এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৩৯৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 180.153.65.102 | ২৯ মে ২০১২ ১৪:১০551234
  • Zuluk। অজ্জিত দার লিংক দেখ আর ছবি দেখ।
  • প্পন | 226.52.215.232 | ২৯ মে ২০১২ ১৫:১৩551245
  • ভ্যালি অফ ফ্লাওয়ার।

    এমনিতে ট্রিপটা একটা উইকে নেমে যায়। কলকাতা বা লুরুতে GMVN-এর আপিসে গেলে প্ল্যান প্রোগ্রাম ইত্যাদি বানিয়ে দেবে।

    তবে যেতে হবে ওই জুলাই বা অগাস্টে। জুলাইতে ধস নামার সম্ভাবনা থাকে বলে অনেকেই অগাস্ট প্রেফার করে।

    আইটিনারারি এইরকম হয়ে পারে।

    শুক্কুরবার দিনের বেলা প্লেনে দিল্লি আর সেখান থেকে বিকেলের ট্রেনে হরদুয়ার। পরের দিন সকালে গাড়িতে যোশীমঠ। যোশীমঠ পৌঁছতে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। রবি সকালে গাড়ি করে গোবিন্দঘাট। সেখান থেকে ঘন্টা পাঁচ/ছয়েক ট্রেক করে গঙ্গারিয়া, যেখানে থাকার জায়গা আছে।

    নেক্সট দুদিন ভ্যালি অফ ফ্লাওয়ার। গঙ্গারিয়া থেকে আরো চার কিমি ট্রেক করতে হবে।

    বুধবার শরীর পোষালে হেমকুন্ড সাহিব।

    পরেরদিন আবার ট্রেক করে (এইবার নামতে হবে) গোবিন্দঘাট, সেখান থেকে গাড়িতে হৃষিকেশ। হৃষিকেশে একদিন হল্ট করে ট্রেনে ব্যাক টু দিল্লি। ফাইনালি রোব্বার প্লেনে ব্যাক টু বাড়ি।
  • | 24.99.183.250 | ২৯ মে ২০১২ ১৫:২৪551256
  • আহা এই প্ল্যানটা তো বেশ।
  • Toon Army | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ১৬:৫৬551267
  • ব্ল্যাঙ্কি - এটা দেখে কমেন্ট দাওঃ

    ১ম দিন - শ্যালদা থেকে ট্রেনে চড়া, দাজ্জিলিং মেল
    ২য় দিন - এনজেপি থেকে জুলুক, রাত্তিরে জুলুকে থাকা
    ৩য় দিন - জুলুক আর আশেপাশে - সানরাইজ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালী, অজ্জিনাল বাবা মন্দির, কালিপোখরি, কুপুপ ভ্যালী ঘুরে জুলুক ফেরা
    ৪র্থ দিন - দেরী অবধি ঘুমিয়ে মানখিম যাওয়া, বিকেলে একটু হেঁটে টেটে মানখিমে থাকা
    ৫ম দিন - মানখিম থেকে ছাংগু হয়ে গ্যাংটক
    ৬ষ্ঠ দিন - গ্যাংটক - রুমটেক - গ্যাংটক, আর যদি টুকটাক কিছু বাকি থেকে গিয়ে থাকে
    ৭ম দিন - গ্যাংটক থেকে কালুক, কালুকে থাকা
    ৮ম দিন - কালুক আর আশেপাশে, বার্মিক ইত্যাদি
    ৯ম দিন - কালুক থেকে এনজেপি, সন্ধের ট্রেনে ওঠা
    ১০ম দিন - শ্যালদা থেকে বাড়ি

    জুলুকের পর কালুক অ্যান্টিক্লাইম্যাক্স হলে কাটিয়ে দেবো।
  • Blank | 180.153.65.102 | ২৯ মে ২০১২ ১৭:০৭551278
  • ভ্যাওফ্লা
    ১। হরিদ্বার থেকে যোশিমঠ গাড়ি
    ২। যোশিমঠ থেকে গাড়ি করে গোবিন্দঘাট। এরপর ১৪ কিমি ট্রেক ঘঙ্ঘারিয়া। মধ্যে রেস্ট নেওয়ার জন্য জায়গা পাবে। রুটের শেষের দিকটা বেশ চড়াই।
    ৩। পরের দিন ৫ কিমি হেঁটে ভ্যালি তে। সেখানে ঘুরে টুরে ফিরে এসো ঘঙ্ঘারিয় তে।
    ৪। পরের দিন হেমকুন্ড সাহিব। ৬ কিমি ট্রেক, এটা একটু স্টিফ। প্রায় ১ কিমি ওপরে উঠবে ৬ কিমি হেঁটে। ফের বিকেলের মধ্যে ঘাঙ্ঘরিয়া।
    ৫। পরেরদিন হেঁটে গোবিন্দঘাট। সেখান থেকে গাড়ি করে যেখানে ইচ্চ্চে যাও।

    ভ্যাওফ্লাতে মনে হয় না ক্যাম্প বানিয়ে থাকা যায়।
  • Blank | 180.153.65.102 | ২৯ মে ২০১২ ১৭:০৮551289
  • জুলুকের পরে কালুক একটু ঝুল লাগবে ঃ) তবে ঐ ল্যাদ খাওয়ার জন্য ঠিক আছে।
  • Toon Army | 24.96.100.99 | ২৯ মে ২০১২ ২০:৫৮551300
  • উত্তরে আর জুলুকের মধ্যে তুলনামূলক আলোচনা চাই।
  • Blank | 180.153.65.102 | ২৯ মে ২০১২ ২১:২৪551311
  • কোনো তুলনাই হয় না। জুলুকের পরিবেশ পুরো আলাদা। হাইট বেশীর জন্য ওখানে বরফ ও থাকে। জায়গাটাতে পাহাড় গন্ধ বেশী অনেক। আর অ্যাকটিভিটি অনেক বেশী। অনেক ছোট ছোত ট্রেক, অনেক দেখার জায়গা।
    উত্তরে অনেক নীচে। মুলত হিমালয়ের জঙ্গলে পরিবেশ। জায়গাটা নির্জন ফাঁকা। বার্ড ওয়াচারদের স্বর্গ। জঙ্গলে হাঁটাহাঁটি। আশে পাশের ঘোরার জায়গা বলতে উত্তরে ব্রিজ, দু একটা ছোট ফলস আর রিংচেংপং মনাস্ট্রি বা পুরোনো মনাস্ট্রি টা না হলে পেলিং চলে যাওয়া।
    হাতে ছুটি থাকলে অবশ্যই জুলুক। তোমার গুরুদোং না যাওয়ার দুঃখু কিছুটা কমবে।
  • Toon Army | 24.96.6.160 | ২৯ মে ২০১২ ২১:৩৬551322
  • ভুল লিখেছি। ভাবছিলাম জুলুকের দিকটা ঘুরে গ্যাংটক হয়ে কালুক আসবো না উত্তরে। কালুক আর উত্তরের মধ্যে কোনটা বেশি সুন্দর?
  • Sibu | 84.125.59.177 | ৩০ মে ২০১২ ০৩:৪০551334
  • ব্ল্যাঙ্কি হে, ৭-১০ দিনের জন্যে ভুটান যাব ভাবছি। একটা আইটিনেরারী বানাব। হেল্প চাই।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ০৯:৪০551345
  • ইন্ডিয়ামাইকে একজন বল্ল আগে মানখিমে এক রাত থেকে জুলুক যেতে। কারণ জুলুক থেকে কুপুপ ভ্যালী যেদিন যাবো, সেদিনই ওই পথেই গ্যাংটক চলে যাওয়া যাবে।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১০:৩২551356
  • আর আমার ট্র্যাভেল এজেন্ট জুলুক নিয়ে খালি ভড়কি দিচ্ছে - খুব বেসিক হোমস্টে, অস্বাস্থ্যকর ইত্যাদি। শেষে আমি জুলুকে আটকে গেছি দেখে লেটেস্ট সাজেশন দিলো - পেডং, সিলারি গাঁও, জুলুক, গ্যাংটক।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১১:৩৩551367
  • এটা মন্দ লাগলো নাঃ

    এনজেপি - পেডং
    পেডং - সিলারী গাঁও - পেডং
    পেডং - ঋশিখোলা - পেডং
    পেডং - জুলুক, ভায়া মানখিম টপ
    জুলুক - কুপ্পুপ ভ্যালী - গ্যাংটক
    ইত্যাদি

    কিন্তু পুরো সময়ের জন্যে কি গাড়ি রাখতে হবে? সেটা কিরকম খরচ? ব্ল্যাংকির পরিচিত ড্রাইভার আছে?
  • ঝিকি | 229.83.85.197 | ৩০ মে ২০১২ ১১:৩৭551378
  • গ্যাংটক পচা, শ্যাবি।
  • একক | 24.99.117.13 | ৩০ মে ২০১২ ১১:৪১551389
  • ঝিকি কে কক্ক !
  • একক | 24.99.117.13 | ৩০ মে ২০১২ ১১:৪৫551400
  • এবার শীতে চন্দ্রশিলা-য় তাঁবু ফেলার মতলব এঁটেছি . পুরো বাটার স্কচ আইসক্রিম হয়ে যায় বরফ পড়ার পর . কামেরা তাক করে ৪ দিন বসে থাকবো শুধু .
  • ঝিকি | 229.83.85.197 | ৩০ মে ২০১২ ১১:৪৬551411
  • আমার এক বন্ধু ফেবু তে কাশ্মীরের ছবি লাগিয়েছে, দেখে ফিদা হয়ে গেলাম, ২০১৩ র গরমের ছুটীতে যাওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছি। আমি অবশ্য আগে একবার কাশ্মীর গেছি, ১৯৮৬ তে।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১১:৫১551420
  • গ্যাংটকে ওই এমজি মার্গের ওপর থাকলে ভীড় পাবে, তখন ভালো লাগবে না। আরেকটু ওপরের দিকে উঠে গেলে খুব সুন্দর কিছু থাকার জায়গা আছে। আর আমি গ্যাংটক যাবো ভাবছি রুমটেকের জন্যে - আগেরবার নর্থ সিকিম ট্যুরের সময় ওটা বাদ পড়ে গেছিলো।
  • ঝিকি | 229.83.85.197 | ৩০ মে ২০১২ ১১:৫৬551421
  • আমরা MG মার্গে ছিলাম না, MG মার্গের সমান্তরাল একটা রাস্তায় ছিলাম, তার পরে শুধু খাদ, আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চন দেখতে পাওয়ার কথা ছিল, একদিন খালি কয়েক মিনিটের জন্য দেখেও ছিলাম, বাকি খালি বৃষ্টি। রুমটেক এমন কিছু ভালো লাগে নি।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১২:০০551423
  • আমরা নর্থ সিকিম যাওয়ার সময় একদিন ছিলাম, ফেরার সময় রাত্তিরটা। দুবারই খুব পরিষ্কার পেয়েছিলাম। আর মিন্টোক্লিং গেস্ট হাউজে তো বিছানায় শুয়ে শুয়ে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা...
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১২:০১551424
  • রুমটেকের ইন্টারেস্ট গ্যাংটকে গন্ডোগোল থেকে, তাছাড়া মনাস্টেরিতে ভালো ছবি হয়।
  • bb | 127.213.210.85 | ৩০ মে ২০১২ ১২:১৪551425
  • আমাদের হায়েদ্রাবাদের বাঙ্গালী সমিতির এক দঙ্গল কাশ্মীর গুরে এসে খুব ভাল রিপোর্ট দিয়েছ। অনেক ভাল ভাল ট্র্যাভেল সাইটেও অফার দিচ্ছে- ভাবছি এবার কাশ্মীরে যাব।
  • একক | 24.99.117.13 | ৩০ মে ২০১২ ১২:১৫551426
  • লাখাং দেখবেন তো ভুটান গেলেই পারেন !

    ( বেড়ালের ভঙ্গি তে )
  • ঝিকি | 229.83.85.197 | ৩০ মে ২০১২ ১২:১৮551427
  • আমি তো পারলে এবছরই কাশ্মীর যেতাম, কিন্তু এবছর হবে না ঃ(
  • অপু | 132.248.183.1 | ৩০ মে ২০১২ ১২:২৭551428
  • এখন কাশ্মীর অনেক পিস ফুল। কলকাতা থেকে হুলিয়ে যাচ্ছে লোক। আমার পরিচিত ৪/৫ টা ফ্যামিলি গেল। অশান্ত হবার আগেই মেরে দিতে হবে । তক্কে তক্কে আছি।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১২:২৯551429
  • আগে সিকিম শেষ করি, তাপ্পর উত্তরাখন্ড ধরবো। আগে হাঁটাহাঁটির জায়গাগুলো শেষ করে তাপ্পর কাশ্মীর।
  • অপু | 132.248.183.1 | ৩০ মে ২০১২ ১২:৪০551430
  • আমি বয়েস থাকতে থাকতে কেদার - কেদার মন্দির ( ১৪ কিমি) আর গঙ্গোত্রী থেকে গোমুখ (১৮ কিমি) করে নিয়েছে। গঙ্গোত্রী থেকে গোমুখ এটা এক দিনে করেছিলাম ১৮+১৮ = ৩৬ কিমি।ভোর ৩ টের সময় উঠে হাঁটতে শুরু করেছিলাম।অমার তিন বন্ধু। আমি ,রাজর্ষি আর কৌশিক।

    তবে কেদার টা এক দিনে পারি নি। ১৪ কিমি হেঁটে। মন্দির দেখে কালী বাবা না কমলী বাবার আশ্রমে ছিলাম । পরের দিন ফিরেছিলাম।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১২:৪৩551431
  • কেদার আর গোমুখ আমারও ঘোরা। বাদবাকি? কেদারতাল, তুঙ্গনাথ-চন্দ্রশিলা-দেওরিয়াতাল, গোমুখ ডিঙিয়ে তপোবন - এই সব তো যেতে হবে।
  • | 24.99.187.51 | ৩০ মে ২০১২ ১২:৪৫551432
  • অজ্জিতের 11:33 এর প্ল্যানটা হেব্বি লাগল। শুধু গ্যাংটক বাদ দিয়ে। ঐ ভ্যালি থেকে সোজা NJP নামা যাবে না? আর অজ্জিতের প্ল্যানটায় মোটামুটি খচ্চা কিরম হচ্ছে?
  • অপু | 132.248.183.1 | ৩০ মে ২০১২ ১২:৪৮551434
  • আমরা গিয়েছিলাম একেবারে শীতের সময় । কালী পুজোর আসে পাশে র সময়ে। বেশ ঠান্ডা। আর দেখা পরে পরেই কিছু মন্দির বন্ধ হয়ে গেল। আমাদের সাথে স্লিপিং ব্যাগ ছিল না। তপোবন /ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাবার ইচ্ছে ছিল খুব। কিন্তু লোকজন ভয় দেখালো। যথেষ্ট ইকুইপমেন্ট না নিয়ে গেলে ঝাড় নেমে যাবে। তাই আমরা খ্যামা দিলাম। ১৫ না ১৭ দিনের ট্যুর ছিল পুরো। তখন MSc পড়ি। হাতে অঢেল সময়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন