এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৩৬৯১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 86.96.160.13 | ০৪ এপ্রিল ২০১২ ১৫:১৩541997
  • বেন কি চন্দ্রা-বাবুর দোকানে নাকি? এসব ঝাট জ্বালানো নিয়ম কানুন তো ওখানেই দেখি
  • Blank | 170.153.65.102 | ০৪ এপ্রিল ২০১২ ১৫:১৯541998
  • Libre টা ওপেনের থেকে ভালো। কিন্তু আমাদের এখানে মা: স: তাড়ানো অসম্ভব। পার্টনারশিপ বলে কথা
  • aka | 75.76.118.96 | ০৪ এপ্রিল ২০১২ ১৬:১৫541999
  • রনজন-দা কালকের কথা ইউথড্রন, বরঙ্গ লিনাক্ষ বা ম্যাকই নামিয়ে নিন। :)
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১৬:৪০542000
  • PM - হ্যাঁ, তবে আমার কিছু যায় আসে না, আমি খুব একটা অফিস স্যুট ব্যাভার করি না। যা লেখার লেটেকে লিখি।
  • Bratin | 122.248.183.1 | ০৪ এপ্রিল ২০১২ ১৭:০৩542001
  • আমার সোনি ভায়ো বছর তিনেক পরে দেহ রেখেছিল। তারপরে এইচ পি কিনেছি।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:৪৯542002
  • The Start button has been removed from the taskbar in favor of a Start button on the new charm bar, as well as a hotspot in the bottom-left corner. Both open the new Start screen, which replaces the Start menu.

    http://www.nzherald.co.nz/technology/news/article.cfm?c_id=5&objectid=10784707


    ক্ষি: হবে?

    ;-)
  • Biplob Rahman | 202.164.212.14 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:৫০542003
  • "Name:SiddharthaMail:Country:

    IPAddress:131.104.241.62Date:03Apr2012 -- 10:35AM

    উঁহু, বিপ্লবদার কেসটা অন্য। উনি শুধু চন্ডাল নন। ওনার মধ্যে প্রাইমাল ফিয়ারের ঐ জুভেনাইল আসামীটার মত একটা ব্যাপার আছে। অন্য সময় উনি বিপ্লব। গুরুতে আসলে চন্দাল বনাম বিপ্লব একটা দ্বন্দমুলক খারাখারি চলে ওনার মধ্যে।

    যে কোনোদিন গুরুতে মুজিবকে খিস্তি করে লেখা নামিয়ে বলবেন আমি লিখিনি, চন্ডাল লিখেছে।"
    -----------------------------------------------------
    একটু দেরীতে বলছি:

    @Siddhartha, আপনার স্পর্ধা তো কম নয়। নূন্যতম দেশ্চারের ধারও ধারেন না দেখছি! বিপ্লব রহমান সর্ম্পকে আর কী কী জানেন? তার কয়টি লেখা পড়েছেন, যে এমন আহাম্মকী কথা বলে বসলেন! নাকী আপনি আবহাওয়া দপ্তরের অধিকর্তা, তাই পূর্বাভাষের এতো কচকচনি?

    আপনার এই হনুগিরি/গুরুগিরির তীব্র ধীক্কার জানাই। (কলিকাল ইমো)

  • Biplob Rahman | 202.164.212.14 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:৫০542004
  • "Name:SiddharthaMail:Country:

    IPAddress:131.104.241.62Date:03Apr2012 -- 10:35AM

    উঁহু, বিপ্লবদার কেসটা অন্য। উনি শুধু চন্ডাল নন। ওনার মধ্যে প্রাইমাল ফিয়ারের ঐ জুভেনাইল আসামীটার মত একটা ব্যাপার আছে। অন্য সময় উনি বিপ্লব। গুরুতে আসলে চন্দাল বনাম বিপ্লব একটা দ্বন্দমুলক খারাখারি চলে ওনার মধ্যে।

    যে কোনোদিন গুরুতে মুজিবকে খিস্তি করে লেখা নামিয়ে বলবেন আমি লিখিনি, চন্ডাল লিখেছে।"
    -----------------------------------------------------
    একটু দেরীতে বলছি:

    @Siddhartha, আপনার স্পর্ধা তো কম নয়। নূন্যতম দেশ্চারের ধারও ধারেন না দেখছি! বিপ্লব রহমান সর্ম্পকে আর কী কী জানেন? তার কয়টি লেখা পড়েছেন, যে এমন আহাম্মকী কথা বলে বসলেন! নাকী আপনি আবহাওয়া দপ্তরের অধিকর্তা, তাই পূর্বাভাষের এতো কচকচনি?

    আপনার এই হনুগিরি/গুরুগিরির তীব্র ধীক্কার জানাই। (কলিকাল ইমো)

  • Biplob Rahman | 202.164.212.14 | ০৪ এপ্রিল ২০১২ ১৮:৫৮542005
  • @KD , দু:খিত, নেট স্পিড স্লো থাকায় একই পোস্ট দু-বার করে পোস্ট হচ্ছে। এরসঙ্গে "মুর্খ"/"জ্ঞানী"র সর্ম্পক নেই। ... এপারে আমরা যে শম্বুক গতিতে আন্তর্জালে কাজ করি, তাতে যে কোনো ব্লগ/ফেবু পোস্ট দু-বার কেন, ৫-৬বার পোস্ট হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে। বিব্রত করে থাকলে ক্ষমা-ঘেন্না করে দেবেন।
    ---
    আলোচনা চলুক।

  • kd | 74.66.241.238 | ০৪ এপ্রিল ২০১২ ২০:৫৮542007
  • তা জানি বিপ্লববাবু। ওইটি একটি রসিকতা করার অক্ষম প্রচেষ্টা। তাও যদি কারুর বুঝতে অসুবিধে হয়, শেষে একটি স্মাইলিও দিয়েছিলুম। পরে লোকমুখে জানতে পেরেছি যে লেখাটিতে ঝাঁঝ ছিলো আর সেই ঝাঁঝ শুধু স্মাইলি দিয়ে নিগেট করা যায় না। জানার সঙ্গে সঙ্গেই আমি আপনার এবং অন্যান্যদের কাছে আমার সেন্সিবিলিটির অভাবের জন্যে ক্ষমা চেয়েছি। আশা করি ভবিষ্যতে এমন হবে না - যদিও খুব সিওর নই, দোষটি আমি নিজে এখনও ঠিক উপলব্ধি করতে পারিনি। হয়তো পরিচিত ও অপরিচিতের গন্ডিটা খেয়াল করিনি।

    আপনি হয়তো আগেরটি দেখেননি তাই আপনার কাছে আবার আমার কৃতকর্ম্মের জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি।
  • ranjan roy | 59.161.16.140 | ০৪ এপ্রিল ২০১২ ২১:৫১542008
  • বেন এবং সিঁফোঁ,
    আমি আপ্লুত। মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ স্থায়ী ভাবে কোলকাতায় আসছি। অবশেষে রাজারহাট।ভাড়া।
    সম্ভবত: ১২ তলায় ডি-৪, "শুকতারা', বেঙ্গল গ্রিনফিল্ড কমপ্লেক্স। টাটা মেডিকেল থেকে এগিয়ে ডানদিকে মুড়ে সোজা গিয়ে একটি ছোট লেকের পরে এয়ারফোর্সের কমপ্লেক্সের পরই; নতুন বাস স্ট্যান্ডের কাছে।
    আমি এখনো চোখে দেখিনি। বর্ণনা শুনেই গিন্নি রাজি। হাওয়া, আলো, মাঠ, মশাবিহীন ইত্যাদি।
    যদিও সল্ট লেক বাসী ছোট ভাই বলছে--ওরে যাস না! এখনো ঠিক--। আরো [পাঁচবছর লাগবে। রাত আটটায় দোকান বন্ধ, ট্যাক্সি পাবি না। তোর নিজের গাড়ি নেই।রাতবিরেতে--ইত্যাদি। কিন্তু আমি ও গিন্নি ঠিক করে ফেলেছি। আগামী ১৪ এপ্রিল মেয়ের সাথে গিয়ে দেখে ফাইনাল করব। চ্যালেঞ্জ নিলাম শালা!
    আপনাদের আসতে কি অসুবিধে হবে?
  • riddhi | 108.218.136.234 | ০৪ এপ্রিল ২০১২ ২২:০৭542009
  • ম্যাকে এক্সেল করা যায় তো। ম্যাক-এক্সেল।
    ভাইরাস না আসাটা একটা বড় প্লাস।
  • sda | 117.194.193.123 | ০৪ এপ্রিল ২০১২ ২২:৩৪542010
  • প্রোডাক্ট হিসাবে আমার মতে মাইক্রোসফট অফিস বেশ সফি জিনিস। মানে পয়সা দিয়ে কেনাই যায়। মাইক্রোসফটের সি প্লাস প্লাস কম্পাইলার আর লাইব্রেরীগুলো ও দারুণ। শুধু যার জন্যে এত কিছু, সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি মধ্যমানের। ম্যাক দু-একবার ইউজ করেছি, নিজের নেই। খাসা জিনিস , কিন্তু ঐ হার্ডওয়ার ডিপেন্ডেন্সিটা খুব একটা সুবিধের জিনিস মনে হয় না। লিনাক্স সেদিক দিয়ে একদম খাপে খাপ। জানা-অজানা অসংখ্য প্লাটফর্মে লোকজন অলরেডি বিল্ড করে রেখেছে, শুধু নামিয়ে এনে বসিয়ে দেওয়ার অপেক্ষা। আর বসে যাওয়া কম্পু সারাতে হলে লিনাক্সের বুট ডিস্কের মতো বন্ধু আর কেউ নেই। শুধু GParted ইউটিলিটিটাই যে আমাকে কতবার বাঁচিয়েছে গুনে শেষ করা যায় না। উইন্ডোজে কিছু হলে তো একটাই দাওয়াই- ফর্ম্যাট !
  • Siddhartha | 131.104.241.62 | ০৪ এপ্রিল ২০১২ ২৩:১২542011
  • ইয়ে কলিকাল ইমো বোলে তো?
  • Abhyu | 97.81.64.146 | ০৪ এপ্রিল ২০১২ ২৩:২০542012
  • এভাবে নিন্দে করা ঠিক না সদা, উইন্ডোজে দুটো দাওয়াই আছে - লাল আর কালো। প্রথমে রিস্টার্ট করা। তাতেও কাজ না হলে তবে রিফর্ম্যাট।
  • SC | 150.212.34.178 | ০৪ এপ্রিল ২০১২ ২৩:৩৭542013
  • হ্যাঁ, আপিশ ২০০৭টা ভালৈ বানিয়েছে। আগের যা একখানা জিনিস ছিলো, বাপরে!
    কিন্তু আজকাল আর ঐ wysiwyg পোষায় না। তাড়াহুড়োতে প্রেজেন্টেশন বানাতে হলে অবশ্য ভালো।
    আমার চাপ এডভাইসার আপিশ ব্যাবহার করে। ফলে পেপার লিখতে গেলে আপিশেই লিখতে হয়।
    অতএব ওয়াইনই ভরসা।
  • sda | 117.194.193.123 | ০৫ এপ্রিল ২০১২ ০০:২০542014
  • মাইক্রোসফটের কাছে এই শিক্ষা নেওয়া উচিত যে একটু আগে শুরু করলে খাজা জিনিস বানিয়েও মার্কেট ধরে রাখা যায়। উইন্ডোজ ৯৫ যখন বেরিয়েছিল তখন লিনাক্স হাঁটি হাঁটি পা পা, আর ম্যাক বেজায় কনফিউজড RISC/CISC প্লাটফর্ম নিয়ে। সেই যে পাবলিকের মাথায় ঢুকে গেল যে পিসি মানেই উইন্ডোজ, তাকে আর বের করা গেল না।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ০৯:৪৯542015
  • এইটা নিয়ে কোনো সন্দেহ নেই যে মার্কেটিং কীভাবে করা উচিত সেটা মা:স: দেখিয়ে দিয়েছে।
  • Ben Arfa | 121.241.218.132 | ০৫ এপ্রিল ২০১২ ১০:১২542016
  • আর পয়সা দিয়ে মা:স: অফিস না কেনার কারণ অন্য। মানে আমার কাছে।
  • Somnath | 59.160.210.2 | ০৬ এপ্রিল ২০১২ ১৯:৪১542018
  • মোটামুটি ৬১ x ৩০ = ১৮৩০ টা টই। মোটামুটি ৭০০ আর্টিকল - বুলবুলভাজা ইত্যাদি মিলিয়ে। সব পড়ে তারপর লেখা তো সম্ভব নয়, আমি নিজেও হয়তো ১০০ টা আর্টিকল ও পড়িনি। কিন্তু একেবারে কিচ্ছু না পড়ে সাইটটার মুড বা চরিত্র একদম না জেনে লিখতে শুরু করে দেওয়ার মধ্যে ব্লগিং প্র্যাকটিসের কন্টিনিউশন ছাড়া তো কিছু দেখি না। জাস্ট অ্যানাদার প্ল্যাটফর্ম। বৈচিত্র ছাড়া পাওনা শুন্য। যাঁরা অন্য কমিউনিটিতে লম্বা ও মননশীল তক্কো করে অভ্যস্ত, তাদের এই প্রিপারেশনটা লাগে না, ঠিক, কিন্তু নভিসদের তো লাগাই উচিত। অনেকেই প্রথম একটা টপিক পড়তে পড়তে মতামত দিয়েছেন প্রথমবার। হতেই পারে। কিন্তু যাঁরা টিঁকে আছেন, তাঁরা সময় সুযোগ মত আগের লেখা খুঁজে খুঁজে পড়ে ফেলেছেন বেশ কিছু। যাঁরা সেটা করার উৎসাহ পাননি কখনো, তাঁরা এই সাইটকে আপন ভেবেও ওঠেননি কখনও। দে স্টিল বিলং টু সাম আদার গ্রুপ, আদার কম্যুনিটি, আদার সাইট। সেই কম্যুনিটির নাড়ি নক্ষত্র মুড আবার তাদের হাড়ে হাড়ে চেনা। এই পার্টিসিপেশনটা এই সাইটের একজন পুরোনো ইউজার হিসেবে নতুনদের কাছে আমি আশা করব। লোককে অনুরোধ উপরোধ করে সাইটে ইম্মিডিয়েটলি লেখানো শুরু না করিয়ে আগে পড়ানো শুরু করাটা বেশি অভিপ্রেত। সব ব্লগ সাইট মিলিয়ে গুনলে দিনে বাংলায় (বাংলা বা রোমান হরফে) কম করে ২০০ পোস্ট (কমেন্ট বাদে) পড়ে। বৈচিত্রের জন্যে এদের সবাইকে গুরুর সাইটে ডেকে আনার প্রয়োজন বোধ হচ্ছে কি? আনলে আমি প্রস্তাব করব এদের নিজের নিজের নাম এ টই খুলে সব লেখা সেখানে পোস্ট করার জন্যে। গুরু ব্লগ সাইট নয়। রেগুলার ব্লগারদের এখানে এসে লিখতে শুরু করতে বলার ফলে এর একটা ব্লগচরিত্র তৈরি হচ্ছে। কনটেন্টে ও কমেন্টে। নতুনেরা এসে সেটা দেখে একে আরো বেশি ব্লগসাইট ভাবতে শুরু করছেন, এবং নর্মাল ব্লগসাইটের ফীচারগুলো এখানে না থাকার অভাব বোধ করছেন। এই রিকার্সিভ লুপ থেকে বেরোতে হলে হয় নতুন ইউজারদের গুরুচরিত্র বোঝাতে হবে (যার জন্যে পুরোনো টইপত্র পড়ানো আর ব্যক্তিগত কাউন্সেলিং ছাড়া উপায় দেখি না) নয় গুরুতে আলাদা একটা ব্লগপাতা খুলতে হবে, ভাটিয়া৯ ও টইপত্তরের মত। শেষেরটা করা হলে মনে হয় আপাতত সবাই সবচেয়ে খুশি হবে। কিন্তু টেকনিকাল কিছু সমস্যা সমাধান না করে সেটা করা যাবে না বলেই মনে হয়।

    আপাতত এগুলোর কথা ভাবা যেতে পারে -

    আপাতত বুলবুলভাজা ইত্যাদি তে মূল লেখা ও আলাদা ভাবে লেখার সঙ্গে সঙ্গে কমেন্ট রাখা যেতে পারে। যারা একটু বড় ও মৌলিক লেখা সম্পাদকের হাত ঘুরিয়ে প্রকাশ করবেন তাঁদের পাঠকের মতামত আলাদাভাবে সরাসরি জানার সুযোগ থাকবে। আমার মত কিছু লোক মূল লেখার নিচের "ভালো লাগল", "খুব ভালো লেখা" গোছের ওয়ন লাইনের লম্বা লেজ স্ক্রল করে যেতে পারবে ইচ্ছেমতো। এটা একটা এডিটর'স ব্লগ এ রূপান্তরিত হবে কালক্রমে।

    একটা ব্লগপাতা যেখানে সম্পাদকের হাত না ঘুরেই লোকে ইচ্ছেমতো ব্লগ করবে ও কমেন্ট দেবে। এর জন্যে দরকার মতো ইউনিক লগ-ইন লাইক শেয়ার ট্যাগিং ইত্যাকার হাবিজাবির ব্যবস্থা করা যেতে পারে। এটা থেকেআমি মূলত দূরে থাকার চেষ্টাই করব।

    নিয়মিত অনলাইন ও প্রিন্ট মিডিয়ার জন্যে লেখা সংগ্রহের ব্যপার থাকবে, যেগুলো সাইটের প্রথমদিককার ম্যাগাজিনগুলোর মতই স্বাদে গন্ধে অন্যরকম হবে।

    টইপত্তর আর ভাটিয়ালি কে যেমন আছে তেমন ছেড়ে দেওয়া হবে। মূলত আলোচনা তর্কবিতর্ক আর ভাট মারার জন্যে। টইপত্তরকে একটা রিস্ট্রাকচার করা যেতে পারে প্রস্তাবিত ক্যাটেগরি সংখ্যা বাড়িয়ে। এক্কেবারে ভুলভাল টইগুলোকে সরিয়ে।

    সার্চেবিলিটি ও ইনডেক্সিং ভালো করা যেতে পারে।

    ওভারল সাইটে বাংলা পড়া ও লেখার যে গুচ্ছ বাগ, প্লাটফর্ম ডিপেন্ডেন্ট হ্যান্ডিক্যাপ আর আর্কাইভিং এর সমস্যা আছে সেগুলো ঠিক করা।

    আমার ব্যক্তিগত ধারণা ব্লগপাতাটা ছাড়া বাকিগুলো হচ্ছে গুচ নতুন ভার্সানে।।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ৩০ আগস্ট ২০১২ ১৯:৫৩542019
  • গুচ'র ফেবু গ্রুপে সঞ্চালকদের দেশনা করার স্বভাব আর গেলো না। তাদের মাঠে নামতে এতো দ্বিধা কেনো?

    দয়া করে কেউ ভুল বুঝবেন না। আমি যে পাতে খাই, সে পাতটিকে পরিস্কার রাখার দায়িত্ব আমার। মত প্রকাশের স্বাধীনতা মানেই যা ইচ্ছে তাই লেখা নয়। "শৃঙ্খলা" কথাটির মধ্যে "শৃঙ্খল" কথাটিও আছে [গুচ'র ফেবু গ্রুপের "অ্যাবাউট/মুখবন্ধও তো তাই বলে, নাকি?]
    ____
    গুচ'র ফেবু গ্রুপের চলতি একটি থ্রেড দেখুন:

    ["Debarshi Das
    ঈপ্সিতার নির্দেশে থ্রেড খুললুম। আপত্তিকর পোস্টগুলো জড়ো করব। অন্যরাও করতে পারেন।
    ---------------------------------
    Sushanta Kar আমি এক কালে বিন লাদেনের সচিব ছিলাম। জানেন তো! :) হে হে হে!
    Monday at 21:15 · Like

    Asitava Bhowmik Sachib na... paa chata dalal... jara kina aak bar lath kheo sekheni...
    Monday at 21:16 · Like

    Kallol Mukherjee sochiber o ja guts dorkar taar o chhite fota aapnar nei
    Monday at 21:16 · Like · 1

    Kallol Mukherjee 1964 e pare esheo naki onara bujhte paren ni je bharote esechen na purbo pakistane pore aachen
    Monday at 21:17 · Like · 1

    Sushanta Kar যাক! আমার মুরিদের সাহস আছে বলছেনতো! ধন্যবাদ!
    Monday at 21:17 · Like

    Kallol Mukherjee era odvut lathi kheye aashbeo ,ekhane thakbeo aabar jaara thakte dilo tader bipokkhe ghot o pakabe .socharochor dekha jai na . ini ek o odwitio
    _________________
    কল্লোলের শেষ পোস্টটা সুশান্তদাকে করা হয়েছে মনে করি। এ্যাডমিনদের হাতে সিদ্ধান্ত ছাড়লুম।"]

    https://www.facebook.com/groups/guruchandali/permalink/474318342586117/
    বলা বাহুল্য, কথিত এ্যাডমিনরা সর্বঋৃতুতে দীর্ঘতম শীতনিদ্রায় আছেন।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ৩০ আগস্ট ২০১২ ২০:০০542020
  • গুচ'র ফেবু গ্রুপের "অ্যাবাউট/মুখবন্ধে" এই কথাগুলো কী তাহলে শুধুই কথার কথা? শোভা বর্ধন ছাড়া এই সুন্দর কথাগুলোর কাজ কী?

    ["**লিখতে পারেন এখানেও, ফেসবুকের এই দলটিতে । এখানে যে যা খুশি লিখবেন । যে কেউ যে কোনো বিষয়ে লিখতে পারেন, মতামত দিতে পারেন । এখানে এডিটিং-এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই । কেবল অহেতুক গালি ও ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকা বাঞ্ছনীয় । কারো কোন পোস্টে ব্যক্তি আক্রমণ, কদর্য বা অশালীন ভাষা প্রয়োগ বা সাম্প্রদায়িকতা, জাতীয়তা বা দেশের প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় । আমরা সকলের সুবুদ্ধি, সংযম ও সুবিবেচনার ওপর অত্যন্ত আস্থাশীল ।** "]
  • বিপ্লব রহমান | 233.27.95.164 | ৩১ আগস্ট ২০১২ ১৬:১৫542021
  • সুশান্ত করের আরেকটি পোষ্ট। গুচ'র ফেবু গ্রুপ থেকে। এর মন্তব্যগুলো খুব খেয়াল করে।
    ___________________________________________
    গুরুতে কি দলিত আন্দোলনের লোকেরা থাকবেন না? তাদের আবেগ অনুভূতি বোঝবার মতো একু নেই এখানে? এটা কি ব্রাহ্ম্যণ্যবাদীদের দখলে চলে যাবে? আমার সঙ্গে আলাপে এক প্রাক্তন সদস্যের অভিমত দেখুনঃ আপনি আবার গুরুতে আসুন। দেখছি কে তাড়ায়। আমি আছি।

    আপনাকে গুরুতে নিতে পারছিনা, আপনি অনুরোধ পাঠান!

    Calcuttan JB
    3 minutes ago
    Calcuttan JB

    Ami eka ashlei hobe na Uddipan sir ba Nagraj o to likhte chai che na r, Palash Biswas babu to participate na korbar sopoth niyechen

    https://www.facebook.com/groups/guruchandali/permalink/473564255994859/?comment_id=473583309326287&offset=0&total_comments=103
  • বিপ্লব রহমান | 127.18.231.16 | ০১ সেপ্টেম্বর ২০১২ ১০:৫৬542022
  • গুচ’র ফেবু -র অ্যাডমিন সেকশনটা দেখলাম। ডজন দুয়েক মান্যবর আছেন সেখানে। ঋতুভেদ ছাড়াই একসঙ্গে এতোজন অ্যাডমিন দীর্ঘ শীতনিদ্রায় আছেন-- ভেবে খানিকটা অবাকই হচ্ছি [একমাত্র সুশান্ত কর ছাড়া, অগ্রিম ক্ষমা প্রার্থণাপূর্বক: তার একক লড়াইটি এ পর্যায়ে টিনের তলোয়ার নিয়ে লড়াই করার মতো ঠেকছে।]।

    তো, কোথা সে অ্যাডমিনশিপ??
    ----------------------------------------------------
    দ্রষ্টব্য: আরেকটি ইতরামীমূলক পোস্ট:

    [”Jubayer Rupak
    আমার খুব খারাপ লাগে যখন দেখি হিন্দু মেয়েরা ইসলাম ধর্ম নিয়া বিদ্রুপ করে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়া তুচ্ছ তাচ্ছিল্য করে। এই হিন্দু মেয়েরা কি ইসলাম আসার পূর্বে প্রাচীন ভারত বর্ষের ইতিহাস পড়ে নাই, তারা কি সুনীল গঙ্গোপাধ্যায়ের “ প্রথম আলো ” উপন্যাস টা পড়ে নাই যে কি রকম অত্যাচার করা হইছিল তাদের উপরে ইসলাম আসার পূর্বে। ভাই ইসলাম তো লাখ লাখ হিন্দু মেয়েকে আগুনে পুড়ানোর হাত থেকে বাচিয়েছে, হাজার হাজার হিন্দু মেয়েকে মন্দিরের সেবাদাসী হওয়া থেকে বাচিয়েছে। অন্তত এই কারনে হলেও তো হিন্দু মেয়েদের উচিত ইসলাম কে ভালবাসা। স্বামী বিবেকানন্দ একটা কথা যথার্থই বলেছিলেন যে - “ ইসলাম তো ভারত বর্ষের নিপীড়িত জনগণের জন্য ঈশ্বরের আশীর্বাদ হয়ে এসেছিল। ” ]

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1332473443409#writehere
  • | 24.96.90.22 | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৯542023
  • আপনার সমস্যাটা বুঝতে পারছি না বিপ্লব। আমি ঐ গ্রুপের মেম্বার নই। কিন্তু এখানে আপনি যেটুকু টুকেছেন তাতে তো অ্যাডমিনদের ঘুমানোয় কোনও ভুল দেখছি না।

    যে পোস্টটা ইতরামি বলছেন ঐটা পড়ে বড়জোর একটু ফ্যাক করে হাসি পায় --- এই পর্যন্ত। ইতরামি বলতে যা আমি বুঝি, তার কিছু পেলাম না।
  • একক | 24.96.44.236 | ০২ সেপ্টেম্বর ২০১২ ০১:৪৭542024
  • বিপ্লব বাবু নিজের পোস্ট টুকছেন । উত্তর গুলো বাদ দিয়ে । অন্যতম মডারেটর হিসেবে যা লেখার আমি খুব স্পষ্ট করে লিখে দিয়ে এসেছি ।
    গুরু তে সবার নিজের মত জানাবার অধিকার আছে । এটা কোনো নির্দিষ্ট "ইসম" এর মঞ্চ নয়। সেকুলার -এন্টি সেকুলার , উদার -সঙ্কীর্ণ সবাই থাকবে । যতক্ষণ না কেও পার্সোনাল এবিউস করছে মানে কাওকে ব্যক্তি হিসেবে গালাগাল দিচ্ছে বা বাড়ির লোক তুলে খিস্তিখামারি পর্যায় এ যাচ্ছে ততক্ষণ মাথা গলানো মডারেটর দের কাজ নয় ।
    এসব ব্যাপারে মড রা মাথা গলালে কাল দেখা যাবে এক্স বাদী রা ওআই বাদী দের সরে যেতে বলবেন । পরশু ওয়াই রা জেড দের । শেষে হাতে পেন্সিল ও থাকবেনা ।

    লিবেরালিস্ম সেটাই যা ইল্লিবেরাল কেও বলার জায়গা করে দেয় । চোখ না রাঙিয়ে । না পারলে সেটা জাস্ট আরেকটা বস্তাপচা ইসম । লিবারাল নয় ।
  • শঙ্খ | 118.35.9.186 | ০২ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৩542025
  • হাসুন। প্রাণভরে হাসুন। এইসব না থাকলে জীবন পানসে :-))
  • শ্রী সদা | 127.194.209.221 | ০২ সেপ্টেম্বর ২০১২ ১০:৫৬542026
  • হ্যাঁ এসব নির্মল আনন্দের অফুরান সোর্স যেন বন্ধ না হয় ঃ))
  • kd | 69.93.207.24 | ০২ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৬542027
  • এককের লাস্ট সেন্টেন্স পড়ে ভালো লাগলো, অনেকগুলো ক।
    আমার নিজেকে "ইল্লিবারেল" বলেই মনে হয় (বেশীরভাগ ক্ষেত্রেই) তাই তথাকথিত লিবারেলদের লিবারিল্স্মের ঘাটতিটা বড়ই চোখে পড়ে। গুরুর কয়েকটি টই তো তার পারফেক্ট এক্সাম্পল।
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ০২ সেপ্টেম্বর ২০১২ ২০:০৮542029
  • অ মা! আম্মো তো ট্রাজেটিরে কমেডি ধইরাই আছি। নইলে গুচ-র গ্রুপটা পানসে হইয়া যাইবো না? হিট বাড়ানোর লাইগাও তো এইসব মশলাপাতি চাই, নাকি? [দ্র. ১৫০/২৫০ কমেন্ট একেকটা পোস্টে, গুচ'র লেখাপত্রের পোস্টে কোনো কমেন্ট নাই]। খিকজ। =))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন