এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৩৯৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 24.99.253.121 | ২৮ মে ২০১২ ২০:০২550778
  • রাতে যদি ফাঁকা থাকে তো তুঙ্গনাথ মন্দির চত্ত্বরটা অদ্ভুত। ভোর বেলা চন্দ্রশিলা যাও। ২ কিমি মতন চড়াই। ঋতি যেতে না পারলে তুমি আর ঋক ওপরে উঠে ঘুরে এসো। ওখানে সানরাইজ দেখে ছবি তুলে নেমে এলে তুঙ্গনাথ। তারপর ম্যাগি খেয়ে ধীরে ধীরে নীচে নামো। নেমে এসে গাড়ি পেয়ে যাবে এদিক সেদিক। উখিমঠ ফিরে এসো বা চোপ্তার ঐ বুগিয়ালের ধারে হোটেল গুলোতে থাকো।
    এই রাস্তাটাও ব্যাপক। এরপরের দিন গাড়ি নিয়ে দেওরতাল। ঐ ৩/৪ কিমি চড়াই হাঁটা। ঘোড়াও পাওয়া যায়। তাল টা খুব একটা ইম্প্রেসিভ না। কিন্তু ওখান থেকে চৌখাম্বা একদম সামনে। আর আশে পাশের পরিবেশ দারুন। ৭০-৩০০ তেই অনেক পাখী পাবে। বিকেলের মধ্যে নীচে নেমে এসো। পরের দিন ফের হরিদ্বার।

    কেদার বাসুকিতাল গেলেও বলতে পারি
  • Blank | 24.99.253.121 | ২৮ মে ২০১২ ২০:০২550667
  • যা বলছিলুম। বড় ছুটি থাকলে উত্তরাখন্ড যাও। সিকিম তো যে কোনো ছোট ছুটিতেই হয়ে যায়। তুঙ্গনাথ সাইডে খুব বেশি বাঙালি যায় না। তুমি ভার্সেতেও অমন ভিড় পাবে পুজোর সময়। রিংচেংপং বাজারে এখন ভর্তি ভীড়। বার্মিকে থাকা ওর চেয়ে ভাল।

    তুঙ্গনাথ যেতে গেলে তোমাকে হরিদ্বার থেকে উখিমঠ যেতে হবে। ঊখিমঠ একটা ছোট্ট টাউন মতন। বেশ ভাল। সামনে সুমেরু পাহাড় দেখা যায় (তিব্বতের মাউন্ট মেরু আলাদা)। এখানে GMVN এ থাকো। বেশ ভাল। জায়গা পেয়ে যাবে।
    তারপর একদিন গাড়ি নিয়ে যাও চোপ্তা। চোপ্তাতেও ভাল কিছু থাকার জায়গা আছে। চাইলে এক রাত থাকতে পারো।
    নইলে কটা স্লিপিং ব্যাগ নিয়ে উঠে যাও তুঙ্গনাথ। পুচকে গুলো চাইলে ঘোড়ায় চড়ে উঠতে পারে। ৪/৫ কিমি চড়াই।
    ওপরে ছোট ছোট থাকার জায়গা। মাটির বদ্ধ ঘর সব। নিজের স্লিপিং ব্যাগ নিয়ে ঘুমানো ভালো।
  • Toon Army | 24.99.253.121 | ২৮ মে ২০১২ ২০:০৭550889
  • এই প্ল্যানের সবই ভালো - কিন্তু সবার জন্যে নয়। আমার সঙ্গে বাকি যারা থাকবে তারা নেহাতই আরামপ্রিয়। বদ্ধ ঘর শুনলেই হোম মিনিস্ট্রি আপত্তি করবে, আর যদি খোলা আকাশের নীচে বড়/ছোট বাইরে যেতে হয় তাহলে তো কেস ওখানেই গন্‌।

    আমার মুশকিলটা হয়েছে এই জায়গাগুলো আমার যাওয়ার খুব ইচ্ছে, এখন পেরেও যাবো - কিন্তু একা যেতে হোম ফ্রন্টে আটকাবে। ঋতির যখন যাওয়ার বয়স হবে তখন আমি আর পারবো কিনা জানি না। MRI-তে তো লেখাই ছিলো "ক্রনিক ডিজেনারেশন"।
  • Toon Army | 24.99.253.121 | ২৮ মে ২০১২ ২০:২০551000
  • ভার্সে/উত্তরে/বার্মিওকের দিকটাতে গিয়ে থাকলে সেটাও লিখে দাও। ছোট ছুটি হলে রিঞ্চেমপং/কালুক পাকা। বড়টা হলে একটু ভাবি। এখন তো আবার চার মাস আগে টিকিট কাটার ব্যাপার আছে।
  • গান্ধী | 213.110.246.25 | ২৮ মে ২০১২ ২০:২১551111
  • ৩-৪ দিনের ঝটিকা সফর করার মত জায়গা??? কোলকাতার আশেপাশে??

    একটাই ক্রাইটেরিয়া, লোকজনের ভীড় যেন না থাকে। হেল্পান পিলিজ
  • একক | 24.96.86.69 | ২৮ মে ২০১২ ২১:২৬551222
  • @ব্ল্যাঙ্ক

    তুঙ্গনাথ এর সানুদেশ , মানে চোপতা তে মোহন সিং বেঁচে আছে ? খবর জানেন কোনো?
  • একক | 24.96.86.69 | ২৮ মে ২০১২ ২১:৩০551333
  • কলকাতা তেই একটা জায়গা বলতে পারি . লোকজন একদম বিরক্ত করবে না. :প

    দুরে কয়েকদিনের জন্যে বেড়াতে যাচ্ছে এমন কোনো বন্ধুকে পাকরান. হাতে তালা ও চাবি তুলে দিয়ে বলুন বাইরে থেকে সদর দরজা আটকে চাবি নিয়ে চলে যেতে . ব্যাস .
    ফোনের লাইন কাটা, খাবার,দাবার আগে থেকে জমিয়ে রাখা ইত্যাদি গুলো আশা করি বলার দক্কার নেই.

    -ব)
  • অপু | 24.99.142.222 | ২৮ মে ২০১২ ২২:২৭551422
  • এই গুলো আছে

    ১। ২-৫ জুন। বাড়ির সবাই মানে মাত্র ২৬ মিলে দীঘা
    ২। জুনের কোন একটা উইকেন্ডে ৫ পিস বন্ধু ফ্যামিলি সমেত সুন্দরবন বা ফলতা দিল্লী বাসী বন্ধুটির সুবিধা অনুযায়ী

    ৩। জুনের শেষ বা জুলাই র প্রথমে ব্যাঙ্গারোর বা অন্য কোথাও

    ৪। পুজো তে কাশ্মীর বা আন্দামান
  • গান্ধী | 213.110.243.21 | ২৮ মে ২০১২ ২২:৩৪551433
  • @ একক

    বোঝো !!! ক্ষি চাপ !!! এসব বলিনি ।

    ৩-৪ দিনের বেশী কোথাও গেলে গাইড পেটাবে। আর লোকজনের হল্লার জায়্গায় ঘুরতে যাওয়া পোষায় না
  • অপু | 24.99.142.222 | ২৮ মে ২০১২ ২২:৩৮550668
  • সুন্দরবন গেছো?যেতে পারো গান্ধী
  • গান্ধী | 213.110.243.21 | ২৮ মে ২০১২ ২২:৪১550679
  • যাইনি। যাওয়ার ইচ্ছা আছে। তবে এই সময় নাকি সব জায়গায় জেতে গেলে হাজার ফ্যাকড়া করে। অক্টোবরের পর সব জায়্গায় যাওয়া যায়। (স্যিওর নই, শোনা কথা)
  • অপু | 24.99.142.222 | ২৮ মে ২০১২ ২২:৪৪550690
  • অক্টোবরের পরেই ভালো। আমরা এই সব সময় যাবার ধান্দা করছি।

    ৩ দিন টা একটু বেশী হলে । কার্শিয়াং ও ই দিকে যেতে পারো বা লাভ, রিষভ।
  • একক | 24.96.86.69 | ২৮ মে ২০১২ ২২:৪৫550701
  • পশ্চিমবঙ্গ বা তার আশেপাশে যেখানেই যাবেন , লোকজন -এন্ডি-গেন্ডি কিলবিল কচ্ছে !
    বটু তে ভরে গ্যালো চাদ্দিক .

    যদি ফ্লাইট -এ চেপে সময় বাঁচাতে পারেন তবে কিছু জঙ্গলের ডেরা বাতলে দিতে পারি . একেবারেই জনমানব শূন্য . চৌকিদার থাকবে, তাকে যত্পরোনাস্তি গাঁজা খাইয়ে দিলে (মহুল এনে দেবার পরে ) একদম কেউ নেই !
  • গান্ধী | 213.110.243.21 | ২৮ মে ২০১২ ২২:৫২550723
  • পেলেনে করে ঘুরতে গেলে ঘোরার পয়সা আর থাকবে না

    উড়িষ্যা বা বিহারে কিছু জঙ্গল ভালো আছে শুনিছি বা পড়িচি, সেগুলো কেউ বলতে পারবেন ?? যেমন সাতকোশিয়া বা এরকম কোনো জায়গা??

    পুরো গুরুর পাতার কেমন রং বদলে গেল !!!
  • একক | 24.96.86.69 | ২৮ মে ২০১২ ২২:৫২550712
  • ফন্ট এর সাইজ ঠিক হলো . কলর টা কালোই তো ভালো ছিল !
  • অপু | 24.99.142.222 | ২৮ মে ২০১২ ২২:৫৬550734
  • ছাত্র ব্স্থায় সব সময় ট্রেনে।

    একটু ভ্রমন সঙ্গী গাঁথিয়ে নিয়ে লিখছি। সিমলিপাল টা মনে হয় ঠিক্ঠাক হবে। ভিতর কণিকা ও দারুন তবে টাইমিং টা দেখতে হবে।
  • একক | 24.96.86.69 | ২৮ মে ২০১২ ২২:৫৮550756
  • সেগুলোই তো বলছিলুম . কিন্তু মাত্র ৩/৪ দিনে ম্যানেজ কী করে হবা ?

    পালামু আর সারান্দা এক কালে করে বেড়াতুম . উদিকে সাতকশিয়া , গণ্ডক .
    লবঙ্গি যাবেন ? টিকরপারা ক্যাম্প -এ দুদিন কাটিয়ে আসতে পারেন . লোকজন নেই টা নয় . তবে বটু রা উদিকপানে কম যায়. সেইটে বাঁচোয়া .
  • পাই | 82.83.81.233 | ২৮ মে ২০১২ ২২:৫৮550745
  • বটু বোলে তো ? বং টুরিস্ট ?
  • গান্ধী | 213.110.243.21 | ২৮ মে ২০১২ ২৩:০০550779
  • লবঙ্গি-টিকরাপারা কোতায় ???
  • গান্ধী | 213.110.243.21 | ২৮ মে ২০১২ ২৩:০০550767
  • এই টাইমে গন্ডোগোল । ওখানেও বন্ধ ।। এখন জলের জন্য, এরপর কুমীরদের প্রজনন ঋতু
  • একক | 24.96.86.69 | ২৮ মে ২০১২ ২৩:০৩550790
  • @পাই
    বটু মানে বোকা** টুরিস্ট ( সে বং হোক বা না হোক ) অর্থাত যারা জঙ্গলের বাংলো তে বসে ইন্ডিয়ান আইটি কোম্পানির ভবিষ্যত বা ছেলে-মেয়ের এইচেস এর রেসাল্ট নিয়ে নিয়ে আলোচনা করে বা খান্চেন্জংখা-য় সূর্যোদয়-এর সামনে দাঁড়িয়ে একে ওপর-কে বলে : আর বলো না ভাই টি ! এতো করেও তো শাশুড়ি-র মন রাখতে পারলুম না !! :( :(
    ( এই টা আমার নিজে কানে শোনা !)
  • গান্ধী | 213.110.243.21 | ২৮ মে ২০১২ ২৩:০৫550801
  • থেন্কু এককদা

    টিকরপাড়া-লবঙ্গিটা চেষ্টা চালাই। যদি পারি
  • পাই | 82.83.81.233 | ২৮ মে ২০১২ ২৩:০৭550812
  • একক, ঃ))
  • একক | 24.96.86.69 | ২৮ মে ২০১২ ২৩:০৯550823
  • @গান্ধী

    ওড়িশা তে . আর যদি পালামু যাও তো মারোমার ঘুরে আসুন . ভালু পাবেন, বাঘা পাবেন, মাওবাদী পাবেন.
    অসাধারণ জায়গা ! ফটোক দেখুন





    কোজাগর পরেছেন ? এই সেই মির্চায় বেটি ঝরা, যেখানে টুসুয়া আদুল গায়ে স্নান করতো .
  • গান্ধী | 213.110.243.21 | ২৮ মে ২০১২ ২৩:১৪550834
  • আসলে বুদ্ধ গুহ পড়ার পর অনেক জায়গায় যাওয়ার ইচ্ছ হয়েছিল, যাওয়া আর হলনা, কোয়েল নদীও দেখা হলনা

    ছবিগুলো অসা
  • একক | 24.96.86.69 | ২৮ মে ২০১২ ২৩:২০550845
  • আমি বুদ্ধ গুহ পড়ার আগে থেকে যাচ্ছি ,বাবার হাত ধরে. পরে বন্ধু রা মিলে . সন্জীবচন্দ্র অবিশ্যি পড়া ছিল. পালামু অনেক পাল্টেছে . হয়তো এখন যারা যাবে তাদের কাছেও অনেক নতুন লাগবে...কিন্তু তাও ওই জায়গার আকর্ষণ টা পুরো আলাদা . নির্জনতা এখনো আছে . আর আছে সারান্ডা , কিরিবুরু-মেঘাতাবুরু রেঞ্জ-টা তে. কুমডি বনবাংলো তে কাটানো আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা .
  • Sam | 127.192.228.227 | ২৯ মে ২০১২ ০০:৫১550856
  • গরমে চিকমাগালুর গিয়ে কুপোকাত হয়ে ফিরে এলাম।
  • ব্ল্যাঙ্ক | 69.94.2.151 | ২৯ মে ২০১২ ০০:৫৪550867
  • একক
    মোহন সিং বেঁচে আছে কিনা জানি না। কিন্তু এখন সামনে থাকেন না। আমি লাস্ট বারে পাইনি আর।

    অজ্জিত দা
    ভার্সের প্ল্যান কাল লিখছি। এখন একটু ঝাপসা সব
  • ব্ল্যাঙ্ক | 69.94.2.151 | ২৯ মে ২০১২ ০১:০১550878
  • একদম ক এককের কোথায়। সুন্দরবন ক্যাজ কাটিয়ে হয় ডুয়ার্স না হলে উড়িষ্যা চলে যান। সাতকোশিয়া, লবঙ্গী, টিকড়পাড়া বা কুলডিহা চলে যান। জঙ্গলের স্বাদ পাবেন।
    নাহলে উত্তরে গরুমারা, জলদাপাড়া, বক্সা ঘুরে নিন।
    পালামৌর দিকে যেতে এনকারেজ করবোনা। জায়গাটার পলিটিকাল অবস্থা ভাল না একদম। দামী ক্যামেরা বা অন্য গ্যাজেট থাকলে সাবধান।
  • ব্ল্যাঙ্ক | 69.94.2.151 | ২৯ মে ২০১২ ০১:৪০550890
  • ভার্সে গেলে এই রুট ফলো করে সবাই।
    ১। NJP তে নেমে ওখরে বা হিলে গাড়িতে।
    ২। পরের দিন হিলে থেকে হাঁটা শুরু ভার্সে তে। ৪ কিমি ট্রেক। ফুল থাকলে অসাধারন লাগবে। রোডোড্রেনড্রন বনের মধ্যে দিয়ে। ম্যাক্র লেন্স থাকলে সারাক্ষন কোমর নীচু করে হাঁটতে হবে।
    ৩। সেদিন ভার্সে তে থাকো (22815328 বুকিং এর জন্য ফোন করো - কোলকাতার কনট্যাক্ট)
    ৪। পরের দিন নেমে এসো দেনতামে। সেখান থেকে গাড়ি নিয়ে উত্তরে। অথবা ডাইরেক্ট ট্রেক করে উত্তরে যাওয়া যায়। উত্তরে থেকে সিঙ্গলিলা পাশ ট্রেক করা যায়। কিন্তু সেটা আমি জানি না।

    উত্তরে, বার্মিক খুব কাছাকাছি। বার্মিকে দুটো থাকার জায়গা ( 9830253584)। একটার ফোন দিলাম। রিংচেং পং এ থেকোনা। বড্ড লোকজন। উত্তরে বা বার্মিকে থেকো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন