এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাম নারায়ন রাম/ Ram Narayan Ram

    সৌম্য
    অন্যান্য | ০৪ জুলাই ২০১২ | ২০২৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 60.82.180.165 | ০৮ জুলাই ২০১২ ০৯:৫৪554118
  • বালককে বাল্মীকি জ্ঞানে পুজো করিও। তিনি উচ্চারণের পূর্বেই তোমার মনোবাঞ্ছা পুর্ণ করিয়াছেন।
  • Lama | 127.194.224.48 | ০৮ জুলাই ২০১২ ১০:০৬554119
  • অস্ট্রেলিয়ান শিষ্যের ভিডিওটা দেখলাম। কিন্তু বুঝতে পারলাম না। অস্ট্রেলিয়ান না হয়ে জারোয়া হলে কি ইতরবিশেষ হত?
  • Swati | 194.64.38.52 | ০৮ জুলাই ২০১২ ১০:২৩554120
  • ভগবান তুমি গুঁজে গুঁজে ভূত পাঠায়েছ বারে বারে, খোরাকিত সংসারেঃ)))
  • সৌম্য | 151.0.8.177 | ০৮ জুলাই ২০১২ ১২:০৪554121
  • এই লিংকটাতে বালক ব্রহ্মচারী মহারাজের 42 টা বই রয়েছে। এগুলো তাঁর ভাষন। তিনি বিভিন্ন জায়গায় যে ভাষন দিতেন এবং প্রতি রবিবারে সুখচরে ক্লাশ করতেন সেই গুলো রেকর্ড করে রাখা হয়েছিল। এখন এগুলো প্রকাশ করা হচ্ছে। http://www.avinabadarshan.com/books.html
  • PT | 213.110.243.21 | ০৮ জুলাই ২০১২ ১২:২৬554122
  • বালক বাবার সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক শ্যামল চক্রবর্তির চেহারার অসাধারণ সাদৃশ্য রয়েছে।
  • সৌম্য | 151.0.9.23 | ০৮ জুলাই ২০১২ ১৫:১৬554123
  • 6/10/1966
    পাম এভিনিউ
    কলকাতা

    সোনাগাছির যে মেয়েলোক (দেহপসারিনী) দীক্ষা নিয়ে গেছিল কোন আশ্রম তাকে দীক্ষা দিতে চায়নি। মেয়েটা এসে বলে, "আমি বেশ্যা। সোনাগাছি থাকি। আমার বাড়ি গিয়ে আমাকে দীক্ষা দিতে হবে।"

    আমি রাজী হয়েছি। আমি যাব। মেয়েটা গাড়ি নিয়ে এসেছে, অনেক ফুল টুল নিয়ে। আমি যাবার জন্য তৈরি হয়ে নামছি, মেয়েটা এসে পায়ে পড়েছে। "আপনি যে যেতে রাজী হয়েছেন, তাতেই হয়েছে। আপনার আর যেতে হবে না। এই আপনার যাওয়া হয়েছে।"
  • T | 24.139.128.15 | ০৮ জুলাই ২০১২ ১৮:৪০554124
  • অ সৌম্যবাবু, বালঃ ব্রঃ বাবার বাল্যলীলা বর্ণনা এবার শুরু করুন। অনেক তো হল।
  • সৌম্য | 151.0.10.103 | ০৮ জুলাই ২০১২ ১৮:৪৮554125
  • ঠাকুরের বাল্যকালের গৃহশিক্ষক প্রকাশচন্দ্র বল বলেন,

    " বীরেন্দ্র চন্দ্র (name of thakur) আমার ছাত্র- এই কথা স্মরণ হইবামাত্র আমার বক্ষ স্ফীত হইয়া যায়। যে শিশু বয়সে সকলের অদ্ভুত চপলতা প্রকাশ পায়, সেই বয়সেই ওঁকে দেখিয়াছি ঘন্টার পর ঘন্টা ধ্যানে মগ্ন হইয়া থাকিত। সেই অল্প বয়সে একাসীন হইয়া বিভোর হইবার শক্তি যে ভগবত্‍ প্রেরিত তাহা নিঃসন্দেহে বলা চলে। পাতঞ্জল দর্শনে অনিমা, লঘিমা প্রভৃতি যে অষ্টশক্তির উল্লেখ আছে, তাহা ওঁর মধ্যে দেখিবার সৌভাগ্য আমার হইয়াছিল। ওঁর বিভূতির কথা বলিতে গেলে আর শেষ করা যাইবে না। তিতাস নদীর উপর দিয়ে হাঁটা, নদীর এপার হইতে ঐপারে এক নিমিষে যাওয়া, মুহূর্তে শূন্যে বিলীন হইয়া যাওয়া, কোথায় কি ঘটনা ঘটিয়াছে তাহা এক জায়গায় বসিয়া বলিয়া দেওয়া, কে কখন মরিবে তাহা বলিয়া দেয়া, আমি বারবার প্রত্যক্ষ করিয়াছি। পড়ার ফাঁকে ফাঁকে আমাকে সে অপূর্ব তত্ত্বকথা শুনাইত। আমি বিস্মিত হইয়া ভাবিতাম, অতটুকু শিশুর কন্ঠ হইতে অত গভীর সত্যের কথা কি করিয়া বাহির হয়। আমি বলিতে বাধ্য হলাম- আমি তোমার পুঁথির শিক্ষক, তুমি হও আমার ইহকাল ও পরকালের শিক্ষক ।"
  • সৌম্য | 151.0.10.103 | ০৮ জুলাই ২০১২ ১৮:৪৯554126
  • রাম নারায়ন রাম ।
  • T | 24.139.128.15 | ০৮ জুলাই ২০১২ ১৮:৫৬554129
  • বাবা গ্র্যাভিটিটা খুব ভালো বুঝতেন। ঐজন্যই নদীর উপর হাঁটতে পেরেছিলেন। আর শূন্যে বিলীন হইয়া যাওয়া, মানে বোঝাই যাচ্ছে, উনি খন্ডাখন্ড তত্ব্ব চরম বুঝেছিলেন। বিজ্ঞানীরাতো এই সেদিন উইক ফোর্স আবিষ্কার করে ধেই নাচুনি, বাবা ওসব কবেই জানতেন। আচ্ছা ওনার সাধনার মার্গটা কি? মানে সেই টিকিমার্গ, দাড়িমার্গ, কাগমার্গ ইত্যাদি ইত্যাদি। আর ইয়ে উনি কি চেষ্টা করলে নাইন্টিন ফোর্টিনে নিয়ে যেতে পারবেন?
  • Sibu | 118.23.96.4 | ০৮ জুলাই ২০১২ ১৮:৫৬554128
  • একক জুলাই ৮ ২ঃ০৫।

    প্রথমে ঐ পোস্টটার সাথে ক। তারপর কয়েকটা কথা।

    এক নম্বর। একটা ব্যাপার আমার একটু আনফেয়ার লেগেছে। প্রঃ রাও কোন বিষয়ের লোক আমি জানি না, কিন্তু বেদ ওনার ডোমেনের বাইরে হয়তো। এটাও হতে পারে যে উনি ভদ্রতা করে রভিএসকে কিছু বলেন নি। হয়তো ভেবেছিলেন দুনিয়ায় কতই ক্রিয়েশন মিথ আছে। তার মধ্যে কেউ নাসদীয় সূক্ত নিয়ে বাজে বকলে তাই নিয়ে এত উত্তেজিত হবার কি আছে। আবার এও হতে পারে উনি সত্যি ইনকমপিটেন্ট। কোনটা সেটা ঐ পোস্ট থেকে বোঝার উপায় নেই।

    এবারে দরজা খুলে রাখার কথা। ব্যক্তিগত স্তরে এর মানে যদি হয় যে ট্রাডিশনাল লজিক্যাল স্ট্রাকচারের বাইরের লেখাপত্র পড়ে দেখা তো ক। কিন্তু আমাদের সকলকেই টাইম ও অন্য রিসোর্স অপটিমাইজ করতে হয়। কেউ যদি মনে করে যে লজিকের বাইরে কিছু ভাল পাবার চেষ্টায় নিজের সময় দিয়ে লাভ নেই। যদি সেখানে সারালো কিছু পাওয়া যায় তো আগ্রহী মানুষেরা তাই নিয়ে হইচই করবেন। তখন ব্যাপারটা পড়লেই হবে।
  • kiki | 69.93.196.103 | ০৮ জুলাই ২০১২ ১৯:০৬554130
  • টি কি সেই সময় গিয়ে লোহা কিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটা বেচে সোনা কিনে, সেটা এখন বেচার তালে আছেন। ক্ষিসব প্যাঁচালো মানুষেরা এখেনে আসেন। ভাগ্যি বাবার নাম এলো, তাই না....................

    রানারা
  • Sibu | 118.23.96.4 | ০৮ জুলাই ২০১২ ১৯:০৭554131
  • যেটা বলছিলাম, ব্যক্তিগত স্তরে এরকম একটা স্ট্যান্ড কেউ নিতেই পারেন। এবং সেখান থেকে কেউ যদি বলেন জ্যোতিষী মানে আ প্রায়োরী ভন্ড, এবং বেদ মানে আদিম মানুষের লেখা কবিতা, তাহলে সেটা ডে টু ডে জীবনে গুড হিউরিস্টিক বলেই মনে হয় - যতক্ষণ তিনি কনট্রারী এভিডেন্স পেলে সেটা কনসিডার করতে রাজী থাকবেন।

    কিন্তু ব্যক্তিগত স্তরের বাইরে এই দরজা খুলে রাখাটা কিভাবে হওয়া উচিৎ বলে আপনার মনে হয়? যেমন ধরুন, সায়েন্স এস্টাবলিশমেন্ট লজিকের বাইরের ব্যাপারগুলোকে কিভাবে ট্রীট করলে উচিৎ হয় বলে আপনি মনে করেন? ধরুন একটা পেপার বা ফান্ডিং প্রোপোজাল এই লাইনে। সেটার রিভিউ স্ট্যান্ডার্ড কি হওয়া উচিৎ বলে ভাবছেন?!
  • T | 24.139.128.15 | ০৮ জুলাই ২০১২ ২০:১৯554132
  • @kiki, তা বাবার ক্ষমতা ইউটিলাইজ করতে হবে না! খালি দুলে দুলে রাম নারায়ণ রাম বললেই চলবে নাকি।
  • achintyarup | 125.111.248.134 | ০৮ জুলাই ২০১২ ২২:০৩554133
  • এক্ষুণি আমি রাম নারায়ণ রাম বলতে বলতে জলের ওপর দিয়ে হেঁটে এলাম!!!

    অফিসের বারান্দায় জল জমেছিল।
  • aka | 85.76.118.96 | ০৮ জুলাই ২০১২ ২২:১০554134
  • আমি রাম নারায়ন রাম গাইলাম সকালে। সবাই ঘুমিয়ে পড়ল। এখন বাড়িতে আমি একাই জেগে।
  • সিদ্ধার্থ | 141.104.247.129 | ০৮ জুলাই ২০১২ ২৩:৩৮554135
  • বাবার কথা ভাবলেই ওনার গৃহশিক্ষকের চেস্টটা ব্রেস্ট হয়ে যেত। এও এক অলৌকিক ঘটনা .
  • achintyarup | 125.111.248.134 | ০৯ জুলাই ২০১২ ০০:৫৬554136
  • তা বটে
  • de | 213.197.30.2 | ০৯ জুলাই ২০১২ ১০:৪১554137
  • একটা জিনিস বুঝি না -- সমস্ত বাবাদেরই একবার করে সোনাগাছি না উদ্ধার করলে যেন চলে না -- কেন? বাবারাও তো বাণী বেচেই খান! এমন একজনও মহাপুরুষ দেখিনি যিনি অন্তত একবার এই উদ্ধার কার্য্যের বর্ণনা দেন্নি!

    কিকির রানারা টা বড়ো পচুন্দো হলো! ঃ))
  • কুমু | 132.160.159.184 | ০৯ জুলাই ২০১২ ১১:২১554139
  • রাম নারায়ণ রাম-

    এই টই পড়ে অবধি আমার মনে বেশ একটা ইয়ে আসবো আসবো জাগবো জাগবো হচ্চে।
  • S | 213.112.82.1 | ০৯ জুলাই ২০১২ ১১:৫৯554140
  • সেই যখ্ন রাম নারায়াণ রাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত ছিল, তখন ভোটের সময় একটা দেয়াল লিখন মনে পড়ছে ..

    বালক গুরুর কোলে
    খোকা সুভাষ দোলে।
  • sree | 127.194.205.93 | ০৯ জুলাই ২০১২ ১২:৪১554141
  • হ্যাঁ রে কিকি, আমি - থেংকু। যা অমৃত রসের সন্ধান দিলি, না এসে আর থাকতে পারলুম না। আহা বড় ভক্তি আকুল হয়ে পড়েছি রে - রা না রা।
  • সৌম্য | 151.0.8.220 | ০৯ জুলাই ২০১২ ১৩:০১554142
  • রাম নারায়ন রাম । আপনাদের লেখা পড়ে আমি হাসতে গড়াগড়ি খাই। কি চীজ বটে রে! রানারা বললে শরীরের ভিতরে কাজ হবে না। রাম নারায়ন রাম বলতে হবে। সবাই ভাল থাকবেন। আমার এই টই তে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন । তাই আমি কৃতজ্ঞ। যদি কারো কোন প্রশ্ন থাকে জানাবেন ।
  • sinfaut | 131.241.218.132 | ০৯ জুলাই ২০১২ ১৩:৫৬554143
  • সৌম্যর এই টইটা নিছক সমাপতন নাও হতে পারে, এখন আবার ল্যামপোস্টের নিচে দেওয়ালে রানারা লেখাটা দেখতে পাচ্ছি ক'দিন হলো, আগে তো দেখিনি, মানে নতুন করে লেখা। কিছু প্রোগ্রাম আছে নাকি সৌম্য?
  • kumu | 132.160.159.184 | ০৯ জুলাই ২০১২ ১৪:১২554144
  • রাম নারায়ণ রাম,
    প্রশ্ন ১।বাবা গরীব মানুষের জন্য কী করেছেন?
    প্রষ্ন ২। নারায়ণ বানান ণ দিয়ে না ন দিয়ে?
  • de | 213.199.33.2 | ০৯ জুলাই ২০১২ ১৪:১৪554145
  • ন' লাগালে এক্স্ট্রা স্ট্রং হবে -- কুমুদির প্রষ্নের উঃ ঃ))
  • dukhe | 212.54.74.119 | ০৯ জুলাই ২০১২ ১৪:২২554146
  • বহুদিন আগে আইএসাইয়ের এক বানানবিশারদ ছাত্র জ্যোতির্ময় বানানে হ্রস্ব ই না দীর্ঘ ঈ - সিদ্ধন্ত নিতে না পেরে ত-এর মাথায় ইন্ডিয়া গেট বসিয়ে দিয়েছিল (কম্পুর বাংলা কল জীবনেও সেই ছবি ফোটাতে পারবে না)। ন নাকি ণ - এর উত্তরে সে হয়তো আজ ণ-কে মাত্রা দিয়ে চিরে দিত ।
  • | 24.96.115.29 | ০৯ জুলাই ২০১২ ১৪:৩৩554147
  • রানারা বললে কেমন পানসে পানসে লাগছে যে সৌম্যবাবু। 'জয়ত্তারা' বললে বেশ একটা জোশ আসে। এর কি কিসু উপায় হয় না?

    আর ইয়ে, যদি কিছু মনে না করেন, সাত আট বছরের দামড়া ছেলের লোকের কোলে হিসি করে দেওয়ার দৈবী মাহাত্ম্যটা যদি একটু বুঝিয়ে বলেন ....
  • নেতাই | 131.241.98.225 | ০৯ জুলাই ২০১২ ১৪:৩৬554148
  • নাহ, আপনারা হিসি নিয়ে বড্ড চ্যাঁসামেসি কচ্চেন।
  • sree | 127.194.205.93 | ০৯ জুলাই ২০১২ ১৪:৫০554151
  • দাঁড়ান, উনি এখন গড়াগড়ি খাচ্ছেন। গড়া খাবেন, তাপর গড়ি খাবেন, তাপ্প্পর উঠে বসে কোস্নোর জবাব দেবেন। ক্ষী চাপের জেবন রে ভাই, রা না রা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন