এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Departed | 69.160.210.2 | ১৫ মে ২০১২ ২০:৫১547280
  • আগে তো জনসংখ্যা কিছু কমুক। তারপর বিলুপ্ত হওয়ার কথা ভাবা যাবে।

    পরিবাবের ভিতরে হওয়া শিশু নির্যাতন নিয়ে কাকে সচেতন করতে হবে? শিশুটিকে? না পুলিশকে? যারা নির্যাতন করছে তাদের নিশচয়ই সচেতন করার কথা ভাবা হচ্ছে না। বাবা মেয়েকে রেপ করলে, আর মা তাতে সাহায্য করলে শিশুটিকে কে বাঁচাবে সেটা আমির খানের সংহিতায় বলা আছে কি ? প্রতিবেশীরা, না সেই পরিবারে অন্য সদস্যরা? নিউক্লিয়ার পরিবারের ক্ষেত্রে?

    কোনো তান্ত্রিকগোষ্টী তাদের একজন সাধনসঙ্গীনীকে তিরিশজন মিলে প্রত্যহ শেয়ার করলে সে "শোষণ" নিবারণ সংস্থা কি টিভি তে শো করে তৈরি করা যাচ্ছে আজকাল?

    এই শো-টিতে কোনো সলিউশন দেওয়া হচ্ছে কি? না শুধুই হাড়া হিম করা সংখ্যাতত্ত্ব ও কঠিন ভুক্তভোগীদের ডিসটার্বিং পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে দিয়ে চমকে দেওয়ার নাটক চলছে?
  • মৌ | 233.223.139.22 | ১৫ মে ২০১২ ২১:০৯547281
  • যখন বাবা মা এই কাজ করে থাকে তাতে আমার কিছু বলার নেই। বলতে চাই, কিন্তু ঠিক ভাসা নেই। কিন্তু যখন আত্মীয় পরিজন এ কাজ করে তখন বাবা মা'র পরিবারের কথা না ভেবে প্রতিবাদ করা উচিৎ। সো'টি তে বলা হয়েছিল 'বিলিভ ইন ইওর চাইল্ড' এক দম খাঁটি কথা। যখন কোন বাচ্চা তার বাবা মা'কে এসে জানায়ে তার সাথে কেউ কোন অশ্লীল ব্যাবহার করেছে, তখন বাবা মা বাচ্চাটির কথা বিশ্বাস করে না, তার উপরে বাচ্চাটিকেই ধমক মারে। ঠিক আছে, না হয় প্রতিবাদ করা গেলো না কোন কারনে কিন্তু বাচ্চাটির উপর তো নাজর রাখতে পারে... অন্তত ঐ আত্তিয়/পরিজনের কাছ থেকে দূরে রাখতে পারে।

    একটি বাচ্চা এই সব থেত্রে মিথ্যে বলবে না, বলতে পারে না। সে হয় তো কোন দুষ্টুমি করলো, কোন কিছু ভাঙল এই সব কারনে বকা খাওয়ার থেকে বাচার জন্য মিথ্যে বলে থাকে।
  • Blank | 180.153.65.102 | ১৫ মে ২০১২ ২১:১৩547283
  • হ্যা শো টি যখন কোনো সলিউশান দেয় না তখন এটাকে আপাতত বন্ধ করে দেওয়া উচিৎ
  • ranjan roy | 24.99.196.196 | ১৬ মে ২০১২ ১৬:৪০547284
  • ব্ল্যাংকি,
    আমি একটু ভিন্ন মত পোষণ করছি।
    টিভি সিরিয়াল একটি গভীর সামাজিক সমস্যার একেবারে সমাধান দিয়ে দেবে এটা আশা করা একটু বেশি নয় কি?
    আমার তো মনে হয় সমস্যা যে আছে এবং কি স্তরে আছে এটাকে স্বীকার করাটাই সমাধান খোঁজার আবশ্যক প্রথম পদক্ষেপ।
    কাজেই যে ব্যাপারগুলোকে আমরা চুপ-চুপ করে মুখচেপে রাখি সেগুলোকে দিনের আলোয় এনে আমির প্রথম কাজটাই করছেন-- হ্যাঁ, সেন্সিটাইজেশন।
    আর সমাধান একেবারে নেই কি?
    টার্গেট গ্রুপ( সম্ভাব্য ভিকটিম) এর বাচ্চাদের নিয়ে ওয়ার্কশপটা দেখুন। চ্যাঁচানো, শরীরের নো-নো জোনে হাত পড়লে এবং সেটা অস্বস্তিকর মনে হলে, দৌড়ে পালিয়ে সেফ জায়গায় যাওয়া এবং এক্জন রক্ষক ঠিক করে তাকে বলা আর গার্জিয়ানদের চোখ কান খোলা রাখা এবং বাচ্চাদের নালিশ শুনলে তাতে গুরুত্ব দেয়া ইত্যাদি যথেষ্ট কার্যকরী রণনীতি বলে আমার মনে হয়।
    এগুলো নিয়ে ব্যাপক চর্চা হলে শিকারীর দল ঘাবড়াবে, এক্স্পোজ হবার ভয় বারেহবে-- সেটা আল্টিমেট সেফ গার্ড।
  • Blank | 180.153.65.102 | ১৬ মে ২০১২ ১৭:১৩547285
  • রঞ্জন দা কে ক। আমার কথাটা ওপরে Departed এর পোস্টের পরিপ্রেক্ষিতে বলা।
    "এই শো-টিতে কোনো সলিউশন দেওয়া হচ্ছে কি? না শুধুই হাড়া হিম করা সংখ্যাতত্ত্ব ও কঠিন ভুক্তভোগীদের ডিসটার্বিং পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে দিয়ে চমকে দেওয়ার নাটক চলছে?"

    এর উত্তরে আমার পরামর্শ ছিল,

    "হ্যা শো টি যখন কোনো সলিউশান দেয় না তখন এটাকে আপাতত বন্ধ করে দেওয়া উচিৎ"


    IPL এ টীম কেনার চেয়ে অনেক ভাল কাজ করছে আমীর। আর এই সব স্টারদের ফ্যানবেশ বিশাল। ফলে এদের কথা বার্তার ইমপ্যাক্টও অনেক বিশাল হবে বলেই মনে হয়।
  • Lama | 127.194.228.130 | ১৭ মে ২০১২ ০১:৫১547286
  • রঞ্জনদার সঙ্গে একমত। সমস্যাটার অস্তিত্ব রয়েছে- এব্যাপারে দু একজনের যদি চোখ খোলে তাহলেই অনেকটা সাফল্য।

    বুদ্ধদেব থেকে যীশুখৃষ্ট কেউ মানুষকে শোধরাতে পারলেন না, টিভি সিরিয়াল আর কি সমাধান করবে।
  • পাই | 138.231.237.4 | ১৭ মে ২০১২ ০৯:৪৫547287
  • কিছু ক্লিনিক বন্ধ করে আর কী হবে ? ক্লিনিকের জন্য ভ্রূণ হত্যার সুবিধা হয়ে গেছে, কিন্তু তার চাহিদা তো ক্লিনিকগুলো তৈরি করেনি। এই কন্যাভ্রূণ নষ্ট করার চাহিদাটা মূল নষ্ট না করতে পারলে আর কী হবে। তখন ভ্রূণহত্যা হয়তো কম হবে, কিন্তু অপুষ্টিতে, অত্যাচারে আরো বেশি মেয়ে মারা যাবে। এমনিতেও যায়। অবহেলা, অপুষ্টিতে মৃত্যুও এই মেল ফিমেল রেশিওর এই করুণ দশার জন্য ভালোমতন দায়ী।

    কন্যাসন্তানের 'unwanted' তকমাটার কারণ বের করা খুব সহজ সরল নয়। উপরে অমর্ত্য সেনের যে লেখাটা দিয়েছিলাম, ওখানে উনি কারণ , সমাধান অনেক কিছু বলেছেন। মূলত ঃ মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতার কথা। আবার পরে অনেক কাজ বলছে, শুধু তাই দিয়েও হবেনা। হ্যাঁ, পণ তো আছেই। ছেলেদের 'বংশদীপক' হবার ইস্যুও। আর এগুলোও। সব জায়গাতেই এক, তাও না।
    আগ্রহী হলে এটা পড়তে বলব। পঞ্জাব নিয়ে ভালো কাজ।
    http://gbytes.gsood.com/files/dasgupta-punjab.pdf
    কিছু কিছু অংশ একটু দিচ্ছিঃ
    In Punjabi society discrimination against female children is closely related
    to individual parents' family-building strategies. It appears that Punjabi
    parents are careful to restrict the number of daughters they have. A sizable
    proportion of young women did not want to have even one daughter, and
    almost none wanted a second daughter....

    The most striking finding is that the burden of excess mortality falls
    selectively on a subset of female children-those born into families that already
    have a surviving daughter. This indicates that neglect is applied selectively
    among female children. The extent of conscious and voluntary behavior required
    to do this is far greater than would necessarily be involved in a generalized
    discrimination against females...

    The reasons for discriminating against females do not lie primarily in economic
    hardship. For India as a whole, the evidence suggests that son preference
    is primarily culturally determined, and scarcity of resources may at most
    accentuate the effects of sex bias within a given culture. Nor does sex preference
    seem to be associated with low levels of female participation in incomegenerating
    activities. Sex bias in Punjabi society seems to be determined more
    by the structure of rights of asset ownership and decisionmaking, which severely
    restricts women from providing economic and other support to their
    parents. Thus cultural factors are translated into economic considerations.
    এবং এই পয়েন্টটা।
    The reasons why sex differentials in child mortality in Punjab and Haryana
    are stronger and more persistent than elsewhere in India appear to lie in
    the extent to which women are structurally marginalized in the kinship system
    of Punjabi society.....Punjabi society is exceptional,
    however, in being very strongly patrilineal in organization and patrilocal in
    residence. Relationships with matrilateral kin are negligible compared with
    other parts of India. Thus when a daughter marries and leaves the household,
    her ability to contribute to the subsequent welfare of her natal household is
    virtually nil. The flow of resources is unidirectional from the woman's father's
    household to her husband's household, and this flow continues throughout her
    life.

    এরকম কিছু হলে তো ভালো। http://www.anandabazar.com/17edit3.html
    তবে পঞ্জাবে এদের সাফল্য কেমন, জানার ইচ্ছা আছে। তবে , এই তো মেয়েদের নিজেদের ভাবনাচিন্তার নমুনা !
    41% of women thought that husbands were justified in slapping their wives if the latter showed disrespect to their in-laws. Meanwhile, a substantial 35% of women thought they deserved a brutal beating at the hands of their spouses if they neglected doing the household chores or looking after their children.
  • | 24.99.175.77 | ১৭ মে ২০১২ ১০:৩৭547288
  • রিপোর্টটা বাড়ী গিয়ে পড়ছি। কিন্তু পাঞ্জাবে একটা ইন্টারেস্টিং ব্যপার হয়। ওরা মেয়ে কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে গেছিল বছর চারেক আগে যে বেশ বড় একটা অংশ পাঞ্জাবী ছেলে তখন কেরালার মেয়ে বিয়ে করছিল। পাঞাব থেকে সেইইইই কেরালা কেন? কারণ কেরালার মেয়েরা এত বেশীদূর অবধি পড়াশোনা করে যে কেরালার ছেলেরা আর তাদের বিয়ে করতে চায় না। অনার্স গ্রাজুয়েট বা মাস্টার্স মেয়েদের বিয়ে হওয়া ক্রমশই কঠিন হচ্ছিল। এই সময়ই পাঞ্জাবী ছেলেরা গিয়ে কেরেলিয়ান মেয়ে বিয়ে করতে থাকে। সেইসময় কাগজে একটু বিস্ময় প্রকাশও করা হয়েছিল যে কেরলের ছেলেরা তাহলে কাদের বিয়ে করে?
  • | 24.99.175.77 | ১৭ মে ২০১২ ১০:৪৮547087
  • এই কেরালা থেকে বউ খুঁজে আনার ঘটনাটাকে কাগজে কি যেন বেশ একটা নাম দিয়েছিল। নামটা মনে পড়ছে না কিছুতেই। ঃ-(
    এখন এইটার কি অবস্থা কে জানে!
  • শ্রাবণী | 134.124.86.86 | ১৭ মে ২০১২ ১০:৫৯547088
  • কদিন আগেই তো নিউজে দেখাচ্ছিল পাঞ্জাবে সেক্স রেশিও নাকি ভালো ইমপ্রুভ করেছে এবং ২০১৫ তে মেয়েরা আউটনাম্বার করবে এমন একটা সম্ভাবনাও আছে।
  • পাই | 82.83.81.233 | ১৭ মে ২০১২ ১১:১৭547089
  • হ্যাঁ, শ্রাবণীদি, উপরে মোনিকা দাশগুপ্তর পেপারটা দ্যাখো। ক'বছর আগেকার। কিন্তু তখনও ইম্প্রুভ করার কথা বলেছিল। আর সেগুলো ঐ নানাবিধ প্রোগ্রাম নেবার ফল। ভ্রূণহত্যা আটকানোর ক্লিনিক বন্ধ করার প্রোগ্রামের বাইরেও বহু কিছু করার আছে।

    দমদি, ইন্টারেস্টিং ! শ্রাবণীদি, এই কেরালার কেস নিয়ে জানলে কিছু লেখো না। মানে, উচ্চশিক্ষিত মেয়েদের বিয়ে নিয়ে সমস্যা ইত্যাদি ।
  • ranjan roy | 24.96.45.78 | ১৭ মে ২০১২ ১১:৫১547090
  • সরি ব্ল্যাংকি!
    ওপর ওপর দেখে কমেন্ট করা! বুড়ো হচ্ছি, মন মানে না!

    ভয়ে ভয়ে একটা কথা জিগ্যেস করি, হাতে কোন ডকুমেন্ট নেই, আর কাউকে আঘাত দিতে চাইনে।
    শুনেছি যে হরিয়ানায় রেশিও কমার ফলে অন্য প্রদেশ, যেমন ছত্তিশগড় থেকে কাজের মেয়ে নিয়ে বাড়ির সব ভাইয়েরা বিয়ে করে দ্রৌপদী বানিয়ে ফেলেছে!
    এ নিয়ে কেউ কিছু জানেন নাকি?
  • শ্রাবণী | 134.124.86.27 | ১৭ মে ২০১২ ১১:৫৪547091
  • সেভাবে স্টাডি হিসেবে দেখিনি, দেখতে হবে তবে এটা হতেই পারে, আশ্চর্য হচ্ছিনা। এত উচ্চশিক্ষার হার যে রাজ্যে সে রাজ্যে পণের হিসেব দেখলে মাথা খারাপ হয়!
    কেরালায় এককালে মেয়েরা বাপের (মায়ের?) সম্পত্তি পেত, ছেলেরা শ্বশুরদের। এখন সেটা আইনের হিসেবে অন্য জায়গার সঙ্গে অ্যাট পার হলেও ও শুধু নিয়মের খাতা কলমে। মেয়েদের বিয়েতে সব দিয়েও মা বাবা ভাবে কম দেওয়া হল, সবই তার পাওয়ার কথা। ছেলেদের ক্ষেত্রে ভাবা হয়, ওর শ্বশুরবাড়ি থেকে পাওয়া উচিৎ, ওকে কেন বাড়ি থেকে কিছু দেওয়া হবে!
    এর ফলে সিস্টেমটা এখন হয়ে গেছে মেয়েদের বিয়েতে প্রচুর পণ দেওয়ার নিয়ম, মেয়ে যত আনতে পারে ততই ভালো এবং শুধু এককালীন নয়, রেকারিং। ব্যাপারটা বেশ ভালোমত পণপ্রথায় দাঁড়িয়ে গেছে, তার জন্যেও হয়ত কেরালায় উচ্চশিক্ষিত মেয়েদের বিয়ের সমস্যা হচ্ছে!
    ওদের পণ ও মানে তোলা তোলা সোনা, জমি জায়গা...আমার বিয়ের পরে আমাদের সহকর্মী কেরালার যারা ছিল তাদের বৌ রা এসে খুব নাক তুলেছিল আমার বাড়ি থেকে কিছুই আনিনি (সব বেশ শিক্ষিত মহিলা ডিগ্রির হিসেবে) বলে, দু একখান যা গয়না ছিল তা খুঁটিয়ে দেখে ভারী নয় বলে নিন্দে করেছিল। তাতে আবার তাদের বরেরা মন্তব্য করেছিল যে আমি তো নিজেই আস্ত একখান পণ, বাড়ি থেকে পণ নাই বা দিল!!!!
  • পাই | 138.231.237.4 | ১৭ মে ২০১২ ২২:১৩547092
  • বোঝো ! মানে, পণ দেবার আগ্রহ, উদ্যোগটা মেয়েদের নিজেদের আর মেয়ের মা বাবারই ?
    ছেলেদের বাড়ি থেকে চাপ থাকে ? আর একটু গরীব পরিবারের ক্ষেত্রে কী হয় ?
  • সোমনাথ২ | 217.239.86.106 | ১৮ মে ২০১২ ০০:৩৪547093
  • @রন্জনদা : এই সিনেমাটাতে অপনার প্রশ্নের কিছুটা উত্তর আছে যদিও এর পটভুমি বিহার .. Matrubhoomi: A Nation Without Women (2003) http://www.imdb.com/title/tt0379375/
  • ঊমেশ | 90.254.147.148 | ১৮ মে ২০১২ ১১:৫৮547094
  • আমার এক কেরালীয় বন্ধু তার বিয়েতে ১০০ ভরি সোনা বরপণ পেয়েছিলো।
    বন্ধুটার বৌরা তিন বোন। তিনজন কেই নাকি ১০০ ভরি করে বরপণ দিতে হয়েছে।
    আমার শুনে হার্ট অ্যাটাক হতে বাকি ছিল।
  • SS | 109.120.125.223 | ২১ মে ২০১২ ০৪:৪৮547095
  • সত্যমেব জয়তে'র ২০ মে'র এপিসোড,
  • গান্ধী | 213.110.243.21 | ২১ মে ২০১২ ১০:৩৮547096
  • ফেবুতে আগেরদিন অব্দি প্রচুর লোক সত্যমেব নিয়ে আপডেট দিচ্ছিল, কাল থেকে কমে গেছে । বোধোয় নিজেদের ব্যবসায় ব্যাঘাত ঘটেছে বলে
  • পাই | 82.83.81.233 | ২১ মে ২০১২ ১০:৪৯547098
  • কীরকম ব্যবসা ?
  • গান্ধী | 213.110.243.21 | ২১ মে ২০১২ ১০:৫২547099
  • পণের ব্যাবসা
  • hu | 22.34.246.72 | ২১ মে ২০১২ ২১:৫২547100
  • কন্যা ভ্রুণহত্যা এপিসোডের দিন ডিডিদা কন্যা সন্তান না চাওয়ার সাথে পণপ্রথার সম্পর্কের কথা বলেছিলেন। সেই প্রসঙ্গও গতকালের অনুষ্ঠানে এল।
  • Tim | 138.173.39.54 | ২১ মে ২০১২ ২২:৪৬547101
  • বেওসা কেন হবে, এতো জ্যাকপট। বেওসায় লাভলোকসান হয়, এফর্ট থাকে। এখেনে সেরেফ মিনিমাগনার প্রাপ্তিযোগ।
  • S | 139.115.2.75 | ২২ মে ২০১২ ০১:৫৪547102
  • আমার মনে হয় একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু হোলো - ফাইনান্সিয়াল কন্ডিশন অ্যান্ড সিকিউরিটি। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ নেশন। দেশের অর্থনৈতীক অবস্থার সাথে এইসবের খুব ভালো কোরিলেশন বোধয় পাওয়া যাবে। তবে কিছু এক্সেপসনও আছে - মিডল ইস্টের বেশ কিছু দেশ।
  • riddhi | 74.134.148.140 | ২২ মে ২০১২ ০২:০৩547103
  • এইটা কি ঠোঙ্গা হয়ে গেছে?
    http://www.dowrycalculator.com/
    কিছু ইনপুট দিয়ে দেখলাম , মনে হয় ডাউরি আন্ডারেস্টিমেট করছে।
  • riddhi | 74.134.148.140 | ২২ মে ২০১২ ০২:০৮547104
  • একটু ভুলভাল আছে। ওয়ার্স্ট পসিবল প্রোফাইল দিয়ে দেখলাম, ৪ লাখ বলছে। 'লাবানাস' টা কি কাস্ট?
  • S | 139.115.2.75 | ২২ মে ২০১২ ০৩:১৫547105
  • আমি ২ লখ বের করলাম তো। সঙ্গের স্টেটমেন্টটা ব্যাপক দিয়েছিলো ঃ)
  • Sibu | 226.239.45.4 | ২২ মে ২০১২ ০৩:৩২547106
  • আমার মোটে ৬৫ লাখ বলেছে ঃ((। রাগের চোটে ঠিক করলাম পণ নেবই না শালা।
  • SS | 109.120.125.223 | ২৮ মে ২০১২ ১৮:৩৩547107
  • সত্যমেব জয়তের ২৭শে মে'র পুরো এপিসোড,
  • পাই | 82.83.81.233 | ২৯ মে ২০১২ ০৬:১৩547109
  • ভালো লাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন