই, নিজের উঠোন নিজেকেই ঝাঁট দিতে হয়, কিন্তু সার্ভারটা আমার, কনটেন্টগুলো আমার। এই সাইট কীভাবে উন্নত করব, সেই বিষয়ে চিন্তাভাবনা আমার, কেমন করে ফুলে মালায় সাজাবো, সেই নান্দনিক সৌন্দর্যায়নের দায়িত্ব আমার।

    অন্যদিকে ফেসবুক হল একটি মাল্টিস্টোরিড অ্যাপার্টমেন্ট। হাজার হাজার ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাটের নাম গুরুচন্ডালি। আলিশান বাগান আছে, গেটে সিকিওরিটি আছে, লগিন না করে ঢোকা যায় না, অন কল ইলেকট্রিশিয়ান আছে, ব্যাকাপ জেনারেটর আছে, আমার বাড়ির মতন লোডশেডিং হলে মোমবাতি জ্বালাতে হয় না। কিন্তু দেড় হাজার স্কোয়্যার ফুটের বাইরে কিছুই তোমার নয়। ইচ্ছে করলে তুমি এক্সটিরিয়র বদলাতে পারো না, সার্ভারে তোমার অ্যাক্সেস নেই, কেউ হ্যাক করে গেলে তোমার কিছুই করার থাকে না, হাজার হাজার, লাখ লাখ ফেসবুক পেজের মধ্যে গুরুচন্ডালি জাস্ট অ্যানাদার পেজ।

    তো, এই আর কি, অনেক লিমিটেশন সত্বেও যে হেতু এই শিশুকে আমি জন্মাতে দেখেছি, জন্মের দিন থেকে সাথে আছি, এর ওপর মোহ আমি কাটাতে পারব না, প্যারালাল গুরুচন্ডালি ফেসবুক পেজকে আমি আলাদা করে ভালোবাসতে পারব না। আমি পরবাসেও যাই, সচলায়তনেও যাই, পড়ি, তেমনি ফেসবুক গুরুতেও যাই, মাঝেমধ্যে পড়ি, কিন্তু সেটাকে "আমার' বলে ভাবতে পারি না।

    মেন্টাল ব্লকেজ বলতে চাও, বলো। তোমার সেন্টিমেন্ট আছে ঐ পেজের প্রতি, ফেয়ার এনাফ, সেটাকে সম্পূর্ণ সম্মান জানিয়েই বলছি, খুশি থাকো ঐ পেজ নিয়ে, আমাদের আসতে বলতে পারো, কিন্তু দুটোকে একই এনটিটি ভাবতে বোলো না। পারব না। দুটো এক এনটিটি নয়।

    কোনওভাবেই নয়।

    এখানে সবাই স্বাগতম। কোনও আবাহন নেই, কোনও বিসর্জন নেই। কেউ এলে বিশাল আনন্দ উল্লাস হয় না, কেউ গেলেও বিশাল দু:খশোক হয় না। খোলা শতরঞ্চি, লগিন পাসোয়ার্ডের বালাই নেই, এলে এসো, না এলে রাস্তা দ্যাখো। সিম্পল।

    শান্তনু দেবনাথ দেখলাম এখানে এসে গুরুর এডিটরে লিখতে না পেরে ফেসবুকে গিয়ে খিল্লি করেছেন, ভাস্কো ডা গামা এই রকম বাংলা বলতেন ... বলে। তিনি একবার দ্যাখেন নি যে লেখার জায়গার পাশেই টিউটোরিয়াল দেওয়া ছিল, লেখার আগে সেখানে একবার চোখ বুলিয়ে নেওয়াই যেত, সেটা উনি করেন নি, খিল্লি করেছেন।

    এবং সেটাকে একটা "জেনুইন প্রবলেম' ধরে নিয়ে লোকে সিমপ্যাথিও দেখাচ্ছে, আহা, সত্যিই তো, গুরুতে লেখা কী কঠিন! ব্যক্তিবিশেষ অভ্রতে লিখতে পারেন, কিন্তু গুরুর এডিটরে লিখতে পারেন না। আমি আবার দুটোতেই সমান স্বচ্ছন্দ। এমনকি গুগুল ট্র্যান্সলি-তেও। পার্সন টু পার্সন ভ্যারি করে, সেটাকে মেনে না নিয়ে এটাকে একটা সিরিয়াস প্রবলেম হিসেবে দাঁড় করানো হয়, আর আমি যখন বলি যে শালা আমি বাংলাদেশের বাংলা বুঝতে পারি না, অদ্ভূত অচেনা লাগে, তখন সেটা হয়ে যায় "মেন্টাল ব্লকেজ।'

    ক্ষী আর বলব। গুরুর জন্য, "কীভাবে সহজে লেখা যায়', এই মর্মে একটা ডকুমেন্ট বানিয়েছিলাম আজ থেকে প্রায় দেড় বছর আগে। তাতে কিছু স্ক্রিনশটও আছে, সেটা এখানে পেস্ট করা সম্ভব নয়, তাই আমি কেবল টেক্‌স্‌টটুকু অন্য যে সুতোটা কাল খোলা হয়েছে, সেইখানে পেস্ট করে দিচ্ছি। শান্তনু দেবনাথ এবং অন্যান্যরা প্লিজ একবার চোখ বুলিয়ে নেবেন, আর তারপরেও লিখতে অসুবিধে হলে, ফেসবুকে খিল্লি করার সাথে সাথে আমাকে একটা মেল করবেন, mukherjee.samik অ্যাট জিমেল ডট কমে। চেষ্টা করব সাহায্য করবার। আপনারা / তোমরা সবাই গুরুতে লিখলে আমার থেকে বেশি খুশি বোধ হয় আর কেউ হবে না।

    মৌমাছির গুনগুনানি শেষ। ব্রিকব্যাটস আর ওয়েলকাম।
  • kd | 74.66.241.238 | ০৩ এপ্রিল ২০১২ ০৯:৫৯541825
  • আশা করি নীচের প্রশ্নগুলো অশালীন নয়।

    পিনাকী@02 Apr 2012 -- 11:11 PM, এই সাইটের ভক্তরাও কি ফেবুতে গিয়ে ফেবু-গুরুর এই খারাপ, তাই খারাপ, এই ঠিক করো, ওই ঠিক করো, বলে? তুমি যাও নি লিখেছো, আমিও কোনদিন যাইনি - কারুর কাছ থেকে এমন শুনেছো কি?

    পাইদিদি@03 Apr 2012 -- 12:05 AM, এই সাইটের লেখা ফেবু গ্রুপে ডক হিসেবে সেভ করা হয়? তাহ'লে তো এই সাইটের প্রয়োজনেই ফেবু-গ্রুপ দরকার, ওখানে অন্য কিছু না করলেও। আমি অ্যাদ্দিন ভাবতুম ও'গুলো সোজাসুজি এই সাইটে আসে। কেন যে এমন ভাবতুম, কে জানে। বলতে পারবো না। তোমরাই তো সবসময় করে এসেছো, আগে কোনদিন জিগ্গেস করার কথাও ভাবিনি।
    এই ইনফর্মেশনটা তো সিফোঁর 02 Apr 2012 -- 10:59 PM তে করা পোস্টেরও উত্তর, তাই না?
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১০:০০541826
  • বললাম মাঝখানে কমেন্ট না করতে, তাও করল। :)

    তাতিন এবং সিদ্ধার্থ, অভ্রর সঙ্গে একটু তফারেন্স আছে গুরুর এডিটরের। আমি অন্য সুতোয় টিউটোরিয়াল দিচ্ছি, দেখে নিও। এমন কিছু হাতিঘোড়া আলাদা কী ম্যাপ নেই। বললাম তো, আমি দুটোতেই স্বচ্ছন্দ। আর যে অভ্র টাইপ করতে শিখতে পারে, সে কেন গুরু এডিটরে টাইপ করা শিখতে পারবে না, এটা আমার মাথায় এখনও ঢুকছে না। হার্ডলি আধঘণ্টা তো লাগে ব্যাপারটা বুঝতে।

    অবশ্য না শিখলেও চলবে। ইউনিকোড মোডে গিয়ে অভ্রতে লিখে পোস্ট করলেও চলবে।

    আর কিছুদিনের মধ্যে এই বাংলাপ্লেন উঠে যাচ্ছে। তখন গুরু সাইট হবে পুরোপুরি ইউনিকোড। সেখানে অভ্র, গুগুল ট্র্যান্সলি আর গুরু এডিটর, যে কোনওটা ইউজ করে একই ইন্টারফেস থেকে লেখা পোস্ট করা যাবে। সৈকত বিশেষ কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছে, আশা করা যাচ্ছে এ মাসের মধ্যেই গুরুর নতুন রূপ দেখাতে পারব।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৩ এপ্রিল ২০১২ ১০:০২541827
  • ম্যাকে অভ্র নেই, তবে অন্য অল্টারনেটিভ আছে। তাতিনের know it all পোস্টগুলো দেখলে হাসিই পায়।
  • ppn | 112.133.206.22 | ০৩ এপ্রিল ২০১২ ১০:১০541829
  • বুঝলাম, সাম্যবাদ আসার জন্য আবশ্যি হল অভ্রতে পোস্ট লিখতে পারা। তা অবশ্য গুরুতে লেখাই যায়। কিন্তু পাশাপাশি বাংলাপ্লেনে লেখার একটা কল থাকলেও কিছু লোকের তাতের জ্বলে।

    হরি হে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন