এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Condemn the arrests of Dipankar Bhattacharya, Balasundaram and S. Kumaraswamy of CPI ML at Koodankulam.

    Salil Biswas
    অন্যান্য | ০১ অক্টোবর ২০১২ | ১১১০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিদ্যুত | 132.164.94.63 | ১১ আগস্ট ২০১৩ ১৯:৩৯575637
  • dd বাবুকে অনেক ধন্যবাক। ওটা পারমানবিক বিদ্যুতই হবে। আর ট্যাক্স বেনিফিট ইত্যাদি যা লিখেছেন, সেটাও ঠিক। যদিও দুএকটা কোম্পানি এখনো মনে করছে উইন্ড-ফার্ম বানিয়ে কিছুটা লাভ করা যায় (সুজলনের অবশ্য মোটা ক্ষতি হয়েছে)।

    পাইদিদি, পিনাকী বাবুর লেখাটা পড়েই আমার কিছু লেখার কথা মনে হলো। মানে আমি যা দেখেছি, নিউক্নিয়ার প্ল্যন্ট হয়তো কেন্দ্রীয় সরকার পুশ করছে, কিন্তু অন্তত তামিলনাড়ুতে তো তার জন্য উইন্ড-টার্বাইন ইত্যাদি বসাতে কারুর কোন অসুবিধে হয়নি। উল্টে dd বাবু যেটা বললেন, রাজ্য সরকার নানাভাবেই ইন্সেন্টিভ দিয়েছিল। পরে ব্যব্সায়িক কারণেই সৌর বিদ্যুত ই্ত্যাদি মার খেয়েছে, কিন্তু এখনো বেশ কিছু কোম্পানি এগুলো নিয়ে চেষ্টা চালাচ্ছে।

    এবার বাকি দুটো বিষয়, দুর্ঘটনা আর পারমানবিক বর্জ্য। ফুকুশিমা ছাড়া আর তো খুব একটা দুর্ঘটনা ঘটেনি। তার আগের যেগুলো বড় দুর্ঘটনা, চের্নোবিল আর লং আইল্যান্ড, ওগুলো পুরনো ডিজাইন ছিল, তার পরে বহু পরিবর্তন হয়েছে। আর ফুকুশিমাতেও খেয়াল করবেন, দুর্ঘটনাটা ডিজাইনের বাইরে ছিল। একসাথে অত তীব্র কম্পন আর সুনামির কথা ডিজাইন করার সময়ে ভাবা হয়নি।

    বর্জ্য পরিশোধন করার একশো শতাংশ উপায় হয়তো এখনো বের হয়নি, তবে মোটামুটি নিরাপদ উপায় কিছু তো হয়েছে! আপাতত এই দিয়েই কাজ চলুক, পরে আরো উন্নত উপায় নিশ্চয়ই বেরোবে, তাই না?
  • বিদ্যুত | 132.164.94.63 | ১১ আগস্ট ২০১৩ ১৯:৫২575638
  • আমি যেটা বলতে চাইছি, একশো শতাংশ নিরাপদ তো কোন কিছুই নয়, কাজেই একেবারে সম্পূর্ণ নিরাপদ হলে তবেই সেটা ব্যবহার করবো, এরকম ভাবলে তো কোন প্রযুক্তিকেই ব্যবহার করা যাবেনা!

    তাই আমরা মোটামুটি কন্ট্রোলেবল ফেইল্যিঅর অবধি যেতে পারলেই সেটা ব্যবহার করতে শুরু করি, তাইনা?
  • pi | 118.22.237.164 | ১২ আগস্ট ২০১৩ ০৪:৪২575639
  • তুলনাই যদি করবেন, তাহলে এগুলোও দেখুন। দুর্ঘটনা ঘটলে তার মাত্রা আর ভয়াবহতার কথাটা ভেবে দেখুন। এই নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্টে কতগুলি স্তরে কতটা বেশি সাবধানতা বজায় রাখার প্রয়োজনীয়তা আছে,সেটা মাথায় রাখুন।
    বিশেষ করে আমাদের দেশে এবিষয়ে কতটা কী সাবধানতা নেওয়া হবে বা হতে পারে বলে মনে হয় ? নিউক ওয়েস্ট ম্যানেজমেন্টেই নেওয়া হয়না ! জাদুগোডার ডকুগুলো দেখলেন ? ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, দেশের প্রিমিয়ার ইন্স্টিউটে নিউক্লিয়ার ওয়েস্ট হ্যাণ্ডলিং দেখলে আঁতকে উঠতে হয়, এমন অবস্থাও দেখেছি।
    বিকল্প শক্তির কথা যা বলা হচ্ছে, সেখানে কি এরকম কোন তুলনীয় নিরাপত্তাজনিত ইস্যু আছে ? বলেছেন, নিউক্লিয়ার হলেও ওগুলো হতে অসুবিধে নেই, কিন্তু নিউক্লিয়ারে যে পুশটা দেওয়া হচ্ছে, সেইটাই, তার পুরোটাই ঐ সেক্টরগুলোতে দেওয়া নয় কেন, দিলে কী ক্ষতি, এপ্রশ্নও তো তোলা যায়, তাই না ? ঃ)
  • anirban basu | 34.5.197.153 | ১২ আগস্ট ২০১৩ ০৫:০১575640
  • পিনাকীদার 4:31 এর পোস্টের সঙ্গে একমত। একবারে সম্পূর্ণ নিরাপদ হলে, তবেই সেটা ব্যবহার করবো, এরকমটা মনে হয় কেউই বলেন না। কিন্তু অন্যান্য দুর্ঘটনার সঙ্গে রেডিয়েশন এর অনেক তফাত আছে। এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ভারতে সরকারী সংস্থাগুলি জনসাধারনকে অন্ধকারে রাখে। ফলে বর্জ্য রাখার "মোটামুটি নিরাপদ" উপায়গুলি নিয়ে আমরা খুবই কম জানি। পারমানবিক বর্জ্য পরিশোধন করার কোন উপায়ই বার হয় নি। বর্জ্যকে মাটির অনেক গভীরে, কোনো খুব শক্ত নিশ্ছিদ্র পাথরের মধ্যে রেখে দেওয়া যেতে পারে হাজার বছরের জন্য - এইটা অনেকের মত। সেরকম কোনো জায়গা পাওয়া খুব মুশ্কিল। হাজার বছরের টাইমস্কেলে কোনো কিছুই নিশ্ছিদ্র নয়। তেজস্ক্রিয় বিকিরণের আয়ু তার থেকেও অনেক বেশী। আমেরিকার Yucca Mountain প্রজেক্ট মূলতঃ এই কারণে ঠান্ডা ঘরে। তার পরে খরচার বিষয়টিও আছে। পরমানুবিদ্যুতের ইউনিট প্রতি কস্ট বেশি হবেই, এবং সারা পৃথিবীতে পরমানুচুল্লীর সংখ্যা এখনকার চেয়ে অনেক অনেক বেশী না হলে পরে পরমানুবিদ্যুত কখনই ভায়েবল কার্বন-ফ্রি অল্টারনেটিভ হবে না। আমেরিকার সমস্ত চুল্লীর ইন্সিওরান্স সরকারকে (ট্যাক্সপেয়ারকেই)
    বহন করতে হয়। এই কারণে পরমানু বিদ্যুত কখনই কমপিটিটিভ হবে না। ফলে এত ঝুঁকি নিয়ে (হাজার হাজার বছরের তেজস্ক্রিয়তা) এত খরচসাপেক্ষ পরমানু বিদ্যুতের চাইতে, সস্তা ও কম ঝুঁকির অল্টারনেটিভই কাম্য।
    তবে এখন যে চুল্লীগুলি রয়েছে, ইউরেনিয়ামের যে খনিগুলি রয়েছে সেগুলিকে আরও অনেক নিরাপদ করা যায়, সেগুলির এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট অনেক কমানো যায়।
  • গ্যাসপ্ল্যান্ট | 208.7.62.204 | ১২ আগস্ট ২০১৩ ০৮:৪০575642
  • 'বলেছেন, নিউক্লিয়ার হলেও ওগুলো হতে অসুবিধে নেই, কিন্তু নিউক্লিয়ারে যে পুশটা দেওয়া হচ্ছে, সেইটাই, তার পুরোটাই ঐ সেক্টরগুলোতে দেওয়া নয় কেন, দিলে কী ক্ষতি, এপ্রশ্নও তো তোলা যায়, তাই না ?'

    পাইদিদি, এই যে বল্লেন শুধু অন্য সেক্টরগুলোতেই পুশ দেওয়া নয় কেন, এটাই সেই আইদার-অর মনোভাব। একটা দেশের সরকার বোধহয় একটা প্রযুক্তি বা একটা সেক্টরকে সম্পূর্ণ উপেক্ষা করে অন্য সেক্টরে পুশ দিতে পারে না। দেওয়া উচিতও না, ওতে সরকারের অপশন কমে যায়। তাছাড়া একটা নিউক্লিয়ার প্ল্যান্ট হাতেকলমে কমার্শিয়ালি চালিয়ে যা শেখা যায়, সেটা অন্য কোনভাবে শেখা যায়্না।

    তাছাড়া আগেই তো বল্লাম, তামিলনাড়ু সরকার উইন্ড-ফার্ম ইত্যাদিতে ভালো উত্সাহ দেয়, কাজেই কেউ যদি এগুলো বানিয়ে লাভ্জনক ভাবে বিদ্যুত উত্পাদ্ন করতে পারে, তো সে করতেই পারে। আজকের কাগজে খবর, তামিলনাড়ু সরকার বিদ্যুত ঘাটতি মেটাতে গ্যাসপ্ল্যান্ট অপারেটরদের থেকেও বিদ্যুত কিনবে। সবধরনের বিদ্যুতেরই চাহিদা আছে, আইদার-অর ধারণা নিয়ে কেউ বসে নেই :-)
  • লিংক | 208.7.62.204 | ১২ আগস্ট ২০১৩ ০৮:৫১575643
  • অনির্বান বাবুর লিংকটা খুবই শিক্ষনীয়, মন দিয়ে পড়লাম। আমাদের দেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা নিশ্চয়ই এইসব দিক মাথায় রেখেই কালপাক্কাম, কুড়ানকুলাম বা অন্যান্য যায়্গায় পারমানবিক চুল্লী বানাচ্ছেন।
  • বিদ্যুত | 132.164.10.160 | ১৬ আগস্ট ২০১৩ ১০:২২575647
  • আমাদের তামিলনাড়ুর মানুষদের জন্য একটা ভালো খবরঃ

    http://www.ndtv.com/article/south/work-to-generate-500-megawatt-power-at-kudankulam-begins-406241?pfrom=home-health

    তামিলনাড়ুর তীব্র বিদ্যুত সংকট কিছুটা কমবে, আশা করা যায়। আর নেতির রাজনীতির প্রভাব দক্ষিণের রাজ্যগুলিতে এখনো ততটা পড়েনি, এটাও দেখতে ভাল্লাগলো।
  • PT | 233.223.154.104 | ১৬ আগস্ট ২০১৩ ১১:০০575648
  • PT একটা ব্যক্তিগত কথা। আপনি কি ক্ষেত্রপ্রসাদ বাবুর ছাত্র? আমিও ওনার ছাত্র ছিলাম। সেটা আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি
  • PT | 213.110.243.23 | ১৬ আগস্ট ২০১৩ ১১:৪৯575649
  • ক্ষেত্রবাবুর কাছে BSc-তে পড়েছি। যেটুকু পড়াতেন মণি-মুক্তোর মত উজ্জ্বল মনে হত। বাংলা পরিভাষা ব্যব্যহার করে যে বিজ্ঞান পড়ানো যায় সেটাও তাঁর কাছ থেকে জেনেছি। আর নাটকে অভিনয় করতে শেখাও তাঁর কাছ থেকে। অসামান্য কিছু কবিতাও লিখেছেন।
  • PM | 233.223.154.104 | ১৬ আগস্ট ২০১৩ ১২:৪৬575650
  • সরি , আগের পোস্টটা আমার।
    ক্ষেত্রবাবু মারা গেছেন কিছুদিন আগে।। আমি সেই সময় দেশে না থাকায় দেখা সক্ষাৎ হয় নি অনেকদিন। খুব আপশোস হয় এখন ।
  • PT | 213.110.243.23 | ১৬ আগস্ট ২০১৩ ১২:৫০575651
  • আপনি কি কেমিস্ট্রির?
  • PM | 233.223.154.104 | ১৬ আগস্ট ২০১৩ ১৩:৪৭575652
  • HS এ ওনার কাছে কেমিস্ট্রি পড়েছিলাম, ব্যক্তিগত ভাবে
  • pi | 172.129.44.87 | ২১ আগস্ট ২০১৩ ০০:৫২575653
  • Contaminated water with dangerously high levels of radiation is leaking from a storage tank at Japan's crippled Fukushima nuclear plant, the most serious setback to the cleanup of the worst nuclear accident since Chernobyl
  • PT | 213.110.246.230 | ২২ আগস্ট ২০১৩ ০০:০১575654
  • At least 37 people died after a group of Hindu pilgrims crossing train tracks was hit by a speeding passenger express in India's eastern state of Bihar Monday, state railway and police officials said.
  • anirban | 146.152.5.46 | ২২ আগস্ট ২০১৩ ০১:৩৪575655
  • রেললাইনের ক্রসিং সামলানো যায় না কিন্তু নিউক্লীয়ার প্ল্যান্ট ঠিকই সামলানো যাবে।

    আজকের খবর।
    Japan is to issue its gravest warning about the state of the wrecked Fukushima Daiichi nuclear power plant since the facility suffered a triple meltdown almost two and a half years ago.

    The new warning, expected on Wednesday, comes only a day after the nuclear watchdog assigned a much lower ranking when the plant's operator, Tepco, admitted about 300 tonnes of highly toxic water had leaked from a storage tank at the site.

    http://www.theguardian.com/environment/2013/aug/21/leap-fukushima-danger-ranking
  • ranjan roy | 24.99.130.33 | ২২ আগস্ট ২০১৩ ০৫:৪৯575656
  • ডিডি,
    নিউক নিয়ে পিউক করাটা নকুটেদের একচেটে এজেন্ডা!
    কিন্তু কারাতবাবু কি নিয়ে ইউপিএ থেকে বেরিয়ে গেসলেন?
    কোথাও কিছু ভুল করছি কি?
  • PT | 213.110.246.230 | ২২ আগস্ট ২০১৩ ০৬:২৬575658
  • তেজষ্ক্রীয়তা খুব খারাপ জিনিস কিন্তু অতি-বামেদের কাছে রেল লাইনে কাটা পড়ে মৃত্যু কেন এত কম গুরুত্বপূর্ণ তা আমার মাথায় ঢোকে না।

    আর কে না জানে যে কারাতবাবুরা যেটাই করে সেটাই ভুল-কিন্তু "সব ঠিক অবস্থান"-এর ধ্বজাধারীদের কাউকে তো এই ৩৭ জন কিংবা 6,000 Number of deaths on Mumbai suburban rail tracks every year নিয়ে বিন্দুমাত্রও উতলা হতে দেখিনি!!
  • s | 182.0.249.87 | ২২ আগস্ট ২০১৩ ০৮:২৬575659
  • মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু এই ৩৭ জন নিজেদের এবং সন্মিলিত গাধামির জন্যই মরেছেন। এই মজ্জাগত গাধামি নিয়ে উতলা হয়ে কোন লাভ নেই।
  • PT | 213.110.243.23 | ২২ আগস্ট ২০১৩ ০৮:৩২575660
  • .... এবং ঐ ৬০০০-ও প্রতিবছর "সম্মিলিত" বা "মজ্জাগত গাধামি"-র জন্যেই মরে!!
  • dd | 132.167.40.119 | ২২ আগস্ট ২০১৩ ০৮:৫৫575662
  • রঞ্জন,ঐ কারাত বাবুরা পারমানবিক চুক্তির কি একটা ইরি মিরি কিরি ক্লস (সেটা নাকি খুব মার্কিন ঘেঁষা ছিলো) সেটা নিয়েই ক্রুদ্ধ ছিলেন। per se কিছু পারমানবিক নিয়ে "ছুই না ছুই না" ভাব ওনাদের ছিলো না।

    পারমানবিককে মানবিক না ভাবাটা নকুদের একচেটিয়া। অন্য বামেদের নয়।

    তোমার খ্যাল থাকবে, তুমি ও তো ফেলো ভাম।
    আমাদের আর্লি কৈশোরে আমরা জানতাম ফেমিলি প্লেনিং এক মার্কিন ষড়যন্ত্র।সে বাবদে বেশ কিছু ফেঃ প্ল্যাঃ সেন্টারে ইতঃস্তত বোম টপকানো হোতো। এখনো মনে আছে হন্তদন্ত হয়ে এক সিনিয়র কমরেডের প্রবেশ ও ঘোষণা "ওরে শোন শোন, ফে প্ল্যা সেন্টারে আর ঝামিলি করিস নি।চীনে নাকি খুব চলে"। এর পরে আর তর্কো হয় নি।

    আরো মনে আছে সব পরিবেশবিদেরাও সিয়ার এজেন্ট ছিলো,তারা চাইতো না গরীব দেশ প্রযুক্তিতে বড়ো হোক। সেই মতো তারা ছক কাটেন ও বড়ো বাঁধ ও প্রকল্পে বাগড়া দ্যান। সে সময়ে চীন থেকে প্রকাশিত ও প্রচারিত সমস্ত (ইয়েস সমস্ত) ল্যান্ডস্কেপে বাধ্যতামুলক ভাবে ইলেকিরিক পোস্ট ও ঝুল্যমান তার দেখাতে হোতো।আমরা এ ভাবেই চিনে নিতেম ও এনভাইরনমেন্টওয়ালাদের।

    সুন্দরবনের প্রজেক্ট টাইগারও সিয়ার কাজ ছিলো। ওরা ঐ খানে ইলেকট্রনিক কি সব গুঁজে কমরেডদের গতায়াতের উপোর নজরদারি করতো।

    এ সবই আমরা জানতাম।

    সেই ট্র্যাডিশন এখনো চলছে। পরিবেশ নিয়ে ভাবনা এখনো কোন দল/পোলিটিক্যাল ইডিওলজির সাথে গাঁটছড়া বেঁধেছে সেই হিসেবে ঠিক হয়। একেবারে নামতার মতন সহজ ও লিনিয়ার।
  • pi | 118.22.237.164 | ২২ আগস্ট ২০১৩ ০৯:৩২575663
  • নকু আর এস পি, নকু অচ্যুতানন্দন।

    "RSP general secretary T J Chandrachoodan on Thursday criticized CPM's stand on the Kudankulam nuclear plant issue.

    "If you say no to nuclear power plant, it should be applicable to Kudankulam as well. It is not ideal for the Left to take one policy at Jaitapur and a different one at Kudankulam," Chandrachoodan said here after releasing a book, 'Environment and Development' written by opposition leader VS Achuthanandan. The opposition leader has been supporting the protest against the plant at Kudankulam. Chandrachoodan said his party has taken a policy against installing nuclear plants in India. "It is a lesson we have learnt from the tragic experiences of the past," he said. Achuthanandan, who had to face disciplinary action from the CPM on his stand on Kudankulam, said judgments on such topics wouldn't be final. "There was a serious debate in Kerala over Silent Valley project and Peringom nuclear power project. Though both fronts supported these projects, they didn't materialize because of the opposition by environmentalists and the public. Even those who supported those movements then are taking a different position now," he said. ...
  • pi | 118.22.237.164 | ২২ আগস্ট ২০১৩ ০৯:৩৩575664
  • এমনকি নকু সিপিএম।

    'The Communist Party of India-Marxist on Tuesday demanded an immediate halt to the setting up of a nuclear power project in Jaitapur and the environment clearance given to it, saying the crisis in nuclear reactors in Japan following the tsunami warranted a re-examination of the project.'
  • বিদ্যুত | 132.164.155.47 | ২২ আগস্ট ২০১৩ ০৯:৪৫575665
  • এখানে DYFIর মতামত অনেকটা পরিষ্কার করা আছেঃ

    http://newindianexpress.com/cities/thiruvananthapuram/article1237536.ece
    Dated 21 September, 2012.

    তবে যাই হোক, তামিলনাড়ুতে প্রায় কোন পলিটিকাল পার্টিই কুড়ানকুলামের বিরোধিতা করেনি, এটা এখানকার একটা ভালো দিক।
  • বিদ্যুত | 132.164.155.47 | ২২ আগস্ট ২০১৩ ০৯:৫৫575666
  • এখানে CPMর মতামত নিয়ে লেখা আছেঃ

    http://www.indianexpress.com/news/cpm-snubs-vs-over-kudankulam-stand/1016431/
    Dated 14 October 2012.

    CPM বলেছে উপযুক্ত সেফটি ব্যাবস্থা নিয়ে প্ল্যান্ট চালাতে।সঠিক মনোভাব, আমরা তামিলনাড়ুর লোকেরা বেশিরভাগ এটাই চাই।
  • PT | 213.110.243.23 | ২২ আগস্ট ২০১৩ ১০:০৪575667
  • ....... তাই কি এনারা কুড়ানকুলামে বিপ্লব রফতানি করতে গিয়েছিলেন? আর কেন সিপিএমের রেফারেন্স এই আলোচনাতে আসছে কে জানে! সিপিএম যদি পারমাণবিক বিদ্যুতের ব্যবহারের সম্পুর্ণ বিরোধীতা করে তাহলে তারা সেরেফ গাধামো করছে!

    কিন্তু এটাও থাকঃ The Polit Bureau reiterates its firm opposition to the 123 agreement which does not provide for full civilian nuclear cooperation; does not meet the needs of energy security and which will severely undermine the country's independent foreign policy and strategic autonomy by cementing a strategic alliance with the United States. http://pd.cpim.org/2008/0706_pd/07062008_1.htm
  • বিদ্যুত | 132.164.155.47 | ২২ আগস্ট ২০১৩ ১০:১৬575669
  • কিন্তু সিপিএম পারমাণবিক বিদ্যুতের ব্যবহারের সম্পুর্ণ বিরোধীতা করেনি তো!

    পাইদিদি দ্বিতীয় পোষ্টে এমন একটা খবর থেকে কোট করেছে যেখানে কুড়ানকুলাম নিয়ে আদৌ আলোচনাই হয়নি! তাই আমি পুরোটা জানানোর জন্য লিংক দুটো দিলাম :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন