এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৩৬৯০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১১:১০541963
  • আরো একটা ছোট উদাহরণ - বিগ স্ক্রীন ডিসপ্লে। আমাকে ইউবান্টুতে xrandr ব্যবহার করতে হয়, নয়তো এলসিডি প্রোজেক্টরে xinerama বেগরবাঁই করে। উইন্ডোজের কথা বাদই দিলাম। ম্যাকে প্রোজেক্টরের লাইনটা ল্যাপিতে লাগালে আর কিছু করতে হয় না - নিজে নিজে পারফেক্ট রেজোলিউশন সিলেক্ট করে বড় স্ক্রীনে ডিসপ্লে হয়।

    ওয়্যারলেস - আট বছরে কোথাও কোনো ওয়্যারলেসে আটকায়নি। অথচ আমারই সঙ্গে অন্য লোকজন ঘুরেছে অন্য ল্যাপি নিয়ে - কতবার ঝামেলায় পড়েছে কানেকশন নিয়ে। প্রোজেকশন নিয়েও একই কেস দেখেছি।

    কিন্তু আমি ফের এই ডিবেটে জড়িয়ে যাচ্ছি। আর লিখবো না।
  • tatin | 122.252.251.244 | ০৪ এপ্রিল ২০১২ ১১:১২541964
  • তার মানে, অনেক গ্রাফিক্সের কাজ করতে হয়, দৌড়োদৌড়ি করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, এইরকম পেশায় ম্যাক খুব ভালো? একই বা কম দামে অন্য কোনো সিস্টেম সেই পারফরম্যান্স দ্যায় না?
  • SC | 63.131.47.67 | ০৪ এপ্রিল ২০১২ ১১:১৪541965
  • আপেল আর লিনাক্ষের তুলনা অনেকটাই আপেল আর কমলালেবুর তুলনা। আমি দুটোরই ভক্ত, তাই জানিয়ে যাই।
    আপেল ভীষণ স্মুথ। দারুণ ইউসার ফ্রেন্ডলি। জানলার মতো ক্যাবলা মাল নয়, যে করব এক, হবে আরেক।
    যদি কম্পু কিনে তারপরে আর কোনো সমস্যা না চান, আপেল ব্যাবহার করুন। হ্যাঁ, বেশী দাম দিয়ে কিনে।
    জানলার কম দামটা বেসিকালি লোক ঠকানো ব্যাপার। জালি একটা ও এস, আর বেশীরভাগ কোম্পানি যা হার্ডওয়ার দেয়, আপেলের চাইতে পাঁচ হাজার গুণ খারাপ। ও জিনিস কিনবেন, দু তিন বছর বাদে ফেলতে হবে। তাপ্পরে কোনদিন ভাইরাসের দ হবে, হাজার টাকার কাজ আকাশে উবে যাবে। আপেল দামী, কিন্তু টেকসই।অআইফোনের সাথে আমিও প্রেমে পড়েছি। কম্পু আপেল কেনার ইচ্ছে ছিলো, কিন্তু গরীব ছাত্র, সাইই......
    আপেল শুধু উপর উপর দেখতে সেক্সি তাই নয়, অসম্ভব ভালো হার্ডওয়ার, আর খুব স্মুথ সফটওয়ার।

    এবার লিনাক্ষের সাথে কি পার্থক্য। লিনাক্ষ তবেই ব্যাবহার করুন, যদি হাতে কালি লাগাতে ভালো লাগে। আমার ভালো লাগে, তাই লিনাক্ষ ব্যাবহার করি। না লাগলে আপেলই করতাম। যতই উবুন্তু ইউজার ফ্রেন্ডলি হোক, এদিকে ওদিকে একটু খুট খাট, ওয়াইন দিয়ে এইটে চালানো, ঐ রিপোসিটরি এড করা, এসব করতেই হবে। কম্পু নিয়ে খেলতে ভালো লাগলে লিনাক্ষের মতো জিনিস আর হয় না। আর কমিউনিটি সাপোর্টও দারুণ। গ্রাফিক্স নিয়ে আমি কিচু জানি না। আর উবুন্তুর শাটডাউন স্টার্টাপ টাইম বেশ কম। ম্যাকে হয়ত আরেকটু কম, আমি টেস্ট করে দেখিনি। তবে লিনাক্ষে এমন কিছু বেশী নয়, যে সেটাকে সমস্যা বলে গণ্য করব।
    হ্যা, জানলা এমন অপদার্থ ও এস, যে এত ফাস্ট মেশিন আজকালদিনের, তাতেও স্টার্ট করতে করতে দু কাপ চা বানিয়ে খাওয়া হয়ে যায়। জানলার আবর্জনার তুলনায় লিনাক্ষ বা ম্যাক্ষ দুটৈ হাজার গুণ ভালো।

  • tatin | 122.252.251.244 | ০৪ এপ্রিল ২০১২ ১১:১৬541966
  • পার্সোনালি, আমার স্টার্ট করতে দিয়ে, এই তো স্টার্ট হচ্ছে, চল ততক্ষণ চাবিড়ি মেরে আসিটা বেস্ট লাগে- তবে সেইটা পজিটিভ প্যারামিটার হওয়া উচিৎ নয় অবশ্য।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১১:১৬541967
  • ও, আর একটা কথা।

    ওই ৫০০০০ দিয়ে ডেল কিনলে চলবে তিন বছর, ম্যাক্স চার বছর। ৬২০০০ দিয়ে ম্যাক চলবে কমপক্ষে সাত বছর। আমার ২০০৪-এ কেনা পাওয়ারবুক এই কিছুদিন আগে অবধি লেনোভো/ডেলের ডুয়াল কোরগুলোকে বলে বলে গোল দিত। হ্যাঁ, এখন i5/i7-এর সাথে পারে না। আট বছর তো টেনেছে।
  • tatin | 122.252.251.244 | ০৪ এপ্রিল ২০১২ ১১:১৯541968
  • হ্যাঁ এইটা ভালো পয়েন্ট।
  • SC | 63.131.47.67 | ০৪ এপ্রিল ২০১২ ১১:১৯541970
  • বেন প্রোজেক্টর লাগাতে ডিসপার ব্যাবহার করতে পারো।
    একটাই তো কম্যান্ড দিতে হয়।
    ঐ আগে যেটা বললাম। ম্যাক, প্রজেক্টর লাগাবে, ফটাকসে কাজ হবে, কোনোরকম টিউনিংয়ের ব্যাপার নেই।
    লিনাক্ষ, ছোট্ট একটা কম্যান্ড লাগবে, তাতেই হবে।
    জানলা, ভগবানের দ হলে হবে, নইলে হবে না। প্রজেক্টর লাগিয়ে এফ ৫ না ৭ কি একটা কি দশবার টিপবে, কিছুক্ষণ বাদে দেখবে ফ্রিজ করে গেছে কম্পু।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১১:১৯541969
  • SC-কে ক। তবে ইদানিং আউট অব দ্য বক্স লিনাক্ষে হোম ইউজারের রেসপেক্টে কালি-টালি লাগাতে হয় না বিশেষ। এক্সট্রা কিছু করতে চাইলে তো লাগবেই - সে সবেতেই লাগবে। ম্যাকেও ডারউইনপোর্ট বা ফিঙ্ক লাগবে, লিনাক্ষের ইয়াম বা apt-get-এর মতন।
  • Blank | 170.153.65.102 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২১541971
  • লিনাক্ষে কোনো সমস্যা নেই। লিনাক্ষ বড় ভালো জিনিস। ম্যাকের OS এর সাথে হার্ডওয়ারটিও বড্ড ভালো।
  • ppn | 202.91.136.71 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২২541974
  • Fn 7 - না না একবারেই হয়। :)
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২২541973
  • আরো পয়েন -

    যে কোন একটা ডেল/সোনি নিয়ে আসুন - ব্যাটারী কদ্দিন চলবে? হার্ডলি তিন বছর। আমার পাওয়ারবুকে ছয় বছর পর ব্যাটারী পাল্টেছিলুম - তাও ব্যাটারী টাইম কমে এক ঘন্টা হয়ে গেসলো বলে।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২৩541975
  • SC - আমার xrandr বেশ ভালো চলে। ডিসপার টা দেখিনি। দেখবো খুঁজে।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২৪541976
  • প্পন - হ্যাঁ, হয়। তবে কিনা কোন ল্যাপিতে একবারেই হবে আর কোনটা ঝোলাবে সেটা কেউ বলতে পারে না। গত হপ্তাতেই আপিসে সেই এক কেস। শেষে আমার ল্যাপি দিয়ে প্রেজেন্ট করা হল।
  • Tim | 128.173.39.70 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২৬541978
  • আমার এই নিয়ে দ্বিতীয় জানলা। সেকেনটা আবার রিফার্বিশ্‌ড , ডুয়াল কোর, ২৬৮ ডলার দিয়ে ২০১০ এ কেনা। দিব্য চলছে। প্রেজেন্টেশনের সময় তো ভালোই কানেক্ট করে, কোনদিন অসুবিধে হয় নি।

    তবে অজ্জিতদার পয়েনগুলো ভ্যালিড স্বীকার করি। আমার কেমন জানি মনে হয় হেভি কম্পিউটিং বা গেমিং না করলে ম্যাক পুরোপুরি ইউটিলাইজ করা যায়না।

    আপেল খুবই ভালো জিনিস, শুধু দামটা পাতি ইউজারদের জন্য একটু বেশি।
  • tatin | 122.252.251.244 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২৬541977
  • আমার একখান ডেল এক্সপিঅস আছে। ২০০৬ এর শুরুতে কেনা। এখনো দিব্য চলে আর ব্যাটারিও ৫০ মিনের মতন। লোকে ভয় দেখিয়েছিল বলে ডিফেন্সের আগে ভাইয়ো কিনে ফেলেছিলাম। সেও ৩ বছর হতে চললো, টাচ উড--

    আমার যেটা ধারণা হলো, একটু ইনভলভড কাজ আর একটু ফাস্ট মুভমেন্ট থাকলে ম্যাক ভালো
    আর না হলে, ওয়ান টাইম বিগ ইনভেস্টমেন্টে যাবেন নাকি, ৪ বছর পর নতুন জিনিস কিনবেন সেইটা ভেবে ম্যাক কিম্বা অন্য কিছু কিনুন। তাই তো?
  • ppn | 202.91.136.71 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২৭541979
  • তা হতে পারে। তবে আমাদের আপিসের তো সবার Lonovo, কাজেই সমস্যা হয় না।
  • tatin | 122.252.251.244 | ০৪ এপ্রিল ২০১২ ১১:২৮541980
  • হেভি কম্পিউটিং প্রকৃত অর্থে করলে ল্যাপটপ ডেস্কটপের কম্মো নয়। অন্য কিছু লাগে
  • Tim | 128.173.39.70 | ০৪ এপ্রিল ২০১২ ১১:৩০541981
  • হুঁ, এখানে থিওরির লোকজন করে। গাম্বাট সার্ভার আছে।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১১:৩২541982
  • তবে প্রথম যেটা চোখে পড়ে সেটা হল ইউজার ইন্টারফেস। ওর ধারে কাছে কেউ নেই, কেউ নেই। এমন টান যে ইউবান্টু ইউনিটির ওপর কায়রো ডক দিয়ে ম্যাক স্টাইল অ্যাপিয়ারেন্স করেছি:-)
  • tatin | 122.252.251.244 | ০৪ এপ্রিল ২০১২ ১১:৩৬541985
  • আরেকটা কথা, সরকারের পয়সায় কিনতে পারলে মনে হয় ম্যাকই ভালো
    নিজের পয়সায় কেনার ব্যাপারের এখনও কনভিন্সড নই।
  • Tim | 128.173.39.70 | ০৪ এপ্রিল ২০১২ ১১:৩৯541986
  • সরকার ম্যাকের পয়সা দেয়?
  • SC | 63.131.47.67 | ০৪ এপ্রিল ২০১২ ১১:৪০541987
  • জানলার ব্যাপার হচ্ছে প্রথম দু বছর ভালো চলবে।অতারপরে ধীরে ধীরে সিস্টেম স্লো হয়ে যাবে, এসব সমস্যা।
    তারপরে বিশাল সিপিইউ খায়। আজকাল এত বাজে অবস্থা, দু জিবির নীচে নাকি চলেই না। পুরোনো মেশিন তাহলে
    সব ফেলেই দিতে হয়। তারপরে এক্স পি কে এবানডান করে দিয়েছে। কদিন বাদে ভিস্টাকেও এবান্ডান করে দেবে।
    এখন কম্পু কেনার সময়ে ও এসের সাথে এল এক ব্যাপার। এবার ঐ এইট না কি, ওসব আমি গাঁটের পয়সা খচ্চা করে কিনবো নাকি?
    আর ভাইরাসের গেরো তো আছেই। তবে, ঐ ইনিশিয়ালি কম দাম, আর খুব বেশী খুটখাট করতে হয় না।
    তাই ওনেকে ব্যাবহার করে।
    হার্ডওয়ারের সমস্যা তো আছেই বেশীরভাগ ক্ষেত্রেই। আমাএ লেনোভা বছর তিনেক হলো, একবার হার্ড্রাইভ গেছে, আর ব্যাটেরী তো মায়ের ভোগে অনেকদিন হলো।

  • tatin | 122.252.251.244 | ০৪ এপ্রিল ২০১২ ১১:৪২541988
  • দ্যায়, অনেকসময়ই

    আর কোম্পানি হলে তো কথাই নেই, বর্বরস্য ধনক্ষয়
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১১:৫৭541989
  • জানলাকে ত্যাগ দেওয়ার একটাই চাপ এখন - ইনকাম ট্যাক্সের এক্ষেল শীট ভর্তি করা:-(
  • sda | 59.97.136.138 | ০৪ এপ্রিল ২০১২ ১২:০৬541990
  • ম্যাকে এক্ষেল নাই ?
  • d | 14.99.182.137 | ০৪ এপ্রিল ২০১২ ১২:০৮541991
  • আমার ২০০৪ এ কেনা তোশিবা এখনও দিব্বি চলছে এখনও। কিন্তু এখন খুব তাড়াতাড়ি ব্যপক গরম হয়ে যায়, আর বুট করতে প্রায় ২ মিনিট সময় নেয়। কাজেই এইবারে ভাবছি আবার একটা তোশিবা কিনব।

    আমি মোটেও কোন গ্রাফিক্সের কাজ করতে চাই না, খেলাধুলো করতে চাই না। খামোখা একগাদা দাম দিয়ে ম্যাক কিনব না। টাকা কি গাছে ফলে নাকি? ঐ অতশত ফীচার আমার চাই না একেবারেই।
  • ppn | 202.91.136.71 | ০৪ এপ্রিল ২০১২ ১২:১০541992
  • এক্ষেল বিনা জীবন অচল। কাজেই এত অসুবিধা সঙ্কেÄও জানলায় আছি, থাকবো।
  • ppn | 202.91.136.71 | ০৪ এপ্রিল ২০১২ ১২:১১541993
  • তবে আমার আপিস যদি ম্যাকে শিফট করে যায় বা আমি যদি এমন কোন আপিসে শিফট করে যাই তাহলে আলাদা কথা।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১২:১২541994
  • থাকবে না কেন? লিনাক্ষেও LibreOffice Calc আছে। কিন্তু ইনকাম ট্যাক্সের শীটগুলোতে ভিবি ম্যাক্রো আছে পুরো কাজটা করার জন্যে। তাইলে সেগুলোকে ম্যাকে অ্যাপল স্ক্রিপ্টে কনভার্ট করতে হয়...
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১২:১৩541996
  • আমাদের আপিসে আবার এম্নি এম্নি মা:স: অফিস দেয় না। ইন জেনারেল ওপেন আপিস। কেন দরকার সেসব জাস্টিফাই করতে পারলে মা:স: আপিস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন