এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৩৬৯১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 108.218.136.234 | ০৩ এপ্রিল ২০১২ ১১:৪৯541896
  • প্পন, তার মানে তো গুরুর চরিত্র টা দাড়িয়ে আছে, কত লোক সেটা এক্সেস করতে পারছে তার ওপর।

    যদি বাংলা লেখা আদৈ কোন চাপ নাহয়, বা অন্য কারণে লোকজন সাইট গুরুতে আসে না, তাহলে তো কোনভাবেই পরিবর্তন হবে না। আর সেটাই মূল ফ্যকটর হলে, যা বদলাবে, তা হল লোকের আনাগোনা।

    গুরুর চরিত্র তা'লে এই ট্রাফিকের ওপর খুবি নির্ভরশীল? এখন ঘুমোতে যাচ্ছি, কাল এসে আবার লিখব।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫০541899
  • ম্যাকেও একই গল্প - ফন্ট ইনস্টল করে নিতে হত। নতুনগুলোতে কী হয়েছে জানি না। আমারটা এখন আউটডেটেড।
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫০541898
  • এইবার টেকনিকাল সমস্যা। পোস্ট করতে না পারার পেছনে টেকনিকাল সমস্যা থাকতেই পারে। সেইটা ব্রাউজার, ওএস ইত্যাদি জনিত। এই যেমন ক্রোমে বলেনক দিয়ে পোস্ট হয় না।

    কিন্তু সেই ধরণের কী কী সমস্যা আছে, তাদের ডিস্ট্রিবিউশন কী রকম, সেই ডেটা পয়েন্টগুলো দরকার। সেইজন্যই কাল রাতে অন্য টইটা খুলেছিলাম।

    কিন্তু বলতে বাধ্য হচ্ছি এখনো অব্দি সামান্য কিছু ইউজার ছাড়া জেনু ফিডব্যাক পেলাম না টেকনিক্যাল সমস্যাগুলি আসলে কী কী। কেউ বলছেন গুরুতে হেল্প ফিচার খারাপ, কেউ বলছেন গুরু ব্লগ না, কেউ বলছেন আইপি দেখায় বলে আসবেন না, কেউ বলছেন গুগল ট্রান্সলিটারেশনের মত ইউআই নেই। এইগুলি কী টেকনিকাল সমস্যা? জানি না!!

    অ্যাণ্ড্রয়েড ফোনের পোস্টগুলি বাদ দিচ্ছি সেইগুলি জেনু সমস্যা মনে হয়। কিন্তু মোবাইল থেকে গুরু অ্যাক্সেস করার লোক কী সংখ্যাগরিষ্ঠ এখন? সেই ডেটা পয়েন্টটাও পাওয়া দরকার। নইলে সিকি আর মামুকে আরো গাল শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। "উন্নততর' গুরু বার করার পরেও।

    আমার মতে আগে একটা সার্ভে করার দরকার ছিল নতুন গুরুর প্রোজেক্টে হাত দেবার আগে।
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫৯541901
  • আমি বাড়িতে দুটোতেই দেখি। আমার ফোন নোকিয়া - সিম্বিয়ান। আর গেঁড়িরটা স্যামসুং - অ্যানড্রয়েড।

    অ্যান্ড্রয়েডে বাংলাপ্লেন হু হা আসে, কেন জানি না ইউনিকোড আসে না। মানে তার ডিফল্ট ব্রাউজারে। লেখাও যায়।

    সিম্বিয়ানের ডিফল্ট ব্রাউজারে কোনওটাই আসে না। তাই দুটোর জন্যেই সল্যুশন, অপেরা মিনি। তাতে করে ইউনিকোডে পড়া যায়। গুরুতে ইংলিশ ফন্টে লিখলে সেটা বাংলাপ্লেনে ট্রন্সলি হয়, ইউনিকোডে হয় না, তাই অপেরাতে ইউনিকোডে লেখা যায় না।

    তা এগুলো কি জলে গুলে গুলে চামচে করে খাইয়ে দিতে হবে সবাইকে? নইলে কেউ আসবেন না? আমাদের কে শিখিয়েছিল? কোন হেল্প ফাইল ছিল আমাদের জন্য?
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১১:৫৯541900
  • ঋদ্ধি, গুরুর চরিত্র বলতে বুঝিয়েছি গুরুর ফর্ম্যাট। আমার লেখা পড়ে সেটা বোঝা যাচ্ছে না? মাই ব্যাড।
  • Blank | 170.153.65.102 | ০৩ এপ্রিল ২০১২ ১৪:৫৮541902
  • ম্যাকের জন্য ফন্ট ফাইলটা ডাউনলোড করে ক্লিক করলেই ওটা ইন্সটল হয়ে যায়।
    ম্যকে অঙ্কুর খুব কাজের। য ফলাতে কোনো সমস্যা নেই। কি সমস্যা জানালে বলতে পারি।
  • Somnath | 59.160.210.2 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:০৬541903
  • এখন তো ইউনিকোডে গুরু খোলে, কপি পেস্ট করা যায়। ফেসবুকে কেউ লেবার দিয়ে সবকটা টইপত্তর এর একটা করে থ্রেড খুলুন। পিছনের ১ নং পাতা থেকে শুরু করে, সেই টই তে আসা সমস্ত কমেন্ট পেস্ট করার পর ফেসবুক ইউজাররা লিখুন তাঁদের কমেন্ট। খুব দেখতে ইচ্ছে করে কোনো বিষয়, বিতর্ক কিভাবে ডালপালা ছড়ায়, এখন, এখনও। যে যে টইতে কোনো কমেন্ট পড়ে নি বা এক-দুটো পড়েছে শুধু, সেগুলোও থাকুক সেখানে। দেখতে চাই টইপত্তরের আর্কাইভ, ফেসবুকে। শুধু প্রত্ন সংগ্রহশালার মতো নয়, সচল, জীবন্ত বিতর্ক ও আলোচনামালা হয়ে।৫-৬-৭ বছর পেরিয়ে বক্তব্যে কোন কোন মৌল আলো এসে পড়ে নতুন করে, এখনো , খুব দেখতে ইচ্ছে করে। নতুন কমেন্ট লেখার আগে অন্যদের করা ৫০০-৬০০ কমেন্ট পড়ে দেখেন আজকের ফেসবুক ইউজররা? আজকের দিনে? জানতে ইচ্ছে করে।
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:০৭541904
  • বলছি অন্য টইতে লিখতে ...:-(

    গুরুতে পোস্ট করার সমস্যা ও সমাধান, এই টইতে লেখো সকলে।
  • pi | 72.83.76.34 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২০541905
  • সোমনাথ, বহু টই নিয়েই সেটা করা হয়। অনেক আলোচনাই নতুন শাখা-প্রশাখা মেলে।আর সেগুলোকে ডক বানিয়ে সেভ করে রাখা হত, সাইটে যাতে লিংক দেওয়া যেত। কিছু লোকজন সেই ডক গুলো সব ডিলিট করতে থাকেন। তখন অনেকে ব্যাকাপ করে রাখতে সাহায্য করে। E, Sam, মীনাক্ষী, সোনালী,বিদ্যুত,নিশান, অত্রি, শ্রীপর্ণা ও আরো অনেকে।

    কাব্লিদা, আমার আগের পোস্টের মানে এবার বোঝা গেল ? :)

    তবে আর লেবার দেওয়া হবে কিনা,বা কে দেবে ভাবার বিষয়। কারণ ওখানের আল বাল ইউজাররা কী ভাবেন, লিখলেন তা জানতে সাইটের লোকের বয়েই গেল, এরকম একটা মেসেজ বোধহয় ... এনিওয়ে, না গেলেই ভালো।
  • Bratin | 122.248.183.1 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৪541907
  • কিন্তু ওখানের সেই 'প্রভাবশালী; ইউজার রা এখানের লোক জন সম্পর্কে ভুলভাল বললে সেটা কে কি জাস্ট ইগনোর করতে হবে?
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:২৬541908
  • কাল তো ডিসাইড হয়ে গেল সমান্তরাল বিশ্ব। আবার মেলাবার চেষ্টা করে টানাটানি কেন বাপু?
  • siki | 155.136.80.36 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩১541909
  • যা:। কাল কোথায়? আজ সকালে ডিসাইড হল তো!
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৩২541910
  • না: কাল। সমান্তরাল বিশ্বের পোস্ট কাল পড়েছে।

    নির্ঘাৎ খেয়াল করেনি। মোবাইল থেকে পড়লে ওই হয়!
  • dukhe | 202.54.74.119 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৫২541911
  • আমার এই মেশিনে ডানদিকে বাংলা আসে না। আন্দাজে লিখে যাই। ঘ্যাঘাসুর কি জানে ইহার সমাধান কী ?
  • sinfaut | 121.241.218.132 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৫৩541912
  • এমনভাবেই লিখতে থাকুন। আইকিউ চাঙ্গা থাকবে, অ্যালঝাইমার পাত্তা পাবে না।
  • ppn | 202.91.136.71 | ০৩ এপ্রিল ২০১২ ১৫:৫৫541913
  • সিঁফো :-))

    দুখে, গুরুতে পোস্ট করার সমস্যা ও সমাধান টই দেখুন। কাল রাতে পোস্ট করেছি।
  • Tim | 98.249.6.161 | ০৩ এপ্রিল ২০১২ ১৯:০৬541914
  • একি! এত লোক ""গেটেড কমিউনিটির"" স্বপক্ষে বক্তব্য রেখেছে অথচ খিস্তিটিস্তি চোখে পড়ছেনা কেন? সমান্তরাল বিশ্বের সমর্থক/বাসিন্দারা কি সফ্‌ট টার্গেট ছাড়া আঁচড়াতে পারেন না?
  • siki | 122.177.58.73 | ০৩ এপ্রিল ২০১২ ২০:৫০541915
  • দুখে, আমায় স্ক্রিনশট সমেত মেল করতে পারবেন?

    আমার মেলাইডি জানেন তো?
  • kd | 74.66.241.238 | ০৩ এপ্রিল ২০১২ ২২:১৮541916
  • গুরু সামু নয়, কিন্তু সামু ভীষণভাবে গুরু। সুমুও।
  • kd | 74.66.241.238 | ০৩ এপ্রিল ২০১২ ২২:৩৬541918
  • হ্যাঁ, পাইদিদি, এ'বার ক্লীয়ার হয়েছে। আগে একবার এই নিয়ে লিখেছিলে ভালো করে পড়ে দেখতে, পড়লুম কিন্তু একই রকম বুঝলুম, মানে একই ভুলভাবে। তবে আর প্রশ্ন করতে সাহস হয়নি।

    ভালো লাগলো তুমি আমার পোস্টটাকে সোজাভাবে নিয়েছো। এখন বড় ভয় হয় যখন দেখি সোজামনে লেখাকেও অনেকে ব্যাঁকা মনে করে। জানি, দোষটা তাদের নয়, আমার লেখার। কিন্তু...
  • Sam | 117.216.200.64 | ০৩ এপ্রিল ২০১২ ২২:৪২541919
  • তাহলে কি দাঁড়ালো?
  • Siddhartha | 131.104.32.147 | ০৩ এপ্রিল ২০১২ ২২:৫০541920
  • কি অসভ্য প্রশ্ন !
  • Sam | 117.216.200.64 | ০৩ এপ্রিল ২০১২ ২২:৫১541922
  • ইয়ে, মানে বসে ই থাকতে হবে এরকম তো কথা নেই.:P
  • tatin | 117.197.64.159 | ০৩ এপ্রিল ২০১২ ২২:৫১541921
  • হার্ড হোক, তারপর দাঁড়াবে
  • tatin | 117.197.64.159 | ০৩ এপ্রিল ২০১২ ২২:৫২541923
  • এই বাজারে মার্শাল ভদি আর পু: ভা:কে মিসাচ্ছি
  • tatin | 117.197.64.159 | ০৩ এপ্রিল ২০১২ ২২:৫৩541924
  • বশে না থাকলে আর বসে থাকবে কীরূপে?
  • Marshal Vodi | 131.104.32.147 | ০৩ এপ্রিল ২০১২ ২২:৫৬541925
  • বহুরূপে সম্মুখে তোর ছাড়ি কোথা খুঁজিস ভদি
    বেচাকে চুষিয়া খায় নলেন, রাজ্য চুষিয়া খেল দিদি
  • Sam | 117.216.200.64 | ০৩ এপ্রিল ২০১২ ২২:৫৭541926
  • আয়া আয়া ভদি,
    দিদি ছাড়ো গদি.:P
  • tatin | 117.197.64.159 | ০৩ এপ্রিল ২০১২ ২২:৫৮541927
  • জ্জয়গুরু, গেটেড কমিউনিটিতে চাকতি-নাচন দেখিয়ে দাপ
  • Ishan | 14.99.254.160 | ০৩ এপ্রিল ২০১২ ২৩:৩৪541929
  • গুরুর নতুন ভার্সন নিয়ে একটা পোচোন্ডো হাইপ তৈরি হয়েছে দেখছি। লোকে গাল দেবার আগেই ব্যাপারটা খোলসা করে বলে দিই। নতুন ভার্সানে প্রাথমিক ভাবে গুরু খুব কিছু বদলাচ্ছে না।

    মূল কাজটা হল:
    ১। পুরো কনটেন্টের ইউনিকোড মাইগ্রেশন। এবং ইউনিকোড কন্টেন্ট যেন বাংলা প্লেনের মতো সুন্দর দেখতে হয় তার ব্যবস্থা করা।
    ২। সাইটটাকে স্কেলেবল করা।
    ৩। প্রতিটি লেখার নিচে মতামতের ব্যবস্থা।
    ৪। গুরুচন্ডালি লে-আউট ছাড়াও গুগল লে-আউটে বাংলা লিখতে দেওয়া।
    ৫। মাথার উপর ব্রেডকাম্ব রাখা। আর একটা ছোট্টো ন্যাভিগেশন বার।
    ৬। বাকি টুকটাক কিছু গেট আপের চেঞ্জ। সেগুলোর সঙ্গে ফাংশানালিটির কোনো সম্পর্ক নেই।

    বাকি পরিবর্তন অল্প অল্প ধীরে ধীরে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন