এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Condemn the arrests of Dipankar Bhattacharya, Balasundaram and S. Kumaraswamy of CPI ML at Koodankulam.

    Salil Biswas
    অন্যান্য | ০১ অক্টোবর ২০১২ | ১১১০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ডিডি | 132.167.15.17 | ০১ অক্টোবর ২০১২ ১৪:২৮575612
  • কুড়ানকুলাম নিয়ে সি পি এমের স্ট্যান্ড কি? জানেন ?

    শুনুন। সিপিএম কুড়ানকুলামে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টেঅকে সাপোর্ট করে। তবে ভারতে ভবিষ্যতে আর কোনো নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট চায় না।

    হপ্তা খানেক আগে সিপিএমের ভি কে অচুত মেনন কেরল থেকে একটি জাঠা নিয়ে যান কুড়ানকুলামের জেলেদের সাপোর্ট করতে। পুলিশ, অবকোর্স, আটকে দেয়।

    "এমবারাস্সড" সিপিএমের মাদুরাই জিলার সভাপতি (বা ওরম কোনো হত্তা কত্তা) আপিসিয়াল স্টেটমেন্ট দিয়ে যান অচ্যুত মেনন ওটা নিজের থেকে করেছ্হেন। ওর সাথে পার্টীর কোনো সম্পর্ক নেই।
  • বলরাম হাড়ি | 132.248.183.1 | ০১ অক্টোবর ২০১২ ১৬:০০575703
  • অচ্যুত মেনন?
  • bb | 127.195.166.102 | ০১ অক্টোবর ২০১২ ১৬:১৯575714
  • অচ্যুতানন্দ হবেন।
    এতে আপত্তি কিসে? সিপি এম তো পশ্চিমবঙ্গের হরিপুরেও পরমাণুকেন্দ্র গড়ে তুলতে চেয়েছিল।
  • ডিডি | 132.167.22.39 | ০১ অক্টোবর ২০১২ ১৭:৪২575725
  • আর আপত্তি ই বা কে করলো? অন্ততঃ আমি তো করি ই নি। আমার সব রকমের পাওয়ার ভালো লাগে। কল্লোলের আবার কয়লা পোড়া বিদ্যুৎ বেশী পছন্দের। আমর কোনো প্যাকনা নেই।

    তবে এই হরিপুরাকে নিয়ে সিপিএমের ডায়াবলিকাল অভিষন্দী একেবারে আকাশে উঠেছিলো। হরিপুরার জেলেরা ওখানে বিদ্যুৎ কেন্দ্র চায় নি।
    তবে রে?

    নন্দীগ্রাম অবশ্যই ভোলেন নি? রাইট ?

    শয়ে শয়ে মৃতদেহ কানাল থেকে খাঁড়ি হয়ে হরিপুরের মোহানায় জড়ো হয়েছিলো। সেই ই সুন্দরবনের কুমীরেরা হু হা করে চলে এসেছিলো হরিপুরায়। এক তো প্রমান লোপাটের একেবারে চুড়ান্ত তায় এতে করে ওখানে কুমীরের উপদ্রবে মাছ ধরা বন্ধ হয়ে হরিপুরার জেলেরা উচিৎ শিক্ষা পেয়ে ছিলেন।

    এরকম সুদূরপ্রসারী কিন্তু সম্পুর্ন বিশ্বাসযোগ্য প্রমান আর কোথাও পাই নি।
  • aka | 178.26.203.155 | ০১ অক্টোবর ২০১২ ১৭:৪৬575736
  • কয়লা পোড়া বিদ্যুতে পরিবেশ একেবারে ছারখার হয়ে যায়। হাওয়া কল ছাড়া আর কোনটাই খুব পরিবেশ ফ্রেণ্ডলি নয়। কিন্তু হাওয়া কলে এতো হ্যাপা।
  • তাতিন | 127.197.65.27 | ০১ অক্টোবর ২০১২ ২৩:৫০575747
  • এত আলো দিয়ে কী লাভ
  • aka | 178.26.203.155 | ০১ অক্টোবর ২০১২ ২৩:৫৩575758
  • আলোরও লাভ ক্ষতি? ক্যাপিটালিস্ট?
  • bb | 127.195.161.34 | ০২ অক্টোবর ২০১২ ০৮:৪৯575769
  • দেখুন এই গুলি "গোলমাল' পাকানো বাদীদের হাইপ। এনারা সভ্যতার সব ব্যাপারেই অসুবিধা দেখেন - পরমাণু বিদ্যুত থেকে ওষুধ আবিষ্কার, বর্জ্য পদার্থ জি এম তরকারি সবেই এদের প্রতিবাদ।
    এদের কাছথেকে সমস্যার সমাধান নেই কিন্তু প্রতিবাদ আছে...., সুতরাং.....
  • h | 127.194.238.58 | ০২ অক্টোবর ২০১২ ২৩:৩৭575780
  • ডিসপ্লেসমেন্ট টা ইসু, টেকনোলোজিটা প্রথমে মূল ইসু ছিল না, পরে পাঁচ কথা হয়েচে।
  • aranya | 78.38.243.161 | ০৩ অক্টোবর ২০১২ ০৫:৪৬575613
  • পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটলে তো বোথ শর্ট & লং টার্মে ভয়াবহ ক্ষতি - সেটা টেকনোলোজি-জনিত ইস্যু না ?
  • bb | 127.195.161.237 | ০৩ অক্টোবর ২০১২ ০৮:১৪575624
  • অরন্য - এই ইস্যুতে এই সব বাদীরা কতজন নতুন টেকনলজি ব্যবহার বন্ধ করেছেন?
    ট্রেন অ্যাক্সিডেন্ট হলে অনেক লোক মরে, তাই ট্রেনে চড়ব না, প্লেনেও তাই, চামড়ার জিনিষের জন্য পশু হত্যা করতে হয় তাই ব্যাবহার করব না ইত্যাদি ইত্যাদি। এই সব ভন্ডামির একটা সীমা থাকা উচিত।
    যেটা সুবিধা সেটা ব্যবহার করব, আর অন্যতে প্রতিবাদ? হ্যাঁ উৎখাত যদি কারণ হয় , তাহকে হরিপুরে অসুবিধা কেন? সেখানে তো জমি অধিগ্রহণ হয়ে গিয়েছিল।
  • dukhe | 212.54.74.119 | ০৩ অক্টোবর ২০১২ ১০:৪১575635
  • ধুউর আপত্তির কিসুই নাই । বড়জোর একটা ভূপাল হবে । তো তার তো বিচারও হয়েছে । আড়াই বছর করে জেল হয়েছে চারজনের । হয় নাই ?
    আমার বাড়ির পাশে না হলেই হল । কুড়ানকুলামে বাগড়া দিলে দিল্লিতেই হোক না । আমার মত আছে ।
  • ডিডি | 120.234.159.216 | ০৩ অক্টোবর ২০১২ ১১:০৫575646
  • এবং ভুপালের কথা ভেবে দুনিয়ার সব রকমের কেমিকেল ফেকটরীও বন্ধ করে দেওয়া উচিৎ। আমার ওয়ান লাইনার।
  • ডিডি | 120.234.159.216 | ০৩ অক্টোবর ২০১২ ১১:০৬575657
  • তবে এখনো পর্যন্ত্য কোনো ডিস্টিলারীতেই ব্যাপক কোনো অ্যাক্সিডেন্ট হয় নি।

    মাইন্ড ইট।
  • dukhe | 212.54.74.119 | ০৩ অক্টোবর ২০১২ ১১:১৯575668
  • বালাই ষাট । বন্ধ করবেন কেন ? দিল্লির আগ্রহী মন্ত্রীসান্ত্রীদের বঞ্চিত করে সুদূর জেলেপাড়ায় এসব বানিয়ে কী লাভ ? তারা এসবের মর্ম বোঝে না দেখাই যাচ্ছে তো ।
  • ডিডি | 120.234.159.216 | ০৩ অক্টোবর ২০১২ ১১:৪০575679
  • কুড়ানকুলাম নিয়ে আমি যে দু চাট্টে গুজব,মিথকথা শুনেছি।

    দেখুন কোনো প্রমান টমান নেই। এই সবই গুজব। গুজবে ফেইথ না থাকলে আমার কিছু করার নেই।

    এই প্ল্যানটির কাজ শুরু হয়েছে ১৩/১৪ বছর আগে। স্থানীয় ভাবে এটা নিয়ে কোনো আপত্তি ছিলো না।কোনো আন্দোলনও না।

    শেষ হবার মুখে জাপানে ফুকুসিমা প্ল্যান্টে বিপর্য্যয়ের পরই কিছু দিশি বিদেশি মানুষ এসে এটাকে একটা আন্দোলন গড়ে তোলেন। এঁয়াদের নাম people against neuclear plant বা ঐ রকম কিছু। মানে এঁয়ারা নিয়্ক্লিয়ার পাওয়ারের বিরুদ্ধেই। সে যেখানেই হোক।

    স্থানীয় মানুষের দাবী কিন্তু ওরম "নীতিগত" কিছু নয়, তাঁদের বক্তব্য সেফটি ইস্যু নিয়ে। যাবতীয় সরকারি রিপোর্ট,সেফটি কমিশনের দাবী,হাই কোর্টের রায়, মনমোহন সিং, আব্দুল কালাম - কোনোটাতেই তাঁরা সন্তুষ্ট নন।

    এই প্ল্যান্ট চালু হতো ও না কোনোদিন কেনো না স্বয়ং জয়ললিতা মানা করে দিয়েছিলেন। কিন্তু মান্দ্রাজে ভয়াবহ পাওয়ার সংকট চলছে প্রায় ৩/৪ বছর হোলো। শেষটায় মাতাজি একেবারে পাল্টি খেয়ে বল্লেন এটা এখুনি চালু করো। দ্যাটস ইট। কোনো যুক্তি ফুক্তি কিসু নেই। পুলিশ এলো। গুলি চললো। প্রচুর মানুষ গেরেফতার হোলো। কার্ফু জারী হোলো। কিন্তু প্ল্যান্টের কাজ জোর কদমে চলছে। কি সব জানি লোডও হয়ে গ্যাছে।

    তা এই সরল গোলগাল জেলে ভাইদের চ্যাতাচ্ছে কে? এখানে শুনি চার্চ গুলি (জেলেভাইএরা মুলতঃ কেরেস্তান) এর পিছনে। কেনো চার্চ এই নিউক্লিয়ার পাওয়ারের বিরুদ্ধে তা জানা নেই। নিশ্চয়ই নীতিঅগত কিছু নয়। কিন্তু প্রায় একটা ধর্মীয় উন্মাদনা রয়েছে আশ পাশের গাঁয়ে। কোনো নেতাই "বোঝাতে" পারছেন না। এখন ভরসা শুধু জয়ললিতার আয়্রণ হ্যান্ড।

    লোকাল কাগজে বা সেন্নই শহরে ছিঁটে ফোটা সাপোর্ট আছে এই জেলেদের জন্য। তবে টি ভিতে কিছু দেখায় কি না জানি না। কোনো মেইন লাইন পলিটিকাল পার্টিও নেই ওদের সাথে।

    এই হোলো গে "ভিতরের খবর।' ন্যান, আখন আপনেরা যা বোঝবার বোঝেন।
  • Kausik Bhaduri | 127.203.208.178 | ০৩ অক্টোবর ২০১২ ১৮:৪৪575701
  • ফ্যাক্টরি খোলা হবে কিনা? দরকার কিনা? কেন দরকার? কেন দরকার নেই---- এ সব উত্তর চাপা আছে অর্থনীতিতে, সমাজনীতিতে । গড়পরতাকে নিয়েই সমাজ। ভাববাদী, নন্দন্চেতা, দার্শনিকদের নিয়ে নয়। সুতরাং বস্তুজগতের চাহিদা প্রয়োজন ও যোগানের ভিত্তিতে ব্যাপারটাকে বিচার করতে হবে। প্রথাগত অনাণবিক পাওয়ার প্ল্যান্টে দূষণ এখন সারা পৃথিবীতেই বার্নিং ইস্যু, চলন সই সমাধানও কিছু পাওয়া যাচ্ছে না। সে ক্স্গেত্রে নিউক্লিয়ার বর্জ ম্যানেজমেন্টের অন্তত প্রযুক্তিগত দু-একটা সমাধান আছে, হতে পারে তা উন্নয়শীল দেশের পক্ষে কিছুটা ভারী।
    দ্বিতীয়ত প্রাক্তন সোভিয়েত দেশে চেরনোবিল প্ল্যান্ট যখন বন্ধ রইলো বেশ এক দশক বিদ্যুতের অভাব মেটাতে তার অবদান সুদূর সাইবেরিয়া থেকে খোদ চেরনোবিলের বাসিন্দা সবাই স্বীকার করেছে। আমেরিকা দুর্ঘটনার পর অবশ্য বেশ কয়েক বছর পরে থ্রি মাইল আইল্যান্ড প্ল্যান্টকে রিভ্যাম্প ও রিজুভিনেট করেছে।
    সুতরাং আবেগ আক্রান্ত না হয়ে নিরাপত্তাগত দিকগুলোকে , প্রযুক্তির ভরসা যোগ্যতা ও এ খাতে আর্থিক ব্যয়ভার খতিয়ে দেখে, তবেই এগুনো বা রুখে দেওয়ার স্বীদ্ধান্ত নেওয়া উচিত।
    মনে হয়!!!
  • aranya | 154.160.226.53 | ০৩ অক্টোবর ২০১২ ২০:৪১575702
  • হুম। বিভিন্ন ফ্যাক্টর ভাবা দরকার ঠিকই, কৌশিক-কে ক।

    তবে দুখের প্ল্যান্ট লোক্শনের কথাটা বেশ পছন্দ হয়েছে, আম্মো কাল সেরকমটাই ভাবছিলাম, পার্লামেন্টের ঠিক পাশে একটা দুটো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানালে হয়।
  • pinaki | 148.227.189.8 | ০৩ অক্টোবর ২০১২ ২১:১১575704
  • নিউক্লিয়ার এনার্জি নিয়ে তো শুধু কুদানাকুলামের কটা মাত্র এনজিও করা "গোলমাল পাকানো বাদী" উল্টো সুরে গাইছেন - তাই নয়। নিচের নিউজটা দেখুন -

    http://articles.chicagotribune.com/2012-09-14/news/sns-rt-energy-nuclear-wrapup-1l5e8kejeb-20120914_1_nuclear-power-ge-hitachi-fukushima

    জাপান পুরো উইথড্র করে যাবে ২০৩০ এর মধ্যে। ফ্রান্স, যে ফ্রান্সকে কি না কুমিরছানা দেখানোর মত করে দেখানো হত নিউক্লিয়ার এনার্জি পন্থীদের তরফ থেকে, সেই ফ্রান্সও বলছে শেষে ২০২৫ এর মধ্যে ২৫% কমিয়ে দেবে। ক্ষী ক্ষান্ড!!!

    দুনিয়ার সবাই কি "গোলমাল পাকানো বাদী" হয়ে যাচ্ছে? bb কি বলেন? ;-)

    আর উদিকে ইওরোপ বলছে ৩০% উইন্ড পাওয়ারে চলে যাবে ২০৩০ এর মধ্যে। ক্ষী অবোস্তা!!! :-)
  • Tapas | 126.203.167.130 | ০৩ অক্টোবর ২০১২ ২১:৩৫575705
  • Pinaki ke byapak samarthon. Procur kharach kore, kayda kore, ekta vayankor goponio nuclear policy banie sesh abdhi desh kato % power pelo? merekete 3%. Ar sref ektu energy management apply korlei energy saving hoye jay 6% without any extra accessory. Ar extra ektu kharoch korle 15-20% kara jabe with guarantee. Er par achhe renewable energy sources. Pinaki ebong ektu adhtu amio khoj khabar kore ja jenechhi tate energy r future e nuclear ke rakhar pray kono karon i nei.

    Ebar railo baki Dipankar Bhattacharyar arrest ke birodhita kara. Mone hayna guru te ekjon o chandal khuje paoa jabe jar kachhe oi prakton ISI er student er theke Jaylaita ba anyo kono politician ke besi number deben.
  • Kausik Bhaduri | 127.203.217.35 | ০৩ অক্টোবর ২০১২ ২১:৩৭575706
  • সব দিক ভেবে চিনতে চলতে হবে! ওই যে আছে না---একলা চল রে ---একলাই চলতে হবে--নিজেদের স্ট্রেংথ উইকনেস রিসোর্স ওয়েলথ-- জজ করে। আর জায়গা সিলেকশন--পৃথিবীর কোথায় মানুষ আর ভগবান নেই বলতে পারেন? @ অনন্যা।
  • pi | 132.163.41.148 | ০৩ অক্টোবর ২০১২ ২১:৪৬575708
  • দুখেদা, ঃ))

    এই বিষয়ে আগে এতবার লেখা হয়ে গেছে, আর লিখতে ক্লান্তি লাগে। যাহোক, পিনাকীদাকে ক দিয়ে যাই।

    কৌশিকদা, উন্নত দেশের জন্য ভারি না, এদিকে এই চেরনোবিল, ফুকুশিমা তো উন্নত দেশেই হল আর তারাই এখন কমাবার রাস্তায় হাঁটবে বলছে !
    আর বর্জ্য জনিত ক্ষতি,নিরপত্তার ব্যাপারে পারমাণবিক চুল্লি অন্যদের থেকে এগিয়ে থাকবে বলছেন ?
  • PT | 213.110.243.21 | ০৩ অক্টোবর ২০১২ ২১:৪৬575707
  • ইউরোপ কি বিদ্যুতের ব্যাপারে কখনো অন্ধকারে থাকবে? নাকি পরমাণু ইত্যাদি ব্যবহার করে স্বয়ংভর হয়ে তারপরে আরও উন্নততর বিদ্যুতের সন্ধানে যাবে? আমাদের তো প্রাথমিক সমস্যাই মেটেনি। পেটের অসুখের যে ওষুধগুলো আমরা খাই তার বেশীর ভাগই পশ্চিমে নিষিদ্ধ। তাইবলে কবে ভাল পানীয় জল আসবে তার ভরসায় তো আর এই ওষুধ আপাততঃ না খেয়ে থাকা যাবেনা!!
  • pi | 132.163.41.148 | ০৩ অক্টোবর ২০১২ ২১:৪৯575709
  • * বর্জ্য জনিত নিরাপত্তার

    বেশিরভাগ পেটের অসুখে তো ওষুধ দেবারই দরকার নেই। শুধু তাই নয়, দিলে তা অপরাধও। ors এ কাজ চল্লে ওষুধ কেন ?

    আর আপনি ব্যানড ওষুধ দেবার পক্ষে ? :O
  • Tapas | 126.202.201.94 | ০৩ অক্টোবর ২০১২ ২২:০৮575710
  • পিনাকি তো আগেই বলেছে, পি ও বল্লেন যে উন্নত দেশ নিয়ে ভাবনাটা একটু অন্যরকম হলেই ভালো। আসলে আমাদের একজন মাস্টারমশাই বলতেন যে উন্নত দেশ গুলো এনার্জি পলিসি মাঝে মাঝেই বদলেছে, কোনো না কোনো অসুবিধার সামনে পড়েই এরা এটি করেছে। এখন কথা হল আমরা কি সেই থেকে শিক্ষা নিয়ে ঠিক পলিসি বানানোর চেষ্টাতা করব না আগে ওরা যা যা ভুল করেছে তা নিজেরাও করে নেব? আমাদের দেশে আবার এনাজিই বলুন আর খেলায় বলুন রাজনীতি ছাড়া চলেনা। অন্তত এনার্জির ব্যাপারটা তো সেই লাইনে পড়াশুনা করা লোক দিই করলে হত!

    এখানে সবাই বাংলায় লেখেন দেখে দেখে আমিও ভাবলাম চেষ্টা করেই দেখিনা "ক্ষতি তো কিছু নেই"! - (বেনারসের সেই হোটেল মালিকের মতো ব্যাপার আর কি)।
  • pinaki | 148.227.189.9 | ০৩ অক্টোবর ২০১২ ২২:১৫575711
  • ওয়েলকাম তাপস। তোকে ফোন করব দুয়েকদিনের মধ্যেই। ইনফ্যাক্ট আজই করার কথা ভেবেছিলাম। টেলিপ্যাথি কেস হয়ে গেল। :-)
  • bb | 127.195.184.188 | ০৩ অক্টোবর ২০১২ ২২:৪৭575712
  • হ্যাঁ য্খন সুবিধা হবে তখন ফ্রান্স কেন সোয়াজিল্যান্ডের উদাহরণ দেব, আর তাই দিয়ে গোলমালের সুবিধা নেব।
    য্খন ফ্র্যান্স বা জাপান এই পরমানু শক্তি লাগাচ্ছিল তখন এনারা কোথায় ছিলেন প্রতিবাদের জন্য। বিদেশের টাকায় এই গন্ডগোল পাকানো খুব সোজা। ডিডি দা যা লিখেছেন স্থানীয়দের প্রতিবাদের কারণ এবং ধরণ অন্যরকমের হয়। আর এই ঘোলাজলে মাছধরাদের অন্যরকমের প্রতিবাদ।
  • প্পন | 190.215.74.204 | ০৩ অক্টোবর ২০১২ ২৩:০০575713
  • পিনাকী, একটা জিনিস জানার ছিল। উইন্ড এনার্জি কি পরমাণু বিদ্যুতের তুলনায় মহার্ঘ হবে নাকি শস্তা নাকি মোটমাট একই?
  • a x | 138.249.1.198 | ০৩ অক্টোবর ২০১২ ২৩:১৮575715
  • ডিডির লেখাটা পড়ে স্রেফ হাঁ হয়ে গেলাম! কুডানকুলাম নিয়ে হালে প্রতিবাদ শুরু হয়েছে? আর যদুগোডাও লোকে বেশ কনভেনিয়েন্টলি ভুলে যায় দেখছি। ২ বছরে চারটে লীক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন