এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৩৯৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.96.86.69 | ২৯ মে ২০১২ ০১:৫০550901
  • সঙ্গে কাঁচা তামাকপাতা নেবেন . দুহাতের কনুই অবধি আর দুপায়ের হাঁটু অবধি তামাকপাতা ভিজিয়ে দলে নিয়ে ফুর্তি তে হাঁট তে থাকুন . ব্ল্যাঙ্ক দা তো ডিটেইল দিয়েই দিয়েছেন . ভার্সে খাসা জায়গা !
  • ঝিকি | 229.83.85.197 | ২৯ মে ২০১২ ০৭:৩৮550912
  • এই টই টা বেশ ভালো। সামনের ডিসেম্বরে একটু পঃবঃ দর্শন করার ইচ্ছে আছে। আমার শ্বশুরবাড়ী আলিপুরদুয়ার থেকে বর্ধমান বাই রোড। পথে গৌড়, মুর্শিদাবাদ দেখার প্ল্যান আছে। এবং হয়ত শান্তিনিকেতনও। তারপর হাতে আরও সময় থাকলে বর্ধমান থেকে বিষ্ণুপুর-শুশুনিয়া। সবরকম সাজেশন ওয়েলকাম। আমরা দুজন, ছ-বছুরে ছেলে আর হয়ত দুজনের মা, এই হল টীম
  • aka | 85.76.118.96 | ২৯ মে ২০১২ ০৭:৪৪550923
  • ছবছরের ছেলে নিয়ে এই প্ল্যানটা একটু কঠিন। এমনি কিছু না মাঝে শরীর খারাপ হলেই ঝাড়। থাকার জায়গারো চাপ ছিল অন্তত। এখন জানি না।
  • ঝিকি | 229.83.85.197 | ২৯ মে ২০১২ ০৭:৫৫550934
  • মুর্শিদাবাদ জুড়ে আমার আত্মীয় থাকে। খাওয়া নিয়ে আশা করছি সমস্যা হবে না, বাকি জার্ণির ধকল। ছেলে এমনিতে অভ্যস্ত। দিল্লীতে থাকলে এই ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক,গুড়গাও থেকে লাজপত নগরের MCD সব ছেলেকে নিয়েই করি। বেশীরভাগ দিন সময়ে খাওয়া হয় না। ছেলে দশমাস বয়স থেকে প্রত্যেক ছুটীতে সেসব সহ্য করে!!
  • Blank | 69.94.2.151 | ২৯ মে ২০১২ ০৮:৫৮550945
  • কদ্দিনের ছুটি ??? মুর্শি থেকে শান্তি সব একবারে বাই রোড ঘুরলে লোকে হিউয়েন সাং বলবে
  • | 24.99.55.211 | ২৯ মে ২০১২ ০৯:০৫550956
  • এই বুনাই, আমাকে একটু বুধ থেকে রবি অবধি প্ল্যান করে দে না। পাহাড় হওয়া চাই, কিন্তু ট্রেন বুকিঙের সময় নাই। তৎকাল-এ যা বুকিং হবে সেরকম, কিন্তু ভীড়ভাট্টা কম হবে।
  • Ishan | 60.82.180.165 | ২৯ মে ২০১২ ০৯:০৯550967
  • নিউটাউন।

    আগে লোকে উইকেন্ডে শান্তিনিকেতন যেত, এখন নিউটাউন যাচ্ছে। এক্কেবারে হাতের কাছে। রাস্তাঘাটও ভালো। রাস্তা ছাড়িয়ে একটু এপাশ ওপাশ গেলেই অবিকল সেই কবিগুরু এফেক্ট। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। ধুধু মাঠ। ছাড়া গোরু। গ্রাম্য রাখাল। কোপাইয়ের বদলে ভেড়ি। বিশ্বভারতী অবশ্য নেই। তার জায়গায় পাচ্ছেন রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমি। শান্তিনিকেতনে শুধু কবিগুরু ছিলেন, এখানে নজরুলও ফ্রি। পুরো শান্তিনিকেতন প্লাস।
  • পাই | 82.83.81.233 | ২৯ মে ২০১২ ০৯:১৩550978
  • ঃ))

    খুব ফোটোজেনিকও ঃ)
  • ঝিকি | 229.83.85.197 | ২৯ মে ২০১২ ০৯:১৬550989
  • ব্ল্যাঙ্ক ☺
    ছুটী তো ১ মাসেরই হয়, কিন্তু দিন দশেকের জন্য দিল্লীতে পাপোদ্ধার করতেই হয়। তো থাকল দিন কুড়ি। তার মধ্যে এ বাড়ী-ওবাড়ী আর ঘোরা। এবার দুই-মাকেই সাথে নেব ঠিক করেছি, তাই বাড়ীতে থাকার সময় কমিয়ে দিলেই চলবে। দুই-মা এখন বাড়ীতে একা একা থেকে ক্লান্ত।
    আলিপুরদুয়ার- মালদা এক দিন
    গৌড় ঘোরা এক দিন
    গৌড় থেকে মুর্শিদাবাদ পরের দিন, সাথে একটু ঘোরাঘুরি বা আত্মীয় দর্শন।
    মুর্শিদাবাদে ঘোরা দু -দিন
    মুর্শিদাবাদ থেকে শান্তিনেকতন ১ দিন
    শান্তিনেকতন ঘুরে বর্ধমান পরের দিন।

    তো সব মিলিয়ে ৭ দিন। এতে হবে না??
  • Toon Army | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ০৯:২৫551001
  • কাল তুঙ্গনাথ-চন্দ্রশিলার ছবি দেখিয়ে লোভ দেখালুম, কিন্তু এখনো ফাইনাল নড পাওয়া যায়নি। তবে ভার্সে-উত্তরে-কালুক নিয়ে আপত্তি নেই।

    ব্ল্যাঙ্কি - ফোন নং-এর সাথে নাম নেই? কার খোঁজ করবো? আপাতত ভাবছি ভার্সে-উত্তরে ঘুরে কালুকে এসে দুদিন থেকে বাড়ি।
  • Blank | 69.94.2.151 | ২৯ মে ২০১২ ০৯:৩৩551012
  • সেকেন্ড ফোন নং টা র নাম মোহনা। বার্মিকে থকর জন্য। আর প্রথমট Sikkim Tourist Information Centre এর। ওখান থেকে ভর্সে বুকিঙ্গ হয়।
    দম দি, আপিসে গিয়ে লিখছি তোমায়। এখন টুক করে চানিয়ে নি।
  • Toon Army | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ০৯:৪০551023
  • কিরিবুরু/মেঘাতাবুরু আমার বহুদিনের শখ - সেই যবে আরণ্যক পড়েছিলাম তখন থেকে। মাঝে প্ল্যান করছিলাম গাড়ি নিয়ে চলে যাবো। কিন্তু বেশ কয়েকজনকে জিগ্গেস করেছি - সবাই বারণ করেছে যেতে।
  • অপু | 24.99.13.63 | ২৯ মে ২০১২ ০৯:৫০551034
  • বাহ। কেউ তায়াং দিন টাতে যাও নি? আমি একটা ধান্দা করেছি। ছোটকাকা আপাততঃ জোড়হাটে।ওখানে গিয়ে ঘুরবো। বাবা/মা কে নিয়ে যাওয়া যায়? মানে জার্নি খুব কষ্টাসাধ্য কি?
  • Toon Army | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ০৯:৫৭551045
  • অরুণাচলের রাস্তা আপাততঃ অত্যন্ত খারাপ। সমস্ত কেটে তৈরী হচ্ছে। এই কিছুদিন আগেও একটা গ্রুপ বমডিলা অবধি গিয়ে ফিরে এসেছে, তাওয়াং যেতে পারেনি।
  • অপু | 24.96.61.7 | ২৯ মে ২০১২ ১০:০৩551056
  • ওহো। থ্যাঙ্কু।
  • ব্ল্যাঙ্ক | 69.94.2.151 | ২৯ মে ২০১২ ১০:০৫551067
  • দমদি তিনচুলে বা কালিম্পঙ চলে যাও। তিনচুলের গুরুং গেস্ট হাউস খুব ভাল - Gurung Guest House (9733326309)। একদম ফাঁকা জায়গায় গ্রাম। আশে পাশে হেঁটে সুন্দর ঘোরা যায়। তাছারা গাড়ি নিয়ে কার্সিয়াঙ, কালিম্পঙ, দার্জিলিং ঘুরে আসতে পারবে ওখান থেকে।
    অথবা কালিম্পঙে ডেলো গেস্ট হাউসে থাকো। পাহাড়ের মাথায় সুন্দর গেস্ট হাউস। জায়াগাটা খুব ভাল। তারপর গাড়ি নিয়ে বেড়াতে যেও আশে পাশে। ফোন Ph.: +91-3552-274101।
    আজ ই ফোনিয়ে নাও।
    নাহলে ভার্সে ও যেতে পারো, এখনো ফুল পাবে। কিন্তু থাকার জায়গা এক্ষুনি দেখতে হবে তোমায়।
  • Toon Army | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ১০:০৬551078
  • রাস্তা ঠিক হতে শুনলাম বছর দুই লাগবে। কিন্তু তার পরেও বাবা-মা-র বয়স আর শারীরিক অবস্থার কথা ভেবে যাওয়ার প্ল্যান করা উচিত। রেল নেই, পুরো গাড়িতে, বেশ দূরে দূরে জায়গা - অনেক সময় লাগে এবং দুর্গম।

    কেউ যদি একটা ফোর হুইল ড্রাইভ কেনে আর আমাকে চালাতে দেয়, তাহলে রাস্তা ঠিক হলে নিয়ে যেতে পারি;-)
  • Toon Army | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ১০:০৭551089
  • অক্টোবরে ভার্সেতে ফুল নিচ্চয় থাকবে না?
  • অপু | 24.96.61.7 | ২৯ মে ২০১২ ১০:১২551100
  • ঃ-))

    এই ভার্সে টার নাম শুনি নি তো। কিন্তু শুনে মনে হচ্ছে ব্যাপক হবে। শালা জীবনে কত কিছু ই দেখা হল না ঃ-(((
  • | 24.99.145.252 | ২৯ মে ২০১২ ১০:৪৪551112
  • ইকিরে! আমি আসতে না আসতেই তুইও অফিসে এসে গেলি!?

    যাগ্গে কথা হল, সেই তো NJP থেকে তাই তো?
    জুলুক সম্পর্কেও একটু ফান্ডা দে। আর তিনচুলে থেকে কোন শৃঙ্গ দেখা যায়?
  • Blank | 180.153.65.102 | ২৯ মে ২০১২ ১৩:৫০551123
  • তিনচুলে থেকে ঐ কাঞ্চনজঙ্ঘাই দেখা যায়। ডেলো তে থাকলে আরো পরিষ্কার।
    কিন্তু তুমি আরামসে জুলুক যেতে পারো।
    যেদিন NJP নামবে সেদিন গাড়ি নিয়ে ডাইরেক্ট জুলুক যাবে। সন্ধে হয়ে যাবে যেতে। পরের দিন গাড়ি নিয়ে ঘুরে এসো ওপরে সিল্ক রুটের দিকটা।
    তারপরের দিন সকালে এদিক সেদিক ঘুরে নেমে এসো ঋষিখোলা তে। এখান থেকে NJP যেতে পারো বা লাভা লোলেগাও এর দিকে চলে যেতে পারো চাইলে। তবে জুলুকের পর আর বাকি কিছু পোষাবে না।
    জুলুকে থাকার জায়্গা একটাই। ফোন করো এনাকে, Gopal Pradhan @+919609860266 বা Suraj @+917872883264। গাড়ির দরকার হবে। জুলুক যাওয়ার গাড়ি পাওয়া চাপ। ওনাদেরকেই জিজ্ঞাসা করো গাড়ির জন্য। বলো barnabesh এর নাম। এই ভদ্রলোক গাড়ি নিয়ে পুরো ট্যুরের ব্যবস্থা করে দেবে।
  • Toon Army | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ১৩:৫২551134
  • এগুলোও আরেকটু ডিটেইল্‌স দাও। জায়গাগুলো কোথায়, সেখানে কী কী আছে। লিংক হলেও চলবে। এই তিনচুলে, জুলুক আর ওদিকে উত্তরে, ভার্সে ইত্যাদি। গুগুল করলে ম্যাক্সিমাম যে লিংকগুলো আসছে সেগুলো বেশ ঢপের।
  • sinfaut | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ১৩:৫৮551145
  • বটু কথাটা বহুদিন বাদে শুনে মস্তি হলো।

    রিম্বিক থেকে ছোকায় গিয়ে সন্ধেবেলা পা ছড়িয়ে ঝিমোচ্ছি আর নিচে দূরে রিম্বিক দেখছি, এমন সময় সন্দীপ বাগুইআটির আশপাশে কোথায় মোটরবাইকের স্পেয়ার পার্টস পাওয়া যায় তাই নিয়ে আরেকজনের সাথে আলোচনা শুরু করল। উহ্হ, অসহ্য বটু।
  • Toon Army | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ১৪:০০551167
  • জুলুকের ছবি দেখে খুব পছন্দ হল। জুলুকের সঙ্গে ইস্ট সিকিমের আরো কিছু জুড়ে পাঁচ দিনের প্রোগ্রাম দাও না।
  • rajdeep | 230.227.106.153 | ২৯ মে ২০১২ ১৪:০০551156
  • ডেলোতে তিনদিন ছিলাম

    বেশ ভাল ভিউ এবং ভিড়ভাট্টা একদমই নেই

    থ্যাটার রোডে এসি মার্কেটের উল্টোদিকের বাড়িটায় ওদের বুকিং অফিস আছে, বললে ওদের গাড়িও পাঠিয়ে দেয় এন জে পি স্টেশনে
  • Blank | 180.153.65.102 | ২৯ মে ২০১২ ১৪:০৫551178
  • ১। তিনচুলে হলো একটা গ্রাম। মডেল ভিলেজ টাইপ। খুব অল্প কটা বাড়ি ঘর। তার মধ্যে গুরুং এর হোম স্টে। বাড়িটার একদিক পুরো খোলা। মেঘ না থাকলে খোলা দিকে রেঞ্জ দেখা যায়। আর অন্যদিকে রাস্তা পার করেই জঙ্গল। বার্ড ওয়াচিং এর জন্য দারুন। ওখান থেকে ২/৩ কিমি নির্জন হেঁটে একটা চায়ের বাগানের ওপরে গুহা আছে। সেটা দেখতে যায় অনেকে। গুরুং কে বল্লে সাথে একটা বাচ্চা ছেলে দিয়ে দেবে গাইড হিসেবে। সে ঐ জঙ্গল গুহা ঘুরিয়ে দেবে।
    এখান থেকে দার্জিলিং ১৫ কিমি মতন। কালিঙ্পঙ ও অমনি হবে। সেই জন্যে তিনচুলে তে ল্যাদ খেয়ে গাড়ি নিয়ে দর্জিলিং কালিঙ্পঙ আরামে ঘোরা যায়। টয় ট্রেন চড়ে আসতে পারো সময় নিয়ে।
    ২। জুলুক একটা অসাধারন জায়গা। এটা তিব্বতে যাওয়ার রাস্তার অংশ - সিল্ক রুট। খুব ছোট গ্রাম। থাকার ঐ একটাই জায়গা। জুলুকে থেকে যেতে পারো সিল্ক রুটের ওপরের দিক টাতে। ওপরের দিকে আছে একটা বিউ পয়েন্ট, কালপোখরি লেক, মেমেচু লেক। এখান থেকে সোজা ছাঙ্গু ও যাওয়া যায়।
  • Toon Army | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ১৪:০৭551189
  • http://www.indiamike.com/india/sikkim-f34/journey-to-zuluk-and-mankhim-t126039/

    এইটা পেলাম। লেখার শেষে ছবির লিঙ্ক আছে। আমার ব্যাপক লাগলো। এটাই যাই। ততদিনে আমার ৭ডি-ও এসে যাবে;-)
  • sifnaut | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ১৪:০৮551200
  • জুলুক ইংরাজি কী লিখে গুগল করব রে? জুলুক লিখলে কালুক আসছে। :-(
  • sinfaut | 131.241.218.132 | ২৯ মে ২০১২ ১৪:০৯551223
  • ও zuলুক।
  • Blank | 180.153.65.102 | ২৯ মে ২০১২ ১৪:০৯551211
  • অজ্জিত দা, চাইলে জুলুক থেকে গ্যাঙটকে এসে যেখানে ইচ্ছে যেতে পারো। জুলুক থেকে গ্যাঙটকে নামা যায় ছাঙ্গু হয়ে।

    ভার্সে জায়গাটা ঐ রডোড্রেনড্রন স্যাঙ্চুয়ারি আর ছোট ট্রেকিং এর জন্য বিখ্যাত। আলাদা ভাবে দর্শনীয় স্থান কিছু নেই। উত্তরে বা বার্মিক দুটো ই সুন্দর গ্রাম। বার্ড ওয়াচিং আর মদ খাইং ঃ)। কয়েকটা মনাস্ট্রি আছে ছোট ছোট। অতি বুদ্ধ মুর্তি এখানেই পাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন