এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৩৭৩২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 144.160.226.53 | ২৩ মার্চ ২০১২ ২২:৪৬542075
  • তাতিন, গুরু ফেসবুক সাইটে কিছু মডারেশন দরকার, এ ব্যাপারে তোমার সাথে একমত।
  • siki | 122.177.172.189 | ২৩ মার্চ ২০১২ ২২:৪৬542074
  • অয়ন, চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা কতটা সফল হয়েছে তাই নিয়ে আমার আর পাইয়ের আপাতত ভিন্নমত। :-) তবে চেষ্টা হয়েছে, সে নিয়ে কোনও দ্বিমত নেই।

    আকা, আরেসেস কি বলা যায়? প্রো-আরেসেস পোস্ট কিন্তু হয়েছে গুরুতে। :-)

    তাতিন, ২০০৬-০৭-এ আবাপকে প্রো-সিপিএম বলত? শুনি নি। প্রো-বুদ্ধ বলা যেতে পারে, কিন্তু আবাপ কোনওদিনই প্রো-সিপিএম ছিল না।

    যাক গে, সেটা অফ টপিক।
  • Siddhartha | 131.104.241.62 | ২৩ মার্চ ২০১২ ২২:৪৭542076
  • যাজ্ঞে, অন্য পয়েন্টে..

    সিকিকে দুখে ক্যাওড়া পড়াতে হবে। এই দক্ষিণ বংগের মধ্যেও এমন ডায়ালেক্ট আছে যা শুনলে মাথা ঘুরে যাবে। বাংলাদেশ পর্যন্ত দৌড়তে হবে না।
  • aka | 168.26.215.13 | ২৩ মার্চ ২০১২ ২২:৪৯542077
  • এই তো অরণ্যদা এবং আরও অনেকে ফেসবুক সাইটে মডারেশন দরকার বলেছেন। এটা কেন দরকার? রুট কজ কি?
  • tatin | 117.197.71.231 | ২৩ মার্চ ২০১২ ২২:৫২542078
  • সিংগুরে মুভমেন্ট করছেন এরকম একজনের কাছে শুনেছি, সেখানকা লোকেরা আবাপ-কে কী বলত! তবে, সিদ্ধার্থবাবু পার্টিস্ট্যান্ড মেনে তাদের অভিহিত করলে আশ্চর্য হই না অবশ্য :প

    তাছাড়া আমি নিজে কলকাতার বাস্‌এ শুনেছিলাম, আবাপকে লোকে বড় গণশক্তি বলছে

  • aranya | 144.160.226.53 | ২৩ মার্চ ২০১২ ২২:৫২542079
  • আমি আবারও বলছি, অনলাইন গুরুতে প্রো-আরএসেস/মাকু/নকু/তিনু কি পোস্ট পড়ছে, তা নিয়ে গুরুর কোন বায়াস আছে এটা যুক্তির দিক থেকে বলা যায় না, যেহেতু গুরু আন মডারেটেড সাইট। ধরুন, পাক্কা ছ মাস ধরে গুরুতে শুধু মাওবাদী পোস্ট পড়ছে, তার থেকে এমন বলা যায় না গুরু একটি মাওবাদী সাইট, যেহেতু মাও-বিরোধীরাও যত ইচ্ছে, যেমন ইচ্ছে পোস্ট করতে পারে গুরুতে।
    বটম লাইন - আন মডারেটেড সাইট সম্বন্ধে কোন পক্ষপাতিত্বের অভিযোগ ধোপে টেকে না।
  • aka | 168.26.215.13 | ২৩ মার্চ ২০১২ ২২:৫৪542080
  • গুরুর ফেবু গ্রুপ মডারেশনের দরকার কেন?
  • siddhartha | 131.104.241.62 | ২৩ মার্চ ২০১২ ২২:৫৫542081
  • :P
  • aranya | 144.160.226.53 | ২৩ মার্চ ২০১২ ২২:৫৭542082
  • আকা, ফেসবুকে আমার অ্যাকাউন্ট নেই। এখানে বিভিন্ন পোস্ট দেখে মনে হচ্ছে গুরুর ফেবু গ্রুপে প্রচণ্ড খিস্তি আর ব্যক্তি আক্রমণ চলছে। সেগুলো অ্যাভয়েড করা গেলে ভাল হয়।
    মডারেশন লাস্ট রিসর্ট, এই নোংরামিগুলো বন্ধ করার জন্য। মডারেশন ছাড়া অন্য কোন ভাবে যদি করা যায় (যেমন রঞ্জন-দা একটা প্রস্তাব দিয়েছেন ঐ জাতীয় পোস্টকে ধিক্কার জানাতে), তা অনেক বেশী কাম্য।
  • siddhartha | 131.104.241.62 | ২৩ মার্চ ২০১২ ২২:৫৮541542
  • গান্ধীগিরিও করা যেতে পারে। কেউ ঐ ধরণের পোস্ট করলেই দেড়শোখানা লাইক, প্লাস ফার্মভিলে থেকে একাতা কিউট চিকেন পুরসস্কার দেওয়া হোক।

    দুদিন বাদে চেটে যাবে
  • aka | 168.26.215.13 | ২৩ মার্চ ২০১২ ২২:৫৮541541
  • আমার পরবর্তী প্রশ্ন খিস্তি এবং ব্যক্তি আক্রমণ কেন চলছে?
  • aranya | 144.160.226.53 | ২৩ মার্চ ২০১২ ২৩:০১541543
  • দুখের এক বন্ধু-র কাছে সেদিন 'দুখে ক্যাওড়া' বইটার পোচুর
    গুণগান শুনলাম :-)
  • pi | 128.231.22.249 | ২৩ মার্চ ২০১২ ২৩:০৬541544
  • তাতিন একটু জিনিস ভুলে যাচ্ছে। ফেসবুকে গ্রুপ যেমন আছে (http://www.facebook.com/groups/guruchandali/#!/groups/guruchandali/), একটা প্রোফাইল ও (http://www.facebook.com/groups/guruchandali/#!/guruchandali.kolikaal) আছে। বইমেলা সংক্রান্ত বেশিরভাগ কাজ প্রোফাইল থেকেই হয়। ফেসবুকে গ্রুপে যারা নেই বা আসেন না , প্রোফাইলের আপডেট পান। আর সেখানে প্রচুর কমেন্টপত্তরও করেন। গুরুর প্রোফাইলের অ্যালবাম (http://www.facebook.com/groups/guruchandali/#!/media/albums/?id=100000593683727) আর নোটস http://www.facebook.com/groups/guruchandali/#!/guruchandali.kolikaal?sk=notes,( যেগুলো গুরুর সাইটের লেখা নিয়ে বানানো)গুলো দেখলেই সেটা বোঝা যাবে।
    গুরুতে লেখার ব্যাপারে, কাগুজে গুরুর ব্যাপারে যোগাযোগ, কিনে নিয়ে পড়ে ফিডব্যাক, সেসব ও ওখানে আছে। তাও সব রেকর্ডেড নেই, কারণ অ্যালবাম থেকে লিংক শেয়ার করলে তাতেও অনেক কমেন্ট পড়ে। পরে সেগুলো আর ছবি বা লেখার নিচে দেখা যায়না।
    বুলবুলভাজার নানা লেখা নিয়ে সাইটের থেকে ঢের বেশি ফিডব্যাক আছে ফেসবুকের নোটসে,
    এখানেও পুরো লেখাটা না দিয়ে সাইটের লিংক দেওয়া হয়। কমেন্ট করার জন্য সাইটের লিংক। তাও, বেশিরভাগ কমেন্টই পড়ে ওখানেই। বেশিরভাগ ক্ষেত্রেই , এখানে লিখতে অসুবিধা। ধরে ধরে স্টেপ বাই স্টেপ বল্লে হয়তো সাইটে লিখলেন, এরকম। কেউ কেউ লেখেন, কেউ কেউ ওখানে কমেন্ট করেন, বেশিরভাগই সাইটের নীরব পাঠক হন, অল্প কিছুজন কখনো খনও সাইটে সরব, এরকম।

    অ্যাকচুয়ালি, এগুলো নিয়ে আপডেট দেবার জন্য গ্রুপের থেকে প্রোফাইল অনেক বেশি কাজের। কারণ, গ্রুপে এত পোস্ট পড়ে যে যেকোন আপডেটই কয়েক মিনিটে তলিয়ে যায়।

    তবে, সিকি যেটা বলেছে, এখানকার টইএর আলোচনা পত্তর নিয়েও ওকাহ্নে নিয়মিত থ্রেড খোলা হয়। অনেক ক্ষেত্রে এখানের চেয়েও বেশি আলোচনা ওখানে হয়। সে ছাড়াও এমনিঐ হয়। সেগুলো কয়েকবার কয়েকজন মিলে ডক বানিয়ে আনার চেষ্টা করেছি। সেই কাজ চলছেও।
    হ্যাঁ, সবই হয়, কোন ত্রুটি থাকে না, এমন না। সময় , রিসোর্স সবই তো লিমিটেড :)

    যারা মনে করেন আদানপ্রদান হলে ভাল হয়, তাদের সাহায্য পেলে আরো ভালোভাবে করা যাবে :)

    আর, আর .. হ্যাঁ, বাংলাদেশের লোকজনের সাথে কানেক্ট করার চেষ্টা বাংলাদেশের গুরুর ব্‌য়্‌বসা করার জন্য নয়।
    হ্যাঁ, এবার সামরানদি গেছিলো। একদিন ছবির হাটে বসেছে, গুরু সব বিক্রি হয়ে গেছে, এর আগে যা পাঠানো হয়েছে, তার সব শেষ হয়েছে, সবই ভালো। কিন্তু সেগুলো অকেশনাল ঘটনা। এগুলো লক্ষ্য করে করা হয়না। বাংলাদেশের অনেকে গুরু পেতে আগ্রহী, তাঁদের কাছে পৌঁছানো, ওখানকার লেখদের লেখক কপি দেওয়া এই অব্দি।
    বাংলাদেশে বাণিজ্যের কথা ভেবে এগোনো হলে তো সবার আগে ওখানকার দামগুলো ঠিকঠাক রাখা হত :(। যা রাখা হয়েছে, তাতে ওখানকার লোকেই গাল পাড়ছে। সে যা হোক। এই বাণিজ্যের কথা ভেবে বাংলাদেশের লোকজনের সাথে কথা বলা ইত্যাদি শুরু হয়নি। এখনো সেটা হয়না।

    দু বাংলার লোকজনের জন্য একজায়গায় কথা বলার একটা ফোরাম, অন্তত নেটে যদি তৈরি করা যায়্‌ম তাতে ভাল বই মন্দ কি ? :)

  • Sriparna Dey | 117.194.1.167 | ২৩ মার্চ ২০১২ ২৩:১৯541545
  • সিকি দা বা দি,,,আমার মেইল আইডি-টি অনমিত্র-র তৈরি করা।।আমি মাছের কাটা চিবতে ভালোবাসি তাই বাড়িতে বেড়াল বোলে আমায় ডাকা হয়।।অনমিত্র জেনে গেছিলো তাই মেইল আইডি-টির এরকম নাম দেয়।। :(
  • ranjan roy | 122.168.58.51 | ২৩ মার্চ ২০১২ ২৩:২২541546
  • সিদ্ধার্থের "গান্ধীগিরি'র প্রস্তাব ভাল লাগল, এটা বোধহয় বেশি কাজে দেবে।
  • tatin | 117.197.71.231 | ২৩ মার্চ ২০১২ ২৩:২৩541547
  • পশ্চিমবংগে বাণিজ্যের কথা ভেবে তো লোকজনের সংগে কথা বলা হয়- বাংলাদেশ কি চ্যারিটি?
  • ranjan roy | 122.168.58.51 | ২৩ মার্চ ২০১২ ২৩:২৪541548
  • এতে " সেকন্ড' করা নিয়ে শিবুর ভ্যালিড আপত্তিও কভার করা যাবে।
  • aranya | 144.160.226.53 | ২৩ মার্চ ২০১২ ২৩:২৫541550
  • দু বাংলার লোকের মত বিনিময়ের জন্য একটা নেট ফোরাম খুবই দরকারী, মূল্যবান প্রয়াস এটুকূ বলাই যায়। চেষ্টাটা সফল হলে দু দেশের লোকের মধ্যে ভুল বোঝাবুঝি কমবে, সাংস্কৃতিক আদান প্রদান বাড়বে এইসব অনেক ভাল সম্ভাবনা আছে। সুতরাং এই চেষ্টাটাকে আমি দু হাত তুলে সমর্থন জানাচ্ছি।
    দিনের শেষে খিস্তি খেউড়ের বন্যায়, মৌলবাদীদের আক্রমণে সে প্রয়াস ব্যর্থ হতেই পারে, তবে চেষ্টাটাকে কুর্নিশ।
  • tatin | 117.197.71.231 | ২৩ মার্চ ২০১২ ২৩:২৫541549
  • দুবাংলার লোকের কথা বলার ফোরাম ফেসবুকে দায়িত্ব নিয়ে গুরুচন্ডালিকেই করতে হবে কেন? বিশেষত: সেটা যখন তার মুখ্য উদ্দেশ্য, রেগুলার এক্টিভিটীর অন্তরায়, তার সম্ভাব্য ক্রেতাদের থেকে তার বিযুক্তি এবং তার সম্পাদিকার অনিদ্রার কারণ হয়ে উঠছে...
  • aranya | 144.160.226.53 | ২৩ মার্চ ২০১২ ২৩:২৭541552
  • গুচ-র মুখ্য উদ্দেশ্য যে কি, তা আমার বহু দিন ধরেই জানার ইচ্ছে - তাতিন, জান না কি? :-)
  • tatin | 117.197.71.231 | ২৩ মার্চ ২০১২ ২৩:২৮541553
  • ল্যালা ম্যানিফেস্টো নয়?
  • tatin | 117.197.71.231 | ২৩ মার্চ ২০১২ ২৩:৩২541554
  • আর দুই বাংলার কথা বলার মাধ্যম ফেসবুক গুরুচণ্ডা৯ পেজ থাকার আগে থেকেই করে দিয়েছে- যেখানে জয়দেব বোসের সঙ্গে কুলদা রায়ের অজস্র খেউড়, যার পরিপ্রেক্ষিতে জয়দেব বসুর মারা যাওয়ার খবরের পর কুলাদাবাবুর অসম্ভব কুরুচিপূর্ণ পোস্টটি।

    ফলে গুরুচণ্ডলি থেকে দয়িত্ব না নিলেও এই আদানপ্রদান চলবেই
  • siki | 122.177.172.189 | ২৩ মার্চ ২০১২ ২৩:৩৯541555
  • শ্রীপর্ণা - আরে আমিও তো তাই, মাছের কাঁটা চিবোতে ভয়ানক ভালোবাসি। আমিও ম্যাও।

    আর ইয়ে, আমি দাদাও নই, দিদিও নই। কেবল সিকি।
  • ppn | 112.133.206.22 | ২৩ মার্চ ২০১২ ২৩:৪১541556
  • সবই বুঝলাম। কিন্তু খোমাখাতায় মডারেশনের কাজ তো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর আর লংটার্মে প্রভূত বোরিং একটা ব্যপার। কে করবে এত শক্তিক্ষয়?

    (কেউ ভালোবেসে করলে অবশ্য আলাদা কথা। পাড়ার ক্রিকেটেও কোন এক দাদা ঠিক রোদ মাথায় আম্পায়ার হত, ব্যাটিং বোলিং কিছুই চাই না তার)
  • aranya | 144.160.226.53 | ২৩ মার্চ ২০১২ ২৩:৪২541557
  • তাতিন বোধহয় বলতে চাইছ অনেক কিছু এক সাথে করতে গেলে কোনটাই ঠিকভাবে করা যাবে না - এই যুক্তিটা ঠিকই আছে, সীমিত রিসোর্সের পরিপ্রেক্ষিতে।
  • Siddhartha | 131.104.32.147 | ২৩ মার্চ ২০১২ ২৩:৪৪541558
  • তার থেকে লং টার্মে খোরাক নিতে চাইলে এদের তাড়ানোর দরকার নেই।

    মাঝে মাঝে গিয়ে জাস্ট একটা অ্যান্টি-বাংলাদেশ পোস্ট করে আসা হোক। তারপর ঘাপটি মেরে বসে থাকা হোক।
  • siki | 122.177.172.189 | ২৩ মার্চ ২০১২ ২৩:৪৬541559
  • হোয়াট অ্যান আইডিয়া সারজি! :)
  • ppn | 112.133.206.22 | ২৩ মার্চ ২০১২ ২৩:৪৭541560
  • হুম, নাম উল্লেখ করেই বলি (যদিও সচরাচর এড়িয়ে যাই), ফেসবুক পেজে কোনদিন যাইনি, কিন্তু এইখানে এ রাজাকার - ও পাকি দালাল, অমুকবাবু এক রাজাকারের কবিতাকে প্রোমোট করার চেষ্টা করছেন তাই তাঁর কবিতা বয়কট করুন কুলদাবাবুর তরফে এইসকল অপ্ররোচিত ব্যক্তি আক্রমণ অত্যন্ত অশ্লীল ও অস্বাস্থ্যকর লেগেছে।

    সুযোগের অপেক্ষাতেই ছিলাম, তাতিনের পোস্ট পড়ে আবার মনে পড়ল।
  • ppn | 112.133.206.22 | ২৩ মার্চ ২০১২ ২৩:৪৮541564
  • ও হ্যাঁ, অশ্লীল ও অস্বাস্থ্যকরের থেকেও বেশি লেগেছে অপ্রাসঙ্গিক।
  • tatin | 117.197.71.231 | ২৩ মার্চ ২০১২ ২৩:৪৮541563
  • মোটামুটি তাই।

    ব্যক্তিগতভাবে আমি ভীষন রকম বাংলাদেশপ্রেমী- ভারত বাংলাদেশ ম্যাচে বাংলাদেশকে সাপোর্ট করে ফেলি, মুক্তিযুদ্ধকে উপমহাদেশের মানুষের সবচেয়ে বড় এচিভমেন্ট মনে করি।
    কিন্তু, এইখানে জাস্ট সামলানো যাচ্ছে না- স্পেশ্যালি রাজাকার-বাকশাল ঝামেলাগুলো। কিছুদিন পর না হয় আবার হার দেওয়া যাবে ওদিকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন