এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 132.177.16.128 | ০৭ মে ২০১২ ১৪:৪৬547085


  • অনেকদিন ধরেই অ্যাড চলছিল। আমীর খানের প্রোগ্রাম যখন, কিছু একটা আলাদা তো হবেই, এই রকম আশা ছিল।

    তো, গতকাল থেকে শুরু হল এই অনুষ্ঠান। নতুন কিছু নয়, হাতের কাছেই অ্যাভিলেবল কিছু ইনফো নিয়ে তৈরি করা প্রথম এপিসোড। তবু, দেখলে গায়ে কাঁটা দেয়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।

    দেখুন, প্রথম পর্ব।
  • সায়ন | 170.83.97.83 | ০৭ মে ২০১২ ১৪:৫৮547196
  • পলাশ সেনের অভিযোগ তার "ফির ধূম" অ্যালবাম থেকে গান ঝেঁপে সত্যমেব জয়তে'র থীম সঙ বানিয়েছে। চেতন ভগতও কেস খাইয়েছিল আমিরকে। "ফাইভ পয়েন্ট সামওয়ান" থেকে এগ্রীড কনটেন্টের বাইরের অংশও ফিল্মে ইনক্লুড করেছিল বলে।

    তবে ভালো জিনিসপত্তর নিয়ে এমন বাওয়ালবাজি হয়েই থাকে।
  • kaataakutu | 75.82.131.225 | ০৮ মে ২০১২ ০১:৫৩547212
  • ভালো লাগলো এই দেখে জে, অন্তত কেউ একজন টিভি মাধ্যমটাকে সমাজের কাজে লাগানো চেস্টা করলো। হয়তো নতুন কিছু দেখিনি তবে আগামী রবিবারের জন্য অধীর আগ্রহে বসে রইলাম।
  • নিনা | 78.34.167.250 | ০৮ মে ২০১২ ১০:১২547223
  • সিকি
    থ্যাঙ্কু রে। রেগুলার দিবি তো? প্লিজ!
  • Nina | 78.34.167.250 | ০৮ মে ২০১২ ১০:১৩547234
  • এম্যা খুল্লো না ঃ-((
  • harmad | 132.248.183.1 | ০৮ মে ২০১২ ১১:৩০547245
  • শুধু যে এতো সোশাল দায়িত্ত নেয় সে যদি চাশি সেজে জমি না কিনত তাহলে আরো ভাল লাগত
  • আকা | 127.194.3.118 | ০৯ মে ২০১২ ০৬:২০547256
  • কাল দেখলাম, বেশ ভালো করেছে। সবথেকে আশ্চর্য্যজনক রিসার্চ হল কন্যাভ্রূণহত্যা, মেয়ে হবার কথা জানতে পারলে বউয়ের ওপর অ্যাবর্ট করার জন্য চাপ সৃষ্টি, বউয়ের ওপর অত্যাচার এসব শুধু গ্রামে হয়, অশিক্ষিতদের মধ্যে হয়, গরীবদের মধ্যে হয় তা নয়। শহরে, শিক্ষিত, উচ্চবিত্ত পরিবারেও সাংঘাতিক বেশিরকম। গতকাল একটি দিল্লির পরিবারের কথা বলল যেখানে বউ নিজে ডাক্তার, বর অর্থোপেডিক সার্জেন, শ্বশুর ডিইউ এর হিস্ট্রির প্রফেসর, দুই ননদের একজন অংকে পিএইচডি, একজন স্কুল টিচার। সেই বহেঅড়িতে ডাক্তার বউকে কি যন্ত্রণা সহ্য করতে হয়েছে শুধুমাত্র এই অপরাধে যে তার গর্ভে দুই যমজ কন্যাসন্তান এসেছিল। কি ভয়ানক।

    অনেকদিন বাদে একটা অনুষ্ঠান খুব ভালো লাগল। খুব ভেবেচিন্তে করা, ফুল অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগারস। আমীর খানও ভালো করছে।
  • aishik | 151.0.10.72 | ০৯ মে ২০১২ ১১:৫৩547267
  • Ei jonnoi Amir .... SottI amir....
  • pinaki | 148.227.189.9 | ০৯ মে ২০১২ ১৪:০০547278
  • দারুণ করেছে, সত্যি। এর সাথে পণপ্রথা ব্যাপারটাকে জুড়লে আরো ভালো হত কিনা ভাবছি। পণপ্রথা বিশ্বাসী সমাজে পুত্র আর কন্যা সন্তানের সাথে যে বিশাল এমাউন্টের ইকনমিক প্রফিট লসের গল্প জুড়ে থাকে, সেটাও বোধহয় আসা উচিত আলোচনায়। একদিকে পণপ্রথা থাকবে, আর অন্য দিকে লোকে খুব প্রগতিশীল হয়ে কন্যাভ্রূণ হত্যা করবে না - এদুটো কি একই সাথে হওয়া সম্ভব? ডাউট হ্যাজ।
  • ডিডি | 120.234.159.216 | ০৯ মে ২০১২ ১৪:২১547086
  • মিত্তিরদা একদম ঠিক।

    পুরো কন্যাভ্রুনহত্যা হচ্ছে পনপ্রথার রেজাল্ট। এটা যে কি ভয়াবহ সেটা অন্য প্রদেশে না থাকলে বোঝা যায় না। হিঁদু,মোছোলমান,ক্রেস্তান সব ধর্মের মানুষেরাই এই বরপন নেন।পনপ্রথা বন্ধ না করলে এই ভ্রুণ হত্যাও বন্ধ হবে না।
  • প্পন | 212.91.136.71 | ০৯ মে ২০১২ ১৪:২২547097
  • ইসে, এইটা কোন চ্যানেলে হচ্ছে?
  • পাই | 82.83.81.233 | ০৯ মে ২০১২ ১৪:২৬547108
  • শহরে শিক্ষিত ধনী পরিবারে শুধু বেশি না, অ্যাকচুয়ালি, অন্য জায়গার থেকে আরো বেশি হয়।গত বছরেই এ নিয়ে, সমস্ত রাজ্যে, শহরে গ্রামে, সমস্ত আর্থ-সামাজিক অবস্থান, শিক্ষা - সবগুলো ফ্যাক্টর নিয়ে একটা খুব বড় স্টাডি বের হয়েছিল। এখানে দিয়েছিলাম ও । এটা আপাতভাবে অদ্ভুত মনে হলেও , কারণ হিসেবেবলা হয়, শহরে আল্ট্রাসাউণ্ড করার সুযোগ বেশি ( করা হয়ও বেশি), ছাতার মত গজিয়ে ওঠা গোপন ক্লিনিকের সৌজন্যে ভ্রূণহত্যার সুযোগ বেশি।
    আগের থেকে সব মিলিয়ে ভ্রূণহত্যা বেড়ে যাবার কারণ ও কিন্তু কি ডিটেকশন আর হত্যা করার সুযোগ বেড়ে যাওয়া বলে বলা হয়। মেয়েদের অবস্থা আগের থেকে বেশি খারাপ হয়েছে, নট নেসেসারিলি।
    এই সংখ্যা বেড়ে যাওয়ার ও আবার রকমফের আছে। প্রথম কন্যাসন্তানের ক্ষেত্রে বাড়েনি, কমেছে। কিন্তু প্র্থম সন্তান কন্যা হলে,দ্বিতীয় সন্তানের বেলায় কন্যা ভ্রূণ হত্যা বেড়েছে।

    আর একটা বড়সড় কারণ অবশ্যই পণপ্রথা।

    পেপারটা আছে এখানেঃ
    http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(11)60649-1/abstract

    পুরোটার অ্যাকসেস না থাকলে এখান থেকে দেখা যেতে পারে। বেশিরভাগ অংশই তুলে দেওয়া আছে। http://makanaka.wordpress.com/2011/05/24/why-do-educated-and-well-off-indians-kill-their-girl-children/

    তবে এই সিনড্রোম শুধু ভারত বলে না, আরো অনেক জায়গাতেই। চীনেও। ওয়ান চাইল্ড পলিসির পরে প্রচুর বেড়ে গেছে।
  • অবাস্তব | 24.139.163.29 | ০৯ মে ২০১২ ১৪:২৯547119
  • শুনেছি পূর্ববঙ্গে কন্যাপণের রীতি ছিল। ছেলে দিয়ে বংশ রক্ষার ধারণাও ভ্রূণহত্যার আরেকটা কারণ হতে পারে।
  • lcm | 79.236.161.105 | ০৯ মে ২০১২ ১৪:৫৪547130
  • এই শোতে একজন বললেন তিন-চার হাজার কোটি টাকার ব্যবসা - আল্ট্রাসাউন্ড ফলোড বাই অ্যাবরশন।
    অনেক সময় নাকি টেস্ট রেজাল্ট-টাতে ঢপ দিচ্ছে, মানে ছেলে ডিটেক্ট করলেও, মেয়ে রেজাল্ট দেখিয়ে অ্যাবরশন করে টাকা কামিয়ে নিচ্ছে।
  • পাই | 82.83.81.233 | ০৯ মে ২০১২ ১৫:২৪547141
  • এখানেই তো দেওয়া আছে। স্টার প্লাস


    পুরোটা টানা দেখার সময় হয়নি। শুরু শেষের ক্রেডিটে নাম দেখলাম না। প্রভাত ঝা দের আকনলেজ করা হয়েছে ? অমর্ত্য সেন ? 'মিসিং উওম্যান' এর দিকে উনিই প্রথম নজর ঘোরান। কালকে লেকচারে এনিয়ে বলছিলেন। আর এনিয়ে মিডিয়ার আরো বেশি হইচই করা উচিত। সায়েন্টিস্ট, আকাদেমিশিয়ানদের এই নিয়ে আনেক বেশি হইচই করা উচিত ইত্যাদি। মানে, এধরণের কাজ বের হলে।নিউ ইয়র্ক টাইমসে ওনার লেখার (http://www.nybooks.com/articles/archives/1990/dec/20/more-than-100-million-women-are-missing/?pagination=false) টাইটেল দিয়েছিল ঃ More Than 100 Million Women Are Missing
    সেটা দেখে প্রথমে উনি রেগে গেছিলেন, কারণ এরকম নাটুকে শিরোনাম উনি নিজে দেন নি, দিতে চান নি। কিন্তু পরে এডিটর বোঝান, আর উনি নিজেও রিয়েলাইজ করেছেন, অতিশয়োক্তি না করে, তথ্য বিকৃত না করে, এই 'ড্রামাটাইজ' করার দরকার আছে। এধরণের স্টাডির রেজাল্ট দিয়ে লোকের টনক নড়ানোর জন্য। এটা গোট বছর কিছু মিডিয়াতে এসেছিল বটে। অল্প সল্প হই চই হয়েছিল। কিন্তু তা মূলতঃ ওই আকাডেমিক সার্কেলে।
    লোকের কাছে যাবার জন্য আমীর খানের নাটুকে প্রেজেন্টেশন টার দরকার ছিল। তবে যাঁদের অনেক অনেক দিনের কাজে এই তথ্যগুলো উঠে এসেছে, তাঁদের কথা বলা হলেও, তাঁরা বললেও ভাল হয়। আশা করি পরের এপিসোডে আসবে।
  • pinaki | 148.227.189.9 | ০৯ মে ২০১২ ১৬:৪৫547152
  • সাউথে তো পণের ব্যাপারটা দেখছি ভয়াবহ। ওপেন সিক্রেট। শিক্ষিত লোকেরা মিষ্টি হেসে এড়িয়ে যায়। এখানে ছেলের ডিগ্রী অনুযায়ী স্ট্যান্ডার্ড মার্কেট রেট আছে বলে শুনেছি।
  • পাই | 82.83.81.233 | ০৯ মে ২০১২ ১৭:০১547163
  • এই 'রেট' গুলো বহু জায়াগার জন্যই ঠিকঠাক। কম ও হতে পারে।

    http://www.dowrycalculator.com/ ঃ)
  • গান্ধী | 213.110.243.22 | ০৯ মে ২০১২ ১৭:১৭547174
  • আমাদের সাথে একটি ছেলে পড়ত, অন্ধ্রর । ৪ বছর ধরে অনেক চেষ্টা করে এম টেক কমপ্লিট করলো। করার পরই বিয়ে। ২০লাখ টাকা, আর হায়দ্রাবাদে একটি ফ্ল্যাট। ছেলেটি এস টি ছিল ।

    ওর কাছে এটা খুব স্বাভাবিক গর্বের বিষয়
  • গান্ধী | 213.110.243.22 | ০৯ মে ২০১২ ১৭:১৮547185
  • মাত্র (!!!) ২০ লাখ এলো আমার !!!
  • Du | 127.194.193.103 | ০৯ মে ২০১২ ১৯:০৭547197
  • বংশরক্ষা আর লিগ্যাসির ধারনাটা মেয়ে সন্তানের উল্টোদিকে একটা বড় ভার।
  • পাই | 82.83.81.233 | ০৯ মে ২০১২ ১৯:১২547203
  • যে মেয়ের জন্মের জন্য ডিভোর্স দিতে চাইল, সেই মেয়েকে কেন শ্বশুরবাড়িতে নিজেদের কাছে রেখে দিতে চেয়েছিল কে জানে।
  • Du | 127.194.193.103 | ০৯ মে ২০১২ ১৯:১৭547204
  • বললো তো, হোস্টেজ হিসেবে। ডিভোর্স দাও - মেয়ে নিয়ে যাও
  • pi | 82.83.81.233 | ০৯ মে ২০১২ ১৯:২৭547205
  • কাস্টডি দিতেও ঝামেলা করছিল না ?
  • pi | 147.187.241.4 | ০৯ মে ২০১২ ২২:১৫547207
  • আমাদের রাজ্যের খবর জানা আছে তো ? এর আগে একবার দিয়েছিলাম যখন তখন শুনেছিলাম, এগুলো তো জানা কথাই।
  • শ্রী সদা | 127.194.193.244 | ০৯ মে ২০১২ ২২:৩০547208
  • এই ডাউরি ক্যালকুলেটর তো পুরো মাখন জিনিস ! ভাবছি রেজাল্টের প্রিন্ট আউট করে তেনাকে দেখাবো - দ্যাখ কী জিনিস পাচ্ছিস পুরো ফ্রী তে।
  • siki | 132.177.190.72 | ০৯ মে ২০১২ ২২:৩১547209
  • পাই আজগাল বড্ডো রেগে থাকে।

    না জানা নেই। কী দিয়েছিলে? কবে দিয়েছিলে?
  • siki | 132.177.190.72 | ০৯ মে ২০১২ ২২:৩৯547210
  • ইশ্‌শালা! এক্ষুনি বিয়ে করলে নয়ডায় একটা তিন বিএইচকে ফ্ল্যাট হয়ে যাবে।
  • নিনা | 22.149.39.84 | ০৯ মে ২০১২ ২২:৪৫547211
  • এই টইতে প্লিজ সব এপিসোডের লিংক যেন দেয়া হয়--খুব সহজেই কাল পুরোটা দেখলাম।
    বিশ্বাস করতে কষ্ট হয় যে মানুষ কেমন অমানুষ হতে পারে।
  • pi | 147.187.241.5 | ০৯ মে ২০১২ ২৩:০১547213
  • "Husband of Khuku Mondal (thirty years old) of Uttardanga village in Gosaba (in the Sundarban
    region, essentially an archipelago of islands which are still in their formative stage and are crisscrossed
    by a plexus of brackish water rivers, rivulets and creeks in the southern fringe of the
    Gangetic delta in eastern India, famous for its mangrove forest and Royal Bengal tigers) was
    threatening to take her out to the core forest to be devoured by a tiger if she again bore him a girl
    child. To their neighbors, this was quite understandable; Khuku had already given birth to four
    girls. But ultimately, Khuku was blessed because her fifth pregnancy resulted in a boy and she is
    perhaps living happily thereafter. Namita of Chhotomollakhali had one boy and three girls.
    During her fifth pregnancy, she was also suitably warned with appropriate intimidation, which
    she took in right earnest. So when Namita found her fifth offspring to be a girl, she immediately
    thrust the placenta down the throat of the baby. However, Namita was not entirely out of luck.
    Because the tragedy was taking place in the dead of night and as the dai (the traditional village
    midwife) had night blindness, her family readily accepted it to be a case of a stillborn baby
    without any fuss.
    Experiences make people wise. Sabitri Bachhar of Mollakhali will testify to that. She is not only
    an experienced dai, but she also has the uncanny ability of pre-natal sex determination. By
    observing the signs and symptoms of a pregnant woman, she can determine the sex of the unborn
    child. Sabitri is not alone. Sumitra Mondal of Kumirmari and Sushama Benia of Masjidbati
    proclaim similar abilities and all three of these women regularly attend expectant mothers
    desperately eager to know about the next baby. (While conducting a labour, they can even tell
    you the likely sex of the next baby by looking at the umbilical cord of the present one!) And
    what will happen if it is diagnosed to be a female fetus? In that case, Khuku and Namita have to
    ponder over whether they have any option other than to give birth to a girl child and risk the
    mother being devoured by a tiger or at least kicked out of her home. So the expectant mothers
    are ‘referred’ to ‘Dr’ Ali of Gosaba or ‘Dr’ Pal of Mollakhali, or those of their ilk who have
    specialized in the business of intra-uterine killing. They have improvised their own methods.
    These ‘doctors’ thrust inside roots or stems of ‘medicinal’ plants and inject chemicals into the
    sac. Here dais have a word of caution for womenfolk: come early. Otherwise, if the pregnancy
    advances beyond three months, not only will each extra month cost them an extra thousand
    rupees, but chances will be higher that the procedure will also cost their own lives. ....."
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন