এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • n | 162.79.94.97 | ০৯ মে ২০১২ ২৩:০৪547214
  • গত কাল নেট থেকে সত্যমেব জয়তে দেখলাম- দারুণ প্রোগ্রাম, কিন্তু একটা কথা সযত্নে আমির খানও এড়িয়ে গেলেন। ডাক্তার মহিলা যখন দেখলেন যে শ্বশুর বাড়ির লোক শুধুমাত্র মেয়ে বলে abortion এর জন্য চাপ দিচ্ছে, অত্যাচার করছে - তখনই উনি ডিভোর্সের জন্যে আবেদন করলেন না কেন? অন্য দুজনের ব্যাপারে অসহায়তাটা বুঝি, কিন্তু শিক্ষিত, খুবই ভাল career থাকা মহিলাদের থেকেও এতটা অসহায়তা - খুব খারাপ লাগে। আমাদের মেয়েদের নিজেদেরও কিন্তু একটু শক্ত হয়ে দাঁড়ানোর প্রয়োজন আছে।
  • siki | 132.177.190.72 | ০৯ মে ২০১২ ২৩:১২547215
  • ডিভোর্সে অনিচ্ছা শুধুই অসহায়তা থেকে হয় না, আরও অনেক ফ্যাক্টর কাজ করে। নতুন তৈরি হওয়া সম্পর্ক ও রকম একটা দুটো ইনস্ট্যান্সে ভেঙে দেওয়া যায় না, মহিলা হয় তো ভেবেছিলেন বাচ্চার মুখ দেখলে স্বামী বা শাশুড়ি বদলে যাবেন, শেষ মুহূর্ত পর্যন্ত আশা রেখেছিলেন, "চলো ইস বহানে মে কম সে কম গোদি মে তো লে লিয়া ..."

    নীনাদি, সব এপিসোডই এর ওপর হবে কিনা জানি না, তবে লিং দিয়ে দেব। আর http://satyamevjayate.in/ এইটাকে বুকমার্ক করে রাখো। এতেই প্রতিটা এপিসোডের আপডেট দিয়ে দেবে।

    অপ্পন, এটা হয় স্টার প্লাস আর দূরদর্শনে, রবিবার সকাল এগারোটা থেকে বারোটা।
  • I | 24.99.81.34 | ১০ মে ২০১২ ০০:০৫547216
  • যাঃ, আমার আর তাহলে দেখা হল না !
    আজগে সব চ্যানেলে চ্যানেলে সে কী উত্তেজনা ! বাঁদর ইন্দ্রনীলটা আবার বাঁদরামো কচ্ছিল।
  • somnath2 | 217.239.86.106 | ১০ মে ২০১২ ০১:১০547218
  • http://www.dowrycalculator.com/ সাইটটা ৮০২২৪ জন লাইক করেছে !! :-o
  • SS | 109.120.125.223 | ১০ মে ২০১২ ০৮:৩৪547219
  • সত্যমেব জয়তে'র পুরো এপিসোডের ইউটিউব লিঙ্ক,


    খুব ভালো উদ্যোগ।
  • oikik | 126.202.223.42 | ১০ মে ২০১২ ১৩:০৮547220
  • গুরুর ফেসবুক পাতায় অনেক রকম গল্প হচ্ছে এ নিয়ে... এখানেও... এটা ভালো ব্যাপার... কিন্তু অনেকেই যেভাবে 'এটা করা উচিত, এটা উচিত না... কেন এগুলো বলেনি, এটাও বলা দরকার ছিলো... নতুন কথা আর কি বললো, সবই তো এড়িয়ে গেলো...' থেকে শুরু করে 'এই প্রোগ্রাম বয়কট করা উচিত' পর্যন্ত বলছে... তাতে মনে হয়, আমাদের মাথার নিন্দের অংশটা overdrive এ রয়েছে...
    আমার ব্যক্তিগত মত... অনেকেই যখন এদ্দিন চুপ করেই ছিলাম, আর কিছু হলেও এ নিয়ে একটা ইস্যু উঠেছে, তখন সেই আলোচনাটা চালিয়ে যাওয়া উচিত, আর এপিসোডটা নিয়ে কম বলে ইস্যুটা highlight করলে ভাল হয়...
    একটাই ভয়... অন্য এপিসোড এসে পড়লে আমাদের মন কি এ থেকে সরে যাবে?

    @siki: লিঙ্কগুলো একসঙ্গে পেয়ে ধাক্কাটা জোরেই লাগলো... ধন্যবাদ...
    @pi: আমার রেট ৩৫ লাখ... (এদিকে হাতে আছে ১০K) বোঝো!!!
  • পাই | 147.187.241.7 | ১০ মে ২০১২ ২২:০৩547221
  • পণ চাওয়া বিয়েতে মেয়েদের নিজেদের রাজি হওয়া কবে বন্ধ হবে? অন্ততঃ শিক্ষিত, স্বনির্ভর মেয়েদের ক্ষেত্রে তো এই রাজি হবার পিছনে অসহায়তার দোহাইও দেওয়া যায়না।
  • riddhi | 74.134.148.162 | ১১ মে ২০১২ ০২:৫৪547222
  • কেন দেয়া যায় না? চেনা জানার মধ্যে দেখা আছে, অনেকে শিক্ষিতা ইত্যাদি, কিন্তু বাড়ি খুব কন্সার্ভেটিভ। বাড়ির সাথে বাওয়াল বাধিয়ে বিয়ে না করার দম, কিছুজনের থাকতে পারে, সবার জন্য না।
  • Sibu | 84.125.59.177 | ১১ মে ২০১২ ০৩:২২547224
  • যেটা লিখব তাতে ক্যাল খাবার পোবোল সম্ভাবনা। কিন্তু ডিডিদা যেমন কয়েছেন - সইত্যের পথ থিকা বিচলিত হওন যাইব না।

    একটি শিক্ষিত মেয়ে, রোজগারী হলেও, তার বিয়েতে বাবা-মা পণ দিলে তার আপত্তি হবে কেন? সে নিজে ঘর বাঁধতে যাচ্ছে, পণের টাকাটা সে দিক দিয়ে একটা আপদ-বিপদের জন্য ইনিশিয়াল সেভিংস হিসেবে ভাল। বাবার টাকাটা দিতে কষ্ট হতে পারে, কিন্তু সকলে বাবার কষ্টকে নিজের সুবিধার ওপরে জায়গা দেয় না। মেয়ের বাবাও হয় তো তা করেন নি।

    এছাড়া, বিয়ের সাথে ভালবাসার চেয়ে অর্থনীতির যোগই বেশী (অন্ততঃ অধিকাংশ লোকের জন্য)। বিয়ের কন্ট্রাক্ট মনে করুন। সেখানে ভাত-কাপড়ের কথা আছে, সেক্সের কথা আছে (আইন যাই বলুক, সেটি বহুদিন ধরে পন্য), কিন্তু ভালবাসা নিয়ে কোন কথা নেই। আমার এক পরিচিত উকিল কয়েছিল আনএনফোর্সেবল ব্যাপার-স্যাপার কন্ট্রাক্টে থাকে না। মেয়েটি জানে - বর ভালবাসবে কিনা সেটা ইফি। কিন্তু টাকা পেলে অন্ততঃ ভালবাসার ভান করবে তো (উইথ হায়ার প্রোব্যাবিলিটি)। তাই বা মন্দ কি?
  • ঝিকি | 229.83.85.197 | ১১ মে ২০১২ ০৮:১৪547225
  • শিবুদা, যা লিখলেন তা আপনি সত্যি বিশ্বাস করেন?
  • S | 139.115.2.75 | ১১ মে ২০১২ ০৮:১৭547226
  • ওফ এই ডাউরি ক্যালকুলেটর যারা ভ্যালুয়েশন করে তাদের তো হাতে ইত্যাদি।
  • S | 139.115.2.75 | ১১ মে ২০১২ ০৮:৩৫547227
  • ছেলের বাপ কেন পয়সা দেবেনা? ঘর তো ছেলেও বাঁধবে। আর ছেলেটার কি ভালোবাসা পাওয়ার দরকার নেই - মানে তাহলে তো তাকেও ভাবতে হয় যে বাড়ি গাড়ি না থাকলে ব্যাপারটা ইফি - বা ইতিও হয়ে যেতে পারে। অন্ততঃ থাকলে পরে ভান তো করবে।

    আর এই পণের রমরমা বোধয় শেষ কয়েক বছরে বেড়েছে - আয় আর প্রপার্টি ভ্যালু বাড়ার সাথে সাথে। মানে ঐ একই চিন্তা ভাবনা - আপনার এতো পয়সা, ব্যান্ক ব্যালেন্স আর জমি জমা। একটু নিজের মেয়েকেই দিতে কি অসুবিধে? এই পর্য্যন্ত ব্যাপারটা নির্লজ্জতা থাকে। এরপরে যখন জোড় জুলুম আর কথা শোনানো শুরু হয়, তখন সেটা যাস্ট মাফিয়া - গুন্ডাগিরি হয়ে যায়।

    জামা কাপর পড়ে মিষ্টি মুখ করে থাকলেই ভদ্র হওয়া যায়না। মাঝে মাঝে মনে হয় ঐ যে ট্রেন থেকে যেতে যেতে দেখেছি দুরে এক চাষী খালি গায়ে দাঁড়িয়ে লাঙ্গল চালাচ্ছে। আমার মতন ফটর ফটর ইঙ্গরাজি বলতে পারবে না, হয়তো ভাষাও ভালো নয় - তবু সে ভদ্র। কারন তার লোভ হয়তো কম হবে চারপাশে দেখা জীব গুলোর থেকে।

    আর সত্যি যখন কোনো মেয়ের বাবা কোনো ছেলেকে কিছু পয়সার বিনিময়ে বিয়ের পিঁড়িতে বসায় - তখন বোধয় ছেলেটার দাম সবথেকে কমে যায়। ছেলেটা ঐ পণের টাকায় বিক্রি হয়ে গেলো। তাকে মেয়ের বাপ জাস্ট কিনে নিলো কতগুলো টাকার বান্ডিল ছেলের বাবার মুখের দিকে ছুঁড়ে দিয়ে।

    ডিস্ক্লেমারঃ না কোনো ব্যক্তিগত এক্ষপেরিয়েন্স নয়, জেনারাল অবজারভেশন।
  • Sibu | 118.23.41.126 | ১১ মে ২০১২ ০৯:৫৯547228
  • আসলে আমার বলাটা একটু বেশী প্রোভোকেটিভ হয়ে গেছে। আমি বলতে চেয়েছিলাম বিয়ে ইনস্টিটিউশনটা ইকনমিক অ্যারেঞ্জমেন্ট হিসেবে তৈরী হয়েছিল। ইকনমিক দিক থেকে পাত্র-পাত্রীর পন ব্যাপারটা পছন্দ করার কিছু কারণ আছে। পম আটকাতে হলে সেটা পাত্রীর মা-বাবাদের করতে হবে
    তাদেরই পনের বিরুদ্ধে সত্যিকারের ইনসেন্টিভ আছে।
  • hu | 34.13.11.220 | ১১ মে ২০১২ ১০:২৭547229
  • বাবা-মায়ের ইন্সেন্টিভ হল পাড়াপড়শীর কাছে মান বাড়ানো। মেয়েকে সাজিয়ে গুছিয়ে না দিলে নাকি মান থাকে না। কত বন্ধু-বান্ধবকে দেখলাম যাদের নিজের বাবা-মার সাথে বিচ্ছিরি রকম ঝগড়া করতে হল যাতে তারা ওসব খাট-বিছানা-তোষক-বালিশ না দেন। কারোর কারোর এত ঝগড়া করা পোষায় না। তারা চুপচাপ যা দেওয়া হয় নিয়ে নেয়।
    (একটা ডিসক্লেমার দিয়ে যাইঃ আমি কিন্তু এটা বললাম না যে পণপ্রথা নেই। শুধু এটাই বললাম এই দেওয়া-থোয়ার ব্যাপারটা এমন ভাবে রক্তে ঢুকে গেছে যে পাত্র-পাত্রী আপত্তি করলেও অনেক সময় তা পাত্তা পায় না।)
  • Sibu | 118.23.41.126 | ১১ মে ২০১২ ১০:৪১547230
  • হুচির কথামত ঘটনা ঘটতে দেখেছি। সেই বাবা মাদের পনের বিরুদ্ধে যাবার ইচ্ছে নেই। যদি বেশীর ভাগ বাবা মা এরকম হয় তাহলে পন বন্ধ করার কোন রাস্তা দেখি না।
  • পাই | 82.83.81.233 | ১১ মে ২০১২ ১১:১৯547231
  • হু, কিন্তু এইসব মা বাবা বা পাত্রীরা ঠিক পণপ্রথার শিকার হন, মানে তার জন্য খারাপ ফল ভোগ করেন, এমনটা কি বলা যাবে ? ওমুক পাত্রের জন্য ওমুক অ্যামাউণ্টের ক্যাশ, ওমুক ওমুক জিনিশ দিতেই হবে, নইলে অত্যাচার ... এই যেগুলোর ভয়ে মেয়ে জানতে পারলেই মেরে ফেলার মত এক্সট্রীম ঘটনা .. , সেগুলো আর পাত্রীর মা বাবার লোকদেখানি কি শখের দেওয়া থোয়ার মধ্যে তফাত আছে।
  • ঝিকি | 229.83.85.197 | ১১ মে ২০১২ ১১:২৬547232
  • কোন তফাত নেই, এই খানদানী লোকেরা লোকদেখানোর জন্য পণপ্রথা শুরু করেছিল, সেটাই নীচের তলার গিয়ে ঐরকম ভয়ানক রূপ নিয়েছে।

    কোন ছেলের বিয়ে হলে কি বাবা-মা তক্ষুনি তার নামে সম্পত্তির কোন অংশ লিখে দেয়? তাহলে মেয়েদেরকেই বা দিতে হবে কেন?
  • Toon Army | 131.241.218.132 | ১১ মে ২০১২ ১১:২৭547233
  • আমি আবার উল্টোও দেখেছি। বাবা-মায়ের বিশেষ সামর্থ্য নেই, তাই মেয়ের গোঁসা।

    এই খবরটাও রেলেভ্যান্ট -

    http://www.bbc.co.uk/news/world-asia-india-18016405
  • ঝিকি | 229.83.85.197 | ১১ মে ২০১২ ১১:৩০547235
  • আমিও দেখেছি। বড়বোনের থেকে তার পণ জেন কোন অংশে কম না হয়, সেই নিয়ে চুলচেরা বিচার করা ছোটবোনও দেখেছি।
  • পাই | 82.83.81.233 | ১১ মে ২০১২ ১১:৪০547236
  • নিচের তলায় গিয়ে ভয়াবহ হয়েছে ?? উপরতলায় ভয়াবহ নয় ??!!

    আর এই শুরু নিয়ে সিরিয়াসলি জানতে চাই। খানদানী লোকেরা লোক দেখাতে শুরু করেছিল, ছেলের বাড়ি থেকে চেয়ে শুরু হয়নি, এটা কোথা থেকে জানা গেল ? কেউ আলোকপাত করলে ভাল হয়।
  • p jogai | 209.43.186.25 | ১১ মে ২০১২ ১১:৫৫547237
  • আজকালকার দিনে পণ প্রথা কিছুটা হলেও arranged ম্যারেজ নামক ভন্ডামির ফলশ্রুতি। ভেবে দেখুন, একজন সুবোধ বালক গোপাল, মদ-গাঁজা খায় না, বাবা-মার বাধ্য, কোনদিন কোনো মেয়ের চোখের দিকে তাকায়নি, ভালো চাকরি করে, সে কেন একজন অজানা অচেনা মেয়েকে বিয়ে করবে? কি তার ইনসেনটিভ? এক, যদি মেয়ে অতীব সুন্দরী হয়, অথবা টাকা। না হলে, কেন গোপাল একজন অচেনা মেয়ে যাকে দেখতে অতটা ভালো নয়, তাকে নিয়ে সারা জীবনটা কাটাবে?

    যতদিন এই arranged ম্যারেজ এর প্রথা বন্ধ হচ্ছে বা নিদেন পক্ষে নেগেটিভ এনকারেজমেন্ট, ততদিন এইসব কলতে থাকবে?

    আর বিক্রি হয়ে যাওয়ার কথা বলছেন এস? সত্যি করে বলুন তো, shaadi dot com আর ebay এর মধ্যে সত্যি কোনো পার্থক্য আছে?
  • ঝিকি | 229.83.85.197 | ১১ মে ২০১২ ১১:৫৭547238
  • উপরতলায় ভয়াবহ সেই লোক দেখানোরই কারনে, নীচের তলায় সেটা নয়।

    আবু ধাবিতে আমাদের ডিপ হেড ছিলেন এক গুপ্তা, তিনি ২২ বছর EILএর চাকরী করার পর বাইরে চাকরী করতে বেরিয়েছিলেন.....কেন জানতে চাওয়ায় বলেছিলেন তাঁর দুটো মেয়ে আছে.......... দুজনেরই বিয়েতে কমপক্ষে Toyota Camry জাতীয় গাড়ী আর ফ্ল্যাট দিতে হবে......এছাড়া গয়নাগাঁটি তো আছেই, নইলে তাঁদের মান থাকবে না!
    তাঁর বড় মেয়েটি তখন DCE তে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ছিল!!
  • | 24.99.189.110 | ১১ মে ২০১২ ১২:০৫547239
  • স্ট্যাটাস বাড়ানোর জন্য যারা পণ দেয় বা আদায় করে, তাদেরকে মনে হয় কিছুটা উপেক্ষা করলেও চলে। অন্ততঃপক্ষে বাবা মা দিদির সমান পণ দিচ্ছেন না বলে ছোট বোন বাবা মা'কে জ্বালিয়ে দিয়েছে বা মেরে ঝুলিয়ে দিয়েছে এমন খবর এখনও শুনি নি। মানসিক অত্যাচার অবশ্যই খুব খারাপ জিনিষ, প্রতিকারের চেষ্টা নিয়েও ভাবতে হবে, কিন্তু প্রায়োরিতি লিস্টের একটু নীচে রাখলেও আপাতত চলবে।

    অনেকদিন আগে আমি মাঝে মধ্যে উল্টোডাঙ্গা থেকে ডানকুনি লোকাল মিস হয়ে গেলে হাওড়া দিয়ে ফিরতাম। মোটামুটি রাতের তারকেশ্বর লোকালে বেশ কিছু নার্স ফিরতেন, পিজি বা শম্ভুনাথ পন্ডিতের। সিঙ্গুর, নালিকুল, হরিপালের লোকজন। এঁরা একদিন পণ নিয়ে কথাবার্তা বলছিলেন। একজনের বিয়ে থিক হয়েছে, কিন্তু পাত্র '২ লাখ ক্যাশে চায় সাথে মটর সাইকেল'। তাই আলাপ আলোচনা চলছিল কীভাবে যোগাড় করা যায় । পাত্র সরকারী চাকরি করে, কাজেই দামটা ঠিকই আছে -- এই ওঁদের মত। আমি আর নন্দাদি পণ না দেওয়া উচিৎ ইত্যাদি বোঝানোর চেষ্টা করি। কথায় কথা বাড়ে। । আমরা প্রাণপণে বোঝাই যে এমন বিয়ে না করাই উচিৎ। ওঁরাও বোঝান দিন গেলে মেয়ের বয়স বাড়বে, তাতে ছেলের দামও বেড়ে যাবে। একজন জিগ্যেস করেন, আমরা কি কখনও বুড়ো পটল কিম্বা শুঁটকো ফুলকপি নিতে চাই?

    এর মধ্যে যাঁর বিয়ে তিনি অসহিষ্ণু হয়ে পড়েন, কাজের আলোচনা কিছুই এগোচ্ছে না, যত্ত বাজে কথা। তিনি স্পষ্ট বলেন পণ না দিলে তাঁর বিয়ে হবে না, তিনি বিয়ে করে নিজস্ব সংসার চান। সবচেয়ে বড় কথা একা থাকলে ভায়েদের ওপর বোঝা ---- নাহলে কে দেখভাল করবে? আরো বলেন বড়লোকের মেয়েরা হোটেলে গিয়ে শরীর চাহিদা মিটিয়ে আসতে পারে তিনি তো সেটা পারবেন না। তাহলে??

    সেদিন পুরো চুপ করে গেছিলাম আমরা দুজন। আজও অসহায় লাগে কোনও স্পষ্ট উত্তর জানা
  • | 24.99.189.110 | ১১ মে ২০১২ ১২:০৬547240
  • কোনও স্পষ্ট উত্তর জানা নেই বলে
  • ঝিকি | 229.83.85.197 | ১১ মে ২০১২ ১২:১৬547241
  • এই রকম অনেক ঘটনার সাথে আমিও পরিচিত। আমি এসব জায়গায় মুখ খুললেই বিদেশে থাকি, দেশের হালচাল বুঝিনা ইত্যাদি বলা হয়!

    মেয়েরা সাহস করে পণের বিরুদ্ধে যতদিন না রুখে দাঁড়াবে, এ প্রথা বন্ধ হবে না..........তবে, রুখে দাঁড়াবেই বা কি করে, যদি সরকারী হাসপাতালের নার্সরাও মনে করে তাদের থাকার জায়গা মানে বাবার ঘর/ ভায়ের ঘর বা বরের ঘর!
  • ঝিকি | 229.83.85.197 | ১১ মে ২০১২ ১৩:২৭547242
  • মেয়েদের 'শারীরিক সুখে'র জন্য পণ দিয়ে বিয়ে করার তবে এই দৃষ্টিকোণটা ভালো লাগল। এভাবে আগে ভাবিনি। মেয়েরাও তাহলে ক্রেতা!
  • অবাস্তব | 24.139.163.29 | ১১ মে ২০১২ ১৩:৪১547243
  • সরকারি হাসপাতালেরটা জানিনা, তবে চেন্নাই-এ বেসরকারি হাসপাতালের নার্সদের মাইনে মাসে ৫ হাজার।
  • S | 139.115.2.75 | ১১ মে ২০১২ ১৩:৫১547244
  • আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি এই স্ট্যাটাস বাড়ানোটাই কখন যে অশান্তি হয়ে উঠবে কেউ জানেনা। আর ঐ দিল্লির দিকে একটা ব্যাপার থাকেই যত ছেলে তত বেশি আসবে, আর মেয়ের সঙ্গে চলে যাবে। ন্যাচারালি মেয়ের থেকে ছেলের সংখ্যা বেশি হলে পরিবারের নেট গেইন। আর এখানে একজন বললেন ঐ arranaged marriage নিয়ে। জানিনা সেটা খুবেকটা চলে কিনা। বিয়ের মার্কেট যদি ফ্রি হয় তাহলে ছেলে বা মেয়ে তখনই প্রেম করেনা যখন সেই প্রেমে রিস্ক বেশি বা তার থেকে বেটার মেয়ে/ছেলে পাবে arranged এ গিয়ে। মুসলিমদের মধ্যে এই পণ নিয়ে মেয়েদের উপরে কেমন চাপ থাকে? আদৌ থাকে কি?

    আর কে অত হ্যাপা নিয়ে বিপ্লব করতে যায়। অতো রিস্ক নিয়ে লাস্টে যদি বিয়ে না হয়? তার থেকে দুলাখ+মোটোর সাইকেল দিয়ে এজন্মের মতন বিপ্লব-ঠিপ্লব সরিয়ে রেখে লক্ষী মেয়ের মতন ঘর সংসার করলেই যখন ঘুচে যাচ্ছে তাহলে আর ....
  • siki | 132.177.193.21 | ১১ মে ২০১২ ২১:২৯547246
  • দিল্লিতে আবার দুলাখে কিসু হয় না আজকাল। ক্ষী যে হবে ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন