এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর প্ল্যান

    Toon Army
    অন্যান্য | ২৮ মে ২০১২ | ৩৩৯৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.99.187.51 | ৩০ মে ২০১২ ১২:৪৯551435
  • কাশ্মীরে ঝিলমের ধার দিয়ে দিয়ে একটা সুন্দর ট্রেকিং রুট নাকি আছে, আমার ফিটনেসে কুলাবে না। কৌশিক যাবে বলছিল। ব্ল্যাঙ্কি বা অজ্জিত চাইলে জুটে যেতে পার।
  • kc | 204.126.37.78 | ৩০ মে ২০১২ ১২:৫৪551436
  • অজ্জিত, আধবেলা টাইম রেখে, রুমটেকের লাইব্রেরিটাতে যেও। লাইফটাইম এক্সপেরিয়েন্স হবে। গ্র্যান্টি। টাইম এক্সটেন্ডও করতে হতে পারে।
  • lcm | 60.136.192.52 | ৩০ মে ২০১২ ১৩:২৪551437
  • ওহ! কাশ্মীর। ১৯৮০ তে গেছিলাম। চোখের পাতায় পাতায় কেমন স্মৃতি ভেসে বেড়ায়। ডাল লেকে বালক শিকারা চালক - তার রাজপুত্তুরের মতন মুখের ওপর বিকেলে চিনার গাছের লম্বা ছায়া। মুঘল গার্ডেন্স-এর সাজানো কৃত্রিম ফুলের বাগান চারপাশের অকৃত্রিম স্বর্গীয় নিসর্গের কাছে ম্রিয়মান। হাউস বোটের ছাদে সাহেব-মেম রোদ পোয়ায়, বই পড়ে। শোনমার্গে স্কি রেঞ্জের ঢালুতে বরফের ওপর গড়াগড়ি। চায়ের দোকানে ফটো - দোকানদারের সঙ্গে হাসিমুখে রাজ/শাম্মী/শশী। গাইডের চোস্ত উর্দু --- অগর ধর্তি পর কঁহি স্বর্গ হ্যায় ও হ্যায় এহি এহি....
  • ঝিকি | 229.83.85.197 | ৩০ মে ২০১২ ১৩:২৭551438
  • ধরতি, স্বর্গ উর্দু নয়!
    আসল শের টা বে অস্ত বে অস্ত এরকম কিছু একটা ছিল, দেখি কাকুকে জিগিয়ে পাই কি না।
  • lcm | 60.136.192.52 | ৩০ মে ২০১২ ১৩:৩১551439
  • তা হবে। কঠিন শুদ্ধ হিন্দীকে আমার সব সময় উর্দু মনে হয়। আর শের-শায়রি কে উর্দু ভাবতে ভালো লাগে।
  • ঝিকি | 229.83.85.197 | ৩০ মে ২০১২ ১৩:৪০551440
  • জাহাঙ্গীর বলেছিল ঃ

    "গর ফিরদৌস বর রুএ জমীন অস্ত / হমীন অস্তো, হমীন অস্তো, হমীন অস্ত"
    "If ever there is Paradise on Earth / It is here! It is here! It is here!"
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১৩:৪৬551441
  • হ্যাঁ, জুলুক থেকে এনজেপি চলে আসাই যায়। আমি গ্যাংটক যাবো শুধু ছাঙ্গু আর রুমটেকের জন্যে। রুমটেকে পুরো একদিন।

    খরচ এখনো জানি না। গাড়ির খরচটা ম্যাক্সিমাম মনে হচ্ছে। দেখি লাহিড়ী কি রেট দেয়। তাপ্পর ব্ল্যাঙ্কি যে নম্বর দেবে সেখানে খোঁজ নেবো।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১৩:৪৭551442
  • দেওয়ান-ই-খাসের গায়ে লেখা আছে।
  • Blank | 180.153.65.102 | ৩০ মে ২০১২ ১৪:০২551443
  • অজ্জিত দা,
    ঐ পেডং, ঋষিখোলার রুট পাতি কাটিয়ে দাও। ওগুলো বাজে ঘোরাচ্ছে। তুমি ট্রাভেল এজেন্ট ধরো না। ডাইরেক্ট বুকিং করে জুলুকে চলে যাও। পরে গ্যাংটকে অনেক হোটেল, বুকিং লাগবে না বা এমনি তেই ফোন টোন করে বুক করতে পারো।
    জুলুকের গাড়ির জন্য এনার সাথে কনট্যাক্ট করো, Barnabesh : 9832368745 । এনার গোপাল প্রধানের সাথেও কনট্যাক্ট আছে, তাকার ব্যবস্থা করে দেবে।
    না হলে Gopal Pradhan @+919609860266 বা Suraj 917872883264। থাকার জায়গা এদের, বল্লে গাড়িও দেখে দেবে।
    এই পেডং, ঋষিখোলা রুটে যাওয়ার থেকে হাতে টাইম থাকলে উত্তরে তে ল্যাদ খাওয়া বেটার। উত্তরে অনেকটা নির্জন। কালুকে থাকিনি কখনো, একটা ভিলেজ রিসর্ট আছে দেখেছি - সেটা বেশ কস্টলি। তবে জায়গাটা রিংচেংপং বাজারের কাছে। উত্তরে ওখান থেকে অনেকটা দুরে।
  • Blank | 180.153.65.102 | ৩০ মে ২০১২ ১৪:০৩550669
  • শিবু দা, ভুটান নিয়ে একটা পুরোনো টৈ ছিল তো। ওতে খুব ডিটেলসে লেখা আছে। আমি যাইনি কখনো ভুটানে। এখন তো কোলকতা থেকে পার্মিট হয়ে যায়।
  • Blank | 180.153.65.102 | ৩০ মে ২০১২ ১৪:০৫550670
  • কেদারতাল কিন্তু বেশ সময় সাপেক্ষ আর বড় রুট। কেদারনাথ বা তুঙ্গনাথের মতন না। শুধু কেদারনাথ গেলে আমি বলবো সাথে বাসুকিতাল ঘুরে আসতে। ওখন থেকে ৬ কিমি চড়াই। ভোরে বেড়িয়ে বাসুকিতাল দেখে বিকেলের মধ্যে কেদার নেমে আসা যায়।
  • Blank | 180.153.65.102 | ৩০ মে ২০১২ ১৪:০৭550671
  • একক, চন্দ্রশীলায় বরফ পরলে নেমে আসাটা কিন্তু খুব রিস্কি হয়ে যাবে। ঐ কেঁচি কেঁচি রুট পুরো কেঁচে থাকবে।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১৪:১০550672
  • গাড়ির রেট কেমন?
  • ডিডি | 120.234.159.216 | ৩০ মে ২০১২ ১৪:১৩550673
  • এঁয়ারা যেরম যায়গায় ঘুড়ে বেড়াতে চান হোথায় যেতে হলে আমার তো শক্তোপোক্তো একটা হেলিকপ্টার চাই।

    দুটো হলে ভালো হয়, তবে একটাতেই চালানো যায়। বেশ একটু অ্যাডভেঞ্চার গোছের হয় আর কি।
  • কাজু | 131.242.160.180 | ৩০ মে ২০১২ ১৪:১৬550674
  • প্যারালালি দুটো হেলিকপ্টার ব্যালেন্স করে চালালে ভালো হয়। একবার এইটা, উড়ে গিয়ে আরেকটা, এইভাবে alternatively। অথচ কোনোটাই ঢসকে পড়বে না এভাবে।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১৪:২০550675
  • ব্ল্যাঙ্কি - অক্টোবরের জন্যে কী এখনই যোগাযোগ করবো? এখন করলে আবার ভুলে যাবে না তো?
  • Blank | 180.153.65.102 | ৩০ মে ২০১২ ১৪:২৭550676
  • আমার প্রোজেক্টের একজন ঘুরে এলো। ওদের গাড়ি লেগেছিল ১৫০০০। রুট ও অনেক ছিল।
    এন্জেপি থেকে জুলুক, পরের দিন ওপরে উঠে ঐ বাবার মন্দির। সেখান থেকে ছাঙ্গুর রাস্তা ধরতে পারেনি, বরফে বন্ধ ছিল। ফের সেম রুট ধরে নেমে এসেছে ঋষিখোলা। সেখান থেকে গেছে রিশপ। তারপর লাভা লোলেগাও ঘোরা। তারপর এন্জেপি।

    জুলুকের থাকার জায়গা কিন্তু হাই-ফাই কিছুনা। টিনের মতন বাড়ি। ঐ একটাই জায়্গা। সেই জন্য আগে থেকে কথা বলে নিও। তবে ট্যুরিস্টও খুব কম যায়।
  • Blank | 180.153.65.102 | ৩০ মে ২০১২ ১৪:৩১550677
  • হেলিকপ্টারে ঘোরে বড় বড় মাউন্টেনিয়াররা। আমরা যখন অডেন্স কল গেলাম, তখন গাইড বলছিল যে আমাদের জার্নির শেষে ওরা যাবে আর একটা সামিটে। গঙ্গোত্রি ১ মনে হয়। রাশিয়া থেকে গ্রুপ আসবে একটা। ওরা হেলিকপ্টারে যাবে বেসক্যাম্প। তারপর দুদিন সামিট, ফের নেমে এলে কপ্টার তুলে নিয়ে যাবে।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১৫:২৬550678
  • দুম করে ফোং করতে কেমন একটা কিন্তু কিন্তু লাগছে। আগে একটা টেক্সট পাঠাই, নাকি? মানখিমও কি এই গোপাল প্রধানই করে দেবে?
  • Blank | 180.153.65.102 | ৩০ মে ২০১২ ১৬:০১550680
  • নানা ফোন ই করো, এরা টেক্সট আদৌ পড়ে কিনা জানি না। মানখিমটা জানিনা। তুমি গোপাল প্রধানকে জিজ্ঞাসা করে দেখো।
  • Toon Army | 131.241.218.132 | ৩০ মে ২০১২ ১৬:১০550681
  • ইন্ডিয়া-মাইকে আবার বল্ল পেডং-সিলারী ঘুরে নিতে...
  • Toon Army | 131.241.218.132 | ৩১ মে ২০১২ ১২:১৮550682
  • যাতে ডুবে না যায় তাই বাম্প
  • ঝিকি | 229.83.85.197 | ৩১ মে ২০১২ ১২:৩২550683
  • হেঁইয়ো........
    এই টইটা আমার বড় পছন্দের।
  • Toon Army | 131.241.218.132 | ৩১ মে ২০১২ ১২:৩৫550684
  • ইন্ডিয়ামাইকের লোকজন বলছে যদি অফ-বীট আর নির্জন জায়গা পছন্দ করো তাহলে পেডং, সেলারি গাঁও, ঋষি, জুলুক রুটে যেতে। আমি বেশ কনফিউজড এবার। একজন আবার ভয় দেখিয়েছে - যে ১৪৭০০ ফুটে বাচ্চা নিয়ে যাবো বলে। গুরুদংমার যেতে দেয়নি মিলিটারীর আপদগুলো - যদিও যেখানে আটকেছিলো সেখান থেকে আর বেশি দূরে ছিলো না, খুব একটা উঁচুও ছিলো না। এই রাস্তায় আটকাবে না তো?
  • ঝিকি | 229.83.85.197 | ৩১ মে ২০১২ ১২:৪৩550685
  • টুনদা, বাচ্চাদের ব্যাপারে ভাল করে খোঁজখবর করেও যেও। ওরা সবসময় নিজেদের কষ্ট বোঝাতেও পারে না।
  • Toon Army | 131.241.218.132 | ৩১ মে ২০১২ ১২:৪৭550686
  • আগেরবার অ্যাকচুয়ালি তাই হয়েছিলো। লাস্ট মিলিটারি চেকপোস্টে একজন এসে মেয়ের বয়স জিগ্গেস করলো - বল্লুম তিন বছর। তখন নানা রকম ভয় দেখালো - যে এখানে কোনো ব্যবস্থা নেই, আমাদের এক্সট্রা গাড়িও নেই যে কিছু হলে নীচে পাঠাবো ইত্যাদি। ডাইরেক্ট বলেনি যে যাওয়া যাবে না। মেয়েকে আবার জিগ্গেস করা হল কোনো কষ্ট হচ্ছে কিনা - সে বল্ল কানে ব্যথা করছে - সেটা শুনে আবার আমরা ভয় খেয়ে গেলুম। যদিও একবার ভাবা হল যে কয়েকজন থেকে যাক, বাকি একটা গাড়িতে কয়েকজন যাই - তো আল্টি কেউই যেতে রাজী হল নাঃ-(
  • ঝিকি | 229.83.85.197 | ৩১ মে ২০১২ ১২:৫৯550687
  • গতবছর যখন আঙ্কোরভাটে গেছিলাম, প্রথমদিন মন্দির দেখে এসে ছেলে বলল পায়ে খুব ব্যাথা করছে। করাটাই স্বভাবিক ছিল, সেদিন সে গরমের মধ্যে অনেক হেঁটেছিল। আমরা ভয় পেয়েকে পরেরদিন সুর্যোদয় দেখা বাতিল করে দিলাম। ছেলে ঘুমোনোর পর পায়ে টাইগার বাম লাগিয়ে মোজা পড়িয়ে দিলাম। সকালে সে বলল ব্যাথা নেই। তারপরে আরও একদিন ছিলাম, কিন্তু সেদিন ভোররাত থেকে বৃষ্টি........... আঙ্কোরভাটে সুর্যোদয় আর দেখা হল না।
  • একক | 24.96.154.211 | ৩১ মে ২০১২ ১৩:০৮550688
  • @ব্ল্যাঙ্ক
    বরফে ওঠা নামা অভ্যেস আছে . তবে সমস্ত গীআর নিয়েই যাবো. ট্রেকিং এর প্রথম শর্ত : প্রকৃতি-র সঙ্গে পাকামি নয় ! :D :D
  • একক | 24.96.154.211 | ৩১ মে ২০১২ ১৩:১৬550689
  • ডিডি অত ঘাবড়ান ক্যান ? হেলিকপ্টার লাগবেনা !
    আমার খুব পরিচিত এক ভদ্রলোক ৬৮+ এ সিকিম থেকে লাদাখ দৌড়ে বেড়াচ্ছেন . সম্পক্কে বাবা হন.
    এই তো বয়েস :)
  • অপু | 24.99.158.4 | ৩১ মে ২০১২ ১৩:২১550691
  • আঙ্কোরভাট দারুন ব্যাপার। খুব ভালো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন