এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Condemn the arrests of Dipankar Bhattacharya, Balasundaram and S. Kumaraswamy of CPI ML at Koodankulam.

    Salil Biswas
    অন্যান্য | ০১ অক্টোবর ২০১২ | ১১০৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 127.195.177.21 | ২২ জুলাই ২০১৩ ২০:৫৬575749
  • তাহলে দেখা যাচ্ছে অনেক মানুষকেই ভুল বোঝানো যায় আর সেই নিয়ে আন্দোলন করে বেশ রাজনৈতিক ফয়দা তোলা যায়। কিন্তু সবার মুখে ছাই দিয়ে কুন্দাকুলান চালু হওয়ার মুখে।
  • pi | 118.12.169.134 | ২২ জুলাই ২০১৩ ২০:৫৮575750
  • কী রাজৈনৈতিক ফায়দা তোলা হল ? কারা তুললো?
  • pi | 118.12.169.134 | ২২ জুলাই ২০১৩ ২০:৫৯575751
  • আর ভুল বোঝানোর সেই তত্ত্ব ... এক্কেরে ঠিক ঠিক ঃ))
  • bip | 78.33.140.55 | ২৩ জুলাই ২০১৩ ০২:৫২575752
  • দেশের অগ্রগতি মিথ্যে প্রচারের সাহায্যে আটকে দেওয়াটা ঠিক না

    কেও চাক আর না চাক- ভবিষ্যতের পৃথিবী হাইড্রোজেন পাওয়ারে চলবে। তাছারা বর্তমানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডিজাইন অনেক সুরক্ষিত। এখানে বিপদের চান্স প্রায় নেই। চেরনোবিল বা জাপানের প্ল্যান্টগুলো ছিল জেন ওয়ানের। এখন জেন ফাইভ চলছে।

    সুতরাং নিউক্লিয়ার প্ল্যান্ট আটকানো হচ্ছে, চাকরি যাবে বলে কম্পিউটার আটকানো। এই ধরনের দুর্বুদ্ধি ঢুকিয়ে বামেরা পশ্চিম বঙ্গে আই টি শিল্পকে ধ্বংশ করেছিল। এখন ভারতের ক্ষতি করবে।

    আমি নিউক্লিয়ার পাওয়ারের বিরুদ্ধে সব যুক্তি দেখছি এবং পড়েছি। সবগুলো ভুল। কোনো সলিড কিছু নেই। এগুলো শ্রেফ ঠকবাজির পর্যায়ে গেছে। এই লিংকে ঠগবাজি বিরুদ্ধে সামারি আছে-ইচ্ছা করলে, আরো তথ্য যে কেও দেখতে পারে।

    http://www-formal.stanford.edu/jmc/progress/anti-nuke.html

    ঠকবাজি দিয়ে লোক ক্ষেপিয়ে এই ভাবে দেশের বারোটা বাজানোর জন্য, সিপিয়াই এমলের কর্মীদের গ্রেফতার আমি সমর্থন করছি।

    তবে হা। লোকের জমি কেড়ে নিয়ে প্ল্যান্ট বানালে প্রতিবাদ করা উচিৎ। নিউক্লিয়ার প্ল্যান্ট আইডিয়ালি পরিতক্ত্য দ্বীপে বা মরুভূমিতে হলে ভাল হয়।
  • anirban basu | 146.152.21.237 | ২৩ জুলাই ২০১৩ ০৪:১৬575753
  • যাঃ । এতো কমপিউটার সানেন্সর প্রফেসর। এর ব্যক্তিগত পেজ পড়ে ঠকবাজী ইত্যাদি এতো কিছু বলা কি ঠিক হল, সায়েব? আর পরিত্যক্ত দ্বীপ কোথায় পাওয়া যাবে?
  • rivu | 140.203.154.17 | ২৩ জুলাই ২০১৩ ০৫:১২575754
  • হ্যান জন ম্যাকার্থি গুরুদেব লোক, টিউরিং পাওয়া। মানে কম্প সাইন্সের নোবেল বলা যেতে পারে প্রায়।

    আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স নিয়ে ম্যাকার্থি সাইট করুন, ডেফিনিটলি মেনে নেওয়া যায়। কিন্তু নিউক্লিয়ার এনার্জি নিয়ে ম্যাকার্থির লেখা সাইট করার কি মানে, এস্পেশালি যখন সেই লেখাতেই কোনো রেফারেন্স নেই? (আমি ফার্স্ট কোশ্চেনটা পড়লাম, যেটা নিউক্লিয়ার ওয়েস্ট নিয়ে)। উনি বা আপনি ঠকবাজি করছেননা তা আমার মত ম্যাঙ্গো পাবলিক কি করে বুঝবে?
  • bip | 78.33.140.55 | ২৩ জুলাই ২০১৩ ০৬:৫২575755
  • আমি কি লিখেছিলাম সেটা আগে ভাল করে বোঝ।

    সেটা হচ্ছে এই আমি এই ভদ্রলোকের দাবী এবং নিউক্লিয়ার বিরোধিদের দাবী-দুই পক্ষের দাবি দাওয়া নিয়ে বিস্তর
    ঘেঁটেছি। সেটা ঘেঁটে আমি নিশ্চিত হয়েছি নিউক্লিয়ার বিরোধিদের দাবি ভিত্তিহীন, অবৈজ্ঞানিক এবং রটনা। জন ম্যাকার্থির কোন পয়েন্টের বিরুদ্ধে কেও একটা লাইন লিখুক-আমি উত্তর দিচ্ছি।

    কে লিখল তাতে কিছু যায় আসে না -ভারতের এক সোকলদ নিউক্লিয়ার বিজ্ঞানী ও নিউক পাওয়ারের বিরুদ্ধে বই লিখেছেন-যাতে প্রমানিত হয়, ভারতের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারা বিদেশের স্টেট ওব আর্টস থেকে ৩০ বছর পেছনে। যেখানে এখন জেন ফাইভ নিউক্লিয়া টেকনোলজি চলছে, সেখানে কেও যদি জেন ওয়ানের গল্প দিয়ে বামেদের মধ্যে জনপ্রিয়তা পেতে যায় সে হয় অজ্ঞ বা বাম ঘরানার লোক।
  • $ | 24.139.222.67 | ২৩ জুলাই ২০১৩ ০৭:১৭575756
  • Not a Closed Chapter [Editorial, Economic and Political Weekly, July 27, 2013]

    Lack of transparency around the Koodankulam Nuclear Project should worry all of us.

    With the first unit of the Koodankulam Nuclear Power Project (KKNPP) attaining criticality on 13 July 2013, has the controversy surrounding it ended? The plant has begun functioning a full 25 years after the then prime minister Rajiv Gandhi signed an intergovernmental agreement with the then president Mikhail Gorbachev to import a pair of VVER pressurized water reactors. Due to the collapse of the Soviet Union, the construction of the reactors started only in September 2001. At that time, it was expected that they would be commissioned in the December of 2007 and 2008. That the first unit has only started functioning now, nearly six years after the initial deadline, is not unusual in itself given the record of time and cost overruns in the Nuclear Power Corporation’s operating reactors elsewhere.

    It is also not surprising that people living in the vicinity of the plant opposed it from the very inception of the project because that has also been the case with all nuclear projects since the 1980s. What is unusual though is the scale of the opposition, with thousands of people engaging in a wide variety of creative protests even in the face of severe police repression, with a relay hunger strike that has lasted over 700 days, and with moral support from people around the world.

    Through its multiple open letters and constant engagement with public debates, the group spearheading these protests, the People’s Movement Against Nuclear Energy (PMANE), has thrown up a number of questions ranging from the technical, to the institutional, to the political and to the ethical. An important recent intervention is PMANE’s Open Letter of 16 June 2013 that highlighted the various “irregularities and improprieties” concerning KKNPP that have come to light in the last year.

    In response to a Right to Information (RTI) petition from PMANE, the Nuclear Power Corporation confirmed that a Russian company, Zio-Podolsk, has supplied the following equipment and parts to KKNPP: “Steam Generators, Cation and Anion Filters, Mechanical Filter, Moisture Separator and Reheater, Boric Solution Storage Tanks, Regenerative Blow Down Heat Exchanger, Pipelines and Fittings of Different Systems, Insulation Materials, PHRS Heat Exchanger.” The company has been accused of corruption and fraud and in February 2012, the Russian Federal Security Service arrested the procurement director of Zio-Podolsk on criminal charges, specifically for buying low-quality raw materials on the cheap, passing them off as high-quality materials, and pocketing the difference.

    Such practices violate a very basic requirement of nuclear safety – the adoption of the highest standards of construction and manufacture. This is because all nuclear reactors are susceptible to catastrophic accidents that could result in high levels of radioactive contamination of large areas. Any compromises on the quality of the facility would augment the risks associated with a nuclear power plant. Furthermore, the Koodankulam reactors are of a relatively untested design, although the limited experience with them does suggest problems involving their control rods.

    What is even more worrisome about the revelations of PMANE is the response from the Atomic Energy Regulatory Board (AERB) to another RTI petition from PMANE asking for “a list of those equipment and parts that have been supplied by Zio-Podolsk to the KKNPP units”. AERB responded on 12 February 2013 (No AERB/RSD/RTI/Appl. No 329/2013/2421): “Selection of a company for supplying any equipment to NPCIL, is not under the purview of AERB.” Given the charges facing Zio-Podolsk, AERB should have made it a point to find out what pieces of equipment came from Zio-Podolsk and check them extra carefully. Not doing so amounts in essence to dereliction of duty.

    A number of other examples cited by PMANE suggest a basic lack of transparency. For instance, the manufacturer of the Koodankulam plant, Atomstroyexport, has no liability in the event of an accident. The government has refused to release the text of the intergovernmental agreement between India and Russia. In addition to the liability indemnification, one does not know what other egregious clauses the agreement may contain.

    The government has brushed aside opposition to the plant by arguing that because Rs 17,000 crore have already been spent on the reactor, it has to be commissioned so that the investment already made is not wasted. This is hardly an acceptable argument when the project in question is a nuclear power plant. The government is surely aware, given the experience around the world, that the costs of a catastrophic accident will far exceed the initial investment. Unfortunately, the government’s determination to go ahead with KKNPP despite widespread opposition is paralleled by its actions at other proposed nuclear power plants. In the case of the Jaitapur nuclear power plant in Maharashtra, for example, the local population has clearly shown that they do not want this plant. Doubts have also been raised about the type of plant – again with no prior experience – being imported from France. Yet, as in Koodankulam, the authorities have decided to ignore protests, dismiss even technical doubts and push ahead. Whatever one thinks about nuclear power and safety, such an attitude is unacceptable and not conducive to a healthy democracy.
  • dd | 132.167.35.84 | ২৩ জুলাই ২০১৩ ০৮:৩২575757
  • বিপ নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে "বামেদের" আপত্তি বলছেন ক্যানো?

    সিপিআই বা সিপিএম , এরা কেউ ই কুডানকুলামের এগেইন্স্টে ছিলেন না। (বোধয়) কেরলের সিপিএম নেতা ভিজয়ন একটি জাঠা নিয়ে অকুস্থলে যান, গেরেপতার বরণ করেন - ফলতঃ পার্টী থেকে তিরষ্কৃত হন ও নিজের ভুল স্বীকার করে নেন। সিপিএম তো পচ্চিম বংগে হরিপুরাতেও নতুন, পরিষ্কার পাওয়ার প্ল্যান্ট বসাতে চাইছিলো।

    রীতিমতন এগেইন্স্টে ছিলেন জয়ললিতা। উনি স্বস্থানে থাকলে ঐ প্ল্যান্ট চালু হোতো না তামিলনাডুতে। কিন্তু তখোন ভীষণ পাওয়ার ক্রাইসিস চলছে পুরো মান্দ্রাজে আর জয়ললিতাও নিমেষে স্ট্যান্ড বদলে নিলেন। পুলুশ পাঠিয়ে প্রেকটিক্যালি গাঁয়ের লোকেদের বন্দী করে আন্দোলন স্রেফ পিটিয়ে বন্ধ করে দিলেন। আর ঐ নিয়ে দ্বিচারিতা হ্যান ত্যানের কোনো সীনই নেই। "বেশ করিচি, আগে চাইতাম না। এখন চাইছি" এইসব কথা তামিলে কয়ে দিলেন।

    কিছু খ্রীশ্চান দল, আর কিছু নকুটে লোক ছাড়া আন্দোলনকে এমন কি টোকেন সাপোরটো দেয় নি কোনো বড়ো দল বা নেতা।
  • মনচাঁড়াল | 116.198.204.168 | ২৩ জুলাই ২০১৩ ১১:০৮575759
  • বিপবাবু, বুঝিয়েই দিচ্ছেন যে আপনি ঘোরতর দক্ষিণপন্থী এবং তাই সবজান্তা, সব ঘেঁটেঘুঁটেই আপনি চরম সিদ্ধান্তে পৌঁচেছেন।

    মরুভুমি বা পরিত্যক্ত দ্বীপেই যদি জেন-এন+ওয়ান নিউকপ্ল্যন্ট আপনি চান তাহলে সেই চাওয়াটাইত য্থেষ্ট কুদানকুলাম বা হরিপুরার মানুষের সংগ্রামের পাশে দাঁড়ানর জন্য, তা না করে যাঁরা দাঁড়াচ্ছে তাঁদের গাল পাড়ছেন কেন!!
  • বিপ | 78.33.140.55 | ২৩ জুলাই ২০১৩ ১২:৩৬575760
  • কোন নির্বোধ আর অবোধ ছাড়া কেও বাম বা দক্ষিন পন্থী হয় নয়া। এই সব পজিশন যারা নেয় সারা জীবনে অজস্ত্র সেলফ কনট্রাডিকশনে কাটায়। এই ফোরামের সব কটা বাম বা ডানের লাইফ ঘাঁটলে স্ববিরোধি জীবনযাত্রা ছাড়া কিছু বেড়োবে না । তাই এসব ট্যাগিং করে নিজেকে হাস্যস্পদ করবেন না ।

    রাস্তা একটাই হয়- সেটা সিধা-

    জীবনের পরম উদ্দেশ্য বলে কিছু নেই। তাই এই ধরনের ইমপজিশন যারা করে-যেটা বাম এবং ডানে উভয় দিকেই প্রকট, তা কুসংস্কারাচ্ছন্ন অজ্ঞ মনের পরিচয়।

    আমি বাম ও না-ডান ও না। আমি ভালো ভাবে বাঁচতে চাই- আরো সবাই ভালো ভাবে বাঁচুক সেটাও চাই। নিউক্লিয়ার প্ল্যান্ট যে দরকার ভাল ভাবে জীবন জাপনের জন্য এ ব্যাপারে আমার সন্দেহ নেই। শুধু আপত্তি আচে , লোকবসতি উচ্ছেদ করে প্ল্যান্ট বানানোতে। কারন জেন ফাইফ প্ল্যান্ট ইচ্ছা করলে পাহাড়ের মধ্যে কংক্রীত বাঙ্কারেও করতে পারে-মাটির তলাতেও সম্ভব, জলের তলাতেও করা যেতে পাঁড়ে। খরচ বেশি হবে। কিন্ত জনগনের কথা ভেবে এটা করা যেতে পারে ।

    আমার পছন্দ হচ্ছে পাহারের তঁলায় বাঙ্কার। কারন চীন বা পাকিস্তান যেকোন দিন বোম্বিং করতে পারে । নিউক প্ল্যান্টে বোম্বিং হলে তেজস্ত্রিয়তা ছড়াবে। ভারত সরকারের এসব নিয়ে ভাবা উচিৎ। যুদ্ধ হবে না এই ভেবে প্ল্যান করা উচিৎ না,
  • কৃশানু | 177.124.70.1 | ২৩ জুলাই ২০১৩ ১২:৫৭575761
  • পাহাড়ে কনস্ট্রাকশন এর জন্য উত্তরাঞ্চলে এত বড় বিপর্যয় হলো - এরকম একটা থিওরি মার্কেটে চলছে। বিপ-বাবুর তা নিয়ে কি বক্তব্য?
  • মনচাঁড়াল | 116.198.199.38 | ২৩ জুলাই ২০১৩ ১৪:২৪575762
  • সবজান্তা কি আপনাকে সাধে বলছি, বিপবাবু!

    জীবন আপনার কন্ট্রাডিকশনলেস!

    আপনি বাম বা ডান কোনো রাজনৈতিক পক্ষেই নেই, কিন্তু বাম দলকে গালি দ্যান(ছোটবেলায় যেমন হরলিকস খেতেন এমনি এমনি)।

    মানুষের ভালো চাওয়াই আপনার মহত্ব, কিন্তু কুদানকুলামের মানুষের পাশে দাঁড়ান নেতার গ্রেপ্তারকে সমর্থন করেন(যদিও আপনারই যুক্তি অনুযায়ী এই আন্দোলন সঠিক, কারন, কুদানকুলাম মরুভূমিও নয় বা বিচ্ছিন্ন দ্বীপও নয়)।

    জীবন আপনার দ্বন্দ্বহীন, কিন্তু চিন্তাপ্রকাশতো সম্পূর্ণ বিপরীত দেখছি, তাইতো বললাম সবজান্তা।
  • jhamela | 180.252.80.2 | ২৩ জুলাই ২০১৩ ১৪:৪৮575763
  • মন্চড়াল তো ঠিকই বলেছেন।
    বিপ্বাবু নিউক্লিয়র ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু বললেন না তো।
  • pi | 118.12.169.134 | ২৪ জুলাই ২০১৩ ১৯:৪৫575764
  • জাদুগোডা নিয়ে বিবিদা এই পাতায় লিখেছিলেন না, ওখানে লোক্জনের উপর কিচ্ছুটি কোন আঁচড় পড়েনি ? 'ওয়ার এন্ড পিস' দেখতে বলেছিলাম, জানিনা দেখে উঠতে পেরেছেন কিনা।
    এই লেখাটা একটু কষ্ট করে পড়তে বলব। বাকিদেরও। তারপর এইনিয়ে মতামত জানতে চাইবো।

    http://www.chinkyshukla.com/jadugoda--the-nuclear-graveyard.html
  • নাড়ু | 103.115.84.195 | ২৪ জুলাই ২০১৩ ২০:৪১575765
  • যারা কুদান্কুলাম নিয়ে এতো আন্দোলন করছেন, তারা একটু দয়া করে বলবেন কী, হালে ফুকুশিমা ছাড়া আর কোন নিউক্লিয়ার প্ল্যান্টে দুর্ঘটনা হয়েছে? আপনাদের ক্থা শুনতে গেলে তো ঘর থেকে বেরনো বন্ধ করে দিতে হয় মশাই, কারণ রোজ আমাদের দেশে অসন্খ্য লোক পথ দুর্ঘটনায় মারা যায়! আর কুদান্কুলাম নিয়ে এতো ক্থা, এমনি যে কয়্লা বা হাইডেল প্ল্যান্ট গুলো আছে, সেগুলোতে দুর্ঘটনার সম্ভাবনা নিয়ে আন্দোলন হয় না কেনো? সেগুলোতে আন্দোলন করলে খবর হবে না বলে?

    আমি একান্ত ভাবেই চাই, কুদান্কুলামে প্ল্যন্ট চালু হোক, আমাদের বিদ্যুত সমস্যার একটু সুরাহা হোক। জয়ললিতা যদি এই সিপিয়েমেল মার্কা কাঠালী কলা গুলো কে গ্রেপ্তার করিয়েই থাকে, তো খুব ভালো কাজই করেছে। অবশ্য তামিল নাড়ুতে যা বিদ্যুত সমস্যা, এ ছাড়া আর কোন উপায়ও ছিলোনা।
  • bb | 127.195.165.44 | ২৪ জুলাই ২০১৩ ২২:২০575766
  • পাই- এই সব লেখা বহু বেরিয়েছে- কিছু লোক করে খাবে আর নাম করার জন্য লিখবে। ঐ টেলিং পুকুরের /বাঁধের আশেপাশে যারা থাকে তাদের উপর ক্ষতিকর প্রভাব হয়েছে - কিন্তু ওখানে তো থাকাই উচিত নয়। এই লেখাটাতে কিছুই নেই - যদুগোড়ায় কতজন থাকেন আর তার মধ্যে কতজন আক্রান্ত ইত্যাদি। আমি '৯০ সাল থেকে এই সব অনেক লেখা দেখেছি যাতে এই ভয় দেখান হয় একটা ১৫ বছরের আগের দিন দিয়ে বল হয় যে ওর মধ্যে সবাই মরে যাবে ইত্যাদি।
    অথচ এই বছরও পরীক্ষা করে দেখা গেছে যদুগোড়ার খাওয়ার জলের তেজস্ক্রিয়তা US EPA মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই সম্বন্ধে কিছু নেই এই লেখায়।
    তেজস্ক্রিয়তার অশুভ দিক আছে, কিন্তু সঠিক ব্যবস্থা নিলে ভয়ের কিছু থাকে না।
    একদল লোক এইভাবেই জীবনটা কাটিয়ে দেয়, তেলে বিষ, জলে আর্সেণিক, হিমবাহ গলে গেল এই সব জুজুবাদ দেখিয়ে ।
  • pi | 118.12.169.134 | ২৪ জুলাই ২০১৩ ২২:৩৮575767
  • এই ডকুটা একটু সময় করে দেখেই নিন না।


    যদ্দুর মনে আছে, বেশ কিছু পদার্থবিদ ওখানে গিয়ে নিজেরা তেজস্ক্রিয়তা মেপেছিলেন এবং বিপদ সীমার অনেক উপরে পেয়েছিলেন। ওখানকার অসুস্থতা নিয়েও বেশ কিছু সাক্ষাৎকার আছে।
  • pi | 118.12.169.134 | ২৪ জুলাই ২০১৩ ২২:৪২575768
  • এটা একটা পার্ট। পরের পার্টগুলো রিলেটেড ভিডিও তে পেয়ে যাবেন। সেখানে জাদুগোডা নিয়ে রয়েছে।
  • pi | 118.12.169.134 | ২৭ জুলাই ২০১৩ ০৩:১৯575770
  • দেখলেন ?
  • pinaki | 148.227.189.9 | ০৫ আগস্ট ২০১৩ ১৯:১০575773
  • কেন? কনজাম্পশন বেশী হলে অপেক্ষা করতে পারে কেন? উল্টোটা তো।
  • cm | 127.193.45.64 | ০৫ আগস্ট ২০১৩ ১৯:১৩575774
  • ভরা প্যাটে আর দুগা ভাত দিমুনি?
  • pinaki | 148.227.189.9 | ০৫ আগস্ট ২০১৩ ২০:০৭575775
  • কনজাম্পশন বেশী হলেই জেনারেশন বাড়ানোর তাড়া থাকবে। পেট খালি না ভর্তি সেটা ইলেক্ট্রিসিটি কনজাম্পশন দিয়ে ঠিক হয় না। জেনারেশন আর কনজাম্প্শনের মিসম্যাচ দিয়ে ঠিক হয়। এটা ঠিক যে চায়নার ডেফিসিট আমাদের চেয়ে কম, কিন্তু সেটা উপরের ডেটা দিয়ে এস্টাব্লিশড হয় না। চায়নার ইলেক্ট্রিসিটি ডিম্যান্ডও খুব দ্রুত বাড়ছে। ওদেরও প্রচুর পাওয়ার দরকার। ওদের প্রায় ৫০ গিগাওয়াটের নিউক পাওয়ারের প্ল্যান ছিল। এখন গো স্লো করে দিয়েছে ফুকুশিমার পর।
  • কল্লোল | 111.63.130.72 | ০৫ আগস্ট ২০১৩ ২০:৪৮575776
  • ডকুটা দেখলেন না কেউ। বা দেখেও চেপে গেলেন। কোনটা বোঝা গেলো না।
  • a x | 138.249.1.198 | ০৫ আগস্ট ২০১৩ ২১:০০575777
  • এটাও তো বহুবার দেওয়া হয়েছে।
  • anirban basu | 78.65.169.66 | ০৫ আগস্ট ২০১৩ ২২:৩০575779
  • যদুগোড়ায় খাওয়ার জলের তেজস্ক্রিয়তার রেফারেন্সটা একটু দেবেন? আমি একটা পেপারে (এন কে শেঠি ২০১১) যা দেখছি - তাতে যে মেথডে হেক্সাভ্যালেন্ট ইউরেনিয়াম মাপা হয়েছে, তা স্ট্যান্ডার্ড নয় এবং ম্যাক্সিমাম ভ্যালু ২৮ পার্টস পার বিলিয়ন যা EPA limit (30 ppb) র খুব কাছাকাছি। WHO -র লিমিট কিন্তু আরো অনেক কম। আর জলে মিশে থাকা ইউরেনিয়াম তেজস্ক্রিয়তার জন্যে নয়, কেমিক্যাল টক্সিসিটির জন্যে ভীষণ ক্ষতিকর। আর সাধারনভাবে যেখানে ইউরেনিয়াম মাইনিং হয় অধিকাংশ জায়গাতেই জলের দূষণ হয়। আমেরিকায় ৩৬ টি স্টেট-এ US ডিপার্টমেন্ট অফ এনার্জির ১২০ র-ও বেশি সাইটে জলে ইউরেনিয়ামজনিত দূষণ আছে। এই ব্যাপারে কেউ যদি রেফারেন্স চান বলবেন।

    দ্বিতীয় ব্যাপার হল - নিউক্লীয়ার ওয়েস্টের এখনো অবধি কোনো সমাধান নেই।
  • a x | 138.249.1.202 | ০৫ আগস্ট ২০১৩ ২২:৩০575778
  • এটাও থাক -

    http://www.bbc.co.uk/news/world-asia-23578859

    Japan's nuclear watchdog has said the crippled Fukushima nuclear plant is facing a new "emergency" caused by a build-up of radioactive groundwater.
  • PT | 213.110.246.230 | ০৫ আগস্ট ২০১৩ ২২:৪৮575781
  • যে দেশে বাচ্চাদের জন্য খাবারই নেই সেদেশে জলের তেজস্ক্রিয়তা নিয়ে এত চিন্তা কিসের?

    ....3,000 children dying daily due to illnesses related to poor diets..

    প্রত্যেকদিন ?৩০০০? ভারতে এপর্যন্ত তেজস্ক্রিয়তার জন্য মোট কত লোক মারা গেছে বা অসুস্থ হয়েছে?

    http://worldnews.nbcnews.com/_news/2012/02/16/10424930-indias-hunger-shame-3000-children-die-every-day-despite-economic-growth?lite
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন